এলেমেলো কিছু মুহূর্ত

অরফিয়াস এর ছবি
লিখেছেন অরফিয়াস (তারিখ: সোম, ২৯/১০/২০১২ - ১২:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কিছু বিক্ষিপ্ত ভ্রমণের ছবি এলেমেলো ভাবে দেয়া। খুব একটা ভালো ছবি ছিলোনা, তাই বেছে বেছে যে কটা পেলাম একটু আধটু মেরামত করে নিলাম। ঘোরাঘুরির সময় নিজের চোখেই জিনিস দেখতে ভালো লাগে, ক্যামেরার চোখে তাও প্রিয় কিছু মুহূর্ত ধরে রাখার চেষ্টা করি। তারই কয়েকটা এখানে তুলে দিলাম।
-----------------------------------------------------------------------------

1

মাইসোর প্যালেস এর ভেতরে, দ্বিতীয় তলায়। ভেতরে ক্যামেরা নেয়া বারণ। তাই ফোনের ক্যামেরাই ভরসা। এটা প্রধান দরবার হল। এখানেই রাজা নিত্যদিনের কাজ কর্ম পরিচালনা করতেন। এখনও জৌলুস দেখার মতো। প্রাসাদের ভেতরে দরজাগুলো সব দামি দামি কাঠের আর কয়েকটা দরজা পুরোই রূপার তৈরী!!

4

প্যালেসের বাইরে এরকম দুটো প্রস্তরমূর্তি। দারুন কাজ। দেখেই মনে হয় এখনই লাফ দিয়ে ঘাড় মটকাতে আসছে।

5

সেইন্ট ফিলোমেনাস চার্চ। মাইসোরের সবথেকে পুরনো গির্জা এটি। গথিক ধরনে বানানো এই গির্জাটি ভারতের বৃহৎ গির্জাগুলোর একটি। গির্জাটি দেখেই আমার কেন জানি হ্যারি পটারের ক্যাসেল এর কথা মনে পড়ে। স্থাপত্যশৈলীতে দারুন একটি নিদর্শন।

6

কন্যাকুমারীর সৈকত থেকে সূর্যাস্ত। আরব সাগর, বঙ্গোপসাগর আর ভারত সাগরের মিলনস্থল এই অংশটি। কন্যাকুমারীর আগের নাম ছিলো কেপ কমরিন। ভারতের শেষ বিন্দুতে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা আসলেই ভালো ছিলো।

7

কন্যাকুমারীর সৈকতে দাঁড়িয়ে সাগরের রঙ, সৈকতের অংশ, সূর্যাস্ত আর নীল আকাশ একসাথে মুঠোবন্দী করার চেষ্টা।

9

"বিবেকানন্দ রকস" এ ঝলসানো রোদে বেচারা সিংহ। বিবেকানন্দের জীবনী অনুযায়ী কন্যাকুমারী থেকে এই পর্যন্ত তিনি সাঁতরে পার হয়েছিলেন পরে পাথরের উপরে ধ্যানে মগ্ন হন। বর্তমানে একটি মন্দির বানানো হয়েছে।

11

ম্যাল রোড থেকে শিমলা শহরের একাংশ। সবথেকে ভালো লাগে যখন রাতে রাস্তায় চলার সময় পাহাড়ের খাঁজে খাঁজে নির্মিত বাড়ির বাতিগুলো আকাশের তারার মতো জ্বলজ্বলে মনে হয়।

13

শিমলায় ব্রিটিশ আমলে নির্মিত "ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স"। এখন জাদুঘরে রুপান্তরিত করা হয়ে হয়েছে। দুর্গের মতো দেখতে জায়গাটা অসাধারণ।

14

রোটাং পাস এর উপর থেকে। রোটাং পাস জায়গাটার নামের অর্থ নাকি "মৃতদেহের স্তুপ"। যথন তখন বরফধ্বস কিংবা ভূমিধ্বস এর কারণে জায়গাটা চলাচলের জন্য আগে উপযুক্ত ছিলোনা। পরে সরকারের পক্ষ থেকে রাস্তার কাজ শুরু করা হয়। পাকিস্তানের সাথে সীমান্তের কারণে ভারতের জন্য গুরুত্বপূর্ণ এই হাইওয়েটি এখন সামরিকবাহিনীর তত্ত্বাবধানে নির্মান করা হয়েছে। এই রাস্তা ধরেই লেহ-লাদাখ যাওয়া যায়। সমতল এর তের হাজার (১৩,০০০) ফুট থেকেও বেশি উপরে এই জায়গাটি।

15

খচ্চরের পিঠে চড়ে পাথুরে ভাঙাচোরা পথে নামার সময় কোনমতে হিমালয়ের এইদিকের চূড়াগুলোতে বরফ জমার দৃশ্য তোলার চেষ্টা।

16

বরফ জমতে দেখার দৃশ্যটা এতোটা সুন্দর আগে ধারণা ছিলোনা।

17

টয় ট্রেনে করে শিমলা থেকে কালকা যাত্রা। পাহাড়ের ভেতর দিয়ে দিয়ে সেই ব্রিটিশ আমলে তৈরী রেললাইন।

2

শান্তিনিকেতন ভবনের সামনের রাস্তা। হলুদ ফুলের গাছটার নাম জানিনা তবে অসাধারণ একটা ছোঁয়া এনে দিয়েছিল জায়গাটায়।

3

বেনারস বিশ্ববিদ্যালয় এর জাদুঘরে রাখা বুদ্ধের প্রাচীন প্রস্তরমূর্তি। অন্যান্য মূর্তি থেকে অনেকটা আলাদা। বুদ্ধের উপবাস এর সময় তার শারীরিক পরিবর্তন ফুটিয়ে তোলা হয়েছে।

21

ফতেহপুর সিক্রির দরগাহ। অঞ্জন দত্তের একটা রেডিও নাটক ছিলো, নাম মনে হয় "বন্ধু"। ঢাকার মেয়ে আসমা চৌধুরী জয়িতার সাথে কলকাতার অঞ্জনের কথোপকথনের উপরে। নাটকটা আমার দারুন পছন্দ। সেখানে জয়িতা ভোর বেলায় ফতেহপুর সিক্রি যাওয়ার অভিজ্ঞতার কথা অঞ্জনকে চিঠি লিখে জানায়, তার বর্ণনা এখনও মনে আছে।

10

আগ্রার সিকান্দারা। বাদশাহ আকবরের সমাধিস্থল। খুবই প্রশান্তিময় জায়গাটা।

12

বাদশাহ আকবরের সমাধি। মৃত্যুর পরে নিঃসঙ্গ একসময়ের সমগ্র ভারতের দোর্দন্ডপ্রতাপশালী বাদশাহ।

8

সেই তাজমহল। যেদিন গিয়েছিলাম প্রচন্ড ভিড় ছিলো। ভালো একটা ছবির জন্য অনেক চেষ্টার পরে হঠাৎ একটু ফাঁকা পাওয়া গেল। তবে ধীরে ধীরে বাদামি হয়ে যাওয়া সাদা মার্বেল দেখে কষ্ট লাগলো।

18

দীর্ঘ সাড়ে সাত ঘন্টা ধরে বাইকরাইডের পরে খাজুরাহ ঢোকার মুখেই অদ্ভুত সুন্দর এই দৃশ্য দেখে থামতেই হলো।

19

একটু কামসূত্রের ছোঁয়া। খাজুরাহ মন্দিরগাত্রে।

20

এই ছবিটা সব থেকে প্রিয় ছবিগুলোর একটি। তাই শেষ করার আগে এটাই দেয়া উচিত মনে করলাম।

__________________________________________________________________

[ইতিহাসবিদ পীরব্লগার "সত্যপীর" এর জন্য ঐতিহাসিক কিছু জায়গার ছবি খুব একটা মন্দ নয়। কি বলেন পীরসাব?]


মন্তব্য

মুস্তাফিজ এর ছবি

ভালো লেগেছে

...........................
Every Picture Tells a Story

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ মুস্তাফিজ ভাই।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

songjukta  এর ছবি

খুব ভাল লাগলো। উত্তম জাঝা!

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ সংযুক্তা। দেঁতো হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অতিথি লেখক এর ছবি

ছবিগুলো অসাধারণ, অরফিয়াস ভাই! সবচেয়ে ভাল লেগেছে শান্তি নিকেতন, সিকান্দারা আর শিমলার ছবি। ফোনের ক্যামেরাতে মাইশোর প্যালেসের এত সুন্দর ছবি তুললেন কি করে? যাহোক, পোস্টটা চোখ জুড়ানোর সাথে মনও ভরাল।

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ হে নামহীন অতিথি।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

কাজি মামুন এর ছবি

অরফিয়াস ভাই, মন্তব্যটি আমার। নাম লিখতে ভুলে গিয়েছিলাম। যাহোক, ভুল সংশোধনের সুযোগে আবারও আপনার ছবিব্লগের দিকে ফিরে তাকালাম। ছবিগুলো সত্যি সুন্দর হয়েছে। এমন আরও ছবি-ব্লগ চাইছি আপনার কাছে। ভাল থাকবেন।

তাপস শর্মা এর ছবি

দারুণ লাগল। বিশেষ করে বরফে জমে একেবারে 'বরফি' ... আর আমার আজন্ম লালিত স্বপ্নের লাদাখ। ২০১৬'তে এক সচল গড এর লগে পাড়ি দেওয়ার বায়না হয়ে আছে আপাতত

০২

ছবিগুলি রি-সাইজ করা হয়নি ঠিক মতো। তাই বেখাপ্পা লাগে অনেক জায়গায়। ফটোশপে এটা অনায়াসে করা জয়ায়। পরবর্তী সময়ে একটা নজরে রেখো

অরফিয়াস এর ছবি

রিসাইজ করেছি কিন্তু আলাদা আলাদা ছবির আকার আলাদা করে এখানে ইচ্ছা করেই দিয়েছি। তাই কোনটা বড় কোনটা ছোট। যেটা আমার কাছে যেই সাইজে ভালো লেগেছে সেটাই তুলে দেয়া।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তাপস শর্মা এর ছবি

ছবিগুলো দারুণ এসেছে তাতে কিন্তু কোন সন্দেহ নেই। সাইজগুলি সামান্য এদিক সেদিক করা মনে হয় দরকার ছিল তাহলে ছবির ফ্রেমিং আরও জমত। তাই বললাম আর কি হাসি

অরফিয়াস এর ছবি

বেখাপ্পাভাবে যেগুলো এসেছে একটু নাম্বার ধরে বলে দিও দেখি আবার পরিবর্তন করে দিবো নাহলে। হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তাপস শর্মা এর ছবি

১০, ১২, ১৬, ১৯, ২০ এইগুলির সাইজ ঠিক মনে হয়নি আমার কাছে। দেখ যদি চেইঞ্জ করা যায় তো ভালোই, নইলেও কোন সমস্যা নাই হাসি

সত্যপীর এর ছবি

পোস্টের নিচে "আপত্তি উত্থাপন" বাটনে প্রায় ক্লিক দিয়েই দিসিলাম মডুমামার কাসে বিচার দিবার জন্য, ইতিহাসবিদ কন ক্যান? মোগল ও ঔপনিবেশিক ভারত আমার আগ্রহের বিষয়, একধরনের অসুস্থ কৌতুহল নিয়ে আমি এই বুদ্ধিমান পিশাচগুলার কান্ড পর্যবেক্ষন করি।

ইন্ডিয়া কোনদিন যাইনাই, আপনাদের বড়ই হিংসা হয়। একদিন আম্রাউ যামু। একসাথেও যাওয়া যায় কিন্তু...

চলুক

..................................................................
#Banshibir.

অরফিয়াস এর ছবি

আয় হায় কয় কি !!! অ্যাঁ আপনে সচলের ইতিহাসবিদ এটা আবার নতুন করে বলা লাগে নাকি? আপনার আগ্রহ মোঘলদের নিয়ে আর আমার রোমান আর গ্রিকদের নিয়ে আসেন কোলাকুলি করি। কোলাকুলি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

মুস্তাফিজ এর ছবি

একসাথেও যাওয়া যায় কিন্তু...

সহমত, লাইনে আছি।

...........................
Every Picture Tells a Story

তাপস শর্মা এর ছবি

আওয়াজ দিয়েন দাদা হাসি

অরফিয়াস এর ছবি

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

দময়ন্তী এর ছবি

আরে আসুন আসুন।
আমি আছি, বুনান আছে, আছে আরও হাজার বন্ধু।
সবাই মিলে চড়বো পাহাড়, পাড়ি দেব চেনাব-সিন্ধু

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

অরফিয়াস এর ছবি

আমি বলেছিলাম হিমালয়ে যাওয়ার কথা বুনান কে। সেই প্ল্যান এর কি হলো?

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

দময়ন্তী এর ছবি

ও তো প্রায় প্রত্যেক সপ্তাহে হয় সিকিম নয় কালিম্পং থেকে আরেকটু ওপরে, মাঝে একবার ভুটান ঘুরে এল।ও ব্যটাকে হিংসা হিংসা করতে করতে স্টক ফুড়িয়ে অহিংস হয়ে গেলাম।

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

অরফিয়াস এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

জুন এর ছবি

লাইনে দাঁড়াইলাম। মুস্তাফিজ ভাইয়ের সাথে কোথাও যেতে পারা আমার কাছে এক স্বপ্নপূরণের মতো ব্যাপার। আর সাথে যদি এতো এতো এলেমদার পাবলিক থাকেন তাইলে তো আমার জনমটাই সার্থক হয়ে যাবে।

যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ...

অরফিয়াস এর ছবি

দেঁতো হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

প্রৌঢ় ভাবনা এর ছবি

এটা তাজমহলের মূল ভবনের একটি দরজার ছবি। পরিবেশদূষণ, বায়ুদূষণ ইত্যাদি কারনে এমনটি হয়েছে। বছর তিনেক আগে ছবিটা তুলেছিলাম।

এলোমেলো ছবি দারুণ হয়েছে।

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ। হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ওডিন এর ছবি

একটা বই পড়তেছিলাম, আর ভাবতেছিলাম এইরকম কিছু একটা করা যায় নাকি হাসি

কইরাও ফেলতে পারি একদিন। বইটার থেকেই একটা কথা কোট করি-

"I had always wanted to travel at random and with only myself for company,"

"Watching my hair grow without combing it. Watching the sunrise and sunset from sea level and from the heights of the Himalayas. Getting my face burnt and my toes wet."

অরফিয়াস এর ছবি

ইন্টু দ্যা ওয়াইল্ড মুভিটা দেখছিলাম, ওরকম করতে মন চায় আসলেই।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সাফিনাজ আরজু  এর ছবি

চলুক
সেইরম লাগলো !!!

অরফিয়াস এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

চরম উদাস এর ছবি

দারুণ সব ছবি চলুক

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ উদাসদা। হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অতিথি লেখক এর ছবি

ছবিগুলো অসাধারণ অরফিয়াস ভাই। চলুক

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ হে নামহীন অতিথি।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অতিথি লেখক এর ছবি

নাম দিতে ভুলে গেছিলাম অরফিয়াস ভাই। ছবিগুলো কিন্তু জটিল। চলুক

অমি_বন্যা

মরুদ্যান এর ছবি

আহা! কি সুন্দর!

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ মরুদ্যান।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অতিথি লেখক এর ছবি

ছবিগুলো আসলেই অনেক সুন্দর অরফিয়াসদা চলুক

হিল্লোল

অরফিয়াস এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

দময়ন্তী এর ছবি

চেনা চেনা জায়গাদের আপনার ক্যামেরায় দেখতে বেশ লাগল। হাসি

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ দময়ন্তীদি।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

রাতঃস্মরণীয় এর ছবি

আমাদের কিন্তু মহীশুর প্রাসাদের ভিতরে মোবাইলও নিয়ে যেতে দিয়েছিলোনা। তবে অনেকেই মোবাইল জনা দিয়েছিলোনা, মানে বলেছিলো যে সাথে মোবাইল নেই। দারুন একটা ভ্রমণ ছিলো সেবার ২০০৬ সালের শুরুতে- মহীশুর, উট, কন্নুর, চেন্নাই, আরও কতো জায়গা। আপনার পোস্টটি পড়ে সেই স্মৃতি রোমন্থন করছি।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ রাতঃস্মরণীয়দা।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সাবেকা  এর ছবি

বাহ দারুণ । ইন্ডিয়া একদিন ঘুরতে যেতেই হবে, মোটামোটি সব দেখতে গেলেও কতদিনের জন্য সময় হাতে রাখা দরকার বলে মনে করেন,পরামর্শ চাইছি হাসি

অরফিয়াস এর ছবি

মোটামুটি সব !!! অ্যাঁ

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সাবেকা  এর ছবি

কি ব্যাপার মাথা ঘুরে ক্যান? মানে বলতে চাইছি যা যা না দেখলেই নয় আর কি(মাসের হিসেবে বলেন) হাসি

অরফিয়াস এর ছবি

ভারতের সব প্রদেশে সব মৌসুমে আপনি যেতে পারবেননা। মৌসুম ভাগ করে ঘোরার যদি পরিকল্পনা থাকে তাহলে সব প্রদেশেই দেখার জিনিস আছে। প্রত্যেক প্রদেশের জন্য এক মাস করে বরাদ্দ করলে ২৮টি প্রদেশের জন্য ২৮ মাস। তবে এটা হচ্ছে একদমই নূন্যতম সময়ের হিসেব। কারণ প্রদেশভেদে দর্শনীয় জায়গার দুরত্ব এবং দেখার সময়ের মাত্রা পরিবর্তিত হবে। তবে আপনার পছন্দের উপর ভিত্তি করে আপনি কম বেশি করে নিতে পারেন। কিছু ধারণা দিতে পারি-

যদি পাহাড় দেখার ইচ্ছে থাকে এবং সাথে একটু আধটু বিনোদন-ঘুরাঘুরি তবে চলে যেতে হবে হিমাচল প্রদেশ। আপেল গাছের থেকে আপেলও খাওয়া হবে। তবে যদি যুদ্ধাবস্থা না থাকে আর অনুমতি মেলে তাহলে কাশ্মির চলে যাওয়াই ভালো। তাতে পাহাড় আর ভূস্বর্গ দুইই দেখা হবে।

মরুভূমি দেখতে চাইলে রাজস্থান। অনেক জায়গা আছে সাথে পাবেন রাজকীয় সব প্রাচীন দুর্গ আর মহল। ইতিহাস নিয়ে আগ্রহ থাকলে এর থেকে ভালো জায়গা নেই।

যদি স্থাপত্যকলা নিয়ে আগ্রহ থাকে তাহলে মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ। এই দুই জায়গাতেই পাবেন প্রাচীন সব স্থাপত্যের দারুন সব নিদর্শন। মধ্যপ্রদেশে বেশ কিছু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও আছে।

পশ্চিমবঙ্গ ঘুরে তারপরে একইসাথে উড়িষ্যা আর নর্থ-ইস্ট ঘুরে নেয়া যায়। সব জায়গাতেই পাবেন পছন্দনীয় দর্শনীয় জায়গা।

দিল্লী, আগ্রা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ এসব তো আছেই। দেখতে হলে দেখার শেষ নেই। এক জীবনে দেখা সম্ভব কিনা তাও জানিনা। তবে দেখতে যদি খুব ইচ্ছা থাকে তাহলে বছরখানেকের পরিকল্পনা করে গাট্টি-বোচকা নিয়ে বেরিয়ে পড়ুন আর প্রতিদিন ঘুরতে থাকুন অনবরত। মোটামুটি কিছু ভগ্নাংশ তো দেখা হয়েই যাবে।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ইন্ডিয়ার মোটামুটি সব দেখতে হলে মনে হয় কমপক্ষে এক হাজার বছর লাগবে। তাতেও শুধু বুড়ি ছোঁয়া যাবে। আপনি নিশ্চয়ই তা বোঝাননি। আপনার কী পছন্দ (মানে পাহাড় না নদী না সমুদ্র না জঙ্গল না পুরনো স্থাপত্য না আধুনিক শহর নাকি মানুষ) সেটা বললে বাঁশিওয়ালা মনে হয় আপনাকে সাহায্য করতে পারবেন।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সাবেকা  এর ছবি

হুম তা কি আর জানি না মন খারাপ আসলে আমি অনেক কিছুই দেখতে চাই,মানুষ তো অতি অবশ্যই, শান্তি নিকেতন দিয়ে শুরু করব তারপর দেখি কোথাকার গাড়ি কোথায় গিয়ে থামে হাসি বছর খানেক যদি থাকা যেত ! এক সময় পণ করেছিলাম যে করে হোক শান্তি নিকেতনের ধারে কাছে বাড়ি আমাকে বানাতেই হবে, এখন আর সে স্বপ্ন দেখিনা,কিন্তু দেশটা মনের মত করে ঘুরে দেখার ইচ্ছা এখনো যায়নি হাসি

অরফিয়াস এর ছবি

চিন্তা না করে বেরিয়ে পড়ুন, পথই পথ দেখাবে।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অরফিয়াস এর ছবি

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অতিথি লেখক এর ছবি

সবার নিচের ছবিটা আসলেই অনেক সুন্দর চলুক

সচল-পলাশ

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ পলাশ।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

রংতুলি এর ছবি

খুব ভালো লেগেছে! ছবিগুলো দারুণ! চলুক

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ রংতুলি।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

guest writer এর ছবি

কতগুলো জায়গায় গিয়েছিলেন ? আর ছবিগুলো কবে তোলা (মানে কোন সনে আর কি) ?

অরফিয়াস এর ছবি

প্রায় ২৮টি শহর দেখা হয়েছিল মনে হয় ২০০৯-২০১২।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

কড়িকাঠুরে এর ছবি

দারুণ...

অরফিয়াস এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি

দারুণ, ঘোরাঘুরি চলুক! চলুক
রোটাং পাস সবচেয়ে আকর্ষণীয় মনে হল।

অরফিয়াস এর ছবি

জায়গাটা আসলেই আকর্ষনীয়। হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

মৃত্যুময় ঈষৎ এর ছবি

চলুক সব সৈন্দর্যের ফটুক দেখি!!! হাসি


_____________________
Give Her Freedom!

অরফিয়াস এর ছবি

দেঁতো হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

Borderlessnetwork এর ছবি

ভাই , অনেক ভাল লেগেছে , আপনি কি একবারেই সবজায়গাতে গিয়াছেন !!! নাকি কয়েকবারে !!!!!

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ, না ভাই একবারে তো যাওয়া হয়নি, কয়েকবারেই গেছি।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সাত্যকি এর ছবি

খুবৈ সুন্দর ! খুবৈ খুবৈ খুবৈ !
প্রথমটা দেখে বিশ্বাসই হয়না এটা মোবাইল ক্যামেরার কাজ।
আর শেষটা! আহ!

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

আব্দুল্লাহ এ.এম এর ছবি

ভাই, আপনি কি ফটোগ্রাফি রাশির জাতক? আমরা ক্যামেরা দিয়ে ছবি তুললেও সেগুলো ভদ্রসমাজে পাতে দেওয়ার যোগ্য হয় না। আর আপনি মোবাইল দিয়ে একি যাদু দেখালেন!

অরফিয়াস এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি না ভাই, সেরকম কিছুনা। প্রথম ছবিটাই খালি মোবাইল ক্যামেরাতে তোলা পরে কিছুটা এডিট করা হয়েছে।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অরফিয়াস এর ছবি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ফাহিম হাসান এর ছবি

দারুণ সব ছবি। মুগ্ধ হয়ে গেলাম! আপনার ফটোগ্রাফি স্কিল বেশ ভালো - আরো বেশি বেশি ছবি নিয়ে পোস্ট দিয়েন।

অরফিয়াস এর ছবি

এতো প্রশংসা করলেন ফাহিম ভাই !! লইজ্জা লাগে । দিবোনে কিছু ছবির পোস্ট।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ত্রিমাত্রিক কবি এর ছবি

অরফিয়াসের কত গুণ?

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অরফিয়াস এর ছবি

কি যে কন না !! খাইছে

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

স্যাম এর ছবি

অনেক সুন্দর ছবি - জায়গাগুলো আমিও ঘুড়েছি প্রায় সব ই - কিন্তু এমন ছবি একটাও তুলতে পারিনি।
মুগ্ধ।

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ স্যামদা। হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

জুন এর ছবি

চমৎকার সব ছবি। হাসি আরও আরও আসুক।

যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ...

অরফিয়াস এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।