পড়েছি বউ-এর হাতে : এইবার আর রক্ষা নাই উপায় হোসেন !!!

কীর্তিনাশা এর ছবি
লিখেছেন কীর্তিনাশা (তারিখ: সোম, ০২/০২/২০০৯ - ২:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিধাতা যে পুরোপুরি হৃদয়হীন (অন্তত আমার বেলায়) সে ব্যাপারে আমার কোন সন্দেহ নেই। নইলে এভাবে আমাকে বিপদে ফেলে তার কি লাভ? রাগে, দুঃখে আর ভয়ে এখন খাবলা খাবলা মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। কামড়ে কামড়ে নিজের হাত নিজেরই খেতে ইচ্ছে হচ্ছে। গতবারও একই বিপদে পড়ে কোনমতে এবারের কথা বলে পার পেয়েছিলাম। কিন্তু এবারও তো সেই একই ভুল! এখন আমি কি করি??? ওঁয়া ওঁয়া

গতকাল গভীর রাত পর্যন্ত মুভি দেখে যখন ঘুমাতে গেছি তখনও মনে পড়েনি ব্যাপারটা। সকালে উঠে যখন তাড়াহুড়ো করে অফিসে রওনা হয়েছি তখনও মনে পড়েনি। অফিসে এসে যখন আয়েস করে চা খেতে খেতে সচলায়তন পড়ছি তখনও না। এর কিছুক্ষণ পরেই বউ-এর ফোন - তোমার মতো এত খারাপ মানুষ আমি জীবনে দেখিনি, বলেই সে দিল লাইন কেটে। আমি তো পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে বসে থাকলাম দশ মিনিট - কান্ডটা কি হলো ভেবে ভেবে।

কিছুক্ষণ পরে বউকে ফোন দিলাম। তখনও ভয়ে আছি কি এমন বেফাঁস কথা বউ জেনে গেল - এই ভেবে। ফোন ধরেই সে বলল - আমি তোমার সাথে আর কথা বলতে চাই না। তারপর আবার লাইনটা দিল কেটে।

তখন আমার একটু একটু মনে পড়তে লাগলো - আজ ফেব্রুয়ারীর ২ তারিখ। আজ আমার বউ-এর জন্মদিন !!!!! মনে পড়তেই আমার আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড় - হায় আল্লাহ্ এইটা আমি কি করছি!! এখন তো আমার আর রক্ষা নাই! আজকে বাসায় যাবো কি করে! গিয়ে বউকে বলবোই বা কি! গেলবারের ভুল না হয় ক্ষমা করেছে। তাই বলে এবারো ???

সচলের অভিজ্ঞ ভাই-এরা, সেই সাথে দয়াময়ী বোনেরা, আপনারা কিছু বুদ্ধির জোগান দিন দয়া করে। কি করে এবারের মতো রক্ষা পাওয়া যায় তার উপায় বাতলে দিন । এই আমি কান মলছি, নাকে দিচ্ছি খৎ ! এই জীবনে সব তারিখ ভুলে যাবো তবু ফেব্রুয়ারীর ২ তারিখ ভুলবো না আর।


মন্তব্য

তাহমিনা এর ছবি

শিগিগ্র সারপ্রআইজ পারটির arrangementকরুন এবনং বলুন ভুলেন নাই এটা তাকে surprise করার জন্ন ..... etc etc

**********************************************************
When I'm right nobody remembers; when I'm wrong nobody forgets!

When I'm right nobody remembers; when I'm wrong nobody forgets!

এনকিদু এর ছবি

আমাদের দাওয়াত না দিলে কিন্তু পার্টিতে মজা হবে না ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

কীর্তিনাশা এর ছবি

@ এনকিদু
হ ভাই আসেন। মাইর খাইলে একা আমি খামু কেন? আপনাগো লইয়া জামাতেই খাই!! অ্যাঁ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কীর্তিনাশা এর ছবি

@ তাহমিনা

সারপ্রাইজ পার্টির ব্যাবস্থা করার চেষ্টায় আছি। তবে কাজ হবে কিনা সন্দেহ আছে।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

এনকিদু এর ছবি

আমাদের ভাবি কে জন্মদিনের শুভেচ্ছা ।

সুবুদ্ধি কুবুদ্ধি কিছু এঁটে লাভ নাই । এই তারিখ ভুলেছেন কোন দুঃখে ? শাস্তি পাইতেই হবে । আরো দশ পনেরটা শুভেচ্ছা কমেন্ট জমলে এই পোস্টটা ভাবিকে পড়তে দিয়েন, খুশি হবেন আশা করি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

কীর্তিনাশা এর ছবি

ভাবী'র পক্ষথেকে ধন্যবাদ এনকিদু।

তারিখ ভুলেই তো কানতাছি ভাই ওঁয়া ওঁয়া

আপনার বুদ্ধিটাও খ্রাপ না। দেখি কাজ হয় কিনা।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

স্বপ্নাহত এর ছবি

ফেব্রুয়ারী তো দেখতেসি পুরা ধুন্দুমার মাস। একের পর এক জন্ম হৈতেসি তো হৈতেসেই। থামাথামির কোন নাম নাইঁ ।

ভাবীকে শুভ জন্মদিন।

তো এখন কি আর করা । আপনার জায়গায় আমি হলে প্রথমে নিউমার্কেট থেকে ঝাটা প্রুফ জ্যাকেট কিনে পরবর্তী পরিকল্পনা করতে বসতাম।

কীর্তি ভাই, আপনার জন্যও শুভ কামনা দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

কীর্তিনাশা এর ছবি

শুভ কামান বা কামানে কোন কাজ হবে বলে মনে হয় না স্বপ্নাহত।

তবে ঝাঁটাপ্রুফ জ্যাকেটে কাজ হইতে পারে।

ধন্যবাদ আপনাকে হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মৃদুল আহমেদ এর ছবি

আমার কাছে ভালো একটা বুদ্ধি আছে। কিন্তু জনসমক্ষে তোমাকে এটা বলতে হবে ভেবেই লজ্জায় আমার কান লাল হয়ে যাচ্ছে... চোখ টিপি
---------------------------------------------
রাজাকার আলবদর নিপাত যাক!
জয় বাংলা আমার থাক!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

কীর্তিনাশা এর ছবি

ভেক্তিগত মেসেজ অপশন খোলা আছে মৃদুল ভাই।

তাড়াতাড়ি মেসেজ পাঠান আমারে বাঁচান!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অনিশ্চিত এর ছবি

আমার কাছেও বুদ্ধি আছে, অতীব কার্যকর (বাস্তব অভিজ্ঞতা থেকেই কিন্তু বলছি)। কিন্তু মৃদুল আহমেদের মতো আমারও যে লজ্জ্বায় কান লাল হয়ে যাচ্ছে...

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

কীর্তিনাশা এর ছবি

ভাই, বেশি লজ্জা না পেয়ে, বুদ্ধিটা আমার মেইলে পাঠিয়ে দেন প্লিজ!!!!!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পরিবর্তনশীল এর ছবি

একটা খেলনার পিস্তল কিনেন। তারপর ভাবীসাহেবানের সামনে কাঁদো কাঁদো বদনে গিয়া দাঁড়ান। প্রথমে উনি পাত্তা দিবেন না। তারপর ঠাস কইরা আপনার শার্টের উপরের বোতাম দুইটা খুলে তড়িৎ গতিতে ভাবীর হাতে পিস্তলটা তুলে দিয়ে শার্টের দুইপাশ দুইহাত দিয়ে ধরে বলেন-

ওগো। আমার উপ্রে তোমার এতই যখন অভিমান- চালাও গুলি। কী হলো চালাও? চার নাম্বার বার চালাও বললে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

কীর্তিনাশা এর ছবি

হ কইছে আপনারে! যে রাগা রাগছে তাতে আমার কওন লাগবো না। নিজেই পিস্তল কাইড়া নিয়া ঠা ঠা কইরা গুলি চালাইবো।

আরো ভালো বুদ্ধি দেন শীল ভাই। মন খারাপ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অনিন্দিতা চৌধুরী এর ছবি

আপনার বিপদ দেখে লগ ইন করতে বাধ্য হলাম।
উনার প্রিয় ফুল সহ প্রিয় কোন জিনিস গিফট হিসেবে নিয়ে যান।
সাথে অবশ্যই এমন কাউকে নিয়ে যাবেন যিনি আপনার স্ত্রীর ও খুব প্রিয়জন।
অন্তত ঝাটা পেটা থেকে বাঁচতে এটাই উপায় মনে হচ্ছে।
আর পরিস্থিতির উন্নতি ঘটলে আমাদের জন্য পার্টির আয়োজন করা লাগবে ভাই জান।
দুজনের জন্যই শুভকামনা।

কীর্তিনাশা এর ছবি

আপনাকে অসংখ্য ধন্যবাদ! এই বুদ্ধিটা খুব মনে ধরেছে।

তবে ফুল আর গিফটের সাথে ক্যাক আর কুক নিয়ে যেতে হবে মনে হয়।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ইশতিয়াক রউফ এর ছবি

সাথে অবশ্যই এমন কাউকে নিয়ে যাবেন যিনি আপনার স্ত্রীর ও খুব প্রিয়জন।

তাই বলে শাশুড়ি আম্মাকে নিয়ে যেয়েন না আবার! দেঁতো হাসি

কীর্তিনাশা এর ছবি

ঠিক ইশতি ভাই।
তাইলে বউ-শ্বাশুরী দুজন মিলে কিলাবে আমাকে।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অনিন্দিতা চৌধুরী এর ছবি

কেক কুক তো লাগবেই।

কীর্তিনাশা এর ছবি

আবারো ধন্যবাদ !!

আপনিই এই অধমের দুঃখ বুঝতে পারছেন।

নিচে দেখেন নিষ্ঠুর সৌরভ কি বলে মন খারাপ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সৌরভ এর ছবি

ব্যাপার্না, একদিন ঝাঁটাপিটাসহ মাইর খাইলেন, না হয়। লজ্জ্বার কিছু নাই।
সবাই খায়, কানাঘুষা শুনি। আলাবামায় খায়, অস্ট্রেলিয়ায় খায়, জার্মানীতেও ইদানিং খায় শুনি।

হাসি


আবার লিখবো হয়তো কোন দিন

কীর্তিনাশা এর ছবি

আপনে ভাই আসলেই একটা কাউয়া। এমন নিষ্ঠুর কথা কেমনে কইলেন?? রেগে টং

ঝাঁটাপিটা খাওয়ার শখ হইলে আপনে গিয়া খান।

আমি খাইতে চাই না, তাই আমারে বুদ্ধি বাতলান। পিলিজ!!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সৌরভ এর ছবি

এই গান টা পকেটে করে নিয়ে যান। ভাবিকে শোনাবেন।


আবার লিখবো হয়তো কোন দিন

কীর্তিনাশা এর ছবি

গানটা আগে শুইনা লই। আপনের উপর থিকা বিশ্বাস উইঠা গেছে।
স্যাবোটাজও তো হইতারে। চিন্তিত

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রাফি এর ছবি

জন্মদিনে ভাবীকে শুভেচ্ছা।
সৌরভ ভাইয়ের সাথে আমিও কই,

ব্যাপার্না, একদিন মাইর খাইলেন।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

কীর্তিনাশা এর ছবি

রেগে টং

সৌরভ ভাই তো বিদেশে থাকে তারে তো পামু না। আপনে যাইবেন কই? খাড়ান পাইয়া লই আপনারে হাতের কাছে ...........

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

বাবুবাংলা এর ছবি

স্ত্রীর কাছে নিজেকে যুদ্ধাপরাধী হিসাবে ঘোষনা করুন।
অতঃপর স্ত্রী মহোদয়ার দরবারে হাজির হয়ে বলুন, "আমি গোলাম আজমের মতো নিকৃস্ট, আর তুমি প্রিয়া বঙ্গবন্ধুর মতো মহানুভব; সুতরাং তুমি সাধারন ক্ষমা ঘোষনা করে আমায় চিরঋণে ঋণী করে রাখো"।

এইভাবে এইবারের মতো প্রান রক্ষা করুন এবং খাঁটি যুদ্ধাপরাধীর মতো আগামী বছর আবারো স্ত্রীর জন্মদিন নিশ্চিন্তে ভুলিয়া যান। নারায়ে তাকবীর--------

জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

কীর্তিনাশা এর ছবি

মরনের বুদ্ধি ভাই ভালোই দিসেন।
এর চাইতে কন কঁচু গাছের সাথে গলায় দড়ি দেই। মন খারাপ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ইশতিয়াক রউফ এর ছবি

ক্যাবলা টাইপ হাসি আছে না একটা? ইউনিভার্সাল জিনিস। ফুল হাতে ঐ রকম একটা হাসি দিয়েন। আর নয়তো আজ রাত ১২ টায় পার্টি করে বলবেন যে এটাই সারপ্রাইজ। আগের রাতে দিলে তো কোয়েশ্চন কমন পড়ে যেত।

আর কী, দিনভর বেশি বেশি পুষ্টিকর খাবার খান। খেলে নাকি মন ভাল থাকে, তাই আর কি...

আরেকটা কাজ করতে পারেন... কাজের ছেলে/মেয়ের মোবাইলে ফোন দেন। দিয়ে তাকে কোন রকমে বাসা থেকে বের করে তার হাতে একটা গিফট ধরিয়ে দেন। দিনভর ঝাড়ি খেয়ে চলুন। অফিস থেকে বেরোবার আগে ভাবিকে ফোন করে বলুন খাটের নিচ থেকে তাঁর গিফট বের করে নিতে।

টেনশনের জন্যও পুষ্টিকর খাবার কার্যকর কিন্তু...

কীর্তিনাশা এর ছবি

বুদ্ধি খারাপ না ইশতি ভাই। দেখি কাজে লাগানো যায় কিনা।

আর পুষ্টিকর খাবার খেয়ে আর কি হবে? সব পুষ্টি তো আজ রাতেই শেষ হইয়া যাইবোনে মন খারাপ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ইশতিয়াক রউফ এর ছবি

খাবার যাবে, খাবার আসবে... খাদক টিকে থাকলেই হল। দেঁতো হাসি

কীর্তিনাশা এর ছবি

খাবার আসবে ঠিক আছে, কিন্তু যাবার বেলায় কেমনে যাবে সেইটাও কিন্তু চিন্তার বিষয়। মন খারাপ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নিবিড় এর ছবি

ভাবীরে জন্মদিনের শুভেচ্ছা আর আপনার জন্য রইল শুভ কামান দেঁতো হাসি
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ শুভেচ্ছার জন্য।

আর আমারে ভাই কামানই দেন। আজকে যে কয়টা কামানের গোলা খাইতে হইবো সেই চিন্তায় আছি।

দেখি নিজেও কিছু গোলা দাগাইতে পারি কিনা।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতন্দ্র প্রহরী এর ছবি

শুরুতেই ভাবীকে জন্মদিনের শুভেচ্ছা।

ফাইজলামি বুদ্ধি:
ভাবীকে বলেন, "আমার তো মনে ছিলই, আমি দেখলাম নিজের জন্মদিন তোমার নিজেরই মনে আছে কি না" চোখ টিপি

একটু সিরিয়াস বুদ্ধি:
কেক-ফুল নিয়ে বাসায় যান আজ একটু তাড়াতাড়ি, ভাবীকে বলবেন তার জন্যই ছুটি নিয়ে আগে বাসায় গেছেন। পারলে রাতে বাইরে খাওয়ান তার পছন্দের কোনো জায়গায়। অবস্থা বুঝে রোমান্টিক ডিনারেও যেতে পারেন, অথবা কাছের মানুষদের নিয়ে ছোটখাট পার্টি অ্যারেঞ্জ করতে পারেন। খুব রোমান্টিক একটা লেখা লিখে ভাবীকে উৎসর্গ করেন। আর আগামী কয়দিন ভাবী যা বলেন, বিনা বাক্যব্যয়ে শুনবেন দেঁতো হাসি

সবশেষে–
মৃদুল ভাইয়ের বুদ্ধিটাও মাথায় রাইখেন। উনি সবসময় নিজ অভিজ্ঞতা থেকে বুদ্ধি দেন, সেইজন্য সেগুলো ভালো কাজে দেয় চোখ টিপি

আপনার জন্য "অকেন" "শুভকামান" থাকল দেঁতো হাসি

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ, বিডিআর ভাই, আপনার শুভেচ্ছা, ফাইজলামি বুদ্ধি আর সিরিয়াস বুদ্ধির জন্য।

মৃদুল ভাই তো বুদ্ধি না দিয়াই গায়েব হয়ে গেছে। মন খারাপ

আপনাকেও অকেন অকেন শুভকামান।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুশফিকা মুমু এর ছবি

বলেন কি ভাইয়া? ভাবীর জন্মদিন ভুলে গেলেন!!! তাও আবার দ্বিতীয় বারের মত??? নাহ আমি ভাবীর দলে, আপনি এমন করলেন কিভাবে, আপনাকে মনে করায়ে দেয়ার মতও কি কেউ ছিলনা? ফোনেও তো রিমাইন্ডার দিয়ে রাখতে পারতেন!!! ভাবীর জন্য খুব মায়া লাগছে, খুবি মন খারাপের ব্যপার। সরি ভাইয়া আমি আপনার বাচার কোনো উপায় দেখছি না। আপাতত সরি বলার কিছু আইডিয়া দিচ্ছি, প্রচন্ড রকমের আন-কমন সুইট কিছু করেন, যেমন হয়ত ছাদে নিয়ে যান সেখানে ফুল দিয়ে সুন্দর করে সাজায়ে বড় বড় আকারে সুইট কিছু লিখে পাশে বসে হাত জোর করে বসে সরি বলেন। তারপর ছোট ছোট টুকরা কাগজে "সরি" আর সাথে সুইট কিছু লিখে সারা বাসার আনাচে কানাজে লুকায়ে রেখে দিন যেন ভাবী প্রতিদিন কিছুনা কিছু করতে গিয়ে খুজে পায়। ভাবীকে একটা সরি চিঠি লিখে নিজের বাসার ঠিকানায় পোস্ট করেদিন, ভাবী পেয়ে হয়ত ভাববে কার চিঠি তারপর দেখবে আপনার, চিঠির সাথে খামের ভিতর কোথাও বেড়াতে যাওয়ার টিকেট বা কোনো সারপ্রাইজ কিছু দিয়েন।
আর সব শেষে নেক্সটাইম যেন এমন না হয় তার জন্য যা যা করা দরকার করেন, ভাইবোন সবাইকে বলে রাখনে মনে করায়ে দেয়ার জন্য।
------------ ভাবীর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।। ---------
-----------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

কীর্তিনাশা এর ছবি

অশেষ ধন্যবাদ মুমু। আপনার বুদ্ধি খুব খুব মনে ধরেছে।

আর কি ভাবে যে ভুললাম তা আমি নিজেও বুঝতে পারছি না। এবার খুব কনফিডেন্ট ছিলাম তো তাই এমন ধরা খেলাম। আমার নিজেরই খুব খারাপ লাগছে।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তানিয়া এর ছবি

এক্ষুনি সচল থেকে লগঅফ করে অফিস থেকে কাট্টি মারুন নাশুভাই। মুমুর আইডিয়া ও মাথায় রাখুন। দেঁতো হাসি
সম্ভব হলে কাঁচের চুড়ি কিনুন ৩/৪ ডজন আর পায়ের নুপুর
তারপর একপায়ে নুপুর তোমার গানটা প্রাকটিস করতে করতে বাড়ি যান। ভাবী রাগান্বিত হয়ে পদকমল সম্মুখে প্রসারিত করলে চট করে পায়ে নুপুর পরিয়ে দেন আর গানটা গাইতে থাকুন। শয়তানী হাসি

আর একটাই মন্তর " ভোগে তুষ্ট দেবতা" অতএব গিফট সহকারে জলদি বাড়ী যান। অল দ্যা বেস্ট ব্রো চলুক

কীর্তিনাশা এর ছবি

অসংখ্য ধন্যবাদ তানিয়া আপনার পরামর্শের জন্য। কিন্তু অফিস থেকে কাট্টি মারার কোন উপায় নেই। যে একখান জাঁদরেল বস আমার! তার ওপর সামনে বেশ কিছুদিন ছুটিতে থাকবো। এখন কাট্টি মারার কথা বললে তাই বস্ আমাকেই কাট্টি মারবে।

আপনার উইশের জন্য আবারো ধন্যবাদ।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তানিয়া এর ছবি

তাহলে কারও হাতে বড় একটা বোকে পাঠিয়ে দিন আর বাসায় যাবার সময় গোলাপ নিয়ে যান।
আর একটা কথা আমার বর (বর্বর) ও একই কাজ করে সব ভুলে যায় এমনকি আমাদের বিবাহ বার্ষিকীও মন খারাপ আমার অনেক রাগ হয় রেগে টং কিন্তু পরে মাফ করে দেই কারন মেয়েরা তাদের পোষা গাবলুস মতান্তরে বরদের ভালু পায় হো হো হো

আমার ধারনা ভাবীও আমার মত স্যরি /কার্ড/ফুল/গিফট পাবার পরও প্রথমে উপরে উপরে ভীষণ রাগ এমন দেখাবে পারে সওওওওওওব ঠিক হয়ে যাবে হাসি

কীর্তিনাশা এর ছবি

পোষা গাবলুস কন আর যাই কন........ ভরসা পাইলাম।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

এনকিদু এর ছবি

পোষা গাবলুস

বুঝলাম...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

কীর্তিনাশা এর ছবি

খালি বুঝলেই হবে না রে ভাই।

আগে থেকেই প্রিপারেশন নেন, একদিন আপনারো হতে হবে।

মন খারাপ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুশফিকা মুমু এর ছবি

পোষা গাবলুস

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
দোয়া করেন তানিয়া আপা আমার জন্য দেঁতো হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

পান্থ রহমান রেজা এর ছবি

নাশুদা আপনি ভাবীর হাতে ঝাটাপেটা খাচ্ছেন আমি দিব্য চোখে দেখতে পারছি। তারচেয়ে একটা কাজ করেন, বাসায় গিয়ে কাজ নাই, আমার বাসায় চলে আসেন। এরপর ভাবীর রাগ কমলে বাসায় যাইয়েন। দেঁতো হাসি

HBD VaBi.

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ পান্থ।

অবস্থা সেরম বেগতিক হইলে আইসা পড়ুমনে।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অভ্রনীল এর ছবি

এখনো বড় হইনাই... তাই বউ জুটে নাই... যেহেতু বউ নাই তাই এই সমস্যার কোন সমাধান আমার কাছে নাই...

তবে আপ্নের এই পোস্টটার জন্য আপনাকে মারহাবা দিতে হয়... আমাদের মত "ভবিষ্যৎ জেনারেশনের" অনেক উপকারে আসবে এই পোষ্ট... হাসি সেইসাথে এই পোস্টকে আর্কাইভ করার জন্য তীব্র আবেদন জানাইতেসি... এইটা "ভবিষ্যৎ জেনারেশনের" জন্য অতি প্রোয়জনীয় একখান গাইড বই হিসেবে কাজ দিবে... দেঁতো হাসি

আপ্নে চটজলদি এই মাইনক্যা চিপা থেইকা মুক্তি পান... আমি কায়মনোবাক্যে দোয়া করতেসি... দেঁতো হাসি

আর ভাবীকে অনেক অনেক শুভ কামান
_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ নীল ভাবীরে কামান দেয়ার জন্য।

ঐ কামান দিয়াই সে আজ আমার নাশ করবে মন খারাপ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অভ্রনীল এর ছবি

ডরাইয়েননা... ভাবীরে কামান দিসি তো কি হইসে... আপ্নারে যে দোয়া দিসি এইটা দ্যাখেননা? আপ্নের ছয়পাশে দোয়ার শিল্ড থাকবোনে... কামানের গোলার কী সাধ্য যে ঐ শিল্ড ভেদ কইরা আপনার গায়ে টোকা দেয়! ভাবী মনের ঝাল মিটাইতে আপ্নের দিকে কামান ছুঁড়বো আর আপ্নের শিল্ড আপ্নারে প্রোটেক্ট করবো... কামান ছুঁইড়া ভাবী খুশ আর প্রোটেকশন পাইয়া আপ্নে খুশ... মানে হইল গিয়া মিয়া-বিবি দুইজনেই খুশ... খুশের ঠ্যালায় অতঃপর আপনারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিবেন... চোখ টিপি (তয় আপনে যদি আগামী বছর আবার ভুইলা যান তাইলে কইলাম শেষ লাইনডা অন্যভাবে লিখতে হইবো দেঁতো হাসি )

_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

কীর্তিনাশা এর ছবি

জি নীল ভাই, আপনার দেয়া শিল্ডের কারনেই বোধহয় এ যাত্রা বেঁচে গেলাম দেঁতো হাসি

আপনারে ধইন্যবাদ।।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অভ্রনীল এর ছবি

কইসিলামনা... চোখ টিপি
_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

জ্বিনের বাদশা এর ছবি

নাহ্,
আপনারে আর বুদ্ধি দিয়া কিছু হবেনা!!
এইটা এমন এক পাপ, এর কোনো প্রতিকার নাই চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

কীর্তিনাশা এর ছবি

ওঁয়া ওঁয়া

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

জ্বিনের বাদশা এর ছবি

এইবার আসল বুদ্ধি দিই ... অবশ্য ভাবী যদি সচল মডুদের মতো টেকি হয় চোখ টিপি, তাইলে লাভ নাই ... ধইরা ফেলবে ...নাইলে বলি শুনেন ...

এখনও যেহেতু সরাসরি প্রমাণ হয়নাই আপনে ভুইলা গেছেন জন্মদিনের কথা, ভাবীরে বিকাল চারটার দিকে একটা এসএমএস করেন। সেইটার ভাষা হইতে হবে এমন যেনো পইড়া মনে হয় গতকাল রাত বারোটার সময়েই করছেন। তারপর আর কি, গ্রামীন না বাংলালিংক, কোনটা আপনের? সেই কোম্পানীর ঘাড়ে দোষ চাপায়া দিবেন চোখ টিপি

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

কীর্তিনাশা এর ছবি

হ দিছেন একখান বুদ্ধি!!

রাইত বারোটার সময় বউ-এর পাশে শুইয়া শুইয়া বউরে মেসেজ পাঠাইছি, মুখে কিছু কইনাই - এইটা সে বিশ্বাস করবে?

এই বুদ্ধি করলে কপালে আরো গন্ডাখানেক মাইর জুটবে।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

জ্বিনের বাদশা এর ছবি

নাহ, আপনারে দিয়া হবেনা ....
সেই বুদ্ধিও শিখাইয়া দিতে হবে ... বলবেন, এটা হলো ডিজিটাল ভালোবাসা ... ডিজিটাল উইশ চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

কীর্তিনাশা এর ছবি

এই কথা কইলে ডিজিটাল মাইর একটাও মাটিতে পড়বে না। রেগে টং

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

হিমু এর ছবি

ফেব্রুয়ারির দুসরা তারিখ
বিকেলবেলার অক্ত
বৃষ্টি নামে ... বৃষ্টি কোথায়? কীর্তিনাশার রক্ত!

আন্দাজ আপনা আপনা-র মতো ইয়াদদাশতের অভিনয় করুন। "আমি কে ... আমি কোথায় ... আজকে কত তারিখ?" বলে চোখ পিটপিট করতে থাকেন।


হাঁটুপানির জলদস্যু

কীর্তিনাশা এর ছবি

কোবতেখানা পইড়া ডরাইলাম, হিমু ভাই।

আর বুদ্ধিটা যা দিছেন - ডান্ডার বাড়ি একটাও মাটিতে পড়বে না, সব এই মাথাতেই বর্ষিত হবে।

আমি কোই? আমি কোথায় বলে যেই স্মৃতি বিভ্রমের ভান করবো, অমনি মাথায় বাড়ি দিয়ে স্মৃতি ফেরানোর চেষ্টা করবে সে।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দৃশা এর ছবি

এতো পেরেশানির কি আছে... বাড়িত যাইবেন... যাইয়া কন "ভুলছি তো ভুলছি... এহন কি জান দিমু নি এইটার লাইগা... আমি তো মানুছ নাকি...আর মানুছ মাত্রই ভুলনশীল...ম্যান ইস মরটেল... এহন লও যাই মার্কেটে... ভাসাবি আর শপার্স ওয়ার্ল্ডে সেইল দিছে... যা মন চায় উঠাইয়া লইও পুরা মাসের বেতন খরচ কইরা ...আর ওয়েস্টিনেও ডিনার করমু নে... এর থেইকা আর বেশী কি করুম... দেইখা লও তোমার সোয়ামী কত উদার...এইবার দিকদারী রাহও আর সাজতে বহো"। (এগুলা ভাবী আমি বলি নাই...আপনার সোয়ামী বললেও বলতে পারে)

শুভ জন্মদিন কীর্তিনাশী ভাবী।
----------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

তানিয়া এর ছবি

ভাসাবি আর শপার্স ওয়ার্ল্ডে সেইল দিছে... যা মন চায় উঠাইয়া লইও পুরা মাসের বেতন খরচ কইরা
এইবার দিকদারী রাহও আর সাজতে বহো
জোস গুল্লি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

কীর্তিনাশা এর ছবি

হ হতভাগা কাইন্দা মরে আর সবাই দেইখা হাইসা মরে।

হাসেন তানিয়া প্রান ভইরা হাসেন, গলা খুইলা হাসেন মন খারাপ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তানিয়া এর ছবি

আরে নাশুভাই আমিতো আপনারে অনেক ভরসা দিলাম
আমি আসলে হাসতেসি দৃশার চমৎকার আইডিয়া পড়ে !!!

কীর্তিনাশা এর ছবি

তাই কন। আমি আরো ভাবলাম .............

যাউকগা, তাইলে আপনারে আবারো ধন্যবাদ।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তানিয়া এর ছবি

নাশুভায়া আগামীকাল পরিস্থিতির আপডেট দিয়েন

কীর্তিনাশা এর ছবি

বাঁইচা আছি এখনো দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কীর্তিনাশা এর ছবি

যে বুদ্ধি দিছেন তাতে রাস্তার ফকির হইতে ঐ একটা সন্ধ্যাই যথেষ্ট, দৃশাফা।

কীর্তিনাশীরে দিমুনে আপনার শুভেচ্ছা পৌঁছায়া। ধইন্যবাদ।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দৃশা এর ছবি

মিয়া এখনো বইসা ব্লগান? আপানার বউ ঝাঁটার বাড়ি মারব না তো কি সন্ন্যাসীর বউ তারে ঝাঁটার বাড়ি মারব, কন? যত দেরীং হবে ততই বিপদ বাড়বেং। আল্লাহ'র নাম নিয়া, বুকে তিনবার পপি পপি পপি বইলা ফুঁ দিয়া বাড়িত ঢুকেন।
-------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

স্থানে-অস্থানে, কারণে-অকারণে সন্ন্যাসীরে লয়া মশকরা করার তেব্র পেতিবাদ জানাই রেগে টং

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

কীর্তিনাশা এর ছবি

সন্ন্যাসী দাদা সেন্টু খাবেন না দয়াকরে।

গুরু-স্থানীয় ব্যাক্তিদেরই তো আমরা উদাহরন হিসেবে ব্যাবহার করি তাই না?

আর চিন্তাবেন না। আপনি যে বউ-এর হাতে নিয়মিত মাইর খাইতেন তা আমি কাউকে বলবো না। দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দৃশা এর ছবি

আরে মিয়া আপনে চেতেন কেন? আমি কইলামে সাধু সন্ন্যাসীর কথা... আপনে তো বলে সংসারেই এক সন্ন্যাসী... ২ টা কি এক কন?কইলাম কারে... ক্ষেপলো কে?বুঝতে হবে ঘটনা আছে!! নইলে নিজের ঘাড়ে নিলো ক্যা বিষয়ডা, চুরের মন পুলিশ পুলিশ।
--------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

কীর্তিনাশা এর ছবি

হ ডাল মে কুছ কালা হায় !! চিন্তিত

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কুছ না, ভাই, পুরাটাই কালা। আমারে মাইয়ারা এমনই ডরায় যে আইজ পর্যন্ত বিয়াও করতে পারলাম না। তাই বউয়ের পিটানি খাওনের সুযোগ হইতেও বঞ্চিত। আপনেদের সৌভাগ্যে ঈর্ষাণ্বিত হই তাই হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

@ দৃশা
আপনের কথা বুচ্চি। কিন্তু আপনের "আইনী" যুক্তি মাইনা লইলে তো সচলায়তনে আগে উল্লেখিত "সন্ন্যাসী", "সন্ন্যাসীদা'", সন্ন্যাসীজি" - ইত্যাকার শব্দগুলানও আমারে উদ্দেশ্য কইরা বলা হয় নাই ধরতে হইবো। এবং ভবিষ্যতেও শুধুমাত্র "সংসারে এক সন্ন্যাসী" উল্লেখ থাকলেই সেটা আমি-সংশ্লিষ্ট মনে করতে হইবো। এইটাই তো কইতে চাইতেসেন? তথাস্তু! হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

কীর্তিনাশা এর ছবি

দৃশাফা, আপনের ঝাড়ি খাইয়া ব্লগান থুয়া দৌড়াইছিলাম তো!

মওলার অশেষ মেহেরবানীতে বাঁইচা আছি এখনো দেঁতো হাসি

তয় এই 'পপি পপি পপি বইলা বুকে তিন বার ফুঁ' দেওয়ার বিষয়টা ঠিক বুঝলাম না। চিন্তিত

এই পপিটা কি বা কে?

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

এনকিদু এর ছবি

ভাসাবি আর শপার্স ওয়ার্ল্ডে সেইল দিছে

ভাসাবিটা কি জিনিস ? ডুবান-ভাসানর সাথে সম্পর্ক আছে নাকি কোন ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

কীর্তিনাশা এর ছবি

আমারো একই প্রশ্ন চিন্তিত

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দৃশা এর ছবি

ছুটু মানুষ তাই বিয়া হয় নাই বুঝলাম। মাগার এট্টা কি মেয়ে বান্ধবীও হইল না এহন পর্যন্ত?
তাগোরে বা তারে জিগাইলেই ভাসাবি কি সংজ্ঞা সহ উদাহারন দিয়া বুঝাইয়া দিব।
--------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

কীর্তিনাশা এর ছবি

আমি তো বিয়া কইচ্ছি, কিন্তু আমিও তো বুঝলাম না ।

ব্যাফারটা খুইলা কন দৃশাফা, পিলিজ!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতন্দ্র প্রহরী এর ছবি

মজার ব্যাপার হলো, গতকাল অফিস থেকে ফেরার পথে যখন ভাসাভি পার করলাম, একবার ভাবলাম আপনারে বুদ্ধি দেই ভাবীকে সেখানে নিয়ে যেতে। আপনার মোটামুটি মাসখানেকের বেতন উড়িয়ে দিয়ে একটা শাড়ি কিনলেই উনার দিল ঠান্ডা হয়ে যেত চোখ টিপি

অবশ্য পরে তো দেখলাম এমনিতেই সব ঠিক হয়ে গেছে। এখনও বেঁচে আছেন দেখে খুব ভাল লাগল দেঁতো হাসি

আমার এক কলিগ কাম ভার্সিটির বড় ভাই ওখান থেকেই তার বিয়ের বাজার করেছিল। এতদিন আমারও অবশ্য তা-ই ইচ্ছা ছিল, কিন্তু যে দাম রে ভাই! মন খারাপ

tuli এর ছবি

আমি নিজেও এমন ভুল করি । বিশেষ তারিখগুলো অনেক আগে থেকে মনে রাখব কিন্তু যেদিন মনে করার দরকার সেদিনই হয়তো ভুলে গেলাম,রাত বারোটা পেরিয়ে হয়তো সকাল হয়ে গেছে তখন মনে পড়লো।
ভাবীরে শুভ জন্মদিন ।

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ!

সমস্যা আপাতত কেটে গেছে, তাই আমি ভিষন খুশি দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

এর পর থেকে তো অবশ্যই ভুলবেন না। কারণ -
আমার বউয়ের পিটুনি খাওয়ার দোসরা ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি

আপনের ইস্ত্রির জন্মদিনে শুভেচ্ছো আর শুভকামান।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

কীর্তিনাশা এর ছবি

হ এই জীবনে আর ভুলুম না।

ধন্যবাদ সন্ন্যাসী দাদা শুভেচ্ছো আর শুভকামানের জন্য হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অছ্যুৎ বলাই এর ছবি

আপনি কোনো ভুলই করেন নি, ভাবীর জন্মতারিখ ২রা ফেব্রুআরি হতেই পারে না, তার জন্ম ৪ঠা ফেব্রুআরি। আগামীকালই কোনো নোটারী পাবলিকের কাছ থেকে একটা এফিডেভিটের কাগজ নিয়ে গিয়ে ভাবীকে বলেন, এমনকি নিজের জন্মতারিখের ব্যাপারেও তিনি ভুল ধারণা নিয়ে বসে আছেন। এমন ভুলোমনা বউ নিয়ে সংসার চলে কি করে - ইত্যকার ঝাড়ি লন।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

কীর্তিনাশা এর ছবি

বুদ্ধি খ্রাপ না। চোখ টিপি

তয় আপাতত কানের পাশ দিয়া গুলি গেছে, বলাই দা দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কঠিন অবস্থা।

কীর্তিনাশা এর ছবি

তয় বাঁইচা গেছি এইবারের মতো দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রানা মেহের এর ছবি

শহীদ হয়ে থাকলে মন খারাপ
গাজী হয়ে থাকলে চোখ টিপি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

কীর্তিনাশা এর ছবি

গাজী গাজী দেঁতো হাসি

বউ-এর ছাড়ে আর এই পোস্টের কল্যানে হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রেনেট এর ছবি

ভাবীকে জন্মদিনে শুভেচ্ছা।

আপনার শরীর স্বাস্থ্যের আপডেট দিয়েন নাশু ভাই চোখ টিপি
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ রেনেট ভাই।

শরীর স্বাস্থ্য ভালোই আছে দেঁতো হাসি

আপনাদের দোয়ায় অল্পের জন্য রক্ষা পাইছি এবার।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এ আর এমন কী?
আমি যে এই বিশেষ দিবস মনে রাখুম না সেইটা সে ভালো কইরাই জানে। তাই প্রতিবছরই সে এই দিনের অপেক্ষায় থাকে এবং অন্তত এক হপ্তা আগে থেকে নানা প্রকারান্তরে মনে করায়ে দিতে চেষ্টা করে...
এর জন্য আগে থেকেই আসলে আমার তরিকা রেডি আছে। আমি পয়লাতেই জানায়ে দিছি যে আমার ডিজিট মনে থাকে না। কোনো তারিখ আমি মনে রাখতে পারি না, এইটা নিয়া নো মাইন্ডামাইন্ডি...

কসম... আমারে জিগাইলে আমার বৌয়ের জন্মদিন, আমাদের বিয়ের তারিখ, এমনকি আমার মেয়ের জন্মদিনও আমি বলতে পারবো না।

সত্যিই আমার মনে থাকে না।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ইশতিয়াক রউফ এর ছবি

আমারে জিগাইলে আমার বৌয়ের জন্মদিন, আমাদের বিয়ের তারিখ, এমনকি আমার মেয়ের জন্মদিনও আমি বলতে পারবো না।

প্রথম ২ টা জানি না, তবে ৩য় টা তো আমিও জানি। ফেসবুকে বলেছিলেন। ১৯-এ মে না? নাকি ১৮? ঠাকুরের মাসের মানুষ, এটুকু মনে আছে।

আমারও তারিখ ঠিকঠাক মনে থাকে না। তবে মাস খেয়াল থাকে। যেটা হয়, প্রায় সবাই-কেই ২ দিন পর বলি, "পরশু জন্মদিন ছিল না?!"

সমস্যা আসলে অন্য জায়গায়।

- আজ কত তারিখ?
> ফেব্রুয়ারি ২

আমার জন্মদিন কবে?
> ফেব্রুয়ারি ২

- তাহলে?
> তাহলে কী?

- না, কিছু না।
> ওহ, আজকে তো...

দুইটাই মনে থাকে, কিন্তু সমান্তরালে।

কীর্তিনাশা এর ছবি

ইশতি ভাইয়ের সমস্যাও দেখি দারুন মজার!

তবে ভবিষ্যতে বউ-এর হাতে মাইর খাওয়ার সমুহ সম্ভাবনা।
সময় থাকতে পিঠে ছালা বাঁধেন হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কীর্তিনাশা এর ছবি

নজরুল ভাই তো দেখি এ ব্যাপারে পুরা পাংখা।

ভাবীরে আগেই ভাঁজ দিয়া এখন বড়ই সুখে আছেন।

আহারে এই বুদ্ধি আমিও যদি করতাম । মন খারাপ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দ্রোহী এর ছবি

ভুলছেন ক্যান এবার ঠ্যালা সামলান। এইসব জিনিস জীবনে কখনো ভুলতে হয় না। নিজের বাপের নাম ভুলতে পারেন কিন্তু বউয়ের জন্মদিন ভুললে জীবন শ্যাষ।

কীর্তিনাশা এর ছবি

গুরু এইবারের মতো বাঁইচা গেছি। দেঁতো হাসি

তয় গুরু আপনার দুঃখটা আমি বুঝি । প্রতিদিন বউ'র হাহে প্যাঁদানি খায়া আপনার লাইফ যে ফাতা ফাতা হয়া গেছে, তাও জানি। মন খারাপ

কিন্তু গুরু ডরায়েন না। জীবনে মাইর খাওয়াই শেষ কথা নয়। মাইর খেয়েও সুখি থাকতে হবে। বুঝে শুনে চলতে হবে। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ধুসর গোধূলি এর ছবি

- বাঁইচা থাকলে আর পিঠ ডান্ডামুক্ত থাকলে আমারে আপনের আপনা-চাচাতো-খালাতো-মামাতো-ফুফাতো-লতাতো-পাতাতো-পাড়াতো যেকোনো শালীকার ফুন নাম্বার পত্রপাঠ জানাইয়া দিয়েন। বাকীটা এই অধম আপনের লাইগ্যা করবোনে। নিশ্চিন্ত থাকেন। নাশুভাবী এমন টাশকি খাইবো যে এই বছর ক্যান, সামনের পিছের প্লাস-মাইনাস দশ বছরও আপনে ফেব্রুয়ারীর দুই তারিখ ভুইলা গেলেও আপনেরে পিডাইতেই ভুইলা যাইবো। ঈমানে কইতাছি।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কীর্তিনাশা এর ছবি

বাঁইচাও আছি আর পিঠও ডান্ডা মুক্ত আছে দেঁতো হাসি

আর শালীকার ফুন নাম্বার কুনো ব্যাপার না। সাথে আর কি কি লাগবো কন?

আপনার দুঃখ কেউ না বুঝলেও আমি তো বুঝি, আহারে বেচারা শালী চায়া চায়া মুখে ফেনা তুইলা ফালাইলো কিন্তু কেউ শুনলো না। মন খারাপ

ঘাবড়ায়েন না ধুগো ভাই ! চিন্তায়েন না একটুও ! আমি তো আছি, আমি তো মইরা যাই নাই!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ধুসর গোধূলি এর ছবি

- হৈ মিয়া, আপনের বাঁচন মরণ দিয়া আমি কী করুম? আপনের শালীর (মতান্তরে শালীদের) বাঁচন মরণ নিয়া গবেষণা করলে বরং ফজিলত আছে। বহোত ফায়দা হবে ভাই, আসেন ভাই আসেন, জলদি আউগাইয়া আসেন, যার যার শালী নিয়া শীঘ্রই ধুগো বাবার দরবারে হানা দেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কীর্তিনাশা এর ছবি

ভাবছিলাম আপনারে শালী দিমু, কিন্তু .......... চিন্তিত

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

জ্বিনের বাদশা এর ছবি

ভাইজান কি বাঁইচা আছেন? চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

কীর্তিনাশা এর ছবি

হ ভাই বাঁইচা গেছি এ যাত্রা। দেঁতো হাসি

সবই আপনার মতো জ্বিনদের ফুশমন্তরের কল্যানে।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ভূঁতের বাচ্চা এর ছবি

ভাবীকে পছন্দের কোনও জিনিস কিনে দেন। কপাল ভাল থাকলে দেখবেন খুশিতে গদগদ হয়ে গেছেন উনি। উনার পছন্দের ব্যাপারে আমার চাইতে আপনার ভাল জানার কথা। আর সারপ্রাইজ পার্টির ব্যবস্থা করতে পারেন (সেক্ষেত্রে সচলের সবাইকে অবশ্যই দাওয়াত দিতে হবে এবং কোনও নামকরা রেস্তোরায় হলে ভাল হয়)।

আর হ্যাঁ ভাবীকে আমার শুভেচ্ছা জানাতে ভুলবেন না কিন্তু।
উনাকে সচলের এই লেখাটাও দেখাতে পারেন। কখন কার কিভাবে মন গলে তার ঠিক নাই। উপরঅলার ইচ্ছা এবং আপনার ভাগ্য সুপ্রসন্ন হলে এ যাত্রা রেহাই পেয়ে যাবেন।

--------------------------

--------------------------------------------------------

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ ভূঁত ভাই, আপনার পরমর্শের জন্য। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এই লেখাটা দেখালে এযাত্রা বেঁচে যেতেও পারেন।

কীর্তিনাশা এর ছবি

দেখিয়েছি এবং বেঁচে গেছি এ যাত্রা দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কী কান্ড!!!

কীর্তিনাশা এর ছবি

ভয়াবহ !!

তবে তওবা কারিয়াছি এমন মদইন্না ভুল এই জীবনে আর করিবো না।
চোখ টিপি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

জ্বিনের বাদশা এর ছবি

লক্ষণ তো ভালো ঠেকতেছেনা .... চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

কীর্তিনাশা এর ছবি

লক্ষণ তো ভালো ঠেকতেছেনা ....

উহা অতীত কাল। হাসি

বর্তমানে সবই ভালো ঠেকিতেছে। দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সবজান্তা এর ছবি

বাহ ! এই মাত্র অনলাইনে দেখতে পেলাম, গাজী-কীর্তিনাশা ভাই কে চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

কীর্তিনাশা এর ছবি

জি্ ভাই, সবই আপনাদের দোয়া আর ভগবানের কৃপা দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আহমেদুর রশীদ এর ছবি

মাঝে মধ্যে মাইরের উপর থাকা স্বাস্থ্যের জন্য ভালো..............

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

কীর্তিনাশা এর ছবি

হে হে হে, রশীদ ভাই মনে হয় বাস্তব অভিজ্ঞতা থেকে কথাটা বললেন। দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নির্বাক এর ছবি

যা করছেন করছেন, এখন থেকে মোবাইলে রিমাইন্ডার সেট করে রাখবেন হাসি
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

কীর্তিনাশা এর ছবি

সেইটা গতকাল রাতেই করে ফেলছি, ভাই।

অতিমাত্রায় আত্মবিশ্বসী হইয়াই তো এবার ধরা খেলাম। এমন ভুল আর করবো না হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রেনেট এর ছবি

আপনার কৌশলটা খুবই পছন্দ হল...
প্রথমে বউয়ের জন্মদিন ভুলে যাব, তারপর 'এ আমি কি করেছিরে' বলে সচলে পোস্টু দিব...সব ঠান্ডা...খরচাপাতি নাই দেঁতো হাসি
ভবিষ্যতে খুবই কাজে দিবে চাল্লু
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

কীর্তিনাশা এর ছবি

ভাইরে এইভাবে হাটে হাঁড়ি ভাইঙেন না! আপনার দোহাই লাগে!!

আমার বউ চুপে চুপে এখনো এই পোস্ট দেখতাসে।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কীর্তিনাশা এর ছবি

জন্মদিনে উইশ করার জন্য আমার বধুয়া সচলের সবাইকে হৃদয় উজাড় করে ধন্যবাদ জানিয়েছেন

তিনি ঘর-কন্যা এবং পড়াশোনা নিয়ে দারুন ব্যাস্ততায় মতান্তরে ব্লগিং-এ অনভিজ্ঞতার কারনে স্বহস্তে শুভেচ্ছা বানী লিখতে পারেননি। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দেবোত্তম দাশ এর ছবি

ফাটাফাটি কেইস সহজে সমাধান হওয়ায় আমি যারপরনাই আনন্দিত। এবারের মত তাহলে বেঁচে গেলেন।
ভাবীর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। লেট হয়ে গেছে জেনেও
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

কীর্তিনাশা এর ছবি

জি দাদা দেঁতো হাসি

শুভেচ্ছা জানাতে আবার লেট কিসের?

অসংখ্য ধন্যবাদ ও শুভকামান হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নীড় সন্ধানী [অতিথি] এর ছবি

আপনে দেখি আমার কাছাকাছি। যেমুন বউয়ের জন্মদিন, তেমুন ভুইলা যাওন। ক্যান বুঝি না ১ ফেব্রুয়ারী তারিখটায় আছর আছে, কুনোদিন মনে থাকে না .......আর খেসারত?....কইতে ফারতাম না ইয়ানে হাসি

কীর্তিনাশা এর ছবি

আমারটা ১ তারিখ না ২ তারিখ।

আসলেই কেমনে কেমনে যেন ভুলে যাই... হাসি

তবে আবার ভুললে খবর আছে............

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

বউকে ফেইসবুকের বান্ধবী বানান। দেখবেন আর ভুল হবে না। ফেইসবুক ঠিক মনে করে দেবে

Lina Fardows

কীর্তিনাশা এর ছবি

এইটা কি বুদ্ধি দিলেন লীনাপু অ্যাঁ

আপনি তো দেখি আমার নেটের স্বাধীনতাটাও কেড়ে নিতে চান।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।