ডানাওয়ালা মানুষের গল্প

উজানগাঁ এর ছবি
লিখেছেন উজানগাঁ (তারিখ: রবি, ২২/০৮/২০১০ - ৭:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

Mustafiz Bhai

মানুষের ডানা থাকে এবং এই গল্প আমি ছোটবেলায় শুনেছি। হাত-পা ছাড়াও দুইটা ডানা তাদের। ঐ গুলা দিয়া তারা যেখানে খুশি উড়ে বেড়ায়। হঠাৎ খুব প্রিয় কোনো মানুষকে দেখতে ইচ্ছে হলে চোখের পলকে তারা সেখানে পৌঁছে যেতে পারে।

ছোটবেলায় সেই গল্প শুনে আমি ডানাওয়ালা মানুষ হতে চেয়েছিলাম। কিন্তু ডানাওয়ালা মানুষ হওয়া কি আর এত সহজ? চাইলেই কি আর ডানাওয়ালা মানুষ হতে পারে কেউ?

বড় হয়ে আবিষ্কার করলাম বড়-বড় দুটি ডানার পাশাপাশি তাদের বিশাল একখানা হৃদয়ও থাকে। আশে-পাশের মানুষকে তারা তাদের বিশাল হৃদয়খানা দিয়ে আগলে রাখে ঝড়ে--দূর্দিনে।

এরকম কিছু ডানাওয়ালা মানুষ প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। তারা তাদের বিশাল দুইটি অদৃশ্য ডানা দিয়ে আমাদের আগলে রাখে সবসময়।

শুভ জন্মদিন মুস্তাফিজ ভাই। এইমূহুর্তে আপনার বিশাল ডানাগুলো আমাদের জন্য খুব জরুরি।

ছবি: অনিন্দ্য কবির অভীক


মন্তব্য

সুরঞ্জনা এর ছবি

শুভ জন্মদিন মুস্তাফিজ ভাই।
আর ধন্যবাদ উজানগাঁ, অসম্ভব সুন্দর এই পোস্টের জন্যে। হাসি

............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

স্তব্ধ এর ছবি

শুভ জন্মদিন!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হা হা হা.. দারুণ উপমা। শুভ জন্মদিন বুড়া ভাই হাসি

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন!

তিথীডোর এর ছবি

'ডানাওয়ালা মানুষেরা' নামে সৈয়দ ইকবালের লেখা একটা দারুণ গল্প আছে...

শুভ জন্মদিন প্রিয় ফটুশিল্পী! (তালিয়া)
পোস্টের জন্য ধন্যবাদ শাওনদা! হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আলমগীর এর ছবি

কী সুন্দর ছবি।
শুভ জন্মদিন মুস্তাফিজ ভাই।
আজকেই আপনার নামটা দেখলাম "মেট্রোপলিটন ইউনিভার্সিটির" ক্যালেন্ডারের ছবির পাশে।

অনুপম ত্রিবেদি এর ছবি

শুভ জম্মদিন ... বিশাল হৃদয়ের বুড়া ভাই ...

বেটা উজান-ভাটি, তুই আমার মাথা খারাপ কইরা দিছস। আমার জ্বর হইলেই আমি উড়ি ... আইজ গায়ে খুব জ্বর ... তার মধ্যে তোমার এই লেখা ... ... 'গোলাপি স্রোত' খাওয়া ছাড়া কুনু উপায় নাইক্কা ... ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

শান্ত [অতিথি] এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা মুস্তাফিজ ভাই।

অনুপম দা, হেহেহেহেহে,গোলাপি স্রোত একা একা খাইবেন?

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন গুরু।


কি মাঝি, ডরাইলা?

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন বিশাল ডানাওয়ালা-গুরু।
আর শাওন দ্যা বস্‌, আপনার কথা আর কী বলব.........

- বুদ্ধু

আকতার আহমেদ এর ছবি

শুভ জন্মদিন মুস্তাফিজ ভাই।

শাহেনশাহ সিমন এর ছবি

শুভ জন্মদিন মুস্তাফিজ ভাই।
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

মাহবুব লীলেন এর ছবি

শুভ জন্মদিন মুস্তাফিজ ভাই

পুতুল এর ছবি

শুভ জন্মদিন বস।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন মুস্তাফিজ ভাই

অনন্ত

জাহামজেদ এর ছবি

শুভ জন্মদিন...

________________________________
বৃষ্টির মধ্যে রোদ হয়ে তুই
পাতার গায়ে নাচ
কষ্টের রঙে সুখ হয়ে তুই
আমার মাঝে বাঁচ...

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

বইখাতা এর ছবি

দারুণ সুন্দর ছবি!

শুভ জন্মদিন।

neazahmed এর ছবি

শুভ জন্মদিন মুস্তাফিজ ভাই।

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন, মুস্তাফিজ ভাই।

পলাশ রঞ্জন সান্যাল

নিবিড় এর ছবি
অতিথি লেখক এর ছবি

জন্মদিনের নিরন্তর শুভেচ্ছা...

অদ্রোহ।

ওডিন এর ছবি

একবার তো বলছি- কিন্তু শাস্ত্রে বলেছে অধিকন্ত ন দোষায় হাসি
শুভ আবির্ভাব দিবস হে আলোকবাবা।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

হিমু এর ছবি
ধুসর গোধূলি এর ছবি

ডায়াপার দিবসের শুভেচ্ছা আমার প্রিয় 'বাউল' ভাই।
গান পারেন না তো কী হৈছে। চুল তো আছে। বাউলের মতো দুইটা ঝাকি দিতে পারলেই হৈলো। আল্লা ভরসা।



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

মূলত পাঠক এর ছবি

শুভ জন্মদিন মুস্তাফিজ সাহেব!

তাসনীম এর ছবি

শুভ জন্মদিন মুস্তাফিজ ভাই।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সৈয়দ আফসার এর ছবি

শুভ জন্মদিন মুস্তাফিজ ভাই।
শাওন তোকেও ধন্যবাদ।
_________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

শুভাশীষ দাশ এর ছবি

শুভ জন্মদিন।

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

লুৎফর রহমান রিটন এর ছবি

জন্মদিনে আটলান্টিকের এপার থেকে অনেক অনেক শুভ কামনা মুস্তাফিজ ভাই।

উজানগাঁ-র লেখাটাও চমৎকার।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন মুস্তাফিজ ভাই।
অনেক অনেক শুভকামনা!

কাজী মামুন

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ সবাইকে।
হুম সত্যই যদি একটা ডানা থাকতো আমার।

ধন্যবাদ শাওন, ছবিটা আসলেই সুন্দর, পেনাং এর এই দেয়ালের উপর অভিক মাতিসের একটা ছবি তুলেছিলো, সেটাও অদ্ভুত ছিলো।

...........................
Every Picture Tells a Story

দেবোত্তম দাশ এর ছবি

শুভ জন্মদিন মুস্তাফিজ ভাই।
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

কৌস্তুভ এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা, মুস্তাফিজ ভাই। একটু দেরি হয়ে গেল।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কিছু মানুষ আছেন যাঁদের মত জীবন কেবল স্বপ্নেই যাপন করা সম্ভব। কিছু মানুষ আছেন যাঁদের গুণ আর অভিজ্ঞতা দেখলে মনে হয় প্রকৃতি এত একচোখা কেন? কেন কেউ কেউ সবকিছু দু'হাত ভরে পাবেন! কিছু মানুষ আছেন যাঁদের কৃতি আর কীর্তির জন্য ঈর্ষা করাও সম্ভব না। মুস্তাফিজ ভাই অমনই একজন মানুষ। এমন একজন মানুষ যে আমাদের মাঝেই আছেন সেটা ভাবতেও ভালো লাগে।

শুভ জন্মদিন মুস্তাফিজ ভাই। আমাদের এই ভালো লাগা আরো বহু বহু বছর টিকে থাকুক।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তিথীডোর এর ছবি

কিছু মানুষ আছেন যাঁদের মত জীবন কেবল স্বপ্নেই যাপন করা সম্ভব। কিছু মানুষ আছেন যাঁদের গুণ আর অভিজ্ঞতা দেখলে মনে হয় প্রকৃতি এত একচোখা কেন? কেন কেউ কেউ সবকিছু দু'হাত ভরে পাবেন! কিছু মানুষ আছেন যাঁদের কৃতি আর কীর্তির জন্য ঈর্ষা করাও সম্ভব না। মুস্তাফিজ ভাই অমনই একজন মানুষ।

হ।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

Kuhu Mannan এর ছবি

হাসি

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

শুভ জন্মদিন মুস্তাফিজ ভাই।
আপনাকে ঢাকাতে অনেক মিস করি আমরা মন খারাপ

---------------------
আমার ফ্লিকার

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।