১০১টা ছবির গল্প-ছয়, সারি নদী

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: সোম, ১১/০৪/২০১১ - ২:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

সেই কতকাল আগের কথা। সেই সময় হিমালয়ের পাদদেশে ছিলো সবুজ সুন্দর এক রাজ্য। নাম জৈন্তা। সেই রাজ্যে রাজা ছিলো, রানি ছিলো, আর ছিলো প্রজা। তবে অন্য দেশের চাইতে এর পার্থক্য ছিলো যে এই রাজ্যের অধিকর্তারা ছিলেন মেয়ে। বংশানুক্রমে মেয়েশাসিত সেই রাজ্যে এবার আসীন হলেন প্রমিলা।

বীর প্রমিলার ভয়ে বাঘে-মহিষে এক ঘাটে পানি খায়, তার রূপে সেই রাজ্যে আছড়ে এসে কত রাজপুত্র যে প্রাণ বিসর্জন দিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। তবু রানির মন গলে না। শৌর্য বীর্যে নিজের সমকক্ষ কাউকে না পেয়ে উনিশ বছর একাই কাটালেন রানি। সারাক্ষণ শুধু নিজের প্রজাদের ভালোমন্দ আর দেশরক্ষায় মনোনিবেশ করে ভালোই ছিলেন প্রমিলা।

তখন চলছিলো কুরুক্ষেত্রের যুদ্ধ। পাণ্ডব দলনেতা যুধিষ্ঠির সেই যুদ্ধের পর এক যজ্ঞের আয়োজন করেন। যজ্ঞের ঘোড়া যখন সারা বিশ্ব ঘুরিয়ে আনা হচ্ছিলো সে সময় একদিন প্রমিলার গোয়েন্দারা খবর পাঠান বিনানুমতিতে পাণ্ডবদের যজ্ঞের ঘোড়া ভ্রমণ করছে তারই এলাকায়। ক্রোধে উন্মক্ত প্রমিলা যোদ্ধা পাঠিয়ে আটক করেন সেই ঘোড়া।

পাণ্ডবদের আঁতে ঘা লাগে। মহাবীর অর্জুন চার যোদ্ধাসহ ছুটে আসেন জৈন্তায়। রানি প্রমিলার মুখোমুখি হতেই আড়ালে প্রেমের দেবতা হেসে উঠেন। সেই হাসির দোলা গিয়ে লাগে দুজনের মনে। প্রমীলার রূপ-লাবণ্যে মোহিত হয়ে নারীর সাথে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্থ অর্জুন আর অর্জুনের শৌর্যে মোহগ্রস্থ রানি। যুদ্ধের একপর্যায়ে দুজনের ভেতরে স্থাপিত সন্ধি শেষ পর্যন্ত বিবাহে এসে ঠেকে।

কাহিনি এখানেই কিন্তু শেষ নয়। যার রক্তে যুদ্ধের দামামা সারাক্ষণ বেজে চলে সেই অর্জুন কিছুদিন রানিরাজ্যে কাটিয়ে একসময় হাঁপিয়ে উঠেন। একদিন অমাবস্যার গভীর রাতে কাউকে কিছু না জানিয়ে রানিরাজ্য ত্যাগ করে নিজ গৃহে ফিরে চলেন অর্জুন। ভোরে ঘুম থেকে উঠে অর্জুনকে না দেখে চারদিক তোলপাড় করে খোঁজা শুরু হয়। প্রমিলা যখন বুঝতে পারেন অর্জুন তাকে ত্যাগ করেছেন রাগে দুঃখে অপমানে কাঁদতে কাঁদতে পাহাড়ে চলে যান রানি। কো্নোদিন আর ফিরে আসেননি সেখান থেকে। তার কান্নার জল আস্তে আস্তে নদী হয়ে নেমে আসে, দু’কূল ছাপিয়ে ভাসিয়ে নিতে থাকে আশে পাশের জনপদ, তার নিজের রাজ্য। কান্নার তোড় যখন বাড়ে হুঁ হুঁ করে এক ধরনের শব্দ আসে পাহাড় থেকে, সাথে আচম্বিত নেমে আসে পানি, অঝোর ধারায়। কত প্রাণ, কত ফসলের জমি, কত জনপদ যে প্রমিলার কান্নার বলি হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। রানির কান্নার তোড় আটকাতে নদীর মাঝখানে এক পাহাড় এনে বাঁধ দেয়া হয়। সেই বাঁধকে পাশ কাটিয়ে তৈরি হয় নূতন এক নদী। ছুটে চলে জৈন্তাকে পাশ কাটিয়ে। নাম তার সারি। কাকচক্ষুর মতন পরিষ্কার সেই নদীর পানি। উপর থেকে তাকালে নিচের মাটি দেখা যায়। আমাদের আজকের ছবি সেই সারি নদীর।

20110128-_Q8X0128-1

20110128-_Q8X0110-1

20110128-_Q8X0054-1

20110128-_Q8X0028-1

Sarii river, lalakhal, Sylhet

20110128-_Q8X0223-1


মন্তব্য

উজানগাঁ এর ছবি

সুন্দর।

রেণুকা নামের একটি নদী নিয়ে একটা লেখা আমি হয়তো অচিরেই দেবো। অদ্ভুত সুন্দর সে নদী। ছবিগুলো তৈরী করাই আছে। শুধু লেখাটা শেষ করতে পারলেই হইলো।

যদি আপনার মতো এমন ঝটপট ঝরঝরে ভাষায় লেখার ক্ষমতা যদি আমার থাকতো !

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ উজানগাঁ, রেণুকার অপেক্ষায় রইলাম।

...........................
Every Picture Tells a Story

অতিথি লেখক এর ছবি

এবারের পোস্টে ছবি থেকে বর্ণনা সুন্দর হয়েছে।

আসলেই অদ্ভুত সুন্দর এই সারি নদী।

সারি নদীর এই কাহিনী জানতাম না তো। ধন্যবাদ মুস্তাফিজ ভাই।

সুপ্রিয় দেব শান্ত

মুস্তাফিজ এর ছবি

সিলেটের মানুষ যদি বলে সারি নদীর গল্প জানিনা তাহলে কেমনে হয়?

...........................
Every Picture Tells a Story

অতিথি লেখক এর ছবি

অসাধারণ গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

অতীত

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ অতীত।

...........................
Every Picture Tells a Story

সবুজ পাহাড়ের রাজা. এর ছবি

অসাধারণ পোস্ট......
ছবিগুলো খুব সুন্দর হয়েছে।

বংশানুক্রমে মেয়েশাসিত

জৈন্তা রাজ্যে রাজাও ছিলো। রাজা রাজেন্দ্র সিংহ ১৮৩২ সালে সিংহাসনে বসেন। তিনি শেষ স্বাধীন রাজা ছিলেন। ১৮৩৫ সালে ইংরেজরা জৈন্তা রাজ্যে দখল করে সিলেটের সাথে যুক্ত করে।

অতন্দ্র প্রহরী এর ছবি

চমৎকার, মুস্তাফিজ ভাই! দারুণ লেখা, দারুণ ছবি। খুব ভালো লাগলো। হাসি

শৌর্য বীর্যে নিজের সমকক্ষ কাউকে না পেয়ে উনিশ বছর একাই কাটালেন রানি।

দেঁতো হাসি

মুস্তাফিজ এর ছবি

হুঁ সেখানে প্রহরী ছিলোনা, সেসময় ফেসবুকও ছিলোনা।

...........................
Every Picture Tells a Story

নাশতারান এর ছবি

গুরু গুরু

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ বুনোহাঁস

...........................
Every Picture Tells a Story

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ অনিন্দিতা। এই মিথটা লালাখাল যেয়ে শুনেছিলাম।

...........................
Every Picture Tells a Story

অনিন্দিতা চৌধুরী এর ছবি

অসাধারণ লেখা মুস্তাফিজ ভাই। আর ছবির কথা কী বলবো!

অতিথি লেখক এর ছবি

ছবিগুলো অসাধারন আর সাথে গল্পটা ও চমৎকার লাগলো।
বন্দনা

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ বন্দনা। এসব শোনা গল্প।

...........................
Every Picture Tells a Story

উচ্ছল এর ছবি

ছবি গুলো খুবই সুন্দর! শেয়ার করার জন্য ধন্যবাদ।

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ উচ্ছল।

...........................
Every Picture Tells a Story

মাহবুব রানা এর ছবি

লেখা ছবি দুটোই যথারীতি দারুন

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ মাহবুব রানা

...........................
Every Picture Tells a Story

ফারুক হাসান এর ছবি

লেখা আর ছবি দুইয়ে মিলে অসাধারণ লাগলো। আচ্ছা, সারি নদীর জন্ম নিয়ে এটা কি আসলেই কোনো লোককাহিনী?

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ ফারুক ভাই। এইরকম একটা কথা শুনেছিলাম কোথাও। তবে আপনার কার্বন টাইপেই নিখুত কোন ঘটনা না।

...........................
Every Picture Tells a Story

নাশতারান এর ছবি

কর্ণফুলী নদী নিয়েও এমন লোককাহিনি ছোটবেলায় শুনেছি। কোনো এক রাজকুমারীর কানের ফুল থেকে এর জন্ম বা কিছু একটা। পুরা মনে নাই।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

মুস্তাফিজ এর ছবি

আমিও সেটা শুনেছি, রাজকুমারীর কানে গোঁজা ফুল পানিতে পড়ে গিয়েছিলো, সেটা না পেয়ে কাতর রাজকন্যাকে খুশি করতে এক রাজকুমার পানিতে ঝাঁপিয়ে পরে শহীদ হয়, সেই থেকেই এই নাম। তবে কাহিনীতে একটু গোলমাল আছে। রাজকুমারী আর কুমার দুজনই ছিলো আদিবাসী, সে হিসাবে নদীর নাম সেখানকার কোন ভাষায় হবার কথা। অথচ মার্মা ভাষায় এর নাম কান্সা খিওং (এর অর্থ আমি জানিনা)।
তবে আমাদের শীতলক্ষ্যা নিয়ে মিথের বিষয় অনেকটাই পুরানে আছে।

...........................
Every Picture Tells a Story

ফারুক হাসান এর ছবি

আমাদের নদীগুলোর কত সুন্দর সুন্দর নাম! আরো সুন্দর তাদের নিয়ে গড়ে উঠা লোককাহিনী। মুস্তাফিজ ভাই, এরকম আরো নদীর গল্প আর ছবি আপনার কাছ থেকে পেতে চাই।

মুস্তাফিজ এর ছবি

চেষ্টা থাকবে, ধন্যবাদ।

...........................
Every Picture Tells a Story

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

শীতলক্ষার গল্পটা কী মুস্তাফিজ ভাই? সেটা নিয়েও একটা পোস্ট দিন না।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

কী সুন্দর! শেষের ছবিটা বেশি ভালো! দেঁতো হাসি
কিন্তু অপু-টিপু ভাইকে মাইনাস, এই গল্প ভ্রমণের সময়ে না বলায়! মুস্তাফিজ ভাই, লেখাটায় 'সারি নদী' ট্যাগ করে দিলে আমার লেখাগুলো, আপনার এটা, আর আরো কারো সারি নিয়ে পোস্ট থাকলে একই ট্যাগে চলে আসতো, পরে ক্লিক করেই পেয়ে যেতাম আমরা।
খুবই ভালো লাগলো। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ছবি, গল্প দুটোই অসাধারণ।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ পাণ্ডব দা।

...........................
Every Picture Tells a Story

ধুসর গোধূলি এর ছবি

পাণ্ডব দলনেতা যুধিষ্ঠির সেই যুদ্ধের পর এক যজ্ঞের আয়োজন করেন।

যুধিষ্ঠির'দারে রিমান্ডে নেয়া হোক। উনিই সব প্যাচ লাগাইছেন।

মুস্তাফিজ এর ছবি

সাথে পাণ্ডবদাকে

...........................
Every Picture Tells a Story

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ষষ্ঠ পাণ্ডব কোন কুকীর্তি করেছে মহাভারতে এমন কোন প্রমাণ দেখাতে পারবেন না।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মুস্তাফিজ এর ছবি

সেই সময়ে পাঁচ জনে মিলে একজনকে বিবাহ করাটা সুকীর্তি হলেও বর্তমান যুগে এটা কুকীর্তি

...........................
Every Picture Tells a Story

শামীম এর ছবি

সেটা পঞ্চপাণ্ডবের (আ)কাম। আমাদের সহসচল তো ষষ্ঠপাণ্ডব - উনি যে কী করেন/করবেন কে জানে! দেঁতো হাসি

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ডুপ্লি


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অতিথি লেখক এর ছবি

খুব ভালো লাগলো।

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ অতিথি

...........................
Every Picture Tells a Story

সুহান রিজওয়ান এর ছবি

সুন্দর। সব দেশেই মনে হয় নদীর জন্ম নিয়ে কিছু লোককথা থাকে।

এই পর্বে বর্ণনা বেশি ভালো লেগেছে। পাঁচ নাম্বারে নৌকার ছবিটা অবশ্য বেশ।

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ সুহান।

...........................
Every Picture Tells a Story

অতিথি লেখক এর ছবি

খুব ভালো লাগলো।।
labin rahman

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ লাবিন

...........................
Every Picture Tells a Story

তাসনীম এর ছবি

গল্প আর ছবি- দুটোই দুর্দান্ত।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ ভাই

...........................
Every Picture Tells a Story

অতিথি লেখক এর ছবি

অপূর্ব সুন্দর। কাহিনীটা পড়তে ভালো লাগছিল, ছবি দেখে মন পুরোপুরি ভরে গেল। -রু

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ অতিথি। কাহিনী শোনার সময় আমারও ভালো লেগেছিলো।

...........................
Every Picture Tells a Story

তারাপ কোয়াস এর ছবি

চমৎকার গল্প আর অসাধারণ সব ছবি। চলুক


love the life you live. live the life you love.

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ তারাপ কোয়াস

...........................
Every Picture Tells a Story

রণদীপম বসু এর ছবি

বাহ্ ! লোককথার সাথে পাগল করে দেয়ার মতো ছবি !! ভয়ঙ্কর রকমের চমৎকার একটি পোস্ট !!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ রণদা।

...........................
Every Picture Tells a Story

নিবিড় এর ছবি
মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ নিবিড়

...........................
Every Picture Tells a Story

সচল জাহিদ এর ছবি

ছবিগুলো আগেই দেখেছিলাম, আজ সারি নদীর গল্পটা জানা হলো। ছবি আর লেখা দুটোতেই চলুক


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ জাহিদ ভাই

...........................
Every Picture Tells a Story

পাগল মন এর ছবি

২ আর ৫ নম্বর ছবিটা অস্বাভাবিক রকমের সুন্দর।
শুরুর গল্পটা চমৎকার লাগলো।

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ, এই সিরিজের আরো কিছু ছবি আছে আমার ফ্লিকারে এবং ফেসবুকে

...........................
Every Picture Tells a Story

ফাহিম হাসান এর ছবি

ছবির সাথে আপনার যে আত্মিক সম্পর্ক তা লেখায় টের পাই।

মুস্তাফিজ এর ছবি

সেই সম্পর্ক না থাকলে ছবি তুলে মজা নাই।

...........................
Every Picture Tells a Story

অমিত আহমেদ এর ছবি

দুর্দান্ত লেখা, অসাধারণ সব ছবি!
আশা করি এই সিরিজটি বই হিসেবে প্রকাশিত হবে, সেই বইয়ের বায়না করে গেলাম।

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ।
সবে মাত্র ৬ পর্ব হলো। এটা বলেন যেনো পর্বগুলো অন্তত শেষ করতে পারি।

...........................
Every Picture Tells a Story

অমিত আহমেদ এর ছবি

খাস দিলে দোয়া করে দিলাম। হয়ে যাবে।

মুস্তাফিজ এর ছবি

হাসি

...........................
Every Picture Tells a Story

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অর্জুন-প্রমীলার কথা মহাভারতে পড়েছিলাম, কিন্তু এই নদীর এই কাহিনী জানতাম না।
লেখা ছবি দুইটাই দারুণ

______________________________________
পথই আমার পথের আড়াল

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ নজরুল ভাই

...........................
Every Picture Tells a Story

সাফি এর ছবি

চমৎকার বর্ণনা আর ছবি। আমার কাছে শেষ ছবিটাই বেশী ভাল লেগেছে - বাচ্চাদের মুখভঙ্গি খুবই সাবলীল ছবিতে।

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ সাফি।

...........................
Every Picture Tells a Story

নীড় সন্ধানী এর ছবি

মুস্তাফিজ ভাই, আপনার যে কোন ছবি দেখে আমি বাকহারা হয়ে যাই।
এবারেরগুলো দেখে কেবল একটা প্রশ্নই জাগছে, ছবিগুলা কোন ওয়াশিং পাউডার দিয়ে ধুইছেন? ছবি আয়নার মতো এত ঝকঝকে পরিষ্কার হয় কেমনে?

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ নীড় সন্ধানী। আসলে যেগুলো ঝকঝকা হয় সেগুলোই রাখি। বাকি গুলা ফেলে দিই। হাসি

...........................
Every Picture Tells a Story

অনার্য সঙ্গীত এর ছবি

অসাধারণ!
(পড়তে দেরি হয়ে গেল)

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ অনার্য

...........................
Every Picture Tells a Story

সজল এর ছবি

পুরোটাই ভালো লেগেছে।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ সজল

...........................
Every Picture Tells a Story

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

অপূর্ব এই লেখা ও ছবি।

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ আপনাকে।

...........................
Every Picture Tells a Story

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।