শুভ জন্মদিন- প্রিয় লেখক

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ০৭/০১/২০০৯ - ১১:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হে “গন্দম” পুস্তকের জনক আজিকা এই শুভদিনে কি দেব তোমায় শুভেচ্ছা ব্যাতীত। মোদের পূর্বপুরুষ বাবা আদম বিবি হাওয়ার প্ররোচনায় পরিয়া খাইলেন গন্দম ফল আর করিলেন এক ধামাকা। হে নবীন তুমি আরো এক গন্দমের সৃষ্টি করিয়া ঝাকানাকাময় তরঙ্গ ছড়াইয়া দিয়াছ এই বাংলার তরুন (আজকাল সবই সম্ভব) তরুনী আবাল-বৃদ্ধা-বনিতার মাঝে। হে তারুন্যের উজ্জ্বল প্রতীক তোমার জন্মদিনে কামনা করি তুমি দেভ আনন্দের মত রহ চির-তরুন।

জয়া।


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আরে! আপনি কে!
যাক, আমিও মাত্র পোস্ট লিখছিলাম, সেটা কমেন্ট করে দিলাম।
________

০১-
অমিত আহমেদ। আমার সাথে তখনো কেবল ব্লগে পরিচয়। চ্যাট হয়েছে কয়েক মাস হলো। এরপর বইমেলায় অমিতের বই বের হলো। আমার বাবা বই কিনে পড়া শুরু করলেন। আমাকে ফোনে বললেন, 'ছেলেটা তো খুব ভালো লিখে'। আমি বলি, 'হ্যাঁ আমার খুব ভালো বন্ধু।'
ওদিকে আংকেল (অমিত আহমেদের বাবা) আমার লেখা পড়ে জিজ্ঞেস করেন, এই ছেলেটা কে! অমিত বলে, 'ও শিমুল- ব্যাংকক থাকে ,আমার খুব ভালো বন্ধু।'

০২-
বই মেলায় অমিত আহমেদ শাদা ধবধবে পাঞ্জাবি পরে এসেছে। হাত বাড়িয়ে বললাম - 'আপনি অমিত? অমিত আহমেদ?'
'জ্বী'।
'কেমন আছেন?'
'ভালো'।
'আপনার লেখা আমার খুব ভালো লাগে। আপনার গন্দম কিনবো, কিন্তু শর্ত হচ্ছে - এক পৃষ্ঠা পুরো কিছু লিখতে হবে'।
অমিতের মুখে তখনো হাসি। বললো - 'আপনার নাম কি?'
বললাম - 'নাম দিয়ে কি হবে? অটোগ্রাফ দিবেন না?'
পাশে অয়ন হাসতেই আছে।
এবার অমিত বললো - 'চিনেছি, আপনি শিমুল।'
'কিভাবে চিনলেন?'
'কথা শুনে বুঝা যায়'।
হা হা।
অমিতকে ভড়কে দেয়ার পরিকল্পনাটা ওখানেই থামাতে হয়।
(অমিতের সাথে প্রথম দিকে 'আপনি' করে কথা বলতাম। খুব কম সময়ে সেটা তুমি'তে এসেছে। কারণ, এক কেলাশের বন্ধু আমরা)

০৩-
অমিতের ব্যাংকক যাত্রা বা ক্যানাডায় বিরিয়ানি সন্ধ্যা তো অনেকেই বিশ্বাস করে না। এরপর যখন দেখা হলো, কিছুক্ষণ পর আমরা আর কথা বলি না।
আমি হাসি, বলি - তুমি বলো।
অমিত আরও বেশি হাসে, বলে - না না, তুমি বলো।
দুজনেরই শংকা, কোন কথা কীভাবে জানি ব্লগে কে লিখে... চোখ টিপি । পরে সিদ্ধান্ত হয়, আর গল্প লেখা হবে না।
এই পরবাসে এই পর্যন্ত ৪ বার বিরিয়ানি সন্ধ্যা হয়ে গেছে। মাঝরাত পর্যন্ত তুমুল আড্ডা হয়। আগামীতেও হবে...।

-
আমার বন্ধু অমিত। শক্তিমান ব্লগার অমিত। জনপ্রিয় লেখক অমিত।
আজ ০৭ জানুয়ারী, অমিত আহমেদের শুভ জন্মদিন।
অনেক অনেক শুভকামনা...।

মুশফিকা মুমু এর ছবি

এরপর যখন দেখা হলো, কিছুক্ষণ পর আমরা আর কথা বলি না।
আমি হাসি, বলি - তুমি বলো।
অমিত আরও বেশি হাসে, বলে - না না, তুমি বলো।

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি আপনারা দুজন এত্ত সুইট দেঁতো হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সুলতানা পারভীন শিমুল এর ছবি

"দুজনেরই শংকা, কোন কথা কীভাবে জানি ব্লগে কে লিখে..."
হা হা হা
সেইরম মজা পাইলাম... দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অমিত আহমেদ এর ছবি

আর বইলেন না শিমুল।

আমি ভ্রু কুঁচকে বোঝার চেষ্টা করি আমি কী বেফাঁস কিছু বলে ফেললাম। শিমুলও কিছু বলে না "হু-হু" করে। পরে আর আড্ডা জমে না দেখে ঠিক হইলো আমরা আর ব্যাংকক কিংবা বিরিয়ানী সন্ধ্যার সিক্যুয়েল লিখবো না।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

অমিত আহমেদ এর ছবি

শিমুলের বাবাও আমার লেখা পড়েছেন, আর পড়ে প্রশংসা করেছেন শুনে আসলেই অবাক হয়েছিলাম। আর সবচেয়ে অবাক হয়েছিলাম একজন আরেকজনকে সামনা-সামনি না চিনেও দু'জনেই দু'জনের বাবাকে বলেছিলাম, "আরে, আমার দোস্ত মানুষ!"

দুর্দান্ত লেখার (কিংবা মন্তব্যের) জন্য থ্যাংকস।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

আরিফ জেবতিক এর ছবি

শুভ জন্মদিন অমিত আহমেদ ।
ওয়াইটুকে কে মনে পড়ে আজকের দিনে ।

অমিত আহমেদ এর ছবি

থ্যাংকস আরিফ ভাই।
আহা... Y2K... দেশে গেলে দেখি পুরানো সংখ্যা পাওয়া যায় নাকি। একটা স্ক্যান করে রেখে দেয়া দরকার।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

শুভ জন্মদিন বড়ভাই ... ফেসবুক তো বলে ভালোই আছেন আজকাল, সামনের দিনগুলিও ভালো যাক ...

দেখি সামারে একবার টরন্টোর দিকে আসার চেষ্টা করবো, তখন হয়তো দেখা হবে ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

অমিত আহমেদ এর ছবি

ওই মিয়া, ফেসবুক আবার কী কইলো? অ্যাঁ?

সামারে আসলে আগে অবশ্যই আগে ইমেইল দিয়ে আসবা। ফোন নাম্বার দিয়ে দিবো। সেরম আড্ডা হবে।

শুভ কামনার জন্য ধন্যবাদ।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন, অমিত আহমেদ।
আপনার শক্তিশালী লেখনী আমাদের পথে আলো জ্বালাক হাজার বছর ধরে।
ভালো থাকুন, আরো ভাল লিখুন।

শুভেচ্ছা

অমিত আহমেদ এর ছবি

ধন্যবাদ অনিকেত'দা। আপনাদের সহায়তা থাকলে আকাশ ছুঁয়ে ফেলবো।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

পান্থ রহমান রেজা [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন অমিত ভাই।

অমিত আহমেদ এর ছবি

থ্যাংকস।
অফলাইনে ক্যান?


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

আকতার আহমেদ এর ছবি

শুভ জন্মদিন !

অমিত আহমেদ এর ছবি
কল্পনা আক্তার এর ছবি

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা হাসি

............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

অমিত আহমেদ এর ছবি

আপনাকে অনেক অনেক ধন্যবাদ হাসি


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

তারেক এর ছবি

শুভ জন্মদিন অমিত ভাই। শুভ কাটুক সময়।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অমিত আহমেদ এর ছবি

থ্যাংকস তারেক মিয়া। আছো ক্যামন? ব্যস্ত নাকি ইদানিং?


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

সবজান্তা এর ছবি

শুভজন্মদিনগন্দমরাজঅমিতআহমেদ।


অলমিতি বিস্তারেণ

অমিত আহমেদ এর ছবি

আরে সারছে! থ্যাংকস ম্যান।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

সাইফুল আকবর খান এর ছবি

'গন্দম' লেখককে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা।
জয়া এবং শিমুল ভাই দু'জনের লেখাই অনেক ভালো লেগেছে।
ধন্যবাদ আপনাদেরকে। হাসি

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অমিত আহমেদ এর ছবি

আপনাকেও অনেক ধন্যবাদ আকবর ভাই।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

সাইফুল আকবর খান এর ছবি

আকবর শুনলে ক্যামন ক্যামন লাগে! মোচ-ওয়ালা সঞ্জয় খান-এর চেহারা ভাসে চোখে, ঠোঁটের ওপর সুড়সুড়ি লেগে যায় হঠাত্ ক'রে! চোখ টিপি
আমাকে সাইফুল নামটিতে সম্বোধন করলেই ভালো ফিল করি।
যাক, ব্যাপার্না। হাসি
ভালো থাকেন। আপনার লেখা আমার সেভাবে পড়া হয়নি এখনও। স্যরি।
তবে, হ্যাঁ, পড়বো অবশ্যই। হাসি

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

বিপ্রতীপ এর ছবি

আরোও অনেক 'গন্ধম' উপহার দিন আমাদের...এই প্রত্যাশায়...

শুভ জন্মদিন আমিত ভাই!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

অমিত আহমেদ এর ছবি

থ্যাংকস বিপ্রাতিপ


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

বিপ্রতীপ এর ছবি

এইরম গদাম শুভেচ্ছার এই প্রতিদান??? আপনারে মাইনাস... মন খারাপ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

অমিত আহমেদ এর ছবি
ইশতিয়াক রউফ এর ছবি

আমার অন্যতম প্রিয় গল্পকারকে জন্মদিনের শুভেচ্ছা। কাহিনী নিয়ে অনেকেই লেখে, কিন্তু সবার ন্যারেশন ভাল হয় না। এই দিকটা দিয়েই আমার চোখে অমিত ভাই একজন পরিপূর্ণ লেখক। কল্পণার জন্য চোখও বন্ধ করতে হয় না। সারাটা ক্ষণ কেমন যেন একটা আরে-আমিও-তো-ওখানেই অনুভব। শুভ হোক সব।

অমিত আহমেদ এর ছবি

তুমি তো মিয়া "পরিপূর্ণ লেখক" বলে আমাকে লজ্জায় ফেলে দিলা। ভালোবাসায় যে অনেক সীমাবদ্ধতা ঢাকা পড়ে যায় তোমার মন্তব্যই তার প্রমান। ধন্যবাদ।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

শ্যাজা এর ছবি
অমিত আহমেদ এর ছবি

ধন্যবাদ শ্যাজা'দি।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

অনিশ্চিত এর ছবি

অমিতকে জন্মদিনের শুভেচ্ছা।

জন্মদিনের কেক চাই না, গন্দমের মতো আরো কিছু উপহার চাই।
‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

অমিত আহমেদ এর ছবি

কেকটাই তো সহজ ছিলো। গন্দম এর মতো কিছুর জন্য যে অনেক অপেক্ষা করতে হবে। ধন্যবাদ ব্রাদার হাসি


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

স্বপ্নাহত এর ছবি

হেপি বাড্ডে, অমিত ভাই!

ভালো থাকেন বারো মাস, আর আনন্দে থাকেন সারা জীবন।

খালি গন্দম খাবার সময় ইকটু খিয়াল কৈরা চোখ টিপি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

অমিত আহমেদ এর ছবি

ঠিকাছে... ইকটু খিয়াল রাখা হইবেক।
শুভ কামনার জন্য ধৈন্যবাদ।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

সুবিনয় মুস্তফী এর ছবি

শুভ জন্মদিন!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

অমিত আহমেদ এর ছবি
মাহবুব লীলেন এর ছবি

অমিতের জন্মদিন ভুলে গেছি সেটা নিয়ে বিস্মিত হচ্ছি না
বিস্মিত হচ্ছি এটা ভেবে যে অমিতের জনপ্রিয়তা কতটুকু দূরে গেলে সকল সচলকে ছাড়িয়ে একজন অতিথি মডারেশনের কানাঘুপচি পার হয়ে জীবনের প্রথম সচল পোস্টটা দিতে পারেন অমিতকে নিয়েই অথচ কোথাও অমিতের নাম উচ্চারণ না করে

০২

অমিতের জন্য হিংসিত শুভেচ্ছা

০৩

অমিতকে দেভ আননন্দ নামে একজনের মতো থাকতে বলা হয়েছে। তাও দেব না দেভ
এই ব্যাটা আবার কে?
(সম্মানীত গুরুজন হলে মুমুয়িত প্রশ্নের জন্য দুঃখিত)

মুশফিকা মুমু এর ছবি

এটা মুমুয়িত প্রশ্ন হয় কিভাবে?? তারমানে লীলেন ভাই বলতেসেন আমি বেয়াদব?? অ্যাঁ আমি কবে কোথায় কার সাথে কিভাবে কখন বেয়াদবি করলাম বলেন নাহলে আমি আজকে সারারাত কান্নাকাটি করব??? ওঁয়া ওঁয়া
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

মাহবুব লীলেন এর ছবি

তুমি বাংলাদেশে এসে কাজিনদের অত্যাচারে কান্নাকাটি করার সুযোগ পাওনি অনেকদিন
এবার ভালো করে কেঁদে নাও

অমিত আহমেদ এর ছবি

গাতা রাহে মেরা দিল...


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

অমিত আহমেদ এর ছবি

লীলেন ভাই। আপনার জন্মদিনে যে শো'খানেক মেয়েদের ফোন আসে। বাসায় ফুল আসে। উপহার হিসেবে ফতুয়া কিংবা পাঞ্জাবি আসে। সেগুলোর কী হবে? আচ্ছা ঠিকাছে থাক... আজকে আমার দিনে আমিই রাজা থাকি... হিংসিত শুভেচ্ছার জন্য ধন্যবাদ হাসি


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

এনকিদু এর ছবি

শুভ জন্মদিন


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অমিত আহমেদ এর ছবি

ধন্যবাদ ছাদ-বালক দেঁতো হাসি


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

হিমু এর ছবি

জন্মদিনে শুক্না কাঁথার পারিজাত শুভেচ্ছা!


হাঁটুপানির জলদস্যু

অমিত আহমেদ এর ছবি

কাঁথার একটা ছবি দেন।
থ্যাংকস হিমু ভাই।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন, আমার 'হলেও-হতে-পারতো খালাতো ভাই'!!!

আপনি এমনিতেই অনেক স্ফূর্তিতে থাকেন, কাজেই আমার শুভকামনা ছাড়াই যে দিব্যি ভালো থাকবেন তাতে কোন সন্দেহ নাই। তারপরো আমি মানুষটা খুবই ভালো বলে বলছি - অনেক ভালো থাকুন, আর অমিত আহমেদের মত লিখতে শিখুন হাসি

অমিত আহমেদ এর ছবি

"হইলেও হইতে পারতো খালাতো বোন" এর মতো মন্তব্য দিতেও শেখা দরকার। পড়লেই একটা হাসি গজায় ঠোঁটের কোনে, সেটা আবার সেখানেই ঝুলে থাকে অনেকক্ষণ। স্নিগ্ধাকে বিশাল স্ফূর্তি-ওয়ালা ধন্যবাদ।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

আহমেদুর রশীদ এর ছবি

শুভ জন্মদিন.....

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

অমিত আহমেদ এর ছবি

ধন্যবাদ টুটুল ভাই।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

কনফুসিয়াস এর ছবি

শুভ জন্মদিন, প্রিয় লেখক, প্রিয় মানুষ।

-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অমিত আহমেদ এর ছবি

অনেক ধন্যবাদ প্রিয় লেখক, প্রিয় মানুষ, অপ্রিয় খাদক।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

তানিয়া এর ছবি

জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল

অমিত আহমেদ এর ছবি

অনেক, অনেক ধন্যবাদ তানিয়া।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

ফারুক হাসান এর ছবি

শুভ জন্মদিন অমিত!

অমিত আহমেদ এর ছবি

ধন্যবাদ ফারুক ভাই।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

মুশফিকা মুমু এর ছবি

শুভ শুভ জন্মদিন অমিত ভাই। আবারো অনেক শুভেচ্ছা। জয়া আপু এবং শিমুল ভাই দুজনের লেখাই ভাল লাগল। এবার আপনার জন্মদিনের পার্টির ছবিসহ ডিটেইল্ড লেখা চাই
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অমিত আহমেদ এর ছবি

ধন্য ধন্যবাদ মুমু। জন্মদিনের পার্টির ছবি একটু সেনসেটিভ আছে। দেয়া যাবে না চোখ টিপি


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

অছ্যুৎ বলাই এর ছবি

ইয়াবা নিয়ে ষড়যন্ত্রকারী লেখককে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
আমি অবশ্য গন্দমের চেয়ে অমিতের ছোটগল্পগুলোর বেশি ফ্যান। পড়তে শুরু করলেই হয়, কোথাও আটকায় না, একদম সাবলীল।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অমিত আহমেদ এর ছবি

এইটা একটা বিশাল ভুল করে ফেলেছি। এখন কেউ এসব নিয়ে আমার সাথে কথাই বলতে চায় না।

বলাই'দা, নিরামিষ ভালো আছি-র মতো লেখা দেন। আপনার লেখা মিস করি।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

নজমুল আলবাব এর ছবি

প্রিয় লেখক
প্রিয় বন্ধু
প্রিয় ছোটভাই

শুভ জন্মদিন প্রিয় সাব্বির

ভুল সময়ের মর্মাহত বাউল

অমিত আহমেদ এর ছবি

এই একটা লোক... অনেক খুঁজেও যাকে নিয়ে বাজে কথা বলার মতো কিচ্ছু খুঁজে পাই না।

ধন্যবাদ অপু ভাই।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

নিঃস্বার্থভাবে অন্যের জন্য অবলীলায় কাজ করতে পারেন যিনি, সেই অমিত আহমেদকে অমেয় শুভেচ্ছা তাঁর জন্মদিনে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অমিত আহমেদ এর ছবি

অনেক অনেক ধন্যবাদ সন্ন্যাসী'দা। আপনি গ্রেট।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

ভূঁতের বাচ্চা এর ছবি

জয়া আপাকে ধন্যবাদ দিয়ে মন্তব্য শুরু করি ...

অমিত ভাইয়াকে জন্মদিনের অফুরান শুভেচ্ছা।
আগামীর দিনগুলো আপনার সাফল্যে মহিমাণ্ডিত হয়ে থাকুক।
আন্তরিক শুভেচ্ছা এই শুভদিনে।

-------------------------------------------

--------------------------------------------------------

অমিত আহমেদ এর ছবি

বহুত ধন্যবাদ ভূঁতের বাচ্চা। আপনার নাম নজরে পড়লেই নামের পেছনের কারণ কী জানতে ইচ্ছে করে। ভালো থাকবেন।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

রানা মেহের এর ছবি

অমিত
শুভ জন্মদিন
আপনার জন্য তিনটা ফিশ এন চিপস
দুজন নৃত্যসভা পার্টনার বরাদ্দ করা হলো
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অমিত আহমেদ এর ছবি

রানা
ধন্যবাদ
ফিশ এন চিপস বিশেষ ভালো পাই
বরাদ্দকৃত দু'জন নৃত্যসভা পার্টনার সম্পর্কে বিস্তারিত জানতে চাই


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

সুলতানা পারভীন শিমুল এর ছবি

শুভ জন্মদিন, অমিত। হাসি
ভিন্ন আঙ্গিকের চমৎকার লেখার জন্য জয়াকে অভিনন্দন।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অমিত আহমেদ এর ছবি

আপনাকেও অনেক ধন্যবাদ সুপা-শিমুল।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

দৃশা এর ছবি

শুভ জন্মদিন , অমিত। হাসি
-----------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

অমিত আহমেদ এর ছবি

ধন্যবাদ দৃশা।
নিখোঁজ কেনো ইদানিং?
এতো ব্যস্ততা?


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

নিবিড় এর ছবি

শুভ জন্মদিন অমিত ভাই ।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অমিত আহমেদ এর ছবি
রণদীপম বসু এর ছবি

হুঁম, আপনি সেই অমিত, যে আমাদেরকে গন্ধম খাইয়েছিলেন..!
গত বইমেলায় সেই 'গন্ধম'টা এনে সেই রাতেই শেষ করে পরদিন সকালে প্রিয় একজনকে গিফট করেছিলাম। শিমুল যেন আবার দুর্বোধ্য কী কী লিখেছিলো বইটাতে ছাপার অক্ষরে।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে..।

পোস্টের লেখক জয়া'কেও ধন্যবাদ। এটাই যদি সচলে প্রথম পোস্ট হয়, আচ্ছা বলুন তো আপনি কে ? ফেসবুকে দেখেছি অমিতের হাবভাব খুব একটা সুবিধের নয়। তাঁর বন্ধুরা যে তাঁকে এবার কড়া নজরদারীতে রাখবে তা বোধ করি আর ভাবার অপেক্ষা রাখে না।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অমিত আহমেদ এর ছবি

একরাতে গন্দম শেষ করেছেন? এটা আমার লেখার বড় প্রশংসা। অনেক ধন্যবাদ রণদীপম'দা।

(তবে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসে আপনি যে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার পেছনে জা-কা-জা'র অন্য সভ্যদের উষ্কে দিচ্ছেন তার তীব্র প্রতিবাদ জানালাম)


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন অমিত.................জয়া কে?


অমিত আহমেদ এর ছবি

ধন্যবাদ বস।
"জয়া কে?" এই প্রশ্ন তো আমারও।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

অনিন্দিতা চৌধুরী এর ছবি

গন্দম ই একজন নবীন লেখকের সেই বই যেটা বাসায় আমি আমার আম্মা, আব্বা সবাই খুব আগ্রহ নিয়ে পড়েছি।
সচলায়তনে ই এর শুরু হয়েছিল। তখনই এর টান টান ভাবটা টের পেয়েছিলাম।
শেষ পর্যন্ত অনেক ঝামেলা করে জোগাড় করে পড়েছি।
এরকম আরো রুদ্ধশ্বাস কাহিনীর গল্প চাই অমিতের কাছে।
শুভ জন্মদিনে অনেক শুভ কামনা ।

অমিত আহমেদ এর ছবি

একটা সত্যি কথা অনিন্দিতা - এমন হলে মনে হয়, নাহ, লেখালেখি একদম ছাড়া যাবে না। একদমই না। মনে কেমন একটা নতুন উদ্যম জাগে।

ধন্যবাদ!


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

জাহিদ হোসেন এর ছবি

শুভ জন্মদিন, অমিত। ভাল থাকুন, সুস্থ থাকুন। লিখে যান হাত খুলে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

অমিত আহমেদ এর ছবি

চেষ্টা চলবে জাহিদ ভাই হাসি
ধন্যবাদ।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শুভজন্মদিন, অমিত। অমিতের গল্পের শেষের দিকে একটা টুইস্ট থাকে এবং প্রায়ই যেটা পজিটিভ হয়। পজেটিভ জিনিসটা আমি এনজয় করি।

অমিত আহমেদ এর ছবি

আমিও।
আমি জন্মগত ভাবে পজিটিভ মানসিকতা ধারণ করি।
ধন্যবাদ ভাই।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

ধুসর গোধূলি এর ছবি

- এখনো দেরী হয় নাই। দেঁতো হাসি

গন্দমবাজ অমিত আহমেদকে অনেক অনেক শুভকামনা আজকের দিনের। বলাইদা'র মতো তাঁর ছোট গল্পের পাংখা আমিও।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

ধুর মিয়া!! আসল কথাটাই জিগাইতে ভুলে গেলেন!!!

ধুসর গোধূলি এর ছবি
দ্রোহী এর ছবি

খালি চিন্তাযুক্ত সহমত ছাপ মারলেই হইবো? সরকারের উপর চাপ সৃষ্টি করতে হইবো না? সরকারকে কথা বলাতে বাধ্য করতে হইবো না?

ধুসর গোধূলি এর ছবি
দ্রোহী এর ছবি

আপাতত রাজপথেই থাকেন। আগে তো নির্বাচিত হইবেন। তারপর সংসদে কথা বলার সুযোগ পাইবেন। তাছাড়া "জা-কা-জা" সংসদে কথা কইলে জনতা জানতে পারবে না।

ধুসর গোধূলি এর ছবি

- হ ঠিকই কৈছেন হাসি

তা আপনেতো জনপ্রতিনিধি, আপনে ডাক (মানে জনগুরুত্বপূর্ণ প্রশ্ন) তোলেন আমি জা-কা-জা লৈয়া ঝাঁপাইয়া পড়ুম নে (আপনের শ্যালীর উপ্রে)। চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

আপনে কইলাম কথা অন্য দিকে ঘুরাইয়া নিয়ে যাইতেছেন। আমরা অমিতের সমস্যা নিয়ে আলাপ করতে ছিলাম। আমার শালী আইলো কোনখান থেকে?

ধুসর গোধূলি এর ছবি

- আচ্ছা তাইলে আপনের শালীর কথা থাকুক।
জনগণ আগে জানুক জয়া কার শালী! জবাব চাই, দিতে হবে। জবাব না পেলে অমিতের কালো মাউস ভেঙে দাও গুঁড়িয়ে দাও।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অমিত আহমেদ এর ছবি
অমিত আহমেদ এর ছবি

থ্যাংকস বস দেঁতো হাসি
একদিন দেখা হবে, আর আমরা বোতল খুলবো...


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

জিফরান খালেদ এর ছবি

ভাই, শুভেচ্ছা নেন, শুভেচ্ছা...

অমিত আহমেদ এর ছবি
অমিত আহমেদ এর ছবি

জয়া,
আপনার পোস্ট দেখে আমি একই সাথে বিস্মিত ও আপ্লুত হলাম। দেশ ছাড়ার পর থেকে জন্মদিন আমি একাই, লুকিয়ে পালন করি। বিশেষ কোনো কারণে নয়, এমনিতেই। মাঝে মাঝে সেই একাকিত্ব চুরমার হয়। কখনো সারপ্রাইজ পার্টিতে, এসএমএস, ই-মেইলে, ওয়ালপোস্টে... কিংবা একদমই অচেনা কারও অপূর্ব কোনো পোস্টে। আমার আজকের দিনটি আপনি বানিয়ে দিলেন। ধন্যবাদ।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শুভ জন্মদিন অমিত ব্রো। আশা করি তোমার দ্বিধা দ্বন্দ্বের দিন শেষ হবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি

হা হা হা।
হবে... হতেই হবে।
থ্যাংকস ব্রো।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

দময়ন্তী এর ছবি

শুভ জন্মদিন! খুব ভালো থাকুন সর্বদা ৷
----------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

অমিত আহমেদ এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে দময়ন্তী।
আপনিও ভালো থাকবেন হাসি


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

তা জয়া সিদ্দিকী কি OSLA র সদস্য নাকি? নাকি অমিত চেনো উনাকে? আপা আপনি থাকেন কই? করেন কি?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আলমগীর এর ছবি

শেষ শুভেচ্ছাটা আমিই দিলাম। জন্মদিন শুভ হোক।

অভিজিৎ এর ছবি

নাহ, শেষ শুভেচ্ছাটা আমার!

সচলায়তনে আমার অন্যতম প্রিয় লেখক!



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

মুজিব মেহদী এর ছবি

শেষটা আসলে আমার ভাগে।

দেরি হয়ে গেল, কিন্তু তাতে কী, শুভ জন্মদিন।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সুমন চৌধুরী এর ছবি

দেরীতে লেইট হৈয়া গেলগা রে.......

মারাত্মক শুভ জন্মদিন!



অজ্ঞাতবাস

নুরুজ্জামান মানিক এর ছবি

শুভ জন্মদিন !

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

অমিত আহমেদ এর ছবি

আলমগীর ভাই, অভিজিৎ'দা, মুজিব ভাই, বদ্দা ও মানিক ভাই... আমিও দেরিতেই ধন্যবাদ জানালাম।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

নোকিয়া এর ছবি

শুভ জন্মদিন চোখ টিপি
হাহাহা! এনারা নাকি দেরিতে দিছে! গড়াগড়ি দিয়া হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।