Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

ছড়া

ঊনকাব্য - ০২

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ২১/০৪/২০০৮ - ৮:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.
কী আর করা কেটেই ফেলো
এমনি ওটা না খুললে
বুঝোনা ক্যান সময় আছে
উনিশ মিনিট সাকুল্যে !
২.
বুয়ার সাথে তাহার এমন "সদ্ভাব" এ..
আশেপাশের মানুষ তাকে বদ ভাবে !
৩.
পুরুষ নারীকে ভাবে "মাইনর"
নারী বেঁচে যায় ধরা খাই নর !
৪.
"শীতের রসদ যোগাড় হলে
থাক...


হাতি ও পিঁপড়া

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২০/০৪/২০০৮ - ৮:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

সারা বন জুড়ে একই আলোচনা
হাতি হয়েছেন "রেপ"
শেঁয়ালের কাছে আছে নাকি এই
ঘটনার পুরো টেপ

খবরটা যেই শুনেছে অমনি
পিঁপড়ার চোখে জল..
গাধা বলে - তুই বোকা নাকি ব্যাটা..
কাঁদছিস কেন বল !

মনে মনে বলে পিঁপড়াটা - ওরে
কী করে বুঝাবো হায়..
টেপটা দেখলে...


ছড়া - ০১

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২০/০৪/২০০৮ - ৯:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পড়ার কথা বললে তুমি
মিথ্যে ঘুমের ভান কর
লেপের নীচে মুখ লুকিয়ে
গুনগুনিয়ে গান কর
বকলে আবার গাল ফুলিয়ে
শক্ত অভিমান কর

আচ্ছা বলো - এমনি করে
হেলায় সময় কাটালে
সকাল বিকেল ঝগড়া করে
পরের মাথা ফাটালে
কেউ কখনো মুগ্ধ চোখে
তোমার দিকে তাকা...


ফাঁকিবাজি পাকপ্রণালীর "ছড়াছড়ি"

বিবাগিনী এর ছবি
লিখেছেন বিবাগিনী (তারিখ: রবি, ২০/০৪/২০০৮ - ৮:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

:: ডিম সিদ্ধ ভর্তা ::

প্রথমেই দুইটা ডিম সিদ্ধ হতে দেন।
এই ফাঁকে কাঁচামরিচ-পিঁয়াজ কেটে নেন।
ডিম সিদ্ধ গরম গরম চটকে নেন মেখে।
পিঁয়াজ মরিচ লবন দিয়ে একটু দেখেন চেখে।
এক চামচ সরিষার তেল যদি দেন ঢেলে।
চেটে পুটে খতম হবে ভাতের সাথে খেলে।
...


জীবনী

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: শনি, ১৯/০৪/২০০৮ - ৮:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

হাবুল ছিল গাতক...
নকল করে স্নাতক,
যাবার পথে ছাতক--
বাস হলো তার ঘাতক!


পথিক ও কুকুর ( ফিরে দেখা )

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: বিষ্যুদ, ১৭/০৪/২০০৮ - ৩:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়
কামড়ের চোটে দাঁতে দাঁত ফুটে ফিটকি দিল সে হায় !
অবাক কুকুর নিকটে আসিল
ঘুরিল শুঁকিল বসিয়া ভাবিল
‘কামড়ে এমন তড়িৎ আছর আগে কভু দেখি নাই !

মরিল নাকিরে ? হায় কি আপদ জুটিল এ ভর সাঁঝে
না না মরেনি তো ! কাতর ...


কামরাঙা ছড়া - ১৪

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: বিষ্যুদ, ১৭/০৪/২০০৮ - ২:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নতুন আইডিয়া মাথায় আসছে না ইদানীং। তাই বেশ কিছুদিন ধরে পড়ে থাকা খুব পছন্দের নয় এমন তিনটি ছড়া দিয়ে আরেক পর্ব চালানোর চেষ্টা। সব ক'টি ছড়াই কাম-পিউটার বিষয়ক দেঁতো হাসি

(এই সিরিজের অধিকাংশ ছড়াই মৌলিক। তবে বেশ কয়েকটির আইডিয়া পেয়েছি রুশ ইরোটিক ফোকলোর থেকে। আর গোটা দু'-তিনেক আছে ইংরেজি ছড়ার ভাবানুবাদ।)

_______________

কাম-পিউটারের ছড়া

০১.
যে-কোনও ড্রাইভে নিজের ডিস্কটি
ঢোকানো - জেনো তা ক্ষতিবোধ...


বোয়ালতন্ত্র

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: বুধ, ১৬/০৪/২০০৮ - ৩:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

বলল কেঁদে ট্যাংরা মাছে--
একটা আমার চ্যাংড়া আছে...
ব্যবসা ছিল চকবাজারে--
বেচত স্লেট ও চক হাজারে,
হঠাৎ পড়ে ট্রাকের তলায়
সেই ছেলেটা ল্যাংড়া--
শুকিয়ে গিয়ে মনের শোকে
খ্যাংরা কাঠি খ্যাংরা!
কন কী করি বোয়াল মশাই--
বড...


শ্যালিকা বিভ্রাট এবং একজন ধূসর গোধুলি

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: মঙ্গল, ১৫/০৪/২০০৮ - ৪:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ধূসর গোধূ চায়না বধু চায় শুধু সব শ্যালিকা
চিকনা,মোটা,হোৎকা,পেটুক হোকনা নেহাত বালিকা!
গায়ের গড়ন শ্যামলা বরণ,ছাই রঙা বা হোক কালো
সবকিছুতেই বান্দা রাজি ধূসর গোধু লোক ভালো। হাসি
যতই মেয়ে হোক খরুচে ব্র্যান্ড ফেভারিট আরমানি
বাংলাদেশি খা...


ক্লাসরুম কাব্য

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: বুধ, ০৯/০৪/২০০৮ - ৩:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

(১)

সেমি টেকো লোকটা
উঁচু করে চোখটা
বলে গ্রাফে পেন্সিল টানোতো
ওয়াই এক্স অক্ষে
কোনটার পক্ষে
পজিটিভ নেগেটিভ জানোতো?

শুনে মাথা চুলকাই
কোথা আমি কুল পাই
ইয়ে মানে ওগুলো যে জানিনি
বলি স্যার না সলে
হয়েছে কি আসলে
গ্রাফ খাতা সাথে করে আ...