২০০৭ এর সেরা সচলেখা ও সেরা সচল: প্রাথমিক বাছাই

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: শুক্র, ২৮/১২/২০০৭ - ৩:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

২০০৭ প্রায় শেষ হতে চলল। এই মুর্হুতে আপনাদের কাছে আবেদন সচলায়তনের এই ছয় মাসে কোন লেখা এবং কোন লেখক আপনাদের সেরা মনে হয়েছে। এই পোস্টের ঘরে উল্লেখ করুন লিংক সহ। প্রাথমিক বাছাই শেষে ভোটাভুটি হবে। সেরা পাঁচজন সচল এর সেরা পাঁচটি লেখা লটকে দেয়া হবে প্রথম পেইজে।

শুভ নববর্ষ।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বটুমিয়ার বৈঠকখানা

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুবিনয় মুস্তফী এর ছবি

বিপ্লব রহমান - লাশ কাটা ঘর

ফারুক ওয়াসিফ - কবর খোঁড়ার গন্ধ

-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

ইশতিয়াক রউফ এর ছবি

আপাতত প্রাথমিক নামগুলো লিখে যাই। লিংক জুড়ে দেবো কালকে।

১। হেলথ রিপোর্ট, মেয়ের হাতে - আইরিস জুবায়ের
২। মুহম্মদ জুবায়েরের প্রবাসের গল্প (নাম মনে পড়ছে না এই মুহূর্তে)
৩। হাইকু - জ্বিনের বাদশা
৪। নন্দিত নকশা - অভিজিৎ
৫। বৃদ্ধাশ্রম - আরিফ জেবতিক

এছাড়াও আরো অনেক পোস্ট আছে। একক ভাবে দেখলে এগুলোর কথা সবসময় মনে থাকে। তবে সেরা সচলের জন্য আলাদা তালিকা করুন। সুজন চৌধুরী, হিমু ভাই, বিগ সি, হাসান মোরশেদ, জ্বিনের বাদশা, হাসিব ভাই, বিপ্লব দা, প্রমুখের কোন পোস্ট আলাদা করে উল্লেখ করার জো নেই। একেকটা একেকটার চেয়ে ভাল।

বজলুর রহমান এর ছবি

http://www.sachalayatan.com/zubair/9405
http://www.sachalayatan.com/zubair/9405

মু, জুবায়ের ঃ আরেকজন কেউ

বিপ্লব রহমান এর ছবি

এক. বিচার চাই, বিচার সম্ভব - অমি রহমান পিয়াল

দুই. বাবাকে নিয়ে আমি লিখতে পারি না - আরিফ জেবতিক

তিন. ডায়রির পাতা ছিঁড়ে - শ্যাজা

চার. স্মৃতির নৌকা বেয়ে - নিঘাত তিথি

পাঁচ. পানশালা ০৬ - হিমু।।


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

আরিফ জেবতিক এর ছবি

অছ্যুৎ বলাই এর ছবি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

মুহম্মদ জুবায়ের এর ছবি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মুজিব মেহদী এর ছবি

বিপ্লব রহমান : লাশ কাটা ঘর
সুবিনয় মুস্তফী : শীতের প্যাঁচাল
অভিজিৎ: সমকামিতা (সমপ্রেম) কি প্রকৃতি বিরুদ্ধ? একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনঃস্তাত্বিক আলোচনা
রেজওয়ান : তাহাদের কথা
ফারুক ওয়াসিফ : কবর খোঁড়ার গন্ধ : মৃত্যুই আসে, আর কেউ আসে না

দুঃখিত লিংক দিতে পারলাম না। ভোটটা বাতিল না হলে খুশি হবো।
...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ঠিক হ্যায়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ঝরাপাতা এর ছবি

লাশ কাটা ঘর - বিপ্লব রহমান


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

ইশতিয়াক রউফ এর ছবি

বিয়াল্লিশ হতে আর এগারো বছর বাকি, মা - প্রকৃতিপ্রেমিক

কীভাবে ভুলে গেলাম এই লেখার কথা?! ছি!

নিঝুম এর ছবি

জানিনা কে কিভাবে নিবে।তবে আমি, 'সেরা" বা "শ্রেষ্ঠ" এই ধরনের কোন ধারনার সাথে কখনই একমত নই।এই শব্দ গুলো আমার কাছে কোন কালেই ভাল্লাগে নাই।ছোট বেলায় আব্বা যখন প্রতিবার রেজাল্টের পর ,
"বেইজ্ঞুনে হাঁরে,তুই হাঁরস না কিল্লাই??" এই বলে হালুম হুলুম করে তিন নম্বুরি বেতের কার্যকারিতা পিঠের উপর বোঝাতেন তখন থেকেই এই "সেরা" শব্দটা'র উপর বিতৃষ্ণা। সচলায়তনের এই উদ্যোগ হয়তবা খুব চমতকার একটা ব্যাপার।কিন্তু আমি এই যাত্রায় আর সংগী হতে পারলাম না।

আর একটা কথা, এই সচলায়তনের প্রতিটি লেখাই অসাধারণ আর খুব চমতকার। জানিনা কিভাবে সেরা লেখাটা পাঠকরা নির্বাচন করবেন আর কাকে ছেড়ে কাকে ভোট দিবেন।বিষয়টা বেশ দূরহ বৈকি!! সে যাক...

আমি পারলাম না। কেননা... দুঃসপ্নের সেই প্রথম লাইন...
"বেইজ্ঞুনে হাঁরে,তুই হাঁরস না কিল্লাই??"
---------------------------------------------------------
যাগায় খাইয়া যাগায় ব্রেক...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

সৌরভ এর ছবি

সহঝুম,ধূলি। চলুক


আবার লিখবো হয়তো কোন দিন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

"বেইজ্ঞুনে সেরা বাছাই কইত্তে হাঁরে,তুই হাঁরস না কিল্লাই??"

নিঝুমের কথা ফুঁ দিয়ে উড়িয়ে দিন জনগন। বাছাই চলুক বাছাই।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

এতো-ফুলের-মধ্যে-এখন-মধু-খেতে-কোনটা-বাছি অবস্থা। এ যেন ঠিক শিশুকে খেলনার বিশাল দোকানে ছেড়ে দেয়া।

না রে ভাই, বাছাবাছি বা শ্রেষ্ঠ নির্বাচনের মধ্যে আমি নেই। শ্রেষ্ঠ গল্প, শ্রেষ্ঠ কবিতা, শ্রেষ্ঠ ব্লগরব্লগর ইত্যাদি টাইপের ক্যাটাগরি থাকলে চেষ্টা করে দেখা যেতো।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সজারু এর ছবি

সন্ন্যাসীর সহিত ১মত।
_________________________

সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র

_________________________

সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ঠিক আছে। শ্রেষ্ঠ যেকোন ক্যাটগরী আপনারা করে নিতে পারেন। সব ক্যাটেগরীতে আপনার মনোনয়ন দিন।

যেমন শ্রেষ্ঠ মন্তব্য:
অমুক - অমুক পোস্ট - লিংক

যেমন শ্রেষ্ঠ রম্য:
অমুক - অমুক পোস্ট - লিংক

জলদী জনগন। দ্বিতীয় পর্বের বাছাই আবার শুরু করতে হবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

জনগন যারা গোপনীয়তা বজায় রাখতে চান তারা আমাকে ব্যাক্তিগত মেসেজ, ইমেইল (udvranto@yahoo/gmail) এ জানাতে পারেন। এছাড়া অতিথি হিসেবে মন্তব্য করতে পারেন এই পোস্টে।

এটা আসলে একটা প্রাথমিক লিস্ট। এরপরে দ্বিতীয় বাছাইয়ের সময় এনোনিমাস ভোটাভুটি হবে। সো চিন্তার কারন নাই।

হুররররর জলদি জনগন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সবজান্তা এর ছবি

আমার টাইপের কষ্ট কমানোর জন্য নিঝুম ভাইকে ধন্যবাদ। আমার মনের কথাগুলিই আপনি বলেছেন। আমি জানি না, লেখা লেখির মত বিষয়ে কিভাবে পাবলিক ভোটিং হতে পারে ? আমি ১০টা লেখার নাম বলবো, কিন্তু হয়ত আর এমন ১০০টা একি রকম ভালো লেখা আছে।

এই যাত্রায় আমি থাকতে পারলাম না। দুঃখিত।

তবে একটা উপকার হচ্ছে এই প্রতিযোগিতার কারণে, অনেক ভালো লেখা চোখ এড়িয়ে গিয়েছিল। সেগুলো পড়া হচ্ছে চোখ টিপি
-----------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

guest_writer এর ছবি

ফারুক ওয়াসিফ - কবর খোঁড়ার গন্ধ
-সুবিনয় মুস্তফীর জবাবে : পুঁজির মু্ত্রস্রোতে ফোটা মানবতার অলীক ফুল

অভিজিৎ - সমকামিতা (সমপ্রেম) কি প্রকৃতি বিরুদ্ধ? একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনঃস্তাত্বিক আলোচনা

হাসান মোরশেদ : কর্নেল তাহের,খালেদ মোশাররফ - বিপ্লব, প্রতিবিপ্লবের টুকিটাকি

মুহম্মদ জুবায়েরের উপন্যাস : চুপকথা

বিনীত
নুরুজ্জামান মানিক

আরিফ জেবতিক এর ছবি

নুরুজ্জামান মানিক ??
সিলেটের নাকি ?

guest_writer এর ছবি

আরিফ ভাই,

না, আমি সিলেটের না। আমার বয়স যখন ১৮ দিন তখন থেকে ঢাকাবাসী।

আপনার হয়ত মনে নেই, ২০০০-০১ সালে আপনি, আমি, এসি আই’র সাব্বির, হাসানুজ্জামান সাকি, উর্মি একসাথে আড্ডা দিতাম টি এস সি ’তে এবং বি সা কেন্দ্রে ।

বিনীত
নুরুজ্জামান মানিক

আরিফ জেবতিক এর ছবি

দেখিলে অবশ্যই চিনিতে পারিবো ।

বিপ্রতীপ এর ছবি

নিঝুমের সাথে সহমত...লেখালেখিতে ভুটাভুটির ব্যাপারটি কেমন যেন...ভালো লাগছে না...কারন টানা কিছুদিন ব্যস্ততার কারনে না আসলে অনেক ভালো লেখা চোখ এড়িয়ে যায় যা এখন চোখ পড়ছে...
তবে এখন ভালো লেখা যেগুলো আগে চোখে পড়েনি সেগুলো এখন পড়ছি ...আজ বিপ্লব রহমানের 'লাশ কাটা ঘর' পড়লাম...চরম লাগলো!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…

অতিথি লেখক এর ছবি

সেরা লেখা --- 'যারা এখনো সচল হননি বা হতে চান'

দিগন্ত এর ছবি

বিপ্লব রহমান : লাশ কাটা ঘর
অভিজিত রায়: সমকামিতা (সমপ্রেম) কি প্রকৃতি বিরুদ্ধ?
হিমু : ধর্মানুভূতির বিবর্তন
থার্ড আই :স্বপ্নে পাওয়া স্বাধীনতা !!

আরো অনেক পোস্ট, কিন্তু খুঁজে পাচ্ছি না সেগুলো!! কি করি বলুন তো?


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

মাহবুবুল হক এর ছবি

সেরা লেখা বাছাই করা ঠিক হচ্ছে না, সেরা সচল বাছাই করা আরো বেঠিক। যদি করতেই হয় তো ক্যাটাগরি ভাগ করে করা উচিত। অন্যান্য বিষয়ে সেরা বাছাই হলে মন্দ হত না। যেমন- বছরের ২০ টি আলোচিত ঘটনা, বিশজন ব্যক্তিত্ব ইত্যাদি।

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

থার্ড আই এর ছবি

একটি অনুরোধ। আমি মনে করিনা লেখার ভোটাভুটির ফলাফল গুলো এভাবে উন্মুক্ত রাখার প্রয়োজন আছে। তাহলে যারা নতুন ভোট দেবে তারা পূর্ববর্তী ফলাফল দেখে প্ররোচিত হবে। কেননা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে কোন লেখা কত ভাগ পেয়ে এগিয়ে আছে!! এই দৃশ্য অনেককেই প্রভাবিত করতে পারে।
তাই ভোট দান শেষ হলে চূড়ান্ত ফলাফল ঘোষনায় সেরা লেখার তালিকা ও শতকরা হার প্রকাশের অনুরোধ করছি।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

অতিথি লেখক এর ছবি

পড়েই যাচ্ছি, পড়েই যাচ্ছি।
সবাই এত্ত ভালো লিখেন। গুরু গুরু

ইউক্লিড

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।