ইতং বিতং ( সদ্য সচলত্ব প্রাপ্তির আনন্দে হুছালা লেখা)

মামুন হক এর ছবি
লিখেছেন মামুন হক (তারিখ: বুধ, ২৪/০৬/২০০৯ - ২:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

নিজস্ব সংবাদদাতাঃ নিগার সুলতানা

গণ্ডার মার্কা সচল পদপ্রার্থী স্বঘোষিত অপূর্ব্বস্তু নির্মাণক্ষমপ্রজ্ঞার অধিকারী উল্লুকাক্রান্ত মামুন হক বিনা মেঘে বজ্রপাতের ন্যায় সচলিত হইয়া নতুন আপিসে ব্যস্ত কর্মদিবস অতিবাহিত করিতেছেন। অদ্য প্রভাতে তাহাকে প্রথমে মাউরিদের ওয়ারহুপ এবং বৃহৎউল্মফন সহযোগে নৃত্যরত অবস্থায় দেখা যায়, পরমুহুর্তেই তিনি ঝাঁকা ভর্তি তারকারাজি লইয়া সচলাঙ্গনে প্রবেশ করিয়া দশ হস্তে তারকা বিলাইতে শুরু করেন। কিন্তু নিজের বিস্ফোরক লেখা সমূহকে তারকারাজিতে ভাসাইয়া দিবার কোন উপায় দেখিতে না পাইয়া উনি এই মহৎকর্মে অচিরেই উৎসাহ হারাইয়া ফেলেন। ক্ষণকাল পরেই তিনি নবোদ্যমে আপন অপকর্ম তথা অশুচিশীলতায় পূর্ণ আবঝাব( ইহার কোন যোগ্য প্রতিশব্দ অভিধাণ খুঁজিয়াও পাওয়া গেল না) লেখাসমুহ সংশোধণের উদ্দেশ্যে উলুবণে প্রবেশ করেন। উলুবণে উলুধ্বনি আর আজান সহযোগে নামিয়াও লোম বাছতে কম্বল উজাড় হইবার মতো অবস্থার সম্মুখীন হইয়া তিনি উহা উর্ধ্বশ্বাসে ভাগিয়া আসেন। হিংসাত্মক আত্ম-পীড়ন হইতে রক্তচক্ষুতে পরশ্রীকাতরতা আর নির্জলা ঈর্ষার ঠুলি পড়াইয়া অপরের সাহিত্য কর্মের ছিদ্রান্বেষণ অনেক বেশি আমোদময় -ইহা স্মরণে আসিতেই তিনি পরের স্কন্ধে গাদা বন্দুক রাখিয়া ছররা গুলির বিমলানন্দ উপভোগে চিত্ত স্থির করেন।

কিন্তু বিধিবাম! হিংসাশ্রয়ী মানস লইয়া হন্ত দন্ত যত্র তত্র অবাধ যাতায়াত করিবার পরেও, যথেষ্ট পরিমাণ ছিদ্র আবিষ্কার করিবার প্রয়াস ব্যর্থতায় পর্যবসিত হয়। নিন্দার্হ ঈর্ষাকাতর মানসিকতা এবং আত্মমগ্নতার উচ্চমার্গের জোড়াতালি লহিয়াও তিনি সচলায়তনের অসাধারণ সব লেখার মাঝে ডুবিয়া যান, বিদ্বেষকটাক্ষ বর্ষণের পরিবর্তে তাহার দূর্বল চিত্ত মু গ্ধতায় পরিপূর্ণ হইয়া যায়। তাহাকে দেখা গেল জনৈক ছড়াকারের ছড়ামালা পড়িয়া আঁআঁ জাতীয় শব্দ করিয়া উঠিয়াই এক চির হরিৎ ব্যাঘ্র শাবকের আত্মধিক্কার ও সংশয়ে বিদীর্ণ কাব্যপ্রয়াসে খ্যাক খ্যাক করিয়া হাসিতে। আপাতত জাগতিক কর্মকান্ড শিকায় তুলিয়া তিনি অবিশেষনসম্ভব সব সাহিত্য কর্মের সুধাপাণে বিমগ্ন রহিয়াছেন। অল্প সময়েই তিনি ইহা বুঝিতে সক্ষম হইয়াছেন যে এই মহতী আড্ডাকে কোন কিছুই তাহার অদম্য অগ্রগতি হইতে পিছপানে টানিয়া ধরিতে পারিবেনা। ইহার এক অতি সামান্য সদস্য হইতে পারিয়াও তিনি অতীব সম্মানিত এবং কৃতজ্ঞ বোধ করিতেছেন।

শেষ খবরঃ আসন্ন শীতনিদ্রার অমোষ আকর্ষণে তাহাকে ঘন ঘন হাই তুলিতে দেখা গিয়াছে।


মন্তব্য

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

অভিনন্দন মামুন ভাই! আপনার ফাটাফাটি লেখাসমূহের বানপ্রত্যাশায় রইলাম।

মামুন হক এর ছবি

ধন্যবাদ ভাই, আমিও আমার ফাটাফাটি লেখার আশায় আছি হাসি

সিরাত এর ছবি

সাবাশ!! হাসি

মামুন হক এর ছবি

সাবাশ সিরাত , এখন তোমার লেখার অপেক্ষায় আছি!

সবুজ বাঘ এর ছবি

কস কি?

সিরাত এর ছবি

বেশি দারুন লেখাটা! আপনার উচ্ছ্বাস আমারেও স্পর্শ করছে!

মামুন হক এর ছবি

ধন্যবাদ সিরাত, ব্যাংকক কেমন লাগছে? সয় ৪ আর সয় কাউ বয় থেকে পারলে দূরে থেকো। অসংখ্য নরখাদক সুন্দরী ছলনাময়ীতে ভরপুর ঐ অঞ্চল হাসি

সিরাত এর ছবি

অলরেডি মেসেজের অফারে লাল হইয়া গেছি। তবে 'একটু লম্বা জাইঙ্গা' পড়া ব্লন্ডগুলি দারুন মামুন ভাই! দেঁতো হাসি

নুড়ি এর ছবি

অভিনন্দন। কস কী? চোখ টিপি

মামুন হক এর ছবি

কী কইলাম?

নুরুজ্জামান মানিক এর ছবি

কস্কি মমিন!

সচল প্রাপ্তি হইল দিল্লী কা লাড্ডু -খাইলে পস্তাবে আর না খাইলেও পস্তাবে

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

মামুন হক এর ছবি

দিল্লীকা লাড্ডু খেয়ে দেখছি--খারাপ লাগে নাই।

আকতার আহমেদ এর ছবি

আবারও অভিনন্দন এবং সমবেদনা!

মামুন হক এর ছবি

আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বন্ধু।

অছ্যুৎ বলাই এর ছবি

আন্তরিক অভিনন্দন। তবে এখন শীতনিদ্রার সময় নয়, এখন লেখার গতি আরো বাড়তে হবে; কারণ, লেখার ওপরে মডারেটরের টিপাইমুখী বাঁধ নেই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

মামুন হক এর ছবি

ধন্যবাদ বলাইদা। আমি শীতনিদ্রায় যাচ্ছিনা হাসি

পান্থ রহমান রেজা এর ছবি

অভিনন্দন ব্রো।
এইবার আপনার গতি যে কোথায় যাবে, তাই ভাবতেছি! চোখ টিপি

মামুন হক এর ছবি

ধন্যবাদ ভাইয়া।

সাইফুল আকবর খান এর ছবি

এই আয়তনে আমার বিরুদ্ধেই কঠিন লেখার অভিযোগ সবার। কিন্তু মামুন ভাই, আপ্নের এই লেখায় আমিও ঠিক ক'রে দাঁত বসাইতে পারতেছি না! অ্যাঁ
কংগ্র্যাট্স বস!
অশীতনিদ্র অব্যাহত অগ্রযাত্রা কামনা করি। হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

মামুন হক এর ছবি

ভাই আপনিতো অর্থপূর্ণ কঠিন লেখা লিখেন, আর আমার এইটা তো বালখিল্যে ভরপুর ইতং বিতং, শেষের অংশটুকু বাদে পুরোটাই ফাজলামি করে লেখা।

সাইফুল আকবর খান এর ছবি

সে আপনার বিনয়ও দাদা! হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

স্বপ্নাহত এর ছবি

অভিনন্দন, মামুন ভাই!

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

মামুন হক এর ছবি

ধন্যবাদ চন্দ্রাহত ,থুক্কু স্বপ্নাহত ব্রাদার।

কীর্তিনাশা এর ছবি

হাততালি
হাততালি হাততালি
হাততালি হাততালি হাততালি
হাততালি হাততালি হাততালি হাততালি
হাততালি হাততালি হাততালি হাততালি হাততালি
হাততালি হাততালি হাততালি হাততালি
হাততালি হাততালি হাততালি
হাততালি হাততালি
হাততালি

অভিনন্দন ! মহা অভিনন্দন !!

তয় ডুব দিলে কইলাম কইষ্যা মাইনাস দিমু, হ ।।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মামুন হক এর ছবি

ভাই আপনার হাত ব্যথা করছেনা?
অনেক ধন্যবাদ ভাইডি।

মুস্তাফিজ এর ছবি

অভিনন্দন

...........................
Every Picture Tells a Story

মামুন হক এর ছবি

ধন্যবাদ মুস্তাফিজ ভাই।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

অভিনন্দন!!!!!

মহাজ্ঞানী মহাজনেরা যে পথে গমন করেছেন সেই পথ ধরুন। সচলত্বপ্রাপ্তির পর শীতনিদ্রায় যাওয়াটা একটা প্রাচীন রীতি। আর এটাতো জানেনই, প্রাচীন রীতিগুলো টিকে আছে সেগুলো ভালো বলেই।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মামুন হক এর ছবি

হাহা, একমাত্র আপনিই গরীবের প্রকৃত বন্ধু!

সুমন চৌধুরী এর ছবি
মামুন হক এর ছবি

হ!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমি ইহাকে পাইলাম, কাহাকে পাইলাম-- তাহা আপোনার লেখা পড়িয়াই টের পাইতেছি। সচল একটা লেখক তৈরীর কারখানায় পরিণত হইয়াছে। সেই সাথে তৈরী করিতেছে আমার মত কিছু মন্তব্যবাজকে।

মামুন হক এর ছবি

অনেক ধন্যবাদ পিপিদা, লেখক হবার কারখানা তো বটেই , সেই আশায়ইতো ধর্ণা দিয়ে পড়ে আছি, একদিন হয়তো আমিও লিখতে শিখে ফেলব।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কিন্তু ইহা কী লিখিলেন যাহার মর্মভেদ করিতে প্রাণ ওষ্ঠাগত হইতেছে।

মামুন হক এর ছবি

হাহা, কী লিখিলাম তাহা এখন নিজেই বুঝিতেছিনা, তবে আপনার বুঝিবার প্রচেষ্টা যথেষ্ট আশাব্যঞ্জক এবং ইহার মধ্য দিয়া আপনার সহৃদয়তারও প্রতিফলন ঘটিয়াছে।
কিছু বুঝা গেলে এই বান্দারে জানাইয়েন হাসি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আমারো দাঁতে ব্যথা অনুভব করিতেছি। ইয়ে, মানে...
আপনাকে বিশাল অভিনন্দন, মামুন ভাই। হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মামুন হক এর ছবি

আপনাকে বিশাল ধন্যবাদ সুলতানা ( অফটপিক আমার বোনের নামেও সুলতানা আছে)

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমারো দেঁতো হাসি

তীরন্দাজ এর ছবি

আপনাকে অভিনন্দন জানাই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

মামুন হক এর ছবি

অনেক অনেক ধন্যবাদ তীরুদা!

হিমু এর ছবি
মামুন হক এর ছবি

হাহাহা! তবেরে!!

সাইফ তাহসিন এর ছবি

বস, পুরা কোপাকুপি লেখা নামাইয় দিয়াছেন দেখি, ৩৭ টা মন্তব্য পড়িয়া গেল, আমি জানিতেও পারিলাম না, সচলেতো অগ্নিসংযোগ হইবার অবস্থা। পাম সু কই ভাগলো বস? লেখায় উত্তম উত্তম জাঝা! গুরু গুরু

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

মামুন হক এর ছবি

ধন্যবাদ সাইফ। তোমার সব খবর ভালো?

রণদীপম বসু এর ছবি

আহা, বড় ভালো লোক ছিলো মামুন ভাইটা ! অচল থাইকা সচল হইয়া এখন কই যে চইলা যাইবো, আর কি পামু !
তয় যাওয়ার আগে অভিনন্দনটা লইয়া যাইয়েন মামুন ভাই। আর আমাগের খোঁজ-খবর রাইখেন !
হা হা হা !

সুসংবাদটা খুব ভালো লাগলো মামুন ভাই। ক্ষান্তবর্ষণ আরো তীব্রতায় ভরে উঠুক।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মামুন হক এর ছবি

ধন্যবাদ রণদা। আপনার আশ্রয়-প্রশ্রয়েই এত লম্ফ ঝম্ফ করি হাসি

ভুতুম এর ছবি

উরেব্বাস! জটিল জটিল!! অভিনন্দন অভিনন্দন অভিনন্দন!!!

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

মামুন হক এর ছবি

ধন্যবাদ ভুতুম, আমি কিন্ত এখনও চেরাগ আলির লেখার অপেক্ষায় আছি, তুমি না লিখলে আমি নিজেই লিখে ফেলব...হা হা

নিবিড় এর ছবি

দেরীতে হলেও অভিনন্দন হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

মামুন হক এর ছবি

আপনাকেও অভিনন্দন নিবিড়।

এমি এর ছবি

হলো সচল মামুন ভাই,
আনন্দ প্রকাশের ভাষা নাই ।

শুধু একটা কথাই বলে যাই,
নিত্য নতুন লেখা চাই ।।

মামুন হক এর ছবি

উরেব্বাস আমি পালাই
নিত্যি লেখার খেমতা নাই
ছেড়ে ভড়ং
তারচে বরং
ঝলমলে ঐ বারটিতে
মজি গিয়ে পার্টিতে হাসি

ধুসর গোধূলি এর ছবি

- আপনেরে কইষ্যা মাইনাস।

মিয়া কতো নদীর জন গিয়া বঘোপসাগরে মিলাইলো, কতো কতো অতিথি সচল হৈয়া গেলো, আর আপনে সেই পুরান শ্যালিকা গাজর আমার নাসিকাসন্মুখে এখনো ঝুলাইয়াই রাখিলেন। সৈবো না, সৈবোনা কৈলাম। ঠাডা পড়বো, ইয়া মোটা মোটা, লম্বা লম্বা ঠাডা। মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মামুন হক এর ছবি

ধুগো এমনে অভিশাপ দিতে নাইরে ভাই, আমি মইরা গেলে তোমার হাতে শালী সোপর্দ করব কিডা? দোয়া কর যাতে সহি সালামতে থাইকা তোমারে ভাউরা ভাই হিসাবে দেখে যেতে পারি হাসি

তানিয়া এর ছবি

সচলত্ব প্রাপ্তিতে অনেক অভিনন্দন

মামুন হক এর ছবি

অনেক ধন্যবাদ তানিয়া হাসি

মূলত পাঠক এর ছবি

অনেক অভিনন্দন মামুন ভাই!

মামুন হক এর ছবি

এত্ত দেরীতে? হলোনা মশাই , এখন তাড়াতাড়ি একটা লেখা নামিয়ে আমার ভাঙ্গা দিল জোড়া লাগানোর ব্যবস্থা করেন হাসি

জুম্ম [অতিথি] এর ছবি

আপনাকে অভিনন্দন জানাই! মামুনভাই, সয় ৪ আর সয় কাউ বয়, এইটাকি সুখুমভিটের কাছাকাছি?...............সাবধানের নাকি মাইর নাই।

মামুন হক এর ছবি

হ সুকুমভিট এলাকাতেই পড়ছে। সাবধানে না থাকলে কপালে মাইর সুনিশ্চিত!

স্বাধীন এর ছবি

বিলম্বে হলেও অভিনন্দন মামুন ভাই।

মামুন হক এর ছবি

থ্যাংক্যু স্বাধীন ভাই।

আহমেদুর রশীদ এর ছবি

খুউব ভালো কথা। অভিনন্দন।
তা ভাইজান, নিয়মকানুন আশা করি সবই জানেন। এই ধরনের প্রাপ্তিতে একটু খানাপিনার আয়োজন করতে হয়। যারা যারা আপনার এই পোস্টে কমেন্ট দিবে- তাদের উদ্দেশ্যে জিয়াফত দেয়াটা কানুনের মইধ্যে পরে। এই জিয়াফতে ভোরের সোনালী শিশির অপরিহার্য মেনু।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

মামুন হক এর ছবি

দেশে আসতেছি সেপ্টেম্বরে, তখন খেলা হবে , খোলা হবে অনেক ঝাঁপি হাসি
ঐ পর্যন্ত ধৈর্য্য ধরে থাকেন আর সমানে আমার বাহবা দিয়ে যান...হাহা

অনিকেত এর ছবি

বস, অভিনন্দন, অভিনন্দন,অভিনন্দন-------
আপনার বিজয় রথ কেতন উড়াক পূর্বাকাশে----

শুভেচ্ছা ও শুভকামান

মামুন হক এর ছবি

অনেক অনেক অনেক ধন্যবাদ বস, তুমি আমারে আপনে কইলে বড় কষ্ট পাই, তুইয়ের নিচে কিছু থাকলে তা বইলা ডাকবা।
আর শুভ কামান জিনিষটা কি খাওয়া যায়?

অনীক আন্দালিব এর ছবি

অভিনন্দন মামুন ভাই। লেখা জম্পেশ হইছে। তিনবার পড়া লাগলো বুঝার জন্য!! হাসি

আমি যে কবে এরাম লিখপো?!

মামুন হক এর ছবি

ধন্যবাদ অনীক, আমিও যে কবে এরম ফটু তোলা শিখপো!

অনীক আন্দালিব এর ছবি

হে হে! আপনিও তাইলে ধোঁকা খাইলেন, এইটা আমার স্টান্ট। একটা ছবিই তুলছি জীবনে, সেটা দেখায়ে ভাব নিতেছি যে মুই কি ফটুগেরাফার হনু রে!
আপনার ভাষাব্যবহারে আমি আসলেই খুব খুশি হয়েছি, এরকম লেখাগুলো পড়তে কেন জানি খুবই মজা লাগে! পুরনো বোতলে নতুন মদের মতোন। হাসি

সাইফ তাহসিন এর ছবি

পুরনো বোতলে নতুন মদের মতোন।

গড়াগড়ি দিয়া হাসি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সচল জাহিদ এর ছবি

অভিনন্দন মামুন ভাই

-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

মামুন হক এর ছবি

ধন্যবাদ জাহিদ, তোমার সময়ও হয়ে এল বলে হাসি

খেকশিয়াল এর ছবি

স্বাগতম, অভিনন্দন
ব্যাট পাইছেন, এইবার হাত খুইলা পিটান..

------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মামুন হক এর ছবি

হ, ..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!

শামীম রুনা এর ছবি

অভিনন্দন। অভিনন্দন।।

_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি।

_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)

মামুন হক এর ছবি

অনেক ধন্যবাদ ।

দ্রোহী এর ছবি

মামুন ভাই। অভিনন্দন।

সচলায়তনের নিয়মানুযায়ী আপনার এখন দীর্ঘ শীতনিদ্রা দেবার সময় হয়েছে। দেঁতো হাসি

মামুন হক এর ছবি

ধন্যবাদ দ্রোহীদা, আপনে সবাইরেই এইটা বলে প্ররোচিত করেন হাসি

গৌতম এর ছবি

অভিনন্দন হক ভাই। আপনার লেখার পড়ার ওপর আমাদের একটা 'হক' আছে। সচল হবার পর শীতনিদ্রা রোগ আপনাকে ধরতে পারে, আমাদের 'হক'-এর কথা চিন্তা করে এই রোগ যাতে না আসে, সেই ব্যবস্থা করুন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মামুন হক এর ছবি

জ্বি ভাই, না হক কোন কাম করুম না-- শীতনিদ্রার গুষ্টি কিলাই।

ইশতিয়াক রউফ এর ছবি

কীরম বেহায়ার বেহায়া... কইলাম না খুদাপেজ?! যাও বাচ্চা, সো রাহো!!

(অনেক অনেক শুভেচ্ছা)

মামুন হক এর ছবি

ধন্যবাদ ইশতি, যামু কই? খাল কাইটা কুম্ভীর আনছ, এখন আবঝাব লেখার যন্ত্রণা ভোগ করো, এনজয় ইওর স্লো ডেথ ব্রো...হাহা

তুলিরেখা এর ছবি

শুভেচ্ছা ও শুভ নৃত্য। হাসি

----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মামুন হক এর ছবি

ধন্যবাদ হাসি

মৃদুল আহমেদ এর ছবি

কস্কী? তোর হাঁটুর লিগামেন্ট জোড়া লাইগা গেছে? তুই এখন পুরাপুরি সচল? তাইলে তো তোর লেখা আর পামু না বেশি! ঠ্যাঙ্গে চোট পাইসিলি বইলাই তো এতদিন কম্পুর সামনে বইসা বাতচিত করতি... এখন তো আবার মাঠে দৌড় মারবি! চোখ টিপি
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

মামুন হক এর ছবি

না রে ব্যাটা জোড়া লাগছে হাল্কা পাতলা কিন্তু এখনো দৌড়ানোর পর্যায়ে আসি নাই। আর আসলেও শিকড়ের টানে এখানেই থেকে যেতে হবে হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ব্যাপক অভিনন্দন... বিশাল অভিনন্দন...
আপনার ব্লগিং এক্সপ্রেস আরো গতি পাক... আপনিই হোন কমান্ডো ব্লগার চোখ টিপি

মামুন হক এর ছবি

ধন্যবাদ শিমুল, কমান্ডো হই বা না হই আপনাদের ল্যাজ ছাড়ছিনা হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কী রে, ভাই! আপনাদের বলে আলাদা করে দিলেন? এটা কথা হলো কোনো?
আমরা আমরাই তো, নাকি? চোখ টিপি

মামুন হক এর ছবি

হ ভাই আমরা আমরাই।
কিন্তু আমাদের ল্যাজ ধরার কথা বললে নিজের ন্যাজও তো ধরতে হবে, সে এক জটিলস্য কারবার ভায়া হাসি

রেনেট এর ছবি

হৈ মিয়া! কালকে না একবার অভিনন্দন জানাইয়া গেলাম?
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মামুন হক এর ছবি

শরম লইজ্জা নাই তাই আবার বেহায়ার মতো বাহবা কুড়াইতে নামছি হাসি

নীড় সন্ধানী এর ছবি

‍‌কী কপাল!!! আজ অনেকদিন পর ব্লগে এসেই দেখি আমার প্রিয় দুজন অতিথি পাখি সচল হয়ে গেছে। সিরাত আর মামুন হক!

আপনার হিমালয়ের লেখাগুলো পড়ে এত হিংসায়িত হয়েছিলাম যে বউয়ের সাথে ঝগড়া করে বলেছি বিয়া কইরা আমার হিমালয়বাস করা হলো না। নইলে মামুন ভাইয়ের সেই দার্জিলিং বন্ধুর খোঁজে বেরিয়ে পড়তাম।

অভিনন্দন মামুন ভাই। আরো লিখুন বাঁধিয়ে রাখার মতো অসংখ্য লেখা। হাসি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

মামুন হক এর ছবি

অনেক ধন্যবাদ বস। দার্জিলিং যাইতে পারলে যান, আমার কোলকাতার বন্ধুরে বলে দিব, জামাই আদর করবে।

দুষ্ট বালিকা এর ছবি

অনেক দেরীতে অভিনন্দন জানাচ্ছি ভাইয়া... আমার পেইজ লোড হচ্ছিলনা... মন খারাপ
ভাল থাকবেন আর শীতনিদ্রায় না যেয়ে ভাল ভাল লিখবেন... হাসি

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মামুন হক এর ছবি

ধন্যবাদ বালিকাপু, তোমার নেক্সট লেখার অপেক্ষায় আছি।

পলাশ দত্ত এর ছবি

অভিনন্দন।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

মামুন হক এর ছবি

ধন্যবাদ কবি। শুকনা অভিনন্দনে হবেনা, দয়া করে একটা কবিতা খাওয়ান।

অতিথি লেখক এর ছবি

অভিনন্দন সদ্য সচল ভাই মামুন হক'কে হাসি অচল থেকে যত কথার মালা গেঁথেছেন সচল হবার পর আরো অনেক বেশি গাঁথবেন এই কামনায়-
ওহ্ , আপনার নিজস্ব সংবাদদাতা নিগার সুলতানাকেও ধন্যবাদ, আনন্দের সংবাদটা দ্রুত ছড়ানোর জন্য।
অমাবস্যা

২৫ শে জুন, ২০০৯

মামুন হক এর ছবি

ধন্যবাদ বন্ধু, নিগার সুলতানা আসলে এই পিথিমীর আরেক নাম, নীল রংয়ের।

ইব্রাহীম ফয়সল এর ছবি

অভিনন্দন! হাসি

অতিথি লেখক এর ছবি

মামুন হক লিখেছেন:
ধন্যবাদ বন্ধু, নিগার সুলতানা আসলে এই পিথিমীর আরেক নাম, নীল রংয়ের।
ধন্যবাদ গ্রহন করা হইলো। তো সুন্দরতম, এইবার আপনার সচল হবার গোপন রহস্যটা বলবেন কি ?

অমাবস্যা

২৫ শে জুন, ২০০৯

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি হিব্রু বুঝি না। এই লেখাটা বাংলায় তর্জমা কর আগে। তারপরে অভিনন্দন।

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মামুন হক এর ছবি

নজুরে লেহা কি এতই খারাপ হইছে যে এইটারে হিব্রু কইলি?
তুই ভাই হইয়া ভাইয়ের দিলে এমুন দুক্কু দিলি!

যুধিষ্ঠির এর ছবি

দেরীতে অভিনন্দন। দেরীতে শুভেচ্ছা। মজার মজার লেখা চলতে থাকুক। সেই সাথে অনুবাদও।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আহা কী আনন্দ আকাশে বাতাসে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!!!!! !!!!!!!

ভূঁতের বাচ্চা এর ছবি

এইরে ম্যালা দেরি করে ফেললাম দেখি !
অভিনন্দন অভিনন্দন
আগামীর যাত্রা শুভ হোক সচলে।
----------------------------------------------

--------------------------------------------------------

রানা মেহের এর ছবি

আরে মামুন ভাই
কঠিইইইন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অতন্দ্র প্রহরী এর ছবি

কী লিখলেন মিয়া! মাথা ঘুরতেছে দেঁতো হাসি

যাই হোক, দেরিতে হলেও, অভিনন্দন। আর সচলত্ব প্রাপ্তির পরেই শীতনিদ্রায় না চলে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ খাইছে

মামুন হক এর ছবি

ধন্যবাদ দিতে দিতে তো টায়ার্ড হয়ে গেলাম, সবাই এত ভালু কেন? দেঁতো হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।