ব্রেকিং নিউজঃ সচলায়তন বিরোধী আন্দোলন

পরিবর্তনশীল এর ছবি
লিখেছেন পরিবর্তনশীল (তারিখ: রবি, ১৪/০৯/২০০৮ - ১০:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

ব্রেকিং নিউজঃ সচলায়তন বিরোধী আন্দোলন

১.

- আমারে তোমার কেমন লাগে- কওতো শাবনূর।
ধূসর গোধূলি চোখে যথাসম্ভব স্বপ্নালু ভাব ফোটানোর চেষ্টা করলেন। শাবনূর একটু লজ্জা পেল যেন। হিমু ভাইয়ের মেঝ শালি শাবনূরের সাথে ধূগোর হালকা পাতলা ব্যাপারটা আমার আগেই কানে এসেছিল। আজ স্বচক্ষে দেখলাম।

সেদিন রায়হান বলল...
- গোধূদা রে দেখলে শাবনূর আপার শরীরেরর বিভিন্ন অংশ কেমন লাল হয়ে যায়- খেয়াল করছস?
সন্ন্যাসীদা গেলাসে চুমুক দিতে গিয়ে হোঁচট খেলেন।
- শরীরের বিভিন্ন অংশ মানে? নাউযুবিল্লাহ মিন যালিক!
রায়হান দাঁত বের করে দিয়ে বলল...
- আরে না। আমি শরীরের দৃশ্যমান অংশগুলোর কথা বলছিলাম। ঐসব আমি ক্যাম্নে দেখব?
আমি রায়হানের দিকে সন্দেহের দৃষ্টি দিই। নিরিবিলি'র সাথে এ ব্যাপারে আলোচনা করা লাগবে।

ধূসর গোধূলি শাবনূরের সাথে বেশ অন্তরঙ্গ মুহুর্ত কাটাচ্ছিল। বারান্দার উপরে শ্রাবণ পালানো চাঁদের আলো। সেই চাঁদের আলো ধূসর গোধূলি আর শাবনূরের গায়ের ওপর এসে পড়ছে। আমি মুগ্ধ নয়নে মানুষ দুইটার দিকে তাকিয়ে থাকি। ধূগো'র চোখের আবেগ দেখে আমার চোখে জল এসে যায়। আনন্দের জল।

পৃথিবীর সবচে মধুরতম দৃশ্য হল- ধূসর গোধূলি যখন কারো শালির সাথে সময় কাটায়। তাও আবার হিমু ভাইয়ের দুই নাম্বার বউ ময়ূরী'র মেঝ বোন শাবনূর। আহা! কী মধুর।

আমি মাত্র ধূগো'র প্রেম দেখতে মজেছি। এমন সময় অরূপদা ধড়ফড় করে ছুটে আসল।
- মহিব, হিমু কোথায় রে।
- ক্যান- রুমে। ভাবীদের সাথে।
অরূপদা খেঁকিয়ে উঠলেন...
- শালা- বিয়ের পর রুম থেকে বের হওয়া ভুলে গ্যাসে। বিয়ে কী আমরা করি নাই।
- জ্বী, আপনি করছেন। আমি করি নাই।
অরূপদাকে বেশ সিরিয়াস মনে হলো।
- ফাজলামি বাদ দে। এদিকে কেস তো বিশাল খারাপ। সাড়ে সর্বনাশ হয়ে গ্যাসে।
- কী হইছে? অরূপদা।
অরূপদাকে কথা বলতে বলতে আমি আড়চোখে বারান্দার দিকে তাকালাম। ধূগোদার প্রেম কোন পর্যায়ে আছে- দেখার চেষ্টা করতে লাগলাম।
- চিঠি আসছে বেনামে। আমাদের বাড়ি নাকি বন্ধ করে দিবে। আন্দোলন টান্দোলন- ক্যাম্পিং ট্যাম্পিংও নাকি শুরু হইছে।
- ইয়াল্লা! কী বলেন?

কথাবার্তার এ পর্যায়ে এক ভরাট পুরুষ কণ্ঠের কান্নার আওয়াজ ভেসে আসল। ভ্যাঁ ভ্যাঁ করে কে যেন কাঁদছে। অরূপদা বলল...
- এটা হিমুর গলা না? ব্যাটা কাঁদে কেন? চল্‌, তো দেখে আসি।

২.

হিমু ভাইয়ের রুমের সামনে গিয়ে দেখি রুম হট করে খোলা আর হিমু ভাই বালিশে মাথা রেখে পাগলের মত কাঁদছে। কাউকে কাঁদতে দেখলে অরূপদা আবার নিজেকে সামলে রাখতে পারেন না। অরূপদার গলা ধরে আসল।
- দোস্ত। কান্দস ক্যান? কী হইছে?
কান্নার শব্দ হিমু ভাইয়ের কন্ঠস্বরকে অনেকটা ঢেকে দিল।
- দোস্ত। কোন দুঃখে যে বাংলা সিনেমার দুই নায়িকাকে বিয়ে করতে গেলাম। এই রাত দুপুরে গ্যাসে শ্যুটিং করতে। পরিচালক বলছে নাইট শ্যুটিং করা লাগবে। তাও এক পরিচালক না। যৌথ পরিচালনা।
- পরিচালক কে কে বলতো?
- আরে ঐ ব্যাটা নজরুল ভাই আর লীলেন ভাই।

অরূপদা আমার দিকে তাকালেন। চোখে দেখে বুঝা যাচ্ছে সিদ্ধান্ত নিতে পারছে না। এমনিতে বেচারার দুই বউ আজ রাতে বাড়ির বাইরে থাকবে। অনেক কষ্টে অরূপদা বললেন...
- দোস্ত শোন। তুই একটু শক্ত হয়ে বস। একটা ব্যাড নিউজ আছে।
হিমু ভাই তাকালেন। জলের জন্য চোখ দুটো আড়াল পড়ে গিয়েছে।
- আমাদের বিরুদ্ধে একটা চিঠি আসছে। বেনামে। আমাদের বাড়ি 'সচলায়তন' নাকি বন্ধ করে দিতে হবে।
- কী?

সাথে সাথে রাতে বউ হারানোর কষ্ট হিমু ভাইয়ের চোখ থেকে দূর হয়ে গেল। সত্যি এই মানুষটা সচলায়তনকে খুব বেশি ভালোবাসে। খুব খুব বেশি ভালোবাসে।

আমার কয়েক মাসের চেনা। আমার হৃদয়ের কোথায় তার জন্য একটা স্থান দিয়ে দিয়েছি। আর হিমু ভাই- অরূপ ভাই ওনারা তো এই সৌন্দর্য সৃষ্টি করেছেন। ধন্যবাদ আপনাদের।

হিমু ভাই উঠে বসলেন।
- কনফু কই? মাহবুব মুর্শেদ কই? সবাইরে ডাক্‌। একটা মীটিং করতে হবে।
আমি বললাম...
- কনফু ভাইয়ের জন্মদিন তো। তাই খাওয়া দাওয়া করছেন।

অবশেষে মীটিং বসল রাত এগারোটায়।

৩.

সময় স্বল্পতার কারণে মীটিং-এর সিদ্ধান্ত সমূহ এখানে দেয়া হলো।

* হিমু ভাই একটা শিঙালো ছড়া আর সন্ন্যাসীদা লিখবেন একটা গোল রুটি। হিমু ভাই বউ বাইরে রাত কাটানোর দুঃখে শিঙালো ছড়া লিখতে অসম্মতি জানালে সন্ন্যাসীদা একটা কামরাঙা ছড়া লিখতে হবে।

* ধূসর গোধুলি দা হিমু ভাইয়ের মেঝ শালি শাবনূরের সাথে কী কী করলেন তার বিশদ বর্ণনা আমাদের জানাবেন।

* বিষন্ন বালক সৌরভ দেখি কী লিখে?

* তারেক ভাইয়ের ব্লগর ব্লগর ট্যাগ দেয়া কবিতা অনেকদিন পায় নাই।

* কনফু ভাই এবারের জন্মদিনে মজা কেমন করলেন? হাউয়াই মিঠাই পরেরটাতে লিখে ফেলতে হবে।

* অরূপদাকে পায়ের বুড়ো আংগুল প্লাস যদি সম্ভব হয় - আপনার শহরের ললনাদের ফুটু তুলে পোস্ট করতে হবে।

* কিংকং-এর প্রবাস থেকে কই? ঐ কানাডিয়ান বালিকার কী হইল?

* আরেফীন ভাইয়ের স্মৃতি বিপর্যয় হারায়া গ্যাসে নাকি?

* লীলেন ভাই কী লিখবেন ঐটা হে আর তার খোদা ছাড়া আর কেউ কইতে পারে না।

* শিক্ষানবিস- অভিজিৎদা- ফারুক ওয়াসিফ কিংবা স্নিগ্ধা আপা একটা ব্লগ লিখেন আর ধুমাইয়া তর্ক করেন।

* আকতার ভাই- স্বপ্নাহত লিখবে ছড়া। রেন্টু মিয়া লিখবে গল্প।

* অমিত ভাইয়ের বলিউড রিভিউ!

* মুমু আপাকে সুইট দেখে কয়েকটা ইমোটিকন দিতে হবে।

ইত্যাদি ইত্যাদি।

তবে ঐ শালারে একটা গালি দিতে পারলে আনন্দ লাগত।
আমাদের বাড়িতে ভাঙন ধরাতে পারবি? সাহস কত্ত বড়!

৪.

মীটিং শেষে দেখা গেল সৌরভ ভাই আর রায়হান আবীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধূসর গোধূলি আর শাবনূর ও উধাও।
কিছুক্ষণ পর কেঁকোঁ কেঁকোঁ শব্দ আসতে লাগল। লীলেন ভাই বললেন...
- ঘটনা কী? কেঁকোঁ কেঁকোঁ করে কে?
আমরা দলবেঁধে পাশের রুমে গেলাম। একটা চেয়ারের একপাশে রায়হানের মাথা আর অন্যপাশে সৌরভ ভাইয়ের মাথা বের হয়ে আছে।

বেনামি হুমকির কথা শুনে সৌরভ ভাই আর রায়হান চেয়ারের নীচে শেল্টার নিয়েছিল। এখন বের হতে পারছে না।

আমার তীক্ষ্ণ কান কেঁকোঁ কেঁকোঁ শব্দ ছাড়িয়ে অন্য দুইটা শব্দ শুনতে পেল। একটা মেয়ে কণ্ঠের রিনরিনে হাসি- অন্যটা জার্মান প্রবাসী এক যুবকের তরল হাসি। চুপি চুপি ঘরের কোণায় গিয়ে দেখি- ধূসর গোধূলি আর শাবনূর এক চেয়ারের নীচে।

আমাকে দেখে ধূসর গোধূলি একটা ঝাড়া হাসি দিলেন।
- কাউরে কইস না। ওদের দেখাদেখি আমরাও চেয়ারের তলায় শেল্টার নিছি।

পাশ থেকে শাবনূর ম্যাডামের মিষ্টি কণ্ঠ শোনা গেল...

- আই- তুমি যা দুষ্টু না!


মন্তব্য

ঝরাপাতা এর ছবি

পোস্ট পড়ার আগে তীব্র প্রতিবাদ জানাই। কারণ ধুগো-র মুনমুন আর ময়ূরীপ্রীতির কথা স্বস্বীকৃত (গ্রে গোধুলীর অ্যানিমেটেড কবিতা দ্রষ্টব্য)। সেইখানে আপনি আবার শাবনুর-রে আনলেন ক্যালা!!!!


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

গুল্লি
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

পরিবর্তনশীল এর ছবি

এমনিতেই রোজাদার মানুষ। গুলি মারলে উপায় আছে?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

প্রকৃতিপ্রেমিক এর ছবি

রোজা থাকা অবস্থায়, কিংবা কোনো রোজাদারকে গুলি মারা নিষেধ।

ঝরাপাতা এর ছবি

হা হা হা!! জব্বর হইছে।


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

পরিবর্তনশীল এর ছবি

জেবনটাই এমন রে ভাইজান। যুগে যুগে জেবনে কত নারী আসবে।
জেবনটা বড়ই জটিল গো (দীর্ঘশ্বাস)
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সৌরভ এর ছবি

আমার চশমাটা ভাইঙা গেছে রায়হানের মাথার ধাক্কায়।

ধূসরগোধুলির সাথে শাবনুর কেনো?
নাট্যকারের ফাঁসি চাই।


আবার লিখবো হয়তো কোন দিন

পরিবর্তনশীল এর ছবি

ধূসরগোধুলির সাথে শাবনুর কেনো?

এ বিরাট ধাঁধাঁর প্রশ্ন। কী করুম? হিমু ভাইজানের শালি শাবনূর।

পাশ থেকে শব্দ টব্দ পাইছিলেন নাকি? দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

শিক্ষানবিস এর ছবি

মিটিংয়ের সিদ্ধান্ত মতন সবাই কাজ করলেই হয়।
ইদানিং আসলেই তর্ক করতে সেইরকম মজা লাগতাছে। সত্যি বলতে, এর চেয়ে মজা আর নাই। তবে মাঝখান দিয়া কেউ সিরিয়াস চেইতা না গেলেই হয়।
যা বুঝলাম, ধূগো বেশ স্বচ্ছন্দেই লিখতে পারব। কারণ, চেয়ারের তলায় তো নিশ্চয়ই খুব বেশী কিছু করতে পারে নাই। তার উপর পাশে সৌরভ রায়হান আবীর আছিল।

পরিবর্তনশীল এর ছবি

আস্তাগফিরুল্লাহ।
লাস্টের দিকে এটা তুই কী কইলি?
ভালা পুলাপাইন সব খাইস্টা হয়ে যাতিছে। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সুমন চৌধুরী এর ছবি

ধুসর গোধুলির ঘর তো ছোট! ঐখানে মুনমুন কেমনে?



অজ্ঞাতবাস

পরিবর্তনশীল এর ছবি

মুনমুন না বদ্দা। শাবনূর। শাব+নূর... শাবনূর। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সবজান্তা এর ছবি

তীব্র প্রতিবাদ। আমারে কোন মিটিং এই রাখা হইতেছে না......


অলমিতি বিস্তারেণ

পরিবর্তনশীল এর ছবি

নেক্সট টাইম আর ভুল হবেনা। আল্লাহর কসম কাইটা কইতাসি।

নেক্সট টাইম আপ্নেরে আর প্রভা আপামণিরে নিয়া একখানা গল্প লিখব সিদ্ধান্ত নিছি। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

তারেক এর ছবি

এই প্রভা কে? তোলপাড়ের মেধা হইলে তারে নিয়া যদি কেউ টানাটানি করতে আসে এক্কেরে মাইরাফেলমু !!
এই প্রভা সেই প্রভা বা হইলে ঠিকাছে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

পরিবর্তনশীল এর ছবি

জ্বী হ্যাঁ জনাব। এই প্রভা সেই প্রভা। আপনে খাইয়া ফেলানোর হুমকি দিলেও কিছু করার নাই।
ব্যাপারটা আর হাতে নাই।
উপর থেকে হুকুম চলে আসছে। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

দ্রোহী এর ছবি


শাবনুররে লইয়া ফাইজলামী করায় ব্যাপক কষ্ট পাইলাম!


কী ব্লগার? ডরাইলা?

পরিবর্তনশীল এর ছবি

বস- পাশের মাইয়াডা ক্যাডা?
আমার আবার ইকটু পছন্দ হইয়া গ্যাসে। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ধ্রুব হাসান এর ছবি

চলুক

পরিবর্তনশীল এর ছবি

হে হেঃ
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

রায়হান আবীর এর ছবি

আমারে এমন খ্রাপ রূপে উপস্থাপিত করায় মিজাজ বিলা হৈলো প্রথমে।

যাউগগা পরে মজা পাইছি। দেঁতো হাসি

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

পরিবর্তনশীল এর ছবি

তাও উপর দিয়ে গেছি, ভেতরে ঢুকি নাই। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হিমুর জোড়া বউ তাইলে শেষতক আমার বেদখলেই থাকলো? বাহ্... বেশ খুশি খুশি লাগতেছে।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি

- পরিচালকের সুখ মনে মনে চাষী নজু ভাই।
আসলে যেটা হৈছিলো আমি আপনের গলা নকল কইরা হিমুর বউগণকে ঘরের বাহির কইরা নিছি।

শাবনূরের লগে অন্তরঙ্গ শ্যুট আউটের পর এখন শুরু হইবো আসল সিনেমা। ইয়া হুবাআআআআ!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

পরিবর্তনশীল এর ছবি

অত বিলায়ের মত ফালানোর কিছু নাই। আপ্নের একার না। চোখ টিপি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

মাহবুব লীলেন এর ছবি

লীলেন ভাই কী লিখবেন ঐটা হে আর তার খোদা ছাড়া আর কেউ কইতে পারে না।

আমি আর লেখালেখিতে নাই
একটা বিজ্ঞাপনের হেডিং ঠিক করে রেখেছি কিন্তু টাকার অভাবে ছাপাতে পারছি না
এইখানে দিয়া দিলাম
আপনারা নিজ দায়িত্বে প্রচার করে দুনিয়া ও আখিরাতের সওয়াব হাসিল করেন

বাবার হোটেল আবশ্যক
হোটেলদানে আগ্রহী বাবাজিরা যোগাযোগ করেন...

পরিবর্তনশীল এর ছবি

ইয়ে লীলেন ভাই, আপ্নে এক কাজ করেন আজকের পত্রিকাটা খুইলা পঞ্চম পাতায় চোখ বুলান।
সুপুরুষ পাত্র চাইয়া বেশ কয়টা বিজ্ঞাপন থাকার কথা। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

মাহবুব লীলেন এর ছবি

আমার লগে অতো শত্রুতা কেন রে ভাই
পাত্রী মানে খাওয়ার মুখ
আর বাবা মানে মুখের খোরাক
এই পার্থক্যটাও কি বলে দিতে হবে?

অনেক খুঁজলাম কিন্তু বাংলাদেশে নিলাম ডাকার কোনা এজেন্সি পেলাম না

আমি আমার বাবার নামটা নিলামে তুলতে চাই
কেউ কিনতে চাইলে একটু আওয়াজ দিও
কমিশন দিমুনে

পরিবর্তনশীল এর ছবি

ঐ মিয়া- এইটাও বুঝেন না।
হেই পাত্রীরা বিয়া করার পর আপ্নেরে তাদের বাপের হোটেলে নিয়া যাইব। প্রাচীনকালে যাহাকে ঘরজামাই বলিয়া খোঁটা দেওয়া হইত।
আপ্নেতো হোটেলও পাইয়া গেলেন।
বাপের হোটেল।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ধুসর গোধূলি এর ছবি

- একটা ব্যানার বানানের সময় হইছে, "ধুগো নিপীড়ন রুখে দাঁড়ান"

আমার এক কালের পছন্দের নাইকারে আমার লগে চেয়ারের তলে নিয়া লুকাইয়া রাখলো পরিবর্তনশীল। আর এইটা দেইখা বদ্দা কয় আমার ঘর বলে ছোট! তার মানে কি বদ্দা পরের কইবো যে তার ঘরটা কিঞ্চিৎ বড় আছে। অতএব, কী দাঁড়াইলো- মুনমুন, ময়ূরী আর শাবনূররে তার ঘরে পাঠানো হোক! এইটা কি মাইন্যা নেওয়া যায়? মন খারাপ

বদ্দার ব্যাপারটা নাহয় নেগোসিয়েশনের মধ্যে নিয়া আসলাম, কিন্তু এই যে মাঝখান থাইক্যা মেম্বর সাব উঁকি মারলো, তার কী হৈবো! ব্যাটায় এতোদিন ধইরা সচলে আসে না আর আইজকা কয়েক মিনিটের লাইগা শাব-নূররে পাইয়া ইট্টু মৌজ মাস্তি করুম তা-না, আইসাই বিরাট এক সাইনবোর্ড লইয়া হাজির। এইটা বলে তার কাল্পনিক কাবিন-নামা।

দুঃখে পরানডা ফাইট্টা যাইতাছেগা। আপনা আপনা মানুষগুলা খালি আমার হৈতেপারেকিংবাহৈতেপারতো বউদিগকে লইয়া টানাটানি করবার চায়! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

পরিবর্তনশীল এর ছবি

গুরু পয়েন্ট বাই পয়েন্ট আগানো যাক। কী বলেন? বদ্দা তো ফার্স্টেই বিরাট ভুল কইরা ফেলছে। মুনমুন না ময়ুরী রে টাইনা আনছে। আরে ঐ দুইটা তো হিমু ভাইয়ের বউদ্বিগ।

গুরু শুনিতে পাইলাম। শাবনূর ভাবীসাবের নাকি একডা ছূড ভইন আছে। শাবজান না কী যেন নাম? গুরু হের ফুন নাম্বারটা আপ্নের কাছে আছে নাকি?

না। আপ্নের দুঃখের কথা তারে একটু শুনাইতাম। শুনছি শাবজান মাইয়া হিসেবে অত্যাধিক ভাল।

যৌবনে বাংলাদেশ টিলিভিশনে তার কয়েকটা মারহাবা মার্কা ছিনেমা দেখেছিলাম।

ফুন নাম্বারটা একটু দ্যান না গুরু।
অন্তত ইমেইল এড্রেসটা।
ছুড ভাই কানতাছে গো গুরু। কানতাছে।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সাবজান? খাইছে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পরিবর্তনশীল এর ছবি

কী ভাইজনা। শাবজানের নাম শুইন্যা আপ্নে আঁতকে উঠলেন ক্যান? ঘটনা কী? চোখ টিপি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আমি পরোপকারী মানুষ, জনাব গোধূলি।
আপনার ব্যানারে বানান-টানানের একটু সমস্যা দেখে সাহায্য করতে আসলাম। ব্যানারটা শুদ্ধ বানানে লিখলে হবে এইরকম.."ধুগো নিপীড়নে জনগণ একই পতাকাতলে সমবেত হউন।"
এইবার ছাড়েন দশ টেকা। দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নিরিবিলি এর ছবি

সেরকম গড়াগড়ি দিয়া হাসি
নায়িকা কি আর ছিল না?? দুই একটা নায়িকা হাতে রাখলা কেন?

পরিবর্তনশীল এর ছবি

দুই একটা নায়িকা হাতে রাখলা কেন?

হাতে রাখলা কেন মানে? আস্তাগফিরুল্লাহ। কাইলকের রোযাটা হালকা হইয়া গেল। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নিরিবিলি এর ছবি

মাত্র দুইটা নায়িকা বিয়া করলো তাই...
চার পাঁচটা থাকলে সবগুলা একসাথে স্যুটিং এ যাইতো না আর কান্নাকাটিও লাগতো না। আহারে...

পরিবর্তনশীল এর ছবি

তখন লাভের উপর লাভ হবে নজরুল ভাই পাঁচটারেই নিয়া ফুটবে। বুঝলা?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নিরিবিলি এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

ধুসর গোধূলি এর ছবি

- নজু ভাই বয়স্ক মানুষ। এতো ধকল তার সইবে কি? আমি তার হৈতে চাইছিলাম ভায়রা ভাই, তার এই বিপদের দিনে আমিই নাহয় আগায়া আসলাম। আপনে বিসমিল্লাহ বুইলা শুরু করেন, নেন লন এইবার চাইর পাঁচটা নায়িকার লগে আমাগো হিমুর বিয়া দিয়া দেন। কবুল!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

পরিবর্তনশীল এর ছবি

কিন্তু যারে বিয়া দিমু হেই কই? বউরা রাতে ছিলনা বইল্যা এখনো কনতাছে নাকি?
আমার তো কুন আপত্তি নাই। শুভ কাজে আমার কোন অমত নাই। দেঁতো হাসি
শালিদের কী হবে?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতিথি লেখক এর ছবি

মজা!!! তয় মিটিং এ আফনে কি বিষয়ে লিখবেন সেই সিদ্ধান্তটা আমাদের জানাইতে মনে হয় ভুইলা গেছেন দেঁতো হাসি

কল্পনা

..........................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

পরিবর্তনশীল এর ছবি

দেঁতো হাসি আমি আবার কী নিয়া লিখুম? কইয়া দ্যান।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতিথি লেখক এর ছবি

আফনে তো অনেক গুলান পুরানা গল্পের সমাপ্তি না টাইনা আমাগো ঝুলাইয়া রাখছেন। ঐ গুলান শেষ করেন...........আপাতত এতেই চলবে।

কল্পনা

............................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

পরিবর্তনশীল এর ছবি

হে হেঃ
থাক ওসব কথা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍পরিবর্তনশীল আবার ফর্মে দেখে ভীষণ ভালো লাগছে।

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍সচলায়তন বিরোধী আন্দোলনের প্রধান উদ্যোক্তা মহামান্য বুল শিট (অরূপের ব্লগ দ্রষ্টব্য) বর্তমানে এমতাবস্থায় রহিয়াছেন বলিয়া খবর পাওয়া গিয়াছে -

পুনশ্চ. "দূরে গিয়া মর"-এর ইমো পাইসি। কিন্তু কোথায় ব্যবহার করুম, বুজতাসি না...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

পরিবর্তনশীল এর ছবি

চিন্তায় ফালায়া দিলেন। এই ইমো কই ব্যবহার করা যায়?
শ্রদ্ধাভাজন মহাজ্ঞানী লীলেন ভাই ছাড়া এই সমস্যার সমাধান করা যাবে না। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

রায়হান আবীর এর ছবি

একটা ব্লগ লিখছি। সেইখানে এই ইমোটা দেওয়া যাইতে পারে।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

পরিবর্তনশীল এর ছবি

বিসমিল্লাহ বইলা দিয়া দে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

পরিবর্তনশীল এর ছবি

নিশ্চয়ই আপনার ইমো বানানোর কোন টেকনিক আছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍তা তো আছেই চোখ টিপি

মনে হয়, ইতিহাসে আমিই প্রথম বাংলা ইমো ব্যবহার করসি (এর আগেও কয়েকবার দিসিলাম)!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

পরিবর্তনশীল এর ছবি

আস্‌সালামুয়ালাইকুম ইয়া রহমতুল্লাহ। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍খালি মশকরা! চোখ টিপি

এই দ্যাখেন, আপনের লাইগা ইমো বানানোর টেকনিক।

এইবার বুচ্ছেন?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
শেষ বিচারের আসরে উকিল নিয়োগের ব্যবস্থা না থাকলে ক্যাম্নে কী!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

পরিবর্তনশীল এর ছবি

এইগুলা ক্যাম্নে দেখান?
আপ্নেরে ঈদ মোবারক। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ইশতিয়াক রউফ এর ছবি

আস্তে ব্রাদার, আস্তে। রয়েসয়ে। ইজি থাকতে হবে। নয়তো বলবে ড্রামা করি!

পরিবর্তনশীল এর ছবি

ঐ ধূগোদা, আপ্নেরে রয়েসয়ে করতে কয়। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অনিকেত এর ছবি

তুখোড়

পরিবর্তনশীল এর ছবি

জ্বী হ্যাঁ। উনি যে তুখোড় ঐটা তো আগে থেকেই জানা কথা। শাবনূর ম্যাডামও কম তুখোড় না। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

দেবোত্তম দাশ এর ছবি

মজার হয়েছে
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

পরিবর্তনশীল এর ছবি

দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

এলোমেলো ভাবনা এর ছবি

মজাক মজাক দেঁতো হাসি


হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই,

দুইকে আমি এক করি না এক কে করি দুই৷

পরিবর্তনশীল এর ছবি

দেঁতো হাসি :D
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

তারেক এর ছবি

দুঃখ দুঃখ লাগে মন খারাপ
আমিও একটা চেয়ারের তলায় লুকাইতে চাই। আছে কোন বালিকা?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

পরিবর্তনশীল এর ছবি

ক্যান? চারুকলায় গিয়া টাংকি মারনের কী হইল? দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

আনিস মাহমুদ এর ছবি

টেলিভিশনের বিজ্ঞাপনে দেখছিলাম, নায়িকা বিয়া করতে হইলে প্যানথার ইউজ করতে হয়। হিমু ভাই যে দুই নায়িকা সামলাইতেছে (মানে হিমু ভাইয়ের পক্ষে পরিচালকরা সামলাইতেছে), এই ঘটনার পিছনে যে ব্র্যান্ড ভূমিকা রাখছে, সেইটার নাম কী?

.......................................................................................
Simply joking around...

পরিবর্তনশীল এর ছবি

আমি তো এখনো ছুড! আমি ক্যামনে কমু?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

স্বপ্নাহত এর ছবি

ছুড মানুষ করে কম, কিন্তু জানে বেশি দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

কীর্তিনাশা এর ছবি

এত মজা লাগে ক্যা ?? দেঁতো হাসি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পরিবর্তনশীল এর ছবি

ঘটনা ঘটাইল আরেকজন। আপ্নে এতো মজ পান ক্যা? দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অবাঞ্ছিত এর ছবি

খাইছে... এমুন মিটিং হইলে আমিও আইতে চাই!! .. খালি নায়িকারাই আয়ে মামু? এক্সট্রা রা নাই? চামে দিয়া বামে না হয় ভিলেন হয়া গেলাম.. হে হে ।

I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

পরিবর্তনশীল এর ছবি

ভিলেনের অভাব আছে নাকি? আপ্নে মাঝখান থেইকা ভিলেন হইতে চান। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

মুশফিকা মুমু এর ছবি

হাহাহাহাহা গড়াগড়ি দিয়া হাসি দারুন মজার লিখস হাসতে হাসতে পরে গেলাম
গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

পরিবর্তনশীল এর ছবি

এই একটা পুরানা ইমো দিয়া চলে গেলেন?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

মুশফিকা মুমু এর ছবি

হিমু ভাই এবং ওনার দুই নায়িকা বউ -
ধু-গো ভাই ও শাবনুর -
পরিবর্তনশিল আর ... -
কনফু ভাইয়া ওনার জন্মদিনের পার্টিতে -
সচলের সবাই কনফু ভাইয়ার জন্মদিনের পার্টিতে -
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

পরিবর্তনশীল এর ছবি

ভালৈতো শিখছেন ইমো দেয়া। কৈত্থেকে পাইলেন? আমি তো খালি দেঁতো হাসি আর হাসি ছাড়া আর কিছুই দিতে পারি না।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

স্নিগ্ধা এর ছবি

মুমু, এসব দারুণ ইমো কোত্থেকে পেলেন???

মুশফিকা মুমু এর ছবি

সৌরভ আর আবীর চেয়ারের পিছনে লুকায়ে -
সন্ন্যাসী ভাই কনফু ভাইয়ার পার্টিতে -
সচলের থ্রেটকারি থ্রেট লেটার ইমেইল করার পর -
অরুপ ভাইয়া থ্রেটকারির আইপি এড্রেস ট্রেইস করার পর মেট্রিক্সের নিওর মত ওর বাসায় গিয়ে -

********
স্নিগ্ধা আপু সব পেয়েছি এই লিংকে www.clipartof.com
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সুলতানা পারভীন শিমুল এর ছবি

দারুণ সব ইমো, মুমু !
একদিকে সন্ন্যাসীজি, আরেকদিকে মুমু।
আর আমরা জনগন দুই-তিনটা ইমো নিয়া জীবন পার করি। মন খারাপ

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

রেনেট এর ছবি

সবাই দেখি খালি ইমো মাস্তানি করে
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অমিত আহমেদ এর ছবি

আমাদেরকে শুধু লেখার দায়িত্ব দেয়া হয়। এইসবের কি মানে? মানে কি? কি মানে? আমরা কি দুই-একটা নাইকা পাইতে পারি না? যত্তোসব!


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

পরিবর্তনশীল এর ছবি

ঐ মিয়া লেখক মানুষ- লেখালেখির কথা চিন্তা করেন। হে আবার নাইকা চায়- তাও একটা না দুই একটা।
আহ্‌লাদ দেখে আর বাঁচি না।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অমিত আহমেদ এর ছবি

এই দিন দিন না আরও দিন আচে
বুঝছো পরিবর্তনশীল?
এই দিনেরে নিবো সেই দিনেরও কাচে


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

স্নিগ্ধা এর ছবি

আর, আমি কি খালি বিতর্কই করি? মন খারাপ

আমাকে খাওয়া দাওয়া, মানে শুধু খাওয়ার দায়িত্বে রাখলেও হতো?

পরিবর্তনশীল এর ছবি

ঐদিন খাওয়াদাওয়ার কোন আয়োজন ছিল না। সুতরাং তর্কই ফাইনাল। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতন্দ্র প্রহরী এর ছবি

ব্যাপক মজা পাইলাম! দেঁতো হাসি
আল্লায় তোমার মাথা কি দিয়া ভইরা দিসিলো কও তো! চিন্তিত
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

স্বপ্নাহত বালক এর ছবি

মাইয়া দেঁতো হাসি

পরিবর্তনশীল এর ছবি

তোর কথা জিজ্ঞেস করে নাই তো। আমার কথা জিজ্ঞেস করছে । দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতন্দ্র প্রহরী এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

স্বপ্নাহত এর ছবি

ফোনে বিজি ছিলি দেইখা তুই ই না আমারে তোর হয়ে উত্তরটা দিয়া দিবার কইলি।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা
অনেক অনেক দিন পর সেই পরিবর্তনশীল !
জটঠিল লাইগলো...দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

পরিবর্তনশীল এর ছবি

হে হে হে।
বালিকা দেখি দাঁত বাইর কইরা হাসে। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

স্বপ্নাহত এর ছবি

এইবার দাঁত বন্ধ হইসে। দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

অনিন্দিতা এর ছবি

উফ্ পরিবর্তনশীল তুমি তো দেখি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছ!
এত মজার লেখা আর কমেন্ট! অন্যদের সাথে দেখি আবার স্বপ্নাহত ও যোগ দিয়েছে। দারুণ।

পরিবর্তনশীল এর ছবি

হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ভূঁতের বাচ্চা এর ছবি

বেশী পরিবর্তনের চিন্তা করতে গিয়াই এমন অবস্থা তোমার।
আগেই কইছিলাম বেশী বাড়া ভালোনা।
এখন বোঝ ঠ্যালা, না এট্টু অপেক্ষা কর।
তোমার জন্য স্ক্রু খুঁজতাছি, তোমার গুলান পইরা গেছে বুঝতাছি।

আচ্ছা পোস্টারের বালিকার নাম তো বইলা গেলনা দ্রোহীদা, এদিকে আমারো কেমন কেমন জানি ভাল লাইগে গেলগা। লাগলে ভিলেন হইয়া তুইলা নিয়া জামুনে।

লেখা অসাধারণ হয়েছে। খুব খুব ভাল লাগল পরিবর্তনশীল।

--------------------------------------------------------

পরিবর্তনশীল এর ছবি

স্ক্রু খুঁইজা পাইলে কয়েকটা এক্সট্রা রাইখেন আমার জন্য। কয়েকজনরে আমারও টাইট দেয়া লাগবে। দেঁতো হাসি

ঐ বালিকার দিকে দৃষ্টি দিলে আমি ফাঁসিতে ঝুলব। দেঁতো হাসি

ধইন্যাবাদ। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।