ছবি ব্লগ-- হাজার হ্রদের দেশ থেকে, হাজার দ্বীপের দেশ থেকে- ১

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: মঙ্গল, ১৩/১২/২০১১ - ১০:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

303179_10150912455380497_608590496_21663240_1580842757_n

জীবনের সেরা সময়টুকুতে, শৈশব-কৈশোরের সন্ধিক্ষণে সাধারণ জ্ঞানের বইতে দুটি প্রশ্নে সবসময় চোখ আটকে যেত,
হাজার হ্রদের দেশ কোনটি? উত্তর-- ফিনল্যান্ড
হাজার দ্বীপের দেশ কোনটি? উত্তর সেই একই- ফিনল্যান্ড !
কল্পনার ঘোড়ার লাগাম ছেড়ে দিয়েও কোন কূলকিনারা করতে পারতাম না এই চিন্তায় যে একই ভূখণ্ডে এত হ্রদ আর দ্বীপ কি ভাবে থাকতে পারে!
সেই দেশটিতেই আছি কিছু বছর যাবৎ, ভাবলাম সেখানকার নিসর্গের কিছু স্মৃতি সবার সাথে ভাগাভাগি করি, তবে এ যাত্রা পাখি, মানুষ ও শীতের ছবি বেশী দিলাম না, আপনাদের ভাল লাগলে আস্তে ধীরে পরবর্তীতে দিব।

ফিনল্যান্ড
305846_10150833248280497_608590496_21117744_2003477334_n

শরৎ হ্রদ
296738_10150854296850497_608590496_21262006_657388225_n

নির্জনতা
320024_10150886781340497_608590496_21492264_586507169_n

সন্ধ্যা
200639_10150443878190497_608590496_17936466_3899885_n

নীল শীত
189162_10150448091925497_608590496_17996782_7946028_n

নিশীথ সূর্য
197474_10150493390010497_608590496_18128970_4225603_n

বাল্টিকের জলদস্যু
248777_10150634436980497_608590496_19154976_1900437_n

ভোর
270430_10150671724315497_608590496_19563666_750239_n

গ্রীষ্ম
260539_10150703989165497_608590496_19663760_7406314_n

বর্ষণমুখর দিন
282098_10150718313485497_608590496_19876556_4158910_n

কাঠবেড়ালি ও রডোড্রেনডন
259942_10150706223620497_608590496_19699541_5403298_n

হাজার হ্রদের একটি
285259_10150730414240497_608590496_20025889_4665540_n

অতন্দ্র প্রহরী
263321_10150733624710497_608590496_20062571_2721847_n

ঝড়ের পূর্বাভাস
217593_10150735828880497_608590496_20086925_7529783_n

গ্রীষ্ম সন্ধ্যা
252084_10150746102210497_608590496_20185003_474255_n

পরাবাস্তবতা
283465_10150755789800497_608590496_20306625_4894922_n

জাদুর দ্বীপ
300654_10150834889395497_608590496_21127053_1304047410_n

বনান্তর
311007_10150880956070497_608590496_21455469_1551371738_n

সূর্যাস্ত (সেদিন আকাশের রঙই এমন ছিল)
303134_10150828274255497_608590496_21080118_367694901_n

হিমের শুরু
302967_10150891550345497_608590496_21532465_1986971433_n

জলবাড়ী
314611_10150898453060497_608590496_21567843_1249756595_n

বন-পাহাড়
313479_10150906566305497_608590496_21628914_929774720_n

নিসর্গ
298910_10150908414820497_608590496_21640180_2108744753_n

ক্যানভাস
293390_10150910599365497_608590496_21652787_1680421457_n

পথ
378130_10151003250675497_608590496_22121512_879043800_n

গোলাপ সূর্য
298949_10150914767410497_608590496_21679603_732339762_n

জীবনানন্দ
264108_10150702178545497_608590496_19641555_4769681_n

ভাঙ্গা-গড়া
216799_10150555211235497_608590496_18357609_7681289_n

গলন
190010_10150437569065497_608590496_17875251_1861692_n

উঁকি
189676_10150439476020497_608590496_17893121_629760_n

উম্মেষ
183827_10150411323675497_608590496_17564403_4180585_n

সুপ্রভাত
248445_10150646717655497_608590496_19296895_3881889_n


মন্তব্য

guest_writter এর ছবি

অনু, অসাধারণ। আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না..................

দীপাবলি।

তারেক অণু এর ছবি

অনেক ধন্যবাদ। শখ করে মাঝে মাঝে তোলা, যদি ভাল লাগে এরপর অন্যদিক নিয়ে তোলা ছবিগুলোও দিতে পারি, ভালো থাকুন.

চরম উদাস এর ছবি

ম্যাঁও

তারেক অণু এর ছবি
সুমাদ্রি এর ছবি

লাজওয়াব!!! মুস্তাসুক্কাইনেন মন খারাপ

তারেক অণু এর ছবি

মুস্তাসুক্কাইনেন হওয়া ভাল না !

চিলতে রোদ এর ছবি

ভাইয়া আপনি কি 'পরভো' শহরটিতে গিয়েছেন? সেখানে আমার এক বন্ধু থাকে। সেই শহরটির গ্রীষ্মের বর্ণনা তার কাছে শুনে ঠিক করেছি, জীবনে আর যাই কিছু হোক না হোক এক কাপ ব্ল্যাক কফি হাতে সেই ছোট শহরের পাথর বাধানো পথের ধারে একটি সন্ধ্যা আমাকে কাটাতেই হবে। হাসি
আপনার ছবিগুলো দেখে উদাস হতে ইচ্ছে হচ্ছে। বিশেষ করে 'গ্রীষ্ম সন্ধ্যা' আর 'জীবনানন্দ' চলুক

তারেক অণু এর ছবি

পরভো গিয়েছি কয়েকবার, ছবি তোলার জন্য খুব ভাল জায়গা। এই গ্রীষ্মেও যাওয়া হয়ে ছিল মাকে নিয়ে।
উদাস হলে সাবধান-- চরম, গরম, শরম না পরম !

উচ্ছলা এর ছবি

অভিশাপ !!

সেই সাথে অভিশপ্ত, চন্দ্রাহত, বুনো অণু-কে 'Fearless' উপহার:

তারেক অণু এর ছবি

আমি বর দিনু দেবী, তুমি সুখী হবে
মুছে যাবে সর্ব গ্লানি বিপুল গৌরবে!

guest_writter এর ছবি

উছলা, এই গানটি আমি কিভাবে পেতে পারি??????

দীপাবলি।

উচ্ছলা এর ছবি

সবগুলো ফটোস একটা আরেকটার চেয়ে সুন্দর। তবে কাঠবেড়ালীটা এত্ত কিউট !

তারেক অণু এর ছবি

আরো কিউট গোটা দুয়েক আছে, পরে লাফাবে সেগুলো!

যুধিষ্ঠির এর ছবি

১. আপনি কোন কোন জায়গায় যান নি, তার একটা তালিকা প্রকাশ করতে পারবেন? তাতে কিছু মানসিক শান্তি পাওয়া যেত হয়তো।

২. আপনার আসল বয়সটা ৫০-এর কত উপরে সেইটা বলেন। প্রোফাইলের ছবিতে যে বয়স মনে হয় তাতে এর মধ্যে এত জায়গা দেখে ফেলা সম্ভব না।

তারেক অণু এর ছবি

হে হে, প্রোফাইলের ছবি গতবছর অক্টোবরে তোলা, চেহারা খুব একটা পরিবর্তন হয় নি কিন্তু!

তবে মনের বয়স মনে হয় ৫০-এর বেশী, হে হে্‌। একটা কথা, এ পর্যন্ত যা ঘোরাঘুরির কথা লিখেছি সব কিন্তু ২০০৬র জুনের পর থেকে মানে সাকুল্যে ৫ বছরের মাঝে।

শ্যামল এর ছবি

মিছা কথা।
আমি আগেই কইছিলাম আপনের পেরাইভেট পেলেন আছে, নাইলে আপনে এলিয়েন যদি তা ও না হয় তাইলে আম্লীগ।

তারেক অণু এর ছবি

প্লেন তো আছেই, ভাড়া নিই!

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হ!

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

তারেক অণু এর ছবি

মানে !

শেহাব- এর ছবি

প্রফেসর শংকুর সাথে প্ল্যানচেটে কথা বললাম। তার বয়ানিতে শুনুন, "ভাই শেহাব, তোমার কাছে তারেক অণু নামক প্রাণীটির যে বর্ণনা শুনলাম তাতে আমি মোটামুটি একটা ব্যাপারে নিশ্চিত। এটি কোন মানুষ বা পৃথিবীর কোন প্রাণী নয়। এক্সট্রাটেরেস্ট্রিয়াল এনথ্রোমরফিক লাইফ ফর্মের খুবই বিরল নিদর্শন। সহস্র সহস্রাব্দ আগে এরা আরো দুরের কোন ছায়াপথ থেকে চুকাবুকাগাতুমতুম নামক পৃথিবীর কাছাকাছি একটি ছায়াপথে বসতি স্থাপন করে। দেখতে কিছুটা মানুষের মত। পৃথিবীর যেকোন ভাষায় কথা বলতে পারে। চলে প্লাজমা চালিত জেটপ‌্যাকের সাহায্য যার গতি সেকেন্ডে এক পৃথিবী পরিধি পর্যন্ত উঠতে পারে। তবে মানুষের চেয়ে অনেক বেশি বাঁচে। গড় আয়ু ৫ হাজার বছর। প্রথম ৫০০ বছর এদের খালি দুটা চোখ থাকে। তার পরের ৫০০ বছরে চোখে চশমা গজায়। তার পরের ৫০০ বছরে এদের মুখ তৈরি হয়। তার পরের ৫০০ বছরে মুখে এগাল-ওগাল জোড়া হাসি তৈরি হয় (তারেক অণুর প্রোফাইল পিক দ্রষ্টব্য - শেহাব)। এর পর ৫০০ বছর লাগে পূর্নযৌবন প্রাপ্তিতে। যৌবন প্রাপ্তির পর এই প্রাণী গুলো সংগীনির খোঁজে আশে পাশের সৌরজগতের বিভিন্ন গ্রহের আনাচে কানাচে ঘুরে বেড়ায় আর বাসা বাঁধার পছন্দের জায়গাগুলের ছবি স্থানীয় ব্লগে পোস্ট করে বিপরীত লিংগের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করে।"

তারেক অণু এর ছবি

হাততালি
হা হা, চুকাবুকাগাতুমতুম থেকে ঘুরে এসে উত্তর দিচ্ছি।
অনেক ধন্যবাদ।

দ্যা রিডার এর ছবি

হো হো হো

তারেক অণু এর ছবি
হাওয়াইমিঠাই এর ছবি

এর আগের ব্লগ ইস্তাম্বুলের বাজারে দেখুন। অনুদার বিগলিত হাসির দরসন পাবেন......। আর আমার মত ঈর্ষায়, কষ্টে, অভিমানে, দুঃখে ............। ই ই ই ই ই ই ই

পুলাডা এক্কেরে ছুডু ............।
বেশি বেশি ছুডু..............................। আফসোস

তারেক অণু এর ছবি
নিশা এর ছবি

ভীষন ভাল লাগল ।

তারেক অণু এর ছবি
চরম উদাস এর ছবি

কেউ কি আমাকে একটা ভুতা দাও দিতে পারেন?

উচ্ছলা এর ছবি

ফেডেক্স করব? আমার কাছে আছে একটা শয়তানী হাসি

তারেক অণু এর ছবি
চরম উদাস এর ছবি

পাঠায়ে দেন। এরে ভুতা দা দিয়া কাটা ছাড়া আর কোন সল্যুশন পাইতেছি না।

উচ্ছলা এর ছবি

দিতেছি।
দ্যাখেন, এ আবার ঠুয়া দেয়ার ভয় দেখায় গড়াগড়ি দিয়া হাসি

তারেক অণু এর ছবি

খামোশ ! অহিংসা পরম ধর্ম, তারচেয়ে সবাই মিলে প্ল্যান করা যাক মন্টানা আর ওয়াইমিং ঘোরার, ইয়েলোস্টোন প্রাধান্য পাবে! কি মনে হয়? সামনে সামার না হলে, পরের সামার !

চরম উদাস এর ছবি

চলে আসেন, জোস হবে। এই সামারে ইয়েলোস্টোন। তারপর একই জায়গার ভ্রমণ নিয়ে দুইজনে আলাদা ভ্রমণ কাহিনী লিখবো। দেখি কেমন তামসা হয় চিন্তিত
আমাদের কিন্তু এই সামারে আসলেই যাওয়ার প্ল্যান আছে। মেমোরিয়াল বা ৪র্থ জুলাই এর কাছাকাছি সময়ে।

তারেক অণু এর ছবি

একটু সময় দেন, আম্রিকা তো ! পরের বছর হলে ভাল হত, এই সামারে অন্তত ২টা কাজ মাথায় চেপে আছে, তার মধ্যে একটা কিলিমানজারো চড়া, প্রমিস করা আছে অন্যদের, তারা বাতিল করলে তবেই চিন্তা ঘোরাবো। কিন্তু সেখানে যাবই, শুধু আপানের লেখাতে সেবার একটু সেন্সর আরোপ করতে হবে চোখ টিপি

চরম উদাস এর ছবি

একদম কিচ্চু লেকপোনা, মাইরি বলচি। খালি চলে আসেন। সুন্দর করে গুরুগম্ভীর সব ভ্রমণ কাহিনী লিখবো আপনার মতো। আমি আসলে গতকাল থেকে ভালো হয়ে গেছি তওবা করে। নো মোর ফাতরামি লেখা। একদম নিভভয়ে লেচ্চিন্তে চলে আসেন।

...........................................................................
ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমায় আমি মারব না—
সত্যি বলছি কুস্তি ক'রে তোমার সঙ্গে পারব না।
মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই,
তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্যি নেই!
মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না—
জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুঁতোই না?
এস এস গর্তে এস, বাস ক'রে যাও চারটি দিন,
আদর ক'রে শিকেয় তুলে রাখব তোমায় রাত্রিদিন।
হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না?
মুগুর আমার হাল্‌কা এমন মারলে তোমায় লাগবে না।
অভয় দিচ্ছি, শুনছ না যে? ধরব নাকি ঠ্যাং দুটা?
বসলে তোমার মুণ্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা!
আমি আছি, গিন্নী আছেন, আছেন আমার নয় ছেলে—
সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে।

উচ্ছলা এর ছবি

"বার বার ঘুঘু তুমি ধান খেয়ে যাও
এইবার ঘুঘু তুমি মাটিতে লুটাও"...

(অণু আইজকা শ্যাষ) শয়তানী হাসি

তারেক অণু এর ছবি

ঠিক ঠিক, আমরা এখন থেকে দোস্ত কোলাকুলি

সাফি এর ছবি

কাহা ইয়েলোস্টোন গেলে আওয়াজ দিয়েন

তারেক অণু এর ছবি

ত থাস্ত!

হাওয়াইমিঠাই এর ছবি

এতুক্কনে ভাল ছড়া বের করেছ।

মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই,
তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্যি নেই!

হু হু হু হা হাহ হহাহাহাহাহাহ হালুম।

অনু দা আবার ঠুয়া দেকায় ।
বাংলাদেশে আইতে ক...

(আরে বিদেস জাইতে পারলে ত এরাম বলগ আমই লেকতাম)

তারেক অণু এর ছবি
উচ্ছলা এর ছবি

ওকি ডোকি ...দেখা হবে মন্টানায় হাসি
একজন আনবেন ভুতা দাও, আর আমি আন্তেছি নাঞ্চাকু শয়তানী হাসি

তারেক অণু এর ছবি

আমি কি ডরাই সখী, ভিখারি রাঘবে?

কালো কাক এর ছবি

খালি ভুতা দাও? পিরিতের খেতা লাগবেনা জাইত্যা ধরার জন্য? শয়তানী হাসি

তারেক অণু এর ছবি

কম্বল হলে ভাল হয় ! উত্তরের শীত ভয়াবহ

ওডিন এর ছবি

দারুন সব ছবি অণু ভাই! দারুণ!

তারেক অণু এর ছবি

না রে দাদা, ছবি তোলা শিখে নিই, দেখবেন লাদাখে কি রকম আসে!

ওডিন এর ছবি

লাদাখে ছবি তুলতে ছবি তোলা শিখতে হয় না। এমুন আজব একটা জায়গা যে ক্যামেরা উলটো করে তাগ করলেও মাথা আউলে দেয়ার মতো ছবি আসে। হাসি

দুই হাজার ষোল তাইলে হাসি হেমিস ফেস্টিভ্যালে

তারেক অণু এর ছবি

ডিল! কোন মাসে জানায়েন, আর কয় দিন ! সেরাম হলে ওদিক দিয়ে অন্য দিকে যাওয়া যাবে। খেঁকশিয়াল কি গর্ত ছেড়ে বেরোবে, কি মনে হয়? আর ট্রান্সসাইবেরিয়ার জন্য রেডি হন, মেজাজ খারাপ থাকলে এই সামারে ইউরো কাপ না দেখে ওইটাই করব ( মুশকিল হলে বৈকাল আর মঙ্গোলিয়ায় থামলে ১০ দিন কমপক্ষে বেশী লাগবে, আবার না নামলে কবে যাওয়া হবে!)

ওডিন এর ছবি

ডিল তো অবশ্যই!!!!! দুই হাজার ষোল, কারন ওইসময় ওইখানে হেমিস ফেস্টিভ্যাল হবে যেইটা বারো বছর পর পর হয়। খেকুদারে গর্ত থেকে মরিচের ধোঁয়া দিয়ে বের করা ছাড়া আর কোন উপায় নাই।

আমি অবশ্য এই সামারে কোথাও বের হতে পারছি না, পরীক্ষা দিমু খাইছে । তবে সেপ্টেম্বর-অক্টোবরে জমসম মুক্তিনাথ ট্রেকের ইচ্ছে আছে হাসি

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

খাড়াও, দুই হাজার ষোল আসতে আরও তিনটা বছর তো পাবো তাই না? আচ্ছা, আমিও দেখি জীবন হালায় কী করে, আমি যদি না গেছি এইখানে... <কোলন মহাসংকল্প>

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

তারেক অণু এর ছবি

৩ না ৫ বছর ! প্রস্তুত হন ! না হলে তন্ময় দার ছবি গুলো দেখেন, আবার প্রস্তত হন !

মুস্তাফিজ এর ছবি

হাত তুলে রাখলাম

...........................
Every Picture Tells a Story

তারেক অণু এর ছবি
তাপস শর্মা এর ছবি

ছাইড়া দেমু। ছবি তোলা ছাইড়া দেমু। ...... এই কইয়া দিলাম। আর এর জন্য রেস্পন্সিবাল অইল এই অনু। উচ্ছলা এই মিয়া CDM'না। মনে হয় আমাদের মতো মানুষের সময় অইয়া আইছে, CDM'র। হায় হায় যাই কই। ও উদাস ভাই জলদি ভোতা দাও এর ব্যবস্থা করেন। নইলে আমাদের ইয়ে হয়ে যাবে।
------------------------------------------------------------------------------------------------------------

তারেক অণু এর ছবি
তাপস শর্মা এর ছবি

ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া

তারেক অণু এর ছবি
যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আচ্ছা, ঐগুলান কি সত্যিকারের জলদস্যু? কী রকমে, কী, বলেন দেখি একটু বিস্তারিত! আপনেও কি তাইলে জলদস্যুদের দলেই ছিলেন? নাইলে এত ঘুরলেন কী করে?! চিন্তিত

ভোর দেখে কেমন অতিপ্রাকৃত মনে হচ্ছে! এরকম ছবি কী করে তোলে! আর তার পরেই গ্রীষ্ম, আর বর্ষা! ফিনল্যান্ড মনে হচ্ছে আমার ধারণার থেকেও বেশি সুন্দর। প্রতিটা ছবি দুর্দান্ত, আর আপনার এই পোস্টের জন্যে ছবির সিলেকশন, আর তার পর্যায়ক্রমিক সজ্জা আরো চমৎকার করে তুলেছে ব্যাপারটা।

শোনেন অণু ভাই, আমি কত ভালো দেখেন, আপনাকে আমি মাইরধোর দেয়ার কথাটা বলি না। কেন বলেন দেখি? ঐ যে নিসর্গে যে ছবিটা, ঐটা আপনার কারণেই দেখা, আর ঐখানে গিয়ে আমি ঐ বেঞ্চিতে পা ঝুলায়ে চুপ করে বসে থাকবো এটা ঠিক করে রাখার কাজ তো আপনার এইসব ছবি না দেখলে হতো না, তাই না? দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

তারেক অণু এর ছবি

দস্যুতা বিষয়ক ব্যাপারে এখানে কথা বলা নিষেধ!
ভোরের ছবিটা ছিল সবচেয়ে সহজ, কেবল রাত ২ টা থেকে জেগে ছিলাম এক বনের ধারের ফাঁকা মাঠে নিম পেঁচার খোঁজে!
আসেন ফিনল্যান্ডে, সেই জায়গায় নিয়ে যাব, ডিল!!!

মেঘা এর ছবি

আপনি অনু ভাই খালি মানুষের হিংসার শিকার হচ্ছেন। একটু রয়ে সয়ে ভাই। আমি আর হিংসা করবো না বলে পণ করেছি। কিন্তু একি ভাই! এইভাবে অত্যাচার করতে থাকলে তো আবার আমার হিংসাটা চলে আসবে! ছবিগুলো এতো সুন্দর! ঐ কাঠবেড়ালিটা আমাকে কেউ এনে দিলে আমি যে কি খুশী হতাম অথবা শেষের পাখিটা। কিছু একটা!

তারেক অণু এর ছবি

ইস, আলী ইমামের বই পড়ে আমারও পকেটে কাঠবেড়ালি পুষতে খুব ইচ্ছে করত, এখন ইচ্ছে করে বনে ওদের ছবি তুলতে।
আরে দিয়ে নিই কদিন, আবার ডুব মারব যে !

রু (অতিথি) এর ছবি

একটু বেশিই সুন্দর। সরি ভাই, কেন জানি আপনারে মাইর দিতে ইচ্ছা করলো!

তারেক অণু এর ছবি

মন খারাপ আর কিছু না !

অনার্য সঙ্গীত এর ছবি

আসবো আসবো! কেবল থিসিসের পিণ্ডিটা চটকে নেই! হুহঁ !!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

তারেক অণু এর ছবি
তদানিন্তন পাঁঠা এর ছবি

সবাই খালি মুখেই বলে।। চিন্তা কইরেন না ভাই। আপ্নেরে সামনে পাইলে আমি কইরা দেখামু।

চ্রম সব ছবি। বাকি যেগুলোর কথা লিখেছেন সেইগুলা দিচ্ছেন না কেন? আমন্ত্রণ আশা কইরেন না।

তারেক অণু এর ছবি

করব না অ্যাঁ

উচ্ছলা এর ছবি
তারেক অণু এর ছবি

এত হাসির কি আছে, বেশরম !

হিমু এর ছবি

তারেক অণুর কিছু কুশপুত্তলিকা বানায় দোকান খুলবো কি না ভাবতেছি। পচুর লাভ হৈত কুনু সন্ধ নাই।

তারেক অণু এর ছবি

হিমুদা বেশী চেত্ত্যায়েন না আমারে, তইলে কিন্তু কাসেল নিয়ে ভ্রমণ কাহিনী লিখতে শুরু করব, গত বছরের অক্টোবরে ছিলাম সেখানে। চাল্লু

তারাপ কোয়াস এর ছবি

হো হো হো


love the life you live. live the life you love.

তারেক অণু এর ছবি
সাফি এর ছবি

অক্টোবারেই কেন জার্মানি যাইতে হল?

তারেক অণু এর ছবি

তা তো বলবেনই, যার মনে যা, ফাল দিয়ে ওঠে তা দেঁতো হাসি
জার্মানি শুধু না অক্টোবরে মিউনিখেও ছিলাম, কিন্তু অক্টোবর ফেস্টের জন্য না রে ভাই, ফ্রাঙ্কফুর্টের বইমেলার জন্য।

রু (অতিথি) এর ছবি

আপনি শুধু জার্মানীতেই না মিউনিখেও ছিলেন তাহলে! আচ্ছা আচ্ছা।

তারেক অণু এর ছবি
দ্যা রিডার এর ছবি

চলুক

তারেক অণু এর ছবি
প্রকৃতিপ্রেমিক এর ছবি

সুন্দর সুন্দর সব ছবি। আরো দিয়েন।

তারেক অণু এর ছবি

এর পরে পাখিদের নিয়ে একটা দিব।

তারাপ কোয়াস এর ছবি

জটিলস্য থেকে জটিলতম, সবধরনের ফটুকই বর্তমান! উত্তমস্ হাসি


love the life you live. live the life you love.

তারেক অণু এর ছবি

ধন্যবাদ

ধুসর গোধূলি এর ছবি

উপ্তা উদাস ভাই ভোঁতা দাও হাতে লুঙ্গির কোনা তুলে নেচে নেচে গান ধরছে, "শুনা বন্ধে তুই আমারে ভুতা দাও দি কাইট্যা লা, ফিরিতের খ্যাতা দি জাতি ধরি মারিআলা..."

আপাতত এই দৃশ্য মনে করেই খ্যাতা গাও দিয়া গড়ায়া গড়ায়া হাসতাছি। হাসি থামলে ফটুক নিয়া দুইটা হুমকি দিয়া যামুনি।

তদানিন্তন পাঁঠা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি (তয় গানটা আমি যেন অণুদারেই গাইতে শুনলাম। আর উদাস ভাই হইলেন সেই 'শুনা বন্ধে'। শয়তানী হাসি

তারেক অণু এর ছবি

সোনা বন্ধু তুই আমারে---- গড়াগড়ি দিয়া হাসি

কালো কাক এর ছবি

অমানবিক !

তারেক অণু এর ছবি

আরে না, পুরাই মানবিক !

ফারুক হাসান এর ছবি

ঠাডা পড়বো, ঠাডা

তারেক অণু এর ছবি
আমি শিপলু এর ছবি

সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেন অনুর লেখা না পড়ে সচলে চলি।
উপদেশ রবে তবে তোমাদেরি তরে,
বয়কট অনুলেখা তবেই হিংসা যাবে জলে।

প্রতিদিন প্রতিঙ্গা ভঙ্গ করি আর হিংসায় জ্বলি। তবু অনুরে গুরু গুরু মানি। দেহঘড়ি সচল থাকুক।

তারেক অণু এর ছবি

মন আমার দেহঘড়ি--

রফিকুল ইসলাম এর ছবি

হায় হায় অনু ভাই ফিনল্যান্ড ও দেখায় দিলেন । খুব খুব ভাল লাগলো আর কিছুপাবার আশায় অপেক্ষায় রইলাম।
গুল্লি

তারেক অণু এর ছবি

আসিতেছে--

শুভাশীষ দাশ এর ছবি

তেজস্ক্রিয়াণু হৈতে আর কদ্দিন? খাইছে

তারেক অণু এর ছবি

ঠিক ১৫ দিন ১৩ ঘণ্টা ৭ মিনিট ২৯ সেকেন্ড

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

সুন্দর
Skating

তারেক অণু এর ছবি
achena এর ছবি

অসাধারণ ভাইয়া, শুধু মুগ্ধ হয়ে দেখে যআই। আমি শুধু আপ্নার ব্লগটাই দেখার জন্ন সচলায়াতন অপেন করি।।।

achena এর ছবি

ও, বল্তে ভুলে গেছি, share করে দিলাম বন্ধুদের জন্ন।

তারেক অণু এর ছবি

অবশ্যই, ধন্যবাদ। ভাগাভাগি করাতেই তো আনন্দ অনেক বেড়ে যায়।

জয়ন্তী এর ছবি

আহ!!!!!!!!

তারেক অণু এর ছবি
নীড় সন্ধানী এর ছবি

ভয়াবহ!! সৌন্দর্যের এত বৈচিত্র??? সুন্দরের আগুনে ঝলসে গেলাম অনু! দেঁতো হাসি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তারেক অণু এর ছবি

ঝলসায়েই না! আরো আসিতেছে---

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

একটা লাক্‌ ট্রাই করি।

তারেক,

- আপনি কি বৈকাল হ্রদ দেখেছেন?
- আপনি কি আটাকামা মরুভূমিতে দেখেছেন?
- আপনি কি আঙ্কর ওয়াট দেখেছেন?
- আপনি কি ইস্টার দ্বীপ বা পিটকেয়ার্ন দ্বীপে গেছেন?
- আপনি কি তাহিতি গেছেন?
- আপনি কি পাপুয়া নিউগিনি গেছেন?
- আপনি কি বাংলাদেশের প্রতিপাদ স্থানে গেছেন?
- আপনি কি আজিজিয়া গেছেন?
- আপনি কি ভারখোয়ানস্ক গেছেন?
- আপনি কি নীল বা আমাজনের উৎস দেখেছেন?

(দেখা যাক, উপরের দশ পয়েন্টের মধ্যে এই হিজিবিজ্‌বিজ্‌টা কত নাম্বার পায়! আর সহ্য হয় না!!)


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ত্রিমাত্রিক কবি এর ছবি

আমিও দেখার অপেক্ষায় আছি দেঁতো হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তারেক অণু এর ছবি

কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন পান্ডব দা!!! মন খারাপ মন খারাপ

ইয়ে, মানে বললেই হবে। না ছবি- ভিডিওসহ পোষ্টানো পর্যন্ত অপেক্ষা করবেন ! চোখ টিপি

সাফি এর ছবি

বাংলাদেশের প্রতিপাদ স্থানটা কোথায়?

তারেক অণু এর ছবি

মেক্সিকোর কাছে, সাগরে ! মানে ঢাকারটা

প্রৌঢ় ভাবনা এর ছবি

অদ্ভুত সবুজ আর গাঢ় নীলের কি সুন্দর সমাহার এই ফিনল্যান্ডের গ্রীষ্ম।

তারেক অণু এর ছবি

সত্য । দারুণ শীত আসিতেছে, মাত্র ২ টি রঙ--- সাদা ও কালো।

হাওয়াইমিঠাই এর ছবি

আপনার ক্যামেরার একটু বর্ণনা দিন ত অনু ভাই.

তারেক অণু এর ছবি

ছবিগুলো নানা ক্যামেরা দিয়ে তোলা, কিছু পুঁচকে লুমিক্স দিয়ে, কিছু ক্যানন ৭ ডি দিয়ে।

হেক্টর  এর ছবি

গত সামারে গিয়েছিলাম সেন্ট পিটার্সবুর্গ থেকে হেলসিংকিতে সড়কযোগে। রাশিয়ান সীমানা পাড় হওয়ার পর থেকে শুরু হল মন মাতানো সৌন্দর্য। রাস্তার দুই পার্শ্বে বিস্তীর্ন খোলা প্রান্ত আর মাঝে মাঝে ঘোড়ার আর গরুর পালের রাস্তা পার হওয়া । দারুন সব দৃশ্য । হেলসিংকিতে থেকে কাছেই কোন এক দ্বীপে গিয়েছিলাম নামটা এই মূহুর্তে মনে পড়ছে না স্টীমারে করে। সেখানে প্রাচীন দূর্গ আছে। অবিভূত হয়েছি ফিনল্যান্ডের সৌন্দর্যে। আশা করি আবার যাওয়া হবে হাসি
আরও অবিভূত হলাম আপনার ছবিগুলো দেখে। অসধারণ হয়েছে। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

তারেক অণু এর ছবি

দারুণ, আপনি সুওমেন লিন্নার কথা বলছেন, প্রায়ই যাওয়া হয় গ্রীষ্মে। পরের বার আসলে জানিয়েন, সামনে গ্রীষ্মে আবার আসছি সেন্ট পিটার্সবার্গে।

হেক্টর  এর ছবি

ধন্যবাদ নারমটি মনে করে দেওয়া জন্য। আর আপনিও জানিইয়েন কখন আসবেন। আমি পিটারেই আছি।

তারেক অণু এর ছবি

ইমেইল টা পাঠান। জানাব আসার আগে।

Ullash এর ছবি

ওনু ভাই,
চরম ছবি গুলো। কবে নিজ চোখে দেখব ?

তারেক অণু এর ছবি

জলদিই!

Norom Manush এর ছবি

চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।