ছবি-১। যাবার আগে গুগুলে নিলকমল দেখার সময় (আগের পর্বে যে ম্যাপ দেয়া আছে তার ৩ নং পয়েন্টের উত্তর দিকে সেই ঝোপটা দেখা যায়) পানির উপর ছোট্ট একটা গাছের ঝোপ দেখে মনে হয়েছিলো আহা সেখানে যদি যেতে পারতাম! এবারে যখন সত্যই নিলকমল এলাম তখন সন্ধ্যার ঠিক আগে আগেই নদীর সেই কোনাটাতেই দাঁড়ালাম যেখান থেকে গাছটা দেখা যায়। আপনারাও দেখুন।
ছবি২-৩। আমরা প্রায়ই শুনি বাঘ এসে নৌকা থেকে কাউকে ধরে নিয়ে গেছে, সেটাও আবার দিনের বেলায়। ভাবতাম কিভাবে তা সম্ভব? শেষদিন পাটকোষ্ঠা ফরেস্ট অফিসে টেলিফোন লাইন পেতে সবাই যখন ঝাঁপাঝাঁপি করছে সেসময় এমদাদ কে নিয়ে অন্যএক খোঁজে বেড়িয়েছি আমি। ফরেস্ট অফিসের পেছনের পুকুরের পাড়দিয়ে হেঁটে যাওয়া হরিনের পাল পাশ কাটিয়ে ছোট্ট একটা নালা পেরিয়ে আরো পেছনে বয়ে চলা খাঁড়ির দৃষ্টি সীমায় পৌঁছে চুপচাপ দাড়িঁয়ে আমরা, শুধুমাত্র একটা কেউটে দেখে ভয়ে এমদাদের লাফিয়ে উঠা ছাড়া আর কোন শব্দ হয়নি। অফিসের লোকজন হিসাব করে বলছিলো ৪২ঘন্টার মত আগে এরাস্তায় বাঘ হেঁটে গিয়েছে, আমরা এসেছি তার পায়ের ছাপ খুঁজতে, আসলে একটানা বৃষ্টি কোনকিছুই ঠিকমত রাখেনি। হরিন, শুকর আর উদবিড়ালের ছাপ মিললেও মামার গন্ধও মেলেনি। তবে যা দেখেছি তাতে আমার অনেকদিন আগের সেই প্রশ্নের উত্তর পেয়েছি। ছবিতে দেখুন খাঁড়িতে নৌকা, আমরা যেখানে দাঁড়িয়ে সেখান থেকে নৌকায় পৌঁছাতে বাঘের সময় লাগবে মাত্র ৩ থেকে ৪ সেকেন্ড। নৌকা বাসীরা আমাদের আগমনই টের পায়নি তা আবার বাঘের
ছবি-৪। আমাকে আর এমদাদ কে দেখে পুকুর পাড় থেকে তিড়িং করে লাফদিয়ে একটা ঝোপের মাঝে ঢুকে চুপচাপ দাঁড়িয়ে থাকলো, বললাম কাছে আয়, এলোনা, দাঁড়িয়েই থাকলো
ছবি-৫। জোয়ারের পানিতে ভেসে আসা শামুক জমে আছে গাছের খোলে
ছবি-৬। এ ফুলের নাম ভুলে গেছি, সুন্দরবনের যে মধু হয় তার মাঝে এ ফুল থেকে বানানো মধুর কদর বেশী
ছবি-৭। লাল রংয়ের মাশরুম
ছবি-৮। সুন্দরবনের পাখি (The Great Egret (Ardea alba), also known as the Great White Egret)
ছবি-৯। শঙ্খচিল (The Brahminy Kite, Haliastur indus, also known as the Red-backed Sea-eagle)
ছবি১০-১১। কোথায় পড়েছিলাম বৃষ্টি একটানা নাকি অল্পসময় হবে পশুপাখি তা বুঝতে পারে, তাই একটানা বৃষ্টির সময় আশ্রয় না খুঁজে ভিজতে থাকে আর অল্প বৃষ্টির সময় আড়াল খোঁজে। সুন্দরবনে এসে এ ধারনার প্রমান পেয়েছি ভালোভাবেই। নীচের দুইটা ছবি একটানা বৃষ্টির পর মাত্র রোদ উঠতে শুরু করেছে আর সবাই সে রোদে গা এলিয়ে।
ছবি ১২। সুন্দরবনে এমন রঙ্গীন পাল তোলা নৌকার দেখা পাবেননা। বনের লোকজন রঙ্গীন কাপড় চোপড় পড়া এড়িয়ে চলে। নিচের এ ছবিটা সুন্দরবনে ঢোকার মুখে তোলা
ছবি১৩। সুন্দরবনের পাট চুকিয়ে ফিরে আসার আগে, আমি ছাড়া সবাই আছে এখানে
মন্তব্য
আপ্নের ক্যামেরায় অটো শাটার নাই?
_________________
ঝাউবনে লুকোনো যায় না
আছে, কিন্তু ইচ্ছা করেনা
যেমন তোমার অফিসের সময় অফিসের কাজে মন থাকেনা অনেকটা ঐ রকম।
...........................
Every Picture Tells a Story
অটো শাটার লাগবো না... মুস্তাফিজ ভাইয়ের ছবি আমি দিতাছি... এইযে-
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হা হা হা হা! এইটা একদম ফরদাফাই হৈছে!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
_________________
ঝাউবনে লুকোনো যায় না
দূর্দান্ত হইছে... মাশ্রুমের ছবি দিয়া তো এখন ঝামেলা করলেন... পোলাপানে এমনিতেই প্রত্যেক সন্ধ্যায় সাদা মাশ্রুম ভাজা খায়... এখন তো লাল মাশ্রুম ভাজা খাইতে চাইবো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ব্যাপারনা, মাশরুম ভাজা BSTI এর আন্ডারে না, লাল, সবুজ কী রঙ দরকার আগে থেকে জানিয়ে দিবেন
...........................
Every Picture Tells a Story
আপনার সিরিজও কি শেষ হয়ে গেল ?
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
না , আরো একদিন যন্ত্রণা পাবেন
...........................
Every Picture Tells a Story
সুন্দরবন সিরিজের শ্রেষ্ঠ ছবি আজকেরগুলো! কোনটা ছেড়ে কোনটার প্রশংসা করি! শংখচিলের ডানা মেলা মুহূর্তটা ধরলেন কিভাবে! অসাধারণ!
ধন্যবাদ যুধিষ্ঠির
তুষারের ৪০০মিমি লেন্স ছিলো, ও আমার ২০০মিমি ওর ক্যামেরায় লাগানোর পর ৪০০টা আমার ক্যামেরায় লাগিয়ে ছিলাম তাই ধরতে পেরেছি ২০:১।
...........................
Every Picture Tells a Story
ছবিগুলা যে কীঈঈঈ সুন্দর হয়েছে এক একট!!!!!!!!!!! দেখেই যেতে ইচ্ছা করতেছে।
শঙ্খচিল দেখে আমার জীবুর কথা মনে পড়ে গ্যালো
একলা হরিনটাকে ধরতে মাঞ্চাইতেছে।
-------------------------------------------------------
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে চাওয়া, অভিমানী ভেজা চোখ।
ধন্যবাদ পরী
...........................
Every Picture Tells a Story
অপূর্ব, তুলনাহীন, দুর্দান্ত, চমৎকার সব ছবি।
অনেক অনেক ধন্যবাদ মুস্তাফিজ ভাই।
পরের পোস্টের অপেক্ষায় রইলাম।
ঝিনুক নীরবে সহো, নীরবে সয়ে যাও
ঝিনুক নীরবে সহো, মুখ বুঁজে মুক্তো ফলাও।
ধন্যবাদ ভাই। আরোকিছু ছবি আসবে।
...........................
Every Picture Tells a Story
জব্বর পোস্ট। দুর্দান্ত এক একটা ছবি।
বনের লোকজন রঙিন কাপড় পড়া এড়িয়ে চলে এই কথা ঠিক। আমার মামা অনেক আগে সুন্দরবনের ফরেস্ট অফিসার ছিলেন। তার কাছ থেকে নানা গল্পের মধ্যে এটাও শুনেছিলাম।
ধন্যবাদ
তবে আর কী কী গল্প শুনেছিলেন সময় পেলে জানাবেন
...........................
Every Picture Tells a Story
ঠিকাছে। হরিণ ধরার কৌশল শোনাবে একদিন।
অপেক্ষায় থাকলাম
...........................
Every Picture Tells a Story
চমৎকার সব ছবি। শঙ্খচিল এর ডানায় এত রং দেখে আমি মুগ্ধ।ধন্যবাদ আপনাকে।
নৈশী।
ধন্যবাদ নৈশী
...........................
Every Picture Tells a Story
ছবি দেখার পর আর কথা বলতে ইচ্ছা করেনা।
মুস্তাফিজ ভাইয়ের জবাব নাই!
ইয়ে মানে, একটু বেশী হয়ে গেলো না?
...........................
Every Picture Tells a Story
ছবিগুলির পেছনে যে পরিশ্রম, ধৈর্য আর ভাবনা আছে, তা অমূল্য। অভিনন্দন মুস্তাফিজ ভাই। আপনার তোলা ছবিগুলি থেকে কিছু না কিছু শিখি প্রত্যেক পোস্টে।
ধন্যবাদ ভাই।
...........................
Every Picture Tells a Story
এবারের ছবিগুলো সবচেয়ে সুন্দর লাগল। তবে সত্যি বলতে কি, সিরিজটাতে আরো অনেক অনেক ছবি আশা করসিলাম। প্রত্যাশা পুরাপুরি পূরণ হয় নাই।
১২ গিগা ছবি তুলছি (আমিই কম), সব কি আর সচলে দেয়া যায়?
...........................
Every Picture Tells a Story
গতকাল ইফতারের পরে আপনার ভ্রমণ নিয়ে ভাবছিলাম আর কল্পনা করছিলাম নিজেকে আপনার সাথে। আচ্ছা ক্যামেরার নিশ্চই ব্যাকআপ ব্যাটারী নিয়েছিলেন?
ব্যাটারী ছিলো, এছাড়া ওরা সন্ধ্যা থেকে রাত এগারো পর্যন্ত জেনারেটর চালু রাখে
...........................
Every Picture Tells a Story
দুর্দান্ত একটা সিরিজ হইছে। অভিনন্দন আপনারে!
ধন্যবাদ আকতার ভাই
...........................
Every Picture Tells a Story
শঙ্খচিল আর রঙ্গিন পাল তোলা নৌকার ছবি দেখে মুগ্ধ হলাম!
______________________________
সামনে যদি যাবি ওরে, থাক-না পিছন পিছে পড়ে।
ধন্যবাদ মৃত্তিকা
...........................
Every Picture Tells a Story
ভয়ংকর সুন্দর এসেছে ছবিগুলো।
----------------------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...
ধন্যবাদ _প্রজাপতি, সুন্দর যে ভয়ঙ্কর হয় জানতামনা, এই ফাঁকে মনে পড়লো আমাদের এক স্যারের কথা, এমন পরিস্থিতিতে উনি বলতেন “অসম্ভব রকমের মারাত্বক হইছে”
...........................
Every Picture Tells a Story
হাত দিয়ে ছুঁইয়ে দেখতে ইচ্ছে করছে ছবিগুলো এত্তো সুন্দর। মুস্তাফিজ ভাই, এছবি গুলো কি কাজে ব্যবহার করবেন?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আপাততঃ সবার আনন্দদানের জন্য প্রদর্শন, এরপর আপনি ফিরে এলে যে কয়টা প্রিন্ট চান করে নিবেন।
...........................
Every Picture Tells a Story
এই পর্বের ছবিগুলো একেবারে স্পেলবাউন্ড করে দিল৷ কোনটা ছেড়ে কোনটা বলি?
দূর্দ্ধষ!
----------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
ধন্যবাদ দময়ন্তী দি, সাথে আরো যারা ছিলো ওদের ছবির তুলনায় এগুলো কিচ্ছুনা।
...........................
Every Picture Tells a Story
ছবি দেখে চোখ চড়ক গাছে উঠে আটকায় গেল যে মুস্তাফিজ ভাই, এখন নামাই কিভাবে?
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
সুন্দরবন ঘুরে এলে সমস্যা থাকবেনা
...........................
Every Picture Tells a Story
কী নীল! কী সবুজ! কী রোদ! মনের মধ্যে কী ঠাণ্ডা শিরশির!
আর, মুস্তাফিজ ভাইয়ের মতো শিল্পীরা আইসা কী সুন্দর ফটোগ্রাফিই না করে!
শালার একটা হরিঙরে বিয়া কইরা সংসারী হৈলেও পারতাম! সুন্দরবনের নাগরিকত্ব তো পাইতাম!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
ধন্যবাদ সাইফুল।
দূর থেকে দেখাইভালো। যারা জন্মসূত্রে সেখানকার নাগরিক তাদের কথা আলাদা, বাইরে থেকে যারাই সুন্দরবনকে ভালোবেসেছে তাদের কেউই পাগল উপাধি থেকে বঞ্চিত হয়নি।
...........................
Every Picture Tells a Story
ধন্যবাদ মুস্তাফিজ ভাই।
আমি এখনও বঞ্চিত না এইটা থেকে।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
- বাঘের ছবি দেখতে পেলাম না এখনো। তবে যাই দেখেছি তাই বা কম কীসে!
আসেন দিন-পনেরো বাদে। কপালে থাকলে দেখা হবে। গল্প করা যাবে এসব অভিজ্ঞতা নিয়ে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ছবিগুলা দেখে দুইবার হার্ট এটাক হয়ে গেল...জট্টিল!!
-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
শ্রদ্ধেয় মুস্তাফিজ ভাই
সিরিয়াসলি বলি, এগুলো নিয়ে একটা পর্যটনের ব্রোশিওর ধরনের কিছু করুন, তাতে কাজ দেবে, আমি পর্যটন কর্পোরেশনের বইতেই বাংলাদেশের সবচেয়ে সুন্দর ছবিগুলো দেখেছিলাম এবং ন্যাশনাল জিওগ্রাফিকে দেবার চেষ্টা করুন। ধ্বংসপ্রায় সুন্দরবন হয়তো ক'বছর পর বিলুপ্ত হয়ে যাবে, সেটার স্মৃতি ধরে রাখা জরুরী। ভালো থাকবেন।
ধন্যবাদ আপনাকে।
পর্যটন নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমার। আপাততঃ যার মাধ্যমে সুন্দরবনে এবারের ট্যূর হলো উনার জন্য গুছিয়ে দিচ্ছি।
পর্যটন প্রতিবছর প্রতিযোগিতার মাধ্যমে ছবি সংগ্রহ করে থাকে, গতবার আমার তোলা একটা ছবি সেরা দশে ছিলো ( এখানে দেখতে পাবেন , এটাও ওরা রেখেছিলো কাজে লাগাবে বলে , এটাও) কিন্তু পরে আর সাড়াশব্দ পাইনি।
যাহোক দেশে তোলা আমার ছবিগুলা সবই এখন জিও ট্যাগ করা আছে, এর আগে একবার রাগিব ভাইকে বলেছিলাম কেউ কন্টাক্ট করলে সবগুলো সিডিতে করা আছে উইকি'র জন্য দিয়ে দেবো। ন্যাট জিও'র কথা আলাদা, আমি চাইলেও ওরা আমার ছবি নেবেনা।
...........................
Every Picture Tells a Story
নতুন মন্তব্য করুন