ছবি দেখে ঘুরে আসা, সুন্দরবনে প্রথম দিন

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: বিষ্যুদ, ২০/০৮/২০০৯ - ৩:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

এর আগে জেনেছেন আমরা সুন্দরবন গিয়েছিলাম, ইতিমধ্যেই নজরুল ভাই ধারাবাহিক শুরু করে দিয়েছেন, আমিও দিলাম, কিন্তু তফাৎ হলো আমি শুধু ছবি দিব। নীচের ছবি গুলো প্রথম দিনের।
ঢাকা থেকে শ্যামনগর পর্যন্ত বাসে এসে মুন্সিগঞ্জের নীলডুমুর ফরেস্ট অফিস পর্যন্ত আমাদের বাহন ছিল ৮ সীটের মাইক্রো, ড্রাইভার সহ আমরা ছিলাম ১০জন একটু চাপাচাপি হলেও স্ফুর্তি কারো কম ছিলো না। সামনের সীটে আমি আর ড্রাইভার, মাঝের সিটে রয়েল, নজরুল, শরীফ, জুবায়ের আর পেছনের সীটে লীলেন, তুষার, অপু আর মামুন। আমাদের ড্রাইভার আনিস, সেনাবাহিনী ফেরত, সঞ্চয়ের টাকায় মাইক্রো কিনে ভাড়ার টাকায় সংসার চালান।
Back seat of van
Middle seat of van
নীলডুমুরে যেখানে নেমেছিলাম তার পাশেই বিডিয়ার ক্যাম্প, তার পাশেই বিশাল এক নৌকা, বাইচের কাজে এসব নৌকা ব্যবহার করা হয়।
Racing boat
নৌকা ছাড়ার ১০মিনিটের মাথায় আমাদের গাইড ডান দিকে একটা খাড়ির দিকে চোখ ফেরাতে বললেন, খাড়িতে ঢোকার মুখেই গাছের উপর কাপড় বাঁধা, কোথাও কাউকে বাঘে ধরলে সাথের লোকজন আশেপাশে কোন উঁচু জায়গায় কিছু একটা বেঁধে রাখেন অন্যদের সতর্ক করার জন্য।
Cannel of Sundarbans
নীচে দুইটা খাঁড়ির ছবি, ভাটা বলে পানি কম। সুন্দরবনে যেগুলোকে নদী বলে তার সবই উত্তর থেকে দক্ষিণে নেমে গেছে। পূব থেকে পশ্চিমে যেগুলো গেছে সেগুলোকে বলে খাল, আর খাল থেকে ছোট ছোট অসংখ্য শাখা প্রশাখা পুরো সুন্দরবনকে জালের মত ঘীরে রেখেছে, এই শাখা প্রশাখা গুলোর স্থানীয় নাম খাঁড়ি আর নালা। ভাটার সময় নালা শুকিয়ে যায়, খাঁড়ি গুলোতে অল্প অল্প পানি থাকে, আর থাকে কাদা, কিছু কিছু খাঁড়ি আছে যেগুলোতে কাদা প্রায় গলা সমান, চোরা কাদাও আছে। এখানকার কাদা কালো, আঠালো। বিশ্বখ্যাত এক কস্মেটিক্স কোম্পানী এখানকার কাদা দিয়ে কী যেন এক প্রসাধনী বানায়।
Cannel of Sundarbans
20090813_5020
এখানে একটা গড়ান গাছের শিকড়, জালের মত অনেকটুকু জায়গা ছড়িয়ে থাকে, শিকড়ের মাথা আবার মাথা উঁচুকরে থাকে মাটির উপর শ্বাস নেবার জন্য। গড়ান অনেক শক্ত গাছ, এমনকি ছোট ডাল পালাও বেশ শক্ত, গড়ান বনে হাঁটতে গেলে জামা কাপড় ছিঁড়বেনা সে গ্যারান্টি কিন্তু নেই।
Cannel of Sundarbans
সারি সারি নৌকায় জাল ফেলে মাছ ধরা। সুন্দর বনে মাছ ধরার জন্য বন বিভাগের অনুমতির প্রয়োজন হয়। জেলেদের অধিকাংশই বছরের শুরুতে শ্রম বিক্রি করে সারা বছরের জন্য তারপর অন্যের হয়ে জাল ফেলে। মোটামুটি মাসখানিক নদীতে থেকে বাড়ি ফেরে।
20090813_4945
ক্যামেরা হাতে নজরুল, কম্প্যাক্ট ক্যামেরা হলেও উনার জুম কিন্তু অন্যান্যদের সাথে রাখা সাদা সাদা লেন্সের চাইতেও অনেক বেশী (প্রায় ৯০০মিমি)!
Sundarbans on a boat
জুবায়ের। যার উৎসাহে এ যাত্রা। কারো পছন্দ লাল চা, কারো দুধ, কারো আবার দুধ আগে চা পরে, কারো আবার লীকার আগে দুধ চিনি পরে। চিনির পরিমানও আবার একেকজনের একেক রকম। সব কিছু মাথায় নিয়ে নিজেই চা বানাতে ব্যস্ত। এমনই চা খেয়েছি আমরা যে অর্ধেক পথেই সাথে থাকা চা, চিনির পরিমান তলানীতে ঠেকেছিলো। ভাগ্য ভালো হিরনপয়েন্ট থেকে ধারে চা চিনি যোগাড় করা সম্ভব হয়েছিলো।
Preparation of tea
বোটের ছাদে নজরুল, তুষার আর লীলেনদা’র সাথে পিঠ ফেরানো বাপ্পি। বাপ্পি দা এক আজব চীজ, পুরো একটা উপন্যাসের চরিত্র, অপেক্ষায় আছি কখন নজরুল ভাই লীলেনদা তাঁর সম্পর্কে লিখবেন।
Sundarbans on a boat


মন্তব্য

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

মুস্তাফিজ ভাই শেষের ছবিটায় লাল রিং এর লেন্স দেখছি। ১৬-৩৫এল নাকি?
সিরিজ চলতে থাকুক হাসি

---------------------
আমার ফ্লিকার

মুস্তাফিজ এর ছবি

যারা গিয়েছিলেন তার মাঝে আমরা কয়েকজন ছাড়া সব প্রফেশনাল। সবার কাছেই ২/৩টা করে এল সিরিজ। ৫০০ এম এম, ৪০০ এম এম লেন্স ও ছিলো।

...........................
Every Picture Tells a Story

কীর্তিনাশা এর ছবি

হেব্বি মজা হইছে বোঝাই যায়। হাসি

বাইচের নৌকাটা তো আসলেই বিশাল।

ছবির ব্যাপারে আর কিছু কইতে চাই না। সব তো আগেই বলা হয়ে গেছে। হাসি

পরবর্তি পোস্টের অপেক্ষায় থাকলাম।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুস্তাফিজ এর ছবি

হুঁ, মজা অবশ্যই, তবে দিনে বেশী না রাতে তা নিয়া তর্ক হইতে পারে।

...........................
Every Picture Tells a Story

গৌতম এর ছবি

পাঁচ তারার বদলে পাঁচ হিংসা।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মুস্তাফিজ এর ছবি

হাসি

...........................
Every Picture Tells a Story

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এই তো শুরু হয়ে গেছে মুস্তাফিজ ভাইয়ের শো... দারুণ... ফাটাফাটি...

বিশ্বখ্যাত এক কস্মেটিক্স কোম্পানী এখানকার কাদা দিয়ে কী যেন এক প্রসাধনী বানায়।

মামুন হক তো এখনি সুন্দরবন দৌড় দিবো তাইলে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মুস্তাফিজ এর ছবি

মামুন হক তো এখনি সুন্দরবন দৌড় দিবো তাইলে

হো হো হো

...........................
Every Picture Tells a Story

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

নিশ্চই মাড ফেসপ্যাক!
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

মিস্করে মন্খারাপ্হইলো মন খারাপ

মুস্তাফিজ এর ছবি

রাগকরে ঘুরে আসেন

...........................
Every Picture Tells a Story

আকতার আহমেদ এর ছবি

আলিফ লায়লা হইতো বিটিভি-তে। পর্ব শেষ হইতো যথারীতি কোন একটা "শ্বাসরুদ্ধকর" মুহুর্তে। আমাদের পাড়ার এক বড় ভাই ছিলো, নাম সোলেমান। একদিন সে বেশ মন খারাপ কইরা বলতেসিল- ধর এই যে কাইলকা এইরকম একটা জায়গায় আলিফ লায়লা শেষ হয়া গেল; আমি যদি আইজকা মইরা যাই তাইলে জানুমই না এর পরে কী হইসে!

আপনার এই পোষ্ট দেইখা সোলেমান ভাইয়ের কথাটা মনে পইড়া গেল! দেঁতো হাসি

মুস্তাফিজ এর ছবি

হে হে এইটা আলিফ লায়লা থেকেও রোমাঞ্চকর। রাতের কাহিনী লিলেনদা'র, সেখান থেকে শুনেন। (রাতে তো আর ক্যামেরা চলেনা, বলেছেন মহামতি লিলেন)

...........................
Every Picture Tells a Story

মৃদুল আহমেদ এর ছবি

আকতার, তোর এই কমেন্টটা জোস। বহুদিন পর একটা ইন্টারেস্টিং কমেন্ট পড়লাম! হাসি
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

মামুন হক এর ছবি

নজু আসলেই আমার জানার ইচ্ছা আছে , ডেড সী থেকে কাদা নিয়ে অনেক ভালো প্রডাক্ট হয়। জানতামও না সুন্দরবনের কাদাও এত ভালো। কোন কোম্পানী সুন্দরবনের মাটি ব্যবহার করে জানেন মুস্তাফিজ ভাই?
ছবিতে পাঁচ তারা। পুরা ফ্রেশ, হিংসা ছাড়া হাসি

মুস্তাফিজ এর ছবি

'বডিশপ' এর 'মাডসোপ'

...........................
Every Picture Tells a Story

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

হুমম...আমি অনুমান করছিলাম ফেসপ্যাক।
এদেখি রীতিমত সাবান।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

মাহবুব লীলেন এর ছবি

আমার আবার বিষয় হজম না হলে লেখা বের হয় না
সুন্দরবনের চারটা বিষয় মাথায় ঘুরছে

১. মাঝি কাম জেলে কাম ফাস্ট শুটার আব্দুল ওহাব
২. সুন্দরবনের জেলে; যাদের কাছ থেকে কেড়ে নেয়া মাছ আমাদের পেটেও গেছে
৩. সালাউদ্দিন বাপ্পী; ম্যান ফর অল সিজনস
৪. সুন্দরবনের বাঘ

মুস্তাফিজ এর ছবি

. মাঝি কাম জেলে কাম ফাস্ট শুটার আব্দুল ওহাব

এইটা আমার কাছেও বিস্ময়

...........................
Every Picture Tells a Story

পান্থ রহমান রেজা এর ছবি

সৈরম!
...............................................................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

মুস্তাফিজ এর ছবি

হ, মনে লয়

...........................
Every Picture Tells a Story

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

এত ছবি তুলি, এই আপনার মত শার্প হয় না কেন?
দারুণ!
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

মুস্তাফিজ এর ছবি

শুধু শুধু লজ্জ্বা দ্যান

...........................
Every Picture Tells a Story

বন্যরানা এর ছবি

ওয়াও!!
দেখে যাচ্ছি। সব প্রশংসা আল্লাহ'র জন্য, যিনি সৃস্টি করেছেন আপনার এমন দুইটা চোখ।
কোনো কিছুই যেন বাদ না যায়, খিয়াল কইরা। সব ডিটেলস চাই।

মুস্তাফিজ এর ছবি

দেখি যতটুকু মনে আছে

...........................
Every Picture Tells a Story

ধুসর গোধূলি এর ছবি
মুস্তাফিজ এর ছবি

হুঁ, সেরকম। দলগত ভাবে বেড়ানোতে মতের মিল থাকাটা অত্যন্ত জরুরী, আমাদের মাঝে সেটা ছিলো তাই অনেক অসুবিধা হওয়া সত্বেও বেড়ানো উপভোগ করেছি সবাই।

...........................
Every Picture Tells a Story

সুলতানা পারভীন শিমুল এর ছবি

যেই ছবিগুলো দিচ্ছেন, সেইগুলো কি আসলেই অতো সুন্দর?
নাকি কিছু মিশেল দিয়েছেন, মুস্তাফিজ ভাই? চিন্তিত

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মুস্তাফিজ এর ছবি

কয় কী? জঙ্গলে কি ফেস্প্যাক পাওয়া যায়? না স্নো পাউডার মিলে?

...........................
Every Picture Tells a Story

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মুস্তাফিজ এর ছবি

হাসি

...........................
Every Picture Tells a Story

ঘুরতে না পারা সচল সমাজ ( সভাপতি - আরিফ জেবতিক ) এর ছবি

এই সব উস্কানিমুলক পোস্ট বন্ধ করার জন্য মডুদের দৃষ্টি আকর্ষন করছি।

মুস্তাফিজ এর ছবি

ঠিকাসে, এরপর ডাইরেক্ট এ্যাকশনে যামু কোন উস্কানি দিবনা

...........................
Every Picture Tells a Story

অছ্যুৎ বলাই এর ছবি

'মক্কার মানুষ হজ্জ্ব পায় না' ফর্মূলায় কখনো সুন্দরবনে যাওয়া হয় নি। ছবিগুলো মারাত্মক দিয়েছেন। পরের কিস্তিতে লীলেনদার বাঘ শিকারের ছবি চাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

মুস্তাফিজ এর ছবি

লিলেনদার বাঘ শিকার "বাঘ তুমি নেংটো... এই শুনে বাঘ লজ্ঞ্বাতেই মরে গেলো" এরকমই

...........................
Every Picture Tells a Story

মৃদুল আহমেদ এর ছবি

শুধু সুন্দরবন না... আপনারা যে চমৎকার একটা দল হয়ে গেছেন, সেটা মনে করেই আফসোসে বুক ফেটে যাচ্ছে... মন খারাপ
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

মুস্তাফিজ এর ছবি

তাইতো!! খেয়াল করিনি

...........................
Every Picture Tells a Story

মূলত পাঠক এর ছবি

আপনার তোলা এর চেয়ে ভালো ছবি আগে দেখেছি, কিন্তু বেড়াতে গিয়ে এতো মজা করেছেন বলে মনে হয় নি আগে। রাতের গল্প নিয়ে পরের পর্বের জন্য বসে রইলাম।

মুস্তাফিজ এর ছবি

আমাদের দুটো দল ছিলো, একটা ৩লাখ টাকার ক্যামেরার দল আর অন্যটা ৩টাকার কলমের দল। মহামতি লিলেনের আদেশ ক্রমে ক্যামেরার কাজ ১২ ঘন্টায় সীমাবদ্দ্ব। তাই রাতের কোন বিবরণ ক্যামেরায় পাবেননা। সেজন্য ৩টাকার কলমের দলের অপেক্ষায় থাকতে হবে, সে দলের নেতা মহামতি নিজেই। যদি আমরা রাতে ক্যামেরা চালাতে পারতাম তাহলে অনেক্কিছুই দেখতে পেতেন। যেমন আমাদের বিপক্ষ দলের একজন অনেক্ষণ যাবৎ পেশাব করতে যেয়ে একমনে দাঁড়িয়ে ছিলো, কাছে যেয়ে দেখলাম কাদছেন, জিজ্ঞেস করতে জানলাম উনার নুনু বাঘে নিয়ে গেছে তাই পেশাব করতে পারছেন না। খেয়াল করে দেখলাম আসলে উনি প্যান্টের জীপার না খুলেই...
যা হোক এগুলো ক্যামেরার কাজ না, রাতের ঘটনা, ৩টাকার কলমের দল থেকে বিবরণ পাবেন।

...........................
Every Picture Tells a Story

অতন্দ্র প্রহরী এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

মুস্তাফিজ এর ছবি

হাসেন ক্যান? ঘটনা সত্য, ভিডু আছে।

...........................
Every Picture Tells a Story

অতন্দ্র প্রহরী এর ছবি

ভিড্যু দেখার অপেক্ষায় থাকলাম খাইছে

মুস্তাফিজ এর ছবি

পারমিশন নাই

...........................
Every Picture Tells a Story

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

জিজ্ঞেস করতে জানলাম উনার নুনু বাঘে নিয়ে গেছে তাই পেশাব করতে পারছেন না। খেয়াল করে দেখলাম আসলে উনি প্যান্টের জীপার না খুলেই...

হো হো হো গড়াগড়ি দিয়া হাসি

জুয়েল বিন জহির এর ছবি

কি হুনাইলাইন!!!

ধুসর গোধূলি এর ছবি

- সেরম মজা পাইলাম বাঘে ইয়ে খে ফেলছে শুনে। গড়াগড়ি দিয়া হাসি
তা আছরটা কীসের মুস্তাফিজ ভাই? শুকনা নাকি ভেজা?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মুস্তাফিজ এর ছবি

কম্যুনিস্ট আছর
রাশানরা আলু দিয়া বানাইতোনা এক জিনিষ? ঐটা।

...........................
Every Picture Tells a Story

ধুসর গোধূলি এর ছবি

- হ, কম্যুনিস্ট আছর খুব খারাপ। তবে সোস্যালিস্ট-ডেমোক্রেটিক আছর ভালো। অন্তত বাঘে আসল জিনিষ খেয়ে ফেলছে, সেটা মনে হয় না। মনে হয় বাড়িত ভুল কইরা থুইয়া আইসা পড়ছি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ফিরোজ জামান চৌধুরী এর ছবি

সাধু! সাধু!!!!

ঝিনুক নীরবে সহো, নীরবে সয়ে যাও
ঝিনুক নীরবে সহো, মুখ বুঁজে মুক্তো ফলাও।

খেকশিয়াল এর ছবি

খেলুম নাআআআআআআআ খেলুম নাআআআআআআআ

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মুস্তাফিজ এর ছবি

খেলা কিন্তু শুরু হয়নাই হাসি
সামনে আছে

...........................
Every Picture Tells a Story

অতন্দ্র প্রহরী এর ছবি

মারাত্মক! ছবি তো সুন্দর বটেই, সেই কথা তো আলাদা করে না বললেও হবে। তবে মজা লাগল কাহিনীতে। অনেক দারুণ একটা ট্যুর ছিল, বোঝা যাচ্ছে। চেষ্টা করতেসি হিংসা করা কমানোর হাসি

মুস্তাফিজ এর ছবি

দুই গ্লাস পানি খেয়ে ঘু্ম দ্যান।
আপনারা এসব বললে আমাদের ৩টাকার দল লেখা থেকে বিরত থাকতে পারেন, সেটা ভালো হবেনা। উনারা না লিখলে আমার ছবিও আসবে না।

...........................
Every Picture Tells a Story

অমিত এর ছবি

নীল ডুমুরে অনেক আগে গিয়েছিলাম। ঐ জায়গার আসেপাশে মনে হয়ে পচাব্দী গাজী থাকতেন তখন।

মুস্তাফিজ এর ছবি

কথা সত্য।
পচাব্দী গাজী'র চাকরী জীবনের বেশীরভাগ সময় ও এ অঞ্চলে কেটেছে। আমাদের গাইড বাপ্পিদা থেকে উনার সম্পর্কে মজার কাহিনী শুনেছি একটা, একবার পচাব্দী গাজীকে সানগ্লাস, হ্যাট, কানে গানের যন্ত্র এসব পরিয়ে জঙ্গলে নামানো হয়েছিলো সেই ঘটনা।

...........................
Every Picture Tells a Story

তানবীরা এর ছবি

অতি উত্তম ফটু। দ্বিতীয় দিনের ছবির অপেক্ষায়
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মুস্তাফিজ এর ছবি

দ্বিতীয় দিনের লেখা আসুক আগে

...........................
Every Picture Tells a Story

সাইফ তাহসিন এর ছবি

ফটুক দেইখা আমার চোখ কোটর থিক্কা বাইর হইল বইলা। নমস্য মুস্তাফিজ ভাই গুরু গুরু

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ সাইফ
তবে জেনে রাখুন দলে যারা ছবি তুলেছেন তাদের মাঝে আমার রেটিং সবচাইতে কম।

...........................
Every Picture Tells a Story

তুলিরেখা এর ছবি

জায়গার নাম নীল ডুমুর শুনেই কেমন মন উদাস হয়ে যাচ্ছে!
ছবিগুলো তো যাকে বলে কি আর বলবো!
অপেক্ষায় থাকছি সিরিজের পরের অংশের।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মুস্তাফিজ এর ছবি

ওদিককার নামগুলো সুন্দর, গল্পের মতন। নিল্ডুমুর, নীল কমল, হংসরাজ, গোয়ালখালি, বুড়িগোয়ালিনী...

...........................
Every Picture Tells a Story

আহমেদুর রশীদ এর ছবি

কলম কিছু লিখবে কী-না,জানিনা।
কিন্তু এই ধরনের সিরিজ ফটু দেখে মনে মনে অনেক কিছু লেখা হয়ে যায়।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

মুস্তাফিজ এর ছবি

মেন কথাটাই তুলে দ্যান, আমরা শুনি

...........................
Every Picture Tells a Story

যুধিষ্ঠির এর ছবি

ভয়ে বলবো না নির্ভয়ে বলবো বুঝতে পারছি না... ছবিগুলো কেমন যেন মুস্তাফিজ ভাই সুলভ মনে হলো না আমার কাছে!

হয়তো দ্বিতীয় দিনের ছবিতে আশা পূরণ হবে।

মুস্তাফিজ এর ছবি

নিজের মতামত নির্ভয়ে বলাটাই উত্তম

...........................
Every Picture Tells a Story

জ্বিনের বাদশা এর ছবি

বাঘ কোথায়? চোখ টিপি

ছবিতে চলুক চলুক
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মুস্তাফিজ এর ছবি

বাঘ দেখেছেন শুধু লিলেনদা। হিরনপয়েন্টে। দুইটা বাঘ ছিলো সিমেন্টে বানানো।

...........................
Every Picture Tells a Story

দৃশা এর ছবি

মানুষ এইরকম ফটু তুলে কেমনে ? আমি তুলতে গেলে দেখা যায় সবকিছুই চমৎকার আইছে মাগার সাবজেক্টই আউট অফ ফোকাস। মন খারাপ

দৃশা

মুস্তাফিজ এর ছবি

সুন্দরবনে সবই সাব্জেক্ট, সুতরাং ভয় নাই

...........................
Every Picture Tells a Story

সাইফুল আকবর খান এর ছবি

ইন্ডিজেনাস জ্ঞান, বিবরণ, ছবি- সবই জবরদস্ত!
চলুক বস!

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

গুগল ইমেজে কিছু ছবি খুঁজছিলাম, হঠাৎ দেখি আরে ও! এটা কে?! আমাদের নজরুল ভাই মঠেলের লাহান পোজ় দিয়া খাড়ায় আছে না?! মূল লিঙ্ক নিয়ে এনে ফেলল এ পাতায়! আমি কিনা সযতনে সুন্দরবন পোস্ট এড়িয়ে চলি, কী আর বলব, দুঃখটা আবার বেড়ে গেল। যাউকগা, একদিন আমিও বুড়িগোয়ালিনী ধরে... মন খারাপ

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।