সচল সংকলন তৃতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: রবি, ১৪/০২/২০১০ - ১১:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রিয় সচল, অতিথি ও পাঠকবৃন্দ,

আজ ১৫ ফেব্রুয়ারি, সন্ধ্যে সাতটার সময় বাংলা একাডেমী প্রাঙ্গণে নজরুল মঞ্চে সচলায়তন সংকলন তৃতীয় খণ্ড এর মোড়ক উন্মোচন হবে।

এ উপলক্ষে ঢাকায় ঐ সময়ে উপস্থিত হতে পারবেন এমন সকলের সদয় উপস্থিতি কামনা করা হচ্ছে। স্থিরচিত্র ও চলমান চিত্রগ্রহণের অনুরোধ করা যাচ্ছে সংশ্লিষ্ট সচলদের।

sochol-ScatchCover

৮০ পৃষ্ঠার এ বইটি প্রকাশিত হয়েছে সচলায়তন ও শস্যপর্বের যৌথ উদ্যোগে, মূল্য একশত টাকা [কমিশনের পর]। এর একটি অনবদ্য প্রচ্ছদ নকশা করেছেন সচল মুস্তাফিজ [মোহাম্মদ মুস্তাফিজুর রহমান]। বইটিতে চব্বিশ জন লেখকের লেখা স্থান পেয়েছে।

মোড়ক উন্মোচনের পর বইটি পাওয়া যাবে পাঠসূত্রে। স্টল নাম্বার ৭৩-৭৪।

আপনাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলুক।

সচল থাকুন, সচল রাখুন।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মোড়ক উন্মোচনের পরে লেখার তালিকাটাও যদি উন্মোচন করা হয় তাহলে বেশ হয়।

শুভাশীষ দাশ এর ছবি

হ ...

রাহিন হায়দার এর ছবি

সহমত।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

মুস্তাফিজ এর ছবি

সচল থাকুন, সচল রাখুন।

...........................
Every Picture Tells a Story

যুধিষ্ঠির এর ছবি

সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন! সচলদের এবারের সব বইগুলো যে কবে হাতে পাবো... হাত নিশপিশ করছে।

রণদীপম বসু এর ছবি

চমৎকার খুশির খবর !
তয় আমাদের অপু ভাই যে দেখে দেখে শুক্র-শনিবার এড়িয়ে চলে তা এতদিনে পরিষ্কার হলো। কী আর করা ! শুক্রবারে গিয়া বই না পেলে কিন্তু খবর আছে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

স্বাধীন এর ছবি

অভিনন্দন সংশ্লিষ্ট সবাইকে।

শিরোনামে একটি টাইপো আছেঃ তৃতীয > তৃতীয়।

সচল থাকুন, সচল রাখুন।

তুলিরেখা এর ছবি

আহা সেই বইটা!!!!
আনুষ্ঠানিক উন্মোচন হয়ে গেলে কেউ অনুগ্রহ করে প্রচ্ছদ আর সূচীপত্রের ছবি তুলে আপলোডিয়ে দেবেন?
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হাতের লেখা ভালো, ঢাকাস্থ এমন সচলদের দৃষ্টি আকর্ষণ করছি। একটা পোস্টার একেঁ লিখে দেন প্লিজ।

অয়নকে চাই লাইভ স্ট্রিমিং করার জন্য। অতি অবশ্য...

আর একজন অন্তত সচলকে চাই আজকে বিকেলে সময় দিতে পারবেন যিনি... কামলা খাটার জন্য...

আছেন কোনো মুমিন সচল? আওয়াজ দেন জলদি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অনার্য সঙ্গীত এর ছবি

লাব্বায়েক
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ইশতিয়াক রউফ এর ছবি

অসামান্য একটা প্রচ্ছদের জন্য মুস্তাফিজ ভাইকে অভিনন্দন। থ্রি-বিস্কুটিয়ার্সকেও ধন্যবাদ এত বড় কাজ করবার জন্য।

ধুসর গোধূলি এর ছবি

- প্রচ্ছদ দেখে সেইযে কাইত হয়েছিলাম, এখনো সোজা হতে পারি নাই। তীরুদা দয়া করে একটা কপি নিয়ে এলে, তাতে পড়া সব গল্পের রসাস্বাদনের পরই কেবল সোজা হতে পারবো বলে বিশ্বাস।

পাঠক সমাজে সচলায়তন সংকলন, তৃতীয় খণ্ডের একটা ব্যাপক ক্যাড়াব্যাড়া লাগানোর অপেক্ষায়।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রাফি এর ছবি

গতবারের মত এইবারও থাকতে পারলে বেশ হত। তবে মনে মনে থাকব মোড়ক উন্মোচন অনুষ্ঠানে।। হাসি
চমৎকার প্রচ্ছদ এর জন্য মুস্তাফিজ ভাইকে ধন্যবাদ।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

তুলিরেখা এর ছবি

আম্মো কাইত। প্রচ্ছদ দেইখা।
অসাধারণ!!!!
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

হিমু এর ছবি

আজ থেকে এক দশক পর এই সংকলনগুলো দুর্লভ সংগ্রাহ্য হিসেবে বিবেচিত হবে। স্বাভাবিক কারণেই বইগুলো স্বল্পসংখ্যক কপি ছাপা হয়। বছর দশেক পর সচলদের মধ্যে এই সংকলন সংগ্রহে থাকা নিয়ে বেশ ট্রফি রেইসের মতো একটা ব্যাপার দেখা গেলে অবাক হবো না হাসি



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সচলায়তন সংকলন -১
আমার কাছে নাই ;(

সাইফুল আকবর খান এর ছবি

হ, ১ লম্বরটা আমার কাছেও নাই।
আবার পাত্তা লাগাইতে হইবো। মন খারাপ
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

রেনেট এর ছবি

জয়যাত্রা অব্যাহত থাকুক
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মূলত পাঠক এর ছবি

সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা!

কারুবাসনা এর ছবি

বিক্কিরি হলেই ভাল। লুকজন অনেক আশা করতিসে।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

অতিথি লেখক এর ছবি

সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ

সংগ্রহে রাখব আশা করছি ।

বোহেমিয়ান

সুহান রিজওয়ান এর ছবি

আহা, আজ বিকেলে যেতে পার্বো কি না কে জানে...
শুভকামনা থাকলো। আর প্রচ্ছদতো দুর্দান্ত হয়েছে !!

_________________________________________

সেরিওজা

জুয়েইরিযাহ মউ এর ছবি

যাবো যাবো দেঁতো হাসি
হুটহাট কোন ঝামেলা না এসে পড়লে থাকবোই সন্ধ্যেবেলা নজরুল মঞ্চে।
সব্বাইকে অভিবাদন.. অভিনন্দন....
শুভেচ্ছা... শুভকামনা হাসি

----------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

তিথীডোর এর ছবি

(তালিয়া) অভিনন্দন ও শুভেচ্ছা সবাইকে!

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

স্বপ্নাহত এর ছবি

থাকার চেষ্টা করবো। হাসি

সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন!

---------------------------------

বাঁইচ্যা আছি

---------------------------------

বাঁইচ্যা আছি

স্বাধীন এর ছবি

মোড়ক উম্মোচনের কোন ছবি বা ভিডিও আছে নাকি কারো কাছে।

সাইফুল আকবর খান এর ছবি

চলুক
কোনোমতে অফিস-টা তাক-এ তুলে গিয়ে কেবল লেজটাই একটু ধরতে পেরেছিলাম উন্মোচনের।
প্রো একটা প্রচ্ছদের জন্য [ হাসি ] মুস্তাফিজ ভাই, স্থান-পাওয়া প্রত্যেক লেখক এবং প্রকাশের সাথে সংশ্লিষ্ট আরো সবাইকেই অভিবাদন।

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

রেনেট এর ছবি

কোন লেখাগুলো এবার সংকলনে স্থান পেল?
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

তুলিরেখা এর ছবি

আহা, খুব ভালো লাগলো অনুষ্ঠানের ভিডিও দেখে।
সূচীপত্রটা অনুগ্রহ করে তুলে দিন পোস্টে ।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

স্বাধীন এর ছবি

থ্রি-বিস্কুটিয়ার্স বা সন্দেশ এর পক্ষ থেকে কেউ কি সংকলনের লেখাগুলোর তালিকা প্রকাশ করবেন, তাহলে লেখাগুলো অন্তত অন-লাইনে পড়ে নেওয়া যেত যদি কোনটি পড়া না থাকে।

হিমু এর ছবি

আসলে এ কারণেই বোধহয় তালিকাটা আপাতত অপ্রকাশিত থাকা ভালো।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

রেনেট এর ছবি

যারা অনলাইন থেকে পড়ার তালে আছে, এইখানে নামধাম না দিলে তারা বই কিনবে বলে আপনার মনে হয়? দেঁতো হাসি
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

হিমু এর ছবি

বলতে পারি না। তবে নাম দিলে তাঁদের দলটা ভারি হবে, এটা বলতে পারি হাসি



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

স্বাধীন এর ছবি

আবার উল্টোটাও হতে পারে। অনলাইনে পড়ে ভালো লাগলে বইটা নিজের কাছে রাখার ইচ্ছেও হতে পারে। তবে তোমার দলের লোকই ভারি হওয়ার সম্ভাবনা বেশি।

আমার মনে হয়, যে বই কেনার তিনি অনলাইনে পড়লেও কিনবে, আর যার না কেনার ইচ্ছে তিনি কোন কিছুতেই কিনবে না।

সচলের একটি বিশাল অংশ দেশের বাহিরে থাকে। তাঁদের এভাবে বঞ্চিত রাখা কি ঠিক? সে ক্ষেত্রে তালিকাটুকু রেস্ট্রিক্টেড করে দিতে পারি।

তাসনীম এর ছবি

সবাইকে অভিনন্দন। প্রচ্ছদটা দারুন হয়েছে।

+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

স্বপ্নাহত এর ছবি

এইবারের প্রচ্ছদটা বেশি জোশ। হাতে নিয়া দেখলে বেশির ওপর বেশি জোশ। চলুক

---------------------------------

বাঁইচ্যা আছি

---------------------------------

বাঁইচ্যা আছি

অতিথি লেখক এর ছবি

১৫ তারিখে ৩য় খন্ড প্রকাশিত হয়েছে তাহলে! এ কারণেইতো ১১ তারিখে বইটি খুঁজে পাইনি আমি। মন খারাপ

---------------
আলোর ছটা
---------------

অনুপ [অতিথি] এর ছবি

সন্দেস ভাই এটা ডাউনলোড করা যাবে না দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

কেবলই মনে হচ্ছে পুরানো বিখ্যাত সচলদের লেখাগুলো কোথায় পাবো। এ সংকলনগুলো একটা মাধ্যম হতে পারে।

সংকলনগুলো কোথায় মিলবে বলবেন? যদি নেহায়েত দুষ্প্রাপ্য হয় আমি পড়ার পর যারটা তাকে ফিরিয়ে দিতেও রাজী।

আজকেই কিছুক্ষণ আগে হিমু ভাইয়ের একটা দুমড়ে মুচড়ে দেয়া পুরানো লেখা পড়ার পর ইচ্ছাটা তীব্রতর হয়েছে।

কেউ কি আছেন কিছু জানানোর মতো?

মর্ম

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।