সচল হাওয়া, সচল হওয়া

সাঈদ আহমেদ এর ছবি
লিখেছেন সাঈদ আহমেদ (তারিখ: মঙ্গল, ০১/০৬/২০১০ - ২:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফেসবুক সম্ভবত সচল হতে যাচ্ছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি)-র নিরলস ও ঐকান্তিক প্রচেষ্টায় এবং বাংলাদেশের দুই ডজনেরও বেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের মতামতের পরিপ্রক্ষিতে ফেসবুকের কুরুচিপূর্ণ অথবা বিতর্কিত পেজসমুহের বিষয়ে আপত্তি জানানোর পদ্ধতি আবিষ্কারের ফলে এই সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। বিটিআরসি এই পদ্ধতি অবলম্বন করে গতকাল বিতর্কিত পেজসমুহের বিষয়ে প্রাথমিক ব্যবস্থা গ্রহন করেছে।

দৈনিক ডেইলি স্টারের খবরে প্রকাশ, বিটিআরসি প্রথমে ফেসবুকের নিকট একটি পত্র প্রেরণ করে কোন সাড়া না পাওয়ায় দেশের ২৬ জন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে। এই ২৬ জন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের সাথে পরামর্শের সময়েই বিটিআরসি এই বিষয়টি আবিষ্কারে সক্ষম হয়।

পত্রিকাসূত্রে জানা যায়, এই ২৬ জন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের সাথে আলোচনা করে বিটিআরসি আবিষ্কার করে যে ফেসবুকে "রিপোর্ট এ্যাবিউজ" নামে একটি লিংক আছে। এই আবিষ্কারের পরপরই বিটিআরসি ফেসবুকে লগইন করে আপত্তিকর পেজে গিয়ে "রিপোর্ট এ্যাবিউজ" লিংকটি ক্লিক করেছেন। আশা করা যাচ্ছে এই আবিষ্কারের ফলশ্রুতিতে শিঘ্রই ফেসবুক সচল হতে পারে।

ফেসবুক সচলের এই সম্ভাবনার খবর পাবার পর থেকেই ভাবছিলাম আজ দিনটা অন্যরকম। কেমন যেন সচল হাওয়া বইছে। এটা যে নেহায়েত আমার কুসংস্কারাচ্ছন্ন মনের অহেতুক ভাবনা না, তা প্রমান করার জন্যই যেন সচল প্রকাশ থেকে আজ পূর্ণাঙ্গ সদস্যপ্রাপ্তির খবর পেলাম হাসি

আজ সচল হাওয়ার দিন।


মন্তব্য

অনিন্দ্য রহমান এর ছবি

অভিনন্দন।
_________________________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

পত্রিকাসূত্রে জানা যায়, এই ২৬ জন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের সাথে আলোচনা করে বিটিআরসি আবিষ্কার করে যে ফেসবুকে "রিপোর্ট এ্যাবিউজ" নামে একটি লিংক আছে। এই আবিষ্কারের পরপরই বিটিআরসি ফেসবুকে লগইন করে আপত্তিকর পেজে গিয়ে "রিপোর্ট এ্যাবিউজ" লিংকটি ক্লিক করেছেন। আশা করা যাচ্ছে এই আবিষ্কারের ফলশ্রুতিতে শিঘ্রই ফেসবুক সচল হতে পারে।

হো হো হো

সচল হওয়ায় অভিনন্দন ... এইবার শীতনিদ্রায় যাইতে পারেন দেঁতো হাসি

................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

অতিথি লেখক এর ছবি

অনেক অভিনন্দন সঈদ ভাই।

এই অভূতপূর্ব আবিষ্কারের জন্য ঐ বিশেষজ্ঞদের নোবেল দেওয়ার প্রস্তাব করি।

কৌস্তুভ

অতিথি লেখক এর ছবি

ব্যাপক মজা পাইলাম, বিশেষ করে এই বিশাল টিমের বিশাল আবি(?)ষ্কারের পর।
[আপনাকে সেইরকম অভিনন্দন সাঈদ ভাই]
--শফকত মোর্শেদ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বিরাট জিনিস আবিষ্কার করে ফেলছে তো অ্যাঁ
এইজন্য পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ দেওয়া উচিত বিটিআরসিরে।

সচল হওয়ার জন্য অভিনন্দন। সচলায়তন আরো একজন ভালো লেখক হারালো চোখ টিপি

একটা জিনিস বুঝলাম না, সরকার ফেসবুক বন্ধ করছে, কিন্তু মোবাইল দিয়ে তো ঠিকই ঢোকা যাচ্ছে! এই ব্লকের মানে কী!
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কাকুল কায়েশ এর ছবি

সচলায়তন আরো একজন ভালো লেখক হারালো

হাহাহাহাহা......জট্টিল!! দেঁতো হাসি

যাই হোক, সাঈদ ভাইকে অভিনন্দন ও শুভেচ্ছা!

==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

সাহাদাত উদরাজী [অতিথি] এর ছবি

নজু ভাই, পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ কেন? কম্পিউটারবিদ্যায় নোবেল প্রাইজ এর নুতন ক্যাটাগরি হলে মন্দ কি?

মর্ম এর ছবি

আগে থেকেই সন্দেহ হইতেছিল যে ওরা এ ব্যাপারটা জানেনা! চোখ টিপি

আসলেই আজ সচল হাওয়ার দিন।
অভিনন্দন!
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

কনীনিকা এর ছবি

ওরে, আমাকে কেউ থামা রে!!! হাসি তো থামছেই না!!! এদের মাথায় এত বুদ্ধি!
গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
আর আপনাকে অভিনন্দন!
------------------------------------------------------------------
It is impossible to be a mathematician without being a poet in soul.

------------------------------------------------------------------
It is impossible to be a mathematician without being a poet in soul.

স্পর্শ এর ছবি

অভিনন্দন আপনাকে! হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

মুস্তাফিজ এর ছবি

অভিনন্দন।

...........................
Every Picture Tells a Story

সুহান রিজওয়ান এর ছবি

অভিনন্দন ভাইয়া...

_________________________________________

সেরিওজা

শরতশিশির এর ছবি

সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে যে যোগ্য লোকের অভাব কতখানি প্রকট, সেটা 'দ্য ডেইলি স্টার'-এর এই রিপোর্টে হাস্যকরভাবে উপস্থিত। এবং, দুঃখজনক-ও বটে। মাঝখান থেকে আমরা সারা বিশ্বের সামনে হাস্যস্পদ হলাম, কালকে আমার এখানে একজন জিজ্ঞেস করছিলো এ ব্যাপারে। লজ্জা তখন রাখি কোথায়! কী ব্যাখ্যা দেবো তখন, বুঝে উঠতে পারি না।

অভিনন্দন, সাঈদ ভাই! ওয়েল ডিজার্ভড। বিশ্বসাহিত্য কেন্দ্রে একসময় বেশ যাওয়া হতো, হয়তো সেখানেই আপনাকে দেখেছি দেখে চেনা চেনা লাগে। দুনিয়া আসলেই বেশ ছোট।

ভাল থাকবেন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

বাউলিয়ানা এর ছবি

অভিনন্দন, অনেক অভিনন্দন!

নৈষাদ এর ছবি

অনেক অভিনন্দন রইল।

অতিথি লেখক এর ছবি

পোস্টের জন্য গড়াগড়ি দিয়া হাসি এবং আপনার জন্য হাততালি

''চৈত্রী''

ফারাবী [অতিথি] এর ছবি

এখন চেষ্টা করলাম, ঢুকতে পারলাম না ফেসবুকে। আশা করি কালকে যাবে। জটিল এই তথ্যের জন্য ভাইয়াকে ধন্যবাদ এবং অবশ্যই- অভিনন্দন সদস্যপদ প্রাপ্তির জন্য।

হিমু এর ছবি

সচল পরিবারে স্বাগতম!

এক্টা তো কাগু, বাকি ২৫টা কারা? এদের নামখচিত শ্বেতপত্র প্রকাশ করা হোক। এদের চিনে রাখা খুব জরুরি। ভবিষ্যৎ ক্রাইসিস কীভাবে মোকাবেলিত হবে, সেটা এদের নাম দেখেই বোঝা যাবে। কেউ কি এক্টু খবর নিয়ে এই ২৫ দেশরত্নের নামধাম যোগাড় করতে পারবেন?



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

সবজান্তা এর ছবি

নাহ। এইখানে কাগু ছিলেন না।

আমি যতোদূর জানি, এই মিটিং-এ বাংলাদেশের সমস্ত বড় আই এস পি এবং ডাটা সার্ভিস প্রোভাইডারের তরফ থেকে তাঁদের টেকনিক্যাল হেড কিংবা "সত্যিকারের কাজের লোক" অ্যাটেন্ড করেছেন।

আপনি কিংবা উপরের অনেকেই যেমন ভাবছেন, ব্যাপারটা ঠিক তেমন বিশেষজ্ঞ দল নয়। যারা টেলিকমিউনিকেশন ফিল্ডে আছেন বা খোঁজ রাখেন, তাঁরা নিশ্চয়ই জানেন বিটিআরসির আদেশ মানে কী বস্তু। কাজেই সে মিটিং এ বাংলাদেশের অনেক সত্যিকারের টেকনিক্যাল ঝানু লোক উপস্থিত থাকতে বাধ্য ছিলেন। অন্তত আমি ব্যক্তিগতভাবে দুজনের নাম জানি, যাদের টেকনিক্যাল জ্ঞানের উপর আমার পূর্ণ আস্থা আছে।

সে মিটিং-এ সম্ভবত তাঁরা সকলেই জানিয়েছেন, টেকনিক্যালি ফেসবুক ফুল প্রুফভাবে বন্ধ করা সম্ভব না।


অলমিতি বিস্তারেণ

সাঈদ আহমেদ এর ছবি

আমার অনাত্নীয় কাকা ওখানে আছেন কি-না জানি না, তবে বাংলাদেশের ইন্টারনেট/টেলি যোগাযোগ যে জব্বর সব লোকের হাতে, তা বুঝতে পারছি।

আমার অনাত্নীয় কাকা তাঁর হাজার হাজার শুভানুধ্যায়ীর সাথে ফেসবুক ছাড়া কীভাবে যোগাযোগ রাখছেন তা নিয়ে আমি ভীষণ চিন্তিত চিন্তিত
-----------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

অনুপম ত্রিবেদি এর ছবি

এই লোকগুলারে 'জোকারস অফ দ্যা ইয়ার' ঘোষনা করে অস্কার দেয়া দরকার ...

আপনার সচলত্ব প্রাপ্তিতে অনেক অভিনন্দন ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

স্বাধীন এর ছবি

সচলত্বে অভিনন্দন।

মামুন হক এর ছবি

অভিনন্দন সাঈদ মিয়াভাই হাসি

অতিথি লেখক এর ছবি

এই মহা মহা আবিষ্কারের জন্য সেই বিশেষজ্ঞদলকে "নূরানী সুরত" পুরষ্কার প্রদান করা হউক...

---থাবা বাবা!

অনিকেত এর ছবি

অভিনন্দন সাঈদ ভাই!

দুষ্ট বালিকা এর ছবি

অনেক অভিনন্দন রইল। হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তাসনীম এর ছবি

অভিনন্দন সাঈদ ভাই। দেখা যাচ্ছে আমরা একই ব্যাচের সচল হাসি

পত্রিকাসূত্রে জানা যায়, এই ২৬ জন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের সাথে আলোচনা করে বিটিআরসি আবিষ্কার করে যে ফেসবুকে "রিপোর্ট এ্যাবিউজ" নামে একটি লিংক আছে। এই আবিষ্কারের পরপরই বিটিআরসি ফেসবুকে লগইন করে আপত্তিকর পেজে গিয়ে "রিপোর্ট এ্যাবিউজ" লিংকটি ক্লিক করেছেন। আশা করা যাচ্ছে এই আবিষ্কারের ফলশ্রুতিতে শিঘ্রই ফেসবুক সচল হতে পারে।

এটা এভারেস্ট বিজয়ের মতই চিত্তাকার্ষক ঘটনা।

++++++++++++++
ভাষা হোক উন্মুক্ত

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

ওডিন এর ছবি

পত্রিকাসূত্রে জানা যায়, এই ২৬ জন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের সাথে আলোচনা করে বিটিআরসি আবিষ্কার করে যে ফেসবুকে "রিপোর্ট এ্যাবিউজ" নামে একটি লিংক আছে।

এর মানে আমার থেকেও বড়সড় বেকুব দুনিয়াতে আছে!!!! অ্যাঁ

বাই দ্য ওয়ে- অনেক অনেক অনেক অভিনন্দন সাঈদ ভাই! হাসি
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

ধুসর গোধূলি এর ছবি

- এই আবিষ্কারের পুরো ক্রেডিট যাবে সরকার তথা বিটিআরসি (বিআরটিসি হৈলে ভালো হৈতো!)-এর একাউন্টে। বিটিআরসি আর ফজলুল হক আমিনী, এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য খোঁজার ব্যর্থ চেষ্টা করলাম এতোদিন। এদের মধ্যে আসলে কোনো পার্থক্যই নাই। এরা দুই সত্তা-ই কোনো কিছু নে দেখে, না বুঝেই ফাল দিয়ে ওঠে!

ডিজিটাল বঙ্গদেশ জিন্দাবাদ।

আর, আপনারে ব্যাপক অভিনন্দন সাঈদ ভাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মাসকাওয়াথ আহসান এর ছবি

অভিনন্দন। সচল মানেই, রিলেরেসের কাঠিটা অতিথি লেখককে ধরিয়ে দিয়ে শামসুর রাহমান সম্পাদকীয় হয়ে গেলেন ট্র্যাজেডী। খুব ভালো লাগল লেখার টাইটেলটা। শুভেচ্ছা।

যুদ্ধাপরাধীদের বিচার এখনি,নইলে কোন দিন নয়।

খেকশিয়াল এর ছবি

অনেক অভিনন্দন

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

labonno এর ছবি

সচলত্ব-প্রাপ্তী তে অভিনন্দন।

ফেসবুকের ঘটনাটা ভেবেছিলাম দুষ্টামী করে লেখা, পরে দেখি সত্যি!!

আমাদের পারিবারিক আর বন্ধু মহলে একটা কথা চালু আছে-'ধূণফুন' (বানান?)। দেরী করে বাসায় ফিরে অগ্নিশর্মা মা-কে ধূণফুন বুঝ্ দেয়া। হোম ওয়ার্ক না করে টিচারকে ধূণফুন বুঝ্ দেয়া। আমার বর্তমান ডিরেক্টর একেবারেই টেকনিকাল না; ইমেইল লিখতেও তার সাহায্য লাগে! তাকে ফাঁকিবাজ একজন (সিস্টেম সাপোর্ট) ইচ্ছামত ধূণফুন বুঝ্ দেয়। আমার মনে হলো, ওই বিশেষজ্ঞ টিম, তাদের বস্ কেও ধূণফুন বুঝ্ দিয়েছে ফেসবুক চালু করার জন্য।

-লাবণ্য-

আলমগীর এর ছবি

অভিনন্দন রইল।

মূলত পাঠক এর ছবি

অভিনন্দন!

নিবিড় এর ছবি
অতিথি লেখক এর ছবি

অভিনন্দন!
আর আমি ডেইলী স্টারের নিউজ লিঙ্কটা ফেসবুকে পোস্ট করব ভেবেছিলাম, এখন আপনার এই লেখার লিঙ্কটাই পোস্ট করে দিলাম। সবাই শুধু বিরক্তই হবে কেন? সাথে না হয় একটু মজাও পাক। হাসি

যাযাবর ব্যাকপ্যাকার
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অতিথি লেখক এর ছবি

রিপোর্ট এবিউস সঙ্ক্রান্ত ওদের ভুল নিয়া এতও মাতামাতি করার কি আছে??? ওরা বিআরটিসির লোক হওয়ার পরেও আমরা যে ওদের বিটিআরসির লোক বলি, তাতে কি ওরা ক্ষেপে, কন???

শুভাশীষ দাশ এর ছবি

আপ্নে মাঝে হারায়ে গেছিলেন। ভাগ্যিস আবার ফিরছিলেন।

অভিনন্দন।

---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

অগ্নিবীণা এর ছবি

অভিনন্দন!

ভ্রম এর ছবি

অভিনন্দন!

সাঈদ আহমেদ এর ছবি

সচলাভিনন্দনের জন্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা সবাইকে।

"পোস্টটিতে বিটিআরসি-র কর্মদক্ষতা ঠিকমতন প্রকাশিত হয়নি এবং তা বিশেষজ্ঞদের প্রশংসার আড়ালে ঢাকা পড়েছে" বলে কেউ কেউ আমাকে ব্যক্তিগত মেসেজ পাঠিয়েছেন।

বিটিআরসি-কে তাদের প্রাপ্য মুল্যায়ন দিতে পোস্টটি তাই কিঞ্চিৎ সংশোধন করছি হাসি
-----------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

আনন্দী কল্যাণ এর ছবি

অভিনন্দন হাসি

নীড় সন্ধানী এর ছবি

আপনাকে অভিনন্দন।
সাথে বিটিআরসিকেও, শতাব্দীর সবচে মহান আবিষ্কারের জন্য।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

সচলাভিনন্দন সাঈদ ভাই!! দয়া করে ট্রাডিশন রক্ষার্থে হাইবারনেশনে যাবেন না।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

অভিনন্দন! হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

দৃশা এর ছবি

অভিনন্দন!

আমি একজন টেকিকানা মানুষ। মাগার আমি পরিষ্কার বুঝতে পারতাছি আমগো তথ্যপ্রযুক্তি বিভাগে নিয়োগের জন্য আমি 'ফারফেক্ট'।

দৃশা

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অভিনন্দন!

সাঈদ আহমেদ এর ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ যেন নিয়মিত লেখেন, সেজন্য একটি নিয়ম করা হয়েছিল- অধ্যাপক পদে পদোন্নতির জন্য ১২ অথবা ১৫টির মতন প্রকাশনা দেখাতে হতো। কে কী কোথায় লিখে 'প্রকাশনা' বলে চালিয়ে দিয়েছেন, তা নিয়ে কিছু বলছি না। কিন্তু অধ্যাপক হবার পর 'আমার লেখার দায় শেষ হইল' ধরনের মনোবাঞ্ছা যে অনেকেরই হয়, তা তাদের পদোন্নতি-পরবর্তী 'প্রকাশনা' দেখিলেই বোঝা যায়।

কিংকর্তব্যবিমূঢ়, নজরুল, ষষ্ঠ পাণ্ডব-সহ অনেকেই এই বিষয়টি প্রকারান্তরে স্মরণ করিয়ে দিচ্ছেন হাসি

লেখার প্রতিশ্রুতি দিতাম। কিন্তু রবিঠাকুর অবশ্যই আমার থেকে বেশি জ্ঞানী। তিনি যখন বলেছেন যে মানুষ প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্য, তখন আর প্রতিজ্ঞা করা ঠিকনা হাসি
-----------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

প্রভা প্রহেলিকা [অতিথি] এর ছবি

কি বলব?
ভাষা হারিয়ে ফেলেছি।!!।
চিন্তিত :-?

অভিন্দন আপনাকে।।

হাসিব এর ছবি
তুহিন নূর এর ছবি

ভা া াা েেলাাাাা

গৌতম এর ছবি

দেরিতে হলেও সচলাভিনন্দন! হাসি এখন তো আপনারই সময়, ঘুমানোর! তবে একটু কম ঘুমালে আমরা খুশি হই।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।