Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

ছড়া

দরকারী জন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৮/০৬/২০১০ - ১১:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বন্ধু তুমি সহজ সরল,বন্ধু তুমি বোকা,
বন্ধু তুমি থাকলে বিজি লাগে ফাঁকা ফাঁকা,
বন্ধু তুমি এলার্ম ঘড়ি বন্ধু তুমি ফোন,
মাঝে মাঝেই বদলে যাওয়া আমার রিঙ্গিন টোন
,বন্ধু তুমি হঠাত দেখা বন্ধু তুমি হাসি,
বন্ধু তুমি অলস দুপুর গল্প রাশি রাশি,
বন্ধু তুমি অভিমানী বন্ধু তুমি রঙ
,মাঝে মাঝে নজর কাড়া অকারণের ঢং,
বন্ধু তুমি কাজের মাঝে হাসির বিনিময়,
বন্ধু তুমি দুধ ছাড়া চা কেবল চিনিময়,
বন্ধু তুমি দুঃখে...


কি চমেৎকার দেখা গেল!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ৩০/০৫/২০১০ - ৪:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

দেশে নাকি গজিয়েছে খানকয় টিউমার
শালাদের নেই কোন সেন্স অফ হিউমার!
বসে বসে ফেসবুকে
নেত্রীর ছবি আঁকে
সে ছবিতে কি যে ছিল সেই নিয়ে রিউমার!

হীরক রাজার দেশে ফেসবুক বন্ধ
রাজাদের গায়ে কেন পাকি পাকি গন্ধ?
আমরা কি ঘাস খাই?
সবকিছু টের পাই।
ম্যাডাম আর আপাই শুধু এই দেশে অন্ধ!

এখন কি আমাকেও ড়্যাব এসে ধরবে?
ঘাড় ধরে থাবড়িয়ে জিজ্ঞাসা করবে? -
'এসব কি লিখেছিস
কোত্থেকে শিখেছিস?'
ওদিকে আসল ছাগু সারা দে...


হাটে ভাঙিলো যে হাঁড়ি

সুরঞ্জনা এর ছবি
লিখেছেন সুরঞ্জনা (তারিখ: রবি, ৩০/০৫/২০১০ - ১২:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ফেইসবুক ব্যান কোরে করে কোতোয়ালি,
মামাদের আজি হাটে ভাঙিলো যে হাঁড়ি।
ঘটা করি বলে, দিবো বাকস্বাধীনতা,
আদতে পুড়িলো বসি অঙ্গীকারের খ্যাঁতা।
বড় বড় বাণী ছেলো, তেজদীপ্ত ভারি...
দ্যাকো, নৌকার পালে উড়ে জামাতের দাড়ি।।


ভুল

আব্দুর রহমান এর ছবি
লিখেছেন আব্দুর রহমান [অতিথি] (তারিখ: শনি, ২২/০৫/২০১০ - ১০:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আব্দুর রহমান

নতুন করে বাঁচব বলে
ভুলে ছিলাম তোমায়
স্মৃতিগুলো উড়িয়ে দিলাম
আত্মঘাতী বোমায়।

ভুল করেছি ভালোবেসে
ভুল করেছি ভুলে
গুনছি আজো ভুলের মাশুল
বাড়ছে সুদে-মূলে।

খুব ঘষেছি, যায় না মোছা
জীবন খাতার আঁক
তোমাকে তো ভুলেই গেছি
দাগটা না হয় থাক।


বাজির বাজার

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২২/০৫/২০১০ - ১২:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জহিরুল ইসলাম নাদিম

রঙবাজি ঢঙবাজি
আরো বাজি পটকা,
বাজি হলে ঠক মনে
লাগে ভারী খটকা।

ডিগবাজি খেলে পেট
নেই আশা পুরবার,
ঘোড়া সেও বাজি কিনা
গতি যার দুরবার।

বাজাবাজি করে লোকে
দেয় ঠুকে মামলাই!
বাজির বাজারে বলো
কোন বাজি সামলাই?


চরম প্রেমের কাব্য

আব্দুর রহমান এর ছবি
লিখেছেন আব্দুর রহমান [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২০/০৫/২০১০ - ৬:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আব্দুর রহমান

( আমার আসলে সবাইকেই কোনো না কোনো কারণে ভালো লাগে, ভয়ে বলতে পারি না , কে কি মনে করে না করে। আজ তাই ফাঁকতালে বলে যাই। )

ওই মেয়েটার হাসি ভালো
এই মেয়েটির কান্না,
সেই মেয়েটি দারুণ নাচে
তোমার ভালো রান্না।

ওই মেয়েটা চালাক ভীষণ,
তুমি একটু ন্যাকা,
আমার পাশে কেউ থাকে নি
আজো আমি একা।

বেঁচে আছি, সুখেই আছি
কেউ বাসে নি ভালো
প্রেমের শালা খেতা পুড়ি
পারলে পানি ঢালো।


সিদ্ধান্ত

আব্দুর রহমান এর ছবি
লিখেছেন আব্দুর রহমান [অতিথি] (তারিখ: সোম, ১৭/০৫/২০১০ - ১১:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আব্দুর রহমান

এতোটা কাল কোথায় ছিলে
কেমন আছো বলো?
একটুখানি সময় হবে?
আমার সাথে চলো।

কারণ ছাড়াই কথা হবে
সুখ, দুঃখ, শোকের,
আমিই নাহয় বুঝে নেবো
ভাষা তোমার চোখের।

অনেকটা পথ,অনেকটা দূর
তোমায় ছেড়ে আমি,
চাইছিলো মন, তোমার জন্য
একটুখানি থামি।

হয়নি থামা, যায়নি থামা
অনেক ছিলো কাজ,
থামলে সেদিন কেমন হতো
ভাবছি বসে আজ।


বলছি আমি নগরবাসী

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৬/০৫/২০১০ - ১২:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঘুম পাড়ানী মাসি পিসি থাকেন আশে পাশে
সুযোগ পেলেই কাজের মাঝে চোখের পাতায় আসে,
তাড়াহুড়ায় করছি যে কাজ ভাবছি সময় নাই
মাসি পিসির বদৌলতে তুলছি কেবল হাই।
রাতের বেলা ঘুমের সময় থাকেন তারা বিজি
না ঘুমিয়ে রাত কাটানো এখন যে তাই ইজি
সারা রাতের ডিউটি শেষে আসেন তারা ভোরেতে
রাতটা যে তাই কাটছে এখন আমার প্রিয় ল্যাপিতে
আরও আছেন কারেন্ট মামা
গায়ে দিয়ে কালো জামা
ইচ্ছে হলেই হচ্ছে গায়েব লোড শেডিঙ্গ...


বর্ষণ অনুকাব্য

মর্ম এর ছবি
লিখেছেন মর্ম [অতিথি] (তারিখ: শনি, ১৫/০৫/২০১০ - ১:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.

অভিজাত এলাকার
অভিজাত রাস্তা;
কয়ফোঁটা বৃষ্টি,
নেই আর আস্তা!

২.

ঝরঝর নয়কো,
ঝিরঝির ছন্দে
জল পড়ে, চারধার
মাতোয়ারা গন্ধে।

৩.

ভালোবাসি বর্ষণ,
থমকায় দৃষ্টি,
কাদা ভালো লাগে না,
কী যে অনাসৃষ্টি!

৪.

বৃষ্টিতে ভিজবার
মনে বড় সাধ-
সর্দির উত্‍পাত,
শখ তাই বাদ!

৫.

কয় ফোঁটা বৃষ্টি,
সাথে জোর হাওয়া,
রাস্তার ধুলিতে
পিছু করে ধাওয়া।

৬.

হাঁটাহাঁটি সাবধান,
ছপছপ শব্দ-
গাড়ি জল ছিটকায়,
একদম জব্দ।
...


কেনু?

আব্দুর রহমান এর ছবি
লিখেছেন আব্দুর রহমান [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১৩/০৫/২০১০ - ৯:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আব্দুর রহমান

সব শালারা করতিছে প্রেম
আমার কেনু হয় না?
জিগাইলে কয় হবে হবে
আসল কথা কয় না।

সুখে থাকতে ভূতে কিলায়
আমারে কয় ওরা
এত্তো যখন বোঝোস তোরা
নিজেরা কেন জোড়া?

আলগা পীড়িত হইছে বহুত
অহন দিমু ঝাড়ি
গেলি আমার সামনে থিকা?
তগোর লগে আড়ি।