প্রার্থনা। অথবা অনুরোধ। অথবা ব্যর্থ প্রয়াস।

পরিবর্তনশীল এর ছবি
লিখেছেন পরিবর্তনশীল (তারিখ: সোম, ৩০/০৩/২০০৯ - ১১:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

অনুরোধ

------------------------------------------------------------------------------
প্রার্থনা
------------------------------------------------------------------------------
অথবা
------------------------------------------------------------------------------
অনুরোধ
------------------------------------------------------------------------------
অথবা
------------------------------------------------------------------------------
ব্যর্থ প্রয়াস


এক একটা দিন খুব ইচ্ছে হয়।

ইচ্ছে হয় -
রীডিং গ্লাস চোখে , ইজি চেয়ারে বসে থাকা বাবার কাছে যাই।
কোলে মাথা পেতে বলি,
"বাবা, আপনি কী আবার যুবক হতে পারবেন?
আপনার যৌবনদৃপ্ত বুড়ো আঙুল হাতের মুঠোয় নিয়ে হাঁটার জন্য চৌরাস্তার মাথায় জনসমক্ষে
আমরা খামচাখামচি করব!
দশমীতে প্রতিমা বিসর্জন দেখতে পারিনি বলে কাঁদতে কাঁদতে আপনার সূতির পাঞ্জাবীটা ভিজিয়ে দিলে,
আপনি আমার অপরিণত চুলে নাক ডুবিয়ে বলবেন,

এইটুকু একটা ছেলের চোখে এত পানি আসে কোত্থেকে?"

ছবিসূত্র: ইন্টারনেট।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কী ব্যাপার?
...............................
নিসর্গ

পরিবর্তনশীল এর ছবি

এমনি। মন খারাপ
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অনিকেত এর ছবি

কী রে পাগলা, মন খারাপ ???

পরিবর্তনশীল এর ছবি

নাহ। আমার আবার মন খারাপ!!!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

মাহবুব লীলেন এর ছবি

কিছু লেখা পড়লে মনে হয় মেরে লেখকের চেহারা পর্যন্ত পাল্টে দেই

পরিবর্তনশীল এর ছবি

একটা কুৎসিত লেখা পড়লেন না হয়। তাই বলে এমন নিষ্ঠুর মন্তব্য করতে হবে। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সুমন সুপান্থ এর ছবি

চোখ ভিজিয়ে ছেড়েছেন পরিবর্তনশীল ! মন তো আরো আগে !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

পরিবর্তনশীল এর ছবি

ধন্যবাদ সুমন ভাই।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অভ্রনীল এর ছবি

মনটা খারাপ করে দিলা...

_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

পরিবর্তনশীল এর ছবি

সরি ভাইয়া। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অম্লান অভি এর ছবি

কী বিষন্ন সময় যায় বয়ে হে পরিবর্তন অনুরাগী তোমার জীবনে? অযুত সময় বয়ে বাবা'কে বাবা বলে ডাকার অতৃপ্ত বাসনা নিয়ে অনেকেই জীবন যাপন করে; করতে হয়!

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

পরিবর্তনশীল এর ছবি

কিন্তু!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

পান্থ রহমান রেজা এর ছবি

তাইতো এতো পানি আসে কোত্থেকে!

সুলতানা পারভীন শিমুল এর ছবি

যেমন করে এই ছেলেটার হাতে এতো লেখা আসে...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

পরিবর্তনশীল এর ছবি

হি হি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

তবু তারা ভাগ্যবান, যাদের ইজিচেয়ারে বসা-রিডিং গ্লাস পরা বাবা আছেন। নাই বা হলেন তিনি যুবক। হলেনই বা তিনি আরো অথর্ব বৃদ্ধ। আবার এমন কিছু হতভাগা আছে যাদের কাছে বাবার একটা ফটোও নেই, কোন স্মৃতিচিহ্ন নেই। বাবার মুখটা দেখতে হলে চোখ বন্ধ করে ভাবতে হয়।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

পরিবর্তনশীল এর ছবি

খুব সুন্দর কিছু কথা বললেন, কিন্তু মন মানে না।।।।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

কীর্তিনাশা এর ছবি

কি হয়েছে মুহিব ভায়া ? হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পরিবর্তনশীল এর ছবি

কিছু না। এমনি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

স্পর্শ এর ছবি

এমন লেখ কি করে?


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

পরিবর্তনশীল এর ছবি

আপনে যেমন লেখেন তেমন লেখার চেষ্টা আর কি? কিন্তু ঐ যে- ব্যর্থ চেষ্টা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

স্পর্শ এর ছবি

চাপা মারা চলিবে কিন্তু চাপায় মারা চলিবে না। সৌজন্যে- ধু-গো


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

পরিবর্তনশীল এর ছবি

আমারে কইলেন? হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

স্পর্শ এর ছবি

নাহ্‌ পিস্তল কে।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

লুৎফুল আরেফীন এর ছবি

অনেক দূরে আছি বাবার কাছ থেকে। এইভাবে কিছু লিখেন না। চাইলেই ছুটে যেতে পারবো না।
খারাপ লাগা বাড়বে শুধু। আপনার মনটা ভালো নেই। মন দ্রুত ভালো করার ব্যবস্থা নেন। তারপার আবার কিছু লেখেন হাসি

___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ

পরিবর্তনশীল এর ছবি

ওকে। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অনিন্দিতা চৌধুরী এর ছবি

এই ছেলে এমন লেখা কোথায় শিখেছ বলতো?

পরিবর্তনশীল এর ছবি

হাসি :)
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

আকতার আহমেদ এর ছবি

এইটুকু একটা ছেলের চোখে এত পানি আসে কোত্থেকে?

আমিওতো বলি-
এইটুকু একটা ছেলের মাথায় এত ভাবনা আসে কোত্থেকে?
অসাধারণ! সিম্পলি অসাধারণ!

পরিবর্তনশীল এর ছবি

লজ্জা পাইলাম। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

পলাশ দত্ত এর ছবি

লেখাটা একদমই বুঝি নাই। মন খারাপ
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

পরিবর্তনশীল এর ছবি

হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

বজলুর রহমান এর ছবি

তিন দশক আমি বনানীতে আলব্রেখট ড্যুরেরের ড্রয়িঙ্গের মত হাত তুলে প্রার্থনার ভঙ্গী করি, কিন্তু আসলে কারো আত্মার শান্তির কথা মনে হয় না, শুধু অতীতের, স্মৃতিতেই বিভোর হয়ে থাকি। মা ও ছেলের, বা পিতা-কন্যার সম্পর্ক নিয়ে অনেক আবেগঘন শিল্পকীর্তি হয়েছে ( " আয়, খুকু আয়"), তার বাণিজ্যিক ব্যবহারও দেখছি। কিন্তু পিতা-পুত্রের সম্পর্কটা বোধ হয় অপ্রকাশ্য, চাপা থেকে যায়, গভীরতার ওপরে অন্য কোন জটিলতার আবরণে। ।

পরিবর্তনশীল এর ছবি

আপনার কমেণ্ট দেখি। দেখে মুগ্ধ হয়। আপনি কী লেখেন না? কিংবা আপনার লেখা কোথায় পাবো?

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

মুশফিকা মুমু এর ছবি

মন খারাপ আমিও আবার আব্বুর সেই পিচ্চি মেয়েটা হতে চাই মন খারাপ
এত টাচি লেখা মাত্র কয়েকটা সেনটেনসে কিভাবে যে লিখে ফেল, খুব সুন্দর!

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

পরিবর্তনশীল এর ছবি

ধন্যবাদ আপু।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নজমুল আলবাব এর ছবি

এই লেখাটা পড়ে আমি একবার আব্বারে দেখতে গেলাম। আব্বা কার্টুন নেটওয়ার্ক থেকে চোখ তুলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে মাথা নাড়ি আমি, যার অর্থ কিছুই না, এমনি। কিন্তু মনের ভিতর ঘ্রুম ঘ্রুম করছে, একবার আব্বার কাছে বসতে মন চাইছে। রিমোর্ট হাতে নিয়ে চ্যানেল বদলে দিয়ে তার দামড়ানি খেতে মন চাইছে... কিন্তু কিছুই বলা হয় না।

ছুঁয়ে গেলো হে বালক। ছুঁয়ে দিলে...

ভুল সময়ের মর্মাহত বাউল

পরিবর্তনশীল এর ছবি

আপনিও কমেন্ট দিয়ে ছুঁয়ে দিলেন।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

রায়হান আবীর এর ছবি

ছুঁয়ে যাওয়া লেখা ...

পরিবর্তনশীল এর ছবি

আচ্ছা!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

জি.এম.তানিম এর ছবি

...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

নিবিড় এর ছবি

ভাল লাগল


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

মন্তব্য নিষ্প্রয়োজন।
(তুমি তো জানোই)

স্বপ্নাহত এর ছবি

চলুক

---------------------------------

তাও তো ভারী লেজ উঁচিয়ে পুটুশ পাটুশ চাও!

---------------------------------

বাঁইচ্যা আছি

রদেলা এর ছবি

বাবার আঙুল ধরে হাঁটা ছোটবেলার মধুরতম স্মৃতিগুলির একটা। আজ অনেকদিন পর আবার ইচ্ছা করছে তেমন করে হাটতে। কিন্তু বাবাকে বলতে একটু একটু লজ্জা পাচ্ছি।
মন ছুঁয়ে গেছে লেখাটা ।

শাহেনশাহ সিমন এর ছবি

উনার চোখে তাকাতে আজ ও ভয় লাগে মন খারাপ

_________________
ঝাউবনে লুকোনো যায় না

পরিবর্তনশীল এর ছবি

তানিম ভাই, নিবিড়, রনি ভাই, জিহাদ, রদেলা এবং সিমন ভাই সবাইরে ধন্যবাদ। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

আলাভোলা এর ছবি

গুরু গুরু
--
আমার এই দেশেতে জন্ম, যেন এই দেশেতেই মরি...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমার প্রয়াত পিতাকে এখনও দিব্যচক্ষে দেখতে পাই - তিনি বসে আছেন ইজি চেয়ারে। এই দৃশ্যটিই সবচেয়ে বেশি মনে পড়ে কেন জানি।

কী মন্তব্য করবো, ভাই, জানি না।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

পরিবর্তনশীল এর ছবি

সন্ন্যসীদা।।।।।।। কী বলবো? আমার মনে হচ্ছে এই লেখাটা লেখা উচিত হয় নাই। কিংবা লিখলেও পোস্ট করা উচিত হয় নাই। শুধু শুধু কিছু প্রিয় মানুষকে আঘাত দেয়া হইছে। মন খারাপ
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

না রে, ভাই, আঘাত-টাঘাত একেবারেই নয়। এ কথা আপনি মাথাতেই আনবেন না। তার চেয়ে আপনার পরের লেখা কবে পাচ্ছি, সেটা বলুন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

পরিবর্তনশীল এর ছবি

অচিরেই। হাসি

ইদানীং একটু সময় নিয়ে লেখার চেষ্টা করি হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতন্দ্র প্রহরী এর ছবি

এই লেখাটা এমন যে পড়তে কষ্ট লাগলেও ঘুরেঘুরে বারবার পড়া হয়, পড়তে হয়, কেন যেন...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।