সচলায়তনের লাইভ ব্লগিং: সরেজমিন মার্কিন নির্বাচন

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: মঙ্গল, ০৪/১১/২০০৮ - ২:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ওবামা না ম্যাককেইন: কার হাতে যাচ্ছে পৃথিবীর ভবিষ্যত?ওবামা না ম্যাককেইন: কার হাতে যাচ্ছে পৃথিবীর ভবিষ্যত?

অনেকেই উৎকণ্ঠা আর আগ্রহে উন্মুখ হয়ে আছেন। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে এ বছর আমাদের কৌতুহল সব সীমা ছাড়িয়ে গেছে। আমরা এক নতুন ইতিহাস দেখবো বলে আশা করে আছি।
অনেকেরই হয়তো নির্বাচনের দিন কাটবে টেলিভিশনের সামনে।

ফলাফল সম্ভবত: রাত ১১:৩০ জিএমটি থেকে আসতে শুরু করবে। কিন্তু সচলের এই আয়োজনে আপনারা পাবেন সচলদের সরেজমিন মন্তব্য-পোস্ট।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে সচলরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। ব্লগের সুযোগ ব্যবহার করে আমরা নিজেদের মধ্যে আরো দ্রুত তথ্যের আদান-প্রদান করতে পারি। সে উদ্দেশ্যে আমি নীচে একটা তালিকা প্রকাশ করলাম। যাদের তথ্য জানি না তারা নিজেদের নাম ও অবস্থান জানিয়ে দিতে পারেন।

সুতরাং নির্বাচন সম্পর্কে আগ্রহীরা চোখ রাখুন সচলে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে সচলদের প্রতিবেদন পাচ্ছেন এখানেই।

সচল প্রতিনিধিরা আছেন বিভিন্ন অঙ্গরাষ্ট্রে/শহরে:

১.এম. আর জালাল - ডালাস
২. এস এম মাহবুব মুর্শেদ - পেনসিলভানিয়া
৩. ফকির ইলিয়াস - নিউইয়র্ক
৪. ইশতিয়াক রউফ - ভার্জিনিয়া
৫. রেনেট - লুইজিয়ানা
৬. অনিকেত - ডেলাওয়ার

এছাড়াও রয়েছেন, দ্রোহী, জিজ্ঞাসু, অভিজিৎ ও বন্যা। স্নিগ্ধা কি এখন বাংলাদেশে?

বড় বড় মিডিয়া নেটওয়ার্কের জন্যও ৬ জন প্রতিনিধি এক বিশাল সংখ্যা। তবে তারপরও যদি লুক্কায়িত আরো সচলরা থাকেন তারাও আওয়াজ দেবেন আশা করছি।

অতএব, চোখ রাখুন সচলায়তনে নির্বাচনের আগাম খবর ও পর্যবেক্ষণের সরাসরি তথ্যের জন্য।

(মার্কিন যুক্তরাষ্ট্রবাসী সচলরা বিশেষ বিশেষ শিরোনামে আপনাদের মন্তব্য পোস্ট করা শুরু করে দিন। আপনাদের বিশ্লেষণ, পর্যবেক্ষণ আর মন্তব্য পড়ে পড়েই আমাদের নির্বাচনী আড্ডা জমে উঠুক সচলায়তনে।)


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কয়েকটি ওয়েবসাইট:
১। পলিটিকো
২। সিএনএন
৩। ইয়াহু ইলেকশন
৪। দ্যা ডেইলী শো
৫। গ্যালপ
৬। রিয়েল ক্লিয়ার পলিটিক্স

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ধন্যবাদ এসএম৩।
মিডিয়াগুলো বা ওয়েবসাইটগুলোতে পালা করে চোখ রাখা যায়। এবং সেখানে যদি উল্লেখযোগ্য তথ্য বা বিশ্লেষণ দেয়া হয়ে থাকে বা ফলাফল আসে তবে তাও এখানে লিংকসহ বা লিংক ছাড়া দেয়া যায়।
আমি এতোদিন সিএনএন দেখছিলাম, কিন্তু এখন আটকে আছি স্কাইনিউজে।
আমি সিএনএনে চোখ রাখতে পারবো।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

হিমু এর ছবি

যুক্তরাষ্ট্রের ৪০টিরও বেশি অঙ্গরাজ্য থেকে নিয়মিত সচল ভিজিট হয়ে থাকে। কাজেই অতিথি ও পাঠকরাও সচলদের মতো একই লয়ে এ আলোচনায় অবদান রাখতে পারবেন বলে আশা করি।


হাঁটুপানির জলদস্যু

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ঠিক তাই। এতগুলো জায়গার সচলরা যদি ফিল্ড রিপোর্ট করেন তাহলে তো আমরা পুরো যুক্তরাষ্ট্র কাভার করে ফেলতে পারি।

হিমুর সংযুক্ত করা ফলাফলের রঙিন তালিকাটা গেলো কই?
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

হিমু এর ছবি

ঘাপলা করছিলো। সরিয়ে দিয়েছি। আরো জ্যুতের কিছু পেলে জুড়ে দেবো।


হাঁটুপানির জলদস্যু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

গ্যালপ দৈনিক পোলগ্যালপ দৈনিক পোল

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অভিজিৎ এর ছবি

চমৎকার উদ্যোগ। গত নির্বাচনে মুক্তমনা এরকম একটা উদ্যোগ নিয়েছিলো। এবারো নিচ্ছে। পারলে চোখ রাখুন সেখানেও

অভিজিৎ ও বন্যা। স্নিগ্ধা কি এখন বাংলাদেশে?

আমরা দুইজন আটলান্টায় আছি । স্নিগ্ধা এখনো বাংলাদেশে।

যে কোন আপডেট পাওয়ামাত্রই আমি সচলায়তনে আর মুক্তমনায় জানাবো।



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

ইশতিয়াক রউফ এর ছবি

যারা আমেরিকার বাইরে থেকে অনুসরণ করছেন, তাঁদের জন্য ৫০টি অঙ্গরাজ্যের হদিস রাখা কষ্টকর হতে পারে। সে-কারণে এই নির্বাচনে চোখ রাখার মত সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো সংক্ষেপে দিয়ে দিচ্ছি।

  • সিনেট নির্বাচনঃ এই মুহূর্তে সিনেটে ডেমোক্রেটরা ৫০টি আসন অধিকার করে আছেন। জো লিবারম্যান ৫১তম সদস্য হয়ে তাদের সংখ্যাগরিষ্ঠতা দেন। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি অন্তত ৭টি সিনেট আসন জয়ের সম্ভাবনা আছে ডেমোক্রেটদের। ১০টি আসন জিততে পারলে প্রথমত একতরফা সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যাবে, দ্বিতীয়ত জো লিবারম্যানের সম্ভাব্য দর্শনীয় বিতাড়ণ হতে পারে। ডেমোক্রেটরা ৬০টি আসন পেয়ে গেলে জন ম্যাকেইন প্রেসিডেন্ট হলেও কোন বিলে ভিটো দিতে পারবেন না, মনের মত সুপ্রিম কোর্ট বিচারপতি নিয়োগ দিতে পারবেন না।

  • ভার্জিনিয়াঃ এই অঙ্গরাজ্য গত ৪৪ বছরে কোন ডেমোক্রেটের পক্ষে ভোট দেয়নি -- এমনটা সবাই বলে। ১৯৬৪-র সেই নির্বাচনে লিন্ডন জনসন ৫০টির মধ্যে ৪৪টি অঙ্গরাজ্যেই জিতেছিলেন। ১৯৬৩-তে জন এফ কেনেডির মৃত্যুর পর তাঁর ভিপি লিন্ডন জনসন নির্বাচন করেন, এবং জেতেন। সেই নির্বাচনের "স্পেশাল কেস" বাদ দিলে ভার্জিনিয়া আদৌ ডেমোক্রেটদের পক্ষে ভোট দেওয়ার রেকর্ড আছে কিনা সন্দেহ। এখানে ওবামা ৭ শতাংশ ভোটে এগিয়ে আছেন এখনও পর্যন্ত। যদি ওবামা ভার্জিনিয়ায় জিতে যান, তাহলে জন ম্যাকেইনের জিতবার সুযোগ প্রায় শূন্যের কোঠায়। বাংলাদেশ সময় সকাল ৬ টায় ভার্জিনিয়ার ভোটিং বন্ধ হবে। এর কিছুক্ষণের মধ্যেই হয়তো সেটার ফলাফল চলে আসবে। ইতিহাস সৃষ্টি হলে এখানেই হবে, এবং অনেক দ্রুতই হবে।

    ডিসি-র আশেপাশের এলাকায় ওবামা প্রচুর ভোট পাবেন। পাহাড় ও খামার অঞ্চলে ম্যাকেইন একতরফা ভোট পাবেন। ছাত্র ও অল্প বয়সীরাই পারে ওবামার জন্য ভার্জিনিয়া জিতে দিতে। সেক্ষেত্রে সমস্যা একটাই -- আগামীকাল বৃষ্টি হবার কথা। এখন বেলা ৫ টার কাছাকাছি... আকাশে মেঘ জমছে।

  • পেনসিলভেনিয়াঃ জন ম্যাকেইনের শেষ ও একমাত্র ভরসা পেনসিলভেনিয়া। ভার্জিনিয়ার ১৩টি ভোট হারানোর ধাক্কা সামলে উঠতে পারেন তিনি ডেমোক্রেটদের কাছ থেকে পেনসিলভেনিয়ার ২১টি ভোট কেড়ে নিয়ে।

  • কলোরাডোঃ বলতে গেলে ম্যাকেইনের ঝামেলার শুরু এখান থেকেই। এই অঙ্গরাজ্যটি অনেকটা গায়ের জোরেই লাল থেকে নীল করেছে ডেমোক্রেটরা। কনভেনশন থেকে শুরু করে ব্যাপক প্রচারণার কারণে এখানে ওবামা অনেক এগিয়েছেন জনসমর্থনে। যদি পেনসিলভেনিয়া ধরে রাখা যায়, এবং সাথে কলোরাডো-ভার্জিনিয়া জেতা যায়, তাহলেই রাষ্ট্রপতিত্ব ওবামার। এই ৩টির যেকোন একটিতে হেরে যাওয়া তাঁর জন্য কুলক্ষণ।

সময় ও পূর্বজ্ঞানে ঘাটতি থাকলে এই কয়েকটি বিষয়ে চোখ রাখাই যথেষ্ট। এস্পার-ওস্পার হলে এখানেই হবে।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

অতি মূল্যবান সংযোজন।
তবে সময়ের বিচারে বোধহয় সবার আগে ফলাফল পাওয়া যাবে মিসৌরি থেকে। (অভি নিশ্চিত করবেন।)
যেহেতু মিসৌরি রিপাবলিকানদের ঘাঁটি এবং হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এখন দুপক্ষে, সেহেতু এর ফলাফলেই হয়তো পুরো নির্বাচনের ধারা বুঝা সম্ভব হবে।
মিসৌরির পর নির্বাচনি ফলাফল পাওয়ার কথা ওহাইয়ো থেকে। ওহাইয়ো না জিতে কোনো রিপাবলিকান প্রেসিডেন্ট হন নি। সুতরাং ওবামা যদি ওহাইয়ো জেতেন তবে চূড়ান্ত বিজয় নিশ্চিত হয়ে যাওয়ার কথা।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দারুন! তবে ওহায়ো বাদ পড়ে গেলো।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ফিফটি-ফিফটি চান্স বলা যায়। দুদলের পার্থক্য ১-৩% বেশী না।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ব্যাটলগ্রাউন্ড স্টেট ছাড়া কিছু স্টেট আছে যারা বাতাস দেখে পাল ওড়ায়। যে জিতবে, বা জিততে যাচ্ছে তাকেই ভোট দেয়। ইন্ডিয়ানা এই গ্রুপে পড়ে।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ইশতিয়াক রউফ এর ছবি

ওবামার নানীর মৃত্যুঃ

মাত্রই ক'দিন আগে ওবামা নির্বাচনী প্রচারণা থেকে ছুটি নিয়ে হাওয়াই গিয়েছিলেন তাঁর অসুস্থ নানীকে দেখতে। এই মাত্র খবর এল, ওবামার নানী ম্যাডেলিন ডানহ্যাম মারা গেছেন। সৎ বোন ছাড়া এই নানীই ছিলেন রক্তের সম্পর্কের শেষ আত্মীয়।

২ বছর বয়সে ওবামার বাবা তাঁকে ও তাঁর মাকে ফেলে চলে যান। ১০ বছর বয়সে কিছুদিনের জন্য বাবার সাথে দেখা হয় তাঁর। সেটাই শেষবার। ওবামার মা স্তন ক্যান্সারে মারা যাওয়ার সময় তিনি মায়ের কাছে থাকতে পারেননি। নানীর বেলায় যেন তা না হয়, সেজন্যই তিনি হাওয়াই গিয়েছিলেন তুমুল প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনী প্রচারনা ফেলে।

একজন কৃষ্ণাঙ্গ আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাবেন, এই ইতিহাসের কথা চিন্তা করলে লোম খাড়া হয়ে যায় অনেকেরই। আশ্চর্য ব্যাপার হল, যাঁরা এই ইতিহাসকে এতগুলো বছর ধরে পেলে-পুষে বড় করলেন, তাঁরা কেউই তাঁদের চূড়ান্ত সাফল্য দেখে যেতে পারলেন না। নিয়তির পরিহাস একেই বলে।

তানভীর এর ছবি

ইলেকশন উপলক্ষে (মানে আসলে ওবামার জন্য) সচলায়তনের ব্যানারখানাও চেঞ্জ হোক। এই উটের ব্যানার দেখতে ভালো লাগে না
মন খারাপ

টেক্সাস রিপাবলিকানদের বাঁধা অংগরাজ্য। শুধু ক্লিনটন বোধহয় এখানে একবার তার দ্বিতীয় টার্মে বব ডোলকে হারিয়েছিল। ভাবগতিক দেখে মনে হচ্ছে না টেক্সাসে ওবামা সুবিধা করতে পারবে। গত সপ্তাহে এখানে ওবামার কুশপুত্তলিকা বানিয়ে পচা ডিম ছোড়ার একটা প্রতিযোগিতা হয়েছিল।

= = = = = = = = = = =
ফুল খেলবার দিন নয় অদ্য
ধ্বংসের মুখোমুখি আমরা
চোখে আজ স্বপ্নের নেই নীল মদ্য
কাঠ ফাটা রোদ সেঁকে চামড়া

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আপনি কি টেক্সাসে? তাহলে তালিকায় যুক্ত হোন।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

তানভীর এর ছবি

হ্যাঁ, টেক্সাসে। এন্টি-ওবামা কার্নিভালে ডিম ছোঁড়া প্রতিযোগিতার কিছু ছবি খুঁজে পেলাম। বাংলাদেশও ফেল!

= = = = = = = = = = =
ফুল খেলবার দিন নয় অদ্য
ধ্বংসের মুখোমুখি আমরা
চোখে আজ স্বপ্নের নেই নীল মদ্য
কাঠ ফাটা রোদ সেঁকে চামড়া

ধুসর গোধূলি এর ছবি

- আমি আছি জার্মানীতে। আমিও কি যুক্ত হবো বিগ সি?

দেখি কী করা যায়! দরকার পড়লে জাল ভুট দিমু ওবামা ভাইয়ের জন্য। ইয়া হাবিবি। হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সৌরভ এর ছবি

আমি গোপন সূত্রে খবর পাইলাম, আপনি সারাহ প্যালিন এর সাপোর্টার। এখন আবার এইখানে ওবামারে ভোট দিতে চান। ঘটনা কী?


আবার লিখবো হয়তো কোন দিন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মূল পোস্টে লাইভ রেজাল্টের উইডগেট জুড়ে দিলাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ইশতিয়াক রউফ এর ছবি

ভোট গ্রহণের সময়ঃ

কোন অঙ্গরাজ্যে ভোট গ্রহণ কখন বন্ধ হচ্ছে, তা জানা যাবে এই সাইটে

ইন্ডিয়ানায় ওবামা প্রায় ২ শতাংশে পিছিয়ে। প্রথমে ভোট শেষ হওয়া ইন্ডিয়ানা ও কেন্টাকি-তে ম্যাকেইনই জেতার কথা। এর পরই যেসব অঙ্গরাজ্যের ফলাফল আসছে সেগুলো কোন না কোন দলের ঘাঁটি। ভার্জিনিয়া এখানেই গুরুত্বপূর্ণ।

ইলেক্টোরাল ম্যাপের হিসেবঃ
আমেরিকার প্রেসিডেনশিয়াল ইলেক্টোরাল ম্যাপে মোট ৫৩৮টি ভোট আছে। বিজয়ী প্রার্থীকে ২৭০টি ভোট পেতে হয়। একেক দল একেক রকম কৌশল অবলম্বন করে থাকে। জন ম্যাকেইনের কৌশল ছিল জর্জ বুশের জেতা ২৮৬ ভোট দখলে রাখা, ওবামার কৌশল ছিল ৫০টি রাজ্যেই কমবেশি প্রচারণা করা।

শুরু করা যাক ২৮৬-২৫২ ভোট থেকে হিসেব। ম্যাকেইন নিশ্চিত ভাবেই আইওয়া হারিয়েছেন (-৭)। নিউ মেক্সিকোর গভর্নর বিল রিচার্ডসনের জনপ্রিয়তার সূত্র ধরে ওবামা এই অঙ্গরাজ্যও মোটামুটি জিতে নিয়েছেন (-৫)। ওবামার পক্ষে ২৫২+৭+৫=২৬৪টি ভোট নিশ্চিত। জিততে হলে অন্তত আরও ৫টি ভোট দরকার (টাই হলে কংগ্রেস ভোট করবে, এবং সেখানে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠ)।

ভার্জিনিয়ার ১৩টি ভোট পেয়ে গেলে ওবামার ইলেক্টোরাল ভোট সংখ্যা হবে ২৬৪+১৩=২৭৭। ডানঘেঁষা ওহায়োর ২০টি ভোট এবং দোদুল্যমান ফ্লোরিডার ২৭টি ভোট ছাড়াও ওবামা জিতে যেতে পারেন। শর্ত একটাই, পেনসিলভানিয়ার ২১টি ভোট নিজের ঘরে রাখা। যদি পেনসিলভেনিয়া ও ভার্জিনিয়া ওবামার ঘরে যায়, তাহলে বাকিটা স্রেফ বিজয়ের ব্যবধান দেখবার ব্যাপার।

জিজ্ঞাসু এর ছবি

আমি আছি ফ্লরিডার অজপাড়াগাঁয়। আছি সচলায়তনে।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ফ্লোরিডাতো খুবই গুরুত্বপূর্ণ এই লড়াইতে। আপনার নিজস্ব অভিজ্ঞতা তো বলবেনই। আগাম ফলাফলও জানিয়ে যাবেন।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

জ্বিনের বাদশা এর ছবি

চমৎকার উদ্যোগ

আমার ভবিষ্যদ্বাণী: ওবামা ৩৫৬ -- ১৮২ ইলেকটোরাল ভোটে জিতবে ... চলুক

আপনার এই পোস্টের সুবাদেই ব্লগে একটা আবাহনী-মোহামেডান ম্যাচ আয়োজন করার চিন্তা মাথায় আসলো চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

রেনেট এর ছবি

মঙ্গলবার সন্ধ্যা সাতটা পর্যন্ত দৌড়ের উপর আছি...তেমন তথ্যবহুল অবদান রাখতে পারবো না...তবে হাউকাউ করতে তো পারবোই হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সিএনএন ভোটার হটলাইন

সিএনএন ভোটার সমস্যাসিএনএন ভোটার সমস্যা

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

স্নিগ্ধা এর ছবি

আমি ইতোমধ্যেই রোববার এক বন্ধুর বাড়িতে ওবামার জয়োৎসবে যোগ দেয়ার ইমেইলাহবান পেয়ে গেছি হাসি

জেটল্যাগড থাকি আর যাইই থাকি - স্ফূর্তি তো করতে হবেই - সামাজিক দায়িত্ব বলে কথা দেঁতো হাসি

ইশতিয়াক রউফ এর ছবি

আপু, আপনি থাকার জায়গা দেন তো ইনগুরেশনের দিন আসি... খাইছে

স্নিগ্ধা এর ছবি

অবশ্যই দিবো - নো প্রব্লেম! আমি মানুষটা যে কত্ত ভালো, কিভাবে যে আপনাদেরকে বুঝাই দেঁতো হাসি

সৌরভ এর ছবি

গুরুত্বপূর্ণ ইলেকশন জারগন...
ব্রাডলে এফেক্ট
http://en.wikipedia.org/wiki/Bradley_effect


আবার লিখবো হয়তো কোন দিন

শামীম এর ছবি

হ্যাঁ ভাই, আন্তর্জাতিক সংগঠনগুলো যেমন বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় .... সচলায়তনও সেরকম আমেরিকার নির্বাচন পর্যবেক্ষণ করছে।

চোখ রাখুন এই পাতায়।
______________
আমারতো মনে হয়: যেই লাউ হেই কদু। ম্যাককেইন জিতলে খুশি হইতাম .... কারণ এইটারে এখন পর্যন্ত কর্মকান্ডে বেশি বোকা মনে হৈছে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

জ্বিনের বাদশা এর ছবি

গতকাল পর্যন্ত আর্লি ভোটারদের গ্যালপপোলে ওবামা এগিয়ে ছিলো ৫৭-৩৪ এ ... ওবামা ৪০০ ইলেকটোরাল ভোট পেলেও আমি আশ্চর্য হবোনা .... মন্টানা, ইনডিয়ানা এগুলা হাতে আসার সম্ভাবনা খারাপ না চলুক
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

এই ভোটগুলো কি আপনার পোষা জ্বিনে দেবে। জাঝা। আপনার কি-বোর্ডে ফুলচন্দন পড়ুক।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

জ্বিনের বাদশা এর ছবি

ক্ষমতা থাকলে তো জ্বিন-পরী সবগুলাকেই ধরেবেন্ধে পাঠাতাম ... একটু আগে সিএনএনে দেখলাম ভোট শুরু হয়েছে ... এখন একটু টেনশন হচ্ছে মন খারাপ
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

প্রথম শহরের ফলাফল এসেছে। ডিক্সভিল নচ, নিউ হ্যাম্পশায়ার নামের ছোট্ট একটা শহরের জনসংখ্যা ৭৫। এরা ভোটের কাজ শেষ করে ফেলেছ আজকে রাত ১২টাতেই। এর আগে কখনই ডেমোক্র্যাট জিতেনি এখানে। আজ ১৫ বনাম ৬ ব্যাবধানে ওবামা জিতেছে। বিজয়ের শুরু এখান থেকেই।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

এই খবর দিতে আসছিলাম। সুমন তো দেখি নির্ঘুম উত্তেজনায় ব্যস্ত আছে। ভালো, এরকম সক্রিয়তাই তো চাই। ডিক্সভিল নচে কখনও রিপাবলিকানরা জেতেনি তা জানতাম না।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সুবিনয় মুস্তফী এর ছবি

আজকে রাতে বন্ধুর বাসায় ওবামার আসন্ন বিজয় উপলক্ষে পার্টির দাওয়াত পেয়েছি। আমার কাছে ওবামা টি-শার্ট, আর নানা রকম পোস্টার সাইন টাইন আছে, সব নিয়ে যেতে বলেছে। ওগুলা পেয়েছিলাম ফেব্রুয়ারী মাসে সুপার টিউসডে প্রাইমারীর সময় যখন হিলারী আর ওবামার মল্লযুদ্ধ তীব্র অবস্থায় ছিল। সেই অভিজ্ঞতা নিয়ে ডেইলি কস-এ লিখেছিলাম

ওবামার নানী মারা গেলেন। সেই কষ্ট নিয়েও ক্যাম্পেইন করছেন। গতকালের একটি ভাষণ -

-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

জিজ্ঞাসু এর ছবি

এপির খবরে প্রকাশ নিউ ইয়র্ক থেকে উত্তর-পূবে অবস্থিত (কানাডার সাথে লাগোয়া) নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ডিক্সভিল নচ ও হার্টস্ লোকেশান নামের দুটি ক্ষুদ্র শহরের ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ওবামা এ দুটি শহরের বিজয় দিয়ে তার যাত্রা শুরু করলেন। ঐতিহ্যগতভাবে শহর দুটি প্রেসিডেন্সিয়াল প্রাইমারি ও প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সবার আগে প্রকাশ করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তারা রাত বারটায় ভোট গ্রহন শুরু করে অল্পসময়ে শেষ করে ফেলে। ডিক্সভিলের জনসংখ্যা ৭৫ এবং হার্টস্ লোকেশানের ৪২। ডিক্সভিলে ওবামা পেয়েছেন ১৫ ভোট, ম্যাককেইন ৬ আর হার্টস্ লোকেশানে ওবামা পেয়েছেন ১৭ ভোট, ম্যাককেইন ১০।
উল্লেখ্য এই দুটি ছোট্ট পাহাড়ী শহরে মাঝরাতে ভোটগ্রহন ও গণনা করা এবং সবার আগে ফলাফল ঘোষণা করার গর্বিত ঐতিহ্য ১৯৪৮ থেকে চলে আসছে।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

ফকির ইলিয়াস এর ছবি

নিউইয়র্ক নগরী সেজেছে ভোটের সাজে। সোমবার রাতে একটা চক্কর দিয়ে এলাম ম্যানহাটানে। আফ্রো-আমেরিকানদের আইকনভূমি হার্লেম এ সাজ সাজ রব। এবারই কোনো কৃষ্ণাংগ প্রথম
মার্কিন প্রসিডেন্ট হচ্ছেন , সেটা সব আফ্রো-আমেরিকানের প্রত্যাশা।
মংগলবার সকাল ৬ টায় ভোট গ্রহন শুরু হয়েছে নিউইয়র্কে। শেষ হবে রাত ৯টায়। বাংলাদেশী অভিবাসীরা খুব আগ্রহের সাথে ভোট দেয়া শুরু করেছেন। কেউ কেউ দূরে দাঁড়িয়ে বারাক ওবামার পক্ষে
প্রচারণা ও করছেন লিফলেট বিতরণ করে।
কড়া নিরাপত্তার চাদর মুড়েছে এই নগরী। সাবওয়ে, ব্রীজ, মধ্য ম্যানহাটানের বড় বড় স্থাপনা গুলোর সামনে অতিরিক্ত সশস্ত্র নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।
নিউইয়র্ক ডেমোক্র্যাট দের ভোটব্যাংক। ওবামা এখানে বিপুল ভোটে জিতবেন সেটাই আশা করছেন এখানের ভোটার রা।

বিপ্লব রহমান এর ছবি

চমৎকার উদ্যোগ। চলুক
অনেক ধন্যবাদ বি সি।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

তানভীর এর ছবি

ওবামা মেয়েকে সাথে নিয়ে ভোট দিল এইমাত্র শিকাগোতে।

= = = = = = = = = = =
ফুল খেলবার দিন নয় অদ্য
ধ্বংসের মুখোমুখি আমরা
চোখে আজ স্বপ্নের নেই নীল মদ্য
কাঠ ফাটা রোদ সেঁকে চামড়া

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

হুমম। মিশেল ওবামাও ভোট দিল। এখন ওবামা ইনডিয়ানাতে ক্যাম্পেইন করতে রওয়ানা দিচ্ছে। ইন্ডিয়ানায় শক্ত লড়াই হচ্ছে - সমান সমান। এটা জিতলে জেতা অনেক বড় মার্জিনে হবে ওবামার।

জো বাইডেন ভোট দিল তার দেশের বাড়ি ডেলাওয়ারে।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ওবামা ভুটায় (ছবি সিএনএন)
auto

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

তানিয়া এর ছবি

এইমাএ বিল ও হিলারী ক্লিনটন ভোট দিলেন ন্যুইয়র্ক এ

সৌরভ এর ছবি

সচলায়তনে বুইড়া ব্যাটা ম্যাকপেইনের কোন সাপোর্টার নাই? ক্যামন কতা? দেঁতো হাসি
থাকলে আওয়াজ দেন। নইলে খেলায় মজা পাই না।


আবার লিখবো হয়তো কোন দিন

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আছে তো। রেনেট।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সৌরভ এর ছবি

বলেন কী? দাড়ান, রেনেটরে ধরতেসি। দেঁতো হাসি


আবার লিখবো হয়তো কোন দিন

রেনেট এর ছবি

এট্টু কারেকশন। আমি সিন্ডি ম্যাকেইন আর স্যারাহ প্যালিন এর সাপোর্টার দেঁতো হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

অতি চমতকার উদ্যোগ।
আমাদের প্রতিষ্ঠানের সিইও আশরাফ ভাই বাংলাদেশ থেকে ইউ এস নির্বাচন পর্যবেক্ষক দলের একজন প্রতিনিধি হিসেবে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। কিছুক্ষণ আগেই তার ফিডব্যাক পেলাম, ওবাম জয়ের সম্ভাবণা নাকি অতিশয় উজ্জ্বল। দেখা যাক কী হয়!

অতিথি লেখক এর ছবি

আমি ওবামা সাপোর্টার যদিও প্যালিন এর কথা, ভাষণ শুনে ব্যাপক মজা পাই গড়াগড়ি দিয়া হাসি

আমার জামাই বলে প্যালিন নাকি হট রেগে টং গররররর

তানিয়া

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

একদম নিরপেক্ষ বিবেচনায় প্যালিনের ভাষণের তেমন কোনো ত্রুটি আমার চোখে পড়েনি। আমার মনে হয়েছে এরকম ভাষণ সাধারণ মানুষকে সহজে উদ্বুদ্ধ করে। ভাষণের ভঙ্গিটা একেবারে সাধারণ মানুষের চিন্তার লেভেলে তৈরি।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

রেনেট এর ছবি

প্যালিন হটই তো! দেঁতো হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

গতকালকে নানীর মৃত্যুর পরপর ওবামা (ছবি: এপি, ইয়াহু)

auto
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আরিফ জেবতিক এর ছবি

এতো আমেরিকান সচল আছে , এটাইতো জানতাম না !!!
আগামী নির্বাচনে তো সচল মনোনীত প্রার্থীই দেয়া যাবে ।

বিগসি ও আমেরিকান সচলদের ধন্যবাদ এমন একটি মজার আয়োজনের জন্য ।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সেক্সি প্যালিন কুয়েতে
auto

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

প্যালিনের রিলেটিভ আকার
http://4.bp.blogspot.com/_8rpY5fQK-UQ/SLhiXcEANuI/AAAAAAAADHg/62hpFmSY6WU/s1600-h/palin.png

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতিথি লেখক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বালু ভাস্কর্য

auto

auto

auto
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এবারের ক্যাম্পেইনের সেরা ১০ টি ভাইরাল ভিডিও

১। ইয়েস উই ক্যান

২। ডিয়ার মিঃ ওবামা

৩। "ওবামার প্রেমে খুন হয়ে যাই" - ওবামা গার্ল

৪। ওবামা-ম্যাকেইন ড্যান্স

৫। ক্যাম্পেইন সময় হলো

৬। দ্যা গ্রেইট স্কেল্প

৭। ম্যাকেইন-প্যালিন জনতা

৮। জানতে হলে পড়তে হবে

৯। গায়ক ডিডি - ওবামার জন্য

১০। ম্যাকেইন ওবামাকে প্যারিস হিলটনের সাথে তুলনা করায় প্যারিসের উত্তর

See more Paris Hilton videos at Funny or Die

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতিথি লেখক এর ছবি

ভাইরে আপনার তো মারাত্মক কালেকশান গুরু গুরু

আপনারে আমার মন্তব্যজীবনের প্রথম জাঝা

তানিয়া

অভিজিৎ এর ছবি

সচলায়তনে ম্যাকেইন সাপোর্টার কম থাকায় (কিংবা থাকলেও ঘাপটি মাইরা থাকনে) গুতাগুতি কইরা মজা পাইতেছি না। মুক্তমনায় এক ফ্যানাটিক আছে - সিতাংশু গুহ নামে। ম্যাকেইনের কড়া সাপোর্টার। ম্যাকেইনের এই দুর্গতির সময়ও সে মনে করে ম্যাকেইন জিতা যাইব ভাল্ভাবেই। মনে হয় ব্যাটার মুসলিম বিদ্বেষ আছে। পড়েন এর লেখাটা । ব্যাপক মজাক পাইবেন।

নিউইয়র্কের কবি হাসান আব্দুল্লাহ মুক্তমায় লিখেন। তিনি ওবামাকে ভোট দিতে যাচ্ছেন। বাঙ্গালী হিসবে তার অনুধাবন পাবেন এখানে। লেখাটা আসলেই গুরুত্বপুর্ণ। নীচে জাফর উল্লাহর কমেন্ট দেইখেন।

আমরা বেশ কিছু ভাল লেখা পেতে শুরু করেছি। ক্রমান্বয়ে সাইটে আপডেট করে দিব, আর সচলায়তনেও জানিয়ে যাব। কাল গুতাগুতি কইরা মুক্তমনাতে ব্লগ ফিচার এড করলাম। তয় শুদধু বেসিক কিছু ফিচার আছে এখন। আরো গুতাইতে হইবেক। মুর্সশেদেরও হেল্প লাগব মনে হয়। (আসলে বউ এর ঝাড়ির ভয়ে গুতাইতেও ডর লাগে। আমারে কম্পিউটারের সামনে দেখলেই তার মকখ কালা হইতে শুরু করে। ক্যামনে বুঝাই- ইলেকশনটা তো গুরুত্বপূর্ণ!)

আমরা জর্জিয়াতে আছি। সারা জম দধইরা জর্জিয়া রেড স্টট ছিলো। এইবারই প্রথম এখানে ডেড হিট। দেখি কি হয়।

এই হইলো গিয়া আমার তরফ থিকা আপডেট।



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

সারাহ প্যালিনের রূপমুগ্ধদের জন্য তার গ্যাদাকাল থেকে এই হাল পর্যন্ত ছবির একটা লিংক

সারাহ প্যালিন: তার যত ছবি
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অতিথি লেখক এর ছবি

এই মাএ প্যালিন ভোট দিলেন ওয়াসিলা আলাস্কাতে।

স্কাইনিউজে লাইভ দেখালো - যা নজর কাড়লো ত হলো - প্যালিনের আশেপাশে থাকা তার সহযোগীরা যে ভাবে প্যালিন দুকথা বলার পরপরই সাংবাদিকদের কাছ থেকে তাকে উদ্বার করতে এগিয়ে আসছিলেন যাতে প্যালিন বেশী কথা বলতে না পারেন-

রিপোর্ট যিনি কাভার করছিলেন তার মন্তব্য ছিলো প্যালিন যেন শেষমুহুর্তে কোন "প্যালিনস্কীয়" মন্তব্য বা কথা না বলতে পারেন তার জন্যই নাকি এই বিশেষ প্রচেষ্টা

তানিয়া

অতিথি লেখক এর ছবি

ম্যাককেইন ইজ ড্রিমিং আ ড্রিম এন্ড ওবামা ইজ লিভিং আ ড্রিম হাসি

তানিয়া

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

হা: হা: এইটা কি আপনার নিজস্ব বাক্য....?
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অতিথি লেখক এর ছবি

সেমি নিজস্ব বলতে পারেন হাসি তবে একটু আগে একজন ভোটার টিভিতে বলে সর্বসত্ব নিয়ে নিয়েছে দেঁতো হাসি

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

স্কাই নিউজের ইন্টারএ্যাকটিভ ইউএস ইলেকশন ম্যাপ
এটাতে খোঁচা দিলে রেজাল্টের পরিবর্তনটা বুঝা যাবে ।ফলাফল আসা শুরু হবে রাত ১১:০০ জিএমটি।

-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অতিথি লেখক এর ছবি
রণদীপম বসু এর ছবি

আহারে ভাইজানেরা,
বাংলাদেশে থাইকাও দেখি আপনাগোর লাইগা ঘুমাইতে পারুম না ! এমন ঘুম দিমু, জাইগাই শুনমু ওবামা জিত্তা গেছে ! বলেন আলহামদুলিল্লাহ্ !

আহারে এমন ব্যবস্থা করা যায় না, প্রেসিডেণ্ট ওবামা আর ভাইস প্যালিন ! কী জুটিটাই না হইতো, ইশশশ !!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

বন্যা এর ছবি

ভাইজান, কিসের জুটি হইতো সেইটা? হলিউডের? এছাড়া আর কোথাও মনে হয় না এই জুটি হওয়া সম্ভব!!!!

রণদীপম বসু এর ছবি

দেখেন আপু, কল্পনাতে বাধা দিবেন না। এটা গুরুতর অন্যায় ! আপনারা বিজ্ঞান নিয়ে লেখালেখি করেন। অভিজিৎ দা'র অসম্ভবের বিজ্ঞানে দেখেন নাই কল্পনার কী সুদূরপ্রসারী ফল !

আমাদের কল্পনা করতেই তো কী ভালো লাগে, ওবামার পাশে একজন হার্টথ্রব রমণী খারাইয়া হা কইরা ওবামার মুখের দিকে চাইয়া আছে ! আহ, কল্পনা করলেই যে মনটা ফুরফুরা হইয়া যায় !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ধুসর গোধূলি এর ছবি

- ভাই, মোসাম্মৎ প্যালিন আক্তার কেই যখন ভাইস প্রেসিডেন্ট বানাবেন তাইলে প্রেসিডেন্টের পদটা আমারেই দিলে ক্ষতি কী? মন খারাপ
ইট্টু মনের সুখে ইশক লাড়াতে পারতাম। অবকাশ কেন্দ্রে গান গাইতে পারতাম, "আজা মেরি বুলবুল, তেরা ইন্তেজার হ্যায়"! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সেরা 'গাধার মত মন্তব্য'

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শিক্ষানবিস (নেট স্লো) এর ছবি

বিবিসি-তে একজনের বক্তব্য পড়ে খুব ভাল লাগলো:

As a single mother I can only hope for great change for the sake of the world my young children will inherit. I watched my beloved America turn from the gentle giant to the evil empire.

ইশতিয়াক রউফ এর ছবি

তরুণ ভোটঃ
সবাই জানেন, ওবামার বিজয়ের নেপথ্যে তরুণদের ভোটের ভূমিকা অনেক। কেন যেন মনে হল ক্যাম্পাসেই বেশির ভাগ মানুষ। আমার চেনা-জানা অনেকেই ভোট দিয়েছেন, কিন্তু ভোটিং বুথে উপচে ভিড়ের কথা শুনিনি। অনেকে অবশ্য আর্লি-ভোট দিয়েছেন এবার।

ক্যাম্পাসময় প্রচারঃ
প্রায় প্রতিটা রাস্তার উপর চক দিয়ে ওবামা ক্যাম্প থেকে ভোট দেবার কথা লেখা। কিছু উদাহরণঃ "Vote 4Bama", "Gobama", "Barack the Vote", ইত্যাদি। ক্যাম্পাস থেকে শাট্‌ল সার্ভিস দেওয়া হচ্ছে ভোটিং বুথে।

ইলেক্ট্রনিক ব্যালটে অসামঞ্জস্যঃ
প্রাইমারি নির্বাচন এবং মূল নির্বাচন -- এই দুইয়েই টাচস্ক্রিন ব্যবহৃত হলেও কিছুটা তফাতের কথা শুনলাম এই মাত্র। প্রাইমারি নির্বাচনে যাকে ভোট দেবেন, তাঁর নামের উপর স্পর্শ করলে সবুজ রঙ এবং টিক্‌-চিহ্ন দেখাতো। মূল নির্বাচনে নামের উপর স্পর্শ করলে লাল রঙ এবং চেক্‌/ক্রস-চিহ্ন দেখাচ্ছে। অনেক ভোটার এই নিয়ে কিছুটা কনফিউশনে ভুগেছেন।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ম্যাকেইন ভুটায়

auto

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

বন্যা এর ছবি

বেচারা কার্ল রোভের অবস্থা দেখে সত্যিই দুঃখ পেলাম। ওর মুখ দিয়ে এই কথাটা বের হতে যে কত কষ্ট হইসে তা আর বলার মত না! ওর মতে ওবামা শুধু জিতবেই না, ২৭০ এর জায়গায় ৩৩৮ টা ইলেক্টোরাল ভোট পেয়ে নাকি জিতবে। আহারে বেচারা রোভ...
http://politicalticker.blogs.cnn.com/2008/11/04/rove-predicts-obama-landslide/
Karl Rove, the man widely credited with engineering President Bush's two successful White House bids, is out with a new map showing the Illinois senator will take the White House in an Electoral College landslide, winning 338 votes to John McCain's 200. That would be the largest Electoral College victory since 1996, when Bill Clinton defeated Bob Dole in a 379-159 rout.

স্নিগ্ধা এর ছবি

তুই তো দেখি কার্ল রোভের দুঃখে এক্কেবারে মুষড়ে পড়লি !!

যা, নিজের কাজ করগা, যা।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

শত্রুপক্ষের কাছ থেকে পাওয়া সুসংবাদ তো বিরাট সুসংবাদ।
জয় বিরাট হলে তা আরো আরো বেশি আনন্দের।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভোট শেষ হবার সময় (সুত্র: পলিটিকো)

সময় জোন: বাংলাদেশ

প্রথম ধাক্কা - ভোর ৫ টা থেকে ৭ টা

* Georgia
* Indiana
* Kentucky
* South Carolina
* Vermont
* West Virginia
* Virginia
* North Carolina
* Ohio

দ্বিতীয় ধাক্কা - সকাল ৭ টা থেকে ৮ টা

* Connecticut
* Delaware
* Maine
* Maryland
* Massachusetts
* New Jersey
* Tennessee
* Oklahoma
* Arkansas
* Alabama
* Florida
* Illinois
* Mississippi
* Missouri
* New Hampshire
* Pennsylvania
* District of Columbia

তৃতীয় ধাক্কা - সকাল ৮টা থেকে ৯টা

* South Dakota
* Arizona
* Colorado
* Rhode Island
* Louisiana
* Michigan
* Wyoming
* Minnesota
* New Mexico
* North Dakota
* New York
* Texas
* Wisconsin
* Kansas
* Nebraska

চর্তুথ ধাক্কা - সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা

* Iowa
* Utah
* Oregon
* California
* Idaho
* Hawaii
* Montana
* Alaska
* Nevada
* Washington

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

নির্বাচন সম্পর্কে রিপাবলিকানদের নতুন থিওরি পাওয়া গেছে। তাদের মতে গত কয়েকটি নির্বাচনে নাকি বেশি লম্বা প্রার্থীই ভোটে জিতেছে।
বারাক ওবামা যেহেতু ম্যাককেইনের চেয়ে লম্বা সেহেতু...তার নাকি জিতে যাওয়ার সম্ভাবনা বেশি....
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এইটা একটু পুরোন ঘটনা। ইতিহাস অবশ্য এই থিওরী সার্পোট করে। হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

থিওরিতো ভালোই।
যাক আর ৫৭ মিনিট। ফলাফল আসা শুরু করবে।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কি ঘটতে পারে (সুত্র পলিটিকো)

প্রথম ধাক্কা: প্রথম ভোট শেষ হবে পূর্ব ইন্ডিয়ানায়। এখানে ম্যাকেইনকে জিততে দেখা গেলে খেলা জমে উঠতে পারে।

ফ্রড এলার্ট: এরপরে বিভিন্ন এলাকার ফ্রড রিপোর্ট আসতে থাকবে।

ম্যাকেইনের ব্রক্ষ্মতালু গরম: যদি পেনসিলভিনিয়া ওবামার পক্ষে যায় তাহলে ম্যাকেইনের চান্দি গরম হয়ে যাবে। ৪ থেকে ১৪% ভোট পূর্ব যাচাইয়ে পিছিয়ে থাকা ম্যাকেইন পেনসিলভিনিয়ায় সবচেয়ে বেশী সময় খরচ করেছে।

ম্যাকেইনের চচ্চড়ী চুলায়: ওহায়ো (ঢাকা ৬:৩০), ভার্জিনিয়া (ঢাকা ৬:০০), নর্থ ক্যারোলিনা (ঢাকা ৬:৩০), ফ্লোরিডা (ঢাকা ৭:০০) এর কোন একটা ওবামা পেয়ে গেলে বুঝবেন ম্যাকেইন চচ্চড়ী রান্না চলছে।

ম্যাকেইন রান্না খতম: যদি উপরের স্টেটগুলোর দুটো যদি ওবামা জিতে যায়।

সুস্বাদু ম্যাকেইন চচ্চড়ী: ম্যাকেইন জর্জিয়াতে হেরে গেলে। অতিথে কোন একসময় এখানে ম্যাকেইন ২০% পয়েন্টে আগিয়ে ছিল।

ওবামা-গ্রহন: যদি ওবামা পেনসিলভিনিয়া, ওহায়ো এবং ফ্লোরিডা তিনটা একসাথে হেরে যায় তাহলে ওবামার খবর আছে। এক ওয়েবসাইট ঘোষনা করেছে, এটা ঘটলে ওবামার জেতার সম্ভাবনা মাত্র ১০%।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি

- ভাইরে বিশ্বাস করো স্কুল জীবনে উচ্চতর গণিত ও আমার কাছে এতোটা কনফিউজিং লাগে নাই যতোটা আম্রিকান ইলেকশন লাগতেছে! চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রেজওয়ান এর ছবি
রণদীপম বসু এর ছবি

বাংলাদেশ সময় এখন ভোর রাত ৪.০০। চমৎকার একটা সংবাদের আকাঙ্ক্ষা নিয়ে ঘুমাতে গেলাম। কাল আবার অফিস করতে হবে না ? সকাল ৮.০০ টার মধ্যে ঘুম না ভাংলে তো খবর আছে !
শুভরাত্রি ও সুপ্রভাত সবাইকে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

সিএনএনের এক্সিট পোল:

১. নির্বাচনে মূল ইস্যু ছিল অর্থনীতি - ৬২%
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মজার ব্যাপার হচ্ছে আগের নির্বাচনগুলোতে এই এক্সিট পোল নিয়ে বেশী মেতে থাকতো মিডিয়া। সেটা হিতে বিপরীত হতো প্রথমদিকে এগিয়ে থাকা প্রার্থীর জন্য। তাই এইবার মিডিয়া এক্সিট পোল নিয়ে হৈচৈ শুরু করেনি আগেভাগে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রেজওয়ান এর ছবি

২০০৬ সালে সার্ভে নাউ নামে পোলিং কোম্পানি একটি জরীপ করে যদি ম্যাকেইনের সাথে ওবামার ইলেকশন লড়াই হয় তাহলে কেমন হবে। তখন তো ওবামাকে কেউ চিনত না। কাজেই প্রতি স্টেটের ৬০০ ভোটারের কাছ থেকে উপাত্ত পেয়ে এরকম চিত্রই দাড়িয়েছিল:
auto

দু বছর অনেক সময়, এক ইতিহাস রচনা করার জন্যে।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

রেজওয়ান এর ছবি
তানভীর এর ছবি

আর বিশ্বজুড়ে লাইভ ব্লগিং হচ্ছে এখানে।

আমরা কি তবে এখানে ডেড ব্লগিং করতেছি নাকি? চোখ টিপি

= = = = = = = = = = =
ফুল খেলবার দিন নয় অদ্য
ধ্বংসের মুখোমুখি আমরা
চোখে আজ স্বপ্নের নেই নীল মদ্য
কাঠ ফাটা রোদ সেঁকে চামড়া

বন্যা এর ছবি

এদিক ওদিক করে প্রায় ১৮ বছর হয় যাচ্ছে আমার এ দেশে। এরকম উত্তেজনা আর কোন ইলেকশানে দেখেছি বলে মনে পড়ে না। জর্জিয়া রিপাব্লিকান স্টেট, কিন্তু আটলান্টা আবার ডেমোক্রেট, সিভিল রাইটস আন্দোলনের কেন্দ্রবিন্দু, এখানে যে পরিমানে শিক্ষিত কালো দেখা যায় সেটা আমেরিকার অনেক জায়গায়ই দেখা যায় না। আমেরিকার জনসংখ্যার ১২% কালো হলেও জর্জিয়ায় প্রায় ৩০% কালো আর আটলান্টা শহরে কালোর সংখ্যা প্রায় ৬০%। আজকে অফিসে গিয়ে শুধু কালো না, এমনকি সাদাদের মধ্যেও যে উত্তেজনা দেখলাম তা বলার মত না, একটা মিটিং ঢোকার সাথে সাথে এখনও কেন ভোট দিতে যাইনি সেটা নিয়ে হাউমাউ পড়ে গেল। সব দেশের পাবলিকই একইরকম, প্রতিবার আশায় আশায় বুক বাধে...আসলেই কি ওবামা পৃথিবী বদলে দেবে, সে যতটাই লিবারাল বাম হোক না কেন, ক্ষমতায় গেলে মাঝখানে আসতে বাধ্য হবে, সাম্রাজ্যবাদ এবং পুজিবাদের এই শক্ত সিস্টেমটার বাইরে যাওয়া কি এতই সহজ। যে দেশে মধ্যবিত্তদের অল্প কিছু ট্যাক্স ব্রেক দেওয়ার কথা বললে তাকে সোশালিষ্ট বলে গালি দেওয়া হয়, যে দেশে সবার জন্য হেলথ কেয়ারের কথা বললে কমিউনিষ্ট বলে আখ্যায়িত হওয়ার ভয় থাকে, যে দেশে লিবারেল হওয়াটা লজ্জার বিষয়, যে দেশে ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের কথা বললে দেশপ্রেম নষ্ট হয়ে যায়, সে দেশের ক্ষমতায় এসে বোরাক ওবামা কতটা কি করতে পারবে তা আসলেই দেখার বিষয়, সে নিজেও তো এই সিস্টেমেরই অংশ।
সবার উত্তেজনায় পানি ঢেলে দিয়ে থাকলে দুঃখিত,যতই আমি ওবামাকে সমর্থন করে কথা বলি ততই এই ভাবনাগুলো আরও জোড়ালোভাবে চেপে বসে । আশা করি আর কিছু না হোক, কয়েক শ্তাব্দীর নিষ্ঠুর দাসপ্রথা এবং বর্ণবাদ আমেরিকার কালো জনগোষ্ঠীর মধ্যে যে রাগ, ক্রোধ এবং আবিশ্বাসের ভিত্তি তৈরি করেছে এই ইলেকশানের মাধ্যমে অন্তত তার কিছুটা হলেও পরিসমাপ্তি ঘটবে। এভাবেই হয়তো পৃথিবী আগায়...

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

কত কি হবে, কবে হবে এসব নিয়ে ততোটা উদ্বিগ্ন আমরা নই। আমরা সীমাবদ্ধতাকে হিসেবের মধ্যেই ধরছি।
আমরা এসেছি ইতিহাসের সাক্ষী হতে।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

রেজওয়ান এর ছবি

আমরা কি তবে এখানে ডেড ব্লগিং করতেছি নাকি? চোখ টিপি

না এইটা হইতাছে বাঙ্গালীদের মধ্যে। আর ওইখানে বিশ্বের অনেক জায়গা থেকে লোকেরা মতামত দিতাছে।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ধন্যবাদ রেজওয়ান লিংকটির জন্য।
এসএম৩, বাংলাদেশের নির্বাচনের সময় বাচালয়তনটা এরকম একটা পোস্টের মধ্যে বসিয়ে দিতে হবে। তাহলে আড্ডা দিতে দিতে তথ্য পাওয়া যাবে।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

জিজ্ঞাসু এর ছবি

সন্ধ্যা ছ'টা বাজে। ফ্লরিডার এক কোটি বার লক্ষ ভোটারের ৪০ ভাগ আগাম ভোটের সুবিধা নিয়েছে। আজ সারাদিন বিপুল ভোটার সমাগম হয়েছে ভোট কেন্দ্রগুলোতে। এখন মাত্র একঘন্টা বাকি। তারপরও কোন কোন কেন্দ্রে লম্বা লাইন। দিনের বেশির ভাগ সময় রৌদ্রোজ্জ্বল ছিল। ভোটারদের লাইনে প্রত্যাশিতরকম ধৈর্যসহ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কোথাও কোথাও কম্পিউটারের গ্লিচ, বিদ্যুৎ বিভ্রাট, কোথাও কর্মীস্বল্পতার কারণে প্রক্রিয়া ধীরগতি হলেও লোকজনকে অধৈর্য হতে দেখা যায়নি।

যদিও ২৯ দিন আগেই ভোটার নিবন্ধন শেষ হয়েছে তবুও আজও অনেকে এসে ভোটকেন্দ্রগুলোতে জিজ্ঞেস করেছেন তারা আজ ভোটার নিবন্ধন করতে পারবেন কি না।

অনেক স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে সন্ধ্যা ৭ টা থেকে ভোট গণনায় সহায়তা করার জন্য। কম্পিউটারের প্রদানকৃত ভোট কয়েক সেকেন্ডের মধ্যেই যোগ হয়ে যাবে শুধুমাত্র কাগজের ব্যালটে প্রদানকৃত ভোট হাতে গণনা করতে হবে। ভোটের ফলাফল বেশি কাছাকাছি হলে পুনঃগণনা প্রয়োজন হয়, তবে সংশ্লিষ্ট লোকজন মনে করছেন এবার পুনঃগণনার প্রয়োজন হয়তো হবে না। স্থানীয় গণমাধ্যমগুলো প্রায় সবাই সারারাত ধরে নির্বাচনের ফলাফল প্রচারের জন্য তৈরি হয়ে আছে।

ফ্লরিডার মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২৭। এই গুরুত্বপূর্ণ রাজ্যে ৯৯ ভাগ সম্ভাবনা আছে ওবামার জিতে যাবার। অপেক্ষায় থাকুন আগামী কয়েকঘন্টায় কী ঘটে জানার জন্য।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

প্রথম ফলাফল:
ইন্ডিয়ানাতে ওবামা এগিয়ে
ম্যাককেইন ৪৩%
ওবামা ৫৫%

কেন্টাকি (লাল স্টেট) যথারীতি ম্যাককেইনের দখলে
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ম্যাককেইন ৪৮%
ওবামা ৫১%

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি

- ওবামা ৫০% আর ম্যাকু মামা ৪৯% এখন। তবে মাত্র ২% এর হিসেবে। বাড়তে থাকলে দেখা যাক কী হয়!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শিকাগোতে ওবামা পোস্ট ইলেকশন পার্টি দিয়েছে আরো তিন ঘন্টা পর। ষাটহাজার লোক ধারন করতে পারে এরকম একটা পার্কে আয়োজনটা করা হয়েছে। এখনই হাজার হাজার মানুষ চলে এসেছে। ব্যবস্থা করা হয়েছে যাতে বড় টিভি মনিটর ব্যবহার করে মিলিয়ন মানুষ আসলে তাদের ধারন করা যায়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

সিএনএন এইমাত্র টেলিভিশনের ইতিহাসে প্রথম একটা কান্ড করলো। শিকাগো থেকে হলোগ্রামের মাধ্যমে একজন উপস্থাপিকাকে সিএনএনের হেডকোয়ার্টাসে ভারচুয়ালি নিয়ে এলো। যদিও সে আসলে শিকাগোতে।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

সিএনএন প্রজেকশন
যারা জিতবে

ওবামা - (৭৭)
ম্যাককেইন (৩৪)

স্কাই প্রজেকশন
ওবামা (৩)
ম্যাককেইন (১৬)
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

হিমু এর ছবি
সচলে একটা সিম্পল উইজেট বসানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে আমার ব্লগস্পট ব্লগে জুড়ে দিলাম। [hr] হাঁটুপানির জলদস্যু
শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

পোস্টের মূল শরীরে এমএসএনের একটা আছে অবশ্য।
মূল শরীরে মনে হয় দেয়া যায়।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সিএনএন একটা নতুন হলোগ্রাম টেকনলজি ব্যবহার করছে। ত্রিডি মানুষ অফিসে নিয়ে আসছে। পুরো সায়েন্স ফিকশন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অভিজিৎ এর ছবি

হ্যা দেখলাম। স্টারট্রেকের মত বৃত্তাকার একটা জায়গায় ক্যাপ্টেন কার্কের মত খাড়া করালো। অসম্ভবের বিজ্ঞান খুব তাড়াতাড়ি বাস্তবতা পেয়ে যাচ্ছে মনে হচ্ছে হাসি



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

অম্লান অভি এর ছবি

আমি বিনিদ্র ছিলাম না কিন্তু আমার ল্যাপটপ সেছিল আর আমি জেগেছি ক্ষণে ক্ষণে কখন বাজবে ঘন্টা................এমন বিনিদ্র রজনী ওবামা কাটিয়েছে ৬৩৩ দিন। আজ সে নিশ্চিয়ই ঘুমাবেন সম্ভব্য পরিবর্তনের সাথিকে সাথে নিয়ে এই জন্ম ভূমির কোলে শুয়ে তোমার জন্য প্রার্থনার আশায়।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

ধুসর গোধূলি এর ছবি
ধুসর গোধূলি এর ছবি

- এই লিংকটা খুলে রাখা যেতে পারে ডিটেইল স্ট্যাটিস্টিক্যাল ফিগারের জন্য। এখানে কোনো উইজেট পেলাম না।

http://edition.cnn.com/ELECTION/2008/results/president/
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হিমু এর ছবি

এখানে একটা স্লাইডশো আছে ভোটারদের নিয়ে।


হাঁটুপানির জলদস্যু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

প্রজেক্টেড
ম্যাকেইন ৩৪
ওবামা ৭৭

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি

- সিএনএন কে তার এইরম-সেইরম ক্রুসহ নিজের কম্প্যুমনিটরে ফিট করার জন্য এই লিংকে ঠোকা দেয়া যেতে পারে।

লাইভ সিএনএন
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ইশতিয়াক রউফ এর ছবি

পেনসিলভেনিয়া ওবামার!!

এবার শুধু বুশের জেতা একটা স্টেট ওবামার ঘরে যাওয়া দরকার!!

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

তাই নাকি! হুররে...কোথায় বললো
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

জ্বিনের বাদশা এর ছবি

তাই নাকি? কাদের রেজাল্ট? সিএনএন তো কিছু কইতেছেনা!! মন খারাপ
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

হিমু এর ছবি

ওবামা ৮১, ম্যাকেইন ৩৯!

পপিউলার ভোটে ওবামা ৫২%, ম্যাকেইন ৪৭%।

আচ্ছা, সারাহ প্যালিনকে সচলের একটা সাম্মানিক সদস্যপদ দেয়া যায় না দেঁতো হাসি ? তাহলে অ্যাট লিস্ট কয়েকটা সচলসম্মিলনে তো আসবে চোখ টিপি


হাঁটুপানির জলদস্যু

জ্বিনের বাদশা এর ছবি

স্টেট ওবামা ম্যাক্কু
ওহাইও ৬২ ৩৭
নর্থ ক্যারো ৫৯ ৪১
ফ্লোরিডা ৫৪ ৪৬
টেক্সাস ৫৪ ৪৫ (আসলেই !! হো হো হো
ভার্জিনিয়া ৪৩ ৫৬ (হাতছাড়া মনে অয়)
ইন্ডিয়ানা ৫২ ৪৭ (গেছে মন খারাপ)

গো গো ওবামা!!!
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

তানভীর এর ছবি

ওবামা- ১০৩
ম্যাককেইন- ৩৪
সূত্র- এবিসি

সিএনএন এখনো ৭৭ দেখায় ক্যান বুঝলাম না!

= = = = = = = = = = =
ফুল খেলবার দিন নয় অদ্য
ধ্বংসের মুখোমুখি আমরা
চোখে আজ স্বপ্নের নেই নীল মদ্য
কাঠ ফাটা রোদ সেঁকে চামড়া

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

এগুলো বেশিরভাগই টিভি নেটওয়ার্কগুলোর নিজস্ব প্রজেকশন।

-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

তানভীর এর ছবি

হ্যাঁ, কিন্তু এরা কনফার্ম না হয়ে প্রজেক্টেড উইনার জানায় না।

= = = = = = = = = = =
ফুল খেলবার দিন নয় অদ্য
ধ্বংসের মুখোমুখি আমরা
চোখে আজ স্বপ্নের নেই নীল মদ্য
কাঠ ফাটা রোদ সেঁকে চামড়া

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

মূল পোস্টে এনবিসি'র উইজেট আছে: সেখানে কিন্তু বেশ ভালো প্রজেকশন দেখা যাচ্ছে...

১০৩ ওবামা
৩৪ ম্যাককেইন
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

জিজ্ঞাসু এর ছবি

রাত সাড়ে আটটা বাজে। সাউথ ফ্লরিডায় এখনও কোন কোন ভোটকেন্দ্রে ভোটারদের লাইন শেষ হয়নি যদিও আটটায় ভোট গ্রহনের সময় শেষ হয়েছে। এখনও ভোট গ্রহণ চলছে এখানে।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

স্কাই ইতোমধ্যে ধরে নিয়েছে শিকাগোতে বিজয় উৎসব হচ্ছে....তারা ২৭৬টা ই.ক. ওবামাকে দিয়ে দিয়েছে....
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

পথে হারানো মেয়ে এর ছবি

আমি তো লোকাল চ্যানেলে দেখি-
ওবামা ১০২
ম্যাককেইন- ৪৯

হযবরল এর ছবি

পেনসিলভানিয়া জেতা মানেই হোয়াইট হাউসের পথ পরিষ্কার হওয়া ইতিহাস সেটাই বলে। পেনসিলভানিয়া জিতে গেছেন ওবামা।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

সিএনএন প্রজেকশন
ওবামা ১৭৪
ম্যাক ৪৯

-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

তানভীর এর ছবি

সিনেটে ডেমোক্রাটরা রিপাবলিকানদের দখলে থাকা ৪ টি আসনে বিজয়ী হয়েছে। আগের ৫১ +৪= ৫৫ এখন (যদি আগেরগুলা ধরে রাখতে পারে আর কি)। লিবারম্যানকে ঝাটা মারার টাইম হইছে দেঁতো হাসি

= = = = = = = = = = =
ফুল খেলবার দিন নয় অদ্য
ধ্বংসের মুখোমুখি আমরা
চোখে আজ স্বপ্নের নেই নীল মদ্য
কাঠ ফাটা রোদ সেঁকে চামড়া

ইশতিয়াক রউফ এর ছবি

MSNBC এই মাত্র ওহায়ো ওবামার পক্ষে কল করলো!

ব্যাস, বাকিটা শুধুই আনুষ্ঠানিকতা। ভার্জিনিয়া হেরে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ফ্লোরিডা আর নর্থ ক্যারোলিনা মনে হয় ওবামার পক্ষে যাচ্ছে। ভার্জিনিয়ায় পিছিয়ে পড়ার একটা সম্ভাব্য কারণ আর্লি-ভোটিং না থাকা।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ওবামা ওহায়ো পেয়ে গেছে। (স্কাই)
সুতরাং নীলদের বিজয় নিশ্চিত হয়ে গেল

-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

জ্বিনের বাদশা এর ছবি

ওবামাকে বিজয়ী ঘোষনা করলাম

এবিসি দেখাচ্ছে ওবামা ১৯৫, ম্যাক্কু ৯০
এখনও ওবামার কনফার্ম চারটা ওয়েস্ট স্টেট বাকী আছে
ক্যালি (৫৫), ওয়াশিংটন (১১), ওরেগন (৭), হাওয়াই (৪) -- টোটাল ৭৬

১৯৫ যোগ ৭৬ = ২৭১

OBAMA WINS চলুক
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ফকির ইলিয়াস এর ছবি

ফক্স ফাইভ নিউজ -
ওবামা - ২০০
ম্যাকেইন - ৯০

পথে হারানো মেয়ে এর ছবি

ওবামা- ২০০
ম্যাককেইন- ১৩০

তুলিরেখা [অতিথি] এর ছবি

জিতে গেছে এএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএ
ঈঈঈঈঈঈঈঈঈই।
হো হো হো)হাসি)
হো হো হো)হাসি)হো হো হো

ফরিদ এর ছবি

বিবিসিতে একজন কইল

Third millennium starts tonight! Slavery is finally abolished in America.

আমি কই, স্লেভারী গেসে, গাধার খা|টুনী আইয়া পড়সে

অচল আনি@বারাক এর ছবি

IOWA(7)- OBAMA-202
UTAH(5)+West Virginia(5) -McCain-80
ABC Live...

হযবরল এর ছবি

দূর্দান্ত পলিটিক্যাল একটা ব্লগ এ্যাম্পটুন

ফকির ইলিয়াস এর ছবি

ওবামা- ২০৭
ম্যাক - ১৩৫

কল্পনা আক্তার এর ছবি

সিএনএন নিউজ

ওবামা - ২০৭
ম্যাকু - ৯৫

.....................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

সৌরভ এর ছবি

২৮৪-১৪৫
এবিসি নিউজ বারাক ওবামা কে প্রোজেক্টেড ফলাফলে প্রেসিডেন্ট ঘোষণা দিয়ে ফেলেছে


আবার লিখবো হয়তো কোন দিন

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ওবামা ২৯৭
ম্যাক ১৪৫

-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

জিজ্ঞাসু এর ছবি

কাল সকালে আসল খবর পাব। আজ এ পর্যন্তই। চিয়ারস্ ফর ওবামা।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

সৌরভ এর ছবি

এখন জন ম্যাকেইন তার ভাষন দিচ্ছেন। এইমাত্র অভিনন্দন জানালেন বারাক ওবামা কে।
http://abcnews.go.com/video/playerIndex?id=6046305


আবার লিখবো হয়তো কোন দিন

ফরিদ এর ছবি

এই প্রথম মাক্কুরে দেখলাম ওবামারে সরাসরি সম্মান জানাতে, এর আগ পর্যন্ত শুধু কালু মামারেই দেখতাম ধলা নানার প্রশংসা করতে।

হিমু এর ছবি

তওবা কইরা বল কেলাডা চার ম্যাকেইন্যারে তওবা কইরা বল কেলাডা চার ...।

আর কিছুদিন পরই হোয়াইট হাউস ছাগুমুক্ত হতে যাচ্ছে। দীর্ঘ আট বছর পর কোন বুদ্ধিমান মানুষ সেখানে প্রেসিডেন্টের গদ্দিতে বসবেন।

এই শুভলগ্নে বুশের প্রতি রইলো তীব্র ঘৃণা। আশা করি সে তার মাথাটি নিজের হোগা থেকে বার করে নিয়ে হেঁটে হেঁটে ওয়াশিংটন ডিসি থেকে টেক্সাসে তার গোয়ালঘরে ফিরতে পারবে।


হাঁটুপানির জলদস্যু

রেজওয়ান এর ছবি

যাওয়ার সময় যেন তার কুত্তাটারে নিয়া যায়।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্বাচন ইতিহাসে মানব সভ্যতার অগ্রগতির এক উজ্জ্বল ধাপ হিসেবেই চিহ্নিত হবে।
মার্টিন লুথার কিং যে স্বপ্নের বীজ বুনেছিলেন তা আজ মহীরুহে পরিণত হলো।
গণতন্ত্র, সমতা আজ এক নতুন অর্থ পেলো।
ইতিহাসের এই গড়ে ওঠার ক্ষণটিকে যারা প্রত্যক্ষ করলেন তাদের হৃদয়ে নিশ্চই এই ঘটনা এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে।

সাথে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ইশতিয়াক রউফ এর ছবি

অসামান্য দুটো ভাষণ দেখলাম।

৪ বছর ধরে ওবামার রাজনৈতিক ক্যারিয়ার অনুসরণ করছি।

২ বছর ধরে সবার সাথে ওবামার হয়ে ঝগড়া করে চলেছি সবার সাথে।

অনেক পূর্ণ লাগছে। স্বপ্নের শেষ এখানেই, বাস্তবের শুরু। পৃথিবীর নেতা হিসেবে ওবামার দিন শুরু সামনে। স্মরণকালে এতটা একপেশে বৈশ্বিক সমর্থন আর কেউ পেয়েছেন বলে মনে পড়ে না।

বিশেষ ধন্যবাদ বিগ-সি'র কাছে এই পোস্টের জন্য। ব্লগিং-এর রূপ ও গতি তুলে ধরার জন্য অসাধারণ একটি উদ্যোগ ছিল।

দৃশা এর ছবি

"victory is a chance for change"
চাচা এইবার আপানার চেইঞ্জ আনা দেখার অপেক্ষায় থাকলাম। দেঁতো হাসি
----------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

পলাশ দত্ত [অতিথি] এর ছবি

হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :) হাসি :)

জ্বিনের বাদশা এর ছবি

বিগ সি-কে বিগ হাততালি
চমৎকার আইডিয়া ...
পোস্টটা ইউএস ইলেকশনকে অনেক বেশী উপভোগ্য করে তুলেছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

অভিজিৎ এর ছবি

হ্যা, শোহেইলকে বিগ হাততালি দিতেই হবে। সারা রাত ধরে উৎকন্ঠায় ছিলাম। সচলায়তনে চোখ বুলাচ্ছিলাম, বিশেষত ইশতিয়াক রউফ-এর মন্তব্যটার মর্ম আমি বুঝতে পারছিলাম খুব ভা ল ভাবেই। ওবামার হয়ে ঝগড়া কি আমিও কম করলাম? একবার ওবামার এক্সেপ্টেন্স স্পিচ নিয়ে একটা পোস্ট দেওয়ায় এক দেশ দরদীর উত্থান ঘটে গেল। আমারে কইলো ওবামা নিয়া নাবভাইবা দেশ লইয়া ভাবতে। কি আর বলব,একখন আমারো অনেক ভাল লাগছে।

স্বপ্নের শেষ এখানেই, এর পর থেকেই বাস্তবের শুরু। আমেরিকার বিরাট কিছু পরিবর্তন হবে বলে মনে হয় না, তবে শুরু টা তো হতে পারে। আপাততঃ একটাই দাবী - কালো মানুষের গানটা যেন আপনি কান পেতে শোনেন। কুন্তা কিন্তে জংগলে , রোসা পার্কস , এলিজাবেথ একফোর্ড , জোসেফ ম্যাকনেইল, এজেল ব্লেয়ার জুনিয়র, ফ্রাঙ্কলিন ম্যাককেইন এবং ডেভিড রিচমান্ড দের যেন আমরা ভুলে না যাই। ভুলে না যাই মার্টিন লতথার কিং সহ অন্যান্যদের কথা যারা কালো মানুষদের অধিকার রক্ষায় প্রাণ দিয়েছিলেন। ফরিদের এ লেখাটা খুবই গুরুত্বপূর্ণ।



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।