রাগিবপিডিয়া বা রাগিব-বন্দনা

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শনি, ১২/০৪/২০০৮ - ৫:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

উইকিপিডিয়া বা বাংলা উইকিপিডিয়া নিয়ে সচল রাগিব হাসানের নানা কর্মকান্ড আমরা মাঝে মাঝেই জানতে পাই এখানে।
বুয়েটের বর্তমান বা নবীন ছাত্র-ছাত্রীরা এসে প্রায়ই বুয়েটে রাগিব কতটা কিংবদন্তী তার হালকা ছোঁয়া দিয়ে যান। কিন্তু আজ প্রথম আলো প্রকাশ করেছে সংক্ষিপ্ত রাগিবপিডিয়া। লিখেছেন পল্লব মোহাইমেন।

ঐশ্বরিয়া-অভিষেক, বা বড় জোর তাহসান-মিথিলা পর্যন্ত যখন আমাদের পত্রিকার খোঁজখবর তখন রাগিবের মত দেশের ভবিষ্যত নক্ষত্রের আলোর সন্ধান দেয়াটা কিছুটা বিস্ময়করই বটে।

দেশের মিডিয়ার কর্ণধাররা এফডিসি-রামপুরার বাইরে উঁকি দিতে শিখুক। বিজ্ঞাপন-ক্যাবল টিভির বাইরের কর্মকান্ড সম্পর্কে জনগণকে উত্সাহিত করতে চেষ্টা করুক। নতুবা নতুন প্রজন্মের কাছে ওমর সানি -ময়ূরী হওয়া ছাড়া আর কোনো লক্ষ থাকবে না।

তা সচলে সেই রাগিব-বন্দনার একটা লিংক রাখলাম। অন্যান্য সচলদের জন্য তা হয়তো অনুপ্রেরণার কাজও করবে।


মন্তব্য

দিগন্ত এর ছবি

আরে দারুন ব্যাপার তো ... রাগিব ভাইয়ের কাছ থেকে খাওয়া পাওনা রইল।
---------------------------------
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

রাগিব এর ছবি

ভুট্টা ক্ষেতে চলে আসেন। সুইট কর্ন ভাজা খাওয়াবো।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

রায়হান আবীর এর ছবি

(তালিয়া) । রাগিব ভাইকে নিয়ে অনেক আগেই লেখা দরকার ছিল...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

হিমু এর ছবি

রাগিব ভাইয়ের উইকিপিডিয়া-আন্দোলন চলমান থাকুক, সেই শুভকামনা করি।


হাঁটুপানির জলদস্যু

থার্ড আই এর ছবি

অভিনন্দন। রাগিব আলোয় আলোকিত হয়ে উঠুক আমাদের ভূবন। অসংখ্য রাগিবের জন্ম হোক।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

পল্লব মোহাইমেনের পুরো লেখায় রাগিবের নামের বানান দেখলাম ঈ-কার দিয়ে।

বিস্ময়!
-----------------------------------------------
Those who write clearly have readers, those who write obscurely have commentators.--Albert Camus

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

রাগিব এর ছবি

আসলে Ragib নামটা সবাই বাংলাতে "রাগীব" বানানেই লিখে বলে হয়তো এটা হয়েছে। আমারও ছেলেবেলার বইপত্রে ঐ নামটাই বাবা-মা'রা লিখতেন। কিন্তু কি মনে করে ক্লাস ওয়ান থেকে আমি হ্রস্ব-ই কার দিয়ে লেখা শুরু করি। হাসি. Hasan এও ছোটবেলাতে দুইটা s ছিলো, ঐটাকেও আমি ক্লাস টু-তে থাকতে একটা s বানিয়ে লেখা শুরু করি (সম্ভবত অতিরিক্ত s লেখার আলসেমি থেকে বাঁচার জন্যেই!!) !!)

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

রানা মেহের এর ছবি

ধন্যবাদ রাগিব।
যা করেছেন বাংলাদেশের জন্য।
ধন্যবাদ এবং অভিনন্দন

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

মুশফিকা মুমু এর ছবি

শোহেইল ভাই কে ধন্যবাদ পল্লব ভাই এর লেখা রাগিব ভাই কে নিয়ে লিংক টা দেয়ার জন্য। রাগিব ভাই যে এত কিছু করেছেন এটাত আমাদের আরো আগেই জানা উচিৎ ছিল। অভিনন্দন।

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রাগিব এর ছবি

পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ।

বাংলা উইকিপিডিয়া একটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট ... আমাদের সিডি প্রকল্পের পরিকল্পনার কাজ চলছে। ইংরেজি উইকির সিডি বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক বিতরণ করছে গত বছর থেকেই, কিন্তু সবাই বাংলা উইকির সিডি খুঁজেন। আর ইন্টারনেটে বসে খোঁজার চাইতে অফলাইনে কম্পিউটারে সিডিতে বিশ্বকোষ দিতে পারলে গ্রামে গঞ্জের স্কুলগুলোর কম্পিউটারে অন্তত সেটা দেয়া যাবে। ৫০০০ টাকার ২০ খন্ডের লিখিত বিশ্বকোষের জায়গায় ৫০ টাকায় বাংলা উইকির সিডি অনেকের কাছেই মুক্ত জ্ঞান পৌছে দেবে। আর নিবন্ধ ছাড়াও সেখানে রাখা হবে বাংলা উইকিসংকলন থেকে রবীন্দ্র-শরৎ রচনাবলীসহ অনেক সাহিত্যকর্ম, এবং বাংলাদেশের মুক্তলাইসেন্সের ছবি।

আপনারা সবাই সময় পেলে বাংলা উইকিপিডিয়া থেকে ঘুরে আসবেন। কিছু না লিখলেও অন্তত পড়ে দেখুন, মন্তব্য করুন।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

দুয়েকদিন আগে আমার এক ফ্রেন্ড, যে সম্প্রতি উইকিপিডিয়া নিয়ে বেশ মেতে উঠছে, আমারে ইয়াহুতে রাগিব ভাইয়ের কাহিনী বয়ান শুরু করলো ... আমি জানতাম এই তথ্যগুলি, কিন্তু বেচারা এত আগ্রহ নিয়া বলতেছিলো যে বাধা দিলাম না ... শেষ করার পরে আমি বললাম, রাগিব ভাই কিন্তু সচলায়তনে রেগুলার লিখে ... এইটা উনার ব্লগের লিংক...

সে খুবই বিস্মিত, তার মানে তোমার সাথে উনার ডিরেক্ট পরিচয় আছে?

আমি বল্লাম, ঐভাবে না, বাট কমেন্ট কথাবার্তা হয় আরকি মাঝে মাঝে ...

আমার বন্ধুর এরপর যে প্রতিক্রিয়া হইলো সেটা দেখে আমার প্রথম মনে হইল, নাঃ ব্লগিং জিনিসটা আসলে খারাপ না দেঁতো হাসি

অভিনন্দন রাগিব ভাই ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

ইশতিয়াক রউফ এর ছবি

অনুরূপ ঘটনা আমারও আছে। বহুত ভাব নিয়ে বলি, "রাগিব ভাই তো আমার ব্লগতুতো বড় ভাই!" দেঁতো হাসি সচলায়তনের আরো অনেকের নামই এই ভাবে ব্যবহার করার দোষে অধম দোষী।

অভিনন্দন দিয়ে ছোট করবো না। আমি প্রধানমন্ত্রী হলে প্রথম বছরে বাংলা উইকিপিডিয়ার পুরো টিম একুশে পদক পেয়ে যাবে। (মার্কাটা এখনো ফাইনাল হয় নাই, ভাইসব। নির্বাচন কমিশনে সবুজ রঙের একটা ট্রাক চেয়েছিলাম প্রতীক হিসেবে, শালারা বলে রঙ দেখতে জলপাই-জলপাই, তাই দেওয়া যাবে না। ২০০৮-এ নির্বাচন নিয়ে এই জন্যই সংশয় দেখা দিয়েছে। ধৈর্য ধরুন, সবুরে জলপাই ট্রাক মিলবে!)

তানভীর এর ছবি

অভিনন্দন চলুক

=============
"আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে"

হাসান মোরশেদ এর ছবি

বাহ!
আমাদের রাগিব হাসি
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

কনফুসিয়াস এর ছবি

অভিনন্দন রাগিব ভাই! খুব ভালো লাগলো পড়ে!
শুধু পল্লব মোহাইমিনের মাথাটা ধরে একটু দলাই-মলাই করতে ইচ্ছে করছে, নামের বানান ভুল করলো ক্যান!

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍রাগিবকে নিয়ে সচলায়তন গর্ব বোধ করতেই পারে।
অভিনন্দন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে... হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- পল্লব মোহাইমেনের লেখাটায় কি কিছু অনুল্লেখ ছিলো! রাগিব ভাইয়ের সঙ্গে গুগলের একটা সম্পর্ক ছিলো যতটুকু জানি। সেটা পরিধিতে যতোই ছোট হোক, একজন বাংলাদেশী হিসেবে অবশ্যই উল্লেখ্য।

নিজেকে প্রায়শঃই ভাগ্যবান মনেহয় রাগিব ভাই সহ এমন অনেকের সঙ্গেই ব্লগিঙের সূত্র ধরে পরিচয় হয়েছে বলে, যারা একজন বাংলাদেশী হিসেবে উজ্জ্বলতম নক্ষত্র হয়ে আছেন দেশের আকাশে।

অভিনন্দন রাগিব ভাইকে এবং বিগ সি-কে তো অবশ্যই। তিনিও কিন্তু কম যান না!
_________________________________
<সযতনে বেখেয়াল>

রাগিব এর ছবি

ধন্যবাদ।

সম্ভবত জায়গার স্বল্পতা ছিলো ... ইন্টারভিউয়ে পল্লব ভাই কিন্তু গুগলের কথাও জিজ্ঞেস করেছিলেন

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

অভিজিৎ এর ছবি

বাহ! বাংলার রাগিব লংঘিল গিরি, তুষার ভয়ঙ্কর...।

অভিবাদন



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

সুজন চৌধুরী এর ছবি

এই লোকটার কাজ-কারবারে আমি সবসময় চমত্কৃত হই।
রাগিবের উদ্দেশ্য সফল হোক।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

বস আপ্নার কি মনে হয় না রাগিব ভাইয়ের এক্টা গোলগাল ফটু আঁকার টাইম আসছে? দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

সুজন চৌধুরী এর ছবি
শেখ জলিল এর ছবি

ভোরে ঘুম থেকে উঠেই প্রথম আলোতে পড়লাম রাগিব বন্দনা। দশজনের মধ্যে দুজনই সচল। কী যে ভালো লাগলো বোঝাতে পারবো না!
....রাগীবকে শুভেচ্ছা। আরও সফল হোক তার বাংলা উইকিপিডিয়া আন্দোলন।
...আরেক সচল সুমন রহমানকেও শুভেচ্ছা।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অতিথি লেখক এর ছবি

রাগিব ভাইকে অভিনন্দন। কিছু কিছু মানুষের জীবনী পড়লে মনে হয় যেন রূপকথা। আপনারটা এমনই। আপনার হাতের সোনালী স্পর্শে জীবন্ত হয়ে উঠুক আরো অনেক কিছু।
~রেনেট

সুবিনয় মুস্তফী এর ছবি

সেই ২০০৪-০৫ সাল থেকে রাগিবের কাজ দেখার সুযোগ হইতেছে। ইংরেজী উইকির এডমিন, মাসে হাজার এডিট নামানো নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল তার জন্যে! তাজ্জব কান্ড। আর বাংলা উইকির প্রধান চালিকা শক্তি তো সেই শুরু থেকে।

সমস্ত ব্যক্তিগত আদান প্রদানে আপাদমস্তক ভদ্রলোক। রাগিব একটাই। এর বেশী কিছু বলার নাই।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

রাগিব এর ছবি

@সুবিনয় মুস্তফি, আপনিও কিন্তু কম যান না ... সেই সময়ে ইংরেজি/বাংলা উইকিতে সাহিত্য নিয়ে বিস্তর ভুক্তি কিন্তু আপনিও শুরু করেছিলেন ... হাজার কয়েক সম্পাদনা নিজেও করেছেন :)। কোনো ভাবে আপনাকে ভুলিয়ে ভালিয়ে আবার সেই পথে নিতে পারলে বাংলা উইকি এগিয়ে যাবে প্রচুর।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

মুহম্মদ জুবায়ের এর ছবি

আজকের প্রথম আলোতেই আনিসুল হকের একটি লেখায় রাগিবের নাম এসেছে।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

মাহবুব লীলেন এর ছবি

রাগিবিয় জলাশয়ে মাঝেমাঝে উঁকি দিলেও ক্ষীণদৃষ্টির কারণে অতদিন ভেবেছিলাম ওটা নেহাত একটা পুকুর কিংবা বড়োজোর কোনো দীঘি হতে পারে

কিন্তু এখন তো দেখি ওরে বাপরে এতো সমুদ্র

এখন থেকে একটা সমুদ্রপ্রণাম ঠুকেই রাগিবিয় বিশ্বে পা বাড়াবো...

বিপ্রতীপ এর ছবি

দারূন খবর! রাগিব ভাইয়ের জয়যাত্রা অব্যাহত থাকুক... রাগিব ভাইয়ের মতো মনমানসিকতা সম্পন্ন শিক্ষক বুয়েটে আর ১০/১৫ জন থাকলে অনেক কিছু পালটে যেত...

দেশের মিডিয়ার কর্ণধাররা এফডিসি-রামপুরার বাইরে উঁকি দিতে শিখুক। বিজ্ঞাপন-ক্যাবল টিভির বাইরের কর্মকান্ড সম্পর্কে জনগণকে উত্সাহিত করতে চেষ্টা করুক। নতুবা নতুন প্রজন্মের কাছে ওমর সানি -ময়ূরী হওয়া ছাড়া আর কোনো লক্ষ থাকবে না।

১০০% সহমত...তবে রাগিব ভাইকে নিয়ে এর আগেও প্রথম আলো'র প্রজন্ম ডট কমে প্রতিবেদন এসেছিল। রাগিব ভাই সম্পর্কে জেনেছিলাম ঐ প্রতিবেদন থেকে...
তবে আমি নিশ্চিত রাগিব ভাইকে নিয়ে এই লেখার আইডিয়া পল্লব মোহেইমেনের উর্বর মস্তিস্ক থেকে এই আইডিয়া বের হয়নি। পল্লব মোহেইমেনের সাথে কথা হয়েছিলো একদিন...কথাবার্তার যা ছিড়ি!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…

শামীম এর ছবি

সকালে "ছুটির দিনে" খুলে রাগিবকে নিয়ে লেখাটা দেখে আনন্দে চোখে পানি চলে এসেছিল।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

বিপ্রতীপ এর ছবি

পত্রিকায় এখনও দেখিনি, অনলাইনে পড়েছি...এই মাত্র ডিউটি থেকে আসলাম। এখন বাইরে গেলে পত্রিকা নিয়ে আসবো...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অভিনন্দন, শুভকামনা ।

অমিত আহমেদ এর ছবি

নতজানু শ্রদ্ধা।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

সুমন চৌধুরী এর ছবি

রাগিবকে ব্যপক শুভেচ্ছা।
সেইসাথে জর্মনদেশে আমন্ত্রণ রহিল।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

রাগিব এর ছবি

ধন্যবাদ।

ইচ্ছা থাকলেও জার্মানীতে পদধুলি দেয়ার উপায় নাই। মন খারাপ ভিসা শেষ জুলাই মাসে, এর পরে চাকুরি নেয়ার আগে আর কানাডা/মেক্সিকো বাদে আমেরিকার বাইরে বেরুনো বন্ধ ।

উলটা আপনাদেরকেই দাওয়াত দেই, সুইট কর্নের জন্মস্থল আমার এই ভুট্টা ক্ষেত বিশ্ববিদ্যালয়ে ঘুরে যান। গরম কালে অবশ্যই ... এলইডির আবিষ্কর্তা বুড়ো বিজ্ঞানীটাকেও ফাঁকতালে দেখানো যাবে।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

স্বপ্নাহত এর ছবি

২০০৫ সালের আগে আমি রাগিব ভাইকে চিনতাম না।ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে এসে দেখি আমাদের মুহাম্মদ(শিক্ষানবিস) সারাদিন রাত পিসির সামনে খুট খাট করে কি জানি লিখে।ওরে একটু চেপে ধরতেই জানা গেল ইন্টারনেটে উইকিপিডিয়া নামের একটা বস্তু আছে যার জন্য আর্টিকেল এডিট করতে তার এই হাড়ভাংগা খাটাখাটনি।জিজ্ঞেস করলাম এর জন্য কত টাকা পাও?মুহাম্মদ দুই দিকে ঘাড় নাড়ে।কলেজে থাকতে দেখতাম মুহাম্মদ একটু চুপচাপ টাইপের পোলা।কিন্তু তলে তলে মাথাটাও যে নষ্ট হয়ে গেছে সেটা বুঝিনাই।কোন কারণ ছাড়া,টাকা পয়সার লাভ ছাড়া কেউ পড়াশুনা বাদ দিয়ে এইসব করে নাকি?

ওর এই পাগলামি দেখে নিজেও একদিন কৌতূহলী হয়ে উইকি তে ঢুঁ মারলাম।এবং যত দেখতে লাগলাম খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম মুহাম্মদ ছাড়াও আরো কয়েকজন পাগল আছে।রাগিব হাসান নামের এক ভদ্রলোক তাদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।ধীরে ধীরে তার সম্পর্কে আরো জানা হল।কিছু মুহাম্মদ এর কাছ থেকে আর কিছু নেট ঘেঁটে ঘেঁটে।সব দেখে টেখে যা হলাম তাকে সোজা বাংলায় থ মেরে যাওয়া বলে।

এইসব পাগল মানুষগুলার প্রতি শ্রদ্ধাবোধ যত দিন যাচ্ছে চক্রবৃদ্ধি হারে তা' শুধু বেড়েই যাচ্ছে।

তথাকথিত সুস্থ মানুষগুলোর বদলে এইসব "পাগল" মানুষে আমাদের দেশটা ভরে উঠুক এই কামনা করি।

আর রাগিব ভাইয়ের প্রতি অনেক অনেক শুভ কামনা।আমাদের প্রজন্ম অনুসরণ করার জন্য আপনাদের মত মানুষকেই সামনে দেখতে চায়।ভাল থাকবেন।

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

রাগিব এর ছবি

উইকিতে সময় বেশি দেই বলে অ্যাডভাইজার একবার ঝাড়ি দিয়েছিলো। কিন্তু তার পরেও লেখা বন্ধ করতে পারিনি। মুহাম্মদকে জিজ্ঞেস করে দেখুন, মোটামুটি উইকির কর্মীদের সবারই একই দশা। এটা একেবারে হবি-তে পরিণত হয়ে যায়।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

শিক্ষানবিস এর ছবি

আমি এই পাঁচ মিনিট আগে "ছুটির দিনে" তে পড়লাম। ভাবছিলাম সবাইকে জানানো দরকার। সচলে ঢুকে দেখি অলরেডি ৩৬ টা মন্তব্যও এসে গেছে। রাগিব ভাইকে প্রাণঢালা অভিনন্দন।
উইকিপিডিয়া এগিয়ে যাবে, কোন সন্দেহ নেই।

রাগিব এর ছবি

উইকিপিডিয়া কিন্তু এগোবে আপনাদের হাত ধরেই। আপনি নিজেও কিন্তু বাংলা উইকিতে বিশাল অবদান রেখে চলেছেন গত বছর দুয়েক ধরে। আমি আপনাদের সবার অবদানের ব্যাপারেও বলেছিলাম, কিন্তু সম্ভবত স্থানাভাবে সেটা কাটা পড়েছে।

আপনার কাজ চালিয়ে যান, সামনে সিডি সংস্করণ বের করতে হলে আপনার মতো আরো গোটা দশেক উদ্যমী লেখক দরকার হবে। দেখুন না, বন্ধুবান্ধবদের ভুলিয়ে ভালিয়ে আপনার সাথে ভেড়াতে পারেন কি না ... হাসি

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

শিক্ষানবিস এর ছবি

সাধ্যমত কাজ করার চেষ্টা করবো।

পরিবর্তনশীল এর ছবি

শ্রদ্ধা...অভিনন্দন এবং শুভকামনা...
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি বুঝি না এইটা নিয়া এত মাতামাতির কি আছে? এইটা তো সামান্যস্য সামান্য... তারে আরো বড় সর একটা কিছু দিতে পারলে ভালো হইতো। আমগো তো ক্ষমতা নাই... কি আর করা... খালি ভালোবাসাই দেই...

______________________________________
পথই আমার পথের আড়াল

murshed এর ছবি

রাগীব ভাইয়ের উপর প্রথম আলোর আজকের লেখাটি খুবই ভাল হয়েছে। এ রকম একটি লেখার জন্য লেখককে ধন্যবাদ এবং লেখার নায়ক উইকিগুরু রাগীব ভাইকে ও শুভেচ্ছা।

সেই সাথে রাগীব ভাইয়ের কাছে আমার দুটি প্রশ্ন

১. বাংলা উইিকর সিডি আমি কিভাবে পেতে পারি? এজন্য কি কোন টাকা পয়সা দিতে হবে?

২. কম্পিউটার নিরাপত্তা বিষয়ে আপনার লেখা কি শেষ হয়ে গেল? বেশ কিছুদিন ধরে এ ধরণের লেখা পাচ্ছি না।

murshed এর ছবি

রাগীব ভাইয়ের উপর প্রথম আলোর আজকের লেখাটি খুবই ভাল হয়েছে। এ রকম একটি লেখার জন্য লেখককে ধন্যবাদ এবং লেখার নায়ক উইকিগুরু রাগীব ভাইকে ও শুভেচ্ছা।

সেই সাথে রাগীব ভাইয়ের কাছে আমার দুটি প্রশ্ন

১. বাংলা উইিকর সিডি আমি কিভাবে পেতে পারি? এজন্য কি কোন টাকা পয়সা দিতে হবে?

২. কম্পিউটার নিরাপত্তা বিষয়ে আপনার লেখা কি শেষ হয়ে গেল? বেশ কিছুদিন ধরে এ ধরণের লেখা পাচ্ছি না।

জাহিদ হোসেন এর ছবি

এটা একটা খুবই আশার কথা যে অবশেষে আমরা গুণীর স্বীকৃতি দেওয়া শুরু করেছি। রাগিবকে অভিনন্দন একবার ওপাড়ায় জানিয়েছি, এখানেও জানালাম। এভাবেই একটি একটি ইঁট দিয়ে গাঁথা হবে সাফল্যের উজ্জ্বল পথটি। শুভকামনা রইলো।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

তীরন্দাজ এর ছবি

রাগিবকে অন্তরছোয়া অভিনন্দন জানাই।
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

বিপ্লব রহমান এর ছবি

স্যালুট রাগিব ভাই।


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অতিথি লেখক এর ছবি

রাগিব ভাই আমাদের গর্ব। রাগিব ভাইয়ের গুগুলের অফিস পর্ব পড়ে একটা প্রিন্ট দিয়ে সোজা আমাদের অফিসের অ্যডমিন ডির্পামেন্টে পাঠাইয়া দিলাম এবং নিচে লিখে দিলাম "এইটাও অফিস আর আমাগোটাও অফিস" দেখি অ্যডমিনদের কোন পরিবর্তন হয় কিনা? সচলায়তনে না এলে রাগিব ভাইয়ের সংগে পরিচয় মনে হয় হত না । ধন্যবাদ সচলায়তনকে।
রবিন

তারেক মাহবুব এর ছবি

রাগিব ভাই জিন্দাবাদ।
চির জীবন সুখে থাকুন সেই কামনা করি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।