তোরা আর কত ছিড়বি ??? আমরা আর লাগাব

নিবিড় এর ছবি
লিখেছেন নিবিড় (তারিখ: শনি, ১৭/০১/২০০৯ - ১০:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

সে এক বিরাট ইতিহাস । সুন্দরীরা কোন দিন পাত্তা না দিলেও আজকে দেখি ফার্স্ট ইয়ারের কিছু কচিকাচা এসে বলে ভাইয়া পরশুদিন পরীক্ষা , কি কি পড়ব একটু সাজেশন দেন । যদিও ক্লাসে আমি শেষের দিক থেকে প্রথম দশজনে আছি তাও এই চান্সে কচিকাচাদের নানা উপদেশ দিতে থাকলাম ।
আর ঠিক এইসময় , ঠিক এই সময় মিঞা মোহাম্মদ রায়হান আমাকে ফোন দিল । ফোন দিয়া বলে তাড়াতাড়ি আয় । আমি বলি শালা কোন খানে ।রায়হান বলে ব্যাটা কাটাবনের ঢালে আয় । কি আর করা করুণ মুখে কচিকাচাদের বলি-আসি । ওরা বলে ভাইয়া সাজেশন ? আমি বলি কালকে হবে ভাইয়া । আর মনে মনে বলি শালা রায়হানের বাচ্চা তোর একদিন কি আমার একদিন ।
কাটাবনে পৌছাতেই রায়হান বলে রাইয়্যান ভাইও আছে । যদিও এইনামের কাউকে চিনি বলে মনে করতে পারলাম না তাও বললাম তাই নাকি । কিন্তু কাছে গিয়ে দেখি একি এ যে আমাদের এনকিদু ভাই । কাটাবনের এই তস্য গলির মাঝে এইবার কোন সচলাড্ডা হবে কিনা তাই ভাবতে লাগলাম মনে মনে ।
মনের কৌ্তূহল মেটাতে আমাদের জ্ঞানী রায়হান সাহেব কে প্রশ্ন করতে জানা গেল আসল রহস্য । মুস্তাফিজ ভাইয়ের বদান্যতায় আমরা এইবার আর পাঁচ হাজার স্টিকার পেয়েছি । আর এইটা শুনে দিলে একটু ঠান্ডা হাওয়া লাগল । প্রথম বারের মত কচিকাচাদের উপদেশ দেওয়া ছেড়ে রায়হানের পিছনে দৌড়ানোর ফজিলত খুজে পেলাম ।
এরপরের ইতিহাস কি? আর কি? আমরা এনকিদু ভাই আর রায়হানের নেতৃত্বে হানা দিলাম শুন্ধস্বরে টুটূল ভাইয়ের আস্তানায় । সেইখানে টুটুল ভাইয়ের সাথে ফাউ দেখা হয়ে গেল নুরুজ্জামান মানিক ভাই আর ক্যামেলিয়া আপুর সাথে । ঠিক হল পাঁচ হাজার স্টিকাররের মধ্যে তিন হাজার রেখে দেওয়া হবে টুটুল ভাইয়ের হেফাজতে । আর বাকি এক হাজার নিয়ে গেল এনকিদু ভাই আর কিছু নিলাম রায়হান আর আমি । আরেকটা খবর শুদ্ধস্বরের গিয়ে শুনলাম সামনেই আসছে আর নতুন ধরনের স্টিকার , কার্টুন সহ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে । তাই অপেক্ষায় রইলাম ।

বিশেষ বিজ্ঞপ্তি
************************
যারা যারা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তৈরি করা এই স্টিকার পেতে চান তারা যোগাযোগ করুন আজিজ সুপার মার্কেটে শুদ্ধস্বরে টুটুল ভাইয়ের সাথে তবে আজিজের গলির চিপায় শুদ্ধস্বর খুজে না পেলে খুজে নিন তিন তলার ৯১ নাম্বার দোকান ।ছড়িয়ে দিন এই স্টিকার আর জোর গলায় বলুন এইবার তোরা কত ছিড়বি আমরা আর লাগাব ।

কৃতজ্ঞতা স্বীকারঃ মুস্তাফিজ ভাই(যার বদান্যতায় এইবারের স্টিকার) , এনকিদু ভাই , রায়হান আবীর সহ আর বাকি সবাই যারা এর পিছনে জড়িত ।


মন্তব্য

হিমু এর ছবি

ঐ বাবুল চায়ের পানি গরম দে!


হাঁটুপানির জলদস্যু

নিবিড় এর ছবি

বাঘাদা চা রেডি এই বার খালি রাস্তায় রাস্তায় পরবে স্টিকার ।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

তোরা কত ছিড়বি আমরা আর লাগাব
সেটাই... চলুক

তোমার তো দেখি ভাগ্য খুলে যাচ্ছে, কচিকাঁচাদের আনাগোনা শুরু হয়ে গেছে... শুভকামনা দেঁতো হাসি

নিবিড় এর ছবি

সেটাই আসল কথা দেখি কত ছিড়তে পারে এইবার । আর গরীবের আবার ভাগ্য !!! মন খারাপ কচিকাচারা ডিপার্টমেন্টে নতুন তাই বুঝে নাই আমি প্রথম দিক থেকে না বরং শেষ দিক থেকে দশ জনের মাঝে আছি দেঁতো হাসি
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

এনকিদু এর ছবি

দারুন শিরোনাম । গল্প পড়ার আগেই শিরোনাম দেখে বুঝে ফেলেছি ভিতরে কি আছে ।

আমাদের লাগান স্টিকার ছেঁড়া শুরু হয়েছে । তারমানে খেলা জমতে শুরু করেছে । এই কয়েকদিনে স্টিকার নিয়ে আমারো কিছু বলার মত অভিজ্ঞতা হয়েছে, আজ-কালকের মধ্যেই সচলে সেটা নিয়ে লিখব ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নিবিড় এর ছবি

না ভাই আপ্নে তো পুরা ফাকিবাজ মানুষ চোখ টিপি পুরা পোষ্ট না পইড়াই বললেন এইটা গল্প চিন্তিত পরীক্ষা শেষে দেন আমরাও আপনার কাহিনি শুনি ।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

এনকিদু এর ছবি

আরে রাগ কর কেন ? গল্প বলতে আমি 'ফিকশন' বুঝাইনি তো হাসি

মানে বলতে চেয়েছি, " শিরোনাম পড়েই ভিতরে কি আছে টের পেয়েছি " ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নিবিড় এর ছবি

আরে এনকিদু ভাই রাগ করি নাই হাসি আপনার নাম দেখেই আমার টাকার কথা মনে পরে গেল চোখ টিপি । তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে টাকার গল্প নামান ।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

এনকিদু এর ছবি

নামিয়ে দিয়েছি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

কীর্তিনাশা এর ছবি

শাবাশ! পুরা বাঘের বাচ্চা লেখা হইছে চলুক

আমারো কিছু স্টিকার লাগবে। খুব শিঘ্রই যাবো শুদ্ধস্বর।

নিবিড় কচিকাঁচাদের নিয়ে আলাদা পোস্ট দিবেন এই আশা করচি
দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নিবিড় এর ছবি

ধন্যবাদ নাশুদা । লাগান বেশি করে স্টিকার লাগান চলুক
নারে ভাই কচিকাচারা শুধু পড়াশুনার সময় আমারে খিয়াল করে নাইলে দেখেও না মন খারাপ
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

হিমু এর ছবি

এইটা সেইটা বলে তাদের কলুষিত করো। বোঝাও যে অ্যাতো পড়লে কি চলে?


হাঁটুপানির জলদস্যু

নিবিড় এর ছবি

সেই চেষ্টাতেই আছি দেঁতো হাসি
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অভ্রনীল এর ছবি

জটিল হইসে... মজা পাইসি... দেঁতো হাসি

_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

নিবিড় এর ছবি

আপ্নে মজা পাইছেন শুনে আমিও মজা পাইছি দেঁতো হাসি
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

সবজান্তা এর ছবি

চলুক

গুড জব ডান !

শালা আমি ফাঁইস্যা গেলাম পরীক্ষার জন্য - দেখি শেষ হলে অন্য তরিকায় কোনভাবে নাড়া দেওয়া যায় নাকি...


অলমিতি বিস্তারেণ

এনকিদু এর ছবি

আবে আজকে আমিও তো পরীক্ষা দিয়ে ঘুরতে বাইর হইলাম । তুই তো তখন ঘুমাইতে গেলি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সবজান্তা এর ছবি

আরে ব্যাটা ঘুমাইতে গ্যাছে কেডা ?

আমি বাসায় ঢুকছি রাত আটটারও পরে। শুদ্ধস্বরে ঢুঁ মারলাম, টুটুল ভাই জানাইলো, বুয়েটের সবাই বলে আজকে পরীক্ষা শেষ করে শুদ্ধস্বরে আসছে চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

এনকিদু এর ছবি

by the way, সেই ভিডিও'র প্ল্যানের কি অবস্থা ? কতদূর কি চিন্তা ভাবনা করলি । একটা ব্লগ হবে নাকি ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সবজান্তা এর ছবি

চিন্তা ভাবনা তো জারি আছে। শুধু ফেব্রুয়ারির প্রথম সপ্তাহটা পর্যন্ত অপেক্ষা চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

মুস্তাফিজ এর ছবি

খেলা জমবে।

...........................
Every Picture Tells a Story

এনকিদু এর ছবি

হুমমম... জমাব ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মলাগোফরুমা এর ছবি

আরো লাগুক । দেয়ালে,বাসে,ট্রামে,রেলে,রিক্সায়,গাছে,ঘরে,স্কুল,কলেজে,বিশ্ববিদ্যালয়ে,কোর্টে,অফিসে,
সবখানে...

রায়হান আবীর এর ছবি

‌কচিকাচাদের কলুষিত করে আমারে একটু খবর দিস। কথা কমু শয়তানী হাসি

=============================

নিবিড় এর ছবি

হায়রে কচিকাচা মন খারাপ
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

মুজিব মেহদী এর ছবি

কচিকাঁচাদের স্টিকার লাগানোর উপদেশ দিলে তো পারেন।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

নিবিড় এর ছবি

তাইতো অ্যাঁ এইটা তো আগে ভাবি নাই চিন্তিত এইবার এইটাই করতে হবে ।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

এনকিদু এর ছবি

ধুর মিয়া এইটা আগে ভাবনাই ? আমি তো হলে গিয়েই আশে পাশের রুমের যত পোলাপান আমার কাছে c শিখতে আসে সবাইরে তিন চারটা করে স্টিকার ধরিয়ে দিয়েছি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্বপ্নাহত এর ছবি

হ রে বেটা। লাগা। লাগাইতে থাক। কি আছে দুনিয়ায় চলুক

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

নিবিড় এর ছবি

ইয়েস বস
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

আরিফুর রহমান এর ছবি

বৈদেশে কি একটা দুইটা পাওয়া যাতৈ পারে?

নিবিড় এর ছবি

এইটা আমি বলতে পারি না । বৈদাশি সচলদের সাথে যোগাযোগ করেন ।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

এনকিদু এর ছবি

যেতে পারে । এই ব্যাপারে রানা মেহেরের সাথে কথা হয়েছিল একবার । কিন্তু আলোচনাটা শেষ করা হয়নি । শেষ হলে খবর পাবেন আমার ব্লগে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

বিপ্রতীপ এর ছবি
সৌরভ এর ছবি

আমি পঞ্চাশ মতো নিসিলাম। রাজশাহীতে কয়েক জায়গায় আর রিকশার পিছনে (রিকশাঅলাদের আগ্রহেই) লাগাইসি। মাত্র এক ঘন্টায় শেষ হয়ে যাওয়ার পরে মনে হইসে, আরে আরো নিয়া আসি নাই ক্যান! ..


আবার লিখবো হয়তো কোন দিন

নিবিড় এর ছবি

দেশে থাকলে শুদ্ধস্বরে যোগাযোগ করুন সৌরভ ভাই ।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

পরিবর্তনশীল এর ছবি

শাবাস ব্যাটা!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নিবিড় এর ছবি

পিস্তলের ছবিতে ভয় পাইছি ।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

চলুক

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তানবীরা এর ছবি

হিমু, আমি স্টিকার নিয়ে এসেছি টুটুল ভাইয়ের কাছ থেকে লাগলে বইলো।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

এনকিদু এর ছবি

দারুন, কত গুলো নিয়েছিলেন ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রানা মেহের এর ছবি

Well Good
আপনারা সব বস পাবলিক
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

সাইফুল আকবর খান এর ছবি

ব্র্যাভো!
উই আর স্টিকার!!
উই আর স্টিকি!!!

হাসি

যতোই তারা ছিঁড়ুক যা খুশি, উল্টোস্রোতের এই শক্ত-সাহসী লাগান-এর সাথে জড়িত সবাইকে স্যাল্যুট, আবারও।

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।