টাঙ্গাইলের মেয়েরা সুন্দর! (আব্‌জাব)

স্পর্শ এর ছবি
লিখেছেন স্পর্শ (তারিখ: সোম, ০৪/১০/২০১০ - ৭:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি যখন প্রথম বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধের প্রস্তুতি নিতে ঢাকায় আসি তখন এক বাসায় উঠেছিলাম। সাবলেট। তো সেই বাসায় ঢুকতেই যে জিনিশটা প্রথমে খেয়াল করেছি সেটা হলো, আন্টি খুবই সুন্দর। মানে অতিবরূপবতী টাইপ আরকি। তো আন্টির বাসায় আন্টির বোনেরা বেড়াতে আসে। তারাও অতিবরূপবতী। তাদের যে আত্মীয়স্বজন, গ্রাম সম্পর্কের পরিচিত লোকজন সে বাসায় বেড়াতে আসে; তাদের মধ্যে যারা নারী তারাও দেখি সুন্দর! কেউ অতিবরূপবতী, কেউ রূপবতী, আবার কেউ প্লেইন সুন্দর। সুন্দর ছাড়া কোনও কথা নাই। ওনারা ছিলেন টাঙ্গাইলের। একবার ভাবলাম এটা মনে হয় এই পরিবারের জেনেটিক ট্রেন্ড। পরে গ্রামসম্পর্কের লোকজনও যখন সুন্দর বের হতে লাগলো তখন আমার মাথায় এ ধারণা বদ্ধমূল হয়ে গেল যে ‘টাঙ্গাইলের মেয়েরা সুন্দর’। এ নিশ্চয়ই জেনেটিক ব্যাপার নয়, জিওলজিক্যাল ব্যাপার। হয়তো টাঙ্গাইলের আলো-হাওয়াই সৌন্দর্য উৎপাদনে দারুণ পারঙ্গম।

তো এক সময় বুয়েটে চান্স পেয়ে হলে উঠলাম। হলে নানা জায়গার নানান কিসিমের ছেলে। নতুন অনেক মানুষের সাথেই পরিচয় হচ্ছে। পরিচয় পর্বে কার বাড়ি কোথায় সে প্রসঙ্গ ওঠে। আর তার মধ্যে দুয়েকজন টাঙ্গাইলা পেয়ে গেলে সে যদি হয় সমবয়সী বা ছোটো তখন জুলুজুলু চোখে তাকিয়ে বলি, “আরেহ! টাঙ্গাইল? তোমাদের এলাকার মেয়েরা তো খুবই সুন্দর!” আর বড়ভাই হলে বলি, “আরেহ! টাঙ্গাইল? আপনাদের এলাকার মেয়েরা তো খুবই সুন্দর!” যথারীতি জুলুজুলু চোখে।
 
তো একথা শুনে ছোটোবড়-সমবয়সী সবাই আমার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। চোখ কটমট করে তাকায়। কেউকেউ প্রতিশোধস্বরূপ আমাকেই উলটো বলে, “তোমাদের বাড়ি যশোর না? যশোরের মেয়েরাও খুবই সুন্দর”। তারা রেগে যাচ্ছে কেন বুঝি না। যশোরের মেয়েরা সুন্দর হলে তো আমি খুশিই হতাম। শুধু-শুধু কি আর বিদেশ বিভূঁইয়ে কেউ হিজরত করে?  তো এই ঘটনা চলতে থাকে তারপরেও আরও অনেক বছর। ওদিকে মাঝে-মধ্যে কিছু টাঙ্গাইলের মেয়েদের সাথেও দেখা হয়। তাতে ধারণা পালটায় না। আরো লৌহকঠিন হয়। কর্মক্ষেত্রে, এমন কি সচলাড্ডাতে গিয়েও টাঙ্গাইলের কাউকে পেলেই আমি আমার ডক্ট্রেইন জানিয়ে দিই, ‘টাঙ্গাইলের মেয়েরা সুন্দর’। তো সবার রিয়াকশনই সেই চোখকটমট দিয়েই শেষ হয়। কোথায় টাঙ্গাইলের লোকদের পটিয়ে তাদের শালি-ভগিনীদের নাগাল পাবো। সে আশার গুড়ে বালি।
 
ভেবে পাই না সমস্যাটা কোথায়? তো সব রহস্যের সমাধান হলো অতি সম্প্রতি। তাও রান্না-বান্না দিয়ে। এখানে, সিঙ্গাপুরে, আমরা যে কজন থাকি তাদের একজন চলে যাওয়ায় আমাদের সাথে আরেক ভাই এসে উঠলেন। টাঙ্গাইলের। যথারীতি প্রথম পরিচয়েই আমি জুলুজুলু চোখে তাকে জনিয়ে দিলাম, “আপনাদের এলাকার মেয়েরা না, খুবই সুন্দর!” বড়ভাই মনে হয় রেগে উঠলেন। আমিও কথা না বাড়িয়ে রান্নাবান্নায় মনোনিবেশ করলাম।
 
অনেকেই হয়তো জানেন যে রান্না-বান্না হচ্ছে আমার একটা হবি। রীতিমত পারঙ্গমতা অর্জন করেছি রন্ধন-শিল্পে। সবাই মিলে খেতে বসলে যখন কেউ রান্নার প্রশংসা করে তখন বড়ই ভালো লাগে। গর্ব হয়। যেমন ঐ ভাইয়া হয়তো বললো, ‘বাহ আজ মুরগী রান্নাটা তো খুব সুন্দর হয়েছে!’ অন্যরাও হ্যাঁ-হ্যাঁ সাই দিলো। আমি ভাবলাম, ‘টমেটোর পেস্ট দিয়েছি, দেখতে সুন্দর হবে না আবার! আমার হাতের রান্না বলে কথা। যা রাঁধবো, তা’ই মাখন।’
 
তো একদিন আমার রন্ধন পার্টনার হয়েছেন সেই ভাইয়া। পেঁয়াজটা, রসুনটা কেটে কুটে দেওয়ার দায়িত্ব দিয়েছি তাকে। খুন্তি-কড়াইর কাছে ঘেষতে দিচ্ছিনা। করছি কলিজা ভুনা। মৌ-মৌ গন্ধ ছড়িয়েছে চারিদিকে। এক সময় সে একটুকরো কলিজা চেখে বললো, “সুন্দর হয়েছে, আর একটু লবণ দাও। তাইলে আরো সুন্দর হবে!” আমি ভাবলাম, লবণ দিলে তো  খেতে যাই হোক চেহারা একই থাকার কথা। সুন্দর হয় কেমনে?’ আর তখনই এক ঝলকে এতদিনের রহস্য সব পরিষ্কার হয়ে গেল। একটু জেরা করে নিশ্চিতও হয়ে নিলাম।
 
 টাঙ্গাইলের ভাষায়, ‘সুন্দর’ মানে ‘খেতে ভালো’।

বানান কৃতজ্ঞতা: দুষ্টবালিকা


মন্তব্য

ফ্রুলিক্স [অতিথি] এর ছবি

টাঙ্গাইলের ভাষায়, ‘সুন্দর’ মানে ‘খেতে ভালো’। হাহাহাহা
আপনে তো দেখেই সুন্দর বলে দিলেন। বাকি....

সিলেটি হয়েও টাঙ্গাইলের সাথে অনেক বেশী পরিচিত। টাঙ্গাইলের ছেলেরা খুবই পুংটা হয়। আমার জিগরী দোস্ত থেকে শুরু করে সবগুলো বন্ধুই টাঙ্গাইলের।ছেলেদের দেখেই ভয় পাইছি। মেয়েদের ধারে-কাছেও নাই। ওরা আবার সিলেটের মেয়েদের খুবই তারিফ করে।

স্পর্শ এর ছবি

সচলে একবার একজন (স্বপ্নাহত মনে হয়) সিলেটি বালিকাদের নিয়ে লিখেছিলো।
মন্তব্যের জন্য ধন্যবাদ। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

নিবিড় এর ছবি
জাহামজেদ এর ছবি

টাঙ্গাইলের ভাষায়, ‘সুন্দর’ মানে ‘খেতে ভালো’

গড়াগড়ি দিয়া হাসি

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

স্পর্শ এর ছবি

হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

শাহেনশাহ সিমন এর ছবি

হো হো হো

যশোরের মেয়েরাও কিন্তু সুন্দর চোখ টিপি
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

স্পর্শ এর ছবি

শিওর? চিন্তিত


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

...অসমাপ্ত [অতিথি] এর ছবি

তাহলে টাঙ্গাইলের জনগন খেতে ভাল বাদ দিয়ে অন্যসব সুন্দরের জন্য কি শব্দ ব্যবহার করে?

স্পর্শ এর ছবি

ইয়ে, তা তো জানি না! :-/


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

আদনান [অতিথি] এর ছবি

Maybe মজাদার।

রণদীপম বসু এর ছবি

এইবার মনে হয় টাঙ্গাইলের হাতে স্পর্শের মাইর খাওয়ার সুন্দর সময় হয়েছে !

ঘটনা কী স্পর্শ ? নিশ্চয়ই কোন চক্কর !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

স্পর্শ এর ছবি

না না! কোনো চক্করে আমি নেই। ইয়ে, মানে...


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

মূলত পাঠক এর ছবি

আপনার মতো অভিজ্ঞতা খানিকটা আমারও, তবে অতো বিপদজনক নয়। খাবার জিনিস যে 'মজার' হয় এইটা প্রথমবার শুনে আমি বেজায় হেসেছিলাম আর লোকজন গিয়েছিলো চটে! কিন্তু কী করা, এতোদিন পরেও যখনই শুনি 'ফানি ফুড', না হেসে পারি না।

স্পর্শ এর ছবি

সত্যি! দেঁতো হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

তারানা_শব্দ এর ছবি

কত ভাইয়ের ছোট বোন্রে খেয়ে ফেললা ভিরু!! গড়াগড়ি দিয়া হাসি
ওয়েল ডান!

লেখা বরাবরের মতই ছুন্দর হইচে! দেঁতো হাসি

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

স্পর্শ এর ছবি

তোমার বাড়ি কই? টাঙ্গাইল না তো?? চোখ টিপি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

রায়হান আবীর এর ছবি

অসংখ্য টাংগাঈল বন্ধু বান্ধব থাকার দরুন, আমি তো শুরু থেকে ভাবলাম কাহিনি হয়তো বেবিস্ট্যাণ্ডের দিকে মোড় নিবে দেঁতো হাসি

স্পর্শ এর ছবি

বেবিস্ট্যান্ড? এইটা কী বস্তু??


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সচল জাহিদ এর ছবি

এইডা টাঙ্গাইলা না হইলে বুঝন যাইবনা !!! সে এক বিরাট ইতিহাস, ঘরে ছিলনা কেরসিন।

----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।

সচল জাহিদ ব্লগস্পট


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

অতিথি লেখক এর ছবি

বিরাট ইতিহাসটা শুনবার মন চায়। চোখ টিপি

পাগল মন

হাসান মোরশেদ এর ছবি

এইরে , কনফুসিয়াস আসলো বুঝি লাঠি নিয়ে।
ওর শ্বশুরবাড়ি টাঙ্গাইলে।

দেখি, কোনদিন সুন্নত পালনের তওফিক হৈলে টাঙ্গাইলের কথা মনে করবো। স্পর্শরে ধন্যবাদ
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

স্পর্শ এর ছবি

খাইসে!

সুন্নত পালনের ব্যাপারে আপনার সাথে একমত। দেঁতো হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

দুষ্ট বালিকা এর ছবি

ও ভিরু, লেখাতো সুন্দরইছে! খাইছে

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

স্পর্শ এর ছবি

কেমন লাগলো? টক না ঝাল? খাইছে


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সুরঞ্জনা এর ছবি

বেশ 'সুশি' স্বাদের সুন্দর।
দেঁতো হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

দুষ্ট বালিকা এর ছবি

প্রিন্ট করে খেয়ে দেখলি নাকিরে? ইয়ে, মানে...

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

স্পর্শ এর ছবি

কেন তুমি কি প্রিন্ট করে খেয়ে দেখেছ?


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

সুশি মন্তব্যে (গুড়) ।

কী যে বল না স্পর্শ! তুমি তো সুশি রাঁধলেও 'সুন্দর' হবে! চোখ টিপি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

স্বপ্নাহত এর ছবি

সারাজীবন টাঙ্গাইলের আলো হাওয়ায় বড় হয়েও তো এই পরিভাষা কোনদিন পাইনাই। :|

---------------------------------

বাঁইচ্যা আছি

---------------------------------

বাঁইচ্যা আছি

স্বপ্নাহত এর ছবি

তবে মেয়েরা যে সুন্দর সেই ব্যাপারে ভোট দিয়া গেলাম চলুক

---------------------------------

বাঁইচ্যা আছি

---------------------------------

বাঁইচ্যা আছি

স্পর্শ এর ছবি

সুন্দর নাকি? চেখে তো দেখিনি খাইছে


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

নিবিড় এর ছবি
স্পর্শ এর ছবি

দেঁতো হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

ফারুক হাসান এর ছবি

টাঙ্গাইলের পোলা হিসেবে এই পোস্টে তীব্র পেত্তিবাদ জানিয়ে গেলাম। তবে স্পর্শের রান্নার হাত সত্যিই ভাল (মেয়ে হলে বলতাম, স্পর্শের রান্নার হাত সত্যিই সুন্দর)।

স্পর্শ এর ছবি

রান্নার প্রশংসায় বুকের ছাতি তিন হাত ফুলে উঠলো! দেঁতো হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সাইফ শহীদ এর ছবি

স্পর্শ,

খুব মজা পেলাম লেখাটা পড়ে। আমার বাবার বাড়ী যশোর আর শশুরবাড়ী টাঙ্গাইল। আর কিছু কি বলতে হবে??

ভাল কথা - টাঙ্গাইলের ভাষায় 'খুব ঝাল'-কে কি বলে?

সাইফ শহীদ

সাইফ শহীদ

স্পর্শ এর ছবি

দেঁতো হাসি
বাহ্‌ আপনিতো দারুণ ভাগ্যবান!

'খুব ঝাল' কে কী বলে খেয়াল করিনি তো। দেখি রুমমেট ভাইকে জিজ্ঞেস করে নিতে হবে। চিন্তিত


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতিথি লেখক এর ছবি

যশোরের একজন মানুষের সাথে ১০ বছর পার করে দিলাম। তবুও আজও সব যেন নতুন লাগে। টাঙ্গাইল সম্পর্কে বিশেষ জানিনা তবে যে দু'একজনকে চিনি তারা সন্দেহাতীত সুন্দরী।

রাতঃস্মরণীয়

অদ্রোহ এর ছবি

টাঙ্গাইলে একটা খোঁজ দ্য সার্চ না করলেই না দেঁতো হাসি

--------------------------------------------

আজি দুঃখের রাতে, সুখের স্রোতে ভাসাও তরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

স্পর্শ এর ছবি

আবার জিগ্‌স!


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সবজান্তা এর ছবি

টাঙ্গাইলে থাকি না ঠিকই, কিন্তু পৈত্রিক সূত্রে টাঙ্গাইলেরই মানুষ। এই কথা তো জীবনেও শুনছি বইলা মনে করতে পারতেসি না।

এইবার একটা পুরানো, কয়েক লক্ষবার শোনা কৌতুক- এক ছেলে পরীক্ষার হলে আমেরিকার রাজধানী লন্ডন লিখে এসে রাতের বেলা ঈশ্বরের কাছে প্রার্থণা করছে, লন্ডনকে যেন আমেরিকার রাজধানী করে দেওয়া হয়।

মূল সারমর্ম হইলো- আপনারও এই ধরনের শব্দ প্রচলনের ক্ষেত্রে কোন উদ্দেশ্য নাই তো দেঁতো হাসি


অলমিতি বিস্তারেণ

স্পর্শ এর ছবি

একটু পরে তো বলবা টাঙ্গাইলের মেয়েরা সুন্দরও না! চিন্তিত


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সবুজ বাঘ এর ছবি

টাইপ করতে এত ভুল করছত ক্যা? লেকপি রাজশাহী, লেকছত টাঙ্গাইল। তাত্তাড়ি ঠিক কর

পুনশ্চ: যোশহরের পুলাপান ব্রা উচ্চারণ করবার পারে না, কয় ব্যারা। তা না হয় মানা যায়, তাই বইলা রাজশাহীরে টাঙ্গাইল উচ্চারম করব? এইডা কি মাইনা নেওয়া যায়?

স্পর্শ এর ছবি

এই রে, এইবার বুঝি বাঘে ধরলো!

কিন্তু 'ব্যারা' আসলেই? !


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

রিজভী [অতিথি] এর ছবি

ইয়া আল্লাহ্‌ এই ব্যাপার। আমিও পড়তে পড়তে ভাবতেছিলাম- ক্ষ্যাপে ক্যান্‌! ভাল কথাই তো কয়...

গুড এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস্‌ খাইছে

-------------------------------------
কেউ যাহা জানে নাই- কোনো এক বাণী-
আমি বহে আনি;

স্পর্শ এর ছবি

হা হা হা! হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সচল জাহিদ এর ছবি

এই ধরনের অপবাদ দেওনের লিগা পুষ্টে তেব্র দিক্কার আর পেত্যিবাদ জানাই।

আমার বাপের বাড়ি শশুর বাড়ি সব টাঙ্গাইলে কইলাম !!!

যাউজ্ঞা লেখা কইলাম সিরাম হইছে। লন একখান (গুড়) আর আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।

সচল জাহিদ ব্লগস্পট


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

ধুসর গোধূলি এর ছবি

হে হে হে
জাহিদ ভাই, বলছিলাম কী, আপনে কী খাইতে পছন্দ করেন বেশি? একদিন আসেন না, বেড়ায়া যান। দুইটা সুখদুঃখের আলাপও করুম নি। চোখ টিপি



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

স্পর্শ এর ছবি

ইয়ে জাহিদ ভাই। আমি কিন্তু সুন্দর কলিজা ভুনা করতে পারি। আসেন একদিন খাইয়া যান। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

স্বাধীন এর ছবি

লেখা "সুন্দর" হয়েছে খাইছে , মজা পাইলাম ।

স্পর্শ এর ছবি

থ্যাঙ্কু হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতিথি লেখক এর ছবি

লেখা ঝাক্কাস হইসে। দেঁতো হাসি

পাগল মন

স্পর্শ এর ছবি

ধন্যবাদ। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতিথি লেখক এর ছবি

আর কোন কোন এলাকার মেয়ে সুন্দর? লিস্টি বানাই ফেলান। ফরয পালন করতে হবে ত... দেঁতো হাসি

অনন্ত

স্পর্শ এর ছবি

আর আছে, ইরান, ইউক্রেন, কাশ্মীর... চিন্তিত


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

নৈষাদ এর ছবি

সিঙ্গাপুর…

নাশতারান এর ছবি

সুন্দর লেখা। ইয়াম ইয়াম! দেঁতো হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

স্পর্শ এর ছবি

সাথে নেন আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আরো ভালো লাগবে। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

দ্রোহী এর ছবি

টাঙ্গাইলের মেয়েরা আসলেই সুন্দর। এ ব্যাপারে আমি স্পর্শের সাথে পুরোপুরি সহমত।

যে কোন জিনিস দুই চার দিন টাঙ্গিয়ে রাখলে এমনিতেই সুন্দর দেখায়। আর টাঙ্গাইলতো সৃষ্টির আদিকাল থেকেই ঝুলে আছে..

স্পর্শের প্রতি গোপন প্রশ্ন: কে সে টাঙ্গাইলিয়ান বালিকা?


কাকস্য পরিবেদনা

স্পর্শ এর ছবি

অ্যা! 'কে' হতে যাবে কেন? বলেন 'কাহারা'। শুধুমাত্র একটি তথ্যের উপর ভিত্তি করে কি আর আমি বৈজ্ঞানিক সিদ্ধান্ত নিই?


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

নীড় সন্ধানী এর ছবি

আমরা চাটগাইয়ারা বলি সিলেটী মেয়ে 'সুন্দর'! আজকে জানলাম টাঙ্গাইলও.........কিন্তু দেরী হয়ে গেল জানতে চোখ টিপি

লেখাটা অতীব সুন্দর হয়েছে।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

স্পর্শ এর ছবি

আহা! ইট ইজ নেভার ট্যু লেইট। একবার হয়নি তাতে কী? আরেকবার হবে। চোখ টিপি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

জাহামজেদ এর ছবি

আমরা সিলেটিরা বলি চাঁটগার মেয়েরা সুন্দর !

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

ভূঁতের বাচ্চা এর ছবি

তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াল ?
টাঙ্গাইলের মেয়ের সুন্দর > টাঙ্গাইলের মেয়েরা খেতে ভাল ?
অনেকদিন পর আপনার আব্‌জাব পড়লাম। বরাবরের মতই ভাল লাগসে।
গতকাল আপনার আব্‌জাব লেখায় অনুপ্রাণিত হয়ে আমিও লেখারও চেষ্টা চালাইসি।
তবে সচলে দেবার মতন স্পর্ধা করতে পারিনাই দেঁতো হাসি

--------------------------------------------------------

--------------------------------------------------------

স্পর্শ এর ছবি

আরেহ! এত চিন্তা কিসের? পোস্ট দিয়ে দেন। পড়ি।
দেখেন না আমি কেমন বিনা দ্বিধায় আব্‌জাব পোস্ট দিয়ে ফেললাম।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

পান্থ রহমান রেজা এর ছবি

কত অজানারে!
লেখাটার লিংক টাঙ্গাইলের জনৈকা বালিকারে পাঠাইলাম। আপত্তি নাই তো আপনার? চোখ টিপি

স্পর্শ এর ছবি

খুবই সমস্যা আছে! শুধু এ লিঙ্ক দিলে হবে? সঙ্গে আমার ফেইসবুকের লিঙ্কটাও দিতে হবে চোখ টিপি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

পান্থ রহমান রেজা এর ছবি

আপনার সচল প্রোফাইলে ইমেল আইডি তো আছে! তাতে হবে না?

ধুসর গোধূলি এর ছবি

আর স্পর্শ'র ব্যাপারে স্পর্শকাতর বিষয়ে জানতে হলে আমাকে মেইল করতে হবে কিন্তু। আমার মেইল আইডি দিছেন? ল্যাখেন, ডিএইচইউএসএইচওআর...



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

দ্রোহী এর ছবি

ধুসরের ইউরোপিয়ান বালিকাবধকাব্য শুনতে সুন্দরীরা অতিসত্ত্বর যোগাযোগ করুন dr0h33 তে।


কাকস্য পরিবেদনা

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ইয়ে দ্রোহীদা, বালক সুন্দর কোন্‌ এলাকার জানেন কিছু? মানে আমার ই-মেইল অ্যাড্রেসটাও কি... হে হে... দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ধুসর গোধূলি এর ছবি

আমি আগেও দেখছি, এখনও দেখলাম। কোনো শুভকাজের কথা হৈলেই আপনের উত্তর হস্তটা পোকরা গমের বস্তা থাইকা তুইলা আইনা আপনে ঐখানে দ্যান! আপনে ইরূম ক্যান? আপনের ঘরে বিবি আছে না? সেই বিবি আপনেরে পিটায় না? আপনের আরো পিটনা খাওনের শখ ক্যা? মন খারাপ



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

আঁকাইন এর ছবি

সুন্দর (গুড়) হইসে। হাসি

============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।

============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।

কৌস্তুভ এর ছবি

কেচালের গপ্প শুনে আমোদ পাইলাম!

মহাস্থবির জাতক এর ছবি

মনে হয় ব্যাপারটা সার্বজনীন নয়। সিলেটি 'পুরি'সংক্রান্ত কাহিনিও একই রকমের।

স্পর্শ, আপনি ছোটই থাকুন। বড় হলে কষ্ট পাবেন অনেক।
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

কাজী মামুন এর ছবি

"টাঙ্গাইলের মেয়েরা সুন্দর" এ কথাটা তাহলে টাঙ্গাইলের ভাষায় তাহলে কিভাবে বলে?
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"

=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"

অছ্যুৎ বলাই এর ছবি

দুনিয়ার সব এলাকার মেয়েরা সুন্দরী আর টাঙ্গাইলের মেয়েরা সুন্দর - এ কেমন কথা! টাঙ্গাইলবাসী আপনার প্রতি যে সহনশীলতা দেখিয়েছে, তাতে তাদের প্রশংসা করতেই হয়।

সিলেটী পুরি সুন্দরী আর বরিশালী মাইয়া (যতোক্ষণ পর্যন্ত মুখ না খোলে আর কি!)

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

শাহেনশাহ সিমন এর ছবি

বরিশাইল্যা সচলাদের অভিমত জান্তে চাই দেঁতো হাসি
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অতিথি লেখক এর ছবি

দাদামশাই ব্রাসেলসের (ব্রাসেলস অব দ্য ইষ্ট, মানে বরিশাল) মানুষ ছিলেন আদিতে। আর আমার বরিশাল বিচরণ কর্মসূত্রে। কথা সত্যি, তারা অপরূপা সুন্দরী যতক্ষন কথা শুরু না করেন। সহকর্মী দিলরুবা খাটিঁ বরিহাইল্যা। একদিন হঠাৎ মোবাইলে কাউকে বলছে, "হুয়ারের বাচ্চা, একছের জোতা খাবি, জাউরাডা যানি কোনহানের।" তারপর আমাকে বললো যে এক ইউপি মেম্বার তাকে খুব জ্বালাচ্ছে প্রজেক্টের ব্যাপারে, কিছু লেনদেনের প্রস্তাব দেয়াতে এই ঝাড়ি। তখনও ওর রাগ যায়নি তাই কথাও আদিটানে চলছে। "হাচ্চাইও ভাই, আমি ওরে এক্যালে খাইয়া হালামু, জাউর্রাডা মোরে চেনে নায়, আমিও বরিহাইল্যা মাইয়া।"

রাতঃস্মরণীয়

দুষ্ট বালিকা এর ছবি

সাবধান! মোগো বাড়ী কিন্তু কইলাম বরিহাল! হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতিথি লেখক এর ছবি

আর মোর দাদায় তালুকদার ......... লা লা লালালালা

রাতঃস্মরণীয়

সুহান রিজওয়ান এর ছবি

বড় ভাই হিসেবে আমগো ভার্সিটির রমণীকূলের মাঝে টাঙ্গাইলের কারা আছে, সেটি জানানোর দাবি জানায় গ্লাম দেঁতো হাসি

_________________________________________

সেরিওজা

পরিবর্তনশীল এর ছবি

মজা পাইলাম। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

জি.এম.তানিম এর ছবি

চাপাবাজি পোস্ট ভালো হইসে।

দুনিয়ার সমস্ত মেয়েই সুন্দরী... দেঁতো হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

তার-ছেড়া-কাউয়া এর ছবি

ব্যাপকজ!!

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

নিজেই নিজের গুণকীর্তন করে মেয়ে খোঁজা হচ্ছে তাইলে? বাহ্‌! বাহ্‌! বেশ উন্নতি দেখি! দেঁতো হাসি তা রান্না ভালো কিনা বলতে হলে তো খেয়ে দেখতে হবে। আবার কবে দেশে আসা হচ্ছে জানিয়ো আগেই। স্পর্শের রান্নার হাত সত্যিই 'সুন্দর' কিনা হাতে নাতে পরখ করে নেয়া যাবে। দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

রানা মেহের এর ছবি

স্পর্শটা বিদেশ গিয়ে একদম বখে গেল চোখ টিপি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

রাহাত এর ছবি

ভাই,আপনার লেখা পড়ে আমার ছোটবেলার এক ঘটনা মনে পরে গেলো।আমার আর আমার মামার এই রকম এক অভিজ্ঞতা আছে।আমি তখন মনে হয় ক্লাস ফাইভে পড়ি।আমদের বাসার সবাই চট্টগ্রামের কোন এক উপজাতীয় এলাকায় বেড়াতে গিয়েছিলাম।সেই সময় আমার আব্বার ওই জায়গায় কাজ চলছিল।তো আমার মামাও সেইবার আমাদের সাথে গিয়েছিলো।আমি আর মামা এক বিকালে হাটতে হাটতে এক পুরি,সিঙ্গারা বানায় এমন এক দোকানে গেলাম।ওখানে মামা দোকান্দারকে বল্লো ৪টা পুরি দিতে।দোকান্দার অনেক রাগী চোখে মামার দিকে তাকায় বল্লো এইখানে পুরি নাই।মামা পুরি দেখায় বল্লো এইটা দেন।তখন উনি ৪টা পুরি প্যাকেট করে দিয়ে বল্লো,এইখান থেকে যান।আমরা আব্বার ক্যাম্পে আসার পর মামা যখন এই ঘটনা আমার আব্বাকে বল্লো আমার আব্বা হাসতে হাসতে বল্লো যে তোদের কপাল অনেক ভালো যে তোরা মাইর খাস নাই।কারণ এই এলাকায় পুরি বলতে মেয়েদের বোঝায়।

থার্ড আই এর ছবি

কথা সত্য, একদম ১০০ তে ১০০। যেসব টাঙ্গাইলের মেয়েরা ঢাকায় থাকে তারাও সুন্দর। তবে চশমার কারনে জুলুজুলু চোখে তাকাতে পারিনা ....
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

পৃথিবী [অতিথি] এর ছবি

চাঁদের দেশেও বলে নোয়াখাইল্যারা বিচরণ করে আর এই পোষ্টে দেখি নোয়াখাইল্যাদের টিকিটাও নাই, আফসুস। সমস্যা নাই, আমাদের ভাষাটা খুবই সুন্দর। চেহারা দিয়ে কিইবা যায় আসে.......

সাইফ তাহসিন এর ছবি

লেখাটা এতই সুন্দর হইছে যে কি কমু! খাইয়া আইসা আবার আওয়াজ দিমুনে চোখ টিপি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

মনোয়ার  এর ছবি

নরসিংদী এর মেয়েরা সবদিক দিয়ে সুন্দর। একটু খেয়াল করবেন...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।