ঠিকাছে , মেরে দিয়ে যান

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: সোম, ২৭/১০/২০০৮ - ১:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সেদিন এয়ারপোর্ট থেকে ফিরছিলাম । গাড়িতে আমি আর ডটু রাসেল । এফএম রেডিও স্টেশন এবিসি রেডিওতে সংবাদ প্রচারিত হচ্ছে ।
আমাদের নিজেদের কথার ফাঁকে সেই খবরের টুকরো কানে আসছে । হঠাৎই একটা খবর শুনে চমকে উঠলাম ।

নেসলে কোম্পানির কোন কিছু বিজ্ঞাপন যুক্তরাজ্যে নিষিদ্ধ করেছে । কারন সেই বিজ্ঞাপনে যে আজগুবি বিষয় বলা হচ্ছিল , ঐ প্রোডাক্টটি খেলে এই হয় , ঐ হয় , এসব দাবীর পিছনে প্রমানিত কোন সত্য নেই ।
যুক্তরাজ্যের অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ড এজেন্সি (এএসএ)
এই অভিযোগ এসব বিজ্ঞাপনকে বন্ধ করে দিয়েছে ।

এ বিষয়ে নেসলে কোম্পানি নাকি একটা ব্যাখ্যাও দিয়েছে । নাহ , তারা ক্ষমা প্রার্থনা করেনি ।
তারা বলেছে , এসব বিজ্ঞাপন তৈরী করা হয়েছিল বাংলাদেশের মিডিয়ার জন্য , "ভুলক্রমে" যুক্তরাজ্যে প্রচারিত হয়েছে বলে তারা দূ:খিত !!

ঠিক আছে নেসলে কোম্পানি ।
সত্য ভাষনের জন্য আপনাদের অভিনন্দন ।

যাবতীয় ইতরামি এই তৃতীয় বিশ্বের দেশটার সাথেই সবাই করছে , আপনারাও করতে থাকুন ।
পুরো দেশ পেছন ফিরে দাড়িয়ে আছে ...মেরে দিয়ে যান ।


মন্তব্য

সৌরভ এর ছবি

ঘটনা তাইলে এই।


আবার লিখবো হয়তো কোন দিন

ইশতিয়াক রউফ এর ছবি

সেটাই... আমরা তো অ্যাকুরিয়ামের মাছ...

সবজান্তা এর ছবি

ঠিক এই কথাই বহুদিন আগে প্রিয় ব্লগার সবুজ বাঘ বলেছিলেন...

যুদি কেউ মারে এবং লেখার ক্যাটেগরী ছিলো দেশচিন্তা...

এইসব কর্পোরেটের বাচ্চারা আমাদের মত ফকিন্নীদের দেশে আসেই তো আমাদের উদোম পশ্চাৎদেশ দেখে... এ আর নতুন কি !


অলমিতি বিস্তারেণ

ঝরাপাতা এর ছবি

একইসাথে আমাদের মহামতি লীলেন ভাইয়রে একটি চমৎকার কবিতার কথাও মনে পড়ছে।


কাষ্টমার বেনিফিট সার্ভিস

"সম্রাট আকবর নাকি কোনো সামন্তকে গিলে ফেলতে চাইলে তাকে দু-তিনশো হাতি পুরস্কার দিয়ে বসতেন
মৃত্যুদণ্ড- নির্বাসনদণ্ড- কারাদণ্ড ও অর্থদণ্ডের বাইরে এ ছিল সম্রাটের এক দূরদর্শী চুতিয়া-দণ্ডের মৌলিক আবিষ্কার;
কেননা সম্রাটের হাতি দিয়ে কামলা খাটানো নিষেধ- বিক্রি করাও নিষেধ আবার ফেরত পাঠানোও নিষেধ
সম্রাটের উপহারকে বসিয়ে বসিয়ে পুষতে হয়- রং মাখিয়ে শোভাযাত্রায় নিতে হয় এবং ঘরের সামনে সাজিয়ে রাখতে হয় বংশের গৌরব জেনে
তাই তালুক-মুল্লুক নিলামে তুলে- ঘানিতে চৌদ্দগুষ্ঠির কাঁধ জুড়ে দিয়ে ধরে রাখতে হয় সম্রাটের প্রীতি উপহারের ভার

কিন্তু বাবর-বংশের এই বুদ্ধিমান নৃপতি ঘুন্নাক্ষরেও বোঝেননি যে
কলম্বাসবংশ তার আইডিয়া মেরে দিয়ে বহুজাতিক কোম্পানির হাতি ঢুকিয়ে দেবে ইঁদুরের গর্ত দিয়ে

নইলে এই উদারবাদী রাজা উত্তর প্রজন্মকে রক্ষার জন্য নিশ্চয়ই কোনো বিশেষ আইন তৈরি করে যেতেন"


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

নতুন করে আর কী, খেয়ে তো যাচ্ছিই।

রণদীপম বসু এর ছবি

এরা পাছা খুঁজে খুঁজে অভ্যস্ত হয়ে গেছে তো, তাই কখন যে নিজের পাছায় আঙুল দিয়ে বসে আছে খেয়াল করে নি, এই যা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সুমন সুপান্থ এর ছবি

এ আর নতুন কী !

---------------------------------------------------------

'...এইসব লিখি আর নাই লিখি অধিক
পাতার তবু তো প্রবাহেরই প্রতিক...'

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

মাসুদা ভাট্টি এর ছবি

মজার ব্যাপার কি জানেন? এই সব কর্পোরেট রা বাংলাদেশের মতো তথাকথিত তৃতীয় বিশ্বে তৈরি করছে ঝাঁকে ঝাঁকে কর্পোরেট বিলাই, তারা এইসব কোম্পানীতে কাজ করার জন্য নিজেদের প্রস্তুত করে অতিরিক্ত প্রতিযোগিতার ভেতর দিয়ে এবং তারপর তারা সত্যিকার বিলাইয়ের মতো মিঁউ মিঁউ করে যায়। হরলিকস্‌ কিংবা ম্যাগির ওই বিজ্ঞাপনতো দেশীয় বিজ্ঞাপন-নির্মাতাদের হাতে তৈরি, তারা কি এই মিথ্যাচার এড়াতে পারতো না চাইলে? কৈ মাছের তেলে কি করে কৈ মাছকেই তাঁতানো যায় তা ব্রিটিশ সাম্রাজ্যবাদী আমলের চেয়ে এই স্বাধীন আমলে এসে এক চুলও বদলায়নি। মানি আসলেই টকস- তাই না?

আমার বন্ধুদের যারা বাংলাদেশের বড় বড় বিদেশি কোম্পানীতে চাকরি করে, কিংবা তাদের হয়ে যারা এ্যাড বানায় সেখানে কাজ করে তাদের গর্ব দেখে মাঝে মাঝে টাস্‌কি খাই, লাক্স কিংবা হরলিক্স ব্যান্ড নাকি ওদেরকে এতোটাই পছন্দ করে যে, ওর বেতন শুধুই বাড়ে, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে ...বিজ্ঞাপনের এই ভাষা কি নেস্‌লে হেড অফিসের কোনও ক্রিয়েটিভ ডাইরেক্টরের? নাকি এই দেশীয় বন্ধুদের? নিজের জাত ভাইকে প্রতারিত করতে যদি এই দেশী ভাইদের পরান না পোড়ায় তাহলে এসব কর্পোরেট-প্রাণের কাছ থেকে সত্যি কথা বলে মুনাফা লাভের আশাটা কেমনে করি বলুন?

অছ্যুৎ বলাই এর ছবি

আসলে মারার সুযোগটা আমরাই করে দেই। সুযোগ পাইলেই মেরে দেয়াটা খুব স্বাভাবিক। দোষটা আমাদেরই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমরা যে ক্রমাগত মারা খেয়ে যাচ্ছি অগোচরেই তা নিয়ে নতুন করে কিছু বলার নেই।

কিন্তু নেসলের কথার সত্যতা যাচাই করা দরকার। এই ভুল হওয়া কতটুকু সম্ভব? এদের বিজ্ঞাপন নেটওয়ার্ক বেশ শক্তিশালী হয়। ওয়ার্ল্ড ওয়াইড। এক দেশে যা পাপ গণ্য অন্য দেশে পূণ্য তাই- এটা তারা ভালো করেই জানে, এরকম ভুল কঠিন কাজ।
তাছাড়া ল্যাঙ্গুয়েজ একটা ফ্যাক্টর...
নাকি দায় বাঁচাতে অভাগা দেশটার কাঁধেই চড়েছেন তারা?
সে অর্থেও ঘটনা একই অবশ্য...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি
হিমু এর ছবি

নেসলের কোন প্রোডাক্ট খেয়ে বুদ্ধিশুদ্ধি হলে জানায়েন তো এক্টু ... একজনকে গিফট করবো ... ।


হাঁটুপানির জলদস্যু

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

হিমুতো কারো নাম বলেন নি! তাহলে ধুগো সাথে সাথে রিঅ্যাক্ট করলেন কেন?



তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

হিমু এর ছবি

এখানেই কবি নীরব, ঠিক এই জায়গাটাতেই।

ধূগোকে কোন কিছু পয়সা দিয়ে কিনে গিফট করার মতো বুদ্ধিনাশ যেন আমার কখনো না হয়। হে পরওয়ারদিগার, দেইখা রাইখো।


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- তুই যে এইটা লেখবি, এইটা তো আমি জানতামই।
হের লাইগাই তো কইলাম, তুই নিজে খা ব্যাটা হেরেমখোকা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হেরেমখোকা! হো হো হো
এইগুলা পান কই মিয়া? হা হা হাহা
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কীর্তিনাশা এর ছবি

এ আর নতুন কি, আরিফ ভাই।
এমন করেই চলে আসছে সেই আদি থেকে।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতন্দ্র প্রহরী এর ছবি

এই ধরণের খবর দেখলে/শুনলে প্রচন্ড রাগ লাগে... তৃতীয় বিশ্বের দেশগুলোর সাথে উন্নত দেশগুলোর ভন্ডামী তো আর নতুন কিছু না... তারপরেও বলতে হয়, দোষ তো আমাদেরই... দরজা খোলা রেখে আমরা চোরকে প্রলোভন দেখাই... আর মাঝখান থেকে ডাকাতী হয়ে গেলে তখন টনক নড়ে আমাদের... এ থেকে কবে যে বের হয়ে আসতে পারবো আমরা!

অভ্রনীল এর ছবি

তোমার সাথে দেড়মত আমি।

"মাঝখান থেকে ডাকাতী হয়ে গেলে তখন টনক নড়ে আমাদের"- আসলেই কি তাই? আমাদের টনকও তো নড়েনা... চোর যায়... ডাকাত যায়... দস্যু যায়... তাও তো দরজা খোলা রেখেই দেই...
_________________________________
| সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ উড়াধুড়া ব্লগ পড়া বিপজ্জনক। | বাংলা ব্লগস্ফিয়ার

নজমুল আলবাব এর ছবি

আমাদের সব কিছু এমন বর্মহীন কেনো? সবাই দেখি আমাদের মাথায় কাঠাল ভাঙে।

ভুল সময়ের মর্মাহত বাউল

আরিফ জেবতিক এর ছবি

বিজ্ঞাপনটির বর্ণনা :

"An ad in Bengali, for Maggi Noodles with protein and calcium, was broadcast on Nepali TV in the UK. The voice-over said "What are we eating?" while the ad showed children playing tug-of-war outside. One of the children rubbed his stomach and said "Haaa". He ran inside to see his mother and said "Mummy! Maggi!" She replied "Just 2 minutes". The ad showed the noodles being cooked with vegetables. The mother explained "Maggi is the best because it has essential protein and calcium that help to build strong muscles and bones. Indeed, there is no comparison to Maggi noodles. Amazing taste! Amazing nutrition!" On-screen inset graphics showed an arm with a yellow glow over the bicep and a knee with a yellow glow over the kneecap. The ad ended with a pack shot of the noodles and two children eating."

এএসএ'র এসেসমেন্ট :
We understood from the Food Standards Agency (FSA) that the Regulation stated that, for a product to make a nutrition claim for protein, the product must contain 12% of the energy value provided by protein. We understood that Maggi Noodles contained only 10% of the energy value provided by protein in the product. The FSA explained that proteins were essential constituents of all cells. Protein must be provided in the diet for growth and repair of the body and any excess is used to provide energy. The FSA explained that the link between intake of proteins and helping to make strong muscles was tenuous because the strengthening of muscles was a complex process and involved a degree of physical activity. Protein is obviously required for children to grow.

We considered that, because we had seen no evidence that the protein in Maggi Noodles would "help to build strong muscles and bones" we considered that the ad was misleading and that Nepali TV should not have broadcast it.

বিস্তারিত পাওয়া যাবে এই লিংকে

রানা মেহের এর ছবি

শালা।
কিন্তু বাংলাদেশের জন্য তৈরী এ্যাড ইউকে তে দেখানো নিয়ে
একটু সংশয় আছে।
অন্য কোন গল্প আছে কি?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

আরিফ জেবতিক এর ছবি

ওপরে লিংক দিলাম । কিলিক করিয়া দেখেন বাহে , আপনাদের সরকার যদি মিছে কথা কয় তাইলে কী করন !!!

আমার মনে হয় নেপালি টিভি নামের স্যাটেলাইট ভূঁইফোড় টিভিতে এই এ্যাড দিচ্ছিল আসলে বাংগালি কমিউনিটির জন্য । মনে করেছিল এই বাংলা এড কি আর সরকারের চোখে পড়বে !

তানিয়া এর ছবি

আরিফ ভাই এখানে স্কাই টিভির ৮৩৪ নং চ্যানেলে নেপালী টিভির নামে আসলে বাংলাদেশের এনটিভি দেখায়। আগে যে ফ্রিকোয়েন্সিতে এনটিভি দেখাত সেখানে চ্যানেল আই দেখায়।কিছুদিন আগেও নেপালী টিভি অর্থাৎ এনটিভি তে দেশের সব আ্যড বেশ দেখাচ্ছিল আর খবরও দেশের সময়ে (মানে মধ্যরাতের খবর লন্ডনে সন্ধ্যাবেলায়) দেখতে পারছিলাম। এখন ইউকে টাইমে সিংক্রোনাইজ করে ফেলেছে আর আপাতত কোন আ্যড ও দেখাচ্ছেনা

আপনি ঠিকই বলেছেন হয়তো মনে করেছিল এই বাংলা এড সরকারের চোখে পড়বেনা

ভালো থাকুন

তানিয়া

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সমস্যাটা সেখানেই... ওদের সরকার এসবো খেয়াল করে... কইরা ব্যান করে... আর আমাদের সরকার খুব খেয়াল কইরা এইসব আমদানী করে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আরিফ জেবতিক এর ছবি

ঠিক তানিয়া । এখন মনে পড়েছে স্কাইয়ে আসলে নেপালিটিভি লিস্টে এনটিভি আছে । ভুলে গিয়েছিলাম ।

রায়হান আবীর এর ছবি

আলহামদুলিল্লাহ।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

পরিবর্তনশীল এর ছবি

হারামীর দল।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

পুতুল এর ছবি

এক যুবক ডাক্তারের কাছে গেল।
যুবকের হার্টবিট খুব বেশী দেখে ডাক্তার জিগায়: কী ব্যাপার?
যুবক বলে:
অমুক ডাক্তারের বাসায় গিয়ে শুনি: ডাক্তার চেম্বারে।
কিন্তু ভেতর থেকে একজন মহিলা চা খেতে অনুরোধ করলো।
ভেতরে ডুকে দেখি মহিলা তৈরী, ঝাপ দিলাম কুয়োতে।

ডুব সাতারের শব্দে মহিরার যুবতী মেয়েও বায়না ধরল।

দুই কুয়ো ঝালাই করে এসেছি তো, তাই.....

যুবকের বনর্ণ শুনে ডাক্তার প্যান্ট খুলে যুবকের দিকে পাছা দিয়ে বলে: কমপ্লেট দ্যা ফেমিলি।

তো আমাদের কমপ্লেট দ্যা ফেমিলি বলার সময় এসেছে।

কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

লুৎফুল আরেফীন এর ছবি

মাথায় তো কাঠালের গন্ধ হয়ে গেল! ... ...

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

জুয়েল বিন জহির এর ছবি

কন কি! সত্যই নাকি?

দ্রোহী এর ছবি

এত এত হোগামারা খেয়েছি, টেরই পাই না এখন আর!!!


কী ব্লগার? ডরাইলা?

দুর্দান্ত এর ছবি

ম্যাগি আর হরলিক্‌স কি বাংলাদেশের বিজ্ণাপন নীতি আসলেই মেনেছিল? সচলের বিজ্ণাপন নির্মাতারা কি বলেন?

Bangladesh Corporate Blog এর ছবি

Thanks for bringing this issue into limelight. The day is perhaps not far when Nestle and company will start arguing for feeding our children melamine flavoured powder milk, arguing that it will make their bones stronger, 'porleo bhangbena', and their bodies scratch-free, 'dag dileo dag porbe na'. Its high time they stop all this.

মঞ্জুলী এর ছবি

শুধুই nestle,বিশ্বায়ণ তো আমাদের ঘুম থেকে ওঠা থেকে শোওয়া অব্দি ট্রেনিং-এর স্বআরোপিত কোচ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।