কনে দেখা আলো আঁধার

চরম উদাস এর ছবি
লিখেছেন চরম উদাস (তারিখ: বুধ, ১৮/১২/২০১৩ - ২:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

- মেয়ে আমেরিকান
আম্মা শুনে চোখ কপালে তুলে বলে,
- সাদা চামড়া?
- নাহ
হাঁফ ছেড়ে বলে,
- তাহলে কি আমাদের দেশী? আমেরিকায় বড় হয়েছে?
আমি বলি,
- নাহ আফ্রিকান আমেরিকান।
আম্মা আবারও চোখ কপালে তুলেন। একটু হেঁচকি তুলে কান্নার ভঙ্গী করেন। কিন্তু কান্না আসে না। 'ও মতিনের বাপ, এদিকে আসো। আমি শেষ' বলে বিকট চিৎকার করার চেষ্টা করেন। কিন্তু গলার আওয়াজ বেশিদূর যায়না। আব্বা ঘটনাস্থলে পৌঁছে নাটুকে গলায় বলেন,
- কি হলো আলেয়া? এই পরিবারের আকাশে আজ কেন দুর্যোগের ঘনঘটা?
আম্মার নাম মোটেও আলেয়া নয়। কলেজে থাকতে আব্বা নবাব সিরাজদ্দৌলা মঞ্চনাটকে নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক সেলেব্রিটি হয়েছিলেন। আম্মার সাথে তার পরিচয়ও সেই সূত্রে। সেই থেকে মুড ভালো থাকলে নবাবী ডায়লগ মারেন, সাথে মাকে আলেয়া বলেও ডাকেন। কিন্তু আম্মার রক্তচক্ষু দেখে পিতা স্বর পাল্টে সিরিয়াস হয়ে গেলেন। আমার দিকে তাকিয়ে বলেন,
- আবার কি করলে মতিন?
আমি একটু উষ্ণ হয়ে বলি,
- আব্বা আপনাদের কতবার বলেছি আমার নাম এখানে মতিন না, এখানে সবাই আমাকে ম্যাট নামে চেনে।
আব্বা আমার কথা মাছি তাড়ানোর ভঙ্গিতে উড়িয়ে দেন।
আম্মা তারস্বরে চিৎকার করেন,
- তোমার পোলা কাউলা বিয়া করতে চায়।
আব্বা অবাক হয়ে বলেন,
- সেটাই তো স্বাভাবিক। তোমার ছেলের গায়ের রংও তো দুধে আলকাতরা। ফর্সা মেয়ে সে পাবে কোন যোগ্যতায়?
আম্মার আরও জোরে চিৎকার করে বলেন,
- আফ্রিকান কাউলা।
আব্বা বিড়বিড় করে বলেন,
- না না না, এ হতে পারেনা আলেয়া।

আমি পিতা মাতার এমন রেসিস্ট আর যুদ্ধংদেহী মনোভাবে মুষড়ে পড়ি। উভয়েই দেশ থেকে আমেরিকাতে এসেছেন তিন মাসের জন্য। এসেই বিয়ে বিয়ে করে আমার কান ঝালাপালা করে ফেলছেন। আমি তাই আমতা আমতা করে একসময় সত্যি কথাটা বলেই ফেললাম। বলেই পড়লাম বিপদে। পরবর্তী এক সপ্তাহ ঝড় বয়ে গেল।
আম্মা চিৎকার করে বলে, আমাকে দেশে দিয়ে আয়। আমি এই জীবন রাখতে চাইনা।
আব্বা কখনো বিড়বিড় করেন, না না এ হতে পারেনা। আবার কখনো ফিসফিস করেন, কে দেবে আশা কে দেবে ভরসা বলে।
আমি মিনমিন করে বলি,
- একবার তো মেয়েটাকে দেখেন।

ক্রিস্টিনা হাজির হল মিনিস্কার্ট পরে। পইপই করে বলেছিলাম, লম্বা লম্বা কাপড়চোপড় আসতে। কাঁচুমাচু হয়ে বলে, এইটাই নাকি তার ক্লজেটের সবচেয়ে সভ্য কাপড়। আম্মা মেয়েকে দেখে ডুকরে উঠেন,
- এ তো আসলেই দেখি আফ্রিকান! পাতিলের তলাও তো এত বেশী কালা না।
মনে হয় শেষ পর্যন্ত আশা ছিল আম্মার অন্য কিছু দেখবেন। ক্রিস্টিনা তার ঝকঝকে ৩২ দাঁত বের করে বলে,
-প্রুবলেম কি? আপনার পুলাও তো কালা।
আম্মা জ্ঞান হারানোর ভঙ্গী করেন। আমি ধরে চেয়ারে বসিয়ে দেই। মেয়ে যে ভালো বাংলা শিখেছে এই গুরুত্বপূর্ণ তথ্যটা আম্মাকে দিতে ভুলে গেছি। আব্বা চোখ গোলগোল করে বলেন,
- এই বস্তু দেখি আবার বাংলাও বলে। কি সর্বনাশ!
ক্রিস্টিনা আবারও তার ৩২ দাঁত বের করে বলে,
- বসথু না মামা, আমি বেকথি
আব্বাকে তার হতে পারে পুত্রবধূ মামা ডাকছে এই শোকে আব্বাও চেয়ারে বসে পড়েন ধপ করে। ভুল আমারই। দিনরাত বন্ধুবান্ধবের সাথে মামা মামা ডেকে গল্প করতাম, সেইখান থেকে ক্রিস্টিনাও মামা ডাক শিখেছে। কিছুদিন আগে হারুন ভাইয়ের রেস্টুরেন্টে গিয়ে, মামা চা চু দেন বলে হাঁক দেয়াতে হারুন ভাইয়েরও পিলে চমকে গিয়েছিল।
আম্মা আব্বা আস্তে আস্তে শোককে শক্তিতে পরিণত করে উঠে দাঁড়ালেন। একথা সেকথার পর ডিনারের সময় হল। আম্মা সারাদিন ধরে গজগজ করতে করতে একগাদা রান্নাবান্না করেছেন। মেয়ে চেয়ারের উপর দুই ঠ্যাঙ তুলে বসে টেবিলের দিকে তাকিয়ে বত্রিশ দাঁত বের করে দিয়ে বলে,
- এইডা পুডি মাছ। আমি পুডি মাছ ভালো পাই।
আব্বা আম্মার বড়বড় চোখের সামনেই নিমিষে ক্রিস্টিনা চার পাঁচটা মাছ সাবাড় করে দেয়। মাছের কাটাকুটার পরোয়া নেই। চিবিয়ে সব কাটা তুষ করে ফেলে তৃপ্তির ঢেঁকুর তুলে বলে,
- উত্তম হয়েছে।
মেয়ের সাথে কথা বলতে বলতে আম্মা আব্বা শোকে দুঃখে পাথর হয়ে যান আস্তে আস্তে। টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছিল। কসাই কাদের এর ফাঁসি হয়েছে। ক্রিস্টিনা কসাই কাদের থেকে শুরু করে আমাদের দেশের সব হিষ্ট্রি ভালোই জানে। আমার বলার সময় হয়নি, নিজেই ঘেঁটেঘুঁটে পড়াশুনা করেছে। খবর দেখে উত্তেজনায় ডাইনিং টেবিলের উপর কিল মেরে বলে, ভালু হইছে। সুদির ভাই ঝুলে গেছে।
আম্মা আব্বা ক্রিস্টিনার ডায়লগ শুনে পাথর থেকে লোহা হয়ে যান।
আব্বা বিড়বিড় করেন, না না এ হতে পারে না।
আম্মা বিড়বিড় করেন, এ তো অসম্ভব ।

অতএব ক্রিস্টিনা আউট আর মার্দিয়া মুমতাজ ইন হলো। মার্দিয়া মুমতাজের ঘটনা বলি। মার্দিয়া মুমতাজ আম্মার পছন্দ করা পাত্রী। আমেরিকাতেই বড় হয়েছে কিন্তু সম্পূর্ণ দেশী কায়দায়। নামাজ কালাম পড়ে, পড়াশুনায় দুর্দান্ত, দেখতে ডানাকাটা সানি লিওন। প্রথম পরিচয়ে আম্মাকে দেখে পায়ে হাত দিয়ে সালাম করেছে। তাতেই আম্মা অর্ধেক গলে গেছে। আব্বার সাথে খানিকক্ষণ বাংলার দুখী নবাব সিরাজদ্দৌলা নিয়ে গল্প করায় আব্বা পুরাই গলে গেছে। পরদিন সন্ধ্যায় আমাকে আব্বা আম্মা হিড়হিড় করে টানতে টানতে নিয়ে গেল মার্দিয়া মুমতাজের বাসায়, কথা পাকা করতে।
হবু শ্বশুর দরজা খুলে চিন্তিত গলায় বলেন, মেয়ে তো কাদের মোল্লার ফাঁসির পর নাওয়া খাওয়া ছেড়েছে।
ঘটনা গুরুতর। মেয়ে নাকি দিনরাত বুক চাপড়ায় আর গান গায় , মেলু মেলু মেলু মেলু, তাহাব্বাত ইয়া কাদেইরা মেলু। আমাদের সামনেই মেয়ের বর্তমান বাবা আমার হবু বাবা মেয়ের দুইগালে দুই চটকানা মেরে বলে, তোর প্রবলেমের সমস্যা কি?
জবাবে কেঁদে বলে,
- আনা তাহাব্বাতি কাদেইরা
হবু আব্বা হুঙ্কার দিয়ে বলেন,
- আল মতিনু খাইরুম মিনান কাদেইরা
আব্বা আমার কানে ফিসফিস করে অনুবাদ করে দেন, এর মানে কাদের হইতে মতিন উত্তম।
আমি উষ্ণ গলায় বলি, মতিন না ম্যাট।
মুমতাজ তারপরেও ডুকরে কেঁদে উর্দু, ইংরেজি আর আরবি মিলিয়ে হাউমাউ করে কি কি যেন বলে। আমি শুধু ফাঁকে ফোঁকরে extrajudicial killing, ইনসাফ, লানত এসব নানা শব্দ শুনতে পাই।

বাড়ি ফিরে আম্মা কি যেন চিন্তা করেন খানিক। তারপর বলে, বাদ দে। মুমতাজকে বিয়ে করতে হবে না।
আমি ভয়ে ভয়ে বলি, ক্রিস্টিনাকে কি কালকে আবার খবর দিব?
আম্মা বিরক্ত মুখে বলেন, খবর দে। আল ক্রিস্টিনা খাইরুম মিনান মুমতাজ।

কনে দেখা আলো
কনে দেখা অন্ধকার

...................................................................................................................................................................................

[লেখকের উপদেশ - এই লেখাখানি পড়তে হলে এই মেলুমেলু গানখানি শুনতে শুনতে পড়তে হবে। লিঙ্ক দিতে ভুলে গিয়েছিলাম। যোগ করে দিলাম। ]


মন্তব্য

সত্যপীর এর ছবি

হাহাহাহাহাহাহা!

হুর মিয়া আপনে একটা জল্লাদ.

..................................................................
#Banshibir.

চরম উদাস এর ছবি

ইয়ে, মানে...

সাফিনাজ আরজু এর ছবি

ভালু হইছে। সুদির ভাই ঝুলে গেছে।

হাহাপগে। গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

উদাসদা আপ্নে আসলেই একটা অমানুষ। দেঁতো হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

চরম উদাস এর ছবি

আমি নিষ্পাপ ইয়ে, মানে...

স্যাম এর ছবি

শয়তানী হাসি জীবিত বা মৃত কারো সাথে সম্পোক্ক নাই তো না?
হারুন ভাইয়ের দোকানে দেয়া হাঁক টা সিরাম হো হো হো

চরম উদাস এর ছবি

নাহ, কোন সম্পর্ক নাই।

খেকশিয়াল এর ছবি

ভালু হইছে। সুদির ভাই ঝুলে গেছে।

হো হো হো

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

চরম উদাস এর ছবি

চোখ টিপি

ফাহিম হাসান এর ছবি

ওরে! গুল্লি গুল্লি গুল্লি

চরম উদাস এর ছবি

নারে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

চরম উদাস এর ছবি

খাইছে

অতিথি লেখক এর ছবি

আপনে মিয়া মানুষ নাকি অন্য কিছু হো হো হো হাসতে হাসতে খাট থেকে পইড়া গেলাম হো হো হো

=সৌ রভ

চরম উদাস এর ছবি

খাইছে

সাব্বির রহমান এর ছবি

চলুক চলুক দেঁতো হাসি দেঁতো হাসি গুল্লি

চরম উদাস এর ছবি

দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

বাঙালিরা আম্রিকা গেলে বোধহয় আরো বেশিকরে মুসলমান হয়ে যায়। আমার পরিচিত সবাইকে দেখি হিজাবের তলে নিজেকে ঢেকে ফেলেছে অথচ দেশে থাকতে হাতা কাটা ব্লাউজ আর প্যান্ট শার্ট পড়ে পাড়ার ছেলেদের আড্ডার প্রধান রসদ ছিলো তারা। তাদের এমন বিবর্তন দেখতে সুখ লাগে।

মাসুদ সজীব

চরম উদাস এর ছবি

আম্রিকার হাওয়া বড়ই ইয়ে

রকিবুল ইসলাম কমল এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

লেখার আগে এইসব দৃশ্য আপনে যখন চিন্তা করেন তখন কি আমাদের মত হো হো করে সশব্দে হেসে উঠেন? নাকি অফিসে বইসা গুরুত্বপূর্ণ কাজ করার ভান করে লিখে ফেলেন? ঝানতে মঞ্চায়..

চরম উদাস এর ছবি

হাসার সময় কই। ম্যাটলাব প্রোগ্রামের ফাঁকে ফাঁকে লেখা লিখি মন খারাপ

হিমু এর ছবি

গুল্লি
মিজান, পিষে ফ্যালো
গুরু গুরু

চরম উদাস এর ছবি

শয়তানী হাসি

ঈয়াসীন এর ছবি

গুরু গুরু আপ্নে পারেনও । আল চরুমো খাইরুম মিনান আদারুন হিউমারাসুন রাইটারুন। চরম ইস বেটার দ্যান আদার হিউমারাস রাইটার্স।

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

চরম উদাস এর ছবি

খাইছে

সৈকত চৌধুরী  এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

আহারে, মা-বাবারা যদি এভাবে শেষপর্যন্ত লাইনে আসত।

চরম উদাস এর ছবি

অতিথি লেখক এর ছবি

হাসতে হাসতে গড়াগড়ি খাইলাম। গড়াগড়ি দিয়া হাসি =))

ভালু হইছে। সুদির ভাই ঝুলে গেছে।

এত ভালো লিখেন ক্যান? গুরু গুরু ^:)^

চরম উদাস এর ছবি

খাইছে

ত্রিমাত্রিক কবি এর ছবি

আল ক্রিস্টিনা খাইরুম মিনান মুমতাজ।

গড়াগড়ি দিয়া হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

চরম উদাস এর ছবি

চোখ টিপি

অতিথি লেখক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
--
কচু পাতা

চরম উদাস এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মামা চা চুদেন

চরম উদাস এর ছবি

স্পেস বাদ পড়লে কত্তিপক্ষ দায়ী নহে

ইশতিয়াক রউফ এর ছবি

আমি প্রতিবার এই ভুল করি কেনু কেনু কেনু? অফিসে বসে আপনার লেখা পড়ে চাকরি যাবে যেকোনো দিন। মন খারাপ

ঈয়াসীন এর ছবি

চলুক

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

চরম উদাস এর ছবি

আমি তো বসের সামনে বসেই লিখি মাঝে মাঝে

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

হেহহে আপ্নিতো পুরাই অন ফায়ার গুল্লি
জায়গামত পোস্টায় আসতেছি শয়তানী হাসি

---------------------
আমার ফ্লিকার

চরম উদাস এর ছবি

চিন্তিত

অতিথি লেখক এর ছবি

গুল্লি
উত্তম জাঝা!
গুরু গুরু

শব্দ পথিক

চরম উদাস এর ছবি

দেঁতো হাসি

অকুতোভয় বিপ্লবী এর ছবি

ক্রিস্টিনার বাড়ি কি সুদানে ছিল?

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

চরম উদাস এর ছবি

আবার জিগায়

চন্দন এর ছবি

মার দিয়া উদাস!

চরম উদাস এর ছবি

খাইছে

রু এর ছবি

লেখা তো পুরাই পাঙ্খা, মামা।

চরম উদাস এর ছবি

হ, মামা

টিউলিপ এর ছবি

ভালু হইছে। সুদির ভাই ঝুলে গেছে।

বাঙালিকে দেখায়ো না আঙুল, হয়ে যাবে নিজেই ভন্ডুল

আল ক্রিস্টিনা খাইরুম মিনান মুমতাজ।

মিজান, পিষে ফ্যালো

ভাই! ক্যামনে পারেন??

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

চরম উদাস এর ছবি

চোখ টিপি

শিশিরকণা এর ছবি

ভাসুর বউ এর নাম মুখে নিয়ে নিলেন এক্কেরে? নিলেনই যখন লিঙ্কায় দেন। ইতিহাস লিখবেন হিমু ভাইয়ের পোস্টে কথা দিছিলেন। লিঙ্কায় দিলেই এইটা ইতিহাস হয়ে যাবে।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

চরম উদাস এর ছবি

কি যে বলেন, প্রতিটি চরিত্র কাল্পনিক। জীবিত, মৃত, অর্ধমৃত, ব্রেন ডেড, জম্বি কারো সাথে মিলিয়া গেলে কত্তিপক্ষ দায়ী নহে।

গৃহবাসী বাউল এর ছবি

আপ্নে একটা যা তা, এক্কেরে মাইরাইলদিসেন মিজান, পিষে ফ্যালো

তবে যারা জানেন না, তাদের জন্য লিঙ্কটা দিয়ে দিলে ভালইত। আমি দিতে চাইছিলাম, কিন্তু আপ্নে দেন নাই দেইখা আমিও দেই নাই বাঙালিকে দেখায়ো না আঙুল, হয়ে যাবে নিজেই ভন্ডুল

-----------------------------------------------------------
আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো
ঐ আলোতে নয়ন রেখে মুদবো নয়ন শেষে
-----------------------------------------------------------

চরম উদাস এর ছবি

কিসের লিঙ্ক?? ইয়ে, মানে...

Helal এর ছবি

যেখানে সেখানে চরম উদাসের লেখা পড়লে সমূহ বিপদের সম্ভাবনা আছে, এমন কি চাকরি হারানো ও পাগল বলে সাভ্যস্ত হওয়ারও সমূহ সম্ভাবনা রয়েছে.

চরম উদাস এর ছবি

খাইছে

আয়নামতি এর ছবি

উত্তম জাঝা!

নাম পাল্টে রাখেন চরম পাজী! একেকটা লিখা তো না আগুনের গুলা।

তবে যারা জানেন না, তাদের জন্য লিঙ্কটা দিয়ে দিলে ভালইত। আমি দিতে চাইছিলাম, কিন্তু আপ্নে দেন নাই দেইখা আমিও দেই নাই

আমি কিন্তু এই না জানাদের দলে। লিংকটা দিলে বুঝতাম পাটকেল কেন এবং কার উদ্দেশ্যে ইয়ে, মানে...

অতিথি লেখক এর ছবি
ক্লোন৯৯ এর ছবি

গুল্লি

নির্বাসিত পথিক এর ছবি

আপনে একটা প্রতিভা!! গড়াগড়ি দিয়া হাসি

এক লহমা এর ছবি

অট্টহাসি হেসেছি। বৌকে বললাম যদি কখনো আমার মন ভাল করা দরকার পরে সচলায়তনে এসে যেন তোমার লেখা খুঁজে বার করে আমায় পড়ে শোনায়। ধুঁকতে ধুঁকতেও আমি হেসে উঠব।
কিন্তু কি সব লিঙ্ক-এর কথা বলছে এরা! সেটা দাও! না হলে ত রসগ্রহণ পুরো হবে না!

কোন এক মহা অভিশপ্ত দিনে তোমার সাথে দেখা না হয়েই যদি এ দুনিয়া ছাড়তে হয়, সেটা একটা আফশোষ-এর-ই কথা হবে।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

এক লহমা এর ছবি

লিঙ্ক দেখলাম। পাটকেলের কারণ বুঝা গেল। পাটকেল জবরদস্ত হয়েছে। দেঁতো হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

চরম উদাস এর ছবি

চোখ টিপি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
উত্তম হইয়াছে, চৌদির ভ্রাতাটি ঝুলিয়াছে হো হো হো

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

শয়তানী হাসি গড়াগড়ি দিয়া হাসি

গান্ধর্বী

তিথীডোর এর ছবি

মার্দিয়া মুমতাজ
বাঙালিকে দেখায়ো না আঙুল, হয়ে যাবে নিজেই ভন্ডুল
এক নামেই তো ফাটিয়ে ফেলেছেন!! দেঁতো হাসি খাইছে

মেয়ে নাকি দিনরাত বুক চাপড়ায় আর গান গায় , মেলু মেলু মেলু মেলু, তাহাব্বাত ইয়া কাদেইরা মেলু।

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

বু আব্বা হুঙ্কার দিয়ে বলেন,
- আল মতিনু খাইরুম মিনান কাদেইরা
আব্বা আমার কানে ফিসফিস করে অনুবাদ করে দেন, এর মানে কাদের হইতে মতিন উত্তম।

ঘুম ভাঙার পর সচল খুলে বসেই হেঁচকি দিয়ে হাসছি। এখন পেটে বেতা করছে.. হো হো হো হো হো হো

আল ক্রিস্টিনা খাইরুম মিনান মুমতাজ।

মিজান, পিষে ফ্যালো

ভাই রে, আপনি জানেন কী অস্বাভাবিক টাইপের হিউমার নিয়ে আপনি পিথিমিতে এসেছেন?
উত্তম জাঝা!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নীলকান্ত এর ছবি

অমানুষিক।


অলস সময়

অতিথি লেখক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

নজমুল আলবাব এর ছবি

ভালু হইসে সুদির ভাই শয়তানী হাসি

সাত্যকি এর ছবি

হ উদাসদা।
মার্দিয়া মুমতাজের ঘেডি ধরে যখন ঝাকি দিসেন, তখন লিংক সহই দেন।
আপনার সহপাঠীরা অবশ্য হাউমাউ করে কাদিয়ে ককিয়ে বলতে আসবে, আয় হায়, বুয়েটের মান ইজ্জত নিয়ে পাবলিক ফোরামে টানাটানি পড়ি গেলু।

মৃদুল আহমেদ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি হো হো হো

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

জি.এম.তানিম এর ছবি

পাষণ্ড মিজান, পিষে ফ্যালো

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সাকিন উল আলম ইভান এর ছবি

ভাই করছেন কি ভাই করছেন কি খাইছে

ভালু হইছে। সুদির ভাই ঝুলে গেছে।

হা হা হা হা হা হা মিজান, পিষে ফ্যালো গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

অমি_বন্যা এর ছবি

হা হা হা , ভাই আপনি একটা নাহ কমুনা !

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

লেখার মত অবস্থায় নাই, - হাহাপগে।

শুধু এটুকু জানিয়ে রাখি - অফিসের ছাদ ফাটিয়ে হাসার জন্য বসের হাল্কাপাতলা ঝাড়ি খেলাম (একসাথে ধূম্রশলাকা সেবনের সময়ে)। পরে বসকে লিঙ্কটা পাঠালে দেখি সে ব্যাটা ল্যাপি নিয়ে কোয়ায়েট রূমে ঢুকছে! ব্যপক বিনোদন।

____________________________

তাসনীম এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

আশালতা এর ছবি

মার্দিয়া মুমতাজ!!

আচ্ছা! এইবার শানে নযুল বুঝতে পেরেছি। দেঁতো হাসি
পাটকেল উত্তম হইয়াছে। হাততালি

----------------
স্বপ্ন হোক শক্তি

অতিথি লেখক এর ছবি

কালকে রাতেই পড়েছিলাম কিন্তু মোবাইল থেকে বাংলা লেখতে পারি না তাই কমেন্ট করতে দেরি হয়ে গেল, আপসুস দেঁতো হাসি । অসাধারন বললে কম বলা হয়, তাও বলি অসাধারন।
মিজান, পিষে ফ্যালো গুল্লি
ইসরাত

অতিথি লেখক এর ছবি

ফাটিয়ে দিয়েছেন দাদা দেঁতো হাসি
চ্রম চ্রম

---ব্যঙাচি

লাল পিঁপড়ে এর ছবি

ভাই, পেট ব্যথা করছে।

স্পর্শ এর ছবি

আমি ভাবি, কতগুলা কনে দেখে হাত পাকালে এইরকম কনেদেখা সিরিজ লেখা যায়? শয়তানী হাসি

এসো নিজে করি কীভাবে কনে দেখবেন হয়ে যাক একটা…


ইচ্ছার আগুনে জ্বলছি...

তার-ছেড়া-কাউয়া এর ছবি

পাষবিক ধরনের দুর্দান্ত একটা লেখা গুরু গুরু

মোহছেনা ঝর্ণা এর ছবি

ভালু হইছে। সুদির ভাই ঝুলে গেছে।

হা হা হা
দারুণ!!!

আল ক্রিস্টিনা খাইরুম মিনান মুমতাজ।

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

ওরে ওরে ওরে.......................মাইরালাইছে রে!

নির্ঝর অলয় এর ছবি

গুল্লি

অতিথি লেখক এর ছবি

ক্রিস্টিনা হাজির হল মিনিস্কার্ট পরে - বুঝলাম। এরপর - মেয়ে চেয়ারের উপর দুই ঠ্যাঙ তুলে বসে - আমি তো সব ভুলে গেলাম গো।

ডিম পোচ।

সুমিমা ইয়াসমিন এর ছবি

মারাত্মক! গড়াগড়ি দিয়া হাসি

অতিথি লেখক এর ছবি

মিজান, পিষে ফ্যালো গুল্লি
গড়াগড়ি দিয়া হাসি

বাহ্‌!! আপনে দেখি ভালু হয়ে গেছেন- প্রতি পেইজেই আপনের লেখা!!! দেঁতো হাসি

সুবোধ অবোধ

কড়িকাঠুরে এর ছবি

হো হো হো

অনিকেত এর ছবি

মিজান, পিষে ফ্যালো

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

সাব্বির রহমান এর ছবি

উইথ মেলু খাইরুম মিনান উইদাউট মেলু হাততালি দেঁতো হাসি

তারেক অণু এর ছবি

আবার বিয়া বইতাছেন নি, মিয়াঁ ভাই?

চরম উদাস এর ছবি

কি করবো কন? এত করে মামু (মাহবুব মুর্শেদ না ইয়ে মুমতাজ আরকি) রিকুয়েস্ট করলে না করি ক্যামনে?? লইজ্জা লাগে

সত্যপীর এর ছবি

পাট কম লন। সব কয়া দিমু কইলাম।

..................................................................
#Banshibir.

চরম উদাস এর ছবি

লইজ্জা লাগে

মৃষৎ এর ছবি

আপ্নে উল্টা কাজ করেন ক্যা? সচলে লেখেন হাসাহাসি গপসপ আর আড়িপাতায় করেন রাজনীতি? এমুন উল্টা কাজ করলে অয় নি?

বাই দ ওয়ে, দুর্ধর্ষ লাগলো বস গুরু গুরু

চরম উদাস এর ছবি

খাইছে

তীরন্দাজ এর ছবি

দারুন, দারুন, দারুন। অসাধারণ! আর কিছুই বলতে পারছি না চরম উদাস

**********************************
যাহা বলিব, সত্য বলিব

চরম উদাস এর ছবি

লইজ্জা লাগে

অতিথি লেখক এর ছবি

হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেলো তো।

ক্রিস্টিনা খাইরুম মিনান মুমতাজ

- উড়ো চিঠি

রনীল  এর ছবি

দুর্দান্ত লিখেছেন ভাই। হ্যাটস অফ।

রোবোট এর ছবি

মাইরালা মাইরালা। চরম উদাস খাইরুম মিনান মতিকন্ঠ।

সোহান হাসনাত এর ছবি

ভাই, ক্যামনে পারেন এইসব??
পৈড়া হাসতেছিলাম।
আম্মায় আইসা জিগায় কী অইছে?
পড়ার পরে উনিও হাসতেছেন ননস্টপ!! হাসি

[ "চা চুদেন"-টা উনিও লক্ষ্য করেন নাই মনে হয়!!
গড়াগড়ি দিয়া হাসি কারণ, প্রথম ২বার আমার চোখেও পড়ে্নাই গুরু গুরু

সোহান হাসনাত

চরম উদাস এর ছবি

ইয়ে, মানে...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কী সর্বনাশ!

অতিথি লেখক এর ছবি

গুরু গুরু
লা-জওয়াব।

ভালো থাকবেন চরম উদাস
অনেক শুভকামনা।
---------------------
কামরুজ্জামান পলাশ

মহিউদ্দিন ডালিম এর ছবি

মায়ের পছন্দের কনের নাম টার সিলেকশন জটিল হইছে

অতিথি লেখক এর ছবি

আল ক্রিস্টিনা খাইরুম মিনান মুমতাজ।

হক কথা।

অতিথি লেখক এর ছবি

মন মেজাজ খারাপ থাকলে আপনার ব্লগ পড়ি। সবসময় যে মন ভালো হয়, তা কিন্তু না! খারাপও হয় মাঝে মাঝে।
আর এই খারাপ হবার মধ্যেও মজা আছে!

অতিথি লেখক এর ছবি

দারুন হৈসে বিশেষ করে ভিডিও টা তো অস্থির !!

ননস্টপ

অতিথি লেখক এর ছবি

চরম হইছে বস !

-মেধাহীন

তিথীডোর এর ছবি

ভালু হইছে। সুদির ভাই(রা) ঝুলে গেছে। খাইছে

ভাল কথা, আম্রিকার আকাশে 'সাকাফিনা আহমেদ' নামক নূতন মারদিয়ার আগমন ঘটেছে। তার নেতাবিয়োগের বিলাপে আসমান-জমিন নড়ে ওঠার উপক্রম প্রায়। ফেসবুকে খুঁজে দেইখেন একটু চাইলে।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

অসাধারণ লেখনি.…
এই বাক্যের আরাবিক ভার্সন কি জানাবেন?
বিয়ের আগেই "ভালু হয়েছে..…..……
বিয়ের পরের আরো কিছু শুনার অপেক্ষা ..….…
এ্যানি মাসুদ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।