মনে পড়ছে কোন এক বৈশাখী বিকেলের কথা। যখন হঠাত করে বিনা নোটিশে আকাশ অন্ধকার করে নিকষ কালো মেঘের চাদর চারদিক ঢেকে দেয়। গুমোট আবহাওয়ার সাথে তীব্র ঝড়ো হাওয়া আর বজ্রপাতের শব্দে আতঙ্কিত সবাই । দরজা জানালা বন্ধ করে দিয়ে একটু নিরাপদ আশ্রয় খুঁজতে থাকি আমরা। ঠিক এরকম অশান্ত সময়ে একেবারে অবাধ্য হয়ে জানালা খুলে রেখে ঝড়ের রুদ্রতা দেখতে দ
ভাংগনের বেদনা বোধ করি সৃষ্টিশীল মানুষেরই থাকে । ভাংগনের ব্যথা তার একাকী অলংকার বলেই সৃষ্টির উল্লাস ও তার নিজস্ব অহংকার হয়ে উঠে । বিনাশ ও বিন্যাস তীব্র নান্দনিকতা এই সব মানুষের জন্যি । 'ভেংগে আবার গড়তে জানে সে চির সুন্দর '