ছবি ব্লগঃ বাংলা নামের দেশ- ১

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: বিষ্যুদ, ১৫/১২/২০১১ - ১০:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

P1200515

নওগাঁ জেলার বাদলগাছী থানার গোবরচাঁপা হাট নামের এক গ্রাম্য হাঁটের মধ্য দিয়ে ভ্যান গাড়ীতে চড়ে মা, আমি, বড়ভাই অপু ফিরছি রাজশাহীর উদ্দেশ্যে কাছের ভয়ালপুর নামের এক সত্যিকারের অজপাড়াগাঁ থেকে, যেখানে আজ পর্যন্ত বৈদ্যুতিক আলো জ্বলে না, সেখানে আমার দাদাবাড়ী। এমন জায়গায় শহুরে মানুষ গেলে ভিড় করে দেখতে আসত তখনো, মিষ্টির দোকান থেকে একজন হাঁক দিল, কেডা গো ? ভ্যানচালক উত্তর দিলেন- ইব্রাহীমের বৌ আর ব্যাটারা। ইব্রাহীম আলী দেওয়ান, আমার বাবার পুরো নাম। শুনেই ময়রা ভ্যান থামাতে বলে, দৌড়ে এসে বড় এক প্যাকেট মিষ্টি মায়ের হাতে দিয়ে, সালাম করে, দাম না নিয়েই চলে গেল।

কি ব্যাপার, উত্তরে ভ্যান চালক জানালেন- আপনের বাপের বড় ভক্ত, ইব্রাহীম এই এলাকার জন্য যত কিছু করিছে। কি করেছে , আমি তো জানতাম শিক্ষা বিস্তারের জন্য স্কুল, কলেজ, সেই সাথে বৃক্ষরোপণ কর্মসূচি। সে একগাল হেসে বলল, আইন্যের বাবা যুদ্ধত একাই স্বাধীন করিছে! মা ভেঙ্গে বললেন, বাবার পরিচয় স্থানীয়দের কাছে ১৯৭১ এর বীর মুক্তিযোদ্ধা।

পড়ালেখার জন্য আমি পাড়ি দিলাম ভিনদেশে, বাবাও পাড়ি দিলেন না ফেরার দেশে চিরতরে। বাবার মৃত্যুদিন আমি ভুলে থাকার চেষ্টা করি, কিন্তু ডিসেম্বর মাস এলে বাবার কথা, বাংলা নামের দেশটা স্বাধীন করার পেছনে তার মত লক্ষ মুক্তিপাগল দেশপ্রেমী জনতার কথার সাথে সাথে বেলাভূমিতে আছড়ে পড়া তরঙ্গের মত ক্ষণে ক্ষণে এসে মনের পর্দায় ভেসে ওঠে।

বাবা ধর্মভীরু হয়ত ছিলেন না, মাঝে মাঝে নামাজ আদায় করতেন, তবে সবসময় রোজা, যাকাত আর এলাকার দুস্থদের কোরবানির দিতে সহায়তার পিছনে তার কড়া নজর ছিল। কিন্তু শৈশবের কোন স্মৃতিতে তাকে আমরা মসজিদে দেখেছি বলে মনে করতে পারি না, এই নিয়ে প্রশ্ন করলে অনেক পরে দুঃখ ভরা কণ্ঠে বলতেন, তোমরা কি জানো আমার দেশের কিছু মানুষ ক্ষমার অযোগ্য কাজ করে পাকিস্তানের কাছে আত্মা বিকিয়ে দিয়েছিল, আজ তারা ছদ্মবেশে আমাদের সমাজে সর্বত্র বিরাজমান, আমি মসজিদে যায় না, কারণ আমি চাইনা ভুলেও কোন অজ্ঞাত রাজাকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি উপাসনা করি!

বাবার কথায় দুটি জিনিস পেতাম তখন- রাজাকারদের জন্য ঘৃণা আর দেশের জন্য প্রেম। কাঁচাহাতে তোলা বাংলাদেশের এই ছবিগুলোর দিকে তাকালে আমিও এই দুটি জিনিস অনুভব করি---

স্বর্গ

IMG_2409 - Copy

সংগ্রাম

DSC01827

উল্লাস

IMG_2314 - Copy

ভবিষ্যৎ

P1140452

ময়ূরপঙ্খী নাও

P1140644

দক্ষিণের সূর্যাস্ত

DSC01407

গ্রামবাংলা

DSC01303

মা

DSC01763

বেলা শেষে

DSC01801

অতীত- বর্তমান

DSC02076

গঞ্জ

DSC01427

আলোকের ঝর্ণাধারা

DSC01917

প্রতিদিন

DSC01456

নির্বিষ

P1120630

সিন্দবাদ

P1120736

নির্জনে

P1140015

একটি শীতের সকাল

DSC01932

সবুজ সুন্দর

P1140270

মোরা একটি ফুলকে বাঁচাব বলে-

P1140420

উল্লুক

P1140357

হেরাক্লেস

P1140179

শস্য

DSC01978

নীরবতা

IMG_0882

স্কুলের পথে

IMG_0925

পালঙ্ক

IMG_0942

চর

DSC01980

টস টস

IMG_0936

আদর

IMG_0959

আদিগন্ত

IMG_0961

পদ্ম পাতায় প্রসাদ

IMG_0098

গতি

IMG_0849

জীবিকার ফাঁদ

IMG_0840

উপাসনালয়

IMG_0086

মরূদ্যান

IMG_1092

জীবনানন্দের জগৎ

IMG_1072

পারাপার

DSC01989

শ্রম

IMG_1020

নিক্ষেপ

IMG_1002

একদা

IMG_1149 - Copy

সাঝের মায়া

IMG_1100

বিস্মৃতি

IMG_1147 - Copy

বৃক্ষদেবতা

IMG_1271 - Copy

দৃশ্যপট

IMG_1418

জ্ঞানতীর্থ

IMG_1187 - Copy

উচ্ছলা

IMG_2073 - Copy

আবাস

IMG_1869 - Copy

তক্ষক

IMG_1980 - Copy

তাজমহল !

IMG_1787

হাসি

IMG_1832

ঐতিহ্য

IMG_1760

উদয়

IMG_1695

নবাব বাড়ী

IMG_1479

হিমছড়ির পথে

DSC04761

আলাপ

IMG_2274 - Copy

ইলিশ

DSC03954

কালের সাক্ষী

P1200528

দ্বি-প্রহর

P1120068

ধূসর গর্জন

P1200454

জমির মালিক

P1120216

কিষাণ

P1120303

শামখোল

P1120505

পাল

100_9396

মন্দির

DSC02382

আগ্নেয়গিরি

100_9440

নিষিদ্ধপুরী

P1120212

যাত্রা

P1110549

বিশ্রাম

100_9386

আড়াল

DSC02418

বিদ্যালয়

P1200526

কৌতূহল

IMG_2294 - Copy

চিরচেনা

DSC04655

ভাটিয়ালী

DSC02419

শিল্পকলা

IMG_2226 - Copy

বাজারের পথে

IMG_2086 - Copy

ঐ দূর পাহাড়ে

IMG_2084 - Copy

পানাম নগরে

IMG_1723

শীতের পদ্মা

DSC02433

বাংলাদেশ

IMG_0922

শিকড়

DSC01319

পাহাড়ে

IMG_1857 - Copy

ফ্রেমবন্দী

IMG_1422

বুদ্ধের ছোঁয়া

IMG_1398 - Copy

ইতিহাসের দেয়াল

IMG_1429

যাদের জন্য সবকিছু

IMG_2527 - Copy


মন্তব্য

তারাপ কোয়াস এর ছবি

অপূর্ব!!


love the life you live. live the life you love.

তারেক অণু এর ছবি

ধন্যবাদ।

চরম উদাস এর ছবি

চলুক

তারেক অণু এর ছবি
রু (অতিথি) এর ছবি

যারা ভাবত আপনি নিজের দেশ ঘুরে দেখেন নাই, তাদের এক হাত দেখে নিলেন আর কি। অপূর্ব সব ছবি। খুব সুন্দর। ছোট লেখাটাও খুব সুন্দর। আপনার পরিবারের সবাইকে সালাম জানাই।

তারেক অণু এর ছবি

ধন্যবাদ। না না, এখানে দেখা-দেখির কিছু নাই, কেবলই উপভোগের ব্যাপার।

অতিথি অতীত এর ছবি

অণু ভাই,
আর কিছু না, আপনাকে স্বচক্ষে একবার দেখতে পারলেও জীবন অনেকটা সার্থক মনে করবো, আপনাকে জানাই সশ্রদ্ধ কুর্নিশ গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

(অফটপিকঃ আপনার দেশের বাড়ী রাজশাহী নাকি???)

-অতীত

তারেক অণু এর ছবি

দেখা হবেই। হ্যাঁ রে ভাই, পদ্মার তীরেই জীবনের প্রায় সবটুকু কাটিয়েছি।

অতিথি অতীত এর ছবি

জোশ!!!!!! গুরু, আমিও পদ্মার কোলে জন্মানো। আর, হ্যা, দেখা হবেই হবে; আপনার কথা আগে জানলে স্কুলের পরীক্ষার খাতায় বসাই দিতাম আদর্শ মানুষের তালিকায়... হাসি তাইলে বাংলায় জীবন-মরণ সমস্যা হইতো না পাশ করতে ইয়ে, মানে...

-অতীত

তারেক অণু এর ছবি
রুমঝুম ১ এর ছবি

অসাধারণ...পরের পর্বের প্রত্যাশায়...

তারেক অণু এর ছবি

আসিতেছে---

অন্যকেউ এর ছবি

'আলোকের ঝর্ণাধারা' ছবিটা চোখে লেগে রইলো।

অসাধারণ সব ছবির ব্লগ।

চলুক চলুক

_____________________________________________________________________

বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।

তারেক অণু এর ছবি
আশরাফুল কবীর এর ছবি

বাঘের বাচ্চা এক কথায় বলতে পারি অসাধারন! বাঘের বাচ্চা

তারেক অণু এর ছবি
যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ভদ্রার মোড়ে 'স্মৃতি অম্লান'-এর পৃথিবীর গায়ে বাংলাদেশের মানচিত্র দেখেই লাফাইতে লাফাইতে পোস্টে ঢুকেছি। কিন্তু আপনি তো পুরা লগ-ইন করাতে বাধ্য করলেন! বাংলাদেশ যে কত্ত সুন্দর!! আর এই দেশের মানুষ যে আরও কত সুন্দর!!! চাচার জন্যে শ্রদ্ধা। ছবিগুলো অসাধারণ হয়েছে, নামকরণও। কিন্তু লেখাটা হয়েছে ছুঁয়ে যাওয়া অসামান্য।

অটঃ তক্ষকটা একটু ইয়ে... বুই বুই লাগে... মন খারাপ আর আপ্নের কিন্তু আসলেই গিরিগিটি প্রীতি আছে বললাম! দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

তারেক অণু এর ছবি

আরে ভাই, জীবনের প্রথম তক্ষক দেখলাম বান্দরবানের হোটেল, বিশালদেহী সরীসৃপ দেখে তো বন্ধু দিল এক চিক্কুর!
দেশের কত সুন্দর জায়গায় গেছি, কিন্তু ছবি নাই ! দেখি খুজে পেতে কিছু পাই কিনা!

তারেক অণু এর ছবি

আপনাদের উদয় দা, আমার মানিকজোড় বন্ধু, স্কুলে থাকতে একবার আমাদের বাড়ীতে হেঁটে হেঁটে হাজির, কি ব্যাপার ! না, সে এসেছে মুক্তিযোদ্ধা দেখতে ! আমার সাথে পাত্তা না দিয়ে বাবার সাথেই বিকেল কাটালো।

তাপস শর্মা এর ছবি

গুরু গুরু

বাঙলার মুখ দেখব, দেখতে চাই..................

তারেক অণু এর ছবি
salim এর ছবি

চলুক

তারেক অণু এর ছবি
তানজিম এর ছবি

অণু ভাই...মহান বিজয় দিবসের শুভেচ্ছা। এমন দিনে এই পোস্ট হৃদয়ে দোলা দিয়ে গেল। আমাদের এই সবুজ দেশ যেন হয় চিরজীবী।

তারেক অণু এর ছবি

মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

স্বাধীন এর ছবি

মুগ্ধকর গুরু গুরু

তারেক অণু এর ছবি
মুস্তাফিজ এর ছবি

আপনার বাবা মুক্তিযোদ্ধা ইব্রাহীম আলী দেওয়ানকে আমার স্যালুট। না ফেরা দেশে ভালো থাকুন উনি।

...........................
Every Picture Tells a Story

তারেক অণু এর ছবি

ধন্যবাদ।

Guest_Writer নীলকমলিনী এর ছবি

আপনার বাবার প্রতি শ্রদ্ধা। লেখা আর ছবি ভাল লাগলো অনেক।শুভ বিজয় দিবস।

তারেক অণু এর ছবি

মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

উচ্ছলা এর ছবি

কত সাধারন, তবুও কত অসাধারন!
চোখজুড়ানো সব ছবির জন্য অণুকে উপহার :

তারেক অণু এর ছবি

মহান বিজয় দিবসের শুভেচ্ছা, ও অনেক অনেক ধন্যবাদ।

চিলতে রোদ এর ছবি

গানটা শুনে চোখে পানি আসলো কেন? আমরা কি বেশি আবেগপ্রবন...নাকি এটাই স্বাভাবিক? চিন্তিত

উচ্ছলা এর ছবি

এটাই স্বাভাবিক। সুন্দর-চীর সবুজ-সরল-গরীব-অভাগা এই দেশটাকে বিন্দুমাত্র ভালবাসলে মাঝে মাঝে চোখে পানি চলে আসে।

তারেক অণু এর ছবি
তৃষা এর ছবি

আপনার বাবার জন্য হাজার সালাম। ছবিগুলোর কনসেপ্ট অনেক ভাল!! হাসি

তারেক অণু এর ছবি

ধন্যবাদ।

আউটসাইডার এর ছবি

অনেকক্ষণ অনেকক্ষণ অনেকক্ষণ অনেকক্ষণধরে দেখলাম ছবিগুলো। কোথাও হারিয়ে গেছিলাম মনে হচ্ছিল। ভাল থাকুন।

তারেক অণু এর ছবি
প্রৌঢ় ভাবনা এর ছবি

বছর দুয়েক আগে নওগাঁ জেলার একটি গ্রাম, 'কুন্দনা'য় গিয়েছিলাম। সেখানেও তখনও বিদ্যুতের সংযোগ পৌঁছেনি। বদলগাছি বাজার থেকে গাড়ীর পেট্রোল কিনেছিলাম, পাহাড়পুর যাবার পথে।
আপনার বাবার প্রতি রইল শ্রদ্ধা, আর পুরো পরিবারের প্রতি শুভেচ্ছা।
আর পোস্টে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

তারেক অণু এর ছবি

পাহাড়পুর তো দাদাবাড়ীর খুব কাছে, আমরা গরুর গাড়ীতেও গেছি একসময়।

মেঘা এর ছবি

মহান বিজয় দিবসের শুভেচ্ছা অণু ভাই। বাবার জন্য অনেক অনেক শ্রদ্ধা। আর এই ছবিগুলোকে কোন অবস্থাতেই কাঁচা হাতের তোলা বলা যাবে না। মায়া আর ভালোবাসায় মাথা একটি নাম 'বাংলাদেশ'।

তারেক অণু এর ছবি

অনেক আগে তোলা, ক্যামেরা নাই, ফোকাস নাই, কেবল স্মৃতি রাখার জন্য তোলা।

nabil এর ছবি

মামা...অনেক ভালো লাগলো ছবি গুলো দেখে...সবগুলো দেখেই লাগে... মনে হয় একটুকরা আমি ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়... চালিয়ে যাও.. সাউথ আমেরিকা ট্রিপের জন্য শুভ কামনা রইলো...পারলে এখানে ঘুরে যেও

তারেক অণু এর ছবি

যাব যাব, আর বছর খানেক যাক, ঠিক চলে আসব।

রাজিব মোস্তাফিজ এর ছবি

চোখ টলমল

----------------------------------------------------------------------------
একশজন খাঁটি মানুষ দিয়ে একটা দেশ পাল্টে দেয়া যায়।তাই কখনো বিখ্যাত হওয়ার চেষ্টা করতে হয় না--চেষ্টা করতে হয় খাঁটি হওয়ার!!

তারেক অণু এর ছবি
তদানিন্তন পাঁঠা এর ছবি

আরে ভাই, আপ্নে বাংলাদেশেও আইছিলেন? কইবেন না মিয়া আগে। মন খারাপ

একটা কথা শুনেছিলাম কই যেন। যে সন্তানের পরিচয়-এ বাবার পরিচয় দেয়া হয় তিনিই সফল বাবা। কিন্তু ভাই আপনার জন্য আমার দুঃখ যে আপনি কোনদিনই আপনার বাবার কাজকে ছাপিয়ে যেতে পারবেন না।

মাঝে মাঝে মনে হয় আমরা যে বলি উনাদের শ্রদ্ধা করি, সেই যোগ্যতাটাও আসলে আছে নাকি আমাদের।

আর ছবি গুলো বেশ।

তারেক অণু এর ছবি

না, কোনভাবেই না, কেউ কোনদিন ১৯৭১এর মুক্তিযোদ্ধাদের সমান হতে পারবে না, বেঁচে থাকা অনেক মুক্তিযোদ্ধাও সেই সময়ের মত ত্যাগী আর মহৎ হতে পারবে না।

পাজানি পথিক এর ছবি

অবর্ননীয় সুন্দর হয়েছে সবকয়টি ছবি অনু ভাই..একেবার হারিয়ে গেলাম..আপনার বাবার জন্য অনেক অনেক শ্রদ্ধা রইলো..বিজয় দিবসের শুভেচ্ছা..

http://youtu.be/Pk4OgSpgqoE

তারেক অণু এর ছবি

অনেক শুভেচ্ছা আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সেলিম রহমান এর ছবি

চমৎকার ছবি এবং লেখা...।

তারেক অণু এর ছবি
 মর্ত্যমানবী এর ছবি

হাততালি অনবদ্য একটা পোস্ট।

হাসি, বৃক্ষদেবতা, নিক্ষেপ, হেরাক্লেস, নীরবতা, আদর, উল্লাস - এই ছবিগুলো ভীষণ কাড়লো।
গ্রামবাংলা, শিকড়, শস্য, মরুদ্যান, চিরচেনা ছবিগুলোতে যেন দাদুবাড়ি ফিরে গেলাম।
ময়ূরপংখী কখনও দেখিনি।
সোনার বাংলার কত রূপই তো এখনো ঘোমটা আড়াল উল্টে দেখা হলো না!

বিজয় দিবসের শুভেচ্ছা।

তারেক অণু এর ছবি

বিজয় দিবসের শুভেচ্ছা।
ময়ূরপংখী মাত্র একবারই দেখেছিলাম !

তারানা_শব্দ এর ছবি

সবগুলো ক্যাপশন পড়ার জন্য ছবিগুলো দেখলাম। এতো ভালো লাগলো। দারুণ।

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

তারেক অণু এর ছবি

ধন্যবাদ, বিজয় দিবসের শুভেচ্ছা।

জাদুকর এর ছবি

ছবিগুলো অসাধারণ লেগেছে। কিছু কিছু ছবি ও তাদের নাম দেখে মনে হচ্ছিলো আমি বাংলাদেশেই চলে গেছি।

তারেক অণু এর ছবি

বাংলাদেশেই আছি আমরা, সবসময়।

তানভীর এর ছবি

চলুক

তারেক অণু এর ছবি
পাঠক এর ছবি

সিভিয়ার হইছে।

-মেফিস্টো

তারেক অণু এর ছবি

বিজয় দিবসের শুভেচ্ছা।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বাংলাদেশের উপর একটা ছবির ই-বই করা দরকার।

তারেক অণু এর ছবি

খুব ভাল প্রস্তাব!

অপরজন এর ছবি

জমিটা ভরাট হয়ে ওই জলাধারটুকুতে বাড়ী উঠলে জমির মালিক কোথায় যাবে?

আপনার ছবিগুলো দেখে খুব ভালো লাগল

তারেক অণু এর ছবি

তাই তো ! নকল মালিকদের সেটা বোঝা উচিৎ!

শ্যামল এর ছবি

যত যাই দেখি, বাংলাদেশের কোন তুলনা হয়না, তাইনা?
বুকে মোচড় দিয়ে উঠল, মনে হল কালই দেশ থেকে ঘুরে আসি। কিন্তু উপায় নাই। এইটা আমার চোখে আপনার সেরা কালেকশন।
আমার মা কে এই সকাল বেলাতে মনে করিয়ে দেয়ার জন্য শুভেচ্ছা জানবেন।

তারেক অণু এর ছবি

বিজয় দিবসের শুভেচ্ছা।

তিথীডোর এর ছবি

'আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই.....'

এটা একটা প্রভুখণ্ড পোস্ট অণুদা। বাঘের বাচ্চা
আপনার বাবার জন্য শ্রদ্ধা রইলো।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তারেক অণু এর ছবি

বিজয় দিবসের শুভেচ্ছা।

রাসেল আশরাফ এর ছবি

স্মৃতি অম্লানের ছবিটা দেখে পোস্টে ঢুকলাম পুরা পোস্ট পড়ে আপ্লুত হলাম।

========
অফটপিকঃ শুধু রাজশাহীর ছবি দিয়ে একটা পোস্ট দিয়ো।

তারেক অণু এর ছবি

ভাল কথা বলেছেন, আমার শহর, এমন কোন শিরোনামে ! সব বিভাগ নিয়েও আস্তে আস্তে করা যায় !

রোমেল চৌধুরী এর ছবি

তারেক অণুর ছবির দেশে ভ্রমণের পর অজান্তেই বলে উঠলাম,

বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ
খুঁজিতে যাই না আর : অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে
চেয়ে দেখি ছাতার মতন বড়ো পাতাটির নিচে বসে আছে
ভোরের দোয়েলপাখি — চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ
জাম — বট — কাঠালের — হিজলের — অশখের করে আছে চুপ;
ফণীমনসার ঝোপে শটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে;
মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে
এমনই হিজল — বট — তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ

দেখেছিল; বেহুলার একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে –
কৃষ্ণা দ্বাদশীর জোৎস্না যখন মরিয়া গেছে নদীর চরায় –
সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল, হায়,
শ্যামার নরম গান শুনেছিলো — একদিন অমরায় গিয়ে
ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিলো ইন্দ্রের সভায়
বাংলার নদী মাঠ ভাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিলো পায়।
(জীবনানন্দ দাশ, 'বাংলার মুখ আমি দেখিয়াছি')

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তারেক অণু এর ছবি

বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ
খুঁজিতে যাই না আর :
আহ, সবচেয়ে প্রিয় কবিতাগুলোর একটা। আপনে কই ভাই এখন!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ও, আপনি তাহলে বাংলাদেশেও এসেছিলেন? চোখ টিপি

______________________________________
পথই আমার পথের আড়াল

তারেক অণু এর ছবি

হ, একধিক বার ! চোখ টিপি

নিশা এর ছবি

অনুদা, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক দিন বাদে যেন দেশ দেখলাম। অসাধারন।

তারেক অণু এর ছবি
Pশুভ্র এর ছবি

ছবিগুলো অনেক সুন্দর।এদের মধ্যে "জমির মালিক" ছবিটা অসাধারণ লাগলো। গুরু গুরু

তারেক অণু এর ছবি

ফোন করতে পারেন !

দ্রোহী এর ছবি

তারেক অণুরে মাইরা কাইটা কুইটা খায়া ফালাইতে হবে। দেঁতো হাসি

তারেক অণু এর ছবি

খুব টেস্টি হবে বলে মনে হয় না !

চরম উদাস এর ছবি

তিনটা ভাগা দিয়েন। এক ভাগ আপনে রেখে, এক ভাগ সচলদের মধ্যে বিলায়ে দিয়েন, বাকিটা গরিব দুঃখীদের মধ্যে বিলায়ে দিয়েন।

তারেক অণু এর ছবি
অন্যকেউ এর ছবি

উত্তম জাঝা! উত্তম জাঝা! খাইছে

_____________________________________________________________________

বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।

ইশতিয়াক রউফ এর ছবি

অদ্ভুত, অসামান্য, ভাষাতীত। অনেক ছবি-ব্লগ দেখেছি... এইটা তালিকার উপরে উঠে গেল এক লাফে।

তারেক অণু এর ছবি

খাঁটি আবেগে মোড়া মন্তব্যটি ভাল লাগল, কিন্তু এত প্রশংসার যোগ্য নয় এই পুরনো ছবিগুলো, কেবলমাত্র আপনি মায়া নিয়ে দেখেছেন বলেই এমনটা মনে হয়েছে, ধন্যবাদ।

অমিতাভ এর ছবি

ধন্যবাদ।

তারেক অণু এর ছবি

শুভেচ্ছা।

সাফি এর ছবি

অণু ভাই, আপনার বাবা মুক্তিযোদ্ধা ইব্রাহীম আলী দেওয়ানকে আমার সহস্র সালাম জানাই। শ্রদ্ধা বাবার কাছে নিশ্চয়ই অনেক গল্প শুনেছেন মুক্তিযুদ্ধের, সময় করে কি লিখবেন আমাদের জন্য?

আর বাংলাদেশ বেড়াইলেন কবে? খাইছে

তারেক অণু এর ছবি

যুদ্ধের গল্প আসলে বাবা আমাদের সাথে করতেন না বললেই চলে, হয়ত বেশী ছোট ছিলাম ভেবে সেই রূঢ় ইতিহাস তখনই জানাতেন চান নি, ছিটেফোঁটা কিছু শুনেছি তার সহযোদ্ধাদের সাথে আড্ডায় আড়ি পেতে।

সুহান রিজওয়ান এর ছবি

খুব খুব স্নিগ্ধ আর সুন্দর !! আপনি এই ছবি নিয়ে একটা সিরিজ করুন ভাইয়া।...

আর লিখবেন আপনার বাবাকে নিয়েও, তাদের কথা ছড়িয়ে দিতে হবে আপনাদেরই।

তারেক অণু এর ছবি

সিরিজ করতে চাইলে এখনকার ক্যামেরা নিয়ে আগে এবার দেশ যেতে হবে। দাঁড়ান, আসিতেছি---

নীড় সন্ধানী এর ছবি

কোনটা রেখে কোনটার কথা বলি.......তবে একটা ছবির ক্যাপশান শুদ্ধ করে দিতে পারেন- 'শিল্পকমলা ' হো হো হো

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তারেক অণু এর ছবি
মৃত্যুময় ঈষৎ এর ছবি

আমার আবহমান মুগ্ধকর বাংলা!!! চলুক চলুক খুব সুন্দর দাদা।


_____________________
Give Her Freedom!

তারেক অণু এর ছবি

কই ছিলেন গো ঈষৎ দা এতদিন!

বিবৃতি এর ছবি

খুব সুন্দর|

তারেক অণু এর ছবি
ত্রিমাত্রিক কবি এর ছবি

চলুক

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তারেক অণু এর ছবি
দুর্দান্ত এর ছবি

সুন্দর।

তারেক অণু এর ছবি
guest_writter এর ছবি

অনু, আমার খুব ইচ্ছা ছিলো পুরো বাংলাদেশটা একবার ঘুরে দেখার। আপনার ছবিগুলো দেখে আবার সেই ইচ্ছেটা মনের মধ্যে উঁকি দিচ্ছে।
অসাধারন সুন্দর ছবিগুলো।

দীপাবলি

তারেক অণু এর ছবি

আমন্ত্রণ রয়ল, অবশ্যই আসবেন!

দ্যা রিডার এর ছবি

অসাধারন ...। চলুক

তারেক অণু এর ছবি
কাশফুল এর ছবি

অপূর্ব। চলুক
আর এই প্রথম আপনার পোস্টে ঢুকে একটুও হিংসা লাগল না। দেঁতো হাসি

তারেক অণু এর ছবি

চোখ টিপি দাঁড়ান এমন তাহলে আরো দিতে হয় !

জিজ্ঞাসু এর ছবি

ছবি তোলা ও নামকরণের ক্ষেত্রে দক্ষতা স্পষ্ট। খুব সুন্দর পোস্ট। ধন্যবাদ।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

তারেক অণু এর ছবি

অনেক অনেক শুভেচ্ছা !

ডাইনোসর এর ছবি

শেকড়কে ভোলা যায়না।

তারেক অণু এর ছবি

যায় না।

আমি শিপলু এর ছবি

উত্তম জাঝা! শ্রদ্ধা গুরু গুরু

তারেক অণু এর ছবি

অনেক শুভেচ্ছা !

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

Bangladesh

তারেক অণু এর ছবি

ঝোলা থেকে আরো কিছু বের করুন দাদা।

ইয়ামিন এর ছবি

ছবিগুলো অসাধারণ। অনুপ্রাণিত হলাম।

তারেক অণু এর ছবি

শুভেচ্ছা।

Shahriar Newaz এর ছবি

প্রথম ছবি টা ভদ্রার মোড় না ? গুরু গুরু

তারেক অণু এর ছবি

অবশ্যই। স্মৃতি অম্লান।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।