Warning: Creating default object from empty value in theme_img_assist_inline() (line 1488 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/img_assist/img_assist.module).

বাবান, এই পোস্টটা তোমার জন্য

ষষ্ঠ পাণ্ডব এর ছবি
লিখেছেন ষষ্ঠ পাণ্ডব (তারিখ: শুক্র, ১৭/০৭/২০০৯ - ১২:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একজন নারী গর্ভধারণ করতে পারেন। একজন পুরুষ তা পারেন না, সেটি তাদের সীমাবদ্ধতা। দুটি আধখানা কোষ থেকে একটা কোষ সৃষ্টি হওয়া থেকে একজন পূর্ণাঙ্গ মানুষকে পৃথিবীর আলো দেখানোর প্রতিটি ধাপ একজন নারী পলে পলে অনুভব করেন তার শরীরে, মনে, মগজে। নারীর এই দীর্ঘ, বিচিত্র ও বহুমূখী অনুভূতির কথা টুকরো টুকরো ভাবে হলেও আমরা পাই নারীর জবানীতে অথবা পরের মুখে ঝাল খাওয়া পুরুষের জবানীতে।

স্বাভাবিক প্রক্রিয়ায় একজন নারী যখন মা হন তখন তার সাথে একজন পুরুষ বাবা হন। গর্ভধারণের নিশ্চিত সংবাদ পাওয়া থেকে সন্তানের মুখদর্শন পর্যন্ত মায়ের অনুভূতির পাশাপাশি বাবারও থাকে দীর্ঘ, বিচিত্র ও বহুমূখী অনুভূতি। কিন্তু সন্তানের মুখদর্শনের আনন্দের কথা ছাড়া তার আগের প্রায় ২৯০ দিনে বাবার অনুভূতি সম্পর্কে আমরা তেমন কোন লিখিত বিবরণ পাই না। অথচ আমাদের মধ্যে যাদের এই অভিজ্ঞতাটি আছে তারা জানেন এই অভিজ্ঞতা কত অনন্য। যারা বড় লেখক তাদের কাছ থেকে আমরা ছোট-বড় অনেক ধরণের অনুভূতির কথা জানতে পেরেছি। কিন্তু এই ব্যাপারটিতে তাদের কলম অচল। কী জানি বড় লেখকেরা ভালো বাবা হন কীনা, যদিও ভালো বাবা হবার সাথে লেখকসত্ত্বার কোন বিরোধ থাকতে পারে না।

আমি লেখক পদবাচ্য নই, তবু আমি অনেকবার চেষ্টা করেছি এই ব্যাপারে কথা বলার। কিন্তু কিছু ক্ষেত্রে ভাষার দুর্বলতা, কিছু ক্ষেত্রে সঙ্কোচ, কিছু ক্ষেত্রে অপ্রকাশের ভার আমাকে ব্যর্থ করেছে। বাবা হবার পরের অনুভূতিও কিছুমাত্র কম নয়। প্রতিদিন প্রতি মুহূর্তে সেখানে নতুন নতুন অসামান্য সব অভিজ্ঞতা হয়। শঙ্কা, ভয়, উৎকন্ঠার চাইতেও সেখানে আনন্দের ভাগ এত বেশি যে বাকিরা সেখানে ম্লান।

যারা গ্রেগর ইয়োহান মেন্ডেলের বংশগতির সূত্র পড়েছেন অথবা যারা পড়েননি তারা সবাই অবাক বিস্ময়ে নিজেদের সন্তানের মাঝে নিজেদের প্রতিফলন দেখে অবাক হন। জানা সত্যকে এই বার বার আবিষ্কার যে কত অপার আনন্দের, অন্যকে তা দেখানোতেও যে কত আনন্দ, নিজেদের মধ্যে তা নিয়ে বার বার কথা বলাও যে কত আনন্দ তা কী করে বোঝাবো?

**************************************************************

যেদিন থেকে আমরা নিশ্চিতভাবে জানলাম তুমি আসছো আমাদের আনন্দের দিনের শুরু সেদিন থেকেই। মাঝের কথাগুলো বলে বোঝানোর ভাষা আমার নেই তাই বিস্তারিত বলতে পারছিনা। তবে তুমি আসার পর তোমার চুল, ভুরু, চোখ, ঠোঁট এমনকি পায়ের আঙ্গুল পর্যন্ত দেখে যখন সেখানে আমরা আমাদের খন্ডিত খন্ডিত অস্তিত্ব দেখতে পেয়েছি সেদিন আমরা নতুন মহাদেশ আবিষ্কারের আনন্দ পেয়েছি। তোমার হাঁটা-দৌড়ানো, তোমার কথা বলা বা রাগ করার ভঙ্গী, তোমার পছন্দ-অপছন্দতেও আমরা আবিষ্কার করেছি আমাদের আর আমাদের অন্য প্রিয়জনদের।

প্রথমবার যখন তোমাকে নিয়ে মিষ্টির দোকানে গিয়েছিলাম সেদিন কথা বলতে না পারলেও আঙ্গুল তুলে দেখিয়েছিলে তোমার পছন্দের মিষ্টি কোনটি। অবাক করা ব্যাপার যে সেই মিষ্টিটা তোমার মায়েরও সবচে’ পছন্দের। অথচ তোমার মা সেখানে ছিলেন না, আর তুমি কোন মিষ্টির নাম জানা দূরে থাক ভালো করে কথা বলেও পারতেনা। সেদিন টের পেয়েছিলাম বংশগতি কী অসম্ভব শক্তিশালী ব্যাপার। এমন অসংখ্য গল্প করতে পারি তোমাকে নিয়ে।

এখনো তুমি এতটাই ছোট যে তোমাকে আমাদের গভীর অনুভূতিগুলোর কথা তোমাকে বলতে পারি না। তবে একদিন নিশ্চিতভাবে জানবে বিরুদ্ধ স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কী অসীম মমতায় তোমাকে আমরা বড় করে তুলেছি। কারণ, তুমি আছো বলেই আমরা একজন পুরুষ বা নারী অথবা একজন মানুষ হিসেবে পূর্ণতা পেয়েছি। আজ তোমার জন্মতিথিতে কামনা করি আমাদের পাওয়া যেন এই পূর্ণতাতেই সীমাবদ্ধ না থাকে। বড় হয়ে একজন মমতাময়, সৎ , বিনয়ী, জ্ঞানপিপাসু মানুষ হও। তোমার মানবিক গুণাবলীর প্রকাশ যেন আমাদের সবার গর্বের কারণ হয়।


মন্তব্য

নিবিড় এর ছবি

শুভ জন্মদিন বাবান হাসি বাবার ইচ্ছে মত একজন সৎ, মমতাময়, জ্ঞানপিপাসু, বিনয়ী মানুষ হও।
পান্ডবদা দারুন লাগল আপনার কথা গুলো


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

যুধিষ্ঠির এর ছবি

শুভ জন্মদিন পাণ্ডবপুত্র! ভালোমানুষ হয়ে বেড়ে ওঠো।

মৃদুল আহমেদ এর ছবি

বাবান, বাবার মতো হও...
আর এই লেখাটা জমিয়ে রেখো। একদিন তুমি যখন বাবা হবে, তখন এই লেখার প্রতিটি লাইন তোমার কাছে মনে হবে বেদবাক্যের মতো।
এই লেখা তোমার সন্তানকেও পড়তে দিয়ো। তোমার বাবার, তোমার পরিবারের ভালোবাসার স্রোতকে এভাবেই ধরে রেখো।
তোমার সঙ্গে যখন দেখা হবে, চেষ্টা করব তোমার পছন্দের মিষ্টিটা তোমার জন্য নিয়ে আসতে। জন্মদিনের শুভেচ্ছা। অনেক ভালো থেকো।
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

তানবীরা এর ছবি

কারণ, তুমি আছো বলেই আমরা একজন পুরুষ বা নারী অথবা একজন মানুষ হিসেবে পূর্ণতা পেয়েছি। আজ তোমার জন্মতিথিতে কামনা করি আমাদের পাওয়া যেন এই পূর্ণতাতেই সীমাবদ্ধ না থাকে।

সত্যিই সত্যিই তাই।

বাবানকে জন্মদিনে অনেক অনেক অনেক ভালোবাসা জানালাম। বড় হও মানুষ হও, চাঁদ সূর্যের আলো হও। চন্দ্রমল্লিকার শুভেচ্ছা তোমার জন্য সোনা।

সব ভালো লোকেরা জুলাই মাসে জন্মায় ঃ)

ষষ্ঠদা, আজকে আমার মেয়ের বাৎসরিক রিপোর্ট দিয়েছে স্কুলে থেকে। টীচার লিখেছে, তুমি একটা উদাহরন দেয়ার মতো বাচ্চা, আমরা তোমাকে নিয়ে গর্বিত। আনন্দে আমার চিৎকার করতে ইচ্ছে করছে, কেঁদেও ফেলেছি। এত্তো ভালো লাগে কেনো?

---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ইশতিয়াক রউফ এর ছবি

সব ভালো লোকেরা জুলাই মাসে জন্মায় ঃ)

জর্জ ডব্লিউ বুশ... জুলাই ৬, ১৯৪৬... চোখ টিপি

বাবানের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মুস্তাফিজ এর ছবি

সব ভালো লোকেরা জুলাই মাসে জন্মায় ঃ)

ইরানের আলী খোমেনীও আছে ঃ)

তবে অনেক বিখ্যাত মানুষ আছেন

...........................
Every Picture Tells a Story

মৃদুল আহমেদ এর ছবি

তানবীরা আপা, খুবই ভালো লাগল শুনে। আপনার মেয়েকে আমার আদর।
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

ফকির লালন এর ছবি

মানুষের মতো মানুষ হয়ে উঠুক, এই প্রার্থনা করি।

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন বাবান!!
পান্ডব দা, অসামান্য লেখা!!!
আপনার এই অকৃত্রিম অনাবিল অনুভূতি চিরস্থায়ী হোক---এই কামনা

সাইফ তাহসিন এর ছবি

অসাধারণ, শুভ জন্মদিন বাবান, খুবই মায়াময় ছবিটি দেবার জন্যে পান্ডবদাকে ধন্যবাদ

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ধুসর গোধূলি এর ছবি
আহমেদুর রশীদ [অতিথি] এর ছবি

বাবানের জন্য শুভেচ্ছা

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন, বাবান! রবীন্দ্রনাথ, জীবনানন্দ কন্ঠস্থ মা, আর প্রখর বুদ্ধিমান বাবা তোমার - নিশ্চিত জানি তুমিও চমৎকার একজন মানুষ হয়ে বেড়ে উঠবে হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বাবানের জন্য শুভেচ্ছা
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

বিপ্রতীপ এর ছবি

শুভ জন্মদিন, বাবান!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অনেক আদর, শুভকামনা...
____________
অল্পকথা গল্পকথা

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বড় হও, ভাবুক হও, চিন্তা করো সবকিছু নিয়ে। এ আমার মাগনা উপদেশ।

মেনডেলের সূত্রের কথা আর কি বলব ভাই, আমিও চকলেট খাইনা, মেয়েও চকলেটের কোনকিছু খায়না। এসব দেশে এরা সব কিছুতেই আবার চকলেট দেয়। এমনকি চকলেট দিয়ে নাকি শরীরও ম্যাসাজ করে। তাজ্যব কান্ডকারখানা।

মামুন হক এর ছবি

শুভ জন্মদিন বাবান!!

সচল জাহিদ এর ছবি

শুভ জন্মদিন বাবান।

-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

রণদীপম বসু এর ছবি

বাবানের জন্য অনেক অনেক আদর ও ভালোবাসা।

লেখাটায় মন ছুঁয়ে গেলো পাণ্ডব দা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানভীর এর ছবি

এই তো একটা দামী মানুষ পাওয়া গেছে আমার সাথে একই দিনে জন্মেছে দেঁতো হাসি
বাবান সোনা, শুভ জন্মদিন।

মুস্তাফিজ এর ছবি

শুভ জন্মদিন বাবান

...........................
Every Picture Tells a Story

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন বাবান সোনা।

আকতার আহমেদ এর ছবি

শুভ জন্মদিন, বাবান! অনেক অনেক আদর তোমার জন্য।

পুতুল এর ছবি

শুভ জন্মদিন বাবান।
আনন্দে কাটুক প্রতিটি দিন।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সুলতানা পারভীন শিমুল এর ছবি

বাবানের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নুরুজ্জামান মানিক এর ছবি

বাবান!

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

রানা মেহের এর ছবি

নামটাই কী মিষ্টি - বাবান
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

পান্থ রহমান রেজা এর ছবি

শুভ জন্মদিন বাবান!

অতন্দ্র প্রহরী এর ছবি

দেরিতে (হলেও) জন্মদিনের শুভেচ্ছা জানাই।

দুর্দান্ত লেখাটা খুব ভাল্লাগল, পাণ্ডব'দা।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

শেষ পর্যন্ত মিস হইলো না, জুলাই মাসেই বাবানকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানালাম। বাবাকেও ছাড়িয়ে যাও, এ কামনাই রইল।

আর পাণ্ডবদা'র লেখায় নতুন করে আর কী বলব, অসাধারন!

সুহান রিজওয়ান এর ছবি

শুভ জন্মদিন বাবান !!!

অনেক শুভকামনা আর বাবার মত পড়ুয়া হবে, এই আশা...

_________________________________________

সেরিওজা

শুভাশীষ দাশ এর ছবি

শুভ জন্মদিন।

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

আনন্দী কল্যাণ এর ছবি

শুভ জন্মদিন, বাবান, আনন্দে থাক হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

খাইসে সুহান দেখি মনে রাখছে। শুভ জন্মদিন বাবান।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আয়নামতি এর ছবি

'বড় হয়ে একজন মমতাময়, সৎ, বিনয়ী, জ্ঞানপিপাসু মানুষ হও' । শুভ জন্মদিন বাবান সোনা!

muniya ahmed এর ছবি

rusab,shuvojonmodin baba!
oneday,ur parents should be proud of you.onek onek doa tomar jonno.

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন বাবান।


কি মাঝি, ডরাইলা?

নৈষাদ এর ছবি

জন্মদিনে বাবনকে অনেক আদর, আর শুভকামনা......

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

যারা যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। বিশ্বাস করতে চাই আপনাদের সব শুভকামনা একদিন সত্য হবে।

আপনাদের শুভেচ্ছা উদ্দিষ্ট জনকে জানানো হয়েছে, যদিও সব মন্তব্য বোঝার ক্ষমতার তার এখনো হয়নি। তবে একটা সত্য সে বুঝতে পেরে আনন্দিত যে তার বাবার অনেক বন্ধু আছেন যারা সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং তারা বাবানকে ভালোবাসেন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তিথীডোর এর ছবি

অসামান্য লেখা!!!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।