মার্কিন মুল্লুকে-১: খামসিন খামসা খামসি

তাসনীম এর ছবি
লিখেছেন তাসনীম (তারিখ: বিষ্যুদ, ২৯/০৭/২০১০ - ১:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মার্কিন মুল্লুকে বাস করে উল্লুকে। এই দামি কথাটা মনে হয় বলেছিলেন সৈয়দ মুজতবা আলী। দেখতে দেখতে এই দেশে জীবনের তিন ভাগের একভাগ কাটিয়ে দিয়েছি, মনে হয় নিজেও আস্তে আস্তে ওই উল্লুকের স্তরেই পৌঁছে যাচ্ছি। মনে হলো এই জীবনটা নিয়েও কিছু লেখা উচিত। শৈশব নিয়ে লিখছি, বাচ্চা-কাচ্চা পালা নিয়ে লিখছি, আর আমেরিকা নিয়ে লিখবো না? সে কেমন কথা? আমি অল্প কথায় কিছু সারতে পারি না, আর আমার জীবনটাও মাশাল্লাহ মেগাসিরিয়ালের মতই বোরিং, খালি চলছে তো চলছেই। ভাবলাম যে আমি শুধু একাই বোরড হই কেন? এই লেখাটা ভ্রমণকাহিনি নয়, সুন্দর সুন্দর ছবি দিতে পারব বলে মনে হয় না। আমি এসেছি এনালগ যুগে, ছবি প্রিন্ট করাটা আমার মত দরিদ্র গ্র্যাজুয়েট ছাত্রের সাধ্যের বাইরে ছিল। এই একটু গল্পসল্প করবো আপনাদের সাথে, আমার অন্য লেখাগুলোর মতই হালকা-পাতলা ও অগভীর হবে এটা। অনেক প্যাঁচাল পাড়লাম। এবার শুরু করি গুরুর নামে।

কে জানি বলেছিল আরবিতে পাঁচকে বলে খামসুন। ৫৫৫ নাকি আরবিতে খামসিন খামসা খামসি। আমরা ছোটবেলায় এই সিগারেটটাই খেতাম। ফাজলামি করে বন্ধুরা বলত খামসা খামসি খাইতাসি। আমি ক্লাস টেনে শুরু করি এই বস্তু টানা এবং এর সতের পছর পর পর্যন্ত চালিয়েছি টানাটানি। একদা এই জিনিসের প্রেমে পড়েছিলাম একদম "প্রথমত আমি তোমাকে চাই" স্টাইলে। আশির দশকে ইংল্যান্ডে তৈরি এই সিগারেটের দাম হঠাৎ বেড়ে যায়, বাংলাদেশে তৈরি ৫৫৫ সিগারেট খাওয়া শুরু করি তখন। ওটার প্রচলিত নাম ছিল বাংলা ফাইভ। সুতরাং আমেরিকায় আসার সময় এক কার্টুন বাংলা ফাইভ নিয়ে আসাটা আমার তালিকার একদম উপরের দিকে ছিল।

আমেরিকায় আসার বিমানযাত্রাটা বেশ ঘটনাবহুল ছিল। বিমানকে ক্যানাডাতে জরুরি অবতরণ করতে হয়, অসুস্থ একজন যাত্রীর চিকিৎসার জন্য। ফলস্বরূপ মেমফিস বিমান বন্দরে কানেক্টিং ফ্লাইট মিস। এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি তখনও এমন হৃদয়হীন হয় নি, আমাদেরকে ওরা হোটেল দিল, রাতে খাবারের জন্য পনের ডলারের কুপন পর্যন্ত দিল। প্লেনে ইটালিয়ান ছেলে মেয়েদের একটা ছোট দল ছিল, যারা আমার সাথে আমস্টার্ডাম থেকে উঠেছে এবং একই সংগে মেমফিসে ফ্লাইট মিস করেছে। সেই দলের মেয়েগুলো দেখতে জিএম তানিমের ফেসবুকে পোস্ট করা ওয়ার্ল্ড কাপ এলবামের ইটালিয়া মেয়েদের মতই। ওরা যাবে মেক্সিকো আর আমি যাব টেক্সাসে। ওদের ইংরেজি প্রায় টারজানের মত, আর আমিও যে ইংরেজিতে খুব ইয়ে সেটাও না। প্লেনেই আমাদের বেশ খাতির হয়ে গিয়েছিল। সাথে সুন্দরী মেয়ে থাকলে যে কোন যাত্রাই বেশ দারুণ হয়। তারপর প্লেস মিস করে আমরা একই “বোটে” আপাতত। এয়ারপোর্টে হোটেলের ফ্রি শাটল আসার কথা, সেটার দেখা নেই। অন্য একটা হোটেলের শাটল ড্রাইভার বলল যে সে আমাদেরকে নামিয়ে দিতে পারবে আমাদের হোটেলে, কিন্তু ওকে সব মিলিয়ে ২০ ডলার দিতে হবে। সেবারই প্রথম বাংলাদেশ দুর্নীতির লিস্টে তৃতীয় বা চতুর্থ  হয়েছে (তবে এর আগে আমরা এরকম লিস্টের কথা জানতামও না), কিন্তু আমেরিকায় নামার পর পরই ঘুষ চাইবে কেউ সেটা ভাবিনি। যাহোক, শেষ পর্যন্ত ঘুষ না দিয়ে একটু অপেক্ষা করে হোটেলে আসলাম।

সন্ধ্যার পরে ওদের সাথে গল্পে বসলাম। ওদের দলনেতা জানাল যে ওরা মেক্সিকো যাচ্ছে গাঁজা “খেতে”। ওখানে কোথায় নাকি গাঁজা মহাসম্মেলন হয়। বাংলাদেশেও কোন এক জেলাতে নাকি এরকম কী একটা হয় শুনেছিলাম। গাঁজা আমার প্রিয় খাদ্য নয় যদিও খেয়েছি কয়েকবার। কিন্তু দলনেতা জানালো যে ওরা সবাই খুবই গাঁজা ভালোবাসে, ইউরোপের বিভিন্ন দেশে গঞ্জিকা সেবন করেছে তারা। এই প্রথম তাদের সাগর পাড়ি দেওয়া আন্তর্জাতিক গাঁজা সফর। আমার কাছে বাংলাদেশি জিনিস আছে কি না সেই খোঁজও করল। মাথা খারাপ না হলে কেউ প্লেনে গাঁজা নিয়ে উঠবে না, অতি বড় গঞ্জিকা সেবকও নয়। আমি নেতিবাচক উত্তর জানালে সে আফসোস করল, ভারতীয় গাঁজার অনেক সুনাম সে শুনেছে। রাতের খাওয়া হয়ে গেছে, আলাপচারিতার এক পর্যায়ে তাকে আমি একটা বাংলা ফাইভ সাধলাম, আমি নিজেও ধরালাম একটা। একটা টান দিয়েই তার চোখ কপালে...তার সেই বিস্ময়মাখা অভিব্যক্তি আমি সোজা বাংলায় অনুবাদ করে দিলাম।

“কী খাওয়াইলা মামু এইডা...? এইডাতো আসল জিনিস...তুমি না কইল্যা গাঞ্জা আনো নাই...আর এই যে পকেটে গাঞ্জা লইয়া ঘুরতাছ? এই জিনিসে মামু গাঞ্জা না থাইক্যা যায় না।”

হুম হুম...আমার দেশে তৈরি খামসিন খামসা খামসি। অভ্যাস না থাকলে গাঁজাখোরেরও তব্দা লাগবে এই মাল "খেলে"। এটাই ছিল বিদেশের মাটিতে আমার প্রথম গর্ব দেশ নিয়ে, কী করব প্রফেসর ইউনুস তখনো নোবেল প্রাইজ পাননি। দেশের সম্মান রক্ষার্থে বাকি প্যাকেটটা ছোকরাকে দিয়ে দিলাম। মেয়েগুলো বেজায় খুশি হয়ে মিষ্টি হাসি দিয়ে টারজানের মতই তাদের আনন্দ প্রকাশ করল।

অনেক বছর পর সিগারেট ছেড়ে দেওয়ার পর একদিন শখ করে বাংলা খামসা খামসিতে টান দিয়ে আমারো ভিরমি খাওয়ার যোগাড় হয়েছে। পুরা আসল জিনিস!!!

বানান কৃতজ্ঞতাঃ বুনোহাঁস ও তিথীডোর।

[/justify]


মন্তব্য

সাইফ শহীদ এর ছবি

এমিল,

শখ করে বাংলা খামসা খামসিতে টান দিয়ে আমারো ভিমরি খাওয়ার যোগাড় হয়েছে। পুরা আসল জিনিস!!!

মানে কি? আসলেই কি আসল জিনিস?

চালিয়ে যাও এই সিরিজ। পড়তে ভাল লাগছে খুব।

সাইফ শহীদ

সাইফ শহীদ

তাসনীম এর ছবি

খুব কড়া সিগারেট...এই অর্থে হাসি

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অমিত এর ছবি

শুরুটা বেশ ভাল লাগল
চলুক হাসি

তাসনীম এর ছবি

ধন্যবাদ অমিত। স্মৃতির শহর শেষ হয়ে যাবে আরো কয়েক পর্ব পরে, এটা চালানোর সময় পাব মনে হয়।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

রায়হান আবীর এর ছবি

মজা প্লাম লেখাটায়। চলুক।

তাসনীম এর ছবি

ধন্যবাদ আবীর।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

হরফ এর ছবি

বাহ আজ বুঝতে পারলাম আপনি সত্যিই ভাল লোক। নাহলে কি কেউ পাঠকদের একের পর এক ভাল সিরিজ উপহার দেয়? থ্যাঙ্ক্যু ভেরি ভেরি মাচ। প্রসঙ্গান্তরে একটা জিজ্ঞাসা, আপনার নাম কি এমিল জ্যাটোপেকের নামানুসারে?
-------------------------------------------------------------------------------------
"ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে"

ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে

তাসনীম এর ছবি

হা হা হা...অনেক ধন্যবাদ হরফ।

আমার ডাকনামটা আমার মা রেখেছিলেন রুশোর বইয়ের চরিত্রের নামানুসারে।

আমার মা বাংলাদেশের শিক্ষাবিভাগে কাজ করতেন এবং ইংরেজি সাহিত্যের ছাত্রী ছিলেন। অত্যন্ত শিক্ষানুরাগী এই মানুষটি আশা করেছিলেন উনার ছেলেও আদর্শ মানব হবে ঐ বইয়ের এমিলের মত। সব আশা কি আর পূরণ হয়? (ইন ফ্যাক্ট বইটাও আমি পড়িনি, মায়ের কাছে শুধু শুনেছি)

উনাকে নিয়ে স্মৃতির শহরের একটা পর্ব লিখব।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

হরফ এর ছবি

আহা।একজন আদর্শ শিক্ষাবিদের সন্তানের নাম তো এমিল-ই হওয়া উচিৎ।যে বয়সে (পড়ুন কলেজে হো হো হো মানবীরা মানবীবাদে ভয়াবহ রকমের বিশ্বাসী হয়ে ওঠেন সেই সময়ে আমার রুসোর এমিলের সাথে একটা স্বল্পমেয়াদি অসুখী পরিচয় ঘটেছিল তাই বোধহয় তার নাম মনেই পড়েনি। আপনার জননীর সম্মন্ধে শিগ্গির লিখবেন আশাকরি, অপেক্ষায় রইলাম।
---------------------------------------------------------------------------------
"ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে"

ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে

তাসনীম এর ছবি

আপনার কাহিনিটা লিখে ফেলুন না, জানতে ইচ্ছে করছে।

রুশোর ওই বইটা (ইন ফ্যাক্ট রুশোর কোন বই) আমি পড়ি নি, আর এখন ধৈর্য এত কমে গেছে যে ব্লগের রিভিয়ু ছাড়া আর কিছুই পড়তে পারি না। বইটা সম্বন্ধে কেউ একটু আলোকপাত করলে প্রীত হব।

(অবস্থা দেখেন, নিজের নামের শানে নযুলের বই অন্যকে দিয়ে পড়িয়ে রিভিউ লেখানোর চেষ্টা করছি)।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অকুতোভয় বিপ্লবী এর ছবি

"টারজানের মতন আনন্দ পেলাম" লেখাটা পড়ে গড়াগড়ি দিয়া হাসি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

তাসনীম এর ছবি

ভালো লাগা জানানোর জন্য ধন্যবাদ বিপ্লবী হাসি

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

নাশতারান এর ছবি

মজা পেলাম।
সিরিজ চলুক।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

তাসনীম এর ছবি

ধন্যবাদ বুনোহাঁস।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মজার কাহিনী। একটা বড় মন্তব্য লিখেছিলাম, শেষ পর্যায়ে এসে মেয়ে ব্রাউজারের সার্চ বোতামে ক্লিক করায় সব গেল। আর লিখতে ইচ্ছে করছেনা।

তাসনীম এর ছবি

শিশুপালনের "টোল" সবাইকেই দিতে হয়। আমারও মিস হয়ে গেল বড় মন্তব্যটা।

ধন্যবাদ এই মন্তব্যটার জন্য।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

কৌস্তুভ এর ছবি

সেই বাংলাপাঁচ-প্রাপ্ত-প্রসন্না-প্রমীলাদলের ছবি না দিলে প্রবলভাবে মাইনাছ দাগানো হবে বলে রাখলাম!

তাসনীম এর ছবি

ধন্যবাদ কৌস্তুভ।

আমি ডিজিটাল ক্যামেরা কিনেছি এই সেই দিন, জর্জ বুশ জুনিয়ারের আমলের শেষভাগে। ততদিনে প্রমীলারা শুধু হারিয়ে জাননি, একদম বুড়িয়েও গেছেন মনে হয়, এত গাঁজা খেলে কি আর যৌবন বসে থাকবে?

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

কৌস্তুভ এর ছবি

ক্যাম্নে মানুষ মশাই আপ্নে, হুমকি দিলে ধন্যবাদ দেন?

কিন্তু প্রমীলারা বুড়িয়ে যেতে পারেন এমন ভয়ঙ্কর অন্যায় কথাবার্তা বললে কিন্তু চারদিক থেকে আসা হুমকির বানে ভেসে যেতে হবে... খোদায় করুন তাঁদের ঠোঁটের সিঁদুর অক্ষয় হোক।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ইসস্ আমি সুযোগ পাইলে ইটালিয়ান মেয়ে(দে)র সাথে টেক্সাসেই চলে যেতাম! মন খারাপ

লেখা সুস্বাদু হয়েছে। রিচটেকস্ট এডিটর কেমন লাগছে?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

তাসনীম এর ছবি

ধন্যবাদ মুর্শেদ।

লেখাটা প্রায় মাস দেড়েক ড্রাফট হিসাবে ছিল। আমি কপি পেস্ট করে রেখেছিলাম (প্লেইন টেক্সটে)। এর মাঝেই রিচ টেক্সট এডিটর পেয়ে গেলাম। লেখাটা এর পর দেখি অন্য ফন্টে চলে গেছে, চেঞ্জ করে বিএনজি আনলাম, এটা মনে হয় সোলাইমানলিপি।

ফন্ট বড়/ছোট এগুলো করতে অসুবিধা মনে হতো, ইনফ্যাক্ট আমি আগে এই গুলো করতাম না, কিন্তু এইবার সুযোগ পেয়ে করে ফেললাম।

তবে স্পেল চেকার সত্যি সত্যি কাজ করছে কি না বলতে পারব না। দেখলাম প্রায় প্রতিটা শব্দই ধরছে, তাই বাদ দিলাম। পরে আমাদের তিথীডোর আর বুনোহাঁস এসে ঠিকঠাক করে দিল। এদের চেয়ে রিচেস্ট এডিটর কই পাবো?

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হানস্পেল নামে আরেকটি স্পেল চেকার আছে। এতে টুকটাক বানানের নিয়ম ঢোকানো যায়। অঙ্কুরের সাথে এটা নিয়ে কিছু কাজ শুরু করেছি। সময় পাচ্ছিনা। মন খারাপ

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

তাসনীম এর ছবি

সময় পরে আরো পাবে না। কিছুদিন পরে শুধু ডাইপারের গুনাগুন জানবে, হাগিস ভালো না প্যাম্পার ভালো এগুলো নিয়ে গবেষণা করতে হবে।

তবে সময়টা খারাপ কাটবে না, এটাও সত্য হাসি

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

কৌস্তুভ এর ছবি

ইসস্ আমি সুযোগ পাইলে ইটালিয়ান মেয়ে(দে)র সাথে টেক্সাসেই চলে যেতাম!

"তব সাথী হয়ে দগ্ধ মরুতে পথ ভুলে তবু মরি..." চিন্তিত

অফটপিক ১: আপনাদের উপদেশে লাইব্রেরী থেকে হার্ডকভার 'অ্যানসেস্টরস টেল' তুলে নিয়ে এলাম। বেশ স্বাস্থ্যবান বই, দেখি কবে শেষ হয়।

অফটপিক ২:

রিচটেকস্ট এডিটর কেমন লাগছে?

আর আমি যে কবে থেকে রিচ রিচ করে কেঁদে মরছি, আমার বেলা কি ফ্রেঞ্চবালার উপাখ্যান না নিয়ে আসা পর্যন্ত ভাগ্যে নেইকো? ওঁয়া ওঁয়া

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অ্যানসেস্টরস টেইলের একটা অ্যাব্রিজড অডিও বুক পাওয়া যায়। ওটাও শুনে দেখতে পারেন।

রিচটেকস্ট তো আপনার আছেই ইতিমধ্যে। ব্লগ লিখুন লিংক থেকে ট্রাই করে দেখুন প্লিজ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কৌস্তুভ এর ছবি

অ্যাঁ ওই দেখেন, এইটা আবার কবে হঠাৎ দিয়ে ফেললেন? পাইনা পাইনা করে কদ্দিন অপেক্ষা করলাম এটার জন্য, শেষে জনসমক্ষে অপ্রস্তুত করে ফেললেন তো? গুরু গুরু

কনফুসিয়াস এর ছবি

কঠিন মজার লাগলো লেখাটা। দারুণ। হাসি
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

তাসনীম এর ছবি

অনেক ধন্যবাদ কনফুসিয়াস হাসি

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

মেহবুবা জুবায়ের এর ছবি

খামসা খামসি খাইতাসি। গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

--------------------------------------------------------------------------------

তাসনীম এর ছবি

ভালো লাগা জানানোর জন্য অনেক ধন্যবাদ ভাবি। এই গড়াগড়ি হাসির আইকন শিখতে আমার ছয়মাস লেগেছ।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অতিথি লেখক এর ছবি

জটিল লেখা। চলুক--

তাসনীম এর ছবি

ধন্যবাদ ভাই চলবে। আপনার নামটা কিন্তু জানা হলো না।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

তিথীডোর এর ছবি

চলুক
সিরিজ চলুক..

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তাসনীম এর ছবি

অনেক ধন্যবাদ বানান সাইজ করা ও মন্তব্যের জন্য।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সাইদ এর ছবি

আমি কেন লিখতে পারি না এমন মন খারাপ

তাসনীম এর ছবি

সবই অভ্রের গুন হাসি

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

দ্রোহী এর ছবি

হে হে হে! আমিও পেশাদার সিগারেট খোরের খাতায় নাম উঠিয়েছিলাম বাপের পয়সায় কেনা খামসিন খামসা খামসি সিগারেটের পাছা ধরে।


কি মাঝি, ডরাইলা?

তাসনীম এর ছবি

ধন্যবাদ দ্রোহী।

এখন কি সিগারেটের পশ্চাৎদেশে লাথি মেরেছেন নাকি এখনো ওই বন্দনা চলছে?

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

রানা মেহের এর ছবি

দারুন একটা সিরিজ হবে।

মার্কিন মুল্লুক এর সাথে উল্লুক এর সম্পর্কটা জানা ছিল না।
নিজে জানলাম আর মার্কিন প্রবাসী সবাইকে নিজ উদ্যোগে জানানোর সিদ্ধান্ত নিলাম দেঁতো হাসি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

তাসনীম এর ছবি

ধন্যবাদ রানা মেহের।

আপনার মার্কিন প্রবাসী আত্মীয় বন্ধুরা এতে একটু ইয়ে হতে পারে। আমি বর্তমানে ইয়ের ব্যবহার খুব উপভোগ করছি। পুরো ওয়াইল্ড কার্ড শব্দ, যার যেমন ইচ্ছে মিনিং বসিয়ে দিতে পারে হাসি

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

নিবিড় এর ছবি

মজা পেলাম হাসি
অফটপিকঃ আফসোস, সব সিরিজ লেখক যদি আপনার মত নিয়মিত হত মন খারাপ


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

তাসনীম এর ছবি

ধন্যবাদ নিবিড়।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

মুস্তাফিজ এর ছবি

খামসা খামসি আসলেই জিনিষ, কুত্তা পর্যন্ত গন্ধ পায়। একবার কাঠমান্ডু এয়ারপোর্টে নারকোটিক্স বিভাগের কুত্তা আমার আর পিছা ছাড়েনা, আমার সামনে খালি ফাল দেয়, খালি ফাল দেয়। আমাকে নিতে আসছিলো নেপাল টুরিজম বোর্ডের হর্তাকর্তা, তাগো দেইখা কুত্তার মালিক কিছু কয়নাই। পরে শুনছি অন্যকথা, আমার কাছে একটা প্যাকেটে আসলেই কয়টা ঐ জিনিষ ছিলো, আমি জানতামনা।

শিক্ষাঃ এর পর থেকে বিদেশ যাবারসময় কেউ কিছু দিলে খুলে পরীক্ষা করে নেই, এমনকি জামাকাপড় দিলেও পকেট আর লাইনিং চেক করি, শত অনুরোধেও যে কোন ধরণের খাবার বা সিল করা জিনিষ (যেমন চিঠি, ঔষধ) বহনে রাজী হই না।

...........................
Every Picture Tells a Story

তাসনীম এর ছবি

খামসা খামসির মধ্যে কিছু থাকতেও পারে। আমার চেনা একজন ঢাকা থেকে এক কার্টুন আনিয়েছিল তার এক বন্ধুর মাধ্যমে। সেই বন্ধু অন্য স্টেটে থাকে এই জন্য বন্ধু তাকে মেইল করে দিয়েছিল খামসা খামসি।

মেইলটা এসে পৌঁছে নি, বরং পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে। থানায় গিয়ে সে দেখল যে প্যাকেট খুলে তারা "জিনিস" পরীক্ষা করেছে।

আপনার শিক্ষাটা ঠিক আছে, আপনি বড় বিপদ থেকে বেঁচেছেন।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সচল জাহিদ এর ছবি

চলুক তাসনীম ভাই। পড়ছি ...

----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

তাসনীম এর ছবি

ধন্যবাদ জাহিদ।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

তুলিরেখা এর ছবি

আহা সৈয়দ মুজতবা আলী তো চমৎকার বলেছিলেন! হাসি

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তাসনীম এর ছবি

ধন্যবাদ তুলিরেখা। আলীসাহেব দূরদর্শী জ্ঞানী মানুষ উনি অনেক আগেই সব বুঝে যান।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সাবিহ ওমর এর ছবি

যা বোঝা যাচ্ছে ইটালিয়ান মেয়ে ছাড়া মহৎ সৃষ্টি সম্ভব না। য়ুরোপ-প্রবাসীর পত্র পড়তে শুরু করলাম, সেখানে রবিগুরু লিখেছেন,

...আমরা ইতস্তত বেড়াচ্ছি, এমন সময়ে দেখি একটি সুন্দরী মেয়ে কতকগুলি ফল আর ফুলের তোড়া নিয়ে আমাদের সম্মুখে হাজির হল, তখন আর অগ্রাহ্য করবার সাধ্য রইল না। ইটালির মেয়েদের বড়ো সুন্দর দেখতে। অনেকটা আমাদের দেশের মেয়ের ভাব আছে। সুন্দর রং, কালো কালো চুল, কালো ভুরু, কালো চোখ, আর মুখের গড়ন চমৎকার।...

এইরকম ফোর্থ ক্লাস, পুরুষত্বহীন বর্ণনা দিয়ে কেউ বিশ্বকবি হয়ে গেছে, ভাবা যায়?

তাসনীম এর ছবি

হা হা হা, এবার তো আমাকে মহৎ কিছু করতে হবে বলে মনে হচ্ছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ সাবিহ ওমর।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দেঁতো হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হো হো হো

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমিও একসময় বাংলা ফাইভ খেতাম। তারপর সেটা ঢাকায় দূর্লভ হয়ে গেলে বেনসন খাই। এখন অবশ্য ছেড়ে দিছি। শুধু বিশেষ সময়ে খাই, তখন গোল্ডলীফ বেশি পছন্দ।

বগুড়ায় মহাস্থানগড়ে বার্ষিক গাঁজা সম্মেলন হয়। এখনো হয়।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তাসনীম এর ছবি

আমার ধারনা ছিল কুষ্টিয়াতে, কিন্তু নিশ্চিত ছিলাম না। মন্তব্যের জন্য ধন্যবাদ।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

তানভীর এর ছবি

আমার ফুসফুস দুব্বল। সিগ্রেট ভালু পাই না। তয় লেখা ভালু পাইলাম চলুক

তাসনীম এর ছবি

ধন্যবাদ, সিগ্রেট না খাওয়াই ভালো।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সুহান রিজওয়ান এর ছবি

হ, "বিড়ি খাস নি, ওতে যক্ষা হয়" দেঁতো হাসি

_________________________________________

সেরিওজা

সুহান রিজওয়ান এর ছবি

লিখাডা পইড়া লগাইলাম...

বাংলাদেশেও কোন এক জেলাতে নাকি এরকম কী একটা হয় শুনেছিলাম।

- এইটা তো ঐ মুজতবা আলীই লিখে গেছলেন, গুল না গাঁজা- কী যেনো নাম ছিলো গপ্পোটার- জেলাটা মনে হয় নওগাঁ...

আর নয়া সিরিজ চলুক তাহলে।

_________________________________________

সেরিওজা

তাসনীম এর ছবি

ধন্যবাদ, মুজতবা আলীর এই গল্পটা আমি পড়িনি। তবে নজরুল ভাই বলেছেন বগুড়ার মহাস্থানগড়ে। তবে একাধিক জায়গাতেও হতে পারে।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

ওডিন এর ছবি

আমি সিগারেট খাইছিলাম একবার- ভালো লাগে নাই- কিন্তু সিগারেট বিষয়ক লেখা দুর্দান্ত লাগলো। হাসি

আর নিখিল বঙ্গ গঞ্জিকা মহাসম্মেলন হয় বগুড়ার মহাস্থানগড়ে, নজরুল ভাই ঠিকই বলেছেন হাসি
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

তাসনীম এর ছবি

ধন্যবাদ ওডিন মন্তব্যের জন্য। সিগারেট সুখাদ্য নয়, এখন বুঝতে পারি।

দেখি যেতে হবে একবার মহাস্থানগড়...ঐতিহাসিক এই জায়গা আর গঞ্জিকা সম্মেলন দুইটাই দর্শনীয় হবে মনে হয়।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অতিথি লেখক এর ছবি

শিরোনাম পড়ে আরও ভাল লিখা আশা করেছিলাম

সাধারণ

তাসনীম এর ছবি

আশাহত করার জন্য দুঃখিত সাধারণ।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

তায়েফ  আহমাদ এর ছবি

পুরাই খামসা-খামসি পোষ্ট।
এক চোট হেসে নিলুম। হো হো হো

তাসনীম এর ছবি

ধন্যবাদ তায়েফ।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অতিথি লেখক এর ছবি

গুগল ট্রান্সলেটর বলে-
৫- খামসা
৫৫- খামসাতু ওয়া খামসুন
৫৫৫- খামসুমি আতেনু খামসাতু ওয়া খামসুন
দেঁতো হাসি

- শশাঙ্ক

তারাপ কোয়াস এর ছবি

লেখা যথারীতি ব্যাপক হইছে। সিরিজের দীর্ঘায়ু কামনা করছি।


love the life you live. live the life you love.

তারাপ কোয়াস এর ছবি

লেখা যথারীতি ব্যাপক হইছে। সিরিজের দীর্ঘায়ু কামনা করছি।


love the life you live. live the life you love.

রোমেল চৌধুরী এর ছবি

তাস্নীম ভাই,
বিমন আনন্দ পেলাম। বাংলা ফাইভ খুব কড়া লাগে। আমার দৌড় মার্ল্বোরোতে দুইটান পর্যন্ত! শুভকামনা

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তাসনীম এর ছবি

আপনাকেও মন্তব্যের জন্য ধন্যবাদ। যেকোনো সিগারেট এখন খুব কড়া লাগে, ছেড়ে দিয়েছি তাই।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

ধুসর গোধূলি এর ছবি

ঈমানে কইলাম, আমি এই পোস্টে মন্তব্য করছিলাম। মোর মন্তব্য কোয়ানে গেলো মনু? চিন্তিত

যাউকগা, আবার করি।

তখন সবে প্রবাসী হইছি। টগবগা তরুণ। দেশ থেকে এক পোলা আইছে নয়া সিমেস্টারে। উপঢৌকণ হিসাবে এক প্যাকেট গোল্ডলিফ পাইছি। ঐটা পকেটে লইয়া কাজে গেলাম। বিড়ি ব্রেক-এ ব্রাজিলের মার্সেল কয়, কী খাও! কইলাম, আমার দেশী বিড়ি। কয়, দ্যাও দেহি একটা। দিলাম। মার্সেল দেড়টা টান দিয়া মাথায় হাত দিয়া, চোখমুখ লাল কইরা বইসা পইড়া কয়, এইটা কী খাওয়াইলা ম্যান। গাঞ্জা নি? আমি কইলাম, গোল্ডলিফে যদি এই অবস্থা হয় তোমার, তাইলে আকিজ বিড়িতে কী করবা!

তাসনীম এর ছবি

আমি মুছি নাই হাসি লস্ট ইন আপগ্রেড মনে হয়। বিটিসির তৈরি সব সিগারেটের দেখি একই দশা।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

Prof.Shongku এর ছবি

দারুন, দারুন, দারুন।লেখাটা এক নিমেশে পড়ে ফেললাম। মাইরি বলছি ভাই, তোমার হাতে লেখা আসে, চালিয়ে যাও। আমেরিকার উপর আরো লেখা পড়ার আপেক্ষায় থাকলাম।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হো হো হো

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অ্যাঁ!-নোনিমাস এর ছবি

হাসতে হাসতে পেট ব্যাথা হইয়া গেলো শয়তানী হাসি গুল্লি

তাসনীম এর ছবি

ধন্যবাদ প্রফেসর শঙ্কু, যাযাবর এবং অ্যাঁ!-নোনিমাস।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

sourav এর ছবি

খামসা খামসা খামসিন

পার্ট টু থেকে পার্ট ওয়ান, সমান মুগ্ধতা!

guest writer rajkonya এর ছবি

ভাইয়া, আপনার লেখা পড়ে অনেক মজা পাচ্ছি। দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

হাসতে হাসতে পুরাই শেষ!! গড়াগড়ি দিয়া হাসি
আপনের লেখার ভক্ত হয়ে গেলাম।

তৌফিক

সাফি এর ছবি

আপনি এত ভাল লেখে তাসনীম ভাই, খুবই ভাল লাগে পড়তে। আমিও যাত্রা শুরু করেছিলাম বাপের খামসা খামসি চুরি করে। পরে বেনসনখোর বন্ধুদের পাল্লায় পড়ে সেদিক গেলাম। হলে বিপদে পড়ে কয়েকবার খামসা খামসি খাইতে হইসে, খেয়ে আমারও ভাইরে ভাই কি জিনিস অবস্থা!

 তাপস শর্মা  এর ছবি

তাসনীম ভাই

মার্কিন মুল্লুকের সবকটা লেখা পড়ে শেষ করলাম। অনবদ্য এবং অসাধারণ।

আগামী পর্বের জন্য হা - করে বসে আছি।

শুভকামনা রইলো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।