বেহেশতে যাচ্ছি-

কনফুসিয়াস এর ছবি
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: রবি, ১২/০৭/২০০৯ - ৯:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

auto
মনের মধ্যে কতরকমের হাউশ!
ম্যাকগাইভার দেইখা একসময় ভাবতাম, এই ব্যাটার মত বুদ্ধি না হইলে তো জীবনটাই বৃথা! বোম্বাই সিনেমা 'গুরু' দেইখা মোনাজাতে কইতাম, আল্লাহ , আমারে মিঠুনের মতন মারামারি শিখাইয়া দাও।

বেহেশতে যাওনের একটা খায়েশ মনের মধ্যে উঁকি ঝুকি মারে বহু আগে থেইকা। না না, জান্নাতুল ফিরদাউশ চাই না, ঠেলাঠেলি কইরা চামে চুমে কোন একটা ছোটখাট বেহেশতে জায়গা পাইলেই হইলো!

সাড়ে তিন বছর বয়েসে ইশকুলে ভর্তি হওনের পর একা একা জীবনেও কেলাশে যাইতাম না। আম্মু যাইতো লগে, আম্মুর আঙুল ধইরা বইসা বইসা কেলাশ করতাম।
সেভেনে ওঠার পর থেইকা ঘরছাড়া হইছি। শুনলাম বেহেশতে নাকি পরিবার নিয়া থাকা খাওয়ার সু-বন্দোবস্ত আছে, সেইজন্যেও যাইতে সাধ হয়, মায়ের লগে থাকতে মন চায়।

কোন সিনেমায় জানি দেখছিলাম, নম্রতা শিরোদকর তাহার চিক্কন কোমর দুলাইয়া সঞ্জয়রে কয়, চল। সঞ্জয় জিগায়, কাহা? বেটি হাতে টান মাইরা চোখে নাচুনি দিয়া কয়, জান্নাত মে!
আহা!

অধম কনফু কহে, পূণ্যবানেরা শোনেন, শেষমেষ বেহেশতে যাইতাছি। টিকেট ফাইনাল, জানুয়ারিতে।

বাংলাদেশ ছাড়া এই মুহুর্তে আর কোন বেহেশত চিনি না!


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

ওয়াওওওওওওওওওওওওওওওওওওওওও!! প্রচন্ড জোরে চিৎকার। খাপো খাপো দুনিয়া খাপো।

কিন্তু জানুয়ারি তো ম্যালা দেরি।


পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা

কনফুসিয়াস এর ছবি

কিন্তু জানুয়ারি তো ম্যালা দেরি।

ইশ! এইটাইতো মুশকিল!

-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

স্নিগ্ধা এর ছবি

বেড়াতে, নাকি একদম ... ?

কনফুসিয়াস এর ছবি
নিঘাত তিথি এর ছবি

আহারে সঙ্গে বোম্বাই নায়িকা নাই, সেই পুরান বউই হো হো হো
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

রায়হান আবীর এর ছবি

খিক খিক গড়াগড়ি দিয়া হাসি


পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা

কনফুসিয়াস এর ছবি

হুম, তাতে অসুবিধা কী?
এই গানটা শুনিসনি?- এয় মেরে জোহরা জাবিন, তুঝে মালুম নেহি, তু আভি তক হে হাসিন অর মে জওয়া!

-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ইশতিয়াক রউফ এর ছবি

গানটা দু'দিন ধরে মাথায় গেঁথে আছে এই মন্তব্যের কল্যাণে। জানিয়ে গেলাম। মন খারাপ

নুরুজ্জামান মানিক এর ছবি

আহলান সাহলান ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সাইফ তাহসিন এর ছবি

কনফুদাদা, আপনার কি ভাগ্য!! চরম সত্যি, আর কোন বেহেশত না চিনলেও চলবে!!! লেখায় উত্তম জাঝা!

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

কনফুসিয়াস এর ছবি

ভাগ্য না রে ভাই, লম্বা সময় বাদে যাওয়ার সুযোগ করতে পারলাম। মন খারাপ
-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

জি.এম.তানিম এর ছবি

হা হা হা...

স্বাগতম হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সিঙ্গাপুর এয়ারলাইন্স আর মণিকা বেল্লুচ্চিকে ভুলি নাই বস্‌!!!
দেঁতো হাসি
____________
অল্পকথা গল্পকথা

কনফুসিয়াস এর ছবি

আহেম, একটু আস্তে বলেন। হাসি
-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কঠিন!!! আহারে এইবারও যাওয়া হবে না। মন খারাপ

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কনফুসিয়াস এর ছবি

হুম, গতবার আপনার সাথে অল্প সময়ের জন্যে দেখা হয়েছিলো শাহবাগে, মনে আছে।
-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শরীফ হাসান এর ছবি

ছবিটা অসাধারণ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বাহ্... শুনতেই ভালো লাগলো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুহান রিজওয়ান এর ছবি

কনফু ভাইয়ের আগমন...
শুভেচ্ছা স্বাগতম...!!!!

---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

স্বপ্নাহত এর ছবি

আমি তাইলে দেখা যায় জন্মের পর থিকাই বেহেশতে। খালি হুর গুলান ঠিক ঠাক এখনো বাহুডোরে ধরা দিলোনা। মন খারাপ

---------------------------------

বাঁইচ্যা আছি

নিবিড় এর ছবি

আমিও মন খারাপ


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

নিবিড় এর ছবি

তাইলে জানুয়ারীতে কথা হবে দেঁতো হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

উপরে দেয়া অসাধারণ এই ছবিটা ন্যাশনাল জিওগ্রাফিকের। (৯০% নিশ্চিত)।
তবে আমার মাথায় যে ছবিটি আছে সেটি হচ্ছে বড় একটা মানকচুর পাতা মাথায় দিয়ে এক লোক লাফ দিয়ে পার হয়ে যাচ্ছে ছোট্ট একটা উপচানো জলের রেখা।
একই সিরিজের ছবি এটা মনে হচ্ছে।

যান দেশে যান। আমরা দেখি ও শুনি।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

প্রকৃতিপ্রেমিক এর ছবি
কনফুসিয়াস এর ছবি

আমি পোস্টটা দেবার সময়ই ভাবছিলাম এটার লিংক কোথায় পাই!
ধন্যবাদ আপনাদের দুজনকে।

-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সুমন চৌধুরী এর ছবি
এনকিদু এর ছবি

কতদিনের জন্য আসছেন ? ফেব্রুয়ারীতে থাকা হবে আশা করি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

কনফুসিয়াস এর ছবি

৫/৬ সপ্তাহের জন্যে। ফেব্রুয়ারির অনেকটুকু থাকবো আশা করি।
-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ইশতিয়াক রউফ এর ছবি

হিংসায়িত হইলাম। মন খারাপ

জেবতিক রাজিব হক এর ছবি

আহা বাংলাদেশ, আহারে আমার বাংলাদেশ।

অমিত আহমেদ এর ছবি

চলুক
আহা কনফু। এই সময়ে এলে দেখা হয়ে যেতো বাংলার মাটিতেই।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল

কনফুসিয়াস এর ছবি

তাইতো কথা ছিলো, আপনিই তো ফাঁকি দিয়ে আগে আগে দেশে চলে গেলেন! হাসি

-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

পান্থ রহমান রেজা এর ছবি

হুরু মিয়া, জানুয়ারি সেই কবে! দেখা হওয়ার অপেক্ষাটা শুধু দীর্ঘ করে দিলেন। চোখ টিপি

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

হিংসা হিংসা মন খারাপ
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

দ্রোহী এর ছবি

একদিন আমরাও....................

শাহেনশাহ সিমন এর ছবি

আসেন, দ্যাখা হবে, আড্ডা হবে, হবে মাশরুম চপ দেঁতো হাসি (স্পন্সরঃ লীলেন ভাই)

_________________
ঝাউবনে লুকোনো যায় না

গোপাল ভাঁড় এর ছবি

বাংলাদেশ বেহেশত। বড়ই lol
--------------------------------------------
<ঘ্যাচাত, ঘ্যাচাত, ঘ্যাচাত> - আমার সিগনেচার

--------------------------------------------
বানান ভুল হইতেই পারে........

পরিবর্তনশীল এর ছবি

একজন বেহেশতবাসী আপনাকে আগাম স্বাগতম জানাচ্ছে।
পোস্টটা বেশি চ্রম হইছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।