ছবি ব্লগঃ বাংলা নামের দেশ- ২

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: মঙ্গল, ২১/০২/২০১২ - ৩:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

DSC01371

বাংলা নামের দেশটার পুরোটাই ছবির মত। শহর ছাড়িয়ে একটু গেলেই সবুজের বান- বাঁশের ঝাড়, দিগন্ত ছোঁয়া ফসলের ক্ষেত, বন। কোটি কোটি মানুষের চাপেও এত সবুজ বিস্ময় জাগায়, ভালবাসা জাগায়। এই পোস্টের ছবিগুলো অনেক আগের তোলা, তখন হাতে ছিল ছোট এক পকেট ক্যামেরা, তারচেয়েও মূল সমস্যা ছিল ছবি তোলার জানতাম না কিছুই ( এখনো জানি না, তবে শেখার ইচ্ছে আছে) । কিন্তু এই কাঁচা অপটু নিতান্তই শিল্পের বিচারে দুর্বল ছবিগুলোকেই বড় বেশী আপন মনে হয় সবসময়, মনে হয় এইগুলো আমারই এক অংশ।

( বন্ধুরা, কেউ আলোকচিত্র হিসেবে গুনাগুণ বিচার করে হতাশ হয়েন না, কেবল দেশের কথা মনে করে ভালবাসার চোখে উপভোগ করুন এই ফ্রেমবন্দী মুহূর্তগুলো)

চেনা প্রান্তর
DSC04649

স্মৃতি অম্লান
DSC03964

এসেছে নতুন শিশু
DSC04039

রিশকা !
DSC03961

ইতিহাস
DSC02388

পান-সুপারি
DSC01439

বাজার
DSC01374

একেই বলে শুটিং
IMG_2112

জ্ঞানভিক্ষু
IMG_2280

নদীর বাঁকে
P1140442

প্রতিমা
P1120649

জলদাসের গল্প
DSC03914

প্রতিচ্ছবি
DSC03767

ঘড়িয়াল ( বন্দী অবস্থায় তোলা)
DSC04525

সাগর সঙ্গমে
DSC04745

কাণ্ডারি
P1110558

এই মেঘ, রৌদ্র, ছায়া
P1120033

আড্ডা
P1120063

ছায়া
P1120274

শিকারি
P1120404

বাবুইয়ের শিল্প
P1120416

কালাইয়ের রুটি!
P1120479

সুখ
IMG_2306

হেমন্ত
P1120484

পঞ্চগ্রাম
P1120492

নদীর কথা
P1120625

বেদের বহর
P1120633

মনসা পূজারী
P1120634

উমম!
P1120694

হেঁশেল
P1120705

ক্ষৌরকর্ম
P1120765

সবুজ পাহাড়
P1140197

শ্যামলিমা
P1140228

একটি পাতা, দুটি কুড়ি
P1140464

শৃঙ্খলিত প্রমিথিউস
P1140621

দিগন্ত
P1140622

পাখি দেখা
P1140635

জাল
IMG_0988

মোজেস কৈবর্ত
IMG_0989

দেখিবে কিশোর এক
IMG_1014

ঘাটের কথা
IMG_1061

তালগাছ এক পায়ে দাড়িয়ে
IMG_1080

স্থাপত্য
IMG_1169

চে
IMG_2276

জ্ঞানের আখড়া
IMG_1189

দেবতার ভোগ
IMG_1273

কটকটি
IMG_1268

পুন্ড্রনগর
IMG_1288

উৎসুক
IMG_1302

মধুর শৈশব
IMG_1304

ঝালমুড়ি
IMG_1318

শীর্ণ করতোয়া
IMG_1437

অতীতের চিহ্ন
IMG_1448

ঐতিহ্য ধ্বংস
IMG_1486 - Copy

বদর বদর
IMG_1518

সারেং
IMG_1522

মাঝি
IMG_1582

যেখানে নদী এসে থেমে গেছে
IMG_1646

টমটম
IMG_1672 - Copy

পাহাড়ি নদী
IMG_1877

বান্দরবানের জানালা
IMG_1893

বাঁশ বাণিজ্য
IMG_1904 - Copy

স্রোতস্বিনী
IMG_2008

প্রপাত
IMG_2078

উচ্ছল
IMG_2123

নিসর্গ
IMG_2130

সোনার কেল্লা
IMG_2174

বম পরিবার
IMG_2262

জালিকাটা রোদ
IMG_2263

চেনা মুখ
IMG_2266

দৃশ্যপট
IMG_1651

তরুণ কদলী
IMG_2291

কবিতা
DSC01830

রাঙামাটির পথ
IMG_2321

উর্বরতা
IMG_2328

চিম্বুক
IMG_2348

বাংলো
IMG_2419

কর্ণফুলী
IMG_2509

ফয়েজ হ্রদ
DSC01253

পাহাড় ধ্বংস
IMG_2548

ধোঁয়াশাস্নাত চট্টলা
IMG_2553

গন্তব্য- সূর্য
DSC01283

বন্দুকবাজ
IMG_2630

সমুদ্র দর্শন
IMG_2637

ঢাকা
IMG_2676

দীঘি
DSC01285

মুখরতা
DSC01369

সকাল
DSC01464

তারুণ্য
DSC01528

যাত্রা
DSC01911

সিনেমা হল
DSC02029

আমাদের সম্পদ
DSC02128

আমার দেশ
DSC02169

পদ্মার পলিদ্বীপ
DSC01956

অমৃতের সন্ধানে
DSC02221

আদালত
DSC02299

ওলন্দাজ কুঠি
DSC02423

ঈদের ছুটি
DSC02502

অপেক্ষা
DSC01942

সাথী
P1140431


মন্তব্য

আবুল হায়াত শিবলু এর ছবি

রাজশাহীর বেশ কয়েকটা ছবি দেখলাম,নিজের চেনা পরিচিত এলাকার ছবি দেখতে কার না ভাল লাগে ?? অনেক দেশ তো ঘুরেছেন,আমাদের দেশ এর গ্রাম-মানুষ-প্রকৃতির সৌন্দর্যকে কোন কাতারে ফেলবেন ?

তারেক অণু এর ছবি

পয়লা কাতারে ।
বেশী ছবি নাই রাজশাহীর, পরের বার আলাদা ভাবে শুধু ছবিই তুলতে যাব।

রামগরুড় এর ছবি

আমি একবার ট্রাই করে দেখি যায়গা গুলা (স্পেশালি রাজশাহীর) মনে করতে পারি কিনা ---
১. প্রথম ছবি(শিরোনামহীন): নাটোর রাজশাহী রুটের কোনখানে
২. চেনা প্রান্তরঃ রাজশাহী বি.আই.টি'র পেছনের মাঠ, যেটা রেল-লাইন থেকে দেখা যায়
৩. স্মৃতি অম্লানঃ ভদ্রা মোড়
৪. রিশকাঃ অনুর বাড়ির সামনে, নিচতলার গেইটে
৫. জলদাসের গল্পঃ শিরোইল বা ভদ্রা মোড়ের মাছের বাজার (মোস্ট প্রবাবলি ভদ্রা মোড়)
৬. আড্ডাঃ পদ্মা নদী, আই বাঁধ বা টি বাঁধ, (আই বাঁধ হওয়ার পসিবিলিটি বেশি)
৭. পঞ্চগ্রামঃ এইটাও পদ্মা নদীর কাছাকাছি (তালাইমারী মোড়ের পেছনে), যেখানে সাগরদের বাড়ীর পেছন থেকে যাওয়া যায় (তালাইমারী বাজারের পেছন দিকটা না, অন্য দিক) অনেক বছর আগে (৬-৭ বছর আগে) যায়গাটা খুব সুন্দর ছিল, এখন কি অবস্থা জানিনা মন খারাপ
৮. পাখি দেখাঃ পদ্মা নদী, এইটার কাহিনী উদয়ের কাছে শুনেছিলাম (এবং ছবিতে উদয়কেও দেখা যাচ্ছে)
৯. ঘাটের কথাঃ আচ্ছা, এখানে কি আমরা ২০০২ এর দিকে মাছ মারতে গিয়েছিলাম??মেহেরচন্ডী?
১০. দেবতার ভোগঃ মহাস্থান গড়ের কোথাও?
১১. ঐতিহ্য ধ্বংশঃ রাজশাহী কলেজ (শালারা ১৮০ বছরের পুরাতন দালান গুলা ভেঙ্গে ফেললো, যত্তসব)
১২. টমটমঃ এইটা কি রাজশাহীর টমটম?
১৩. সিনেমা হলঃ চিনতে পারতেছিনা
১৪. আমাদের সম্পদঃ এইটাকি উদয়ের হাতের লেখা?
১৫. ওলন্দাজ কুঠিঃ সাহেব বাজার নীলকুঠি
১৪. ঈদের ছুটিঃ রাজশাহী রেল স্টেশন
১৫. অপেক্ষাঃ এইটাও পদ্মা নদী, আই বাঁধ বা টি বাঁধ, (আই বাঁধ হওয়ার পসিবিলিটি বেশি)

ছবিগুলা দেখে নস্টালজিক হয়ে গেলাম, নিচের লিস্টের যায়গাগুলার ছবি যদি থাকে, তাহলে পরের পর্বে দেওয়ার অনুরোধ থাকলো--
১. মেহেরচন্ডী দিঘি
২. রাজশাহী রেশম ভবনের ভিতরে কড়ই গাছ ঘেরা যায়গাটা, যেটার নাম দেওয়া হয়েছিল "শান্তি নিকেতন"
৩. শিরোইলের কাছে একটা পুরান মন্দির আছে সেই যায়গাটা (যায়গাটার নাম আজো জানিনা)

তারেক অণু এর ছবি

হুম্ম,
১ম ছবি ভোলাতে তোলা, যদিও এমন পথ অনেক আছে বাংলাদেশে।
২য় ছবি আমাদের দাদার বাড়ী, নওগাতে
বাকিগুলো প্রায় ঠিক হয়েছে!
তবে পঞ্চগ্রাম পচামাড়িয়া গ্রামে, সিনেমা হলটি উৎসব, ঘাটের কথা মহাদেবপুরে তোলা।
দেশে পরের বার আসি, অনেক জায়গার বেঁছে বেঁছে ছবি তুলব।

ধ্রুব বর্ণন এর ছবি

এর কাছে আপনার কিউবা ফিউবা কিছু না। কিচ্ছু না।

তারেক অণু এর ছবি

হাসি স্বদেশ সবসময়ই সবচেয়ে মায়াময় হয়।

তাপস শর্মা এর ছবি

রাত সাড়ে তিনটার সময় আবার লগইন করালে ভাইডি।

গুরু গুরু

তারেক অণু এর ছবি

লগ আউট কে করতে বলছে চোখ টিপি

তাসনীম এর ছবি

দেশে ফিরলেই মনে হয় সব ভ্রমণের সমাপ্তি, ক্লান্তির অবসান।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

তারেক অণু এর ছবি

সত্য, কিন্তু ভাই আমি দেশে গেলেই বেশী দৌড়ের উপরে থাকি ! পুরাতন দেখা জায়গাগুলো দেখতে ইচ্ছে করে।

sukanta apece3309@gmail.com এর ছবি

দিলেন তো মনটা খারাপ করে এমনিতেই দেশের জন্য মন খারাপ থাকে সবসময়।

তারেক অণু এর ছবি

মন খারাপ থাক বা ভাল, দেশতো আমাদের সাথেই থাকে।

বাছির  এর ছবি

অনু ভাই দেশের কথা মনে করিয়ে দিয়ে কেন কস্ত বারান। সবিগুলু অনেক সুন্দর হইচে।

তারেক অণু এর ছবি
মারুফ জাবের এর ছবি

কটকটি জিনিসটার কথা প্রায় ভুলেই গিয়ে্ছিলাম । ছবিটা দেখে মনে পড়ে গেলো । "সুখ" ছবিটা সবচেয়ে ভালো লেগেছে ।

তারেক অণু এর ছবি

লাল কটকটিটা কিন্তু বেশী মজার !

কুমার. এর ছবি

প্রথম ছবিটা কোথাকার? সিনেমাহল টি কি রাজশাহীর?
সাপ আর পিঠার ছবি পরপর আসছে, কালারও এক।

তারেক অণু এর ছবি

সিনেমা হলটি রাজশাহীতেই ছিল, এখন আর নেই, ভেঙ্গে ফেলা হয়েছে।

প্রথম ছবিটি ভোলাতে, চলন্ত রিকশা থেকে তোলা।

জালিস এর ছবি

কোলাকুলি

তারেক অণু এর ছবি
shafi.m এর ছবি

কোলাকুলি

শাফি।

তারেক অণু এর ছবি
সাকিব এর ছবি

ছবিগুলো চমৎকার, বাংলার সৌন্দর্যকে চমৎকারভাবে ফ্রেম-বন্দী করতে পেরেছেন। গত বেশ কিছুদিন ধরেই অনেককে এই প্রয়াসটা চালাতে দেখছি; কিন্তু কেন জানি এই লাখ টাকার ক্যামেরা আর হাজার বিশেক টাকার ভ্রমণ বাজেটে করা ছবিগুলো খুব একটা আকর্ষণ করছেনা, কেন জানি এই হাই রেজুলেশনের দেশটাকে খুব একটা আপন মনে হচ্ছেনা আমার কাছে!! দয়া করে অন্যভাবে নিবেন না; ভাষার মাসে হঠাৎ পেয়ে বসা দেশপ্রেমের ভাবালুতায় এই মন্তব্য করে ফেলেছি। শুভ কামনা রইল

তারেক অণু এর ছবি
চরম উদাস এর ছবি

গুরু গুরু

তারেক অণু এর ছবি

কাৎ হবেন না দাদা, রস গড়িয়ে পড়বে।

সত্যপীর এর ছবি

ওলন্দাজ কুঠিটা কোন জায়গায় অণু ভাই?

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি

রাজশাহীতে, পদ্মার পাড়ে। রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের প্রথম দিকের প্রশাসন ভবন ছিল যতদূর মনে পড়ে, এখনো বিশ্ব বিদ্যালয়ের সম্পত্তি, বড় কুঠি নামে পরিচিত।

কাজি মামুন (অতিথি লেখক) এর ছবি

আগের পর্বের ছবিগুলোও ভাল লেগেছিল। এবারেরগুলোও অসাধারণ। সবচেয়ে লক্ষণীয় বিষয় হল, আপনার ক্যাপশনগুলো ছবিগুলোকে অন্য মাত্রা দেয়, অনন্য করে তোলে। সব ছবিই ভাল লেগেছে। তবে 'মোজেস কৈবর্ত', 'বান্দরবানের জানালা', 'সমুদ্র দর্শন', তেল পিঠার 'উমম', 'শৃঙ্খলিত প্রমিথিউস' আমার চোখে এই পর্বের সেরা ছবির তালিকায় ঠাঁই পাবে।
ধন্যবাদ তারেক ভাই। একুশের শুভেচ্ছা।

তারেক অণু এর ছবি

অনেক অনেক শুভেচ্ছা।

রাসেল আশরাফ এর ছবি

ছবিগুলো দেখে বুকটা মোচড় দিয়ে উঠলো। বিশেষ করে রাজশাহীর গুলো। আমাদের সময়ের উৎসব(নানার আমলের কল্পনা) সিনেমা হলটা আর নাই ভেঙ্গে ফেলা হয়েছে। মন খারাপ
===========
অফট পিকঃ পাখি দেখার ছবিটাতে কী উদয় স্যার আছে? হাসি

তারেক অণু এর ছবি

হুমম, শুনেছিলাম উৎসব ভেঙ্গে ফেলা হয়েছে, হায়রে উন্নয়নের জোয়ার।

উদয়তো থাকবেই !

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

অণু ভাই, ‍কি আর কমু?
[কিস্যু আর কওনের নাই! তারেকঅণু!]
চলুক চলুক চলুক

তারেক অণু এর ছবি

কইয়া ফ্যালান।

সুহান রিজওয়ান এর ছবি

মোজেস কৈবর্ত, কবিতা, সুখ, অপেক্ষা- ছবিগুলো সত্যি অনেক ভালো লাগলো ঘণুদা।

তারেক অণু এর ছবি
রু (অতিথি)  এর ছবি

ভয়াবহ সুন্দর! এই যাত্রায় বিনা নোটিশে ঘড়িয়ালের ছবি দেওয়ার শাস্তি মউকুফ করা হোল।

তারেক অণু এর ছবি

আর নাই বললেই চলে দেশে, তাই চিড়িয়াখানারটা দিতে বাধ্য হলাম।

নিঃসঙ্গ অভিযাত্রিক এর ছবি

হাততালি হাততালি হাততালি হাততালি হাততালি হাততালি

তারেক অণু এর ছবি
পরিবর্তনশীল এর ছবি

দুর্দান্ত!

আর কিচ্ছু বলার নাই।

তারেক অণু এর ছবি

শুভেচ্ছা

নিটোল এর ছবি

হাততালি

_________________
[খোমাখাতা]

তারেক অণু এর ছবি
জনৈক এর ছবি

প্রথম পর্ব এসেছিলো ১৬ই ডিসেম্বর, এবারেরটা ২১ শে ফেব্রুয়ারি। ভালই তো মিল রেখে সাজিয়েছেন হাসি

তারেক অণু এর ছবি

ধন্যবাদ খেয়াল করার জন্য।

ধূসর জলছবি এর ছবি

হাসি হাসি হাসি

তারেক অণু এর ছবি
নিঃসঙ্গ পৃথিবী এর ছবি

চলুক

তারেক অণু এর ছবি
তানিম এহসান এর ছবি

আ-মা-র বাংলাদেশ ..

খুব খুব পছন্দের একটা গান .. http://www.youtube.com/watch?v=-Pd0_IzmRvk

তারেক অণু এর ছবি

আমারও!

প্রৌঢ় ভাবনা এর ছবি

দারুণ দারুণ সব ছবি। ছবি পরিচিতি কই ? টিনের বাড়ির ছবি দিয়ে বলছেন বাজার ? এটা কি সাহেব বাজার ?

তারেক অণু এর ছবি

ভোলা সদরের বাজার।
পরিচিতি দিতে গেলে বেশী বড় হয়ে যেত, ১০০ ছবি আছে।

কায়সার এর ছবি

চলুক হাততালি গুরু গুরু

তারেক অণু এর ছবি
প্রদীপ্তময় সাহা এর ছবি

একটা গোটা দেশ যেন চোখের সামনে ভেসে উঠল ।

হাততালি

তারেক অণু এর ছবি

ধন্যবাদ।

অরফিয়াস এর ছবি

দারুন হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি
guest_writter এর ছবি

অণু, কিছু বলার ভাষা নেই। তাই গুরু গুরু

দীপাবলি।

তারেক অণু এর ছবি

শুভেচ্ছা

সৃষ্টিছাড়া  এর ছবি

দেশের ছবি দেখে চোখ ভেসে যায় জলে..মন কেমন কেমন করে...আপনাকে কেমনে এত্তগুলা আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- দিব, সবাই তো দিল জায়গা আসছে তো নেয়ার ?

তারেক অণু এর ছবি

আছে আছে, ধইন্যা আমার পছন্দের জিনিস !

ঝরাপাতা এর ছবি

ব্যাপক ! ! !
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি........


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

তারেক অণু এর ছবি

শুভেচ্ছা

ধুসর গোধূলি এর ছবি

ঢাকা-সিলেট মহাসড়কের একটা অংশের দুই দিকে অনেক গাছ ছিলো আগে। রাস্তার এক পাশের গাছের ডালগুলো উপর থেকে সীমানা ডিঙ্গিয়ে অপর পাশের গাছের ডালগুলোকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখতো। গোটা রাস্তার উপরেই ছিলো সবুজ ছাউনি। গাড়ি করে কিংবা বাসে করে দুপুরের কড়া রোদের মধ্যেও বাড়ি ফেরার সময়ে সড়কের ঐ অংশটাতে ঢুকলেই একটা প্রশান্তি ছড়িয়ে পড়তো মনে, চোখে, শরীরে। ঠিক আপনার একেবারে শুরুর ছবিটার মতোন।

গ্রামে বড় হয়েছি বলে প্রতিটা ঋতুর স্বতন্ত্ররূপ চোখে পড়েছে বেশ ভালো করেই। ক্যামেরা ছিলোনা বলে ধরে রাখতে পারিনি। যখন ক্যামেরা হওয়ার সময় হয়েছে, ততোদিনে আমি নিজেই পগারপাড় হয়ে গেছি কিংবা নির্বাসিত হয়ে গেছে ঋতুর সেই রূপগুলোই!

তারেক অণু এর ছবি

আসলেই, এমন কিছু স্নিগ্ধ রাস্তার সাথে পরিচয় ছিল আগে, রাজশাহী- নওগাঁ মহাসড়কটিও এমন সবুজ আচ্ছাদিত ছিল কিছুদিন আগেও।

সজল এর ছবি

ছবিগুলো দারুণ! অপেক্ষাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

তারেক অণু এর ছবি
পরী  এর ছবি

আমি রাজশাহীর মেয়ে নই কিন্তু কালাই-এর রুটির অসম্ভব ভক্ত। এখনও বাসায় বানিয়ে খাই সাথে ঝাল করে বানানো লাল মরিচের ভর্তা। কটকটি পাওয়া যায় সবাখানেই। মেলাতে ঘুরতে গেলে এটা আমার খেতেই হবে। সবগুলা ছবি খুবই ভালো লেগেছে। আরও অনেক ছবি চাই আমাদের এই সুন্দর দেশটাকে নিয়ে। চলুক

তারেক অণু এর ছবি

কালাই-এর রুটি কিন্তু চাঁপাই নবাবগঞ্জের ! এই ছবিটিও চাঁপাইতে তোলা।

বিবর্ণ এর ছবি

দাদা সন্দ্বীপ নামের ছোট্ট দ্বীপের যদি একখান ছবি দিতেন বহুত আরাম লাগত.
ধন্যবাদ।

তারেক অণু এর ছবি

আসিতেছে। এবার ভোলার ছবি কিন্তু কয়েকটা ছিল।

উচ্ছলা এর ছবি
তারেক অণু এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।