দেশান্তরী প্রজাপতির ডানায় সারসের দেশে

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: মঙ্গল, ০৯/০৭/২০১৩ - ৪:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

IMG_6455

আজ কাক ভোরে ঘুম ভেঙ্গেছে অ্যালার্মের যন্ত্রণায়, তাও ভারী আড়াই ঘণ্টা ঘুমের পরপরই, নিদ্রাদেবীর সঙ্গী হবার আগে আকাশ যেমন নীলাভ উত্তুরে বিষণ্ণতায় ছেয়ে ছিল ভোরেও এমন কোন তারতম্য হয় নি কেবল নীলের জায়গা খানিকটা সোনা রঙে রাঙানো বাদে। বাসা থেকে গাড়ী করে সোজা হেলসিংকি বন্দরে যেয়ে গাড়ী এবং বন্ধু স্টেফান সমেত জাহাজে করে কয়েক ঘণ্টায় বাল্টিক সাগর পেরিয়ে এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে নেমে সোজা চতুস্পদ ছুটিয়ে শদুয়েক কিলোমিটার দূরের তারতু শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু। অদেখা সেই অঞ্চলের বন, হ্রদ, বাদাতে মনের সুখে পাখি দেখার এবং প্রকৃতি সম্ভোগের ইচ্ছা আজ, কাল, পরশু।

ক্ষুদে দেশ এস্তোনিয়ার প্রকৃতি ফিনল্যান্ডের চেয়ে অনেক অনেক আলাদা, বিশেষ করে বাল্টিক সাগরের এপারে হওয়ায় আবহাওয়া উষ্ণ থাকে, গ্রীষ্মকাল মুখরিত থাকে ঝিঝিপোকাসহ হাজার প্রজাতির পতঙ্গের ছন্দবদ্ধ কলতানে, তাদের টানেই এসে হাজির হয় লাখো লাখো পাখি। যাদের বিশাল অংশ সাইবেরিয়া যাবার পথে কয়দিন থেমে খেয়ে-জিরিয়ে ফের চলে যায়, আর অনেকে থেকে যায় পুরো গ্রীষ্ম জুড়ে। আর সবচেয়ে বেশী দেখা মেলে ধলা মাণিকজোড় ( সাদা সারস)-এর, প্রায়ই বৈদ্যুতিক পোল না হয় পরিত্যক্ত চিমনীর উপরে জাকিয়ে বসে ছানা লালন-পালন করে, সাধারণত বিশাল আকৃতির বাসাটি তৈরি হয় কয়েক বছর ধরে, কারণ দুর্ঘটনার শিকার না হলে মাণিকজোড় দম্পতি একই বাসায় বারবার ফিরে আসে।

IMG_6452

হাইওয়ে ধরে যাবার পথে একবাসাতে তিনটি ধলা মাণিকজোড়ের ছানা দেখে কৌতূহল ভরে দাঁড়ানো হল, ভাগ্যিস দাঁড়িয়েছিলাম! কয়েক মুহূর্তের মাঝেই তাদের অভিভাবক ( বাবা অথবা মা) গলা ভর্তি জল নিয়ে এসে তা উগরে উগরে পালাক্রমে তিনজনকে পান করাল! এমন অপূর্ব দৃশ্য চাক্ষুষ করি নাই আগে, মাণিকজোড়দের বাচ্চাকে ব্যাঙ বা পোকা খাওয়াতে দেখেছি কিন্তু জল দান করার বিস্ময়কর দৃশ্য এইই প্রথম, সাথের ভিডিও বা ক্যামেরার আওতার মাঝে ছিল না বিধাই আপনাদের সাথে ভাগাভাগি না করে এই যাত্রা দূরবীনে চোখ লাগিয়েই দেখতে হল!

বেশ নেশা লাগানো পরিবেশ, তেপান্তরের মাঠের মত সবুজ গালিচা চলে গেছে দূরের বনকে স্পর্শ করে আরও দূরে অসীমের পানে, ছোপ ছোপ রঙিন বুনো ফুলে ফুলে ভরে গেছে পথের দুই ধার, ফুলের মালিক ঝোপগুলো বেশ বড়সড়, মাঠের ঘাসের মত লকলকে নয়, বরং শক্তপোক্ত।

IMG_6461

হাজার হাজার প্রজাপতি শ্রী বৃদ্ধি করছে রূপকথার হীরে-পান্নার মত। সবুজ এক জাতের দেখা মিলল তারা সার বেঁধে কাদা থেকে প্রয়োজনীয় খনিজ আহরণে ব্যস্ত, পাশেই ক্ষুদে জাতের কয়েকটা।

IMG_6557

রঙ ঝলমলে এক জোড়া বিশেষ প্রজাপতি উড়ে গেল, তারা এসেছে সুদূর আফ্রিকা থেকে, অদ্ভুত ব্যাপার হচ্ছে তাদের এক প্রজন্ম কিন্তু আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত আসতে পারে না, এর মাঝে তারা মারা যায় ডিম রেখে, সেই ডিম ফুটে বেরোনো কদর্য শুঁয়োপোকা বর্ণীল প্রজাপতিতে রূপান্তরিত হয়ে আবার পাড়ি জমায়, কী অসাধারণ রকমের অদ্ভুত জীবনচক্র!

IMG_6486

আমাদের নিজেদের জীবনই কী কম অদ্ভুত! সেই যে মহামতি কার্ল স্যাগান বলেছিলেন প্রজাপতি বাঁচে মাত্র ৩ দিন কিন্তু সেইটাই তার কাছে অনন্ত কাল, মানুষের জীবনও তাই, আসলেই অতি সংক্ষিপ্ত।

IMG_6535

পথের দূরের একরত্তি পালক যেন নড়ে উঠল, দূরবীনে ফোকাস করতেই মহা উল্লাসে শাপশাপান্ত করে বসলাম, রাস্তা পার হচ্ছে ঝুঁটিওয়ালা সুদর্শন পাখি উত্তুরে টিটির ছানা! এই পাখি বাংলাদেশেও যায় শীতকালে, কিন্তু তার ছানা দেখার সৌভাগ্য আগে হয় নি, তাই কষ্ট করে ফ্রেমবন্দী করতে হল ।

IMG_6507

IMG_6499

মেঠোপথে আরও একাধিক জায়গায় দেখা হল দলবদ্ধ প্রজাপতির পাখা মেলার সাথে, স্টেফান বুদ্ধি দিল সেই পানিতে তরল বর্জ্য বিসর্জন করতে, তার ফলে নানা ধরনের খনিজ বিশেষ করে লবণের পরিমাণ বৃদ্ধি পেলে প্রজাপতিরা নাকি আরও ঝাঁকে ঝাঁকে আসবে! সেই কাজও করা হল সুযোগ বুঝে, যদিও ফলাফলের জন্য অপেক্ষা করা সম্ভব হল না, প্রথম কারণ বিটকেল ধরনের একটা পোকা যা কিনা রক্ত পর্যন্ত চুষে নেয় যত্রতত্র বসে পড়ছে, মহা বিরক্তিকর,
IMG_6467

আর আসল কারণ, যেতে হবে দূরের বিখ্যাত আর্তলার বাদা দেখতে-

IMG_6447

( কী, লেখাটা ছোট হয়ে গেল? বর্ণনা কম ! রাতও বেশ হয়ে যাচ্ছে যে এদিকে, প্রায় ২টা বাজে, সকালে ফের বাদায় যেতে হবে পাখিদের সাথে আড্ডা দেবার জন্য ! কাজেই পরের লেখায় পুষিয়ে দেব, কী বলেন?

পথের মাঝখান থেকে শুভেচ্ছা।

সচল থাকুন, সচল রাখুন। )


মন্তব্য

শিশিরকণা এর ছবি

আগে দিনে একটা পোস্ট আসতো আর এখন বেলাবেলি আসতেছে। আপ্নে পারেনও! এত ছটফট করে দেখলে হপে? একটু সময় নিয়ে উপভোগ করবেন না?

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

তারেক অণু এর ছবি

উপভোগ বেশী করছি বলেই তো ভাগাভাগাই করলাম ! পারলে ভিডিও ব্লগ দিতাম ঘণ্টায় ঘণ্টায় চোখ টিপি

সত্যপীর এর ছবি

ভিডিও ব্লগ দিলে কোক খাওয়ামু চাল্লু

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি

ঠিক? ইমানে?

সত্যপীর এর ছবি

ইমান দুর্বল মিয়াভাই. চরম উদাসের মতই তেঁতুল সামনে নিয়া টেস্ট করে দেখসি লালা ঝরে না মন খারাপ

তবে কোক ঠিক পাইবেন.

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি

সাথে কেকের এন্তেজাম রাইখেন !

মেঘা এর ছবি

টিটির বাচ্চাটা খুবই কিউট। পছন্দ হয়েছে। লেখা পড়তে ভাল লেগেছে। আরও ছবি আর আরও বড় লেখা দিও এই ভ্রমণের।

শুভ কামনা।

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

তারেক অণু এর ছবি

আজকেও নতুন কিছুর ছানা পাব আশা করি

বেচারাথেরিয়াম এর ছবি

যাচ্ছেন কখন, লিখতেছেন কখন আর আপাচ্ছেন কখন সব থেকে বড় কথা ঘুমাচ্ছেন কখন? আমিতো ফেসবুকে পর্যন্ত ছবি আপ দিতে পারিনা আইলসামির জন্য।
কিভাবে পারেন, ম্যান!!! কস্কি মমিন!

তারেক অণু এর ছবি

ইয়ায়ায়ায়া, হেব্বি একখানা ঘুম দিলাম দেঁতো হাসি

নিরীহ মানুষ    এর ছবি

আপনে ভাই একটা আলামত

তারেক অণু এর ছবি

কেয়ামতের শয়তানী হাসি

মসীলক্ষণ পণ্ডিত এর ছবি

ধলা মানিকজোড়ের বাচ্চাদের জল খাওয়ানোর দৃশ্য মনে মনে কল্পনা করে নিলাম, বাস্তবে নিশ্চই তা শতগুণ সুন্দর ! কয়েকবার পাখি মায়ের তার ছানাদের ঠোঁটে করে খাবার খাওয়াতে দেখেছি । ধলা মানিকজোড়ের মধ্যে কোন যৌন দ্বিচারীতা নেই জেনে দারুণ লাগলো ! দেঁতো হাসি
সবুজ প্রজাপতিগুলোকে কেমন লেটুস পাতার মতো দেখাচ্ছে ! উত্তুরে টিটি-ছানাটি কি তুলতুলে !

তারেক অণু এর ছবি

ধলা মানিকজোড়ের মধ্যে কোন যৌন দ্বিচারীতা নেই অ্যাঁ এই কথা কে বলেছে?

অতিথি লেখক এর ছবি

জবাব নাই, কোনই জবাব নাই - কি ছবির, কি লেখার। যেমন হওনের কথা আর কি! গুরু গুরু
- একলহমা

তারেক অণু এর ছবি
কৌস্তুভ এর ছবি

মাছিগুলো এট্টু ভালো করে কাজ করতে পারল না?

অনার্য সঙ্গীত এর ছবি

মাছিগুলোকে খাইতে না দিয়ে তাড়ায় দেয়াটা কি ঠিক হইল? প্রকৃতির সন্তানকে অভুক্ত রাখার মতো নৃশংস আর কী হইতে পারে?

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

তারেক অণু এর ছবি

হ , মাইর একটাও মাংসে পড়বে না, সব হাড্ডিতে

তারেক অণু এর ছবি

ক্যান! মাছি তোমার বন্ধু নাকি! খুইব পাজী বজ্জাতগুলো

সাক্ষী সত্যানন্দ এর ছবি

পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

তারেক অণু এর ছবি
সাক্ষী সত্যানন্দ এর ছবি

ইয়ে, মানে...

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ফেসবুকের ছোট একটা গ্রুপে আপনার কথা ভেবে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। এখন স্টর্কের ছবি দেখে পাঠকদের কথা ভেবে সেই স্ট্যাটাসটা এখানে তুলে দিলাম।

"এইদফা Quzhou থেকে Taizhou গিয়েছিলাম বাসে করে। পাঁচঘন্টার পথ। পথের ডানপাশে চু নদীর ছোট শাখা বার বার বাঁক খেয়ে গেছে বা ছোট খাঁড়ি ঢুকে পড়েছে। কোথাও কোথাও অক্সবো। নদীর তীর নিচু, পানি অগভীর, তীরভর্তি নুড়ি পাথর। রাস্তার পাশ থেকে নদী বা কোথাও পাহাড়ের কোল পর্যন্ত ফসলের ক্ষেত। ধানই বেশি, তবে গম, কচু, পদ্ম আর অন্য সবজির ক্ষেতও আছে। কোন কোন ক্ষেতে আমাদের দেশী গরুর মতো শীর্ণদেহী গরু চরে বেড়াচ্ছে।

ক্ষেত, নদী আর পাহাড়ের পাদদেশ জুড়ে সাদা হেরন আর স্টর্কের মতো ওয়েডারের দল। কানি বকের সাইজেরটার পিঠের রঙ আমাদেরটার মতো ধুসর নয়, ধবধবে সাদা। কিংস্টর্কের গলাটা কেমন যেন দুইটা হাঁটুর মতো ভাঁজখাওয়া। হোৎকা হেরনটার গায়ের যেখান থেকে গলাটা শুরু হয়েছে সেখানে আবার কমলা রঙের একটা ছোট ঘাগড়া রয়েছে। আকারে রিঙের মতো হলে মেখলা বলতাম, কিন্তু এটা গলার দিকের কড়া রঙ থেকে গায়ের দিকে হালকা হয়ে গেছে তাই ঘাগড়া বললাম। ছোট বড় সব ওয়েডারের সাথে গরুদের বেশ ভাব আছে দেখলাম।

দুয়েকটা গেরস্থ বাড়ি থেকে মুরগীর দলকে বের হতে দেখলাম। এই মুরগীগুলো স্বাস্থ্যবান হলেও ফুজিয়ানের মুরগীগুলোর মতো বুকফোলানো নয়। চড়ুইগুলো আমাদেরগুলোর মতো, জিয়াঙসুর চড়ুইয়ের মতো হোৎকা নয়। কাক-চিল বা কোন স্ক্যাভেঞ্জার চোখে পড়লো না।"


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

স্যাম এর ছবি

ছবি কো?

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আমার ক্যাম্রা নাইক্কা।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তারেক অণু এর ছবি
স্যাম এর ছবি

অণুদাকে একটা স্পেশাল এওয়ার্ড দেয়া উচিত - এত চিত্তাকর্ষক ব্যাপারস্যাপার নিজে দেখে আবার আমাদের জানানোর জন্য, যে সময়টায় আপনি ইচ্ছে করলে আমার মত রেস্ট নিতে পারতেন - সে সময়টা নিশ্চয়ই সচলায়তন এর পাঠকদের কথা মনে হয় আর দারুণ দারুণ লেখা আসে - কৃতজ্ঞতা!

প্রজাপতি পাগল এক বন্ধুর সাথে শেয়ার করলাম - --

তারেক অণু এর ছবি

প্রজাপতির ছবি আরো আসিতেছে

তারেক অণু এর ছবি

নাহ, চায়না যেতে হবে আবার, আপনাকে সাথে নিয়ে

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আমি চীনে যাই পেটের দায়ে, আর আপনি যেতে চান বেড়াতে। এই দুইজনের কম্বিনেশন কি সুবিধার হবে?


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

স্যাম এর ছবি

আমাদের অসুবিধা নাই - চীন দুইজন দুইভাবে দেখে ২ রকম লিখবে - এক যাত্রায় দুই ফল খাব চোখ টিপি

তারেক অণু এর ছবি

মস্করা হচ্ছে গরীবকে নিয়ে?

মনি শামিম এর ছবি

কি সুন্দর সব ছবিরে অণু! শোন, বাঁধনরা তো আসছে এই ষোল তারিখে, তুই এদিকে আসবি এর মাঝে?

তারেক অণু এর ছবি

কাবাবমে হাড্ডি হবার দরকার কী আমার শয়তানী হাসি

নীড় সন্ধানী এর ছবি

সবুজ জাতের কাদাখুঁচানো প্রজাপতির সারি দেখে বরইপাতা মনে করছিলাম প্রথমে খাইছে

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তারেক অণু এর ছবি

হা হা

মইনুল রাজু এর ছবি

পরের লেখার দিকে নজর রাখলাম। দেখবো কত বড় লেখেন। দেঁতো হাসি সবুজ প্রজাপতির গায়ের রঙতো দেখি দারুণ প্রাকৃতিক। চলুক

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

তারেক অণু এর ছবি

পুরাই

অতিথি লেখক এর ছবি

‌ছবি বর্ণনা অস্সাধারণ!

সিরাজুল লিটন

তারেক অণু এর ছবি
তানিম এহসান এর ছবি

প্রথম ছবিটা জটিল! ঘুরেন, লিখেন, লিখা দিতে থাকেন আর আমরা আপনার সাথে সাথে উড়ে বেড়াই।

তারেক অণু এর ছবি

লন যাই

খেকশিয়াল এর ছবি

সারস পাখি বারোটা
ডিম পেরেছে তেরোটা
একটা ডিম নষ্ট
সারস পাখির কষ্ট

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তারেক অণু এর ছবি

কষ্ট হবে না যদি সৎ কাজে মানে এরশাদ, গো আ, মাহমুদুরের জন্য ব্যবহার করে

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

মামুন হিমু এর ছবি

উত্তম জাঝা! গুল্লি হাততালি

তারেক অণু এর ছবি
কামরুল ইসলাম এর ছবি

চলুক চলুক

তারেক অণু এর ছবি
আয়নামতি এর ছবি

ভিডিও ব্লগ দেয়ার ব্যাপারে ভোট দিলাম। জ্বলতেই যখন হচ্ছে তখন ছারখার হইনা ক্ষতি কী দেঁতো হাসি

তারেক অণু এর ছবি
প্রৌঢ় ভাবনা এর ছবি

অ, প্রথম ছবিতে ঐ বড়সড় পলগাদাটি তাহলে মানিকজোড়ের বাসা ! চলুক

তারেক অণু এর ছবি

ঠিক !

অতিথি লেখক এর ছবি

এত ঘুরাঘুরি করেন পা ব্যাথা করে না চিন্তিত খুব সুন্দর গুরু গুরু
ইসরাত

তারেক অণু এর ছবি

করে না আবার ! কিন্তু না ঘুরলে আর বেশী করে, পা না, মাথা!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।