Warning: Creating default object from empty value in theme_img_assist_inline() (line 1488 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/img_assist/img_assist.module).

লাখের বাতি প্রতিমাসে: একটি গুরুত্বপূর্ণ মাইলফলক

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বিষ্যুদ, ০২/০৯/২০১০ - ৫:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তন প্রথম লাখের বাতি জেলেছিল মার্চ ২০০৯ এ। ইউনিক ভিজিটরের ভিত্তিতে পহেলা জুলাই ২০০৭ থেকে এক বছর নয় মাস লেগেছিল সচলায়তনে প্রথম এক লাখ ভিজিট পেতে।

এরপর আরো দেড় বছর পেরিয়েছে। সচলায়তনের পাঠকের সমাগমও বেড়েছে অনেক। আপনাদের জন্য সুখবর হচ্ছে সচলায়তনে গত আগস্ট মাসেই মোট এক লক্ষ ভিজিট হয়েছে। যে পরিমান ভিজিট হতে সচলায়তনকে দেড় বছর অপেক্ষা করতে হয়েছিল সেই পরিমান ভিজিট এখন প্রতিমাসেই হচ্ছে।

আগস্ট ২০১০ এ সচলায়তনে এক লাখ ভিজিট (১০০,৬৩৬) এসেছে সাড়ে পাঁচ লাখ (৫৪২,৪৯১) পেইজ ভিউয়ের বিপরীতে। গড়ে প্রতি পাঠক সাড়ে পাঁচটি পোস্ট পড়ে থাকেন।

ভিজিট চিত্র: জানুয়ারী ২০১০ থেকে আগস্ট ২০১০ভিজিট চিত্র: জানুয়ারী ২০১০ থেকে আগস্ট ২০১০

(আগের গ্রাফ চিত্রটি তৈরী হয়েছিল তখকার সার্ভারে অবস্থিত একটি সফটওয়্যার দিয়ে। এবারেরটা গুগল এনালাইটিক্স ব্যবহার করে। সুতরাং দুটো ভিজিট গ্রাফ পরস্পরের সাথে তুল্য নাও হতে পারে।)

এই সাফল্য অর্জনে সচলায়তনের সমস্ত লেখক, মন্তব্যকারী এবং নিরব পাঠককে শুভেচ্ছা জানাই। আপনাদের লেখা, মন্তব্য, সহযোগীতা এবং প্রেরণা না থাকলে সচলায়তনের এই অবস্থান অর্জন করা সম্ভব হত না। এজন্য সচলায়তনের তরফ থেকে প্রাণঢালা অভিনন্দন।

লক্ষণীয় যে, গত তিনমাসে অনেকগুলো ভালো এবং সাহসী পোস্ট এসেছে সচলায়তনে। আপনাদের কাছ থেকে আরো সাহসী লেখা এবং বুদ্ধিদীপ্ত মন্তব্য পাবার ব্যাপারে আমাদের প্রত্যাশা রইল।

সচল থাকুন, সচল রাখুন।

.
.
.
.
লাখের বাত্তি

লাখের বাত্তি। © সুজন চৌধুরী


মন্তব্য

দ্রোহী এর ছবি

সচলায়তনের লেখক, পাঠক, শুভানুধ্যায়ী, আলুপোড়াখোর, ও নিন্দুকসহ সবাইকে অভিনন্দন।


কি মাঝি, ডরাইলা?

রাগিব এর ছবি

অভিনন্দন সবাইকে।

প্রশ্ন - সচলের পাঠকদের ভৌগলিক অবস্থান সম্পর্কে কি কিছু জানাবেন? যেমন, কত শতাংশ পাঠক বাংলাদেশ, ভারত, বা বহির্বিশ্ব থেকে এসে থাকেন?

----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | টুইটার

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

সন্দেশ এর ছবি

দেশ ভিত্তিক ভিজিটের চিত্রটি দেয়া হল:

দেশ ভিত্তিক ভিজিটদেশ ভিত্তিক ভিজিট

কৌস্তুভ এর ছবি

ইয়ে, ৮ নম্বরটা কোন দেশ?

আলমগীর এর ছবি

অস্ট্রেলিয়ার পোলাপান কী করে? লিস্টে তিন নাম্বারে ছিল না গতবছর? এখন দেখি অনেক নিচে নেমে গেছে মন খারাপ

অতিথি লেখক এর ছবি

দক্ষিন কোরিয়ার নাম নাই, খেলমু না! খাইছে

কাজী মামুন

সাফি এর ছবি

লাখপতি সচলায়তনের সবাইকে শুভেচ্ছা হাসি

তাসনীম এর ছবি

দারুণ একটা খবর। গতমাসে কয়েকটা পোস্টে কয়েক হাজারের বেশি হিট হয়েছিল। সবাইকে অভিনন্দন...পাঠক, লেখক, মন্তব্যকারী, সমালোচক সবাই মিলেই আমরা এই মাইলস্টোন অতিক্রম করেছি। আশাকরি এই ধারা অব্যাহত থাকবে এবং আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখেই আলোচনা চালাবো। বেশি হিট মানেই কিন্তু বেশি "হিটেড" পরিস্থিতি নয়।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

জাহামজেদ এর ছবি

আমার মতো সব অতিথি সচলদের শুভেচ্ছা জানাইলাম।

ডাইরেক্ট সচলদের ঈর্ষার সহিত শুভেচ্ছা জানাইলাম ।

পাঠকদের ভালোবাসা জানাইলাম।

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

আয়নামতি [অতিথি] এর ছবি

প্রার্থনা করি লাখ ছাড়িয়ে কোটিতে পা রাখুক। সবার প্রতি শুভেচ্ছা।

( অ:ট: আমার নাম রঙিন(অন্য সব অতিথি সচলের নাম তো কালারফুল, আমারে এট্টু রং দিলে কী হয়!) হবে কবে? কবে? কবে?)

অনিন্দ্য রহমান এর ছবি

খুব ভালো লাগছে।
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

নুরুজ্জামান মানিক এর ছবি

ওয়াও , দারুণ খবর ! সচল পরিবারের সবাইকে

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

মুস্তাফিজ এর ছবি

চায়ের রংয়ে বাংলা লিঙ্কের গন্ধ হো হো হো

...........................
Every Picture Tells a Story

আলমগীর এর ছবি

এই কাপে চা মানিক ভাই বহুজনরে খাওয়াইছে দেঁতো হাসি

কৌস্তুভ এর ছবি

চলুক

অতিথি লেখক এর ছবি

হ, সেটাই। আমার ধারনা ছিল, সচলের সদস্য সংখা কম হলেও এর জনপ্রিয়তা বা পাঠক কিন্তু কম নয়। সেটাই প্রমানিত হলো।

-বুদ্ধু

আলমগীর এর ছবি

অভিনন্দন সংশ্লিষ্ট সবাইকে।
হিমুর নেভারেস্ট সিরিজটা একটা বড় কারণ মনে হয়।
হিটওয়াইজ টপ 20 টা পোস্টের তালিকা দেয়া যাবে?

সন্দেশ এর ছবি

জানুয়ারী ২০১০ থেকে আগস্ট ২০১০

১. /himu/33405 11,874
২. /omicronlab/31599 11,224
৩. /sachalayatan/16572 9,819
৪. /himu/34263 8,881
৫. /alamgir/29572 8,615
৬. /mustafiz/32411 6,253
৭. /node/7490 6,073
৮. /to_write_bangla 5,888
৯. /ashimul/283 5,868
১০. /user/himu 5,115
১১. /aah/31063 4,918
১২. /guest_writer 4,811
১৩. /googlesearch 4,513
১৪. /himu/31973 4,470
১৫. /himu/32220 4,391
১৬. /mahbub/31025 4,225
১৭. /hasan_murshed/34172 4,192
১৮. /mahbub/32253 3,822
১৯. /user/guest_writer 3,527
২০. /mukit_tohoku/31714 3,442

আলমগীর এর ছবি

থ্যাংকু। হিমু হিট দেখা যাচ্ছে।

ইশতিয়াক রউফ এর ছবি

লক্ষের অভিনন্দন

শেষ পর্যন্ত আমিও শীতনিদ্রায় পর্যবসিত হলাম

অন্তত দুটো পোস্টে বট হিট করেছিলো মনে হয় (আরিফ জেবতিক ও আনোয়ার সাদাত শিমুলের ২০০৭-এর পোস্ট দুটো)। ভুলও হতে পারে আমার।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ইন্টারেস্টিং হলো, আমার নিজস্ব ব্লগস্পটেও ঐ পোস্টে ব্যাপক হিট। গুগলে 'গোপন ছবি' সার্চ মেরে আসে অনেকে। হেহে।

বাউলিয়ানা এর ছবি

বাহ্‌!

অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন সচলায়তন টিমসহ সবাইকে।

তিথীডোর এর ছবি

(তালিয়া) (তালিয়া) (তালিয়া)

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মনামী এর ছবি

অভিনন্দন সবাইকে!

অতিথি লেখক এর ছবি

ব্যপক অ..ভি..ন..ন্দ..ন ।

অনন্ত আত্মা

শুভাশীষ দাশ এর ছবি

শুভেচ্ছা।

----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অবজার্ভেশন:
১। ২০০৯ এর পরিসংখ্যানের সাথে তুলনা করলে দেখায় যায় তখন সদস্যরা গড়ে সাড়ে ৯ টি পোস্ট পড়তেন আর এখন সাড়ে ৫টি। গড় সময়ও কমেছে - ২৮ মিনিট থেকে ২০ মিনিট ()()।

অর্থাৎ সচলায়তনে এখন প্রচুর পাঠকের সমাগম হয়। কিন্তু তারা অল্প কয়েকটি পোস্ট পড়েই চলে যান। সচলায়তনের রচনা সম্ভারের তুলনায় এই ট্রেন্ডটি দুঃখজনক। এব্যাপারে কি করা যায় সেটা নিয়ে সচল এবং মডারেটরদের ভাবতে হবে।

২। প্রথম লাখের বাতিতে যেমনটা অনেকে কোয়ালিটি কন্ট্রোলের কথা জানিয়েছিলেন তেমনটা এক্ষেত্রেও সত্য। আরো অনেক প্রিসাইজ কোয়ালিটি কন্ট্রোল করতে হবে। পাঠ সংখ্যা নয়, গুণগত মানই হোক প্রকৃত মানদন্ড।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

স্বাধীন এর ছবি

আমার মনে হয় না বিশেষ চিন্তিত হওয়ার প্রয়োজন রয়েছে। গুণগত মান রক্ষায় সচেষ্ট থাকতে হবে সে বিষয়ে দ্বিমত নেই। তবে গড় নিয়েও চিন্তিত হওয়ার কিছু নেই। কারণ গড় কমলেও সেটা গুণগত মান কমেছে বলে ধারণা দেওয় না।

এটা গড়ের এফেক্ট হতে পারে। আগে গড় হয়েছিল অল্প স্যাম্পলের উপর এখন সেখান থেকে এক লাফে অনেক বড় স্যাম্পল হয়ে গিয়েছে। দেখতে হবে আগামীতেও একই সমান স্যাম্পলে কি ফলাফল আসে। আমার ধারণা কাছাকাছিই থাকবে। উদাহরণ স্বরূপ যদি অনেক পাঠক শুধুমাত্র নেভারেস্ট সিরিজ বা অভ্রের লেখাটি পড়তেই আসে, সে ক্ষেত্রে গড় এক লাফে নয় থেকে অর্ধেক হয়ে পাঁচেই আসারই কথা। আমার ধারণা সেটাই হয়েছে। তবে প্রতি মাসের গড় করে চার্ট করে রাখা ভাল, সেখান থেকে আরো ভাল ধারণা পাওয়া যাবে।

বোহেমিয়ান এর ছবি

আগে গড় হয়েছিল অল্প স্যাম্পলের উপর এখন সেখান থেকে এক লাফে অনেক বড় স্যাম্পল হয়ে গিয়েছে

আমিও এই কথার সাথে একমত।

আর পাঠক দিন কে দিন অস্থির হচ্ছেন বলেই আমার ধারণা!! বড় লেখা/বড় উপন্যাস পড়ার আগ্রহ আমাদের কমছে বলেই মনে হয়।

অসাধারণ।
চলুক!
_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

অতিথি লেখক এর ছবি

এটার একটা কারণ হতে পারে মোর্শেদ ভাই, ফেসবুকে বা অন্যান্য জায়গায় শেয়ার লিঙ্ক পেয়ে অনেকেই আসেন সচলায়তনে পড়তে, যা আগে হত না। যারা এভাবে লিঙ্ক পেয়ে পড়তে আসেন, তাদের অনেকেই অন্যান্য পোস্টে যায় না।

কাজী মামুন

স্বাধীন এর ছবি

দারুণ খবর। বিরাট অভিনন্দন সচল পরিবারের সবাইকে।

সংসপ্তক এর ছবি

লক্ষপতি হবার ফিলিংস পাইতেছি! হাসি
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

রণদীপম বসু এর ছবি

বাহ্ ! সচলের লেখক পাঠক অতিথি সবাইকে লাখ লাখ অভিনন্দন !
আশা করি আগামীতে কোটি কোটি অভিনন্দন জানাতে পারবো !

সবাই ভালো থাকুন, ভালো রাখুন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

স্পর্শ এর ছবি

দারুণ খবর!
সবাইকে প্রাণঢালা অভিনন্দন।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

দময়ন্তী এর ছবি

শুভেচ্ছা ও অভিনন্দন৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

সচল জাহিদ এর ছবি

অভিনন্দন, একজন সচল হিসেবে গর্বিত।

----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

হিমু এর ছবি

পুরনো সচলরা অনিয়মিত হয়ে পড়ছেন। আরো ভালো ভালো লেখা পড়তে চাই। সচলের সকল পাঠক ও লেখককে অভিনন্দন। আমরা সবাই মিলে একটা বড় কিছু গড়ছি।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

মূলত পাঠক এর ছবি

সচলায়তনকে অভিনন্দন! আর সব ফাঁকিবাজ পুরোনো সচলকে দিক্কার, ফাঁকি মারার জন্য হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সবাইকে অভিনন্দন।
এই টার্মে সচলে আমার ক্লিক কম ছিল। এইজন্য ইট্টু মনখ্রাপ ;(

অতিথি লেখক এর ছবি

অভিনন্দন ও ধন্যবাদ সচলায়তন সংশ্লিষ্ট সবাইকে।

কাজী মামুন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।