একাত্তরের ছবি

সাঈদ আহমেদ এর ছবি
লিখেছেন সাঈদ আহমেদ (তারিখ: বিষ্যুদ, ০৩/১২/২০০৯ - ৩:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাথার মধ্যে সম্ভবত: পানি ঢুকে গিয়েছে, তাই মনে হয় শুধু পানির ছবি তুলি। বিজয়ের মাসে তাই কিছু ছবি তুললাম একাত্তরকে মাথায় রেখে। আগেই বলে রাখি, অধিকাংশ পানির আকৃতিই কিন্তু পূর্বপরিকল্পনা মতো করা নয় (সম্ভবও নয়)| বরং শ’খানেক ছবি তোলার পর তার খেকে কাহিনীর প্রয়োজন মতো কিছু ছবি বেছে নিয়ে করা এই পোস্ট।

যদিও পানির ফোটার সাথে সেকেন্ড মিলিয়ে ক্যামেরা ক্লিক করতে অনেক কসরৎ করতে হয়, তবুও সয়ংক্রীয় যন্ত্রের চেয়ে যারা হাতুড়ে মাধ্যমে ছবি তুলেন, তাদের ছবিই বেশি আকর্ষনীয় আর “স্বাভাবিক” মনে হয় আমার কাছে। সেই হাতুড়ে ছবিয়ালদের অনুসরণ করেই এই ছবিগুলো তোলা।

পানির আকৃতি-রঙ কোন কিছুতেই ফটোশপের কৃতীত্ব নেই। তবে ছবির color contrast, ছবিতে আমার সাক্ষর আর ‘প্রায় অদৃশ্যমান’ নামের জলছাপ ফটোশপেই ঠিক করা। মুলত: পানিপূর্ণ প্লেটে বিভিন্ন রঙ আর কাগজ কেটে বানানো মানচিত্র রেখে তার উপর পানির ফোটা ছেড়ে তোলা হয়েছে ছবিগুলো।

০১. ২৫শে মার্চ, ১৯৭১: বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় একটি রাত!


০২. পাকহানাদারদের অতকির্ত ও কাপুরুষিত গণহত্যায় স্তব্ধ হয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের সবুজ প্রান্তর রক্তে লাল হয়ে ওঠে।

০৩. একদিকে রাজাকার আর পাকহানাদারদের আঁতাতে আধাঁর নেমে আসে বাংলাদেশের বুকে।

০৪. অন্যদিকে, রক্তশপথ নিয় ঘুরে দাড়ায় বাঙালী।

০৫. কাধে কাধ মিলিয়ে উঠে দাড়ায় বাঙালী। ২৬শে মার্চ, ১৯৭১-এ ঘোষিত হয় বাংলাদেশের স্বাধীনতা।

০৬. বাংলাদেশের সবুজ প্রান্তর, লাল সুর্য আর মানচিত্র বুকে নিয়ে যুদ্ধ করে চলে মুক্তিযোদ্ধারা।

০৭. স্বাধীনতা প্র্রায় দ্বার প্রান্তে। " পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল ... জোয়ার এসেছে জন-সমুদ্রে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল... "

০৮. অবশেষে নয় মাসের রক্তাক্ত সংগ্রামের পর আসে স্বাধীনতা। উৎসবে মেতে ওঠে বাঙালী।

০৯. সেই উৎসবে যোগ দেয় বড়-শিশু সকলে

১০. লাল-সবুজের পতাকাটি হয়ে ওঠে আমাদের একতার প্রতীক।

১১. একাত্তরের চেতনা বুকে নিয়ে শুরু হয় দেশ গড়ার কাজ।

১২. যাদের আত্মত্যাগে এই স্বাধীনতা, তাদের স্মরনে আজো আমরা ফুল দেই স্মৃতিসৌধে।

১৩. শুধু রাতের আধারে এখনোও এক মাকে দেখি অপেক্ষা করে থাকেন পথের ধারে—হয়তো সন্তানের ফিরে আসা অথবা সন্তান হত্যার বিচারের আশায়!


মন্তব্য

হিমু এর ছবি

অপূর্ব লাগলো।

সাঈদ ভাই, আপনি কি সচলায়তনে নিবন্ধন করেছেন?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সাঈদ আহমেদ [অতিথি] এর ছবি

ধন্যবাদ। করেছিলাম এই নামে, এই ইমেইল দিয়ে... স্বকর্মকারনে সম্ভবত অচল আছে হাসি

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

অসাধারণ আইডিয়া চলুক চলুক চলুক
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

ভ্রম এর ছবি

অসাধারন... অসাধারন লাগলো ছবি এবং ছবির বর্ণনা!
খুব খুব সুন্দর।

মুস্তাফিজ এর ছবি

অসাধারণ আইডিয়া

........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

পান্থ রহমান রেজা এর ছবি

দারুণ লাগলো!
..................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

সাঈদ আহমেদ [অতিথি] এর ছবি

ধন্যবাদ মন্তব্যের জন্য। উৎসাহিত বোধ করছি।
[ডাক নাম "সজল" রাখার সময় মা বোধ হয় খেয়াল করেননি, সজল হলো "জলের সহিত বর্তমান"... তাই আজকাল খালি পানি-পানি লাগে।]

গৌতম এর ছবি

অপূর্ব! মুগ্ধ!

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

কনফুসিয়াস এর ছবি

দারুণ হয়েছে সবগুলো ছবিই। গ্রেট!

-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অতিথি লেখক এর ছবি

ফটো ব্লগে এসে এটা ভাল লেগেছে, ওটা ভাল হয়নি কিংবা লেখাটা আরো যত্নসহ লিখুন জাতীয় মন্তব্য করতে হতো। এই প্রথম এর কোনটাই নয় কেবল শুভেচ্ছা রইল সজল।
এস হোসাইন

---------------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"

সাফি [অতিথি] এর ছবি

খাইসে, মারাত্মক, সাংঘাতিক, সেইরকম, যাকে বলে পুঁদিচ্চেরী হয়েছে

জুয়েইরিযাহ মউ এর ছবি

অসাধারণ, চমৎকার, দূর্দান্ত সব ছবি!
ছবির সাথে কথা সাজানোর ভাবনাটিও দারুণ!

----------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

নির্জন স্বাক্ষর এর ছবি

অসাধারন, অসাধারন।

----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

শান্ত [অতিথি] এর ছবি

এই ছবি আর আইডিয়ার ব্যাপারে কথা বলা আমার কম্ম নয়। শুধু বলবো "অসাধারণ"। আপনাকে স্যালুট।

অনুপম শহীদ এর ছবি

অসাধারণ!!!! অপূর্ব!!!! দারুণ!!!!

সুহান রিজওয়ান এর ছবি

চুপচাপ দেখে গেলাম... হ্যাটস অফ সাইদ ভাই ...

_________________________________________

সেরিওজা

অতিথি লেখক এর ছবি

নিখাঁদ ভালবাসা থেকেই এমন সৃষ্টি সম্ভব। ভালো থাকুন।

বুনোহাঁস

ভূঁতের বাচ্চা এর ছবি

সত্যি অসাধারণ ... এর চেয়ে বেশি বলার কিছু পাচ্ছিনা ...
--------------------------------------------------------

--------------------------------------------------------

অর্বাচীন বালক এর ছবি

অসাধারণ কনসেপ্ট। আরো দেখতে চাই...

রণদীপম বসু এর ছবি

দারুণ তো !
তারপরও বুঝলাম না কিভাবে ছবিগুলো তুললেন ! ইশ্, আমি যদি পারতাম !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সাঈদ আহমেদ এর ছবি

উৎসাহ দেবার জন্য ধন্যবাদ দিয়ে আর ছোট করতে চাচ্ছি না, কিন্তু কৃতজ্ঞতা না জানিয়েও পারছি না!

Flickr-এ ছবিগুলো তোলার কিছু কারগরি বিষয় যুক্ত করলাম উৎসুক পাঠকদের জন্য।

-------------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

অনবদ্য!!
আমি নির্বাক!!
আপনাকে স্যালুট!!

---------------------
আমার ফ্লিকার

অতিথি লেখক এর ছবি

অসাধারন সব ছবি.....*তিথীডোর

ওসিরিস এর ছবি

আইডিয়া, ছবি, ক্যাপশন...... কোনটার ব্যাপারেই মন্তব্য করার ধৃষ্টতা করি না......

***********************************************
সিগনেচার কই??? আমি ভাই শিক্ষিৎ নই। চলবে টিপসই???

শুভাশীষ দাশ এর ছবি

ব্যাপক ভালো কনসেপ্ট। আরো ছবি চাই।

একজন নীল ভূত এর ছবি

এই ছবি গুলো সৃষ্টি করার সময় আপনার আনুভূতি কেমন ছিলো জানতে ইচ্ছে করছে।
অসাধারণ সৃষ্টির স্রষ্টাকে অভিবাদন।

---নীল ভূত।

সাঈদ আহমেদ এর ছবি

সত্যি কথা বলতে কি, আমিও মাঝে মাঝে ভাবি যে একাত্তরের কথা ভেবেই যদি আমাদের এই শিহরন জাগে, তাহলে একাত্তরের ১৬ ডিসেম্বরে মুক্তিযোদ্ধাদের অনুভূতি কী ছিল?!

ভেবে কোন কুল-কিনারা পাই না! তখন বসে নজরুল পড়ি-- "আজ সৃষ্টি সুখের উল্লাসে– মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি-সুখের উল্লাসে।"

--------------------------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

শাহরিয়ার আহমেদ সজীব এর ছবি

এক কথায় অসাধারণ। আর কিছু বলার ভাষা খুজে পািচ্ছনা।

ইশতিয়াক রউফ এর ছবি

দুর্দান্ত ছবি...

অতিথি লেখক এর ছবি

ছবিও কথা বলে... বলাতে জানলেই বলে।
আমি আমার কানঢাকা গরমটুপি খুল্লাম।
অনেক অনেক সুন্দর কন্সেপ্ট। নির্বাক করে দেয়া ছবি।

---- মনজুর এলাহী ----

Sajal Dash  এর ছবি

I don't know how is it possible to capture such pictures. Really superb. Just one thing to say, we go to 'Shahid Minar' to remember the language martyrs, if you edit it to 'Smrity Soudh', I think it will be correct in all ways.

সাইফ তাহসিন এর ছবি

গুরু গুরু, আপনার অনুমতি পেলে খোমাখাতায় ঝুলাবো
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সাঈদ আহমেদ এর ছবি

সানন্দে হাসি

--------------------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

রাগিব এর ছবি

অসাধারণ!!!

----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দূর্দান্ত...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

বালক এর ছবি

দূর্দান্ত চলুক
****************************************************************************
" মানুষ ভজলে সোনার মানুষ হবি "

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

সংসপ্তক এর ছবি

অসাধারণ আইডিয়া। ১৪-১৬ ই ডিসেম্বর আপনার ৫ কিংবা ১০ নম্বর ছবিটা ফেইসবুকে ডিপি হিসাবে ব্যবহারের অনুমতি চাইছি।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

সাঈদ আহমেদ এর ছবি

সানন্দে। আপনি দেশের কথা ভাবলে, আমি না বলার কে বলুন?
হাসি
---------------------------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

উজানগাঁ এর ছবি

অসম্ভব সুন্দর আইডিয়া সাঈদ ভাই।
আরো সুন্দর সুন্দর ছবি আর লেখা দেখার অপেক্ষায় থাকলাম। হাসি

অতিথি লেখক এর ছবি

যাই লিখবো কম বলা হবে। কৃতজ্ঞতা ............

অমাবস্যা

ঐশী এর ছবি


দ্ভু

সুন্দর


সা
ধা


আইডিয়া

স্পে ল বা উ ন্ড

অনার্য সঙ্গীত এর ছবি

আমি এতো পরে কেন দেখলাম!!!
অসাধারণ!!!
আপনার অনুমতি নিয়ে দুয়েকটি ছবি ফেসবুকে ঝোলাতে চাই। (ক্রেডিটলাইন দিয়ে অবশ্যই)
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সাঈদ আহমেদ এর ছবি

অবশ্যই... ছবি থাকুক ঝোলানন্দে হাসি

-------------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

ধুসর গোধূলি এর ছবি

- জটিল, ফাটাফাটি, কাটাকাটি, মারামারি টাইপের ছবি একেকটা! চলুক

চুপেচুপে, ভয়ে ভয়ে একটা কথা বলি, ১২ নাম্বার ক্যাপশনে কি স্মৃতিসৌধ হওয়ার কথা না বস! (যেটা আছে সেটাও ঠিক, কিন্তু বাক্যের বাকি অংশের সাথে মনেহয় স্মৃতিসৌধটাই বেশি মানানসই হয়)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সাঈদ আহমেদ এর ছবি

লেখা পোস্ট করার পর থেকেই বুঝতে পারছি, কিন্তু "অতিথির ব্লগর ব্লগর" কীভাবে সম্পাদনা করা যায়, তা বুঝতে পারছি না। সচলের মডু একটু দেখবেন?
----------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

পুরা নতুন ধরনের আইডিয়া ছাড়লেন রে ভাই। দারুণ!!

Shilpi Rahman এর ছবি

That was nicely done. it has art and very touchy messages . loved it. thank you . and thanks to my friend Ankur for sharing this with me. love you.

তাসনীম  [অতিথি] এর ছবি

খুব সুন্দর...শাটার স্পীড নিশ্চয় বহুবার adjust করতে হয়েছে একেকটা ছবি ঠিকমত তুলতে...অসাধারন...আপনার camera টা কি জানাবেন একটু?

সাঈদ আহমেদ এর ছবি

ধন্যবাদ। আসলে শাটার স্পীড এখানে কোন বিষয়না (জিনিসটা বুঝতে আমার অনেক সময় লেগেছে, অথচ Harold Edgerton নামক এক ভদ্রলোক না-কি ১৯৩০এর দশকে এটা আবিস্কার করেছিলেন... গুগল করলেই তাকে পাওয়া যায়)।

এমনিতেও ফ্ল্যাশ ব্যবহার করলে আমার D90 তে শাটার স্পীড ১/২০০ সে. এর বেশি উঠেও না।

যেটা করেছি তা হলো, রুমটা অন্ধকার করে নিয়েছি আর ফ্লাশ-এর স্পীড দিয়েছি বাড়িয়ে (অর্থাৎ, power ১/৬৪ ভাগে কমিয়ে দিয়েছি )।
ফলে শাটার যতক্ষণই খোলা থাকুক না কেন, ছবিতে শুধু ফ্ল্যাশ এর সময়টুকুই উঠে।

--------------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

তাসনীম [অতিথি] এর ছবি

ট্রিক্সটা দারুন...Harold সাহেবতো দারুন মাল ছিলেন। try করব এটা।

স্বপ্নহারা এর ছবি

মাগো...টাস্কী খাইয়া গেলাম! অ্যাঁঅ্যাঁ:O
এত্ত সুন্দর ছবি তুলেন আপ্নি...আরো অনেক অনেক দেখতে চাই!

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

Farhana এর ছবি

shobai atto kore bhalo bhalo comment diyeche.. ami ar amar comment debar shahosh pelam na!! dekha hole bolbo what i think চোখ টিপি

but surely something different and very interesting হাসি

হিমু এর ছবি

কন্ট্রোল + অল্ট + ইউ চাপলে বাংলা ইউনিকোড কীবোর্ড লেআউট পাবেন।
কন্ট্রোল + অল্ট + পি চাপলে বাংলা ফোনেটিক কীবোর্ড লেআউট পাবেন।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

রাহিন হায়দার এর ছবি

অভিভূত! দাঁড়িয়ে সম্মান জানাচ্ছি। আরো ফটোব্লগ চাই আপনার কাছ থেকে।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

তারানা_শব্দ এর ছবি

শেষ ছবিটি দেখে আর তার ক্যাপশনের লেখাটি পড়ে আমার গায়ে কাঁটা দিলো!!
এতো সুন্দর!!

আমি একটা ছবি দিতে চাই আমার ফেইস বুক এ!! ১৬ ডিসেম্বরে!
দিতে পারি কি??

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

তারানা_শব্দ এর ছবি

শেষের ছবিটি দেখে আর ক্যাপশনটি পড়ে আমার গায়ে কাঁটা দিলো!
এতো সুন্দর!

যে কোন একটা ছবি আমি আমার ফেইসবুক এ দিতে পারি কি? ১৬ই ডিসেম্বরে?

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

সাঈদ আহমেদ এর ছবি

অবশ্যই। প্রচারেই বিচার (হবে রাজাকারদের)

----------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

দুর্দান্ত এর ছবি

অসাধারন। গোল্লা গোল্লার পর ১২ নম্বরের ছিটকাঢেউ মজা লেগেছে।
কি অসাধারন সব রং।
করতেই থাকেন।

অতন্দ্র প্রহরী এর ছবি

চমৎকার লাগলো।

অতিথি লেখক এর ছবি

অসাধারণ

মৃদুল আহমেদ এর ছবি

আরে সজল, কী অবস্থা মিয়া? ফাটায়া ফালাইছ তো পুরা!
বহুদিন সচল থিকা দূরে ছিলাম, আইসাই প্রথম দেখলাম তোমারে, দেইখা খু্বই খুশি হইলাম, নিয়মিত লিখমু দুই বন্ধু মিল্লা, কী কও?
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

সাঈদ আহমেদ এর ছবি

বন্ধু সুমন, আমি না, সচলের পাঠকরাই সবিনয়ে "ফাটায়া ফালাইছে" আমাকে কৃতার্থ করে!
চল লিখি, যদি তাতে আমার অনিয়ম করা আর অনিয়মিত হওয়া বন্ধ হয় হাসি

-----------------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

Tonmoy এর ছবি

অস।ধ।রণ

দৃশা এর ছবি

আপনার কন্সেপ্টটা যেমন ফাটাফাটি, আপনার ধৈর্য্যশক্তিও তেমন ফাটাফাটি।
এতোগুলান মানুষ কি আর সাধে ফাডাইয়া লাইতেছে, কন?

দৃশা

অদ্বিতীয় এর ছবি

ছবিগুলো খুবি সুন্দর! আপনার ব্যানার দুইটাও অনেক ভালো লেগেছে

অদ্বিতীয়

অদ্বিতীয়

অতিথি লেখক এর ছবি

আইডিয়ার মতই অসাধারন সব ছবি!

৮,৯,১২ - অসাধারন সব রঙ। জট্টিল!!

র হাসান

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।