বাংলা অনুবাদ প্রয়োজন

দ্রোহী এর ছবি
লিখেছেন দ্রোহী (তারিখ: সোম, ১৩/১০/২০০৮ - ১২:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

সুধী:

"Welcome Home" এর চমৎকার বাংলা অনুবাদ কী হতে পারে?

××××অনেকদিন ব্লগাচ্ছি না। দৌড়ের উপর আছি!


মন্তব্য

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

"আয় ঘরে আয়" চিন্তিত
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

শামীম এর ছবি

"এ্যাত দেরী কেন?"
অথবা,
"বিস্কুট/চিনি/চা আনো নাই?"
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

আলমগীর এর ছবি

ভাবী এইটা দেখলে ফাটাইবনে চোখ টিপি

সৌরভ এর ছবি

আ যা, মেরি জান। দেঁতো হাসি

(হিমু ভাই/ লীলেন ফিটার ভাই- এসওএস)


আবার লিখবো হয়তো কোন দিন

বিপ্লব রহমান এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

উলুম্বুশ এর ছবি

এসো এসো আমার ঘরে এসো

---------------------------------------------------------
অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় দিও সামান্য ঠাঁই

---------------------------------------------------------
অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় দিও সামান্য ঠাঁই

পান্থ রহমান রেজা এর ছবি

ঘর কি তোর পর। শয়তানী হাসি শয়তানী হাসি

ইশতিয়াক রউফ এর ছবি

সব ঠিকঠাক? ভাবি খ্যাদায় দেয় নাই তো? হাছা কইরা কন তো কী করছিলেন!

আমি তো একটু পুরানো ধরানার মানুষ... স্রেফ "স্বাগতম"এ হয় না? ?-)

টিকটিকির ল্যাজ এর ছবি

গৃহে সুস্বাগতম? চিন্তিত

বা

ঘরে ফেরায় সুস্বাগতম? চিন্তিত

মুজিব মেহদী এর ছবি

১. বাসায় আইসো। (কুমতলবে)

২. আইছো? বও। (বাগে পেয়ে)

৩. থাইকা যাও। (নিজস্ব সম্পত্তি ভেবে)

................................................................
তোমার হাতে রয়েছি যেটুকু আমি, আমার পকেটে আমি আছি যতটা, একদিন মনে হবে এটুকুই আমি, বাকি কিছু আমি নই আমার করুণ ছায়া

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

কল্পনা আক্তার এর ছবি

আপন ঘরে স্বাগতম...কেমুন হয়!!

কল্পনা আক্তার

................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

অভ্রনীল এর ছবি

ভিতরে ঢোক দেঁতো হাসি

__________________________
| নাদানের ছোট্ট জগৎ |
auto

টিকটিকির ল্যাজ এর ছবি

এইটাই মনে হয় সবচেয়ে এক্যুরেট দেঁতো হাসি

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

আরে আইস্যা পড়েন! কথাটার চাইতে সুন্দর কোনো অর্থ নাই। দেঁতো হাসি
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

আলমগীর এর ছবি

শুভ নীড়াগমন। (যদি ব্যাকরণ ঠিক থাকে আর কী!)

রানা মেহের এর ছবি

পান্থ রেজার অনুবাদে বিপ্লব!

"এসো এসো আমার ঘরে এসো"
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

বিপ্লব রহমান এর ছবি

আইবা? আমি কিন্তু দৌড়ের উর্পে আছি! খাইছে

---
তিন নং পিচ্চি-পোস্টে (বিপ্লব)


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অতন্দ্র প্রহরী এর ছবি

পরিস্থিতি জানলে মনে হয় বলা সুবিধা হতো। তবে...

সুস্থ ধারার নায়কের মতো: নীড়ে স্বাগতম। হাসি
অশ্লীল সিনেমার ভীলেনের মতো: আয়, ভিত্রে আয়! শয়তানী হাসি
___________

অথবা বলা যায়- স্বাগতম, ঘরে ফেরা
_______________
বোকা মানুষ মন খারাপ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

তোর বিয়ার লাইগা সুন্দর একখান মাইয়া দেখছি... খাইছে

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ধুসর গোধূলি এর ছবি

- শুভ গৃহাগমন , গৃহ প্রবেশ প্রভৃতি, নীড়ে স্বাগতম।

অফটপিকঃ আল্লায়ই জানে ঘর খালি পাইয়া কারে নিমন্ত্রন করতাছেন! তা মেম্বর, পিঠে কি খুব ব্যাথা এখনো?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দৃশা এর ছবি

"ওয়েলকাম ভ্যাক দ্রোহী ভ্রাদার"- এইটার আংরেজী কি দ্রোহী ভাই?
-------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

হিমু এর ছবি
মাহবুব লীলেন এর ছবি

সুগৃহে স্বাগত
কিংবা
অন্দরে হান্দাও

তুলিরেখা [অতিথি] এর ছবি

হি হি হি হি।
হো হো হো))))

পরিবর্তনশীল এর ছবি

ভালো দৌড়ের উপরে থাকা ভালো। শরীর স্বাস্থ্যের গতি হয়।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

শামীম এর ছবি

আমি পুরাপুরি নিশ্চিত নই ... কিন্তু কেন জানি মনে হয়
welcome home কথাটা দিয়ে ঐ বাসাতেই বসবাসকারী কেউ বাইরে থেকে (=অফিস/হোস্টেল/ভ্রমন/হাসপাতাল/ইত্যাদি শেষে) ফিরে এলে সম্ভাষন জানানো হয়। কোন মেহমান/অতিথিকে নয়।

কিন্তু এখানে বঙ্গানুবাদের ধারা দেখে এখনতো অন্যরকম মনে হচ্ছে চিন্তিত
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ওই, আইলি! হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

কেউ  এর ছবি

আয় কইলাম! ভিতরে আয় কইলাম!
না আইলে খবর আছে।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

যাউক, বৌ তাইলে আপ্নারে শেষ্মেষ ঘরে ঢুকতে দিতেছে। গুড লাক। ঘরে গেলে কম্পু পাইবেন, ব্লগিঙ্গো শুরু কইরেন।

ভূঁতের বাচ্চা এর ছবি

"স্বগৃহে সাদর অভ্যর্থনা"

এই অনুবাদ দিয়া কি করবেন ভাইয়া ?
ঘরের সামনে ঝুলাইবেন নাকি ?

--------------------------------------------------------

দ্রোহী এর ছবি

ডরাইছি!!!!!!!!!!!


কী ব্লগার? ডরাইলা?

রাগিব এর ছবি

আইয়ুন।

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

জ্বিনের বাদশা এর ছবি

সবাই অনেক অনুবাদ দিলেন, আমি অন্তর্নিহিত ভাবটা অনুবাদ করি:

"এসেই যখন পড়েছ .... :("
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শেষ পর্যন্ত কী হইলো?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

| আনোয়ার সাদাত শিমুল | মঙ্গল, ২০০৮-১১-২৫ ০২:৩৭

শেষ পর্যন্ত কী হইলো?

দ্রোহী এর ছবি

কী হওয়ার কথা ছিল?


কী ব্লগার? ডরাইলা?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আলাদা পুস্টে বলতে পারেন।

দ্রোহী এর ছবি

কী শুন্তে চান?


কী ব্লগার? ডরাইলা?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কী কারণে এই বাংলা অনুবাদটা দর্কার হৈল, তার্পরে কী হৈল। সেইসব

দ্রোহী এর ছবি

সবতো কইয়া দিছে সবাই। মন্তব্য যা আছে তা পড়ে খানিকটা আন্দাজ কইরালান। হাসি


কী ব্লগার? ডরাইলা?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আপনার বিরুদ্ধে এমন অপপ্রচারের 'দিক্কার' জানাই ।

দ্রোহী এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এই মাত্র পোস্টে ফাইভ স্টার দাগিয়ে 'অসাধারণ' রেটিং দিলাম।

দ্রোহী এর ছবি

আরও ডরাইছি। জা-কা-জা পরিষদ কইলাম আমারে পিডাইবো মাওলানা মানুষের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করার কারনে।


কী ব্লগার? ডরাইলা?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আস্তা-গফির-উওল্ল্যাহ

দ্রোহী এর ছবি

"আস্তা-গফুর-উল্লাহ" না....................
"নাও-জুবিল্লাহ"!


কী ব্লগার? ডরাইলা?

দ্রোহী এর ছবি

যাউকগা, ভাত খাইতে যাই। সেমেস্টার শেষ হউক, (আর মাত্র তিন দিন) তখন গল্প লিখুমনে।


কী ব্লগার? ডরাইলা?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এইটা অজানাই রয়ে গেলো । ;(

সোহান হাসনাত এর ছবি

বাড়িত আওহাইন!! (ময়মনসিংহা অনুবাদ)

সোহান হাসনাত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।