শুভ জন্মদিন মিঠাইঅলা

আলমগীর এর ছবি
লিখেছেন আলমগীর (তারিখ: শুক্র, ১২/০৯/২০০৮ - ৪:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রবাসী বাংলাভাষীদের কাছে সচলয়াতন একটা বেশ বড় আশ্রয়। এখানে প্রচুর গল্প, কবিতা, ছড়া থাকে; মাঝে-মধ্যে উপন্যাসও দেখি। এসবের বাইরে রাজনীতি, অর্থনীতি এমন কোন নীতি নেই যা নিয়ে লেখা হয় না। দিনলিপিও আসে প্রচুর।

এখানে যারা লেখেন তাদের অনেকে ব্যক্তিজীবনেও লেখালেখির সঙ্গে যুক্ত; কেউ হয়ত একসময় ছিলেন, জীবিকার টানে প্রবাসী হয়ে সচলের পাতায় একটু নিশ্বাস নেন। উদ্দেশ্য যাই হোক, সচলের মতো একটা সাইট যারা বানিয়েছেন এবং দিনরাত সময়, শ্রম, অর্থ দিয়ে বাঁচিয়ে রেখেছেন তাদের কেবল ধন্যবাদ দিলে মানায় না। কিন্তু এছাড়া পাঠক আর কিইবা দিতে পারে।

সচলয়াতন সৃষ্টির পেছনে যে কজন আছেন, যাদের মানবিক নির্যাসের ফল আজকের এ সচলয়াতন; কনফুসিয়াস তাদের অন্যতম।

হাওয়াই মিঠাই শিরোনামে তার প্রবাস জীবন গাঁথা অনেকেরই ঈর্ষার কারণ। গল্প, সমালোনা, ছড়া কবিতাতেও, তার অসামান্য দখল। আমার সাহিত্য জ্ঞান হাস্যকর পর্যায়ের তাই কনফুর রচনার মান বিচার সাজে না। তবে তার কোন লেখা কারো ভালো লাগেনি এমন চোখে পড়েনি। এতকিছুর বাইরে আবার তিনি একটি অনলাইন পত্রিকার সাথে জড়িত। আর নিজের ব্লগসাইট তো আছেই।

এতকিছু করা এ মিঠাইঅলার জন্মদিন আজ। তার জন্য নিঘাত শুভেচ্ছা।


মন্তব্য

রানা মেহের এর ছবি

কী ব্যাপার।
আজ কি জন্মদিনের জন্মদিন নাকি?

সচলায়তনের সবচেয়ে সহনশীল মানুষদের একজনকে
শুভ সুচনাদিন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নিঘাত তিথি এর ছবি

সবতের পরে আইসা আমার একটু আগে মন্তব্য করতে ইচ্ছা হলো। এই জন্য দুই নাম্বারি বুদ্ধি খাটালাম, মন্তব্যের জবাব দিতে গেলেই তো নিজের মন্তব্যটা উপরে উঠে যায়, হি হি (আরেক পোস্টে আনোয়ার শিমুল এই দুই নাম্বারি করসিলো, আমি কপি মারলাম কেবল)। আর কিছু বলব না, একটা ফটুক দিই পোলাটার জন্মদিনের।
auto
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

কনফুসিয়াস এর ছবি

উপরে তাকিয়ে যাদের দেখতে পাচ্ছি, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। হাসি
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

রায়হান আবীর এর ছবি

কনফু ভাইরে কোনদিন দেখিনাই এই কথাটা আমার বিশ্বাস করতেই কষ্ট হয়। তারে আমি খুবই ভালো পাই।

কনফু ভাই ঐ দূর পরবাসে আপনার জন্মদিন আনন্দে কাটুক এই কামনা রইলো। বয়স কতো হইলো? ২৮???

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

আলমগীর এর ছবি

ভালো পাই

আশেপাশে সিলেটি কওয়া কেউ থাকলে এইটার অর্থ জিজ্ঞাসা কইরা লন, ভবিষ্যতের জন্য হাসি

কনফুসিয়াস এর ছবি

রায়হান,
আটাশ না, সাতাশ। তবে সমস্যা নাই, যাহা বায়ান্ন, তাহাই তিপ্পান্ন।
অনেক ধন্যবাদ তোমাকে।

আলমগীর ভাই,
ভালো পাওয়ার মানে তাহলে ভালো পাওয়া না?
ভালই মুসিবত দেখছি!

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আর কথা জানি না... তবে কনফুসিয়াসের লেখা আমার বেশ ভালো লাগে...
তার জন্মদিনে অনেক শুভেচ্ছা।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কনফুসিয়াস এর ছবি

অনেক ধন্যবাদ। আপনারে দেয়া নিমন্ত্রণ কিন্তু এখনো বহাল আছে, মাথায় রাইখেন।
----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আকতার আহমেদ এর ছবি

শুভ জন্মদিন কনফু ভাই।
ভাল থাইকেন, মনে রাইখেন !

কনফুসিয়াস এর ছবি

মনে রাখবো অবশ্যই, না রেখে উপায় আছে বলেন? হাসি
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অতিথি লেখক এর ছবি

কনফু ভাইকে জন্মদিনে অনেক অনেক অ---নে---ক শুভেচ্ছা

কনফুসিয়াস এর ছবি

আপনাকেও অনেক অ---নে---ক ধন্যবাদ। হাসি
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

বিপ্লব রহমান এর ছবি

শুভ জন্মদিন। অনেক শ্রদ্ধা, ভালোবাসা।।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

কনফুসিয়াস এর ছবি

অনেক ধন্যবাদ বিপ্লবদা।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

হিমু এর ছবি

ডালিমকুমারকে জন্মদিনে শুকনা কাঁথার শুভেচ্ছা।


হাঁটুপানির জলদস্যু

কনফুসিয়াস এর ছবি

জলদস্যুকে ধন্যবাদ। কিন্তু আপনার কাঁথার ফ্যাক্টরি তো দেখি ভীষণ প্রডাক্টিভ, শেষ হওয়ার নাম গন্ধ নাই!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সবজান্তা এর ছবি

শুভ জন্মদিন, সুলেখক এবং সুমানুষ কনফুসিয়াস।


অলমিতি বিস্তারেণ

কনফুসিয়াস এর ছবি

বাহ, জন্মদিনের সুবাদে বেশ অনেকগুলো টাইটেল পেয়ে গেলাম দেখি! অনেক ধন্যবাদ। হাসি
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ফারুক হাসান এর ছবি

আলমগীর ভাইকে ধন্যবাদ পোষ্টটি করার জন্য। আমারও খুব ইচ্ছে ছিল কনফুসিয়াসের জন্মদিনে একটা পোষ্ট করার।

শুভ জন্মদিন হে গল্পকার, এবং নিবেদিত প্রাণ মানুষ এবং প্রিয় ব্লগার কনফুসিয়াস! জীবন মাধুর্য্যে ভড়ে উঠুক এই কামনায়।

কনফুসিয়াস এর ছবি

এরকম শুভকামনার পরে মাধুর্য্য আমার জীবন থেকে কই গিয়ে পালাবে তাই ভাবছি। হাসি
অনেক ধন্যবাদ!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

জিফরান খালেদ এর ছবি

আপনারে একটা অঙ্গীকার করসিলাম... বলতে চাই সেইটা আমার মনে আসে... আমি পূরণ করবো সেইটা...

আপনার এই দুঃখের দিনে আমিও শরীক হইলাম... বড় দ্রুত আগাইতেসে সবকিছু...

আলমগীর ভাইরে ধন্যবাদ পোস্টের জন্যে, জন্মদিনের তালিকায় এই মিয়ার তো নাম নাই,... তারপরো আলমগীর ভাইয়ের সৌজন্যে ... ধন্যবাদ বস...

আলমগীর এর ছবি

সৌজন্যে খোমাখাতা।

কনফুসিয়াস এর ছবি

জিফরান খালেদ,
মনে আছে অবশ্যই। তবে তাড়াহুড়া নেই, আপনার যখন ভাল লাগে তখনই কইরেন। আমি তো প্রস্তাব শুনেই আপ্লুত, এখন না হলেও ঐ নিয়েই কাটিয়ে দেয়া যাবে।
অনেক ধন্যবাদ।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

পরিবর্তনশীল এর ছবি

আটাশ হইয়া গেল নাকি?
আহারে!
খানাদানা কবে পাব?
হ্যাপি বাড্ডে ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সুমন চৌধুরী এর ছবি

কনফু কে শুভ জন্মদিন....



অজ্ঞাতবাস

শিক্ষানবিস এর ছবি

কনফু ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা

দেবোত্তম দাশ এর ছবি

কংফু ভাই, শুভ জন্মদিন
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আররে কনফু ব্রাদার,
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

প্রিয় মানুষ, কনফুসিয়াস'এর জন্মদিনে অনেক অনেক শুভকামনা।

ধুসর গোধূলি এর ছবি
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍এক দিনে চার সচলের জন্মদিন! বলতেই হয়, আজ সচলয়াতনের "জন্মদিন দিবস" হো হো হো

প্রিয় কনফুসিয়াসকে জন্মদিনের অভিনন্দন।
মিঠাইওয়ালার মিঠাই সরবরাহ অব্যাহত থাকুক।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রেনেট এর ছবি

শুভ জন্মদিন কনফু ভাই! আনন্দময় জীবন কাটুক আপনার।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

পুতুল এর ছবি

শুভ জন্মদিন কনফুসিয়াস ভাই!
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অতন্দ্র প্রহরী এর ছবি

শুভ জন্মদিন কনফু ভাই
হাওয়াই মিঠাই খাইতে চাই! দেঁতো হাসি
_____________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

তানবীরা এর ছবি

নম্র আর বিনয়ী, অদেখা এই ছেলেটিকে প্রশান্তের অপর পার থেকে জন্মদিনে জানাচ্ছি শেষ না হওয়া সৌরভযুক্ত শুভেচ্ছা।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ধুসর গোধূলি এর ছবি

- খাইছে সৌরভের মতো একটা গাট্টাগোট্টা পোলারে যুক্ত করে পাঠায়া দিলেন? ডিএইচএল-এর বিল দিবো ক্যাঠা? চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

সৌরভরে পাঠাইলে ঝামেলা কী? টাকা লাগলে হিমু দিবো।


কী ব্লগার? ডরাইলা?

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন কনফু।


কী ব্লগার? ডরাইলা?

শেখ জলিল এর ছবি

শুভ জন্মদিন কনফু।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কনফুসিয়াসকে আমার ভালো লাগে তার ধীর-স্থির মস্তিষ্ক, বিবেচনাবোধ আর বিনয়ের জন্য। আরো দশজনের মত আমিও তার মুগ্ধ পাঠক।

জন্মদিন শুভ হোক প্রিয় কনফুসিয়াস!!!

===============================
তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

কনফুসিয়াস এর ছবি

ষষ্ঠ পান্ডব,
আপনার নামটাও আমার বেশ পছন্দের।

পরিবর্তনশীল,
খানাদানা পাবা অবশ্যই, কুইক লাইনে খাড়াও।

বদ্দা, শিক্ষানবিস, দেবোত্তম,
ধন্যবাদ সবাইরে।

মুর্শেদ ভাই, থ্যান্কু। শিমুল- আপনারেও।

ধুগো আর সন্ন্যাসী, মিঠাই কিন্তু আপনারাই ভাল বানান আমার চেয়ে!

রেনেট, পুতুল,প্রহরী- ধন্যবাদ আপনাদের।

তানবীরা, দ্রোহী, জলিল ভাই,
অনেক ধন্যবাদ আপনাদেরও। খুব ভাল লাগলো।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

নজমুল আলবাব এর ছবি

ক্যাডেট ব্যাকগ্রাউন্ডের হাতে গুনা যে কয়জনরে আমার ভাল লাগে তার একজন এই মিঠাইওয়ালা।

শুভ জন্মদিন।

ভুল সময়ের মর্মাহত বাউল

কনফুসিয়াস এর ছবি

আলবাব ভাই,
বাকিগুলা এই কথা শুনলে কিন্তু মাইন্ড খাবে, মাথায় রাইখেন। হাসি
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

নিঝুম মজুমদার এর ছবি

শুভ জন্মদিন কনফু ভাই । মাঝে মাঝে চিন্তা করি আর আপনাকে অভিশাপ দেই এই ভেবে , " সমান্তরাল " এর মত গল্প আপনি কেন লিখলেন ? কেন আমি পারলাম না ? পরক্ষণেই বুঝি, সবাইকে দিয়ে সব লেখা হয় না । হবেও না । এই রকম একটি গল্প কেবল আপনিই লিখতে পারেন । আপনি এই একটি গল্পের জন্য আজীবন বেঁচে থাকবেন ।

জন্মদিনে আর অভিশাপ না । সত্য মেনে নিয়েই, শ্রদ্ধা আর ভালোবাসা । আপনার ভালো হোক , মঙ্গল হোক ।

কনফুসিয়াস এর ছবি

নিঝুম,
সত্যি, কেবল আপনাকে দেখলেই মনে হয় আমার সমান্তরাল লেখা স্বার্থক, আমার সারাজীবনে আর কিছু না লিখলেও চলবে। হাসি
অনেক ধন্যবাদ, বস। নিজের শরীরের যত্ন নিয়েন।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

মাহবুব লীলেন এর ছবি

কনফুসিয়াস নাম দেখে প্রথম প্রথম সব লেখা বাদ দিয়ে যেতাম অবলীলায়
শখ করে কে পণ্ডিতের খটখটখটাং মার্কা লেখা পড়তে যায় বলেন?

পরে দেখি না
এই কনফুসিয়াস পুরোপুরি লিকুইড
সুরুত করে ঢুকে যায় মগজে

শুভদিন কনফুসিয়াস

আর প্রথমবারের মতো চেহারা মোবারক দেখানোর জন্য আলমগীরকেও একখান শুভ আত্মপ্রকাশদিন

আলমগীর এর ছবি

সিলেটে গেলে মাইর দিতে ভুল করবেন না এটা ঘুরাইয়া বলার জন্য ধন্যবাদ।

কনফুসিয়াস এর ছবি

লীলেন ভাই,
ঠিক বলেছেন, কনফুসিয়াস নাম নিয়ে বিরাট বোকামী করে ফেলেছি। আসলে নাম নেয়া দরকার ছিলো উত্তমকুমার। বিরাট মিসটেক!

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অনিন্দিতা এর ছবি

শুভ জন্মদিন।

জাহিদ হোসেন এর ছবি

কনফুসিয়াসের লেখার প্রশংসায় আর নতুন করে কিইবা লেখার আছে। "তার নামতো জানে গাঁয়ের পাঁচজনে"। ঈশ্বর তাকে দীর্ঘ জীবন দিন!
শুভেচ্ছা অনেক রইলো!
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

কনফুসিয়াস এর ছবি

জাহিদ হোসেন,
এই ফাঁকে অনেক দিন বাদে একটা প্রিয় কবিতা মনে করিয়ে দিলেন। ধন্যবাদ।

অনিন্দিতা, থ্যান্কু।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

কনফুসিয়াসরে আগে ভালো লাগতো। গল্প-টল্প লেখে না বইল্যা আর তেমন ভালা লাগে না। কিন্তু তাই বইল্যা জন্মদিনেও ভালাবাসমু না ক্যামতে হয়?

বড় মোমবাত্তি সহ কনফুসিয়াসকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

মৃদুল আহমেদ এর ছবি

সুলেখক কনফুদাকে জন্মদিনের শুভেচ্ছা।
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

রণদীপম বসু এর ছবি

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

কনফুসিয়াস এর ছবি

রণদীপম, মৃদুল,
ধন্যবাদ।

জুলিয়ান,
গল্প লেখা কি আর এত সোজারে ভাই। আমার তো এত সহজে মাথায় কিছু আসে না!

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন, কনফুসিয়াস।
আমি বরাবরকার মুগ্ধ পাঠক আপনার লেখার।

ভালো থাকবেন---আর অনেক ভালো লিখবেন।

আর--বাদশা আলমগীর, দিন কে দিন তোমার লেখার হাত তো বস ধারালো হয়ে উঠছে। ইস্পেশালী, কারোর জন্মদিনের লেখা লিখতে গেলে তোমার লেখার ধারে কাছে কেউ নাই।

আগামী বছরে আমারটার জন্য তোমাকে আগাম 'বুক' করে রাখলাম কিন্তু-----

tulip [অতিথি] এর ছবি

কনফুসিয়াস,
অনেক শুভেচ্ছা। সচল নতুন আসলেও তোমার আমি অনেক পুরানো দিনের চেনালোক।:-)))
সেই থেকে ভক্ত পাঠক।

অমিত আহমেদ এর ছবি

সচলায়তনের শক্তিমান লেখকদের একজন, বন্ধুবর, সাহসী, খাদ্যরসিক, ভালোমানুষ কনফুকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাস।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

কনফুসিয়াস এর ছবি

অমিতের বিশেষণে রীতিমতন ফুলে গেছি, অনেক ধন্যবাদ অমিত। তবে খাদ্যরসিক বলার কি কারণ? এটাকে ইঙ্গিতপূর্ণ মনে হচ্ছে। হাসি

টিউলিপ,
মেইল পেয়েছি, ভাল লাগলো তোমারে দেখে।

অনিকেত,
হাসি

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন, কনফুসিয়াস!! এরকমই থাকবেন, সবসময়।

মুশফিকা মুমু এর ছবি

শুভ শুভ জন্মদিন কনফু ভাইয়া, অনেক অনেক শুভেচ্ছা হাসি
আলমগীর ভাইয়া সুন্দর লিখেছেন। হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

তারেক এর ছবি

শুভ জন্মদিন কনফু ভাই। হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

মুজিব মেহদী এর ছবি

মিঠাইওয়ালাকে অনেক শুভেচ্ছা।
................................................................
তোমার হাতে রয়েছি যেটুকু আমি, আমার পকেটে আমি আছি যতটা, একদিন মনে হবে এটুকুই আমি, বাকি কিছু আমি নই আমার করুণ ছায়া

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

রাফি এর ছবি

দেরিতে হলেও
শুভ জন্মদিন কনফু ভাই।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

সুলতানা পারভীন শিমুল এর ছবি

সবজান্তার "সুমানুষ" শব্দটা খুব পছন্দ হয়েছে।
একজন সুমানুষ কনফু ভাইয়ের জন্মদিনে অনেক অনেক এবং অনেক শুভেচ্ছা।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

কনফুসিয়াস এর ছবি

স্নিগ্ধা, মুমু, তারেক, মুজিব মেহেদী, রাফি, সুপার্ব-শিমুল,
আপনাদের শুভকামনা মাথায় করে রাখলাম। অনেক ধন্যবাদ।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

স্বপ্নাহত বালক এর ছবি

সবাইরে এরম উইশ করতে দেখে আমারো কেন জানি আবার উইশ করতে ইচ্ছা করতেসে। তারেক ভাইরে একই জন্মদিনে তৃতীয় বারের মত শুভেচ্ছা। দেঁতো হাসি

ধ্রুব হাসান এর ছবি

আমার মতো লেইট লতিফের তরফ থেইক্কা হেপি বাড্ডে ভাইজান! মোবারক হোক শুভ দিনটি চলুক

খেকশিয়াল এর ছবি

শুভ জন্মদিন কনফুসিয়াস

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

কুংফু ভাইয়ের প্রথম লেখা পড়ছিলাম সামহোয়ারে, সম্ভবত কংকাবতীকে নিয়ে লেখা, এর পর থেকে আর একটাও মিস হয় নাই ...

প্রিয় লেখক তো অবশ্যই, প্রিয় মানুষদেরও একজন ... ব্লগের সীমানা পার হয়ে ফেসবুকের মাধ্যমে অতিচেনা একজন, মাঝে মাঝে ভাবতে অবাক লাগে যে তারেক ভাই আর তিথি আপুর সাথে এখনও একবারো দেখা হয় নাই, নিকট ভবিষ্যতে হওয়ার কোন সম্ভাবনাও নাই ...

প্রিয় মানুষের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, যথারীতি দেরি করে দেঁতো হাসি

ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, কুংফু ভায়ের কাছে আমার একটা ব্যক্তিগত কৃতজ্ঞতা আছে ... তিনি যদি আবেদন করার পাঁচ মিনিটের মধ্যে একাউন্ট এক্টিভেট করে না দিতেন তাহলে আজকে আমার আর সচলায়তনে প্রবাস সিরিজ লেখা লাগতো না, চমৎকার কিছু মানুষের সাথে বন্ধুত্ব করাও সম্ভব হত না ... ধন্যবাদ বস হাসি

................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

শ্যাজা এর ছবি

অনেক অনেক শুভেচ্ছা রে কনফু।
জন্মদিনে না হোক, জন্ম মাসে তো হল হাসি


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

ঝরাপাতা এর ছবি

কি আর বলি। এই অদেখা প্রিয় মানুষটির জন্য অনুভূতির কিছু সাতরঙা মেঘ পাঠালাম ভালোবাসার মোড়কে। শুভেচ্ছা নিরন্তর।


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।