দাওয়াত ছিলো লেকের পাড়ে বাদামের, কেমনে হলো কাবাবেরঃ একটি সচলাড্ডা

উদ্ভ্রান্ত পথিক এর ছবি
লিখেছেন উদ্ভ্রান্ত পথিক [অতিথি] (তারিখ: বুধ, ০২/১২/২০০৯ - ১০:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গত সোমবার বিকালে খোমাখাতা মারফত জানতে পারলাম সন্ধ্যা সাড়ে ৬টায় ধানমন্ডি লেকের পাড়ে জিয়া চত্তরে সচলাড্ডা হবে। প্রায় ১১বছর ধানমন্ডিতে থেকেও আমি চিন্তা কল্লাম জিয়া চত্তরটা কই? তো চিন্তা বাদ্দিয়া ৬:৩০-এ রাইফেলস স্কয়ারে গিয়ে এনকিদু ভাইরে ফোন দিলাম। উনিও দেখি চিনে না জিয়া চত্তরটা কই! তো যা বুঝলাম সাড়ে ৬টায় আসাটা বৃথা হইছে ৭টার আগে কেউ আসতেছেনা!তবে খুব একটা ক্ষতি হয় নাই কারণ রাইফেলস স্কয়ারের পরিবেশ তখন নয়নাভিরাম এবং মনোরম হয়ে উঠছে! আমিও তা উপভোগ করতে লাগলাম দেঁতো হাসি. এই সময় সিমন ভাই ফোন দিয়া জানাইলো উনারা আসছেন আমি যেনো রাস্তার উলটা দিকে আইসা পড়ি মন খারাপ

আড্ডায় গিয়ে দেখলাম শাহেনশাহ, এনকিদু , সবজান্তা, সবুজ বাঘ,নজু ভাই, নুপূর ভাবী, ভাবীর বন্ধু জামি ভাই,দুষ্ট বালিকা উপস্থিত। সেখানে অবশ্য সবজান্তা নিজেকে নিবিড় বলে দাবি করলেন। এর আগের সচলিফতারিতে বিডিয়ার নিজেকে নিবিড় বলে দাবি করছিলেন! সবাই কেন নিবিড় হইতে চায় চোখ টিপি

কিছুক্ষনের মধ্যে আনিস ভাই এবং পান্ডবদার উপস্থিতিতে আড্ড জমে উঠে। কিন্ত মশা আমাদের ওখান থাকতে দিলোনা। এজন্যে পা হেটে আমরা স্টার কাবাবে রওনা দিলাম। এখন আর কথা না বেশি না বলে কিছু ছবি দিলাম দেঁতো হাসি ( আমার জন্যে লেখালেখিটা বড়ই কঠিন কাজ মন খারাপ )

১. লেকের পাড়ে ভালমতো একটা ছবি তুলতে পারছি।

২.এনকিদু ভাই এর হিরো পোস দেঁতো হাসি

৩. গভীর মনোযোগের সাথে মেনু বিশ্লেষন চলতেছে!!

৪. দুষ্ট বালিকা ছবি তুলছেন

৫. খাওয়ার প্রতীক্ষা!!

৬. ফ্রাই ডিম নাকি ডিম ফ্রাই এই নিয়া গবেষণা চলতেছে!

৭. শাহেনশাহ

৮. আনিস ভাই চিন্তা করতেছেন!!

৯. এনকিদু ভাবতেছেন খাওয়ার পর বাসন মাজা লাগবে নাতো খাইছে

১০. খাওয়াদাওয়া দেঁতো হাসি

১১. আবারো এনকিদু

১২. সচল-সচলাগণ

১৩. নুপূরভাবী ও দুষ্ট বালিকা

১৪. পান্ডবদা

১৫. গ্রুপফটু ( সবাইরে আনতে পারি নাই মন খারাপ প্রাইম লেন্সে এই এক সমস্যা )

*শিরোনামটার জন্যে টুটুল ভাইকে ধন্যবাদ হাসি


মন্তব্য

গৌতম এর ছবি

আমারে কেউ জানায় নাই। সবাইরে মাইনাস। গণহারে মাইনাস।

আপনার ছবিগুলো দুর্দান্ত হয়েছে। শুধু আপনারে প্লাস। হাসি

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

ধন্যবাদ হাসি

---------------------
আমার ফ্লিকার

নুপুর এর ছবি

আমি আপনাকে ফোন দিসি।আপ্নি না ধরলে কার দোষ??

গৌতম এর ছবি

আপনার নিজের নম্বর থেকে ফুন দিসিলেন? চোখ টিপি

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নৈষাদ এর ছবি

দীর্ঘশ্বাস ফেলে দেখলাম...। ৪ নং ছবিতে লাল শার্ট অথবা টিশার্ট পরা (১৫ নং গ্রুপফটোতে নজরুল ভাই-ভাবীর পেছনে দাঁড়ানো সচলের নাম জানতে ইচ্ছে হয়...।

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

উনি সম্ভবত নুপূর ভাবীর বন্ধু।

---------------------
আমার ফ্লিকার

হাসিব জামান এর ছবি

অনেক ফেমাস লেখক লেখিকাদের চিনিতে পারিলাম। সেইরাম পোস্ট হইসে দাদা। দেঁতো হাসি

সুহান রিজওয়ান এর ছবি

আমি খালি এইসব ফটু তুলার দিনেই বাদ পড়ি ক্যাঁ ?? খেল্বো না আর...

_________________________________________

সেরিওজা

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

অই পোলা তুমি ছিলা কই??

---------------------
আমার ফ্লিকার

নিবিড় এর ছবি

আরে মিয়া তুমি ছবি তুলবা জানলে সকল প্রলোভন অগ্রাহ্য করিয়া আমি সচলাড্ডায় থাকতাম মন খারাপ


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

দুষ্ট বালিকা এর ছবি

ফটুক ভালাইসে! ফুল সাইজের ফটুক চাই! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতিথি লেখক এর ছবি

আমি সচলায়তনে নতুন। সচলাড্ডার বৃত্তান্ত কী?

বুনোহাঁস

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সচলদের আড্ডাবাজি কে সচলাড্ডা বলা হয় চোখ টিপি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

সবাই কেন নিবিড় হইতে চায়... চিন্তিত
আশেপাশে একদঙ্গল কচিকাচা বালিকা-পরিবেষ্টিত হইয়া থাকিতে কে না চায় চোখ টিপি

...........................

কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নিবিড় এর ছবি

ঘটনাস্থলে আমিতো উপস্থিত ছিলাম না তাইলে এইখানে আমারে টেনে আনা হল কেন? কেন? কেন? রেগে টং
শিমুলাপার বিচার চাই দেঁতো হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

১.
থাবড় দিয়া ক্যামেরা ভাইঙ্গা দিমু, আমি আর সবজান্তা ঠিক সাড়ে ছয়টায় জিয়া চত্ত্বরে গিয়া খাড়াইছি... আমরা পাঙ্কু-চুয়াল... (টাঙ্কিও তাই বেশি মারতে পারছি)

২.
থাবড় ফেরত, ভাইরে, হাতে পায়ে ধরি, আমার ছবিগুলা একটু আমারে মেইল মারিস। কেশবান নজরুলের এইটাই শেষ ছবি... মন খারাপ

৩.
আড্ডার আয়োজকদের দিক্কার... খালি মশার কামড় খাওয়াইছে আর হাঁটাইছে...

৪.
সচলদের রাইখা অচলদের ছবি বেশি দেওনের তেব্র প্রতিবাদ ও নিন্দাইতেছি... নূপুর নামে কোনো সচল, হাচল এমনকি অতিথি সচলরেও আমি চিনি না... চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নুরুজ্জামান মানিক এর ছবি

নূপুর নামে কোনো সচল, হাচল এমনকি অতিথি সচলরেও আমি চিনি না

কিন্তু আমার জানামতে, উনি অতিথি সচল হিসেবে পোষ্টও দিয়েছেন (দেখুন, প্রমান ) এবং একাধিক পোষ্টে মন্তব্যও করেছেন (যেমন, , , , )। মডুরা চাইলে হাচলও করতে পারেন ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

গৌতম এর ছবি

আমার ক্যান যেন মনে হয় নূপুর সচলে নজরুল ইসলাম নিকে লেখেন। চোখ টিপি প্রতিবাদে নজরুল ইসলাম নূপুর নিকে কয়েকটা লেখা দিয়েছিলেন যেগুলোর লিঙ্ক মানিক ভাইয়ের কমেন্টে আছে। আবার চোখ টিপি

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

প্রবাসিনী এর ছবি

জিয়া চত্তরটা আসলে কই?
________________________________________________

হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে

________________________________________________

হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

রাইফেলসের উল্টাপাশে যেখানে লেকটা এসে থেমে গেছে, সেখানে একটা উন্মুক্ত রেস্তোরা হইছে... সেইটারই নাম জিয়া চত্ত্বর
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নজমুল আলবাব এর ছবি

অভিশাপ কামানোর জন্যে যথেষ্ঠ ভালো ছবি আপনি দিয়েছেন। মাশাল্লা। আড্ডা মোবারক হোক।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

আলমগীর এর ছবি

ছবিগুলা খুব সুন্দর হইছে।

সাইফ তাহসিন এর ছবি

চ্রম আইসে, লেখা ছুডু হইলেও মজাক পাইসি, ছবিগুলান সেরাম আইসে, চ্রম ঈর্ষান্বিত হইলাম। ভাবীর হাসি দেইখা টুথপেস্ট কোম্পানি লাটে উঠছিল, তাই আপনার এবং আপনার ক্যামেরার ভবিষ্যত নিয়া শংকিত হইলাম চোখ টিপি দেঁতো হাসি
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

রণদীপম বসু এর ছবি

মা-ই-না-স-টু-দি-পা-ও-য়া-র-ড-ট-ড-ট-ড-ট-ড-ট-...................

কাজ নাই কাম নাই আজাইরা আড্ডাবাজি কইরা কইরা...............

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখক এর ছবি

আড্ডা খামু

জুম্ম [অতিথি] এর ছবি

হুম কি আর কমু, লেখক হইতে পারি নাই বইল্যা আমরা নিয়মিত পাঠকরা সচলাড্ডায় দাওয়াত পাইনা। এই দুঃখ- কষ্ট কুথায় রাখি........বনবাসে যামুগা............

জুম্ম [অতিথি] এর ছবি

হুম কি আর কমু, লেখক হইতে পারি নাই বইল্যা আমরা নিয়মিত পাঠকরা সচলাড্ডায় দাওয়াত পাইনা। এই দুঃখ- কষ্ট কুথায় রাখি........বনবাসে যামুগা............

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কী হলো সেটা না বলে খালি ছবি দিলেন ভাই? ছবিগুলো সুন্দর আসছে অবশ্য।

একটা প্রশ্ন করতে মঞ্চায়: এসব খানাপিনার বিল দেন কে? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

আপনাদের হগগলের উপরে ঠাডা পড়ব...... পেটে বেদনা অইবো......
আমাগো মতো বাচ্চা বাচ্চা পুলাটারে রাইখ্যা আপ্নেরা সঅবতি মিল্লা খাইছেন... আল্লায় আপ্নেগো ঠাডাইবো কয়া দিলাম...মন খারাপ :'( :'(

---একজন নীল ভূত।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দুষ্ট বালিকা তো মনে হয় অনেক লম্বা। আমি ভাবছিলাম মাঝারী হবেন। খাইছে

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সাইফুল আকবর খান এর ছবি

ছবি-দেখানি ভালৈছে।
কিন্তু, থাকতার্লাম্না! মন খারাপ

তবুও ধন্যবাদ পথিক।

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আড্ডা সংক্রান্ত কিছু তথ্যঃ

১। আড্ডা শেষ হবার আগেই দেখা গেল সবুজ বাঘ আড্ডা ছেড়ে যাবার জন্য তড়পাচ্ছেন। কারণ জিজ্ঞেস করতে জানালেন বাসায় তার বউ-বাচ্চা আছে। জ্ঞানীপুরুষ আনিস ভাই বল্‌লেন, বাসায় "বউ-বাচ্চা" থাকলে সমস্যা নাই, দেরি করেও বাসায় ফেরা যাবে। তবে বাসায় "বাচ্চা বউ" থাকলে সমস্যা আছে।

২। মেয়েরা নাকি কম খায়। তথ্যটা একেবারেই ভুল। এই আড্ডায় সবচে' বেশি খেয়েছেন নূপুর আর দুষ্ট বালিকা। স্পেশাল নান আর মুর্গ মুসল্লম দিয়ে শুরু করে হেন জিনিষ নেই তারা খান নি। এমন কি বেশি খাবার জন্য আমাদের সাথে স্টার হোটেলে হেঁটে না এসে তারা আগেভাগে রিকশায় চড়ে এসেছেন। সুদেহী সিমন পর্যন্ত খাওয়ায় তাদের সাথে কুলিয়ে উঠতে পারেন নি। সবচে' কম খেয়েছেন, যাঁর খাওয়া-দাওয়া নিয়ে আর সচেতন না হলেও চলে, সেই তিন কাল গিয়ে এক কালে ঠেকা আনিস ভাই। তিনি শুধু দেড়খানা পাতলা নান খেয়েছেন কোন ব্যঞ্জন ছাড়া।

৩। বিলের টাকা থেকে নিজের কমিশন সিস্টেম করার ব্যাপারে সিমন একটা বিরল প্রতিভা। গতদিন সেটা আরেকবার প্রমাণিত হল। এই প্রতিভাকে অবিলম্বে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক জাতীয় প্রতিষ্ঠানে নিয়োগ দেয়া হোক।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।