Warning: Creating default object from empty value in theme_img_assist_inline() (line 1488 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/img_assist/img_assist.module).

আমি এখন বাবা হবার আনন্দে বিভোর.........

কীর্তিনাশা এর ছবি
লিখেছেন কীর্তিনাশা (তারিখ: বিষ্যুদ, ১৬/০৭/২০০৯ - ১১:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঠিক এক সপ্তাহ আগে, বুধবারে অফিসে কাজ করছিলাম। তখন দুপুর পেরিয়ে বিকেল হয়েছে সবে মাত্র। হঠাৎ বাসা থেকে বোনের ফোন - তাড়াতাড়ি বাসায় চলে আয়। সাথে অ্যাম্বুলেন্স নিয়ে আসবি অবশ্যই।

বুঝলাম সময় এসে গেছে। দ্রুত বাসার উদ্দ্যেশে ছুটলাম। জরুরী ফোনগুলো দ্রুত সেরে ফেললাম পথে। বাসায় পৌঁছেই বউকে নিয়ে হাসপাতালে রওনা হলাম।

তারপর বিকেল পেরিয়ে সন্ধ্যা হলো। সন্ধ্যা পেরিয়ে রাত। রাত পেরিয়ে সকালও হলো। নির্ঘুম আমরা ক'জন মানুষ উৎকন্ঠায় আর শংকায় চুপসে থাকলাম। ওদিকে লেবার রুমে ডাক্তররা ব্যাস্ত থাকলো আমার যন্ত্রনা কাতর বউকে নিয়ে।

অবশেষে বৃহস্পতিবার (৯ জুলাই ০৯) সকাল সাড়ে এগারোটায় আমাদের সকল উৎকন্ঠা আর শংকার অবসান ঘটিয়ে সে পৃথিবীতে পদার্পণ করলো। আর অনিন্দ্য আনন্দে ভরে উঠলো আমাদের বুক।

বাবা হওয়ার যে অনুভুতি তা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। তবে এটুকু বলতে পারি - সব সময় এক অদ্ভুত আনন্দ খেলা করছে মনে। সেই সাথে একটা দায়িত্ববোধও টের পাই, যা কিনা আমি উপোভোগ করছি পুরো মাত্রায়।

আর কিছু বলার নেই এখন। শুধু আমার মেয়েটির জন্য দোয়া চাচ্ছি আপনাদের কাছে - সে যাতে একটা সুখি, সুস্থ্য, সফল এবং সার্থক জীবন পায় এই পৃথিবীতে।

ওহ্ আরেকটা কথা - আমার ছোট্ট পরীটার জন্য একটা ছোট্ট সুন্দর নাম খুঁজছি। অবশ্যই বাংলা নাম। (নাম রাখাটা যে কত দুরহ এবং দুঃসাধ্য তা টের পাচ্ছি নিজের মেয়ের নাম রাখতে গিয়ে।) আপনাদের কারো কোন প্রস্তাব থাকলে জানাবেন, প্লিজ, প্লিজ, প্লিজ ! খুবই উপকৃত হবো এবং বাধিত থাকবো।

আর অবশ্যই যার প্রস্তাবিত নাম পছন্দ হবে তার জন্য থাকিবে অশেষ উত্তম ও জাঝা হাসি


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শুভেচ্ছা, দুজনকেই। আমার আবার নাম ধাম ঠিক আসেনা।

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ পিপি'দা হাসি

তবে এভাবে পাশ কাটিয়ে গেলে তো হবে না !!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

১ নাম্বার মন্তব্য দেয়ার ইচ্ছাটা সামলাতে পারিনি। তাই সর্টকাটে মেরেছি। আপনি তো নদী ভালোবাসেন; মেয়ের নাম রাখতে পারেন "নদী"।

কীর্তিনাশা এর ছবি

নদী নামটা আমারো পছন্দ। তবে বউ-এর ভেটো পড়েছে এটার উপরে। তারপরও লিস্টে আছে দেখা যাক।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

যাহ্ ব্যাটা... কংগ্রাচুলেশনাইলাম... সাবাশ...

কিন্তু আপনে নাকি লোকজনরে বলে বেড়াচ্ছেন আপনার মেয়ের বাবার নাম নজরুল ইসলাম? হো হো হো চোখ টিপি

আপনার মেয়ের জন্য শুভকামনা। মেয়ের মায়ের জন্য শুভেচ্ছা। নাম নিয়া এখনি ভাবনার কিছু নাই। দেখবেন আশেপাশের আত্মীয়স্বজন মিলে লাখখানেক নাম রেখে দিছে।
আমার মেয়ের নাম আমি রাখছিলাম তার প্রথম জন্মদিনের দিন সকালে। একবছর পুরা নামহীন ছিলো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ নজরুল ভাই হাসি

আমার মেয়ের বাবার নাম নজরুল ইসলাম'ই তো দেঁতো হাসি

নাম নিয়া এখনি ভাবনার কিছু নাই। দেখবেন আশেপাশের আত্মীয়স্বজন মিলে লাখখানেক নাম রেখে দিছে।

একেবারে যথার্থ বলেছেন। ইতিমধ্যেই শ'খানেক পেয়ে গেছি। তবে পছন্দ হচ্ছে না একটাও মন খারাপ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মামুন হক এর ছবি

অভিনন্দন!!!
নাম ভেবে নেই, তার পর বলব হাসি

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ মামুন ভাই। হাসি

অপেক্ষায় থাকলাম কিন্তু।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রেনেট এর ছবি

অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের দুজনকে। আর ভাস্তির জন্য অনেক, অনেক আদর।

নাম নিয়ে আসছি পরে।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

কীর্তিনাশা এর ছবি

অনেক অনেক ধন্যবাদ রেনেট ভাই। হাসি

অপেক্ষায় থাকলাম.............

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

যুধিষ্ঠির এর ছবি

শুভেচ্ছা! শুভকামনা! অভিনন্দন!

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ যুধিষ্ঠির'দা, অশেষ ধন্যবাদ হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রায়হান আবীর এর ছবি

কনগ্রাচুলেশন।

বাংলা নাম দিয়েন না। বাংলা নাম তো সব হিন্দু নাম। চোখ টিপি


পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ রায়হান।

বাজে কথা রাইখা কয়খান হিন্দু নামই প্রোপজ করো তাড়াতাড়ি........ হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দিগন্ত এর ছবি

অনুভূতি শেয়ার করছি হাসি আমার ছেলে হল ২৬শে মে। এখন মাসখানেকের বেশী হয়ে গেছে। ডাকনাম কাব্য, ভালনাম দৃক। আপনার মেয়ের জন্য আমার প্রস্তাবিত নাম প্রাপ্তি।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

কীর্তিনাশা এর ছবি

তাই নাকি দিগন্ত'দা। চলুক

অভিনন্দন আপনাকে এবং বউদিকে। আর ভাতিজার জন্য রইলো অনেক অনেক শুভকামনা। দুটো নামই তার খুব সুন্দর হয়েছে।

আপনার প্রস্তাবিত নাম লিস্টে রাখলাম, ধন্যবাদ আবারো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পুতুল এর ছবি

অনেক অনেক অভিনন্দন মেয়ের মাকে। বাবাকে একটু কম দিলেও চলে। তবে সবচেয়ে বেশী বেশী আদর আমাদের সুন্দরী পরীটাকে। অনেক সুন্দর, সারাটা জীবন সুখে থাক মা।

আমাদের মনে হল তাই বলছি, মা মনির নাম হতে পারে "চারু"।

**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

কীর্তিনাশা এর ছবি

আপনার অভিনন্দন যথাস্থানে পৌঁছে যাবে পুতুল ভাই। হাসি

অশেষ ধন্যবাদ আপনাকে। আর নামটা লিস্টে টুকে নিলাম। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুস্তাফিজ এর ছবি

অভিনন্দন বাবা আর মাকে, বাচ্চার জন্য আদর।

...........................
Every Picture Tells a Story

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ মুস্তাফিজ ভাই হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ভুতুম এর ছবি

অজস্র শুভ কামনা। আর আমার সাজেসন হইলো "রূপকথা"।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ ভূতুম। আপনার নামটাও লিস্টে টুকে নিলাম হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তানবীরা এর ছবি

খুব সুন্দর নামটা, সত্যিই
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

কীর্তিনাশা এর ছবি

এই নামটা আমার বউ-এরও পছন্দ হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয় !!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ইশতিয়াক রউফ এর ছবি

অনেক, অনেক, অনেক শুভেচ্ছা রইলো!

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ ইশতি ভাই। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আকতার আহমেদ এর ছবি

বিশাল অভিনন্দন

কীর্তিনাশা এর ছবি

আপনাকেও বিশাল ধন্যবাদ আকতার ভাই হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সচল জাহিদ এর ছবি

অভিনন্দন। আমার একটা প্রিয় নাম হল 'অপালা'

-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ জাহিদ ভাই। নামটা লিস্টে টুকলাম হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তানবীরা এর ছবি

হুম,
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

কীর্তিনাশা এর ছবি

এইটা কি বাচ্চার নাম প্রপোজ করলেন তাতা'পু ??

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নিবিড় এর ছবি

আরে নাশুদা আপনার জন্য অনেক অভিনন্দন আর শুভ কামান হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ নিবিড় হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

বিপ্লব রহমান এর ছবি

টেলিফোনে একবার বলেছি, সচলে আরেকবার বলি: অনেক অভিনন্দন! সোনামনিকে আদর।
---
চাকমা ভাষার নাম চলবে? 'উজনী' রাখতে পারেন। এর অর্থ: উজান স্রোতের যাত্রী। ধন্যবাদ।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

কীর্তিনাশা এর ছবি

আবারো ধন্যবাদ বিপ্লব ভাই হাসি

সুন্দর নাম হলে চাকমা ভাষাতেও কোন সমস্যা নেই। এ নামটাও লিস্টে রাখলাম।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

শিশুর প্রতি অনেক আদর থাকল। আর আপনাদের জন্য বিশাল অভিনন্দন দেঁতো হাসি

কয়েকদিন আগে আমি চাচা হইছিলাম, তাই জানি একটা পুচ্চি বাসার সবকিছু কীভাবে বদলে দিতে পারে! অসম্ভব সুন্দর (সাথে কিছুটা পেইনফুল-ও) সময় সামনে, সেটার জন্য ও অভিনন্দন।

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ সিমন ভাই হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নুরুজ্জামান মানিক এর ছবি

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

কীর্তিনাশা এর ছবি

আপনাকেও উষ্ণ ধন্যবাদ মানিক ভাই হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অনিকেত এর ছবি

কীর্তি-------
বস, বিরাট অভিনন্দন!!
সন্তানের জনক-জননীকে এই গর্বিত মুহূর্তে এই শুভ কামনা জানাতে চাই---সারাটা জীবন যেন এই মেয়ে তোমাদের গর্বের কারণ হয়ে থাকে----

পৃথিবীর সকল মালিণ্য, দুঃখ,কষ্ট তার কাছ থেকে শত হস্ত দূরে থাকুক---
এই আমার নিরন্তর কামনা---

আবারো শুভেচ্ছা----

কীর্তিনাশা এর ছবি

অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ তারেক ভাই হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতিথি লেখক এর ছবি

অভিনন্দন

নিবন্ধন নাম - মেঘলা জীবন
ইমেইল-

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ছায়ামূর্তি [অতিথি] এর ছবি

অভিনন্দন ও অনেক অনেক শুভ কামান হাসি

কীর্তিনাশা এর ছবি

অসংখ্য ধন্যবাদ হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

শামীম এর ছবি

অভিনন্দন।

এই ফাঁকে আমার স্টকেও কিছু নাম জমা হউক .... আমার এখানেও একজন আসিতেছেন। ভাবতেছি শেষ পর্যন্ত আপনার বাংলা অভিধান নিয়ে শ্রুতিমধুর এবং সুন্দর অর্থের নাম খুঁজতে হবে। দেঁতো হাসি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

কীর্তিনাশা এর ছবি

এতো দেখি এক ঢিলে দুই পাখি। চলুক
আপনার কোন নামটা পছন্দ হলো জানাবেন শামীম ভাই।
আর নতুন অতিথির আগমন বার্তার অপেক্ষায় থাকলাম।
আপনার এবং ভাবীর জন্য অনেক অনেক শুভকামনা হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

শামীম এর ছবি

ভাইজান... আমিও ভেজালে আছি।

তবে আমার পরিচিত কয়েকজনের নাম জানায় দেই।

ইরিনা, ফ্লোরিনা, আরাবী, ট্রিনিটি (টিনটিন এ বিবর্তিত), শময়িতা।

জাপানি নাম:
কাউরি = সুগন্ধি
নিশি = পশ্চিম (দিক)
মিজুমি = হ্রদ/ লেক
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

কীর্তিনাশা এর ছবি

ট্রিনিটি নাম শুনলে ম্যাট্রিক্সের ক্যারি অ্যান মসের কথা মনে পড়ে দেঁতো হাসি

নাম রাখাটা যে কী ভেজালের কাজ তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি শামীম ভাই।

আপনার নামগুলোও লিস্টে টুকে নিলাম। ধন্যবাদ আবারো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নাহার মনিকা  [অতিথি] এর ছবি

কি সুন্দর ফুট ফুটে মেয়ে!
অনেক অভিনন্দন আর শুভ কামনা!

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ অশেষ হাসি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

লুৎফর রহমান রিটন এর ছবি

অনেক আদর পিচ্চিটাকে।
মেয়ের বাবা হবার আনন্দটা আমি বুঝি।
অভিনন্দন ছোট্ট বন্ধুটির মা আর বাবাকে।

মাগো তুমি ভালো থেকো, সুন্দর থেকো।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ রিটন ভাই, অসংখ্য ধন্যবাদ হাসি

আমার মেয়েকে দোয়া করেছেন সে জন্য আরে লক্ষ কোটি ধন্যবাদ !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুমন চৌধুরী এর ছবি
কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ বদ্দা হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ষষ্ঠ পাণ্ডব [অতিথি] এর ছবি

বউছাড়া সংসার কোন সংসার পদবাচ্য না।
বউ আছে কিন্তু বাচ্চা এখনো হয়নি এমন সংসার গোয়ালঘরের সমতুল্য।
বউও আছে বাচ্চাও আছে এমনটাই প্রকৃত সংসার।
যে সংসারে শিশুকন্যা আছে সেটা স্বর্গের উদ্যান।

কীর্তি, আপনি এতদিনে প্রকৃত সংসারে পা রাখলেন যেটা আসলে স্বর্গের উদ্যান। অভিনন্দন গর্বিত পিতাকে, আভূমি প্রণাম জন্মদাত্রীকে, আর পৃথিবীর সব শুভকামনা ভ্রাতুষ্পুত্রীকে।

পুনশ্চঃ কীর্তি, এতদিনে আপনাকে শাসন করার মানুষ কিন্তু চলে এল। এখন থেকে সাবধান।

মৃদুল আহমেদ এর ছবি

আমাদের কীর্তিনাশা এতদিন গোয়ালঘরে ছিল হো হো হো
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

কীর্তিনাশা এর ছবি

পিচ্চিটা আসার পরে বুঝতে পারছি কথাটা পান্ডুদা একেবারে খারাপ বলেনি। দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ পান্ডু'দা আপনার সুন্দর মন্তব্যের জন্য।

শাসন তো সে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। রাতে নিজেও জেগে থাকে, আমাদেরও জাগিয়ে রাখে। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আরিফ জেবতিক এর ছবি

উহ ! সে কি আনন্দ সামনে , ভাষায় প্রকাশ করতে পারব না।
অভিনন্দন।

ধুসর গোধূলি এর ছবি
কীর্তিনাশা এর ছবি

হৈ ধুগো ভাই, ভাস্তি হয়েছে খুশি তো হবেই, তাতে এতো রহস্যের কী আছে ??

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ আরিফ ভাই, দোয়া করবেন আমার মেয়ের জন্য। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

প্রজাপতি [অতিথি] এর ছবি

অনেক অনেক শুভকামনা রইলো কীর্তিদা, ছবি দেখেই তো কোলে নেয়ার মন করছে।

আমার কাছে দুইটা নাম আছে, মেঘলা আর রোদেলা। একটা রাখলে পরের জনের জন্য আবার খুজতে হবে না দেঁতো হাসি

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ প্রজাপতি !

বুদ্ধি খারাপ দেন নাই। নাম দুইটাই লিস্টে রাখলাম। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ধুসর গোধূলি এর ছবি

- হ, বাপ হওনের বেজায় আনন্দ।
নাম তো নাশু ভাই আপনের পোস্টেই ঠিক কইরা রাখছেন দেখলাম। "পরী"।

আপনের নামের লগে মিলায়া রাখতে পারেন, পরী নাশু।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কীর্তিনাশা এর ছবি

গুরু আপনে এইরম আইডিয়া পান কই ? হাসতে হাসতে আমি আর আমার বউ গড়াগড়ি খাইতাসি। গড়াগড়ি দিয়া হাসি

আচ্ছা আপনার নামটা রাইখা দিলাম। একান্তই মাঝে মাঝে নিজে ডাকবো বলে। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মূলত পাঠক এর ছবি

অনেক শুভেচ্ছা আর বিশাল অভিনন্দন!!

কীর্তিনাশা এর ছবি

অশেষ ধন্যবাদ রাজর্ষি'দা হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আরে !
কি ঝকঝকে দেখতে সোনামনিটা। হাসি
অনেক অভিনন্দন আপনাকে, নাশু'দা।
আমার পছন্দের নাম - বৃষ্টি।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ শিমুলাপু। হাসি

তবে বৃষ্টি তো এখন অনেক কমন নাম।
আমি একটা আনকমন নাম চাচ্ছি। তাই তো খুঁজে খুঁজে এতো হয়রান, আর আপনাদের কাছে এভাবে ধরনা দিচ্ছি।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অভিনন্দন, শুভকামনা!
____________
অল্পকথা গল্পকথা

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সীমা [অতিথি] এর ছবি

অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন.....

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ অসংখ্য হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

স্বাধীন এর ছবি

অভিনন্দন বাবা ও মা দু'জনকেই। দোয়া এবং আদর রইল ছোট্টমণির জন্য।

কীর্তিনাশা এর ছবি

আপনাকেও অশেষ ধন্যবাদ স্বাধীন হাসি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রানা মেহের এর ছবি

পিচকুটাতো একদম মাশাল্লা টাইপ সুন্দর
পিতাকে অভিবাদন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ রানা'পু হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দময়ন্তী এর ছবি

ওলে বাবালে! কি মিত্তিইইই!
অনেক অনে এ ক শুভেচ্ছা রইল খুকুমণির জন্য আর আপনাদের অনেক অভিনন্দন৷

এতগুলো নাম একসাথে মনে এসে গেল, যে আমি তার থেকে বাছতে না পেরে আর লিখলাম না৷
-----------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ দ্য গ্রেট ফাঁকিবাজ দমু'দি ! হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

খেকশিয়াল এর ছবি

অনেক অনেক অনেক অভিনন্দন! পিচ্চিকে আদর ও আশীর্বাদ!

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ পন্ডিত জি। অশেষ ধন্যবাদ হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মৃদুল আহমেদ এর ছবি

নজরুল। মন খারাপ লাগতাসে তোমার এমন সময়ে পাশে থাকতে না পাইরা। বাবা হওয়া যে কী জিনিস, আমি তো জানি! কনগ্রাচুলেশনস ম্যান। তোমার জীবনের চেহারাই বদলায়া গেল এখন থিকা। কোনো জায়গায় বাইরে রাত কাটাইতে ইচ্ছা করব না। অফিসে কেউ দেরি করায়া দিলে তার গলা টিইপা ধরতে ইচ্ছা করবে।
সারাদিন শুধু মনে হবে, কখন অফিস শেষ হবে আর আমি বাসায় সেই আশ্চর্য পুতুলটার কাছে ফিরে যাব...
অভিনন্দন মিয়া, অভিনন্দন!
নামের ব্যাপারে কিছু কইলাম না। যে নামই রাখবা, ঐটা আগে কেউ না কেউ রাখছে। অপ্রচলিত নাম রাখতে চাও তো আমার লাইনে আস মিয়া। আমি প্রচলিত নাম রাখি না। চিত্রকল্প দিয়া নতুন শব্দ বানায়া নাম রাখি। রাজি থাকলে দুই চাইরটা নাম দিতে পারি... হাসি
আবারো অভিনন্দন। আখতারুজ্জামান হারামজাদা কী কয়? সে যে এই বাচ্চার মামা, এইটা জানায়া ঐ শালার ভাইরে পোস্ট দিতে কও, ব্যাটা মামার বাচ্চা মামা ফাঁকিবাজি মারে খালি!
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

কীর্তিনাশা এর ছবি

মৃদুল ভাই, আপনি পাশে থাকলে আমারো খুব ভালো লাগতো। ভালো আছেন আশাকরি নতুন জায়গায়।

আর আপনি যথার্থই বলেছেন - মেয়েকে রেখে কোথাও গিয়ে আর শান্তি পাওয়া যাচ্ছে না। সারাক্ষণ শুধু ওর কথা মাথায় ঘোরে।

চিত্রকল্প দিয়া নতুন শব্দ বানিয়ে কিছু নাম প্রপোজ করলে খুশি হবো। তাই জলদি জলদি নাম দেন, প্লিজ্ !

আখতারুজ্জামান এখনো মহা ব্যাস্ত। এই শুক্রবারেও কোথায় যেন মিটিং করতে গেছে। তার সাথে যোগাযোগ হওয়া মাত্র আপনার মেসেজ তাকে পৌঁছে দেব।

ভালো থাকবেন মৃদুল ভাই। আর অনেক অনেক ধন্যবাদ হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

লিজা এর ছবি

নাম হতে পারে তিতলি, তিতির, তটিনী ।

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ নামগুলোর জন্য। লিস্টে টুকে নিলাম হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সাইফুলাক্বর্খান (ফাঁপরের উপ্রে!) এর ছবি

বিরাট কাম করছেন বস! সাহস মাশাল্লাহ্! হাসি কংগ্র্যাটস্টস্টস্টস!
আরেকটা আকামও করছেন- আমার এই ক্যাম্নেকী'র মইদ্যে আমার প্রিয় একটা আকামের (- অন্যের পোলাপাইনের নাম রাখা। আমার রাখা নাম লইয়া আশপাশে বেশ কিছু পোলাপাইন ঘোরাঘুরি করে আইজ নাগাদ) জন্য এইর'ম একটা ওপেন টেন্ডার দিয়ালাইছেন আপ্নে! এহন তো মনে ঐতাছে- নাম ভাবনই লাগবো।

ইচ্ছা
আনন্দী
নূপুর

পরে, লাগলে আরো দ্যাওন যাইবো।

কীর্তিনাশা এর ছবি

সাইফুল ভাই, অনেক ধন্যবাদ নামগুলোর জন্য। তিনটা নামই সুন্দর তবে প্রথমটা বেশি ভালো লাগলো। দেখি বউ-এর কী মতামত।

পারলে আরো কিছু নাম দেন। হাসি

আর সব সময় এত্তা দৌড়ের উপর থাকলে আসলেই কেম্নেকী !!!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সাইফুলাক্বর্খান (লগানের মানসিক-নৈতিক শক্তি পাইতেছি না) এর ছবি

হ, মন খারাপ

বাংলা
মোহনা
নিথুয়া
নিপুণ
নিটোল

হাসি

কীর্তিনাশা এর ছবি

আবারো ধন্যবাদ সাইফুল ভাই হাসি

তয় নাম নিয়া এখনো সমস্যায় আছি।

আমার পছন্দ হয় তো বউ-এর হয় না। বউ-এর পছন্দ হয় তো আমার হয় না।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সাইফুল আকবর খান এর ছবি

হ্যাঁ, সেইজন্যেই তো খাঁটি সমাধানটা হৈলো- আপনেরা আর কিছু চিন্তা না কইরা সোজা আমার পছন্দের একটা নাম রাইখা দিবেন! দেঁতো হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সাইফুল আকবর খান এর ছবি

আরে সাহেব! আমার তো রীতিমতো পেশাদারি সুনাম আর উত্কর্ষ আছে এই বিষয়ে! চোখ টিপি
_________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

ধুসর গোধূলি এর ছবি

- খান ভাই, কোন বিষয়ের কথা কন? বাচ্চা উৎপাদনের বিষয়ে নাকি বাচ্চার নাম রাখার বিষয়ে? চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কীর্তিনাশা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সাইফুল আকবর খান এর ছবি

না গো ধুগো!
এই সেক্টরে জিন্দেগি-তে প্রডাকশন-এ যাইতে চাই না আমি! হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

কীর্তিনাশা এর ছবি

দিল্লিকা লাড্ডু খাওয়ার আগে অনেকেই বলে - ওরে আমি লাড্ডু খাই না।

পরে খাওয়ার সময় ঠিক পিছের কথা ভুলে যায় হো হো হো

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সাইফুল আকবর খান এর ছবি

বিয়া হঠাত্ করলেও বাচ্চা পয়দা করুম্না ঠিক করছি!
আর যদি সেইটাও করি হঠাত্, তাইলে বাচ্চারেও কয়ে যাবো অনুরোধ ক'রে, যে- সে যাতে বাচ্চা পয়দা না করে!
উরেব্বাবা! আমার সত্যি ভয় লাগে এমন রিস্কি একটা পৃথিবীতে এমন রিস্কি একটা দেশে কাউরে জন্ম দিতে! এই চিন্তারে পাগলামি মনে হইলেও আমার কিছু করার নাই। দেখা যাক। হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

কীর্তিনাশা এর ছবি

এ ব্যাপারে আমি কিছু বলবো না। সময়ই কথা বলপে দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কীর্তিনাশা এর ছবি

এতই যখন পেশাদার আরো কিছু নাম দেন না সাইফুল ভাই দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সাইফুল আকবর খান এর ছবি

হুরমিয়া!

আবারো দেখলাম- ক্লায়েন্ট মাত্রই খ্রাপ! খাইছে

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

কীর্তিনাশা এর ছবি

রাগবেন না সাইফুল ভাই, প্লিজ !

বুঝেন তো মেয়ের নাম ঠিক করা নিয়ে কথা ! এতো সহজে কি আর তা রাখা যায়??

আপনার বাচ্চা হয়ে নিক তারপর বুঝবেন আমার অবস্থাটা। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সাইফুল আকবর খান এর ছবি

আইছে আবার সিরিয়াসলি অবস্থা বুঝাইতে! আপ্নে মিয়া ফাউল আছেন কিন্তু! খাইছে
আমি ফাইজলামি করছি রে ভাই।
তয়, না বস, আমার মনে হয় না এমন দুঃসাহস জীবনে হইয়া সারবো!
চোখ টিপি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

কীর্তিনাশা এর ছবি

আমি ফাউল হইলে কবেই তো লাল কার্ড খাইতাম। তা যেহেতু খাই নাই, তার মানে আমি ফাউল না খাইছে

আর আপনার বিয়া নিয়া কিছু খইথাম না। সময়ই কথা বলপে দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

স্বপ্নহারা এর ছবি

অভিনন্দন...শুভেচ্ছা। আমার দেয়া নাম হতে পারে 'উপন্যাস' বা 'সুহৃতি'!

-------------------------------
হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ স্বপ্নহারা। নাম দুটো টুকে নিলাম হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ধুসর গোধূলি এর ছবি
কীর্তিনাশা এর ছবি

টুকতে কুনো সমেস্যা নাই গুরু। নিলাম টুকে আপনেরটাও হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সাইফ তাহসিন এর ছবি

নামের আদ্যাক্ষর না দিলে নাম সাজেস্ট করি কেমনে?

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

কীর্তিনাশা এর ছবি

নামের আদ্যক্ষর হতে পারে ন অথবা স , অথবা যেকোন অক্ষর। নামটা সুন্দর হলেই হলো। হাসি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তানবীরা এর ছবি

দশ মাস বাবা - মা কি করেছে, নাম ঠিক করে নাই তারা ???

যেদিন বাংলাদেশেও জন্মের সাথে সাথে বাচ্চার রেজিষ্ট্রেশন চালু হবে, এই হাতে মেয়ে দিয়ে ঐ হাতে ফর্ম দিবে, নাম লিখে ফিল আপ করো, সেদিন বুঝবে মজা ঃ)
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সাইফ তাহসিন এর ছবি

ঠিক বলিলে আপু, এখানে যখন প্রথম গেলাম এন্টিনেটাল চেকআপে, বলে, নাম দাও, আমি তো বেকুব, জানি না মেয়ে না ছেলে নাম দিব কিভাবে? তারপর মেয়ে টাওয়ার তীব্র বাসনা থাকায় নাম লিখলাম সামারা (তখন রিঙ হিট সিনেমা), ভাগ্যক্রমে মেয়ে হওয়ায় কোন গ্যান্জামে পড়তে হয় নাই

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

কীর্তিনাশা এর ছবি

দশ মাস বাবা-মা ছিল অনাগত সন্তানের জন্য উৎকন্ঠায়। তাই নাম রাখার কথা মনেই ছিল না। আর পিচ্চি নানী, ফুপিরাও জন্মের আগে পিচ্চির নাম ঠিক করতে নিষেখ করে দিয়েছিল।

যাই হোক পাস্ট ইজ পাস্ট। এখন দয়া করিয়া বর্তমান নাম সমস্যায় আমাদের সাহায্য করুন তাতা'পু হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

হিমু এর ছবি

অভিনন্দন। দেশটা জুনিয়র সচল দিয়ে ভরে যাচ্ছে।

আপনার মেয়ের নাম রাখুন নাশিলি (যার জন্যে মানুষ নেশাগ্রস্ত হয়)। এতে করে নাশুর নামটাও বজায় থাকবে চোখ টিপি



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

মৃদুল আহমেদ এর ছবি

বিঁধিলি বক্ষে, নাশিলি প্রাণ...
এই নামখানা হিমুর দান! হো হো হো
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ হিমু ভাই।
আপনার নামের বুদ্ধিটাও বেশ ভালো। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

জাহিদ হোসেন [অতিথি] এর ছবি

অভিনন্দন আপনাদেরকে। কন্যার জনক হতে পারাটা ভাগ্যের ব্যাপার।
কোথায় যে একটা নাম দেখেছিলাম যা মনের মধ্যে গেঁথে আছে। অর্থ জানিনে, কিন্তু নামটি ভাল লাগে। এতো ভালো লাগে যে আমার প্রথম সায়েন্স ফিকশন উপন্যাসের একটি প্রধান চরিত্রের নাম হবে সেটি।
নামটি হোল চিত্রসিঁথি।
ভাল থাকুন।

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ জাহিদ ভাই। আপনার সাইন্সফিকশনটা পড়ার অপেক্ষায় থাকলাম।
আর নামটা বেশ সুন্দর, টুকে নিলাম হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ব্যাঙের ছাতা এর ছবি

একজন প্রবাসী শিল্পীর দুই মেয়ের একজনের নাম চিত্রসিঁথি আর একজনের নাম চর্যাপদ।

স্নিগ্ধা এর ছবি

অভিনন্দন কীর্তিনাশা!!

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ স্নিগ্ধা'পু হাসি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

বিপ্রতীপ এর ছবি

অভিনন্দন!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ হাসি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক 'শুভকামান', নাশু ভাই। ভীষণ আনন্দের খবর।

আমার পছন্দের নাম - তাবাসসুম, এষা...

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ প্রহরী ভাই।

আপনি কি চীন দেশে গিয়ে হারিয়ে গেলেন? ইদানিং তো দেখাই যায় না আপনাকে !!

নামগুলো টুকে নিলাম হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তানভীর এর ছবি

অভিনন্দন। আমাদের একটা পছন্দের নাম- 'পারমিতা'। আমাদের মেয়ের জন্য রাখব ভেবেছিলাম। কিন্তু ত-যুক্ত নামে অনেক ভুগেছি দেখে আর রাখি নি।

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ তানভীর ভাই হাসি

পারমিতা নামটা সুন্দর। টুকে নিলাম।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দ্রোহী এর ছবি

অভিনন্দন।

মেয়ের নাম রাখুন বুড়ি। কাগজে কলমে রাখতে হবে না। এটা একান্তই নিজস্ব নাম। কেউ না ডাকুক, আপনি ওই নামে ডাকবেন।

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ দ্রোহী ভাই !

বুড়ি নামটা পছন্দ হইছে। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দ্রোহী এর ছবি

আরেকটা কথা নাশুদা। আপনার মেয়েকে আমি বুক করলাম আমার দ্বিতীয় ছেলের জন্য। প্রথম ছেলেটার জন্য ফারুক হাসানের মেয়েকে বুক করে রেখেছি।

সুতারাং, সাবধান। আমার ভবিষ্যত বৌমার আদরের কোন কমতি হলে আপনার খবরই আছে।

কীর্তিনাশা এর ছবি

প্রস্তাব খারাপ না গুরু। হাসি

তয় আগে বেয়ান সাহেবার ছবি পাঠান। বেয়ান সাহেবাকে পছন্দ না হলে আমি আবার কোনো বিয়েতেই রাজি না দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ধুসর গোধূলি এর ছবি

- স্কয়ার হাসপাতালে দুইটা সীট অগ্রিম বুকিং দিয়া রাখেন। একটা আপনের লাইগা আর একটা মাননীয় মেম্বর সাবের লাইগা। কেডা পিডাইবো, সেই মহামূল্যবান প্রশ্নে আর গেলাম না। হাসপাতালের বেডে শুইয়াই দুইজনে মিলাইয়া নিয়েন। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কীর্তিনাশা এর ছবি

মহামান্য ধুগো, আপনার জন্য কি আমরা ছেলে মেয়ের বিবাহও দিতে পারিবো না? সেখানেও আপনি পাড়ার পাতি মাস্তানের মতো হুমকি ধামকি দিবেন?! ভয় দেখাইবেন?! রেগে টং

আপনার নামে RAB-এর নিকট ক্রসফায়ারিং কেস করিয়া দিব কিন্তু, বলিয়া দিলাম!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ধুসর গোধূলি এর ছবি

- আরে, পাতি ধুগো কি আর শক্তিশালী মেম্বরের লগে পাঞ্জার শক্তিতে পারে? জগতের সব শোয়ার্জেনেগারই একজনের কাছে জিম্মি!

গোঁপন সূত্র জানালো, মেম্বর অলরেডি পিঠের ব্যথায় স্থানীয় নার্সিং হোমে জাম্বাক থেরাপীতে আছে। হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কীর্তিনাশা এর ছবি

ওরে সব্বোনাশ ! এইবার ডরাইসি !!! অ্যাঁ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রণদীপম বসু এর ছবি

বাবা হবার অনুভূতিকে অভিনন্দন !
নবাগতাকে নতুন পৃথিবীতে স্বাগতম, আর মাতৃত্বে গরবিনী একজন মা'কে নিরন্তর শুভেচ্ছা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

কীর্তিনাশা এর ছবি

অশেষ ধন্যবাদ রণ'দা।
নবাগতার মাকে আপনার শুভেচ্ছ পৌঁছে দিলাম। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অনিন্দিতা চৌধুরী এর ছবি

নতুন বাবা মাকে অনেক অনেক অভিনন্দন।
এ মুহূর্তে যে নাম মনে হচ্ছে- মেধা, ইপ্সিতা।

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ অসংখ্য। নাম দুটো টুকে নিলাম হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

গৌতম এর ছবি

উরি, ছোট্ট পরীকে অনেক আদর। বাবা-মাকে শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন।

নাম রাখতে পারেন 'বর্ণমালা'। আমি আমার মেয়ের জন্য এই নাম ঠিক করে রেখেছি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আপনারে ধইরা পিটানি দেওন দরকার।
পড়ালেখা আর বইখাতা ছাড়া এই দুইন্যায় আর কিছু নাই? ইয়ে, মানে...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

কীর্তিনাশা এর ছবি

এত ক্ষেপছেন কেন শিমুলা'পু।

জগতে সবাই কি আর এক রকম হয়?

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কীর্তিনাশা এর ছবি

অনেক ধন্যবাদ গৌতম'দা (হাসি)। আপনার দেয়া নামটাও টুকে নিলাম হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পান্থ  এর ছবি

অভিনন্দন নাশুদা।

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ পান্থ, অশেষ ধন্যবাদ !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তুলিরেখা এর ছবি

সোহিনী, সহেলি, শাশ্বতী, শতরূপা, নীতা, তুরা, তিষা, উপলা, ধীরা, চন্দ্রা, শমিতা,অদীনা,উর্বী, প্রজ্ঞা, সংহিতা, লীনা, নীলা, নির্বিন্ধ্যা, শিপ্রা, সুতীর্থা।

(আরো যদি চান, আরো নাহ্য় পরে দেবো হাসি )

-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ তুলি'দি অসংখ্য ধন্যবাদ !

নামগুলো টুকে নিলাম হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ভূঁতের বাচ্চা এর ছবি

তুলিরেখা প্রত্যূষা অহনা নামটা ফাটাফাটি সুন্দর কিন্তু ! চোখ টিপি

নাম কি ঠিক কইরা ফালানো হইসে ? আকিকার খাওন কি মিস করলাম ?
--------------------------------------------------------

--------------------------------------------------------

কীর্তিনাশা এর ছবি

না মিস করেন নাই ভূঁত ভাই।

অন্যের বাচ্চার জন্য নাম দেয়া খুব সহজ। কিন্তু নিজের বাচ্চার নাম রাখা কতটা যে কঠিন তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। মন খারাপ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ভূঁতের বাচ্চা এর ছবি

সবাই তো একটা একটা কইরা নাম বইলা গেল, আমিও তাইলে একখান কয়া যাই। নামখানা শুইনা আমারে ধোলাই দেওয়ার ইচ্ছা জাগলেও জাগতে পারে। তবুও কই। নামখানা হইল- " অপেক্ষা "। আরেকটা কইতে ইচ্ছা করল, সেইটা হইতেসে- " স্পৃহা " ।
--------------------------------------------------------

--------------------------------------------------------

অতিথি লেখক এর ছবি

অনেক অভিনন্দন, ভায়া।
আমিও বাবা হবার পাঁয়তারা করছি কিন্তু নামগুলো (মোট ছয়টা; তিনটা মেয়েদের এবং তিনটা ছেলেদের, কারণ ইচ্ছা আছে তিন সন্তানের জনক হবার!) ঠিক করে রেখেছি অনেক আগেই, যেন পরে সমস্যা না শুরু হয় নাম নিয়ে।

আপনার অনামিকার জন্য অনেক শুভকামনা রইলো।

কীর্তিনাশা এর ছবি

অসংখ্য ধন্যবাদ অনামি অতিথি। হাসি

আপনিতো দেখি ভীষণ অ্যাডভান্সড। আমি আবার সব কিছুই বারোতম ঘন্টায় করতে পছন্দ করি। জানি এটা একটা বদঅভ্যাস কিন্তু কিছুতেই এড়াতে পারিনা। মন খারাপ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।