এক নদী রক্ত পেরিয়ে

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বুধ, ১৬/১২/২০০৯ - ৫:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বিজয় দিবস উপলক্ষ্যে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা সচলদের কাছ থেকে কিছুমিছু নিয়ে একটা গান জোড়া দেয়ার ইচ্ছা ছিলো। বেছে নিলাম শ্রদ্ধেয় খান আতাউর রহমানের অজর সৃষ্টি, "এক নদী রক্ত পেরিয়ে"। যতদূর জানি, এটি "আবার তোরা মানুষ হ" চলচ্চিত্রের একটি গান, শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে।

হাতের কাছে আলমগীর ভাই, তিথি আর মণিকা রশিদ ছাড়া আর শিল্পী ছিলেন না। সময় কম, তাই সচলের বাকি শিল্পীদের সাথে যোগাযোগ করা হয়নি।

মণিকা রশিদ সফটওয়্যারটা নিয়ে একটু বিব্রত ছিলেন, তাঁর মাইক্রোফোনও একটু সমস্যা করছিলো সম্ভবত। পরিকল্পনা ছিলো গানটি যৌথভাবে তিনি আর তিথি গাইবেন, শেষ মুহূর্তে কেবল তিথির কণ্ঠ নিয়েই কাজ করতে হয়েছে।

গানটির লয় ও স্কেল নির্বাচনের পরিশ্রম গেছে আলমগীর ভাইয়ের ওপর দিয়ে, গীটারওয়ার্কসও তাঁর। আমি কেবল সামান্য বীটওয়ার্কস আর নেপথ্য কোরাস যোগ করেছি।

সচলের বেহালাবাদক অনার্য্য সঙ্গীত অনিবার্য কারণবশত এবার বেহালা বাজাতে পারেননি, আগামী গানে তিনি থাকবেন বলে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন।

আমি নিশ্চিত, আগামী গানগুলোতে আমরা আরো গুপী গায়েন আর বাঘা বায়েন পাবো।

ধন্যবাদ।


খুব গ্লানি নিয়ে অনুভব করছি, এক একটা বছর যাচ্ছে, আর বিজয় দিবসে বিজয়ী পক্ষের হাসি ফুটে উঠছে পরাজিত বরাহদের মুখে। আগামী বছরগুলোতে যেন আমাদের বিজয় দিবস পালন আরো নিষ্কণ্টক হয়।

এই বরাহদের শিকার করতে হবে!


মন্তব্য

নৈষাদ এর ছবি

চমৎকার। অভিনন্দন রইল শিল্পীদের জন্য।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

অসাধারণ একটা কাজ হয়েছে ... চরম চলুক চলুক চলুক
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

অনার্য সঙ্গীত এর ছবি

তিথি আপুর কন্ঠ গুরু গুরু

গানটির জন্য একটা বিজয় দিবসের অন্য আবহ আসল সচলে। সব কলাকুশলীকে সেলাম। সেলাম হিমুভাইকেও।

বরাহ শিকারে সঙ্গে নিয়েন।
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সাইফ তাহসিন এর ছবি

দারুন, তিথি আপু জিন্দাবাদ। অন্যদের কেও উত্তম জাঝা!, এমন আরো চাই। আর আয়ডিয়ার জন্যে হিমুদাকে আলাদা করে উত্তম জাঝা!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ধুসর গোধূলি এর ছবি

- কাজটা দারুণ হয়েছে। কিন্তু তোর এই ভাবনাটা আরেকটা ভাবনার পথ খুলে দিলো।

পুরো একটা গানকে সবাইকে দিয়ে গাইয়ে সেটা জোড়া দিতে পারলে আরও ভালো হতো। খুব সম্ভবত তোর পরিকল্পনাটা ছিলো সেরকমই। একটা গানের একেকটা ছত্র, একেকজন গাইবে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হিমু এর ছবি

এক একজন এক এক ছত্র গাইলে বিশ্রী লাগবে শুনতে। বৃন্দ সঙ্গীত বা যুগ্ম সঙ্গীত করা যাবে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ধুসর গোধূলি এর ছবি

- য়্যুটুবে উদাহরণ খুঁজলাম, পেলাম না। এমন আছে যে একটা গান বেশ কয়েকজনে গেয়েছে।

তুই যদি আমাকে ধুম করে ফোন্দিয়ে বলিস, "ঐ তুই অমুক গানের তমুক লাইনটা গাইয়া শোনা!" তারপর ধর নজু ভাইকে ফোন্দিয়ে বললি, "বস, অমুক গানের তমুক লাইনের পরের লাইনটা ধরেন তো!"। তারপর সেগুলো জোড়া দিলে দেখবি না হৈছে গান, না হৈছে কোবতে।

ধর আগে গানের শুধু মিউজিক ট্র্যাকটা যোগাড় করলি। তারপর তোর তালিকা ধরে সবাইকে বলে দিলি খালি গলায় যতোটা সম্ভব ভালো করে গানটা নিজের মতো করে গাইতে। এভাবে সবগুলো গান তোর কাছে এলে তুই সেখান থেকে 'ভালো গাওয়া' লাইনগুলো তুলে আনলি, তারপর সেগুলো জোড়া দিয়ে মিউজিক ট্র্যাকটার সঙ্গে চালিয়ে দিলি। ব্যস, খেইল খতম।

একটু ঝামেলার বটে। কিন্তু করতে পারলে খারাপ হবে না।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আলমগীর এর ছবি

আপনার মতো আমারও ঠিক এমনই মনে হতো। কিন্তু রেকর্ডিং খুব কঠিন একটা কাজ। বিট বা ট্র্যাক শুনে গাইতে পারবে এবং সেটা কোন ল্যাটেন্সি ছাড়া কম্পিউটারে রেকর্ড করতে পারবে সে রকম স্কিল এবং হার্ডওয়ার আমাদের খুব কম মানুষের আছে। উদাহরণ দিই: এ গানটা করা হয়েছে, খুব সাধারণ পদ্ধতিতে যাতে গানের সার্বিক মানের (তাল+সুর, লয় আগে থেকে মেকানিকেলি ফিক্স করা) উপর যাতে আমাদের নিয়ন্ত্রণ থাকে তার জন্য।

১. প্রথমে শ্রেফ একটা বিট তৈরি করা হয়েছে মেট্রেনোম দিয়ে, ৮০বিপিএমের। এটা শুনে তিথি গেয়েছে। খুব অল্প সময়ের নোটিসে, কাজ থেকে সন্ধ্যায় ফিরে, প্র্যাকটিস করে, রেকর্ডিং হয় মাঝ রাতেরও পরে।

২. গান রেকর্ডের সময় বিটটা কেবল তিথিই হেডফোনে শুনেছে; তা না হলে সেটা আবার মাইক্রোফোনে ফিডব্যাক হবে। প্রফেশনাল কাজ যারা করে তারা এভাবেই করে। তিথির গলা অসাধারণ তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি মাইক্রোফোন/মিক্সিং মেশিন ছিল প্রফেশনাল।

৩. পরদিন আমি গিটারের কাজটুকু করি। আমি বিট শুনে বাজাতে পারি নি। বেশ কয়েকবার চেষ্টা করেছি। তারপর ভয়েস ট্র্যাক শুনে শুনে বাজাতে চেষ্টা করি। সেখানেও সমস্যা হয়। সমস্যাটা হলো কানে শুনে আমার বাজানো রেকর্ড হতে হতে ল্যাটেন্সি চলে আসে। শেষ মেষ আমি বিটের ছবি দেখে কোন শব্দ না শুনে রেকর্ড করি। (এটা আমার নিজের সীমাবদ্ধতা হতে পারে, শুনে বাজাতে সমস্যা হয়, দেখে বাজাতে হয় না।)

৪. এরপর এ ট্র্যাকগুলো হিমুর কাছে পাঠানো হয়। হিমু ড্রামের বিট দিয়েছে, ভোকাল স্মুথ করেছে আর নিজের কণ্ঠে কোরাসটা দিয়েছে। সার্বিক রেজাল্ট যা দেখছি তা তার হাত দিয়েই বের হয়েছে।

সময় হাতে কম ছিল, কিন্তু পরিশ্রম যে কম হয়েছে এটা বলা ঠিক হবে না। কিছু জায়গায় একটু ঝুলে গেছে, তবু সার্বিকভাবে আমি সন্তুষ্ট।

নেক্সট টাইম আমাদের ধুগো প্রযোজক হবেন, এনশাল্লাহ। হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চমৎকার প্রোডাকশন। A+

তানবীরা এর ছবি

মণিকা বোধহয় রশিদ
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অদ্বিতীয় এর ছবি

চমৎকার হয়েছে! কিন্তু গানটা তো শেষ করেন নাই

অদ্বিতীয়

অদ্বিতীয়

হিমু এর ছবি

তোর পুরোপুরি লোড হয়নি হয়তো। আবার শুনে দ্যাখ!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ইশতিয়াক রউফ এর ছবি

ভালো উদ্যোগ। এই কাজের জন্য ব্যানার আপলোডে বিলম্ব ক্ষমা করে দেওয়া হলো। চোখ টিপি

আলমগীর এর ছবি

উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন- দুটোর জন্যই ধন্যবাদ হিমু।

হিমু এর ছবি

না বস, বাস্তবায়নের জন্যে কাউকে ধন্যবাদ পেতে হলে সেটা আপনিই। সামনে শৃগালায়তনের পক্ষ থেকে আরো প্রচুর সমন্বিত গানের আশায় থাকলাম সবাই।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

নাশতারান এর ছবি

চলুক

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

শুভাশীষ দাশ এর ছবি

অসাধারণ লাগলো শুনে। সবাইকে অনেক ধন্যবাদ।

অনিকেত এর ছবি

খুবই চমৎকার কাজ হয়েছে চলুক

দিশা এর ছবি

উদ্যগটা প্রসংসা করার মত!

দিশা
_____________________________
যে পাখি আকাশে ওড়ে আকাশ ছোবার ইচ্ছেয়

দিশা
_____________________________
যে পাখি আকাশে ওড়ে আকাশ ছোবার ইচ্ছেয়

ভূঁতের বাচ্চা এর ছবি

সাবাশ ! চ্রম হইসে !
--------------------------------------------------------

--------------------------------------------------------

নাহার মনিকা এর ছবি

বার বার শুনলাম! দারুণ উদ্যোগ!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ওয়াও! আমি হাম্বা হাম্বা করে যাই আর এই মেয়েটা যে কেন গান করে না কে জানে!!

আলমগীর ভাই স্টুডিও ছাড়া এত নয়েজ বিহীন রেকর্ডিং করলেন কিভাবে?

গ্রেইট ওয়ার্ক!!!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আলমগীর এর ছবি

নির্দিষ্ট একক কোন কারণ নিশ্চিত করে বলতে পারব না।
রেকর্ডিং করা হয়েছে প্রায় রাত দেড়টার দিকে। তখন এমনিতেই নীরব থাকে।

তবে যন্ত্রপাতি যা ব্যবহৃত হয়েছে তা হলো:

১. মাইক্রোফোন: Bardl (প্রফেশনাল, ডিরেকশনাল মাইক্রোফোন- মানের দিক থেকে শুনেছি শুর এসএম-৫৮ এর সমমানের। Shure SM58 বহুকাল ধরে চলে আসা নির্ভরযোগ্য মিক)।

২. মিক্সার: ৬ চ্যানেল Bardl (আহামরি কিছু না, কোন ইফেক্ট দেয়া হয়নি।)

৩. সাউন্ড কার্ড: মিয়া মিডি ইকো। (স্টুডিওর জন্য তৈরি সাউন্ড কার্ড এটা। আমার অনুমান এই সাউন্ড কার্ডটার অবদান প্রধান।) ক্রিয়েটিভ অডিজি প্রোর S/N হয় প্রায় ৯৬ডিবির মতো, সাধারণ পিসির বিল্টইন কার্ডে হয় ৬০-৮০ ডিবির মতো। আর মিয়ামিডির ছিল ১০৬। (ডিবি লগ স্কেল তাই পার্থক্য প্রচুর)।

৪. অডাসিটি: মাল্টিট্র্যাক রেকর্ডিংএর জন্য।

বন্যরানা [অতিথি] এর ছবি

অসাধারণ। অব্যাহত থাকুক।

সুহান রিজওয়ান এর ছবি

শৃগালায়তন রক্স !!! ... মোবাইলে নিয়া শুনতে আসি খালি। তিথি আপু দারুণ গেয়েছেন...

_________________________________________

সেরিওজা

অতন্দ্র প্রহরী এর ছবি

তিথি আপু এতো ভালো গেয়েছেন গানটা! বারবার শুনছি। খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ এমন দারুণ একটা উদ্যোগের জন্য।

কোরাসের অংশটাতে আরও দুইএকজনকে পাওয়া গেলে আরও ভালো লাগতো..

মামুন হক এর ছবি

অসাধারণ, সিম্পলি অসাধারণ!!
তিথির গানের কথা নতুন করে আর কি বলবো, সামনে থেকে তার গান শোনার বিরল সৌভাগ্যবান সচলদের মধ্যে আমি একজন। আলমগীর ভাইকেও বাজাতে, গানাতে দেখেছি...শুনেছি।

আবার আসতেছি আপনাদের দেশে, একবারে অনুরোধের আসর বসানোর ধান্ধায় আছি হাসি

তৌফিক হাসান [অতিথি] এর ছবি

তিথি...দোস্ত...অসাধারন।
এত্ত সুন্দর একটা গান...আরও সুন্দর করে গাইবার জন্য অনেক ধন্যবাদ।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।

ওডিন এর ছবি

সুন্দর গান, সুন্দর গাওয়া। দারুন! চলুক
______________________________________
আসলে কি ফেরা যায়?

ধ্রুব হাসান এর ছবি

Oshadharon! chomotkar ayojon....

note: englishe e bangla lekhar jonno dukkhito, onekdin theke ekmatro laptoper upor nirbhor korte hocche bole bangla porteo parchina, likhteo parchina, shob bhanga bhanga. Mac nia ai ek jontrona, jaihok eto chomotkar gaanta to shona holo. Cheers guys.

তিথীডোর এর ছবি

তিথি আপু (নেইমমেট); সিম্পলি অসাধারণ !! হিমুদা ,অনেক ধনেপাতা দিলাম.... --------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

স্বপ্নাহত এর ছবি

খুব ভাল্লাগসে।

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

মৃত্তিকা এর ছবি

খুবই ভালো লাগলো গান এবং গানের পেছনের সবকজন শিল্পীর কাজ চলুক
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

তিথির মুগ্ধ ভক্ত হয়ে গেলাম। দূর্দান্ত লাগলো।
হিমু আর আলমগীর ভাইকেও ধন্যবাদ। সব মিলিয়ে এ এক চমৎকার পরিবেশনা।
এখন বলেন এটাকে ডাউনলোড করবো কীভাবে?

এর আগেও হিমু একটা দারুণ কাজ করেছিলো। এক সকালে "আমার সোনার বাংলা" গেয়ে কাঁদিয়ে দিয়েছিলো সবাইকে।
আমি খোঁজাখুঁজিতে পটু না। অনেক খুঁজেও সেই পোস্টটা পেলাম না। এখনকার অনেক সচলই হিমুর সেই গান শোনে নাই... কেউ পারলে এখানে সেটার একটা লিঙ্ক যোগ করে দিয়েন...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

জুয়েইরিযাহ মউ এর ছবি

বাহ! বাহ!
অসাধারণ তিথি আপু, আলমগীর ভাই।
ধন্যবাদ হিমু ভাই।

-------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

সুমন চৌধুরী এর ছবি

তিথি দুর্দান্ত গেয়েছেন



অজ্ঞাতবাস

রাহিন হায়দার এর ছবি

আমার ছোট্ট ঘরটা বাংলাদেশে চলে গেল গানটা ছাড়ার সাথে সাথে।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

মুস্তাফিজ এর ছবি

এককথায় অসাধারণ।

...........................
Every Picture Tells a Story

বইখাতা এর ছবি

মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ কণ্ঠ।

উজানগাঁ এর ছবি

অসাধারণ। আয়োজন ভালো লেগেছে। হাসি

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আয়োজনের পরিশ্রম আর মেধাব্যয়ের জন্য হিমু, আলমগীর ও তিথিকে অনেক অনেক ধন্যবাদ।
উত্তর আমেরিকা যুক্ত হলে পুরা পৃথিবী হয়তো কাভার হয়ে যেতো।
পরিকল্পনা ও বাস্তবায়ন দুটাই প্রশংসা পাবার মত।

তবে শেষ কথা কনফু'কে বড় ঈর্ষা হচ্ছে। আহা তিথির এত সুন্দর কণ্ঠ।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ভণ্ড_মানব এর ছবি

গানটা অনেক ভালো হয়েছে। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।
আর উদ্যোগটা নেয়ার জন্য হিমুভাইকে বিশেষ ধন্যবাদ। হাসি
চলুক।
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

স্পার্টাকাস এর ছবি

তিথি তো সেইরকম গাইতে পারেন। হিমু ভাইকে ধন্যবাদ এরকম উদ্যোগের জন্য।

জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।

জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।

বালক এর ছবি

গানের কোরাস'টা বেশি ভালো লাগলো।

*************************************************************************
"আমার কোনো নীল শার্ট নেই, ছিলো না কখনো__নীলিমা দেখেছি শুধু একাই__ নীল শার্ট নেই বলে কেউ আমাকে নাবিক বলেনি__ অথচ সমুদ্রেই ছিলাম আমি।"

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

দৃশা এর ছবি

একজীবনে তিথি নিশ্চয় এই একই কথা কত শতবার নানাজনের মুখে শুনে অভ্যস্ত। আমি নিজেই তো কতবার কতজনকে বলেছি এই মেয়েটা কি দারুন গায়, তাই আজকে কি আর নতুন করে কিছু বলার বাকী থাকে? শুভেচ্ছা নিন তিথি। শুধু তিথি নয় এই উদ্যোগে সংশ্লিষ্ট প্রত্যেককেই সাধুবাদ জানাই।
হাওয়ায় মিঠাই থুক্কু কনফু ভাই কে আগেও বলেছিলাম, আবারও বলি আপনে মিঞাভাই জব্বর ভাগ্যবান।

দৃশা

নিঘাত তিথি এর ছবি

হিমু ভাইকে অনেক ধন্যবাদ, বিজয় দিবস উপলক্ষ্যে এই আয়োজনটা করার জন্য। কিন্তু তাড়াহুড়ার নোটিস হয়ে গিয়েছে, সেই জন্যেই হয়ত মনিকা রশিদ বা অনার্য্য সঙীত যোগ দিতে পারেন নি, বা আরো শিল্পীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি। আমাকে জানানোর পর যত দ্রুত সম্ভব গেয়ে দিয়েছিলাম, কিন্তু এই আশায় যে বাকি আরো অনেক সচলের কন্ঠ যোগ হয়ে গানটা গমগম করবে কোরাসে। সেটা ছাড়াই পাবলিশ হয়ে গেছে দেখে মোটামুটি অবাক হয়ে গিয়েছি, বিব্রত লাগছে খানিকটা।

আলমগীর ভাই খুব ভালো কাজ করেছেন, এবং অল্প সময়ের মধ্যে কাজ শেষ করেছেন, তাকে বিশাল ধন্যবাদ দিতেই হয়। বিশেষ ধন্যবাদ দিচ্ছি নুশেরা আপুকে গান রেকর্ডিং-এর আগে মাঝ রাত্তিরে দারুন চা বানিয়ে খাইয়েছেন। হিমু ভাই-এর "না না না শোধ হবে না" মূল গানের চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে।

এবং পরিশেষে অশেষ ধন্যবাদ দিচ্ছি সব সচলদের যারা এই উদ্যোগের সমস্ত সীমাবদ্ধতা স্বত্ত্বেও হিমু ভাইয়ের এই উদ্যোগকে উতসাহ এবং সাধুবাদ জানিয়েছেন, এবং আমার বহুদিনের অচর্চিত গলার মাঝ রাত্তিরের চিঁহি চিঁহিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছেন।

আগামীতে আরো সচলদের বাজনা, গানে, কবিতায় মুখরিত হোক শৃগলায়তন, এই প্রত্যাশা করি।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

হিমু এর ছবি

তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। গানটা খুবই চমৎকার আর হৃদয়স্পর্শী হয়েছে। যিনি লিখেছেন, তাঁর দূরদর্শিতা দেখে অবাক হতে হয়।

তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

মণিকা রশিদ এর ছবি

অসাধারণ লাগলো! তিথির গলায় এই গান যেভাবে এসেছে, এর থেকে বেশী সুন্দর কিছু আসতে পারতো কি-না কোরাসে, আমার সন্দেহ আছে সে নিয়ে। এবার হলোনা, আমারই দুর্ভাগ্য বলতে হবে। ভবিষ্যতে নিশ্চই হবে, ২৬শে মার্চ আছে, পয়লা বৈশাখ আছে......
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

স্নিগ্ধা এর ছবি

ইসসস তিথি, ইসসস ...... কী দারুণ গাওয়া, কী দারুণ গলা! (আচ্ছা, এরকম মিষ্টি গলা নিয়েও কি কনফুসিয়াসের সাথে ঝগড়া টগড়া করেন? দেঁতো হাসি )

চমৎকার উদ্যোগ, সংশ্লিষ্ট সব্বাইকে অনেক অভিনন্দন!

সমুদ্র [অতিথি] এর ছবি

চমত্কার কাজ! ফাটাফাটি হাসি

অর্জুন মান্না [অতিথি] এর ছবি

একা নির্জন অসুস্থ পরবাসে গানটা হয়ে গেল ১৬ ডিসেম্বর।

যুধিষ্ঠির এর ছবি

অনলাইন কোল্যাবরেশন করে আজকাল শিল্পীরা গান বানাচ্ছেন এটা এতদিন পত্রিকায় পড়েছি আর টিভিতে শুনেছি। এত চমৎকার কাজ যে করতে পারেন আপনারা সবাই, সেটা জেনে যুগপৎ বিস্মিত আর মুগ্ধ হলাম। অপূর্ব উদ্যোগের জন্য আপনাদের সবাইকে অভিনন্দন।

তিথি, আপনার কিন্নরী কণ্ঠের সাথে আগেই পরিচিত ছিলাম। আপনার গাওয়া "ও কোলাব্যাঙ ও সোনাব্যাঙ" আমার মেয়েকে প্রায়ই শোনাই, যেটা সে অন্তরার আসল গানটার চেয়েও বেশি পছন্দ করে। আপনার আরও গান শুনতে চাই।

আশরাফ মাহমুদ এর ছবি

অসাধারণ কাজ হয়েছে। সঙগীত পুরো মনকাড়া।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

অতিথি লেখক এর ছবি

অসাধারণ

---নীল ভূত।

রানা মেহের এর ছবি

ঠিক কীভাবে বললে যে এই গানের সংশ্লিষ্ঠদের
ধন্যবাদ জানাতে পারবো।
অভিনন্দন সবাইকে।
তিথি একদম বুকের ভেতর নাড়া দিয়ে গেছে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

তুলিরেখা এর ছবি

শিল্পীদের অনেক অনেক অভিনন্দন।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মূলত পাঠক এর ছবি

চমৎকার!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হিমুর কাছে অনুরোধ করছি পোস্টে এই গানটির গীতিকার সুরকার এবং মূল শিল্পীর নাম অন্তর্ভূক্ত করে দিতে

গীতিকার ও সুরকার: খান আতাউর রহমান
মূল শিল্পী: শাহনাজ রহমতউল্লাহ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কল্পনা আক্তার এর ছবি

এক কথায় অসাধারণ!

তিথীপু, আলমগীর ভাই ও হিমু ভাইকে অনেক অনেক অভিনন্দন হাসি

........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

কনফুসিয়াস এর ছবি

পোস্ট পড়ে, গান শুনে, মন্তব্য শেষ করতে করতে দেখি আমি বহুৎ ঈর্ষার মালিক বনে গেছি, একটা দোকান খুলে বসবো নাকি ভাবতেছি। হাসি
*
গানটা দারুণ~ হিমু ভাই, আলমগীর ভাই দারুণ কাজ করেছেন আসলেই।
উত্তম জাঝা আপনাদেরকে। হাসি

-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আলমগীর এর ছবি

এ সুযোগ ছাড়ছি না।

অন রেকর্ড বলে নিই: কনফু আপাতদৃষ্টিতে কিছু না করলেও, আপাতশ্রুতিতে কিছু না গাইলেও নেপথ্যে অনেক অবদান রাখে। এর একটা হচ্ছে লং ড্রাইভ করা। আমরা নিকট অতীতে দুটো প্রোগ্রাম করেছিলাম, প্রায় একঘণ্টার উপর ড্রাইভ; আসা যাওয়া সব তার উপর দিয়ে। যন্ত্রপাতি বহনেও তার নজরকাড়া শরীরটা কাজে এসছে।
আমি গিটার বাজাব ছুতায় হাতের যত্ন নিতাম হাসি যেদিন এ গান রেকর্ড হয়, সেদিনও আমার পীড়াপীড়ি হজম করেছে।

এসবের পরেও আমাদের অনুরোধে মাঝে মধ্যেই সে আবার গান শোনায়।

থ্যাংকু কনফু।

হিমু এর ছবি

হো হো হো

কনফু ভালো গান গায়! সঙ্গগুণে তার গলাও ভালো খুলসে। তিথির সুরেলা কণ্ঠের তিরস্কারগুলির মারমুখী জবাব দিতে দিতে পুরাই লাইনে চলে আসছে ব্যাটা। আগামী গানে কনফুকেও চাই।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

দ্রোহী এর ছবি

অসাধারণ!!!! গুরু গুরু

চেষ্টা থাকলে কি না হয়?

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

একটা বোকার মত কথা বলি, আগে থেকে জানা না থাকলে গানটা শুনে ভাবতাম "মিতালী মুখার্জী" বা তার ছোটবোন গানটা গাইছেন। এই কচ্ছপগতির নেট না হলে আরো আগেই তিথির গান শুনতে পেতাম। আফসোস হচ্ছে।

চমৎকার কাজ। আশা করি এখন থেকে এমন কাজ আরো আসবে। গোটা টিমকে অভিনন্দন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

আরেফিন সানি এর ছবি

কণ্ঠ গিটার মিক্সিং অসাধারন I কোরাসটা মোটেও যায়নি গানটার সাথে I মনে হচ্ছিল দুটা আলাদা সত্তা I মেয়ে কণ্ঠ কোরাসটা হলেও মন্দ হতো না I ওভারঅল ফাটাফাটি I

তানভীর এর ছবি

চলুক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

যতদূর জানি, এটি "আবার তোরা মানুষ হ" চলচ্চিত্রের একটি গান, শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে।

যতদূর জানি কথাটা বাদ দিতে পারেন। এটা আবার তোরা মানুষ হ চলচ্চিত্রেরই গান। শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠের সঙ্গে ঠোঁট মিলিয়েছিলেন ববিতা।
মুক্তিযোদ্ধাদের সম্মানে কলেজে আয়োজিত অনুষ্ঠানে এই গান পরিবেশন করা হয়েছিলো সেই চলচ্চিত্রে। যেই কলেজের প্রিন্সিপাল চরিত্রে ছিলেন খান আতাউর রহমান
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ফারুক হাসান এর ছবি

এককথায় অসাধারণ!!!!

নীল ভ্রমর [অতিথি] এর ছবি

গান আর কোরাসটা আলাদাভাবে দারুন হয়েছে। কিন্তু অনেকদিন পর গানটা শোনার সময় মনে হচ্ছিল যেন একদম সামনে থেকে গাইছে তিথি আর আলমগীর ভাই বাজাচ্ছে। হিমু ভাইকে দেখা যাচ্ছে চোখ বন্ধ করে মাথা দোলাচ্ছে আর কোরাস ধরছে। এই অনুভুতিটা এনে দেয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

অবাঞ্ছিত এর ছবি

চলুক
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

সাফি এর ছবি

চমৎকার উদ্যোগ হিমু ভাই। এরকম ভিন্ন ভিন্ন জায়গায় থেকে যে করা সম্ভব তাইই জানা ছিলনা হাসি

আহির ভৈরব এর ছবি

চমৎকার হয়েছে। গায়ক-গায়িকা-আয়োজককে অভিনন্দন। আপনারা নানাদেশে ছড়িয়ে ছিটিয়ে থেকেও কেমন করে যে একটা সফল 'সম্মিলিত প্রযোজনা' নামিয়ে ফেলেন আমি কিছুতেই বুঝতে পারি না!
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।