বাংলাদেশের সেরা ২১

সচলায়তন এর ছবি
লিখেছেন সচলায়তন (তারিখ: বিষ্যুদ, ১৭/০১/২০০৮ - ৯:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

autoপ্রিয় পাঠক,
মহান ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে সচলায়তনের পক্ষ থেকে "বাংলাদেশের সেরা ২১" নামে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের জানিয়ে দিন আপনার মতে, সেরা ভিন্ন ভিন্ন ২১টি শব্দ (বা শব্দগুচ্ছ) এর তালিকা যেগুলো সর্বোত্তমভাবে বাংলাদেশকে মনে করিয়ে দেয় কিংবা প্রতিনিধিত্ব করে। সচলেরা এই পোস্টে মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। যারা এখনও সচল নন, তারা অতিথি লেখক হিসেবে মন্তব্যের ঘরে জানিয়ে দিন। ২০শে ফেব্রুয়ারী সমস্ত ভুক্তি বিবেচনা করে "বাংলাদেশের শ্রেষ্ঠ ২১" এর তালিকা প্রকাশ করা হবে।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

১. জয়বাংলা
----------------------------------------
শমন,শেকল,ডানা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আড্ডাবাজ এর ছবি

জলপাই আচার
সুশীল
১৯৭১
দূর্নীতি
দুদক
বাইরের ষড়যন্ত্র

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
১. ১৯৭১ ২. জয়বাংলা ৩. শহীদ মিনার ৪. স্মৃতিসৌধ ৫. রিক্সা ৬. দোয়েল ৭. শাপলা ৮. রবীন্দ্রনাথ ==== চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মুজিব মেহদী এর ছবি

১. মাছে-ভাতে বাঙালি
২. লুঙ্গি-গামছা
৩. পান্তাভাত-কাঁচামরিচ
৪. পদ্মা-মেঘনা-যমুনা
৫. মৈমনসিংহ গীতিকা
৬. হাওর
৭. সোনালী আঁশ
৮. মঙ্গা
৯. লালন
১০. জীবনানন্দ
১১. নজরুল
১২. জয়নুল
১৩. আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
১৪. মাওলানা ভাসানী
১৫. আসাদ
১৬. জয়বাংলা বাংলার জয়
১৭. আমার সোনার বাংলা
১৮. বঙ্গবন্ধু
১৯. স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক
২০. ড. ইউনুস
২১. সিডর
..................................................................................
অপরিপক্কতা সবসময় একরোখা হয়, আর পরিপক্কতা হচ্ছে সর্বগ্রাহী
-সেলিম আল দীন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

rini এর ছবি

1. 1971
2. Mukti Juddho/Muktijoddha
3. Shokol desher Rani se je
4. Janmo amar dhonno holo Mago
5. 21st February
6. Joy Bangla
7. Shamol Sahobuz
8. Banga Bandhu
9. Maulana Bhashani
10. Nodi- Matrik
11. Sob kota janala khule dao na
12. Panta-Elish
13. Pohela baishakh
14. Boi mela
15. Nagor dola
16. Rishaw
17. Shundarbon
18. Royal Bengal Tiger
19. Oporajeo Bangla
20. Kobi guru

অয়ন এর ছবি

১/ মা
২/৭১
৩/৫২
৪/৬৯
৫/১লা বৈশাখ
৬/নদী
৭/ধানক্ষেত
৮/বইমেলা
৯/দূর্গাপূজা
১০/ধানকাটা
১১/পিঠা
১২/খেজুরের রস
১৩/বিজয় মেলা
১৪/আম
১৫/লিচু
১৬/বঙ্গবন্ধু
১৭/ফেব্রুয়ারী
১৮/মার্চ
১৯/ডিসেম্বর
২০/টিয়া
২১/কাক

ইশতিয়াক রউফ এর ছবি

জয় বাংলা
বিদ্রোহী
রবীন্দ্রনাথ
একুশে
রূপসী বাংলা

১৯৭১
মুক্তিযুদ্ধ
বীরাঙ্গনা
নববর্ষ
বীরশ্রেষ্ঠ

বঙ্গবন্ধু
গীতাঞ্জলি
শাপলা
দোয়েল
রয়েল বেঙ্গল টাইগার

ছয় দফা
মঙ্গা
রিকশা
নবান্ন
পাট

বাঁশের কেল্লা

ধূপছায়া এর ছবি

১. ক্রসফায়ার
২. মাইনাস টু

দিগন্ত এর ছবি

লিখলাম কিন্তু অর্ডারিংটা ঠিকঠাক হল না।

১)বাঙালী
২)রক্তাক্ত একুশে - আন্তর্জাতিক ভাষা দিবস
৩)একাত্তরের মুক্তিযুদ্ধ
৪)টাইগার (রয়েল বেঙ্গল)
৫)সবুজ ক্ষেত - আঁকাবাঁকা নদী
৬)ইলিশ
৭)কক্সবাজারের সমুদ্রসৈকত
৮)জাতির জনক মুজিবুর রহমান
৯)রবীন্দ্রনাথ
১০)মহম্মদ ইউনুস আর গ্রামীণ ব্যাঙ্ক
১১)সাইক্লোন
১২)গারমেন্টস আর ই-পি-জেড
১৩)পদ্মা-মেঘনা
১৪)"জটিল"
১৫)লালন ফকির
১৬)টাকা
১৭)রিকশা
১৮)যমুনা ব্রিজ
১৯)শাপলা
২০)আমার সোনার বংলা, আমি তোমায় ভালবাসি
২১)জাতীয় স্মৃতিসৌধ


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

শেখ জলিল এর ছবি

১. পহেলা বৈশাখ
২. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
৩. ১৯৭১
৪. বঙ্গবন্ধু
৫. মুক্তিযুদ্ধ
৬. জাতীয় স্মৃতি সৌধ
৬. মওলানা ভাসানী
৭. নদীমাতৃক(পদ্মা-মেঘনা-যমুনা)
৮. কক্সবাজার সমুদ্র সৈকত
৯. সুন্দরবন(রয়েল বেঙ্গল টাইগার}
১০. দোয়েল পাখি
১১. লালন ফকির
১৩. রবীন্দ্রনাথ ঠাকুর
১৪. কাজী নজরুল ইসলাম
১২. জীবনানন্দ দাশ
১৩. শিল্পাচার্য জয়নূল আবেদীন
১৪. ড. ইউনুস
১৫. গার্মেন্টস শিল্প
১৬. রিক্সা
১৭. ইলিশ
১৮. যমুনা ব্রীজ.......এ পর্যন্তই থাক। আপাতত স্টক শেষ!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সুজন চৌধুরী এর ছবি

১। একুশে ফেব্রুয়ারী
২। আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
৩। শহীদ মিনার
৪। পহেলা বৈশাখ
৫। রবীন্দ্রনাথ
৬। লালন
৭। নজরুল
৮। জয় বাংলা
৯। বঙ্গবন্ধু
১০। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
১১। মুক্তিযুদ্ধ
১২। নক্শী কাথা
১৩। সোনালী আঁশ
১৪। রয়েল বেঙ্গল টাইগার
১৫। সুন্দরবন
১৬। কক্সবাজার
১৭। স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক
১৮। রিক্সা
১৯। বইমেলা
২০। ইলিশ মাছ
২১। পাকিস্তান ধ্বংশ হোক

____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

ফারুক হাসান এর ছবি

১. জয়বাংলা
২. মাতৃভাষা
৩. রবীন্দ্রনাথ
৪. নজরুল
৫. পদ্মা-মেঘনা-যমুনা
৬. জীবনানন্দ
৭. বঙ্গবন্ধু
৮. ঢাকা
৯. ঠাকুরমার ঝুলি
১০. ৫২র ভাষা আন্দোলন
১১. মুক্তিযুদ্ধ
১২. টাকা
১৩. নকশিকাঁথা
১৪. গ্রাম
১৫. সুন্দরবন
১৬. ইলিশ
১৭. পহেলাবৈশাখ
১৮. নবান্ন
১৯. হালখাতা
২০. ভাতে মাছে বাঙালী
২১. বিদ্রোহী
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

লুৎফুল আরেফীন এর ছবি

১. একাত্তর
২. একুশে ফেব্রুয়ারী
৩. ভাষা-আন্দোলন
৪. মুক্তিযুদ্ধ
৫. স্বাধীণতা
৬. সোনার বাংলা
৭. ইলিশ মাছ
৮. বঙ্গোপসাগর
৯. সুন্দরবন
১০. বৈশাখী
১১. পৌষ-পার্বন
১২. নকশিকাঁথা
১৩. ঠাকুরমার ঝুলি
১৪. রিক্সা
১৫. ক্ষুদ্র-ঋণ
১৬. নোবেল শান্তি
১৭. ক্রিকেট
১৮. সবুজ
১৯. বইমেলা
২০. বন্যা
২১. যানজট

তানভীর এর ছবি

আমার তালিকা-

১। মা
২। মুক্তিযুদ্ধ
৩। মুক্তিযোদ্ধা
৪। বীরশ্রেষ্ঠ
৫। বংগবন্ধু
৬। অমর একুশে
৭। ভাষা আন্দোলন
৮। শহীদ মিনার
৯। পহেলা বৈশাখ/ নববর্ষ
১০। বাংলাদেশের গ্রাম
১১। বাংলাদেশের আদিবাসী
১২। জাতীয় সংসদ ভবন
১৩। বংগোপসাগর
১৪। সুন্দরবন
১৫। পদ্মা-মেঘনা-যমুনা/পাল তোলা নৌকা/সাম্পান
১৬। পদ্মার ইলিশ
১৭। রবীন্দ্রনাথ
১৮। নজরুল
১৯। জীবনানন্দ
২০। লালন ফকির-হাছন রাজা
২১। ক্ষুদ্র ঋণ ও মুহাম্মদ ইউনুস

========
"পুনরায় রৌদ্রহীন রৌদ্রে আমি, পথহীন পথে"

হাসিব এর ছবি

অসাধারণ একটা আইডিয়ার জন্য জাঝা। আমি হুট করে দিচ্ছি না । চিন্তা ভাবনা করে ২০শে ফেব্রয়ারি দেব ।

ভালো হয় এই পোস্টটি একটা স্টিকি হিসেবে হোমপেজের কোথাও বসিয়ে দিলে ।

থার্ড আই এর ছবি

১. বসন্ত
২. বৈশাখ
৩. কাঁশবন
৪. চড়কা
৫. ঢেঁকি
৬. দোয়েল
৭. হাতপাখা
৮. মইশাল
৯. রাখাল
১০.কুঁড়ে ঘর

আপাতত এগুলো মনে আসছে। নতুন কিস্যু আসলে আওয়াজ দিমু।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

বিপ্লব রহমান এর ছবি

-বাংলা
-মা
-একুশে ফ্রেব্রুয়ারি
-একাত্তর
-লালন
-রবীন্দ্রনাথ
-নজরুল
-বঙ্গবন্ধু
-ভাষানী
-ভাত
-নদী
-শাপলা
-দোয়েল
-পাহাড়
-বিদ্যালয়...


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মৃন্ময় আহমেদ এর ছবি

দারুণ উদ্যোগ।।

====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

রাইসুল মোসাফির এর ছবি

১. বাংলা
২. বাঙালি
৩. বঙ্গবন্ধু
৪. জাহানারা ইমাম
৫. ঢাকা/জাহাঙ্গীরনগর
৬. মহাস্থানগড়/ময়নামতি/পাহাড়পুর
৭. একাত্তর
৮. বীরাঙ্গনা
৯. মৈমনসিংহ গীতিকা
১০. সোনার বাংলা/রূপসী বাংলা
১১. লেট লতিফ/হুজুগে বাঙালি/ভেতো বাঙালি
১২. লালন-হাছন
১৩. রবীন্দ্র-নজরুল-সুকান্ত
১৪. নদীমাতৃক দেশ
১৫. পাট/সোনালী আঁশ/সম্ভাবনার মৃত্যু
১৬. বুড়িগঙ্গা
১৭. সস্তাশ্রম
১৮. বেকারত্ব/আদম ব্যবসা
১৯. নারী ও শিশু পাচার/মেধাপাচার
২০. পালকি/গরুরগাড়ি
২১. মঙ্গা/সিডর/পাহাড় ধস

নিঘাত তিথি এর ছবি

১।মা
২।সোনার বাংলা
৩।বঙ্গবন্ধু
৪।একুশে ফেব্রুয়ারী / বায়ান্ন / শহীদ মিনার
৫।মুক্তিযুদ্ধ / ১৯৭১ / ষোলোই ডিসেম্বর / স্মৃতিসৌধ
৬। শাপলা
৭। কাঁঠাল
৮।পল্লীগীতি / লালনগীতি
৯।রবীন্দ্রনাথ ঠাকুর
১০।বিদ্রোহী কবি কাজী নজরুল
১১।৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ
১২।পহেলা বৈশাখ
১৩।ক্রিকেট
১৪।পিঠা পার্বন / খেজুরের রস
১৫।ঢাকা বিশ্ববিদ্যালয়
১৬।বন্ধুতা
১৭।ভালোবাসি! / ভালোবাসা
১৮।টাংগাইলের তাঁতের শাড়ি
১৯।রিকশা
২০।ট্রাফিক-জ্যাম
২১।চায়ের দোকান

নাহ, শুধু একুশে কুলাচ্ছে না। তারচেয়ে ৭১টা হলে খানিকটা সামাল দেয়া যেতো মনে হচ্ছে!
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

জ্বিনের বাদশা এর ছবি

যে শব্দগুলো শুনলেই দেশের কথা মনে পড়ে:

পান-সুপারি
চা-গরম
গরম, চটপটি গরম
সিঙ্গাড়া/ কলিজা সিঙ্গাড়া
আজম খান
আইডিয়াল স্কুল
ক্লাসিক কোচিং হাসি
রিক্সা
বিড়ি
ডাইল (খারাপ ভাল যেই অর্থেই নেন) চোখ টিপি
আবাহনী-মোহামেডান
আজিজ মিয়ার দোকান
বিসমিল্লাহ এন্ড কোং হোটেল এন্ড রেস্টুঃ
নিউ মার্কেট
ইয়াবা
নিলক্ষেতের বইয়ের দোকান
বলাকা
গ্যারিসন চোখ টিপি
লাট্টু
টেপটেনিস ক্রিকেট
হরতাল
৬ নাম্বার বাস
ফখরুদ্দিনের বিরানী
সুইস
মতিঝিল কলোনী
ছিনতাই
(আমার সবগুলাই মোটামুটি খাওয়াদাওয়া কেন্দ্রিক ,,, কি করব পেটুক ধরনের সুখী মানুষ আমি চোখ টিপি ,,,,)
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

s-s এর ছবি

আপনার মতে, সেরা ভিন্ন ভিন্ন ২১টি শব্দ (বা শব্দগুচ্ছ) এর তালিকা যেগুলো সর্বোত্তমভাবে বাংলাদেশকে মনে করিয়ে দেয় কিংবা প্রতিনিধিত্ব করে।
উপরোক্ত তালিকা মাথায় রেখে
ক। সর্বোত্তমভাবে বাংলাদেশকে মনে করিয়ে দেয়
বিদেশীদের কাছে
১। ডঃ মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক - বাংলাদেশের একমাত্র ব্র্যান্ড নেম যা পরিচয় করিয়ে দিতে হয়না
২। আমদের ক্রিকেট টীম - ভালো মন্দে মিশিয়েই সবগুলো ক্রিকেট খেলুড়ে জাতিগুলো চেনে, স্পেশ্যালি আশরাফুলের ব্র্যান্ড ভ্যালু বেশ হাই।

প্রবাসী হিসেবে দেশের বাইরে আমার কাছে
১। আমার লাল সবুজের পতাকা - যে কোনো খেলায়, বা সম্মেলনে যে কোনো আন্তর্জাতিক আসরে পতাকা ভীষণভাবে আইডেন্টিফাই করে আমাকে বাংলাদেশী বলে , এবং প্রবাসে পতাকার প্রতি টানটা স্বভাবতঃই অনেক বেশী হয়।
২। আমার বর্ণমালা এবং আমার মুখের ভাষা - নিমেষেই জানিয়ে দেয় আমি গৌরবান্বিত , বিদেশের মাটিতেও ভাষার প্রতি প্রবল টান , নিজের ভাষায় কথা বলার আকুতি সব বাঙালীর এটা খুব খেয়াল করেছি। বাংলায় কথা শুরু হলে ট্রেনে বা বাসে সবাই সচকিত হয়ে তাকায় কারণ কথা শেষই হতে থাকেনা হাসি

খ। এবারে প্রতিনিধিত্ব করে সেগুলো বলি বেশ কয়েকটা আইকন আছে
১। বন্যা, সাইক্লোন, ঝড় জলোচ্ছ্বাস ইত্যকার প্রাকৃতিক দু্র্যোগ সবচেয়ে বড় আইকন
২। দারিদ্র্য
৩। ধর্মবিশ্বাস - নমাজ পড়া, হালাল খাবার খোঁজা, রোজা রাখা, মদ্যপানের বিরোধিতা, etc etc.
৪। মেয়েদের পোশাক বিশেষতঃ শাড়ী, আলতা পরা পা, টিপ দেয়া বা নুপুর পরা কলসী কাঁখে গ্রাম্য বালিকা - খুবই আইডেন্টিফাইয়েবল আইকন বাঙালীত্বের
৫। জনসংখ্যা - ভীড় গাদাগাদি, ঠাসাঠাসি
৬। রিকশা
৭। রবীন্দ্রনাথ
৮। বারো মাসে তের পার্বণ- নববর্ষ নবান্ন যে কোনো উৎসব - পালা পার্বণ
৯। আমদের খাওয়া দাওয়া - খুবই ইউনিক , খুবই ইউনিক আইডেন্টিফাইয়ার। এই দেশে বসেও পটলের চচ্চড়ি, সরষেবাটা দিয়ে ইলিশমাছ, পান্তাভাতে মরিচ পোড়ার স্বাদু রোম্যান্টিকতা এবং সেজন্য আমাদের এফোর্ট- অনবদ্য!
১০। রাজনীতি এবং রাজনৈতিক অস্থিরতা
১১। ২১, ৫২, ৬৯, ৭১, ৯০, ১৬, ২৬- এই সব সংখ্যাবলী
১২। জাতীয় সংসদ ভবন, স্মৃতিসৌধ, শহীদ মিনার রায়েরবাযার বধ্যভূমি- আর্কিটেকচারাল আইকন

মনে পড়লে আরো লিখবো ...

s-s এর ছবি

প্রিয় অরূপ
আপনি তো সমস্যায় ফেললেন, "শব্দগুচ্ছ" আ্যলাউড বলেছিলেন তো, "বারো মাসে তের পার্বণ" না দিয়ে শুধু নববর্ষ দিলে বা শহীদ মিনার না দিয়ে শুধু স্মৃতিসৌধ দিলে কি অন্যান্য গুলোকে বিদায় জানাতে হবেনা, সেখানে তো তালিকা অসম্পূর্ণ থেকে যাচ্ছে মন খারাপ , আর খাবার ?পান্তাভাত না ইলিশ মাছ লাউ চিংড়ি না নকশি পিঠা, এও কি হয়?তারপরও চেষ্টা করছি:
ক। "সর্বোত্তমভাবে" বাংলাদেশকে মনে করিয়ে দেয় বিদেশীদের কাছে
১। ডঃ মোহাম্মদ ইউনুস /গ্রামীণ ব্যাংক
২। বাংলাদেশ ক্রিকেট টীম
৩। লাল সবুজ পতাকা
৪। বাংলা বর্ণমালা /বাংলা ভাষা
খ। "প্রতিনিধিত্ব" করে
১। ২১/ ৫২/ ৬৯/ ৭১/ ৯০/ ১৬/ ২৬
২। জাতীয় সংসদ ভবন/ স্মৃতিসৌধ/ শহীদ মিনার/ রায়েরবাজার বধ্যভূমি
৩।বন্যা, সাইক্লোন, ঝড় জলোচ্ছ্বাস
৪। দারিদ্র্য
৫। রবীন্দ্রনাথ
৬। শাড়ি
৭। রিকশা
৮। জনসংখ্যা
৯। ইসলাম ধর্ম
১০। পহেলা বৈশাখ
১১। মিছিল/ হরতাল

আমি পরে আরও ভেবে লিখবোখ'ন । আপাততঃ এটুকু পরিশোধন হিসেবে থাক।

থার্ড আই এর ছবি

বাহ খুব গভীর পর্যবেক্ষণতো আপনার... ভালো লিখেছেন।---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সচেতনা এর ছবি

১. মুক্তিযুদ্ধ
২. বঙ্গবন্ধু
৩. জয়বাংলা
৪. একুশে ফেব্রুয়ারি
৫. সোনার বাংলা
৬. মহম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাঙ্ক
৭. পদ্মার ইলিশ
৮. লালন গীতি
৯. ঢাকাই শাড়ি
১০. বন্যা

দ্রোহী এর ছবি

একটু ভেবে নিই....


কি মাঝি? ডরাইলা?

টুটুল এর ছবি

যেগুলো সর্বোত্তমভাবে বাংলাদেশকে মনে করিয়ে দেয় কিংবা প্রতিনিধিত্ব করে (আমার মতে)

১। ক্রিকেট
২। ডঃ মোহাম্মদ ইউনুস
৩। ১৯৭১
৪। ২১শে ফেব্রুয়ারী
৫। লাল সবুজ পতাকা
৬। বাংলা ভাষা
৭। পহেলা বৈশাখ
৮। মিছিল/ হরতাল
৯। প্রাকৃতিক দূর্যোগ
১০। দারিদ্র্য
১১। পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত (কক্সবাজার)
১২। ইসলাম ধর্ম
১৩। শাড়ী
১৪। ইলিশ
১৫। রিক্সা
১৬। শাপলা
১৭। রয়েল বেঙ্গল টাইগার
১৮। ঈদ
১৯। ক্ষুদ্র ঋণ
২০। নজরুল
২১। ভাপা পুলি পিঠা

___________________________
"LOVE ME... IF YOU CAN"

অনিন্দিতা এর ছবি

আপাতত যেগুলো মনে পড়লো সেগুলো দিলাম---------
১. ৮ ফাল্গুন
২. বসন্ত উৎসব
৩.সর্ষে ইলিশ
৪. পৌষ সংক্রান্তি
৫.জামদানী শাড়ী
৬. তত্ত্বাবধায়ক সরকার
৭.ঘাতকদালাল নির্মুল কমিটি
৮.বিজয় মেলা
৯ বঙ্গোপসাগর
১০.বাউল আব্দুল করিম/ গান
১১. চা বাগান
১২. শিল্পাচার্য জয়নুল আবেদীন
১৩.এস এম সুলতান
১৪.বুদ্ধিজীবী স্মৃতি সৌধ
১৫.গ্রামীন চেক
১৬. বিবি রাসেল
১৭.ক্ষুদ্র ঋণ
১৮.রবীন্দ্রনাথ
১৯, নজরুল
২০. ক্রিকেট দল
২১.মুক্তিযুদ্ধ
২২. ভাষা সৈনিক
২৩ বীর শ্রেষ্ঠ
বিঃদ্রঃ-এগুলো প্রায়োরিটি দিয়ে সাজানো হয়নি।
পরে আর ও পাঠাবো।

অনিন্দিতা এর ছবি

১.ষড়ঋতু
২. শহীদ বুদ্ধিজীবি দিবস
৩. পোষাক শিল্প

মাহবুব লীলেন এর ছবি

একুশ
মুক্তিযুদ্ধ
বাঙালি
লালন
রবীন্দ্রনাথ
বঙ্গবন্ধু
জীবনানন্দ
বৈশাখ
নদীমাতৃক
রাখাল
বাউল

নজমুল আলবাব এর ছবি

একাত্তুর

বাহান্ন

নব্বই

বঙ্গবন্ধু

মুহম্মদ ইউনুস

এস এম সুলতান

মুহম্মদ জাফর ইকবাল

বাংলাদেশ ক্রিকেট দল

ভুল সময়ের মর্মাহত বাউল

কনফুসিয়াস এর ছবি

১/ আম্মু
২/ আলুভর্তা
৩/ টিএসসি
৪/ কার্জন হল
৫/ একুশ, বায়ান্ন, একাত্তর
৬/ শালবন বিহার
৭/ জীবনানন্দ দাশ
৮/ কৃষ্ণচূড়া
৯/ বৃষ্টি
১০/ ভাপা পিঠা
১১/ নীলক্ষেত, আজিজ মার্কেট
১২/ রবি ঠাকুর
১৩/ কোকিল
১৪/ সর্ষে ফুল
১৫/ কচুরিপানা
১৬/ রসমালাই
১৭/ বঙ্গবন্ধু
১৮/ রিকশা
১৯/ নকশী কাঁথা
২০/ পুরান ঢাকা
২১/ বইমেলা......

( মাত্তর একুশ! আমার সাধ না মিটিলো, আশা না পুরিলো...)
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

এস্কিমো এর ছবি

কতগুলো শব্দ এখন মনে পড়লো: এলোমেলো ভাবে লিখে দিলাম:

বাংলাদেশ
ভালবাসি
সোনার বাংলা
মুক্তিযুদ্ধ
আমরা তোমাদের ভুলবো না
সামরিক শাসন
স্বৈরাচার বিরোধী আন্দোলন
বিশ্ববেহায়া
গনতন্ত্র
প্রজন্ম
১লা বৈশাখ
রবি ঠাকুর
নজরুল
১৯৭১

রাজাকার
যুদ্ধাপরাধী
খালেদা জিয়া
শেখ হাসিনা
এরশাদ
পাকিস্তান

লেখতে চাই ..কিন্তু কি লিখবো?

ধ্রুব হাসান এর ছবি

১.১৯৭১/ মুক্তিযুদ্ধ
২.২১শে ফেব্রুয়ারী
৩.বাঙ্গালী
৪.জয় বাংলা
৫.বঙ্গবন্ধু
৬.ক্রিকেট
৭.১৬ই ডিসেম্বর
৮.বন্যা/জ্বলোচ্ছাস/সিডর
৯.গ্রামীন ব্যাংক
১০.ড.মুহাম্মদ ইউনুস
১১.সুন্দর বন
১২.পার্বত্য চট্টগ্রাম/চট্টগ্রাম বন্দর
১৩.তত্ত্বাবধায়ক সরকার
১৪.শহীদ মিনার
১৫.পহেলা বৈশাখ
১৬.ইলিশ/ মাছ ভাত
১৭.সংসদ ভবন
১৮.জাতীয় স্মৃতিসৌধ
১৯.জীবনানন্দ দাশ
২০.শামসুর রাহমান
২১. রিক্সা

ঝরাপাতা এর ছবি

১. মা
২. বাঙালী
৩. একুশ
৪. স্বাধীনতা
৫. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
৬. মুক্তিযুদ্ধ/৭১
৭. জয় বাংলা
৮. শেখ মুজিবুর রহমান
৯. রবীন্দ্রনাথ
১০. সোনার বাংলা
১১. নুর হোসেন
১২. ড. ইউনুস
১৩. বাংলাদেশ ক্রিকেট টিম
১৪. স্পেশাল অলিম্পিক টিম (প্রতিবন্ধীদের)
১৫. পান্তা ভাত
১৬. ইলিশ
১৭. বউ-কথা-কও
১৮. গ্রাম-বাংলা
১৯. সুন্দরবন
২০. রিক্সা
২১. জরুরী অবস্থা


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

বিপ্রতীপ এর ছবি

১। মা
২। একাত্তর
৩। বায়ান্ন/ একুশে
৪। গণতন্ত্র
৫। বঙ্গবন্ধু
৬।রবীন্রনাথ
৭। নজরুল
৮। রিকশা
৯। ক্রিকেট
১০। ফুটবল
১১। ইলিশ
১২। নকশিকাঁথা
১৩।

...বাকীগুলো ধীরে ধীরে আপডেট করবো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…

মাহমুদ এর ছবি

১. একাত্তর
২. একুশ
৩. মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
৪. শেখ মুজিব ( বঙ্গবন্ধু )
৫. আমরা ছাড়া আর কে পারে দেশকে এমনভাবে ভালবাসতে ( একটা বিঞ্জাপনে শুনেছিলাম)
৫. ঢাকা বিশ্ববিদ্যালয়
৬. মুক্তচিন্তা
৭. মুক্তবাজার অর্থনীতি ও বৈদেশিক বিনিয়োগ
৮. সুন্দরবন
৯. কক্সবাজার
১০. রাজনীতি সচেতন মানুষ

অছ্যুৎ বলাই এর ছবি

সমসাময়িক:
১। সুশীল সমাজ
২। তত্ত্বাবধায়ক সরকার
৩। সিডর
৪। ত্রাণ তহবিল
৫। ২০০৮ এর ডিসেম্বর
৬। ভোটার আইডি কার্ড
৭। যুদ্ধাপরাধী
৮। জামাত রাজাকার
৯। দুর্ণীতির বিরুদ্ধে অভিযান
১০। রাংস ভবন
১১। মিটারে যামু না
১২। যামু, তয় ২০ টাকা বাড়ায়া দিতে হইবো
১৩। প্রত্নসম্পদ পাচার
১৪। উপদেষ্টাদের পদত্যাগ
১৫। রেডিও ফুর্তি
১৬। ফ্রি এসএমএস
১৭। চাউলের কেজি ৪৫
১৮। ফ্লেক্সি/আই-টপ (আর কি কি যেন আছে)
১৯। সেনাসদস্য
২০। বই মেলায় ঢুকতে ২ টাকা
২১। খোলাবাজার

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অতিথি লেখক এর ছবি

নুরুজ্জামান মানিক

১। মা
২। একুশ (মাথা নত না করা )
৩। অলি আহাদ
৪। জয় বাংলা
৫। মাওলানা ভাসানী
৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৭। পহেলা বৈশাখ
৮। রবীন্দ্রনাথ
৯। লালন
১০। কাজী নজরুল
১১। একাত্তরের মুক্তিযুদ্ধ
১২। মুক্তিযোদ্ধা
১৩।১৬ই ডিসেম্বর
১৪। বন্ধু

আপাতত এটুকু থাক

গৌতম এর ছবি

১. মুক্তিযুদ্ধ
২. ১৯৭১
৩. মা
৪. বাবা
৫. একুশে ফেব্রুয়ারি
৬. বাংলা ভাষা
৭. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
৮. ফাল্গুন
৯. বঙ্গোপসাগর
১০. পদ্মা
১১. ব্রহ্মপুত্র
১২. কক্সবাজার
১৩. সুন্দরবন
১৪. তত্ত্বাবধায়ক সরকার
১৫. ক্রিকেট
১৬. শেখ মুজিবর রহমান
১৭. লালন
১৮. রবীন্দ্রনাথ ঠাকুর
১৯. ইলিশ
২০. ঢাকা বিশ্ববিদ্যালয়
২১. সিডর

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রাহা এর ছবি

সংখ্যাঃ
১.এক
২.ঊনিশ একাত্তর
৩.ঊনিশ বাহান্ন
৪. একুশে ফেব্রুয়ারী
৫. ২৬ মার্চ
৬.ষোল ডিসেম্বর
৭. সাত মার্চ
৮.পহেলা বৈশাখ
৯.পহেলা ফাল্গুন
শব্দঃ
১.মা
২.মাতৃভূমি
৩.মাতৃজননী
৪.বাংলা
৫.বাঙালি
৬.বাংলাদেশ
৭.বঙ্গবন্ধূ
৮.রবীন্দ্রনাথ
৯.সত্যজিৎ
১০.জীবনানন্দ
১১.মুক্তিযুদ্ধ
১২.মুক্তিযোদ্ধা

..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...

বজলুর রহমান এর ছবি

১। কক্সবাজার
২। সুন্দরবন
৩। রাঙামাটি
৪। মুক্তিযোদ্ধা
৫। শহীদ মিনার
৬। "আমার ভায়ের রক্তে রাঙানো" গান
৭। লালন
৮। শামসুর রাহমান
৯। জীবনানন্দ দাশ
১০। ঢাকা বিশ্ববিদ্যালয়
১১। বুয়েট
১২। কার্জন হল
১৩। সাভার স্মৃতিসৌধ
১৪। রায়েরবাজার বধ্যভূমি
১৫। ক্রস্ফায়ারে নিহত নির্দোষ
১৬। বাংলার কৃষকবধূ
১৭। মতিয়া চৌধুরী
১৮। কাজী জেসিন
১৯। সালমা আখতার
২০। হুমায়ূন আহমেদ

বজলুর রহমান এর ছবি

জানতাম, এ নাম দেখে অনেকে আমার মস্তিষ্কের সুস্থতা নিয়ে প্রশ্ন করবেন। আমি পারিবারিকভাবে মিডিয়া জগতের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত বলে, এবং বর্তমান ও আগামীদিনে মিডিয়ার ক্রমবর্ধমান গুরুত্বের কথা ভেবে, অন্তত এক জন মিডিয়া ব্যক্তিত্বের নাম দেওয়া দরকার মনে হলো।
চেহারা বা সাজ-পোশাকের আকর্ষণের জন্য নয়। অন্তরভেদী বুদ্ধিদীপ্ত এডাপ্টিভ ভদ্র ও ডিগ্নিফাইড প্রশ্নকর্তা হিসেবে এ মহিলা আমার কাছে অনন্য মনে হয়েছে। অনেক ভেবে চিন্তেই লিখেছি।

রাইসুল মোসাফির এর ছবি

বজলুর রহমান ভাই, আসুন আমরা কাজী জেসিনের নামটি রেখে বাকি সব নাম বাদ দিয়ে দেই। ও একাই তো একুশ!
মস্করা আর কাকে বলে!

বজলুর রহমান এর ছবি

মস্করা আর কাকে বলে!

বুঝতে পারছি না জেসিনের নাম শুনে কেউ কেউ এত আঁতকে উঠছেন কেন। এই ৫০-ঊর্ধ মন্তব্যকারীর মধ্যে আর কারো ভোট তিনি পান নি, তাই তাঁর নাম চূড়ান্ত তালিকায় আসবে না। কিন্তু প্রতিক্রিয়াটা কি অনেকটা ছ্যাঁক-খাওয়া টীনেজারদের মত হয়ে যাচ্ছে না, যদিও আমার মনে হয় না সেরকম কিছু ঘটেছে।
সবাই রবীন্দ্রনাথ, শেখ মুজিবের নাম দিতে বাধ্য? একটু বৈচিত্র থাকলে ক্ষতি কি ?
আমি জেসিনকে চিনি না (যদিও অন্যান্য অনেক উপস্থাপকের নাড়ি-নক্ষত্র জানি), শুধু তাঁর দুটো অনুষ্ঠান অত্যন্ত আগ্রহ নিয়ে দেখি । তিনি অত্যন্ত সূক্ষ চতুরতায় যেভাবে তদানীন্তন আইন-তথ্য উপদেষ্টাকে দিয়ে মনের কথা বলিয়ে নিয়েছেন, যেভাবে সেলিম-আল-দীনকে দিয়ে সৈয়দ শামসুল হকের ইগো ফুটো করে দিয়েছেন, তা দেখে খুব মজা পেয়েছিলাম। মনে হয়েছিল হুম , এই মহিলা দারুন!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

১। বাবা - মা
২। ভালোবাসা
৩। প্রিয়/তমা
৪। একুশে
৫। মুক্তিযুদ্ধ
৬। স্বাধীনতা
৭। বন্যা-প্লাবন
৮। ব্রজেন দাশ
৯। রবীন্দ্রনাথ
১০। ডাল-ভাত
১১। টোকাই (র'নবীর কার্টুন)
১২। শহীদ মিনার
১৩। কক্সবাজার সমুদ্র সৈকত
১৪। জনগণ
১৫। গণ-আন্দোলন
১৬। তত্বাবধায়ক সরকার
১৭। শেখ মুজিব
১৮। দৈনিক ইত্তেফাক
১৯। জয়বাংলা
২০। গামছা
২১। বাঙালী

দুর্দান্ত এর ছবি

যে জিনিশগুলি সর্বোত্তমভাবে বাংলাদেশকে মনে করিয়ে দেয় কিংবা প্রতিনিধিত্ব করে, বাংলাদেশের কথা উঠলে যা নিয়ে কথা বলতে ভাল লাগে তার মধ্যে একূশটা এখানে কোন ক্রম না মেনে তুলে দিলাম।

১) ২১ শে ফেব্রুয়ারি ১৯৫২, (পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছি)
২) সম্ভাবনা
৩) ভবিষ্যত
৪) পারিবারিক বন্ধন
৫) আতিথেয়তা (বাংলাদেশী গৃহস্থ যত হত দরিদ্রই হোক, অতিথিকে অভুক্ত ফেরত যেতে দেয় না)
৬) আড্ডা
৭) নারীর ক্ষমতায়ন (যে যাই বলুক, সর্ববয়োজ্যষ্ঠা রমনীই বাংলাদেশী পরিবারের কর্ত্রী)
৮) মুক্তিকামি মানুষের ক্রমাগত জয়। (১৯৭১, ১৯৭৫, ১৯৮১, ১৯৯০, ২০০৭)
৯) ইলশেগুড়ীর ইলিশ
১০) হেমন্তের বিকেলে দোয়েলের লেজ নাচানো শিষ
১১) কার্তিক মাসের চতুর্দশী রাতে মেঘনার বলুচর
১২) সুন্দরবন
১৩) ইউনুস
১৪) দেশের গার্মেন্টসের কর্মি বোনেরা
১৫) মধ্যপ্রাচ্যে অবস্থানরত শ্রমিক ভাইয়েরা
১৬) আন্তর্জাতিক শান্তি মিশনে যাওয়া বাংলাদেশী সৈনিকেরা
১৭) গ্রামের অগনিত প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা
১৮) বাংলাদেশের মোবাইল ফোনশিল্পের ছোটবড় উদ্যোক্তা এবং লাখো ভোক্তাগন
১৯) হাজির বিরিয়ানি
২০) পাহাড়পুর
২১) রিকশা

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

১. বঙ্গবন্ধু
২. জয় বাংলা
৩. একুশে ফেব্রুয়ারি
৪. শহীদ মিনার
৫. ১৯৭১
৬. ১৯৫২
৭. আন্তর্জাতিক ভাষা দিবস
৮. ক্ষুদ্র ঋণ
৯. গ্রামীণ ব্যাংক
১০. বস্ত্রবালা
-----------------------------------------------
Those who write clearly have readers, those who write obscurely have commentators.--Albert Camus

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

মাহবুব লীলেন এর ছবি

নবান্ন

আইরিন  সুলতানা এর ছবি

১. সুজলা-সুফলা
২. জনতা
৩. সংগ্রাম
৪. বীরবাঙালী
৫. হা ডু ডু
৬. একতারা
৮. মেঠো পথ
৯. পৌষমেলা
১০. কলাপাতা দই
১১. একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি
১২. ভাটিয়ালী-ভাওয়াইয়া
১৩. জারি-সারি
১৪. পালা গান
১৫. স্বার্বভৌমত্ব
১৬. পল্লী বধু
১৭. নোলক/নাক ফুল
১৮. রেশমী চুড়ি
১৯. গ্রাম্য সালিশ
২০.মুক্তির গান
২১. নোঙর

(কোন ধারাবাহিকতা মেনে চলা হয়নি; যখন যেটা মনে এসেছে, সেভাবেই ক্রমান্বয়ে নামগুলো দেয়া হয়েছে)

দ্রোহী এর ছবি

১. মা
২. বাবা
৩ মুক্তিযুদ্ধ
৪. মুক্তিযোদ্ধা
৫. একাত্তর
৬. একুশ
৭. স্বাধীনতা
৮. পহেলা বৈশাখ
৯. বইমেলা
১০. রমনা বটমুল
১১. শহীদ মিনার
১২. স্মৃতিসৌধ
১৩ ইলিশ মাছ
১৪ ঢাকা বিশ্ববিদ্যালয়
১৫. মিলন-সেলিমের চা’ দোকান
১৬. নীলক্ষেতের বইয়ের দোকান
১৭. রিক্সা
১৮. লুঙ্গী
১৯. লাল গামছা
২০. ঘুর্ণিঝড়
২১. বন্যা


কি মাঝি? ডরাইলা?

হাসিব এর ছবি

১. ১৯৭১
২. ভাষা আন্দোলন শহীদ মিনার
৩. গণআন্দোলন: দুনিয়ার মজদুর এক হও লড়াই কর
৪. মেইড ইন বাংলাদেশ
৫. ব্রিকলেন, কারি, চিকেন টিক্কা মাসালা
৬. কনসেনট্রেশন ক্যাম্প
৭. বৃষ্টি
৮. নদী
৯. ভাত
১০. বিশ্ব ইজতেমা
১১. গান
১২. নৌকা
১৩. ঝড় জলোচ্ছাস বন্যা
১৪. কবিতা
১৫. অক্ষর
১৬. মাইক্রোক্রেডিট
১৭. যানজট ময়লা ধুলো
১৮. আড্ডা
১৯. চা
২০. টপোগ্রাফি অফ টেরর
২১. ক্ষুধা দারিদ্র

কোন ক্রম অনুসরণ করা হয়নি । বিস্তারিত পাবেন এখানে

হাসনাত এর ছবি

১। ১৯৫২
২। ১৯৬৯
৩। হোসেন শহীদ সোরওয়ার্দী
৪। মৌলানা ভাষানী
৫। ১৯৭১
৬। ২৬শে মার্চ ১৯৭১
৭। বংগবন্ধু শেখ মুজিবুর রহমান
৮। ১৬ই ডিসেম্বর
৯। ১৫ই আগষ্ট ১৯৭৫
১০। ৭ই নভেম্বর ১৯৭৫
১১। মেজর জিয়াউর রহমান
১২। ৩০শে মে ১৯৮১
১৩। এরশাদ
১৪। স্বৈরাচার-স্বৈরাচার-স্বৈরাচার
১৫। ১৯৯০
১৬। খালেদা জিয়া
১৭। ১৯৯৬
১৮। শেখ হাসিনা
১৯। বিএনপি ও লালু-বুলু-দুলু গং
২০। ওয়ান ইলেভেন
২১। জেনারেল মইন-প্রধান উপদেষ্টা ফকরুদ্দিন ও সিইসি গং(অদ্যাবধি)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।