তিনটা ছবি আর সাথে একটা কৌতুক ফ্রি.......

কীর্তিনাশা এর ছবি
লিখেছেন কীর্তিনাশা (তারিখ: বুধ, ২৯/০৭/২০০৯ - ১:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

তিনটা ছবি

আমার বাসার বারান্দায় দাড়ালে পশ্চিমের আকাশ দেখা যায়। মাঝে মাঝে বিকেলে সেখানে রূপকথার পরিবেশ ভর করে। কেমন যেন মায়াময় অদ্ভুত সব রঙে ভরে যায় আকাশটা। নিচের ছবি তিনটা সেরকম দুটো বিকেলে তোলা। হাসি

কৃতজ্ঞতা : ফ্লিকার থেকে কিভাবে ছবি এমবেড করতে হয় তা শিখিয়েছেন প্রিয় প্রকৃতি প্রেমিক ওরফে পিপি'দা। তাই তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা। হাসি

শেষ বিকেলের আলো ১

শেষ বিকেলের আলো ১

শেষ বিকেলের আলো ২

শেষ বিকেলের আলো ২

শেষ বিকেলের আলো ৩

শেষ বিকেলের আলো ৩


এবার ফ্রি কৌতুক :
দেঁতো হাসি দেঁতো হাসি

(কৌতুক পড়ে হাসি পেলে নিজ দায়িত্বে হাসবেন। আর যদি কান্না পায় তার দায়-দায়িত্বও একান্তই পাঠকের) হো হো হো

মধ্যরাতে এক পাঁড় মাতালকে ধরে পুলিশ থানায় নিয়ে এসেছে। ব্যাটাকে ধরার পর থেকেই সেকি তার হম্বি-তম্বি - তোরা জানিস না কাকে ধরেছিস। আমি মহান সংসদের সংসদ সদস্য। আমি সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। তোদের সব কয়টারে যদি আমি কামরূপ কামাক্ষায় বদলি না করাইসি তাইলে আমার নাম কুদ্দুস আলী না, ইত্যাদি ইত্যাদি।

পুলিশের দারোগা আর সহ্য করতে পারলো না। ব্যাটার ঘাড়ে দুইটা রদ্দা মেরে বলল - তোর মতো মাতাল হইলে আমি নিজেরে আমরিকার প্রেসিডেন্ট দাবি করতাম। এহন চুপচাপ গিয়া হাজতে বইসা থাক্।

বেচারা মাতাল রদ্দা খেয়ে চুপচাপ হাজতে গিয়ে ঝিমাতে লাগলো। এর মধ্যে থানায় একটা ফোন এলো। দারোগা ফোন ধরতেই ওপাশ থেকে প্রধান মন্ত্রীর হুঙ্কার শোনা গেল - কি শুরু করছো তোমরা! আমার সরকারের ইমেজ নিয়া টানাটানি করো কেন? তাড়াতাড়ি আমার মন্ত্রীকে ছাড়ো!!

দারোগা একটু আমতা আমতা করে কী বলতে গিয়ে আরো জোরে ধমক খেল - কোন কথা শুনতে চাই না ! তাড়াতাড়ি তারে বাসায় দিয়া আসো !!

সুতরাং, দারোগা গিয়ে হাজতের দরজা খুলে মাতালকে বলল - আপনার মুক্তির হুকুম আসছে। চলেন আপনারে বাসায় দিয়া আসি। তবে তার আগে একটু প্যান্টটা খুলেন।

মাতাল মন্ত্রী তো আশ্চর্য - ক্যান প্যান্ট খুলুম ক্যান !?

দারোগা দাঁত কেলিয়ে হেসে বলল - না মানে, বাইরে গিয়া তো বলবেন, পুলিশ আমার ালটাও ছিঁড়তে পারে নাই। এই কথা যাতে বলতে না পারেন, তাই আগেই আপনের কিছু াল ছিঁড়া রাখি, যাতে সবাইরে দেখাইতে পারি যে, না, কিছু াল অন্তত ছিঁড়তে পারছি। হে হে হে !

(সমাপ্ত)


মন্তব্য

মামুন হক এর ছবি

দারুন সব ছবি!
পিপি আর সবাইকে ভালু ভালু জিনিষ শেখায় শুধু আমাকে ছাড়া!

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ মামুন ভাই! হাসি

পিপি'দা আমগো খুব ভালু লোক, আপনারেও বঞ্চিত করবো না নিশ্চিত দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দুষ্ট বালিকা এর ছবি

ছবিতে উত্তম জাঝা!

[আর ব্র্যাকেটে =))]

--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ বালিকা হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পান্থ রহমান রেজা এর ছবি

ছবিগুলো দারুণ!
আপনার পিচ্চির কী খবর? কেমন কাটছে দিন, নতুন এই অতিথিকে নিয়ে?

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ পান্থ !

পিচ্চি ভালো আছে। পিচ্চিই এখন আমার সমস্ত সময় জুড়ে আছে হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ছবিতো খুবই সুন্দর। এভাবে সামান্য বিষয়ে প্রকাশ্যে কৃতজ্ঞতা জানানোয় কিছুটা লজ্জা পেলাম হাসি

কৌতুকটা ভালো হয়েছে। কিছু বানান ভুল আছে, ঠিক করলে আরো ভালো হবে।

কীর্তিনাশা এর ছবি

সামান্য বিষয় আপনার কাছে হইতে পারে, আমার কাছে না। হাসি

কোন কোন বানান ভুল কয়া দেন ঠিক কইরা দেই। আসলে সবই তাড়াহুড়োর ফসল। মন খারাপ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আকতার আহমেদ এর ছবি

হো হো হো

মৃদুল আহমেদ এর ছবি

হো হো হো
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হো হো হো

গুরুত্বপূর্ন মন্ত্রি = গুরুত্বপূর্ণ মন্ত্রী। মন্ত্রী বানান কয়েক জায়গায় ঠিক করতে হবে।

কীর্তিনাশা এর ছবি

পিপি'দা আবারো ধন্যবাদ। হাসি

ঠিক করে দিয়েছি।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কীর্তিনাশা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

ধুগো, গুরু তুম গ্রেট হো !!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুহান রিজওয়ান এর ছবি

নাহ, দুই আর তিন নম্বর ছবিদ্বয় আসলেই সেইইইইইইইইরকম হয়েছে।
পিচ্চির জন্যে কাতুকুতু দিয়ে রাখলুম...খাইছে
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ !

পিচ্চির কাতুকুতু পৌঁছে দিবো যথা সময়ে হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতিথি লেখক এর ছবি

ছবিগুলো ছবির মত। চমৎকার।

নৈশী ।

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ নৈশী। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতিথি লেখক এর ছবি

ছবিগুলো দারুণ। ৩ নাম্বারটা ব্যাপক পসন্দ হইছে।

জুকসটা চরম লাগ্লো। এখনি কাউরে কইতে মঞ্চাইতাসে। কিন্তু আশেপাশে সব সেন্সরড পর্যায়ের লোকজন।

#ওসিরিস

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ ওসিরিস ! হাসি

সেন্সরড লোকজনরে জুকসটা সেন্সরড কইরা শুনায়া দিতেন, াল কওনের আগে বলে নিতেন - এখন আমি হিন্দি শব্দ ব্যাবহার করবো। হো হো হো

-----------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ছবি সুন্দর...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ নজরুল ভাই হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নিবিড় এর ছবি

বাহ ছবি গুলা তো সুন্দর চলুক


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

কীর্তিনাশা এর ছবি

হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ইশতিয়াক রউফ এর ছবি

ছবিগুলো ভালো লাগলো। কৌতুকতা পড়ে ঠা-ঠা আওয়াজ করলাম কিছুক্ষণ।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এই কমেন্টের সঙ্গে ইশতির প্রোফাইলের ছবির মিল আছে।
মাঝে মাঝে ইশতি মন খ্রাপের/শোকের কমেন্ট করে। কিন্তু প্রোফাইলে ছবিতে বিশাল হাসি দেঁতো হাসি

কীর্তিনাশা এর ছবি

যথার্থ বলেছেন শিমুল ভাই হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ইশতিয়াক রউফ এর ছবি

হাহ হাহ হাহ... খেয়াল করি নাই তো আগে এটা। একটা আবেগ-নিরপেক্ষ ছবি নিতে হবে এবার... খাইছে

কীর্তিনাশা এর ছবি

না না কি যে বলেন ইশতি ভাই ! এই ছবিটাই থাক। আপনার হাসি হাসি মুখটা দেখলে আমাদের গোমড়া মুখেও হাসি ফুটে ওঠে হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ ইশতি ভাই।

ঠা-ঠা আওয়াজ করছেন ভালো কথা। কিন্তু কেউ আবার ঠাডা (বাজ) পড়ছে ভেবে ভয় পায় নাই তো ?? হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ঋদ্ধ [অতিথি] এর ছবি

শেষ ছবিটা অনেক ভালো লেগেছে।
কৌতুকটা জুস।

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ ঋদ্ধ হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অছ্যুৎ বলাই এর ছবি

মারাত্মক!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ বলাই'দা।

কিন্তু ইদানিং আপনার কী হইছে? পুরা অমাবস্যার চাঁদ কিংবা ডুমুরের ফুল হয়ে গেছেন !!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আরিফ জেবতিক এর ছবি

অতিভালু।

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ আরিফ ভাই হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মৃদুল আহমেদ এর ছবি

ইঞ্জিনিয়ার হারান দা,
ডিজাইন করে বানিয়ে দিলেন ঘরের পাশে বারান্দা....
বারান্দাতে দাঁড়িয়ে তুলি নগরশোভার ছবি,
এমনি করেই দিনে দিনে উঠছি হয়ে কবি!

ছড়ার নাম : কীর্তিনাশার গান
লিখেছেন : মৃদুর ভাই
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

ধুসর গোধূলি এর ছবি

- বানান ভুল করা ভালো কিন্তু ম এর জাগা চ বসায়ে ঋ-কার আর উ-কার জাগা বদল করে ফেললে কইলাম পিরোবলেম!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মৃদুল আহমেদ এর ছবি

তা তো বটেই! কীর্তিনাশা আবার আমারে ভাই বইলা ডাকে! হো হো হো
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

কীর্তিনাশা এর ছবি

@ ধুগো'দা -

এই ধরনের ভুল জীবনেও হবার চান্স নাই হাসি

@ মৃদুল ভাই -

কই সব সময় তো ভাই বলে ডাকি না। মাঝে মাঝে দাদা বলেও ডাকি দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কীর্তিনাশা এর ছবি

হেব্বি ছড়া মৃদুল ভাই, পুরা ফাটাফাটি হাসি

এখন তো বারান্দায় গিয়ে দাঁড়ালেই আপনার এই ছড়া মনে পড়বে।

কিন্তু মৃদুল কে মৃদুর লেখার কারণ কী চিন্তিত

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মৃদুল আহমেদ এর ছবি

এখনো অন্ধকারে আছ? আমার বকের লেখায় তোমার কমেন্টটা গিয়া দেইখা আস...
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

কীর্তিনাশা এর ছবি

হ, আপনার এই কমেন্ট পড়ার আগেই বুঝতে পারছি ঘটমাটা ঐখানেই ঘটাইছি। আবারো দুঃখ প্রকাশ করছি মৃদুল ভাই।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সাইফ তাহসিন এর ছবি

হা হা হা, জটিল, আকাশে যেমন আগুন ধরাইসে, জোকেও তেমনি জোকেও তেমনি পাঞ্চ হাসি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আর মন্তব্যগুলো?

কীর্তিনাশা এর ছবি

মন্তব্যগুলোই বেশি মজাদার। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কীর্তিনাশা এর ছবি

হে হে হে, ধন্যবাদ সাইফ ভাই দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ভূঁতের বাচ্চা এর ছবি

কৌতুকটা পইড়া চরম মজা পাইলাম।
ছবিগুলোও বেশ পছন্দ হইসে। বিশেষ করে ২য় এবং ৩য়টা।
--------------------------------------------------------

--------------------------------------------------------

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ ভূঁত ভাই হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

বাচ্চার নাম ঠিক হইসে?

কীর্তিনাশা এর ছবি

না রে ভাই। বহুত ঝামেলায় আছি এই নিয়ে। মন খারাপ

আমার একটা পছন্দ হয় তো বউ-এর আরেকটা। তবে শর্টলিস্ট হয়ে গেছে। খুব শিঘ্রই ঠিক হয়ে যাবে আশাকরি।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সাইফুল আকবর খান এর ছবি

ছবি আসোলেই বড়ই সৌন্দর্য হৈছে! খুবই ভালো ওই আলো।
তবে, এইসব ছিঁড়াছিঁড়ির খ্রাপ খ্রাপ কথা না কৈলে হয় না?! শুধু শুধু ছুডু পুলাপাইনগুলারে নষ্ট করতাছেন! খাইছে
ছি ছি ছি ছি! চোখ টিপি

ভালো কথা- আপ্নের পুত্লী'র নাম রাখছেন? হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ সাইফুল ভাই।

পুলাপাইনরে খালি ভালো কাম শিখাইলেই কি হইবো? তাদের ছিঁড়াছিঁড়িও শিখাইতে হইবো। যাতে তারা যথা জায়গায় যথা কামটা করতে পারে চোখ টিপি

পুতলীর নাম এখনো ঠিক করতারি নাই। তয় একখান শর্টলিস্ট তৈরী করছি।

আপনে আরো কিছু নাম দিতে চাইলে দিতারেন এই সুযোগে দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সাইফুল আকবর খান এর ছবি

ভাগেন্মিয়া! খাইছে
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

পরিবর্তনশীল এর ছবি

ছবিগুলা খুব সুন্দর। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ হাসি

কিন্তু আপনে কিছু দিন পর পর কই গায়েব হন?? চিন্তিত

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

লীন এর ছবি

কৌতুক পড়ে একটু কান্না পেয়েছে। ছবিগুলো অনেক সুন্দর।

তৃতীয় কারণ?

______________________________________
লীন

কীর্তিনাশা এর ছবি

আপনে তো ভাই বহুত পিছলা। কাহিনী খালি প্যাঁচাইতাসেন তো প্যাঁচাইতাসেন রেগে টং

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতন্দ্র প্রহরী এর ছবি

তিনটা ছবিই দুর্দান্ত। তিন নাম্বারটা বেশি। চলুক

ফ্যাক্টরি চালু করবেন কবে আবার? চোখ টিপি

কীর্তিনাশা এর ছবি

ফ্যাক্টরি চালু করতে তো মঞ্চায় কিন্তু সময় কই ?? মন খারাপ

যাউকগা আপনারে ধন্যবাদ ।।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

শাব্দিক এর ছবি

অসাধারণ ছবি!

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।