সচল নির্বাচনী ব্লগিং ২০০৮: যুদ্ধাপরাধীদের না বলেছে বাংলাদেশ

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শনি, ২৭/১২/২০০৮ - ৮:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

স্পিকার জমিরউদ্দিন সরকার, সাইফুর রহমান, খন্দকার দেলোয়ার হোসেন, নিজামী, আমিনী, মুজাহিদ, কামরুজ্জামান পরাজিত হয়েছেন।

ফলাফল:

গোপালগঞ্জ ১ - ফারুক খান (মহাজোট)
কিশোরগঞ্জ ৬ - জিল্লুর রহমান (মহাজোট)
কুষ্টিয়া ৩ - কে. এইচ. রশিদুজ্জামান (মহাজোট)
কুষ্টিয়া ২ - হাসানুল হক ইনু (মহাজোট)
কুষ্টিয়া ৪ - সুলতানা তরুন (মহাজোট)
জামালপুর ৩ - মির্জা আজম (মহাজোট)
জামালপুর ৫ - রেজাউল করিম হীরা (মহাজোট)
গোপালগঞ্জ ৩ - শেখ হাসিনা (মহাজোট)
ঠাকুরগাঁও ১ - রমেশ চন্দ্র শীল গোপাল (মহাজোট)
দিনাজপুর ১ - মনোরঞ্জল সেন (মহাজোট)
নীলফামারী ২ - আসাদুজ্জামান নুর (মহাজোট)
ফেনী ১ - বেগম খালেদা জিয়া (চার দলীয় জোট)
ফেনী ২ - ভিপি জয়নাল আবেদীন (চার দলীয় জোট)
মেহেরপুর ২ - আমজাদ হোসেন (চার দলীয় জোট)
রংপুর ৫ - এইচ. এন. আশিকুর রহমান (মহাজোট)
রংপুর ৬ - শেখ হাসিনা (মহাজোট)
লক্ষীপুর ১ - নাজিমউদ্দিন (চার দলীয় জোট)
লক্ষীপুর ২ - আবুল খায়ের ভূঁইয়া (চার দলীয় জোট)
লক্ষীপুর ৩ - শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি (চার দল)
লালমনিরহাট ১ - মোতাহার হোসেন (মহাজোট)
লালমনিরহাট ৩ - জি এম কাদের (মহাজোট)

ইবনে মিজানের ছায়াছবির স্ক্রিপ্টকে যদি প্রমাণ মানি তবে একথা সত্য যে নতুন সর্দার নির্বাচনের পর গোষ্ঠীভূক্ত মানুষেরা নাচ-গান-পানের মাধ্যমে পার্টি করে। এইটা আমাদের প্রাগ-ঐতিহাসিক ঐতিহ্য। সভ্য হওয়ার পরও আমরা এই রীতি মানা বাদ দেই নাই। স্কুল জমানা থেকে ক্লাস ক্যাপ্টেন বানায়া আমরা বহু খানা-পিনা করে আসতেছি। আর এইটা হচ্ছে সংসদ নির্বাচন। তেলেসমাতি কারবার।

প্রবাসে থাকি বলে, ভোট দিতে পারতেছি না বলে, টিভির পর্দায় চোখ রেখে বসে থাকতে হবে বলে আনন্দ হবে না তাতো হয় না। রোজা রাখি নাই বলে কবে ইফতারি বাদ গেছে।

সুতরাং সচলেরা আড্ডার প্রস্ত্তুতি নিয়ে ফেলেন। আপনার এলাকা বা আগ্রহের সংসদ এলাকার আগাম খবর নিয়ে নির্বাচন শেষ হতেই বসে পড়েন আন্তর্জালে সচলের ঠিকানায়। দেশ-বিদেশের সচলদের সাথে হয়ে যাক আড্ডা আর রাজা-উজির মারার উৎসব।

শুভ নির্বাচন!!!


মন্তব্য

রণদীপম বসু এর ছবি

ঘটি-বাটি নিয়ে বসে যেতে হবে মনে হচ্ছে। হা হা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রণদীপম বসু এর ছবি

নির্বাচনী ফলাফল সম্প্রচার হচ্ছে....একুশে টিভি..

আসন সিলেট(১).....ভোটগণনা
নৌকা (আবুল মাল আব্দুল মুহিত)- ১০৫৭৪ ভোট
ধানের শীষ (সাইফুর রহমান)- ৮৩২০

রাজশাহী (২)......
মহাজোট (ফজলে হোসেন বাদশা)- ২৯১২০ ভোট
চারদল (মিজানুর রহমান মিনু)- ২০৪৫৩ ভোট

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রণদীপম বসু এর ছবি

সংসদ নির্বাচন,২০০৮ এর লাইভ আপডেট বিডি নিউজ এখানে:

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সৌরভ এর ছবি

আর কিছুক্ষণ পরেই বাংলাদেশ সময় রাত বারোটা থেকে আনুষ্ঠানিক প্রচারণা বন্ধ হয়ে যাবে।

শেষ মুহুর্তে প্রচারণার গতি বেশ বাড়াতে দেখা গেছে জোট ও মহাজোট দুই পক্ষেই। আজকে প্রচারণার শেষ সন্ধ্যায় খন্ড মিছিল, প্রথাগত মাইকিং এবং সারাদিন জুড়ে তৃণমূল কর্মীরা ভোটারদের ভোটার নম্বর জানিয়ে আসার মতো প্রথাগত প্রচারণা চালিয়ে গেছেন।

-
রাজশাহী শহর থেকে ভোটাধিকারহীন নাগরিকের রিপোর্ট


আবার লিখবো হয়তো কোন দিন

জিজ্ঞাসু এর ছবি

রোজা রাখি নাই বলে কবে ইফতারি বাদ গেছে।

কথা সত্য।
আছি।

এবারের নির্বাচনের প্রাক্কালে বিতর্কিত ও দণ্ডপ্রাপ্ত অনেকের আদালত থেকে জামিন এবং ঋণখেলাপীদের আদালতের রায়ে প্রার্থীতা পাবার বিষয়টা নির্বাচনে একটা নেতিবাচক প্রভাব রাখতে যাচ্ছে।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

রিপোর্ট আসতে থাকুক। একটা লাইভ চ্যাটের ব্যবস্থা করা হবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রানা মেহের এর ছবি

দেশ থেকে ভাই খবর দিল
প্রার্থী আর সমর্থকেরা এখন
দলবল নিয়ে বাসায় বাসায় হানা দিচ্ছেন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ছুটির সপ্তাহ কাটছে। আশে পাশের বন্ধুরা দেশে গেছে। বাইরে ৩ ফুট বরফ জমে আছে। চাদরমুড়ি দিয়ে কম্পুর সামনে আছি। সচলে যোগ হচ্ছে লাইভ নির্বাচনী উত্তাপ।
ইস্‌, সরিষা তেল আর পিঁয়াজ মাখনো মুড়ি-চানাচুর পেলে ষোলোকলা পূর্ণ হতো। চোখ টিপি

রানা মেহের এর ছবি

ইয়ে.. আমি আলুর চপ খেয়ে খেয়ে কম্পুর সামনে বসে আছি।
নির্বাচনের দিন বোন কে বললে মুড়ি চানাচুরও মাখিয়ে দেবে দেঁতো হাসি দেঁতো হাসি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আপনি হয়তো জানেন - নিয়মানুযায়ী সকল খানাহ-পিনাহের ছবি প্রমাণসহ ফেসবুকে দিতে হয়। অতএব...
দেঁতো হাসি

রানা মেহের এর ছবি

দেয়া হলো রে অবিশ্বাসী
নির্বাচন ভালো হলে আরো দেয়া হবে চোখ টিপি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ফেসবুকে অবিশ্বাসীদের জন্য রয়েছে...

সৌরভ এর ছবি

এ বছরের নির্বাচনের কিছু বৈশিষ্ট্য-

১.
নির্বাচনী আইন বেশ কড়াকড়িভাবেই মানা হচ্ছে বা হয়েছে বলেই মনে হলো। দেয়াল লিখন প্রায় শূন্যের কাছাকাছি। রঙিন পোস্টার নেই। সাদামাটা সাদাকালো পোস্টার দড়িতে সারি বেঁধে রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত টাঙিয়ে দেয়া হয়েছে। সেইটুকুই যা।

২.
টিআইবি সহ কিছু বেসরকারি সংস্থা এবং চলচ্চিত্র-প্রকাশনা অধিদপ্তরের পক্ষ থেকে ভোটাধিকারের অর্থপূর্ণ প্রয়োগ নিয়ে বেশ কিছু আকর্ষন করবার মতোন বিশালকায় বিলবোর্ড বা পোস্টার শহরগুলোতে দেখা গেছে।

এরকম কিছু পোস্টারের একটাতে দেখা যাচ্ছে একজন গাছের মগডালে বসে নিজের বসা ডালটিতেই করাত চালাচ্ছেন। আরেকটিতে দেখা যাচ্ছে নিজের পায়েই কুড়াল বসিয়ে দিচ্ছেন আরেকজন। দুটোরই বক্তব্য, যাচাই না করে ভোট দেয়া এবং নিজের সর্বনাশ ডেকে আনা সমার্থক।

অবশ্য পোস্টার দুটোর ছবি আমার কাছে বেশ ভীতিকর মনে হয়েছে। হয়তো প্রচারণা দেখতে অভ্যস্ত মানুষের দৃষ্টি আকর্ষণের জন্যে মানানসই ছবি এরকমই হওয়া উচিত।

দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের "না" বলার প্রচারণাও লক্ষ্য করা গেছে।

৩.
এতগুলো বাংলা স্যাটেলাইট টিভি চ্যানেল আসার পরে এটাই প্রথম নির্বাচন। আগের নির্বাচনের সময় দুটো বা তিনটা চ্যানেল ছিল কিন্তু খবর প্রচারের অনুমতি না থাকায় তারা সেরকম কোন ভূমিকাই রাখতে পারে নি। কাজেই মিডিয়ার সরব অংশগ্রহণ এটাই প্রথম। নির্বাচনী প্রচারণার শেষ রাতের এক টক শো তে দেখা গেলো, শাহেদা ওবায়েদ এবং তানিয়া আমীর দর্শকদের টেলিফোনে করা প্রশ্নের উত্তর দিচ্ছেন।

৪.
আশপাশের মানুষজনের সাথে কথা বলে মনে হলো, কে ক্ষমতায় আসছেন, এই নিয়ে জনসাধারণের আগ্রহ অতীতের তুলনায় কমে আসছে। আর এই নির্বাচনে প্রথম ভোটার হয়েছেন তিন কোটি তরুণ নাগরিক। এদের মাঝেই এই প্রবণতা বেশি বলে মনে করা যায়।

তারপরেও বাংলাদেশের ঐতিহ্য বজায় রেখেই অনেকটা ঈদের দিনের মতো আমেজ দেখা যাচ্ছে। ঘরের যে ছেলে-মেয়ে ঢাকায় পড়াশুনা করতো সে এখন বাড়িতে। পারিবারিক পুনর্মিলনির একটা উপলক্ষ্যও হয়ে উঠছে নির্বাচন।


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

স্যার, আপনি একটা লাইভ ব্লগিং দেন না। ক্যামন দেখছেন নির্বাচন? সুশীল সেবক নয়, কী বলছে আপনার পাশের বাড়ীর জরিনার মা ও কুদ্দুসের বাপ? নির্বাচন মানে তাদের কাছে কী? (পিলিয)

পলাশ দত্ত এর ছবি

তথ্য তো অনলাইনে পাওয়া যাবে বলেই মনে হয়। তবু ৩০ তারিখ রাতে একটা ফলাফল পোস্ট দেয়ার আপ্রাণ চেষ্টা রাখবো। হাসি

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

রাগিব এর ছবি

কেবল নির্বাচনের ফল দেখার জন্যেই জাম্পটিভির মাধ্যমে এটিএন বাংলার গ্রাহক হলাম (অন্য দুটি প্রধান চ্যানেল মার্কিন যুক্তরাষ্ট্রে এরা দেয় না)। তবে, ছেলেবেলার সেই নির্বাচনী দিনগুলোর আমেজ আর পাবো বলে মনে হয়না ... (সেই এরশাদীয় নির্বাচনের ফল কী হবে তা জানা, তাই সবার কাজ নির্বাচনের দিনে বসে ম্যারাথন বিটিভির সিনেমা, ভ্যারাইটি শো, দ্য নাটি প্রফেসর ইত্যাদি বসে বসে দেখতে থাকা ...)

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

শিক্ষানবিস এর ছবি

সঙ্গে আছি। তবে আমার অবস্থা বোধহয় সুবিধার না। নির্বাচনের দিন নাকি মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকবে। তাহলে তো আমি নেটও পাব না। জিপির নেট ইউজ করি। এখন উপায়?

সৌরভ এর ছবি

ঘটনা তাই নাকি? আমিও তো তাইলে রিপোর্ট করতে পারবো না। মন খারাপ


আবার লিখবো হয়তো কোন দিন

অতন্দ্র প্রহরী এর ছবি

মোবাইল নেটওয়ার্ক চালু থাকবে, শুধুমাত্র ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।

সুবিনয় মুস্তফী এর ছবি

সচল ফারুক ওয়াসিফের একটি ক্লিপ

-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

ধ্রুব হাসান এর ছবি

ধন্যবাদ দাদাজান। ফারুক ওয়াসিফ যে দৃষ্টিভঙ্গী থেকে গোটা পরিস্থিতিকে ব্যাখ্যা করেছেন এই কারনে তাকে চলুক

স্নিগ্ধা এর ছবি

ক্লিপটা দেয়ার জন্য, ধন্যবাদ! ফারুক ওয়াসিফের বক্তব্য ভালো লাগলো!

ফরিদ এর ছবি

ফাহা-জুবায়ের সচলের আঁতেল জুটি!

দুনিয়া তলায়ে গেল, অর্থনীতির কোন নতুন লেখা দেখিনা? বাজারের যা অবস্থা তাতে তো কামকাজের প্রেশার বেশী থাকনের কথা না হাসি নাকি? মন খারাপ

সৌরভ এর ছবি

আজকে আসার পথে রিকশাঅলার সাথে গল্প করসিলাম। ভোটের কথা তুললাম।

উনি ভোট দেবেন নৌকায়। কেনো জিজ্ঞেস করতেই জানালেন ওনার ভাষায়, "উলটপালট" দরকার। মানে ক্ষমতায় পরিবর্তন দরকার।

কী চান শাসকদের কাছে? এই প্রশ্নের উত্তর পেলাম না। তাই বললাম, আপনি কি চান, জিনিষপত্রের দাম কমুক। বললেন, কমলে তো ভালোই।
তারপর বললেন, যেই আসুক চুরি করবে। কিন্তু যেহেতু মুজিবের আমল থেকে উনি নৌকায় ভোট দেন, কাজেই এবারও নৌকায় দেবেন।

কথা প্রসঙ্গে, আমার অবস্থানরত আসনে মহাজোটের প্রার্থী হয়েছেন ওয়ার্কার্স পার্টি থেকে। কাজেই উনি প্রার্থী দেখছেন না। দেখছেন প্রতীক।

আমার মনে হয়েছে, এইটা একটা "স্থায়ী ভোটার-স্তর" বা অন্যভাবে বললে "ভোটার-ব্যাংক স্তর" যারা অনেক কিছু ঘটে গেলেও নিজেদের পছন্দ পরিবর্তন করবেন না।


আবার লিখবো হয়তো কোন দিন

রণদীপম বসু এর ছবি

auto

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রণদীপম বসু এর ছবি

প্রথম নির্বাচনী হালচাল রিপোর্ট:

কয়েক মিনিট আগে চ্যানেল আই'র ব্র্যাকিং নিউজ ও এটিএন-এর টকশো'র মধ্যেই খবর এলো চট্টগ্রামে চার দলীয় জোট প্রার্থী শামসুল আলম-এর জামাতাকে ভোট কেনায় উদ্যত অবস্থায় টহল পুলিশ ৪১ লাখ টাকা ও গাড়িসহ গ্রেফতার করেছে।
কেনা-বেঁচা তাহলে থামানো যায়নি !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রণদীপম বসু এর ছবি

টিভি চ্যানেল থেকে বিশেষ নির্বাচনী হালচাল বুলেটিন....

# টাঙ্গাইল ২ ভুয়াপুর আসনের ফলদা ইউনিয়নের একটি প্রাইমারি স্কুল ভোট কেন্দ্রে ব্যালট পেপারে ধানের শীষে সীল মারারত অবস্থায় প্রিসাইডিং অফিসার শফিকুল ইসলামসহ ৮জন গ্রেফতার।

# নোয়াখালী ৩ আসনে বরকতুল্লাহ বুলুর ৩ সহযোগী ভোট কেনার সময় টাকাসহ আটক।

# খুলনা পাইকপাড়া কয়ড়ায় চার দলীয় ৫ কর্মী টাকা সহ আটক।

# নীলফামারী ভোট কেনার সময় ১ জামায়াত কর্মী টাকাসহ আটক।

# সাতক্ষিরা জামায়াত প্রার্থী রিয়াছত আলী বিশ্বাসের ২ কর্মী এবং মাগুরা ১, কক্সবাজারের ২টি স্থানে ভোট কেনার সময় চারদলীয় জোটকর্মী টাকা সহ আটক।.....

এগুলো কেবল নমূনা। এটিএন-এ সচিত্র এসব দেখাচ্ছে। যেভাবে গণহারে এসব সুকৃতির(!) খবর আসছে, তাতে উল্লেখ করে করে বলা আর সম্ভব নয়। টিভির দিকে চোখ রাখুন সবাই। অনেক মজা পাবেন হয়তো...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রণদীপম বসু এর ছবি

সর্বশেষ এইমাত্র পাবনা সাথিয়ায় দুই জামায়াত কর্মী টাকাসহ ভোট কিনতে গিয়ে আটক।

কোথাও আইন শৃঙ্খলা বাহিনী আটক করছে, কোথায় জনতা আটক করে পুলিশে সোপর্দ করছে।
যা কাণ্ডকীর্তি শুরু হয়েছে...!
এইমাত্র চুয়াডাঙ্গা ২ এ জামায়াতনেতা ১জন।, মুন্সীগঞ্জের লৌহজং....পুলিশের রেইডে ভোটক্রেতা চেয়ারম্যান কাম বিএনপি নেতা পালিয়েছে...
মজার ব্যাপার হচ্ছে, জনতা কি সচেতন হয়ে গেলো ! এরাই তো বেশি ধরছে দেখি..!

এইমাত্র এটিএনের খবর....রাত পৌনে বারটায় বেগম খালেদা জিয়া জিয়ার মাজার জিয়ারত করেছেন বলে জানিয়েছে।
নাহ্, আর পারবো না। এখনই টিভি বন্ধ করে দেবো !
এইসব আলামতেই হয়তো বুঝা যাচ্ছে কাল কী হতে যাচ্ছিল, বা হতে যাচ্ছে, বা হতে যাবে....

শুভরাত্রি সবাইকে.......................

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

জিজ্ঞাসু এর ছবি

প্রিজাইডিং অফিসারের সীল মারার খবরটা সত্য হলে কিন্তু ভীষণ উদ্বেগজনক। অন্য কোথাও ধরা না পড়ে এমন কীর্তিকলাপ সমাধা হয়ে গেলে তো আর জনগণের রায় পাওয়া যাবে না শেষ পর্যন্ত।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

সৌরভ এর ছবি

বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণের টাকা সহ প্রার্থীর আত্মীয় বা সহযোগীদের ধরা পড়ার খবর সব চ্যানেলে মুভিং টেলপে প্রচারিত হচ্ছে। লিস্টিটা ছোটখাটো নয়, অনেক বড়।


আবার লিখবো হয়তো কোন দিন

থার্ড আই এর ছবি

বাংলাদেশের ব্লগাররাই ভরসা, কিন্তু মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিলে সারা দেশের জীবন্ত তরতাজা খবর গুলো আসবে কিভাবে ??
তবে কাঁচা টাকার গন্ধে ভোটের হিসাব কি তবে পাল্টে যাচ্ছে ? তবে কি আরেকটা আপসেটের জন্য সারা দেশ অপেক্ষা করছে??
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

দিগন্ত এর ছবি

বাংলাদেশ রাজনীতি সম্পর্কে আমার ধারণা কম কিন্তু তাও আমার ধারণা চারদল জিতবে। কেউ মাইন্ড খাবেন না হাসি


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

জিজ্ঞাসু এর ছবি

বিবিসির খবরে যা শুনলাম তাতে মনে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই চলবে। মানুষ স্বাধীনতার বিপক্ষের শক্তি ও যুদ্ধাপরাধীদের ব্যাপারে নমনীয় হলে চারদলের সংখ্যাগরিষ্ঠতা পাবার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

ধ্রুব হাসান এর ছবি

দিগন্ত আমার মনে হয় এবারের হিসেবটা এতোটা সহজ হবেনা! তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবার। চারদল কি করবে জানিনা তবে খালেদার শেষ মূহুর্তের নির্বাচনী প্রচারনা বিএনপিকে অনেক এগিয়ে দিয়েছে (এখনো খালেদার চামড়ার ডিমান্ড সাধারন মহিলাদের কাছে অনেক!)। তবে ভালো দিক হলো জামাতের দেশের বাইরের শক্তি এবার দেশে ঢুকতে পারেনি তেমন ভাবে। এনি ওয়ে, দেখা যাক কাল বিকাল পর্যন্ত! তবে মনে হয় ৫৫ থেকে ৬০% ভোট নিয়ে আওয়ামী লীগই ক্ষমতায় বসবে। দেখা যাক...

রাগিব এর ছবি

মোবাইল নেটওয়ার্ক চালু থাকছে, তবে ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকা মানা।

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

আবির আনোয়ার এর ছবি

@ রণদীপম বসু


টাঙ্গাইল ২ ভুয়াপুর আসনের ফলদা ইউনিয়নের একটি প্রাইমারি স্কুল ভোট কেন্দ্রে ব্যালট পেপারে ধানের শীষে সীল মারারত অবস্থায় প্রিসাইডিং অফিসার শফিকুল ইসলামসহ ৮জন গ্রেফতার।

আমার জানামতে তারা ধানের শীষে নয় ব্যালট এর পেছনে ভোট গ্রহনের সময় যে সিল দেয়া হয় তা দিতে গিয়ে ধরা পরেছেন।

ফরিদ এর ছবি

নিয়ম অনুসারে বছর ঘোরার আগেই আগের সালের কেতাবাদির লিস্টি হালনাগাদ করা হচ্ছিল। হটাৎ এইখান সামনে আসল।

http://www.boi-mela.com/BookDet.asp?BookID=9841

দাম ০.০০ টাকা লেখা আছে। শ্যাষম্যাষ কি ছাপা হয়েছিল? তাইলে দাম আর প্রচ্ছদখান দিলে খুশ হইতাম

কল্পনা আক্তার এর ছবি

ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।নিউজে দেখাচ্ছে শেখ হাসিনা ও শেখ রেহানা সিটি কলেজ কেন্দ্র তাদের ভোট প্রদান সম্পূর্ন করেছেন।

আপডেট.....চলবে.............

............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

কল্পনা আক্তার এর ছবি

খুলানতে অনেকে "না" ভোট নিয়ে আশন্কা প্রকাশ করেছেন, তাদের শন্কা ছিল "না" ভোটের কারনে অনেক ভোট নষ্ট হতে পারে।

দেশের অনেক জায়গায়ই নারী ভোটারদের ভোটে অংশগ্রহন লক্ষনীয় হয়ে উঠেছে (যদিও এবার নারী ভোটার এর সংখ্যাই বেশী)। ভোটাররা ভোর থেকেই শীত, কুয়াশা উপেক্ষা করে লম্বা লাইনে দাড়িয়ে আছেন।

তরুন/প্রথম ভোটার হয়েছেন তাদের এবার গুরুত্বের সাথে দেখা হচ্ছে........

কিছু কিছু স্থানে ভোটার আইডির সাথে ন্যাশনাল আইডি নাম্বারের সাথে মিলছে না এবং এই কারনে তাদের ভোট প্রদান অনিশ্চিত হয়ে পড়েছে।

নিরাপত্তার বিষয়ে সকলকেই সন্তুষ্ট মনে হলো (বাকিটা নিজে ভোট দেয়ার সময় দেখবো দেঁতো হাসি)

সর্বোপরি, চারদিকে ঈদের আমেজ এবং সবাই এই আনন্দে মেতে উঠেছ!

আরেকটি বিষয়, এটিএন বাংলা নিজ উদ্দ্যেগে মুক্তিযুদ্ধের উপড় একটি প্রামান্যচিত্র বানিয়েছে যা তথ্যবহুল এবং খুব তাড়াতাড়িই মনে হয় সিডি/ডিভিডি/নেট এর মাধ্যমে ছড়িয়ে দেয় হবে।

ভোট দিতে যাবো তাই এখন এই পর্যন্তই............আবার আসিবেো, আশা করি আপডেট ও করিবো দেঁতো হাসি

সেই পর্যন্ত "শুভ নির্বাচন" হাসি

.........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

থার্ড আই এর ছবি

নির্বাচনকে বাংলাদেশের জাতীয় উৎসবের মর্যাদা দেয়া হোক। এটিএনএর মুক্তিযুদ্ধের ডকুটা কেউ ইউটিউব লিংক পেলে অনুগ্রহ করে জানাবেন।
------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বছর খানেক আগে এটিএন বাংলার ডকু'টা আমি ডাউনলোড করছিলাম আমাদেরনাটকডটকম থেকে। ৫০ মিনিটের ডকু।

এবার কি ওটাকেই বড়সড় করে প্রকাশ করলো?

৮৫ মেগাবাইটের মতো সাইজ। চেষ্টা করছি, কোথাও তোমার জন্য।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ভোটতো শুরু হয়েই গেছে।
ফলাফলও আসা শুরু করবে কয়েক ঘন্টা পরেই।
চলুন এখন অনুমান করি ফলাফল কী হতে পারে। দেখা যাক, কার অনুমান কতটা কাছাকাছি যায়।
অথবা কে কতটা বাংলাদেশের মানুষের নাড়ির স্পন্দন বুঝতে পারেন।

২৯৯টা আসনের কতটা পড়বে কার ভাগে?
১. মহাজোট=? ২. চারদল=?
৩. আওয়ামী লীগ =? ৪.বিএনপি=? ৫.জামাত=? ৬.জাতীয় পার্টি=?
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ফাহা এর ছবি

কেউ মাইন্ড খাইয়েন না। রাশিফল বিচারে আমি নিচের ফলাফল দেখতে পাচ্ছি-
২৯৯টা আসনের কতটা পড়বে কার ভাগে?

আওয়ামী লীগ =১৪৫ (+/- ১০)
বিএনপি=১১৫ (+/- ১৫)
জামাত= ৭ (+/-৫)
জাতীয় পার্টি=১৫ (+/- ৫)

আরিফ জেবতিক এর ছবি

সিলেট থেকে ফিরলাম কাল রাতে ।
গত কয়েকদিন ভোর থেকে রাত পর্যন্ত সিলেটের সবগুলো নির্বাচনী আসনের গ্রামগঞ্জবাজার ঘুরে বেড়িয়েছি আমরা ।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ৪ দল যতোটুকু খারাপ করবে বলে শহুরে গুজব আছে অবস্থা ততোটা খারাপ নয় । ভালো ভোটার বেজ আছে ।
তবু আমার ধারনা সিলেট-১, ৩, ৪, ৬ এ চারটি সিট এবার ৪ দলের হাত থেকে বেরিয়ে যাবে । সিলেট-২ এ ইলিয়াস আলী আর সিলেট-৫ এ জামাতের ফরিদ এর আশা আছে ।
সিলেট-৫ এ শেষ সময়ে এসে জামাত চমক দেখিয়েছে । বিএনপির সাথে আপোষ হয়েছে যে উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থীদের সাপোর্ট দেবে তারা , বিনিময়ে বিএনপি সংসদ নির্বাচনে শেষ কয়দিন কোমর বেধে নেমেছে ,এই আসনে জামাতের ফরিদ জিতে যেতে পারে । মন খারাপ

সাইফুর রহমান আর মুহিতের মাঝে সিলেট-১ এ প্রতিদ্বন্ধিতা কমে যাবে । সাইফুর পিছিয়ে পড়েছেন শেষ সপ্তাহে এসে । একই অবস্থা ইলিয়াস আলী ( সিলেট-২) তবু ইলিয়াস জিতে যাবেন বলে মনে করি ।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বাংলাদেশের সংসদ নির্বাচনে নাকি একটা মিথ আছে, সিলেট-১ আসন থেকে যে দল জিতে, ঐ দলই সংসদে সরকার গঠন করে। এবার এমন হওয়ার সম্ভবনা কেমন?

থার্ড আই এর ছবি

সাইফুর রহমানকে তো দেখলাম দম ছেড়ে দিয়েছেন, সিলেট ১ আসন মনে হয় হাত ছাড়া হবার পথে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আরিফ জেবতিক এর ছবি

মিথ এবারও রক্ষা পাবে বলে মনে হচ্ছে ।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

সে কি? ব্রাজিল টু বাংলাদেশ?
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অনিকেত এর ছবি

সাইফুরের 'দম' আক্ষরিক অর্থেই বেরিয়ে গেলে ভাল হত।
সিলেটের 'বিশিষ্ট বলদ' এই অথর্ব জঞ্জালটি প্রয়োজনের অতিরিক্ত সময় বেঁচে আছে।

মানুষের মৃত্যু কামনা বড় রকমের অসুস্থতা।

কিন্তু ম র নিজামী, গো আ, সাকাচৌ, সাইদী এবং আরো কিছু সারমেয়শাবকের মৃত্যু কামনা নিশ্চয়ই অপরাধের মাঝে পড়ে না------

আমি নিজে সিলেটের বলে সব সময়ে বড় লজ্জার মাঝে থাকি। ১৯৯০ এ এরশাদ পতনের পর, যতদূর মনে পড়ে, সারা দেশে মাত্র দুই জায়গা থেকে তিনি আবার নির্বাচিত হয়েছিলেন। প্রথমটি রংপুর। এবং দ্বিতীয়টি হল --আমার সিলেট!
সাবাস----

আশা করছি, এইবার অন্তত সিলোটিদের একটু হুশ হবে-----

ওই আবুল হকল, ঊঠো বে---বেবুতার লাকান ভুট দিস না কইলাম---

নন্দিনী  এর ছবি

ওই আবুল হকল, ঊঠো বে---বেবুতার লাকান ভুট দিস না কইলাম---
হা হা হা !

হাছা কতা কইছইন ! কিন্তু, এবার আর ইতা অইত নায় মনে অয় । কিতা কইন ?হাসি

নন্দিনী

কল্পনা আক্তার এর ছবি

ভোট দিয়ে এলাম হাসি

নিরাপত্তা আসলেই লক্ষনীয় ছিল!

...........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

অতিথি লেখক এর ছবি

আচ্ছা, সবারই মার্কা আছে, তবে "না" ভোটের কোন মার্কা নেই কেন?
অক্ষরজ্ঞানহীন মানুষ প্রার্থীর নাম দেখে ভোট দিতে পারেনা বলেই যদি মার্কার ব্যবহার, তাহলে "না" ভোটকে বর্ণমালার বাঁধনে আটকে রাখার মানে কি?
আগামীতে "না" ভোটের মার্কা চাই।

অতিথিঃ বাবুবাংলা
বাবুবাংলা @ ইয়াহু ডট কম

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

না মার্কা বিপুল ভোটে পরাজিত হোক।
না ভোটের জামানত বাজেয়াপ্ত হোক।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

শান্ত [অতিথি] এর ছবি

একটু আগে ভাট দিয়ে এলাম। কেন্দ্রে অনেক মানুষ, নিরাপত্তা অবস্থা খুবই ভালো। মহাজোটের পক্ষে ভোট পড়ছে বেশী বলে মনে হচ্ছে। মুহিত সাহেব মেয়র কামরান ভাইকে নিয়ে পরিদর্শনে বেরিয়েছেন। একটু আগে সাইফুর রহমান সিলেটে এসে পৌছেছেন। এখন পর্যন্ত ৬৬% ভোট সিলেটে দেওয়া হয়ে গেছে বলে শুনলাম।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

হুমম, চ্যানেল আইতে সিলেটের ভোটকেন্দ্রের হালচাল দেখা গেলো।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

রণদীপম বসু এর ছবি

ঘণ্টা খানেক আগে ভোট দিয়ে এলাম। মিরপুর বশির উদ্দিন স্কুল কেন্দ্রে। সবকিছুই ঠিকঠাক থাকলেও বেশ ঝামেলা আর ব্যবস্থাপনার কিছুটা অভাব দেখা গেলো।
তবে অনেকেই ভোটার লিস্টের নম্বর জোগাড় করতে গিয়েই হিমশিম খেয়ে যাচ্ছে। কেউ কেউ হতাশও হয়ে পড়ছেন দেখছি- ভোটটাই বুঝি দেয়া হলো না !
এ বিষয়টা কর্তৃপক্ষের নজরে এসেছে কিনা কে জানে.....

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

জিজ্ঞাসু এর ছবি

পাইকপাড়ার বাসিন্দা মনে হচ্ছে।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

সবজান্তা এর ছবি

আমার পাড়াতে একটা জিনিশ লক্ষ্য করলাম গতকাল ( আগেও চালু হয়ে থাকতে পারে, আমি গতকালই দেশে ফিরলাম তাই আগের কথা জানি না )। পাড়াতে আওয়ামী লীগ আর বি এন পি'র ক্যাম্পে ভলান্টারি সার্ভিস হিসেবে ন্যাশনাল আইডি থেকে ভোটার আইডি নম্বর বের করে, একটা স্লিপে লিখে দিচ্ছে। এর ফলে আজ ভোট কেন্দ্রে যেয়ে আর কষ্ট করে ভোটার আইডি খুঁজতে হয় নি, সরাসরি লাইনে দাঁড়িয়ে গিয়েছি।

তবে এর একটা মজার দিকও আছে। লীগ কিংবা বি এন পি এই ভোটার আইডি লিখে দিচ্ছে তাদের প্রার্থীর ছবি সম্বলিত একটি স্লিপে। কাজেই মানুষ যখন সেই স্লিপ নিয়ে ভোটকেন্দ্রে যেয়ে লাইন খুঁজছে, তখন আসলে মোটামুটি আন্দাজ করা যাচ্ছে কে কাকে ভোট দিবে। কারণ যদি আমি আওয়ামী লীগের সমর্থক হই তবে ভোটার আই ডি জানতে লীগের ক্যাম্পেই যাবো, আর বি এন পির সমর্থক হলে বি এন পি'র ক্যাম্পেই যাবো।

এই দেখেই আজ যতক্ষণ ছিলাম কেন্দ্রে, বুঝতে পারলাম, লড়াই হাড্ডাহাড্ডি।


অলমিতি বিস্তারেণ

শিক্ষানবিস এর ছবি

আমিও এই বিষয়টা লক্ষ্য করেছি। ময়মনসিংহ সদরে সবাই বলছে নৌকা জিতবে। কিন্তু আমি ভোট দিতে গিয়ে আসলেই দেখলাম বিএনপি আর লীগের ক্যাম্পে ভীড় প্রায় সমান সমান। কি যে হবে, বুঝতে পারছি না।

মুস্তাফিজ এর ছবি

এখানে মতিউর রহমান ৫০হাজারেরও বেশী ভোট পাবে।

...........................
Every Picture Tells a Story

দিগন্ত এর ছবি

কখন গণনা শুরু হবে? অভিজ্ঞরা জানান একটু যে কটা নাগাদ ভোটে কে এগোচ্ছে-পিছোচ্ছে জানা শুরু হবে?


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

অমিত আহমেদ এর ছবি

টিভিতে দেখলাম ভোট গণনা শুরু হয়েছে। কিছু কেন্দ্রে ভোট গণনা প্রায় শেষের পথে। আর আধা ঘন্টার মধ্যেই ফলাফল আসা শুরু করবে। এখন পর্যন্ত সব ঠিক আছে বলে মনে হচ্ছে। বড় কোনো অভিযোগ নেই। রাতের বেলা বিএনপি-জামাতের প্রার্থী গ্রেফতার হবার পরে খালেদা জিয়ার কথার সুর অন্য রকম মনে হচ্ছে। তার কথায় মনে হলো তিনি আগে থেকেই "ভোটে কারচুপির হয়েছে" এই অভিযোগের পথ খালি রাখছেন।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

বিপ্রতীপ এর ছবি

কোথাও বড় ধরনের গন্ডোগোলের খবর পাওয়া যায়নি। সব ঠিকঠাক থাকলে আগামী ৫ বছরের জন্য বাংলার আকাশে ড. মাহফুজুর রহমানের 'ভোটের পাখি' আর দেখা যাবে না...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

আলমগীর এর ছবি

আমার অনুমান: (৩০০ হিসাবে)

আওয়ামী লীগ =১৩৭ (+/- ১০)
বিএনপি=১২৩ (+/- ১০)
জামাত= ১৫ (+/-৫)
জাতীয় পার্টি=২৫ (+/- ৫)

বিপ্রতীপ এর ছবি

জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ)
দুটি কেন্দ্রের ফলাফলঃ
মির্জা আজম (আওয়ামী লীগ)- ৩ হাজার ১৩ ভোট
মোস্তাফিজুর রহমান বাবুল (বিএনপি)- ২০০ ভোট

(বিডিনিউজ থেকে)

কল্পনা আক্তার এর ছবি

গোপালগঞ্জঃ ৩ এর ৩২ কেন্দ্রের ফলাফল

শেখ হাসিনা (আওয়ামী লীগ) পেয়েছেন - ৪৪,১০৫
এস এম জীলানি (বিএনপি)- ১৫৬৫

এছাড়াও রাঙ্গামাটি ও বান্দরবনে আওয়ামী লীগ এগিয়ে আছে।

............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

রানা মেহের এর ছবি

এটিএন যে ধীর গতিতে ফলাফল প্রকাশ করছে
তাতে এখন পর্যন্ত মনে হচ্ছে প্রায় সব জায়গাতেই
আওয়ামিলীগ (মহাজোট?) এগিয়ে আছে।
দেখা যাক
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

বিপ্রতীপ এর ছবি

আগামী ৫/৬ ঘন্টার আগে তেমন কিছু জানা যাবে বলে মনে হচ্ছে না... । এখন বেশির ভাগেই ২/৩ কেন্দ্রের ফলাফল দিচ্ছে। এইগুলো আপডেট করলে শুধু শুধু কমেন্ট বাড়বে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

অনিন্দিতা চৌধুরী এর ছবি

ধীরে ধীরে চ্যানেল গুলোতে নির্বাচনের খবর আসছে।
সব জায়গায় ই মনে হচ্ছে মহাজোট এগিয়ে।
তবে জামাতের ভরাডুবির ও খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্রে।
গত ২/৩ দিন আগে কোন একটি চ্যানেলে দেখিয়েছে জামাতের মুজাহিদকে বি এন পির বিদ্রোহী প্রাথী কামাল ইবনে ইউসুফের সমর্থকরা এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে।
স্থানীয ভোটাররাও বলেছেন বিজয়ের মাসে তারা কোন যুদ্ধপরাধীকে ভোট দিতে চান না।
ফলে এখানেও মহাজোট সুবিধাজনক অবস্থানে চলে এ সেছে। কিছুক্ষণ আগে সংবাদে দেখলাম এখানে অনেকদিনের শক্তিশালী প্রার্থী কামাল ইবনে ইউসুফকে পেছনে ফেলে মহাজোট প্রার্থী এগিয়ে যাচ্ছেন॥
যাই হোক শেষ পর্যন্ত সব জায়গায় জামায়াত আটকে গেলে বোঝা যাবে জনগণ কিছু একটা করতে পেরেছে।

রানা মেহের এর ছবি

বিশ্বনাথ আসনে ইলিয়াস আলী প্রায় পরাজিত।
সিলেট ১ এ এখন পর্যন্ত আওয়ামীলীগ খুব ভালো ভাবে এগিয়ে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

মুস্তাফিজ এর ছবি

সব হিসাব নিকাশ উলটা, মহাজোট ২০০এর বেশী আসন পাবে

...........................
Every Picture Tells a Story

রণদীপম বসু এর ছবি

এদিকে মিরপুর ১৪ আসনের কয়েকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়ে গেছে। নৌকার মিছিল আকাশ বাতাস ফাটিয়ে ফেলছে। সব কেন্দ্রেই যদি এরকম আসলামুল হক আসলামের মিছিল বেরোতে থাকে তাহলে চারদলীয় প্রার্থী যুদ্ধাপরাধী আ: খালেকের কী হবে !!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

এখন পর্যন্ত টিভি বুলেটিন দেখে মনে হচ্ছে আপনার অনুমান সঠিক।
এর আগে উপরে যারা ফলাফল সম্পর্কে অনুমান করেছিলেন, তা বিরাট রকমের ভুল হতে যাচ্ছে বলে মনে হচ্ছে।

কোনো কেন্দ্রের সম্পূর্ণ ফলাফল পাওয়া গেলেই মন্তব্যে আপডেট দেয়াটা ভালো হবে।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

আলমগীর এর ছবি

কিছু অনুমান ভুল হলে ভালই লাগে হাসি
গত ইলেকশনে বিএনপি যখন সংখ্যা গরিষ্ঠতা পেয়ে গেল কায়মনোবাক্যে আশা করছিলাম, তারা যেন জামাতকে সরকারে না নেয়। সে আশা পূরণ হয়নি।

এবার আলীগ যদি একক সংখ্যারগরিষ্ঠ পায় আশা থাকবে, জাপা ছাড়াই সরকার গঠন করবে তারা।

রানা মেহের এর ছবি

মুস্তাফিজ - মাশাল্লাহ মারহাবা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

ধ্রুব হাসান এর ছবি

I hope Jamat max seat pabe Tin khana....Lets see, tobe Ershad Kagu ekta factor hoe darabe....

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আলী আহসান মুজাহিদ হারছে এটা অন্তত: নিশ্চিত। এবারের নির্বাচনের মনে হয় সবচে বড় অর্জন - যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনমত গঠন।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

আলমগীর এর ছবি

৩টার বেশী পাবে। (আশা করি আমি ভুল)।
শেরপুর-১ এ জামাতের কামারুজ্জামানের সাথে আলীগের আতিকের লড়াই হচ্ছে। গত ইলেকশনে আতিক ২২হাজার ভোটের ব্যবধানে জিতেছে কিন্তু এবার অবস্থা ভিন্ন। জামাত কখনও ওইদিকে জিতেনি।

রণদীপম বসু এর ছবি

মনে হয় না এরশাদ কোনো ফ্যাক্টর হবে। আ:ল: এককভাবে ১৫০ আসনের বেশি পাবে বলে মনে হয়।

পাবনা ১ আসন
১১টি কেন্দ্রে নিজামী ১৪২২৮ ভোটের বিপরীতে এগিয়ে আছে মহাজোট প্রার্থী শামসুল হক টুকু ১৬২১৭ ভোট।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

নিশ্চিত ফলাফল

গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা

-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

রণদীপম বসু এর ছবি

শেখ হাসিনার গোপালগঞ্জ আসনের ১০২টি ভোট কেন্দ্রের ৯৯টি কেন্দ্রে ভোট সংখ্যা ১লক্ষ ৬৫ হাজার ....।
চারদলীয় প্রার্থী পেয়েছেন ৪হাজার....।
যাক্, প্রথম নিশ্চিত সুসংবাদটি ভালো লাগছে। যদিও এটা সম্পর্কে সবাই এরকমই ধারণা নিয়ে রেখেছেন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রণদীপম বসু এর ছবি

গোপালগঞ্জে শেখ সেলিমও ব্যাপকভাবে এগিয়ে...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

দ্বিতীয় নিশ্চিত বিজয়ী:

নোয়াখালিতে ভিপি জয়নাল
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

রানা মেহের এর ছবি

মৌলভীবাজারে নিশ্চিত বিজয়ী
আওয়ামীলীগ - মহসিন আলী
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

রণদীপম বসু এর ছবি

সাইফুর রহমানের মৌলভীবাজারের আসন কোনটা ? এটা নয় তো ?

রংপুর পীরগঞ্জ আসনে শেখ হাসিনা চুড়ান্তভাবে ৯৮টি ভোট কেন্দ্রে বিপুল ব্যবধানে চূড়ান্ত বিজয়ী হলেন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রানা মেহের এর ছবি

হু।
এটাই সাইফুর রহমানের আসন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

রণদীপম বসু এর ছবি

এইমাত্র এটিএন-এর নির্বাচনী বুলেটিন থেকে যা জানলাম, তার জিস্ট হচ্ছে এরকম-
বেগম খালেদা জিয়ার বগুড়া আসন বাদ দিলে বৃহত্তর নোয়াখালী অর্থাৎ ফেনী নোয়াখালী ছাড়া দেশের আর কোথাও চারদল প্রথম স্থানে নেই। সবজায়গাতেই মহাজোট প্রার্থী এগিয়ে। এমন কি ঢাকাতেও।

যদিও তা আংশিক ফলাফল, তবু এই হার যদি আরেকটু অব্যাহত থাকে তাহলে এবার মনে হওয়া অত্যন্ত স্বাভাবিক হয়ে উঠবে যে মহাজোট ২০০ এর চাইতেও বেশি আসন পেয়ে যাচ্ছে। এ সম্ভাবনাই তীব্র হয়ে উঠছে।

আপনারা কী বলেন ?

এখন পর্যন্ত যুদ্ধাপরাধীদের কোন খবর পাচ্ছি না....

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নন্দিনী  এর ছবি

যুদ্ধাপরাধীদের খবর নেই...! এটাই বোধ হয় এবার আমাদের সবচেয়ে বড় পাওয়া হতে যাচ্ছে । এরশাদ ও ফ্যাক্টর হচ্ছে না শেষ পর্যন্ত মনে হচ্ছে ......এটাও একটা বড় খবর ... অনেক গুলো টিভি চ্যানেলে একসাথে চোখ রাখছি, যেগুলো নিয়েছিই এই নির্বাচনের জন্য । গতকাল রাত থেকে জেগে আছি ...
চ্যানেল আইয়ের খবর অনুযায়ী সিলেট এর ১৯ টি আসনের মধ্যে ১৮টিতে মহাজোট এগিয়ে...

সাইফুর রহমানের অনেক আগেই থামা উচিত ছিল !

নন্দিনী

amin [অতিথি] এর ছবি

dear all
amar election er result dekhar kono source nai. so please update as early as possible , this is the only sourse i have to get the news.

শিক্ষানবিস এর ছবি

আনঅফিসিয়াল কাউন্টের মাধ্যমে দেখা গেছে আপাতত ১৮টি আসনে সব কেন্দ্রের রেজাল্ট দিয়ে দিছে। এর মধ্যে মহাজোট পেয়েছে ১৫টি আর বিএনপি পেয়েছে ৩টি। আনঅফিসিয়াল হলেও এটা নিশ্চিত। উপরের উইজেটে আপডেট করে দেন।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

নিশ্চিত ফলাফল:

জামালপুর-৩ মির্জা আজম (মহাজোট)
জামালপুর ৫- রেজাউল করিম হীরা (মহাজোট)

সিলেটের ১৯টির মধ্যে ১৮টি আসনে মহাজোট প্রার্থীরা এগিয়ে
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

নীলফামারী -২ : আসাদুজ্জামান নুর (মহাজোট) নির্বাচিত।

-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অমিত আহমেদ এর ছবি

দিন তো আসলেই বদলে গেলো!

উইজেট আপডেট হয় না কেনো?


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

নজমুল আলবাব এর ছবি

সিলেট সদর (১) নৌকা এগিয়ে। (জিতে গেছে বলা ভালো)

সিলেট ২ (বিশ্বনাথ-বালাগঞ্জ): হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। বালাগঞ্জে শফিক (নৌকা) বিশ্বনাথে ধান (ইলিয়াস আলী) এগিয়ে।

বিয়ানিবাজার- গোলাপগঞ্জ: নুরুল ইসলাম নাহিদ এগিয়ে। স্বতন্ত্র মকবুল ২ তার পেছনে ৪ দলের (জামাত) হাবিব।

জৈন্তা-গোয়াইনঘাট- কোম্পানীগঞ্জ : ইমরান আহমদ (নৌকা) এগিয়ে প্রায় ২০ হাজার ভোটের ব্যাবধানে। দিলদার সেলিম (ধানের শীষ) চার দলের প্রার্থি।

জকিগঞ্জ-কানাইঘাট: হাফিজ মজুমদার (নৌকা) এগিয়ে আছেন। জামাতের ফরিদ চৌধুরীর। তবে রিভার্স হতে পারে।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ধন্যবাদ আলবাব।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অতিথি লেখক এর ছবি

কুস্টিয়া -২ তে , লালমনিরহাট -১ , লালমনিরহাট -৩ এ আওয়ামীলীগ জয়ী

একজন

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

লালমনিরহাট-১ : মোতাহার হোসেন (মহাজোট) বিজয়ী

-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

শিক্ষানবিস এর ছবি

সর্বশেষ: লীগ-২১, দল-৪

আওয়ামী লীগ - দিনাজপুর ১, নিলফামারী ২, লালমনিরহাট ১,৩, রংপুর ৫,৬, রাজশাহী ৩, খুলনা ১,২,৩,৪,৫,৬, গোপালগঞ্জ ২,৩, নারায়ণগঞ্জ ১,২,৩,৫, কুষ্টিয়া ২, ময়মনসিংহ ৬
বিএনপি - চট্টগ্রাম ২ (সাকা চৌ), বগুড়া ২,৩, কক্সবাজারের একটা

রানা মেহের এর ছবি

রাঙ্গামাটিতে মহাজোট প্রার্থী দীপঙ্কর তালুকদার বিজয়ী
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

শিক্ষানবিস এর ছবি

২২-৪: পাবনা ২ এ মহাজোট

পাবনা ১ এ নিজামী বোধহয় হেরে যাচ্ছে। মোট কেন্দ্র ১০৩, ফলাফল ৯৬টার। মহাজোট : ১,৩৯,০৭৩। আর নিজামী ১,১২,৩৫৩ ভোট।

রানা মেহের এর ছবি

সা কা আবার জিতে গেল?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

শিক্ষানবিস এর ছবি
অমিত আহমেদ এর ছবি

সারারাত ঘুমাই নাই। ফলাফল এমন হতে থাকলে আজ রাতেও ঘুম হবে না। পার্টি হবে।

রানা মেহের | সোম, ২০০৮-১২-২৯ ১০:৫১
সা কা আবার জিতে গেল?

এটা একটা বাজে ব্যাপার হলো।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

শিক্ষানবিস এর ছবি

জামালপুর ৫,৬ মহাজোটে। ২৬-৪

বিপ্রতীপ এর ছবি

কেউ মূল পোস্টে কে কোন আসন পেলো সেইটা আপডেট করলে মন্দ হইতো না...

আলমগীর এর ছবি

প্লিজ আসন ওয়ারি রেজাল্ট সন্দেশের এ পোস্টে দিন।

এতে উইজেটটি আপডেট করতে বিশেষ সুবিধা হয়। মন্তব্য সমালোচনা এখানে চলুক।

আমি যতক্ষণ আছি, উইজেটি আপডেট করছি।
(আমার রাত ৩টা, আরো কয়েক ঘণ্টা আছি।)

শিক্ষানবিস এর ছবি

সরি, আমি এই মন্তব্যটা খেয়ালই করিনি। সন্দেশে চলে যাচ্ছি।

রানা মেহের এর ছবি

সবই কপাল।
সা কা কে আসলে ভোট দেয় কারা?
আমি আসলেই অবাক হচ্ছি
কীভাবে সে বারবার জিতে যায়?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

মুস্তাফিজ এর ছবি

ময়মনসিংহের ১১টি আসনেই মহাজোট বিপুল এগিয়ে। টেলিফোনে মহাজোট নির্বাচনী কন্ট্রোল রুমের খবর।

...........................
Every Picture Tells a Story

অনিকেত এর ছবি

ঊরে দুষ্টু উরে আমার কাচা
নিজামির $$$^$& মেরে তুই বাঁচা------

শিক্ষানবিস এর ছবি

রাঙামাটি নিয়ে ২৭-৪

শিক্ষানবিস এর ছবি

সুনামগঞ্জ ৩ মাহাজোট; কুমিল্লা ২,৪ চারদল। ২৮-৫

অমিত আহমেদ এর ছবি

নিজামী আর কামারুজ্জামান পরাজিত।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

রানা মেহের এর ছবি

ঠাকুরগাঁওয়ে বিজয়ী মহাজোট প্রার্থী রমেশ চন্দ্র শীল
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

দিনাজপুর-১ মহাজোটের মনোরঞ্জন শীল গোপাল বিজয়ী
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

রানা মেহের এর ছবি

নিজামী হেরেছে
শান্তি শান্তি শান্তি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

স্পর্শ এর ছবি

কিন্তু তার স্কোর ১ লক্ষ্যের উপরে!! অ্যাঁ
একটা এলাকায় এত গুলো বেহেস্তলোভী!! পুরোপুরি শান্তি পাচ্ছিনা। মন খারাপ
....................................................................................
ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সৌরভ এর ছবি

আমি নিজের রাজশাহী-২ আসন থেকে রিপোর্ট করছি। কিছুক্ষণ আগে বাইরে থেকে আসলাম। নৌকা মোটামুটি বিজয়ী বলে সবাই ধরে নিয়েছে। কারণ ধানের শীষ এর ঘাটি বলে পরিচিত কেন্দ্রগুলোতেও নৌকা বিজয়ী হয়েছে। বিএনপির বন্ধুরাও আশার আলো দেখছেন না।

ওয়ার্কার্স পার্টি নেতা ফজলে হোসেন বাদশা - নৌকা প্রায় ৮০,০০০ এর মতো
বিএনপি নেতা মিজানুর রহমান মিনু - ধানের শীষ ৫৮,০০০ এর মতো


আবার লিখবো হয়তো কোন দিন

নন্দিনী এর ছবি

সত্যি দিন বদল হচ্ছে তাহলে......
জেগে উঠেছে মানুষ অবশেষে ।

নন্দিনী

মুস্তাফিজ এর ছবি

নিজামী পরাজিত।
হুম, চলেন আজকে ঘোলা ঘোলা হই

...........................
Every Picture Tells a Story

আলমগীর এর ছবি

শেরপুর-১, কামারুজ্জামান জিততে পারে নাই। শান্তি পাইলাম।

রানা মেহের এর ছবি

কামরুজ্জামান ভাই ভোট পেয়েছেন কত?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অমিত আহমেদ এর ছবি

কামারুজ্জামান যে কয়টা ভোট পেয়েছে সেগুলো দলা পাকিয়ে তার গুহ্যদ্বার দিয়ে ঢুকিয়ে দেয়া হোক।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

রানা মেহের এর ছবি

অমিত - খাইছে খাইছে খাইছে খাইছে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

আলমগীর এর ছবি

কামরু: ৯০,০০০
আতিক: ১,৩০,০০০
গণনা বাকী: ১৫ কেন্দ্র,

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে মহাজোট খুব ভাল অবস্থানে আছে।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কামারু'র টা কনফার্ম হওয়া দরকার।

নজমুল আলবাব এর ছবি

ইলিয়াস আলী ফেইল। সিলেট ২ এ আওয়ামী লীগ এর শফিকুর রহমান জিতেছেন।

সিলেট বিভাগের ১৯ আসন পেয়েছে মহাজোট।

ভুল সময়ের মর্মাহত বাউল

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

১৯ টাই!
মুজিব ভাইর সিলেট বন্দনার তাহলে কারণ আছে!
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

আরিফ জেবতিক এর ছবি

ফেসবুকে বলেছিলাম যে সিলেট বিভাগকে রাজাকারমুক্ত রাখব ।

এখন :
সিলেট বিভাগকে রাজাকারমুক্ত ঘোষনা করলাম ।

বিপ্রতীপ এর ছবি

চলুক
সিলেটকে স্যালুট ...

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

এটিএনে দেখাচ্ছে

মহাজোট = ৭৭
৪ দল = ১১
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ফরিদপুরে মুজাহিদ হেরে গেছে

ATN

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ব্রাহ্মনবাড়িয়ায় মুফতি আমিনী হেরেছে

ATN

আলমগীর এর ছবি

এই দুইটা খবরের জন্য আমার ভাগের দুইটা হুর আমি আপনেরে দিয়া দিলাম।
গেলমান লাগলেও কইয়েন চোখ টিপি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ব্লগস্ফিয়ারে অনেক গেলমান পাইছি, ঐপারে দরকার নাই। হুরই দিয়েন। ঃ)

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

পাসপোর্ট জব্দ করা হোক!

-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অতিথি লেখক এর ছবি

এটিএন ঃ
মহাজোট = ১০১
৪ দল = ১২

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

মহাজোট = ১০৩
চারদল = ১২
অন্যান্য = ০৩

-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

নজমুল আলবাব এর ছবি

আর জাইগা থাকনের দরকার নাই। আমি ঘুমাইতে যাই। সারাদিন রেস্ট নাই। আল্লাহ হাফিজ।

ভুল সময়ের মর্মাহত বাউল

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

সর্বশেষ ফলাফলের প্রেডিকশন:

মহাজোট = ২৪৮
চারদল = ৩৮
অন্যান্য = ১৩
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অতিথি লেখক এর ছবি

এটিএন ঃ
মহাজোট = ১১৭
৪ দল = ১৩
অন্যান্য = ০৩

একজন

আরিফ জেবতিক এর ছবি

সাঈদী খতম ।

জামাত এখন পর্যন্ত কোনটা জিতেছে বলে তো শুনলাম না । হাসি

আলমগীর এর ছবি

এটিএন বেশী দেখাচ্ছে। অন্য চ্যানেলগুলোর দেখানো ফলাফলে মিল আছে। কিন্তু এটিএনের সাথে কারো মিল দেখা যাচ্ছে না।

আমরা একটু রয়ে সয়েই আপডেট করছি।

নদী এর ছবি

বাতাসে পরিবর্তনের তীব্র সুগন্ধ ।

নদী

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

যুদ্ধাপরাধীদের না বলেছে বাংলাদেশ।
এই নির্বাচনে দেশবাসী বিরাট রায় দিয়েছে।
এসব ভোটাররা আমাদের দেশের নীরব মুক্তিযোদ্ধা। দেশের স্বাধীনতা ও সম্ভ্রম রক্ষায় তারা ব্যালটকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। এই প্রজন্ম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

পরবর্তী সরকারের প্রথম দায়িত্ব হবে যুদ্ধাপরাধীদের বিচার আয়োজন করা।
আর এখন প্রথম কাজ হবে, এদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা।
----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বি এন পি'র কাছে চাওয়া থাকবে, এবার যেন জামাতকে ঘাঁড় থেকে নামায়। মুক্তিযোদ্ধা জিয়া'র বি এন পি যেনো জোরেশোরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবী তুলতে সাহস পায়।

হযবরল এর ছবি

এটাই এখন প্রথম চাওয়া। রাজাকার ইস্যুটা যতদিন জীবিত থাকবে আওয়ামী লীগের হাতে ভোট চাওয়ার একটা ইস্যু থাকবে। সেকারণেই আ.লীগ এর আগেরবার রাজাকারদের কাঠগড়ায় নেওয়ার চেষ্টা চালায়নি। আশা করি এবার জেগে উঠবে আ.লীগ।

আকতার আহমেদ এর ছবি

সর্বশেষ ফলাফল (চ্যানেল আই )
মহাজোট : ১৫১
৪ দলীয় জোট : ১৫
অন্যান্য : ০৩

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

টাইটেল পরিবর্তন করে সেইভ করার সময় স্টিকি ছুটে গিয়েছিল। আবার স্টিকি করা হল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রানা মেহের এর ছবি

শহীদ পোস্ট আবার গাজী হয়ে ফিরে এলো
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

রায়হান আবীর এর ছবি

জামাত আরেকটা পাইলো। মন খারাপ

=============================

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

স্টিকি ছুটানো হল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

মহাজোট ২২২
চারদল ২৬
অন্যান্য ০৬

(এটিএন= সূত্র)

-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অবাঞ্ছিত এর ছবি

সাকা বরাহটা মাঝখানদা বাইর হয়া গেল... ভালো হইলোনা
I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।