সিলেটি কন্যা খুঁজছি।

পরিবর্তনশীল এর ছবি
লিখেছেন পরিবর্তনশীল (তারিখ: বুধ, ০৪/০৩/২০০৯ - ১০:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

সেদিন লীলেন ভাইকে বললাম। সিলেটি কোন মেয়ের সাথে প্রেম করতে না পারলে আমার মানব জনম বৃথা।
আমার দু:খ দেখে স্থির থাকতে না পেরে লীলেন ভাই এক সিলেটী কন্যাকে ফোনও করলেন। কিন্তু সেই নিষ্ঠুর কন্যা এক কথায় বলে দিল "আমি আবাদী কোন ছেলের সাথে প্রেম করবো না।" পরে লীলেন ভাইয়ের কাছ থেকে জানলাম, আবাদী মানে সিলেটের বাইরের মানুষ। মনটা ধ্বক করে উঠল। সিলেটের সব মেয়েরাই এমন নাকি? আবাদীর সাথে প্রেম করে না।
লীলেন ভাই স্বান্তনা দিলেন, "ভাই, ভেঙে পইড়ো না। আমি দেখতেছি ব্যাপারটা। " বলতে বলতে লীলেন ভাই আরো দুই একজনকে ফোনে পেতে চেষ্টা করলেন। লাভ হলো না কোন। সবার ফোন বিজি! এদিকে কথাচ্ছলে লীলেন ভাই বলেন, " পাইলে কিন্তু আমাকে কমিশন দেওয়া লাগবে। কমিশন মানে হলো, তুমি প্রেমিকার জন্য মাসে যত টাকা খরচ করবা, সেটা হিসেব করে একটা অংশ দিতে হবে।"
সিলেটি কন্যার প্রেম পাওয়ার জন্য আমি আমার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি বুড়িগঙ্গায় ভাসিয়ে দিতে পারি। আর পার্সেন্টেজ তো কোন ছাড়। লীলেন ভাই সব শুনে বললেন- ওকে। আর চিন্তা কইরো না। দুইটা দিন অপেক্ষা করো।

সেদিন ছিল একুশে ফেব্রুয়ারি। আজ মার্চের চার। মাঝখানে এগারোটি রাত পার হয়ে গেলো। হলো না। কিছুই হলো না।

চিন্তা করলাম পত্রিকায় বিজ্ঞাপন না দিয়ে আর কোন আশা নাই। কিন্তু সমস্যার কথা হলো বিজ্ঞাপন লেখাটা নিয়ে। কী লিখব বুঝতে পারছি না। একটা খসড়া মতন করেছিলাম। ভালো হয় নাই।

" আধুনিক, শিক্ষিত এবং এশমার্ট ছেলের জন্য সিলেটি কন্যা আবশ্যক। আগ্রহী কন্যারা অতিসত্বর যোগাযোগ করুন।..................."

বুঝলাম এই বিজ্ঞাপন কোন পাত্তা পাবে না। রাগে দু:খে বর্তমানে আমি শয্যাশায়ী। আর স্বপ্ন দেখি-
সিলেটে আমার বউয়ের বাড়িতে বেড়াতে গেছি। বাড়ি ভর্তি ফুটফুটে শালীরা রিনঝিন করে বাজছে। শালী নিয়ে আমার কোন টেনশন নেই। কারণ ধূগোদা, শিমুল ভাই, হিমু ভাই, সৌরভ ভাইরা অনেক বড় হয়ে গেছে। প্রহরী ভাই, রায়হান আবীররা বিয়ে করে সংসারী হয়েছে। সবজান্তা ভাই "প্রভা"নামের এক তরুণীকে বিয়ে করেছে।

কাল বিকেলে সিলেটে আমার শ্বশুড় বাড়ীতে নাকি সচলাড্ডাও হবে একটা।


মন্তব্য

রণদীপম বসু এর ছবি

আহারে, বড়ই আমোদ পাইলাম ! পরিবর্তনশীলের দুঃখে নয়, মহামতি লীলেনের সহযোগিতার কথা শুনে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নিবিড় এর ছবি

হুম...... পুলাপাইন তাইলে বড় হয়ে যাচ্ছে চিন্তিত তোর শালী নিয়ে চিন্তার কোন কারন নাই আমি আছি না দেঁতো হাসি
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

তোর শালী নিয়ে চিন্তার কোন কারন নাই আমি আছি না
ওর শালীর জায়গা তুমি পূরণ করবা কিভাবে?? অ্যাঁ

নিবিড় এর ছবি

ধূর মিঞা আপ্নেরে দিয়া কিছু হবে না রেগে টং আমি বলছি শালীদের যত্ন আত্তি নিয়া চিন্তার কোন কারন নাই দেঁতো হাসি এই কথাটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য চোখ টিপি
আফটপিকঃ অনেকদিন কোন পোষ্ট দিই না তাই দিব নাকি ছেড়ে একটা পোষ্ট আপনাকে আজকাল চারুকলায় কেন ঘন ঘন দেখা যায় এই নিয়ে চোখ টিপি
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

আমি বলছি শালীদের যত্ন আত্তি নিয়া চিন্তার কোন কারন নাই। এই কথাটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য
মানে, তুমি আমারও যত্ন-আত্তি করতে চাও?? অ্যাঁ

অফটপিকের উত্তর: ছালা চেন মিয়া, ছালা? পিঠে কয়খান বাঁইধা আসোগা যাও! তারপর বাকি কথা রেগে টং

নিবিড় এর ছবি

সন্দেহ জনক চিন্তিত দেশকি আজকাল আম্রিকা হইয়া গেল নাকি অ্যাঁ প্রহরী ভাই দেখি কথা খালি একদিকে নেয় চিন্তিত
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

তোমার ফেসবুক ইনবক্স চেক করো মিয়া...

কীর্তিনাশা এর ছবি

কাহিনী বড়ই রহস্যময় ঠেকতাছে। চিন্তিত

অতিসত্বর চারুকলায় ইনভেস্টিগেশন টিম পাঠানো হোক!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনি আগে আপনার অফিসের সেই "সিক্ত সিডি"-র রহস্য উদঘাটন করেন, তারপর চারুকলায় নজর দিয়েন দেঁতো হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চারুকলায় এখনও প্রহরী যায়, তবে দেখা যায় না। চারুকলার বিখ্যাত চিপার দিকে কেবল যাইতে দেখা যায় প্রহরীকে। সঙ্গে কেউ থাকলে সেইটা তো আর আমি জনসম্মুখে বলতে পারি না তাই না? চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

নজু ভাই, আপনি খুব খুউব খ্রাপ এক্টা লোক! রেগে টং

মন খারাপ

নিবিড় এর ছবি

নজু ভাই এর মত সহজ লোকটা শুধু মাত্র একটা সত্য কথা বলার জন্য প্রহরীর ভাই আপ্নে তারে এই কথা বললেন অ্যাঁ
চারুকলায় অতিসত্তর ইনভেস্টিগেশন দল পাঠান হোক দেঁতো হাসি চিপায় তার চা ( T) চক্রের রহস্য উদঘাটন হোক চোখ টিপি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

হ, প্রহরীর ভাই কইসে তারে, প্রহরী ভাই কয় নাই কিন্তু চোখ টিপি

সুপারিশ জানাই- তোমাকে ইনভেস্টিগেশন কমিটির হেড বানানো হোক। তারপর রামধোলাই খাওয়ার জন্য প্রস্তুত হও খাইছে

ধুসর গোধূলি এর ছবি

- ইনভেস্টিগেশন টিমে কাজ হইবে না, কমাণ্ডো টিম পাঠাইতে হইবে। বিডিআর তাও আবার সচল বইলা কথা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নিবিড় এর ছবি

ধূগোদা ব্যাপার টা রাজনৈতিক ভাবে সমাধান করা যায় না চোখ টিপি কারন শোনা যাচ্ছে ওনার শালীর সংখ্যা একাধিক


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

গৌতম এর ছবি

আমার বাড়ি সিলেটের কাছেই। খুব বেশি 'আবাদী' হবো না বোধহয়। লীলেন ভাইরে একটু জিগায়েন তো কোনো চান্স-টান্স হবে কিনা।

আর ইয়ে, আপনার কাছে কি সিলেটের নারী'বাদী' এরকম কারো নম্বর আছে?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অতন্দ্র প্রহরী এর ছবি

এই পোলাটার মাথা গেছে দেঁতো হাসি

তুমি কি মিয়া বলতে চাইলা যে ধূগোদা, শিমুল ভাই, হিমু ভাই, সৌরভ ভাইদের- বড় হইলেও- বিয়া হবে না? চোখ টিপি

আলবাব ভাই না তোমারে ২১ তারিখে পাকরাও করসিলো সিলেটি মেয়ের ব্যাপারে তোমার অতি আগ্রহের ব্যাপারে! তখন কায়দামতো উনারে ধরলেই তো পারতা, কোনো ব্যবস্থা করে দিত খাইছে

নিবিড় এর ছবি

তাইলে বিডিআর ভাই কানাঘুষা যা শুনছিলাম তা ঠিক আছে চিন্তিত এই শীতেই তাইলে আপ্নের শুভ কাজ টা হচ্ছে
চোখ টিপি আপ্নের শালীদের ভিতরে কচিকাচা থাললে খবর দিয়েন দেঁতো হাসি
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

সবাই জানে কচিকাঁচারা আমাদের নিবিড় মিয়ারে খুব ভালা পায়। নোট লাগে তো নিবিড় ভাই, স্টিকার লাগে তো নিবিড় ভাই, আরো কত কিছু লাগলে যে তারা নিবিড় ভাইয়ের কাছে আসে, তা আর বললাম না দেঁতো হাসি

এই শীত শীত না, আরো শীত আছে, এই শীতেরে নিয়া যাব সেই শীতের'ও কাছে...

তোমারে মিয়া আমার তিনখানা শব্দ বলার আছে - আয়্যাম ওয়াচিং য়্যু চোখ টিপি

নিবিড় এর ছবি

এই শীত শীত না, আরো শীত আছে, এই শীতেরে নিয়া যাব সেই শীতের'ও কাছে....... বলেন কি আপ্নে অ্যাঁ তাইলে চারখান করার ইচ্ছা আছে আপনার চিন্তিত নাহ আপ্নারে ভাল পোলা মনে হইছিল ইয়ে, মানে...
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

সবজান্তা এর ছবি

বস শীতের ব্যাপারে সাবধান। ইয়ে মানে সুইজারল্যান্ড, দার্জলিং কিংবা ধরেন সন্ন্যাসীদার সৌজন্যে ইউক্রেন গেলেন, তাইলে কিন্তু প্রবলেমে পড়বেন।

শীতকালে বিয়ের ব্যাপারে গুরুজনদের নিষেধ দেখছি প্রচুর !


অলমিতি বিস্তারেণ

পরিবর্তনশীল এর ছবি

শীতকালে বিয়ের ব্যাপারে গুরুজনদের নিষেধ দেখছি প্রচুর !

কেন? দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতন্দ্র প্রহরী এর ছবি

গুরুজনেরা যাই বলুক, শীতকালই কিন্তু আমার পার্সোনাল ফেভারিট দেঁতো হাসি

সন্ন্যাসী'দা লোক্ষ্রাপ, আজ পর্যন্ত কোনো ইউক্রেনিয়ান সুন্দরীর সাথে (নেটে) পরিচয় করায়া দেননি উনি। তাই ইউক্রেন যাব না মন খারাপ অবশ্য অফিসের কাজে সামনের মাসেই ওখানে দুদিনের জন্য যাওয়ার একটা সম্ভাবনা আছে!

সবজান্তা এর ছবি

ভাই, সমঝদারকে লিয়ে ইশারাই কাফি হওয়ার কথা ছিলো, এখন আপনে যদি তারপরও শীতকালেই ঝাপ দেন, তাইলে কিন্তু ভাই পরে আমারে কইতে পারবেন না যে, আপনারে সাবধান করি নাই দেঁতো হাসি


অলমিতি বিস্তারেণ

অতন্দ্র প্রহরী এর ছবি

ঠান্ডায় তো আর বের হওয়া হবে না, আমার তো ভাই পুরা শীতকাল ঘরেই কাটবে[ চোখ টিপি ], গরম আসলে না হয় আপনার সাবধানবাণী নিয়ে কথা কইতে আসবনে দেঁতো হাসি

[ আপনার জন্যও বলি- সমঝদারকে লিয়ে ইশারাই কাফি হ্যায় চোখ টিপি ]

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এই বিষয়ে একটা গপ ছিলো, কিন্তু হায়... আমি গরমের দিনে শীতের গপ কই না... চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

বইলা ফেলেন তো! কী আছে জীবনে! খাইছে

হিমু এর ছবি

সবজান্তা ভাই "প্রভা"নামের এক তরুণীকে বিয়ে করেছে।

সবজান্তা এই ভুল কাভি নাহি করেঙ্গে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সবজান্তা এর ছবি

বিশ্বাস নাই, করতেও পারি। দেঁতো হাসি

এই প্রসঙ্গে ছোটবেলার এক অ্যাডের কথা মনে পড়ে যাচ্ছে,

একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও খাইছে


অলমিতি বিস্তারেণ

পরিবর্তনশীল এর ছবি

আপনে নাকি নজু ভাইয়ের সাথে কী একটা চুক্তি করছেন।
ঘটনার দিন আমাকে একটু বইলেন। ছোট ভাই হিসেবে এই একটা আবদার।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সবজান্তা এর ছবি

অবশ্যই বলবো।

দরকার পড়লে সচিত্র টিউটোরিয়াল ছাইড়া দিবো নেটে। টেনশন নিও না।


অলমিতি বিস্তারেণ

ধুসর গোধূলি এর ছবি
হিমু এর ছবি
আলমগীর এর ছবি

প্রভা না কী যেন নাম?

সবজান্তা এর ছবি

হিমু ভাই উত্তেজিত হয়েন না, রক্তচাপ বৃদ্ধি পাবে।

আপনি বরং এই সময়টাতে বলকারক গাজর খেতে খেতে বরফে ঢাকা পর্বতারোহনে যান।

এরপর সাক্ষাৎ-এ আমাদের দুইজনেরই আরোহনের অভিজ্ঞতা নিয়ে না হয় কিঞ্চিত কথা হবে চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

আরিফ জেবতিক এর ছবি

স্পেসিফিক ভাবে সিলেটী কন্যা খোঁজার পেছনে কারনটা কী , একটু জানতে ইচ্ছা করছে ।

পরিবর্তনশীল এর ছবি

তাইলে বিশাল একটা উপন্যাস লিখতে হবে। সত্যি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সুলতানা পারভীন শিমুল এর ছবি

সিলেটী কন্যা খোঁজার পেছনে আপনে দায়ী, আরিফ ভাই, আপনি, আপনি।
সেই লন্ডনে যাইয়া সিলেটিগো সুযোগ-সুবিধার উফরে যে পুস্ট দিলেন, তারপর থিকা পোলাডা সিলেটি মাইয়া, সিলেটি মাইয়া বইলা পাগুল হইয়া গেলো। চোখ টিপি
আহারে পোলাডা...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

বিপ্রতীপ এর ছবি

সিলেটের সব মেয়েরাই এমন নাকি? আবাদীর সাথে প্রেম করে না।

মনে হয় না, কিছু কিছু ব্যাতিক্রম আছে...। তবে সিলেটের মানুষের মাঝে সিলেট/লন্ডন এর বাইরে বিয়ে/প্রেম করার প্রবনতা বেশ কম।

"আমি আবাদী কোন ছেলের সাথে প্রেম করবো না।"

বাদী হইয়া করতে পারলাম না...আর আবাদী চিন্তিত
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

পরিবর্তনশীল এর ছবি

বাই এনি চান্স। আপনি কী সিলেটী? চিন্তিত
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

বিপ্রতীপ এর ছবি
সৌরভ এর ছবি

আম্রা বড় হয়ে গেসি, মানে কী? ২১ এর পরে আমার বয়স আর বাড়ে নাই। স্টিল ২১..
হাসি


আবার লিখবো হয়তো কোন দিন

অনিকেত এর ছবি

খোঁজ পাইলে আমারেও এট্টু জানাইয়েন---- হে হে হে
সিলেটি কন্যা অনেক দিন ধইরা খুঁজতাসি----
ইস্পেশালী(অর্থাৎ শালী সহ) সেইসব কন্যা যারা

'করে নাকো ফোঁসফাঁস
মারে নাকো ঢুঁশঢাশ---'

সেই বউ জ্যান্ত
গোটা দুই আনত--- চোখ টিপি

ভাল কথা, প্রহরী মিয়া বিয়া বইলা, আমারে কইলাও না মুখের কথা---
জিগরে বড়ই চোট পাইলাম রে ভাই----

পরিবর্তনশীল এর এই বিষম সিলেটি কন্যা-প্রীতির কারন জাতি জানতে চায়----

দুনিয়ার সিলেটি এক হও!!!
এইভাবে 'আবাদী'-রা আমাদের অঞ্চলের মেয়েদের ভাগিয়ে নিয়ে যাবে--এ মেনে নেয়া যায়না---

লীলেন মিয়াকে সিলেটি মেয়ে পাচারের অভিযোগে 'সিলেট-দ্রোহী' ঘোষনা করা হোক।(অবশ্য আমার জন্যে স্বত্তর একটি কন্যা খুঁজিয়া দিলে, দন্ড লঘুকরনের প্রস্তাব উত্থাপন করিতে সম্মত আছি)----

সবজান্তা,রায়হান আবীর এরা সকলেই শেকলে বাঁধা পড়ল?
আহা রে---এত অল্প বয়েসে---

হে হে হে -----

অতন্দ্র প্রহরী এর ছবি

ভাইজান কী যে বলেন, বিয়া বইলে আপনারে কমু না, এমন কী হইতে পারে? চিন্তিত

পোস্টের শেষ প্যারায় যা পড়সেন, সবই পরিবর্তনশীলের "ভ্রান্ত ধারমা" চোখ টিপি

পরিবর্তনশীল এর ছবি

ইস্পেশালী মানে?
আপনারে আমি ভালো লুক ভাবছিলাম।
ছি ছি আপনেও শালীতে মগ্ন হইলেন। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

মাহবুব লীলেন এর ছবি

সিলেট যাচ্ছি এবং গাড়িতে বসেই বলছি
কাল সকালের মধ্যে হাজার দশেক টাকা পাঠাও চেঞ্জিং শীল মিয়া

তিনদিন থাকব
আগে যে আগাম দেবে তার জন্যই আগে পেলে আগে বিতরণ পদ্ধতিতে কর্মসুচি পরিচালিত হবে

পরিবর্তনশীল এর ছবি

এই ঘোষণা কী সমগ্র জাতির উদ্দেশ্যে দিলেন নাকি?
মানি না।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

গৌতম এর ছবি

ধুগোদার শালী কোটায় তো টানাটানি পড়বে বলে মনে হচ্ছে!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রায়হান আবীর এর ছবি

হ, অন্য সবার কথা জানিনা। আমি ঠিকই বিয়ে করে সংসারী হয়ে যাব দেঁতো হাসি

=============================

অনিন্দিতা চৌধুরী এর ছবি

পরিবর্তনশীলের কি ২১ বছর হয়েছে?
না হলে আপাতত স্বপ্ন দেখতে থাকো।

সুমন চৌধুরী এর ছবি

কাল বিকেলে সিলেটে আমার শ্বশুড় বাড়ীতে নাকি সচলাড্ডাও হবে একটা।

অ্যা!



অজ্ঞাতবাস

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

পরিবর্তনশীল কি 'ব্যক্তিগত ঘঠক' কে চিনেন?
কার এবং কে; সেটা গুগলিং করে পেতে পারেন।
লীলেন ভাইয়ের চেয়ে উনি বেশি করিৎকর্মা। চোখ টিপি

পরিবর্তনশীল এর ছবি

দাঁড়ান। ট্রাই মারি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ধুসর গোধূলি এর ছবি
পরিবর্তনশীল এর ছবি

গুরু গো আপনের পায়ে পড়ি। কন না।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ছাত্রজীবনে ছুটিতে যতেবার কাজ করেছি লন্ডনের নানান রেস্টুরেন্টে, প্রত্যেকবারই প্রস্তাব পেয়েছি, "বিয়া কইরা থাইকা যান। ফুরি খুইজা দিমু।" এখন ভাবছি, ভুল করেছি নাকি তখন? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুমন চৌধুরী এর ছবি
পরিবর্তনশীল এর ছবি

শুধু ভুল করেন নাই। বিরাট ভুল করছেন।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

হিমু এর ছবি

আসো চুক্তি করি। ভায়ে ভায়ে ভায়রাভাই। আমরা দুজন মিলে শূন্য করে চলে যাবো সিলেটের প্রচুর ভাঁড়ার হো হো হো



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সৌরভ এর ছবি

:-x


আবার লিখবো হয়তো কোন দিন

আবু রেজা এর ছবি

আহারে! আহা পরিবর্তনশীল!!
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

আলমগীর এর ছবি

ঘটকের প্রথম শর্তই হলো বিবাহিত হতে হবে। এই শর্ত না মানলে কী হয় তা যুগে যুগে অবহেলিত অবিবাহিতরা দেখে আসছে।

সিলেটে ফিরলে, যোগাযোগ কইরেন। দাঁড়ি-গোঁফ চাইছা সমাজবিজ্ঞানে বা সমাজকর্মে ভর্তি করায়ে দিমুনে চোখ টিপি

কীর্তিনাশা এর ছবি

হি হি হি হি দেঁতো হাসি

ক্যান হাসি কমু না ! চোখ টিপি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

tuli এর ছবি

সিলেটি কোন মেয়ের সাথে প্রেম করতে না পারলে আমার মানব জনম বৃথা।সিলেটি মেয়েরা আবার কি দোষ করলো রে ভাই?
প্রেমের সাথে বিয়ে ফ্রি ঘোষণা দেন, দেখবেন পেয়ে যাবেন ।

টুটুল এর ছবি

উকি মাইরা গেলাম চোখ টিপি

সৌরভ এর ছবি

সিলেটি দামাদ, তাড়াতাড়ি নেমপ্লেট সরান, শ্যালিকাপ্রার্থী বিক্ষুব্ধ সৈনিকেরা মাইর দিবো।


আবার লিখবো হয়তো কোন দিন

টুটুল এর ছবি

দামাদ বাচাইতে অনেক অফিসার আছে চোখ টিপি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি সচলায়তন থেকে টুটুল মিয়ার আইপি সহ ব্যান চাই।
এই লোকরে দেখলেই চ্রম মেজাজ খ্রাপ হয়...

বিক্রমপুইরা হইয়া সিলটী বিয়া করছে... এখন মৌজে আবার এইখানে আইসা বলে উঁকি মাইরা গেলাম।
ঐ কে আছিস, ধর হালারে...

টুটুল ভাই, আপনার চাচাতো, মামাতো, খালাতো, ফুপাতো, নানাতো, দাদাতোসহ যতো ধরনের শালী আছে, সবগুলোর একটা লিস্ট চাই। তবে এইখানে না, আমার ব্যক্তিগত মেইলে। অথবা আপনে বললে আমি আপনার বাড়িতে গিয়া হাজির হইতে রাজী আছি।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পান্থ রহমান রেজা এর ছবি

হ, পরিবর্তনশীলের জন্য সিলেটি মাইয়া খুঁজে দিতে লীলেন্দার দৌঁড়ঝাপ মেলাতেই দেখতেছিলাম। কিন্তু এহনতরী পরিবর্তনশীলের জন্য সিলেটি মাইয়া জুটেনি দেখে মনে দুক্কু পাইলাম। আহারে, পরিবর্তনশীল! বাস্তবে না পাইয়া এখন স্বপনে সিলেটি মাইয়ার লগে ফ্যামিলি ফ্যামিলি খেলতেছে।

গোপাল ভাঁড় এর ছবি

এই এ্যাডটা দেন পেপারে:

"বয়সতো কম হইলো না, প্রেম করা দরকার"
- ও পুরি ফ্রেম খরবানি

--------------------------------------------
<ঘ্যাচাত, ঘ্যাচাত, ঘ্যাচাত> - আমার সিগনেচার

--------------------------------------------
বানান ভুল হইতেই পারে........

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

ভাইরা কাড়াকাড়ি কইরেন না। আমার কাছে তিন খান সিলেটী মেয়ে আছে, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বুকিং চলিতেছে প্রথম বুকিং এর সাথে ২টা ফ্রি (শা লি) ২র সাথে ১টা আর ৩য়র কপালে অনেকগুলি সালামী পাওয়ার সম্ভবনা আছে, তবে সালামের উপর নির্ভর করিতেছে ।

বুকিং মানি ৩০০০ টাকা । সচল মেম্বারদের জন্য ৫% ডিকাউন্ট। বিদেশী ভায়েরা ৩০০০ ডলার দিলে বুকিং তাদের নামে চলে যাবে। সত্বর বায়ডাটা সহকারে আজই বুকিং দিন।
ঘটক লীনা আপা

Lina Fardows

কীর্তিনাশা এর ছবি

এহ্ এক দালাল ভাত পায় না (লীলেন্দা), আরেক দালালের আমদানী..........

হো হো হো

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অমিত আহমেদ এর ছবি
অছ্যুৎ বলাই এর ছবি

সিলটি পুরি পাওয়া প্রবলেম না, প্রবলেম হলো কোন ভাষায় কমিউনিকেট করবেন। আগে সিলটি ভাষা রপ্ত করেন, তারপরে বাকি সব।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সাইফুল আকবর খান এর ছবি

ভাই পরিবর্তনশীল, একটু বলবেন আমারে - সিলেটি কন্যার এই মহামূল্যের কারণটা কী? কোনো ব্যাপার আছে না কি?!
আমিও যদিও আবাদী, তবু আশার আবাদও করতে ইচ্ছা করতেছে। আপ্নের কাছ থেকে শুনে ভাবতেছি সিলেটির মইধ্যে যদি সিরাম কোনো ব্যাপার থাকে, তাইলে আমিও ওইদিকেই দেখমু স্বপ্ন। চোখ টিপি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

জেবতিক রাজিব হক এর ছবি

ভাই পরিবর্তনশীল, একটু বলবেন আমারে - সিলেটি কন্যার এই মহামূল্যের কারণটা কী? কোনো ব্যাপার আছে না কি?!

উত্তরটা আমিই দেই---কারন সিলেটিরা সুন্দর, ভদ্র, বুদ্ধিমান...

সাইফুল আকবর খান এর ছবি

তাই না কি? তাইলে আপ্নের সাথেই একটু লাইন দেই এইবার। লীলেন ভাই মুরুব্বি বুজুর্গ, উনারে এইসব কইতে লইজ্জা লাগে আমার। দেন না একটা সিলেটি ফুঁড়ি জোগাড় কইরা! হাসি চোখ টিপি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

পরিবর্তনশীল এর ছবি

বুঝছি। সবাই ভাবতেছে ফাজলামি। এখন আমার সামনে তিনটা পথ খোলা আছে।

= পাঁচতলা থেকে লাফ দেয়া।

=বোর্ডবাজারে গিয়ে মোটা দড়ি কিনে আনা।

=ফার্মেসি থেকে এক বোতল বড়ি কিনে আনা।

মন খারাপ
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

শিক্ষানবিস এর ছবি

আমি কিন্তু ব্যাপারটা সিরিয়াসলি নিছি।

অতন্দ্র প্রহরী এর ছবি

# খালি খালি লাফ দিও না। মরবা তো না-ই, খালি খালি হাত-পা/কোমর ভেঙে পড়ে থাকবা।
# বোর্ডবাজারে দড়ি পাওয়া যায় নাকি? আমি তো ভাবতাম ওখানে খালি লোহা-লক্কড়, আর ফটোকপির দোকান।
# মায়া বড়ি?

এনকিদু এর ছবি

আহেম, আমার মনে হয় ও ঘুমের বড়ির কথা বুঝিয়েছে । কিন্তু আপনার মাথায় মায়া বড়ির চিন্তা আসল কেন ? অবশ্য জ্ঞানী জনেরা বলেন জগৎটা পুরো নাকি মায়ার তৈরী ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

জেবতিক রাজিব হক এর ছবি

সিলেটে এবার, খুলিয়াছে দ্বার,
দেবে আর নেবে, মিলাবে মিলিবে।

এনকিদু এর ছবি

শালী নিয়ে আমার কোন টেনশন নেই। কারণ ধূগোদা, শিমুল ভাই, হিমু ভাই, সৌরভ ভাইরা অনেক বড় হয়ে গেছে। প্রহরী ভাই, রায়হান আবীররা বিয়ে করে সংসারী হয়েছে। সবজান্তা ভাই "প্রভা"নামের এক তরুণীকে বিয়ে করেছে।

ঐ মিয়া, তোমার কল্প গল্পে আমি কৈ ? দুইদিন সচলে আসি নাই দেখে কি জেনারেশনের বাইরে ফেলে দিলা নাকি ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।