শুভ জন্মদিনঃ- পরিবর্তনশীল

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: বিষ্যুদ, ১৩/১১/২০০৮ - ৫:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

সময়ঃ শীতকাল। রাত আটটা।
স্থানঃ আজমপুর ব্রিজ, উত্তরা, ঢাকা

নজু ভাইয়ের বাসা এন্ড দিয়ে ব্রিজে উঠছে পরিবর্তনশীল, কালো শালে গা জড়ানো, নীচে প্যান্ট- সেটার কোমর ঢিলা থাকায় জুতার ফিতা দিয়ে শক্ত করে বাঁধা আর মুখে খোঁচা খোঁচা দাড়ি...আর মাদ্রাসা এন্ড দিয়ে উঠছেন চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যিনি কিনা বুয়েটেও ৪১৬ তম হয়েছিলেন, কিন্তু ঢাকায় থাকবেন না বিধায় ভর্তি হননি) দ্বিতীয় বর্ষের ছাত্রী ইফা। একহারা গড়ন, শীত লাগেনা বিধায় গায়ে কোন শাল জড়ানো নেই, তবে ওড়না আছে...ইফা আপুর সাথে মহিবের আগে কখনও দেখা হয়নি, পরিচয়ের প্রশ্নই ওঠেনা...

ব্রিজে ওঠার সাথে সাথেই ইফা আপু মহিবের রেঞ্জ এ চলে আসলেন। সাথে সাথে আকাশে বিদ্যুত চমকানো আরম্ভ করলো, শোঁ-শোঁ বাতাস বইতে শুরু করলো। তারপর হঠাৎ করে সব শান্ত। মহিব আর ইফার আপুর ধুন্ধুমার প্রেমের সূচনাটা এভাবেই, অনন্ত মহিব আমাদের তাই বলে।

বিডি চ্যাট কিংবা ইয়াহু মেসেঞ্জারে আমাদের পোলাপাইন যখন বড়শি কিংবা কারেন্ট জাল পেতে, দিনের পর দিন হাজার হাজার অচেনা মানুষকে হাই, আসসালামুয়ালাইকুম (ASL) দিতে থাকে তখন তা দেখে মহিব হাসে। কারণ বছরে তিন থেকে চারবার সে বিডি চ্যাটে দুই থেকে তিন ঘণ্টার একটা সেশন দেয়। সেই সল্প সময়ের মধ্যেই সে কয়েক হাজার মাছ অনায়াসে শিকার করে ফেলে। আপনারা নিশ্চয়ই এখন হাসছেন, আর ভাবছেন, আরে ধুর!! এগিলি সব পোলা...আরে মিয়া এমনটা আমরাও ভাবি, নিজের মনকে সান্ত্বণা দেই আরকি...কিন্তু চ্যাটিং সেশন শেষ করার পর যখন মহিবের নকলা সেটে হলিক্রসের মীম, কিংবা ভিএনসির কুসুম ফোন করে তার সাথে পরের দিন গুলশানে দেখা করার বায়না ধরে তখন আমাদের আর কিচ্ছু করার থাকেনা, এক হিংসা ছাড়া। আমরা মহিবকে হিংসা করি...

মহিবের সাথে আমার প্রথম দেখা আন্ত ক্যাডেট কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতায়। রাতের বেলা রংপুর ক্যাডেট কলেজের একাডেমির বিল্ডিং এ হুদাই ঘুরাঘুরি করছি, হঠাৎ শুনি তখনকার হিট গান আর্টসেলের "আর্তনাদ" কে যেনো অবিকল বাজাচ্ছে। পাশের রুমে উঁকি দেই। দেখি সিগারেট খেতে খেতে দাঁত লাল করে ফেলা এক পোলা। সেইটাই মহিব। আমি ওর পাশে যেয়ে দাঁড়ালাম, গিটার বাজানো দেখলাম...এবং ভক্ত হয়ে গেলাম। ও আমাকে দেখে নাই এটা নিশ্চিত, সেলেব্রেটি মানুষ তো, সবার দিকে তাকায় না...

পরের দেখা, আইইউটির পাঁচ তলার করিডোরে গভীর রাতে। আমি তখন চার তলায় থাকি, কোন কারণে পাঁচ তলায় উঠেছিলাম...করিডোরে হাঁটছি হঠাৎ শুনি কে যেন, অনেক আবেগ নিয়ে গিটার বাজাচ্ছে আর গাইছে অঞ্জনের "চ্যাপ্টা গোলাপ" গানটা...আমি পাশে যেয়ে বসি...এই প্রথম সেলেব্রেটি মানুষটার সাথে আমার পরিচয় হলো, দুইদিন পর রুম চেঞ্জ করে আমি মহিবের রুমে চলে আসলাম...

তারপর, থাক আর কমুনা। মহিব পোলাডা ভালো তবে সামাজিকতা করেনা, চুপচাপ নিজেকে নিয়ে থাকে...তারপরও আমার বিশতম জন্মদিনে ও আমাকে একটা ডায়রি উপহার দিয়েছিল, তার প্রথম পাতায় খুব সুন্দর কিছু কথা লিখে...জন্মদিনে আমার পাওয়া সেরা উপহার গুলোর মধ্যে একটা...আমার কোন জিনিসই ঠিক মতো থাকেনা, খালি হারিয়ে যায়, কিন্তু এই ডায়রিটা রেখে দিয়েছি। নাহ!! ভুল বললাম, ডায়রিটা হারিয়ে ফেলেছি তবে সুন্দর সুন্দর কথা লেখা প্রথম পাতাটা ছিঁড়ে ফাইল বন্দি করে ফেলেছি...

সেই মহিব, আমাদের সবার প্রিয় ব্লগার, সচলায়তনের উজ্জ্বল নক্ষত্র, কিংবা ফুয়াদের পরবর্তী টার্গেট পরিবর্তনশীলের আজকে (১৪ই নভেম্বর) শুভ জন্মদিন। আসেন আমরা জামাতে দাঁড়াই, তারপর তারে একটা করে চুইমা খাই। বলেন আমিন!!


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

একটু আগেই দিয়া লাইলাম...সেলেব্রেটি মানুষ তো... হাসি

=============================

পরিবর্তনশীল এর ছবি

ভালা করছস। কিন্তু ফার্স্টের গল্পটা ভালো হইছে। নিজের বলা গল্প অন্যের মুখে আরপ রঙিনভাবে শুনতে বড় আরাম লাগে। হারামী... তোরে ধইন্যবাদ। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

রায়হান আবীর এর ছবি

রঙ লাগাইলাম কই? খালি একটু ঝড়ো বাতাস যোগ করছি। মন খারাপ

তোরে পাম দিয়ে এমুন একটা পোস্ট লিখলাম খাওয়াবি না?? চোখ টিপি

=============================

কীর্তিনাশা এর ছবি

শুভ জন্মদিন পরিবর্তনশীল!!

জন্মদিনে ক্যাক চাই কুক চাই
আর চাই চানাচুর।

রায়হানকে লেখায় জাঝা
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রায়হান আবীর এর ছবি

জা-ঝা মাঝা দিয়া লাভ নাই। ট্যাকা দেন মিয়া... দেঁতো হাসি

=============================

ধুসর গোধূলি এর ছবি
পরিবর্তনশীল এর ছবি

থ্যাংকু। কীর্তিনাশা ভাই।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

পান্থ রহমান রেজা এর ছবি

দিলাম আগাম জন্মদিনের শুভেচ্ছা।
তা রায়হান, সেলিব্রেটি মানুষের জন্মদিনে আমার মতো আমপাবলিকে পার্টিতে যাওয়ার টিকেট কী পাইবো? ফুনে জানাইও। শুনলাম, তুমি নাকি পার্টি আয়োজক কমিটির হেড। পর্যাপ্ত গরম পানীয়ের ব্যবস্থাও রেখেছো। তাই এই অযাচিত রিকোয়েস্ট।

রায়হান আবীর এর ছবি

আমারে নায়ক হিসাবে নিবেন আপনার নাটকে?? চোখ টিপি তাইলে একটা টিকেট দেওয়া যাইতে পারে। আদারওয়াইজ DGM দেঁতো হাসি

=============================

পরিবর্তনশীল এর ছবি

ধইন্যবাদ পান্থ দা। আপনে পিচ্চি মানুষ। গরম পানি দিয়া কী করবেন? কইলজা পুড়ে যাবে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

তারেক এর ছবি

শুভ জন্মদিন মহিব ভাইজান দেঁতো হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

পরিবর্তনশীল এর ছবি

থ্যাংকু তারেক ভাইজান। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

তানবীরা এর ছবি

রায়হান আমার সিগনেচারেই আমার ইচ্ছা প্রকাশ পায় ঃ-}

শুভ শুভ আর শুভ জন্মদিন মহিব ওরফে পরিবর্তনশীলকে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

পরিবর্তনশীল এর ছবি

আপনাকে অনেক অনেক আর অনেক ধন্যবাদ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ধুসর গোধূলি এর ছবি
এনকিদু এর ছবি

আপনি এখনো কনফিউসড আছেন। খাড়ান আমি চুমা দিয়া দেখাই কারে চুমা খাইতে হয়।

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রায়হান আবীর এর ছবি

কিমুন লাগলো?? চোখ টিপি

=============================

পরিবর্তনশীল এর ছবি

গুরু। ইফা আপুডা কে এখনো বুঝলেন না। চোখ টিপি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

রণদীপম বসু এর ছবি

হুঁম, সেলিব্রিটি কইয়াই তো ডর লাগাইয়া দিছে। এখন কী কমু ?
শুভ জন্মদিন মহিব, না না, পরিবর্তনশীল।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

পরিবর্তনশীল এর ছবি

থ্যাংকু রণদা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

দেবোত্তম দাশ এর ছবি

শুভ জন্মদিন পরিবর্তনশীলভাই।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

পরিবর্তনশীল এর ছবি

ধন্যবাদ এনকিদু ভাই।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

কল্পনা আক্তার এর ছবি

শুভ জন্মদিন (ইহা কততম? ইয়ে, মানে... ) মহিব....পার্টি কই হবে জানাইয়েন...... দেঁতো হাসি

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

পরিবর্তনশীল এর ছবি

বাইশতম। থ্যাংকু। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন, পরিবর্তনশীল!

পরিবর্তনশীল এর ছবি

ধন্যবাদ স্নিগ্ধা আপু। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সুলতানা পারভীন শিমুল এর ছবি

অগ্রিম শুভ জন্মদিন, মহিব।
এই উপলক্ষে জনগণ একটা ফাটাফাটি লেখা চায়। দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

পরিবর্তনশীল এর ছবি

ধইন্যবাদ আফামণি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

মুস্তাফিজ এর ছবি

শুভ জন্মদিন

...........................
Every Picture Tells a Story

পরিবর্তনশীল এর ছবি

থ্যাংকু।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

এনকিদু এর ছবি

শুভ জন্মদিন হাসি

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

পরিবর্তনশীল এর ছবি

ধইন্যবাদ এনকিদু ভাই।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতন্দ্র প্রহরী এর ছবি

তাড়াহুড়োয় লেখা এই কমেন্টটা হয়তো আলাদা পোস্টে দিতে পারতাম, ইচ্ছা হলো না। রায়হান আবীরের দারুন পোস্টটার সাথেই জুড়ে থাকুক আমার এই কথাগুলো।

* * * * *

মহিবের জন্য-

সময়: শীতকাল (হয়তোবা জানুয়ারি), ২০০৫
স্থান: রুম-৫১৪, সাউথ হল, আইইউটি

আমি থাকতাম ৫০৯ এ। রুমের সামনের করিডরে দাঁড়িয়ে, একদম নিচে তাকিয়ে দেখি, হলের সামনের রাস্তায় একদল ছেলে- নতুন ভর্তি হওয়া, আর আমাদের ব্যাচের বেশ কয়েকজন "ভাই লোক"। র‌্যাগ চলছে... নতুন ছেলেদের "সাদরে" বরণ করা হচ্ছে।

উপর থেকে দেখে, আমি আর কয়েক বন্ধু ভাবলাম আমরাই বা কেন এই মহোৎসব থেকে বঞ্চিত হবো! যেই ভাবা সেই কাজ। আমরা বেশ কিছু তুলনামূলক ভদ্র চেহারার ছেলে হামলা চালালাম ঠিক পাশের ব্লকে, রুম-৫১৪ তে। সেখানে জড়োসড়ো হওয়া কয়েকটা ছেলেকে পাওয়া গেলো। আমরা মুখে বেশ কঠোর একটা ভাব আনার চেষ্টা করলাম, চোখের দৃষ্টি দিয়ে ওদের কলিজা কাঁপিয়ে দেয়ার একটা চেষ্টা করলাম। (বলাই বাহুল্য, হাসি চেপে রাখতে প্রাণপন চেষ্টা করতে হচ্ছিলো!)

যতোদূর মনে পড়ে, একটা ছেলে ছিলো- ছোটখাটো গড়নের, চেহারায় বেশ শান্ত একটা ভাব, গভীরতা আছে ছেলেটার চেহারায়। আরেকটা ছেলের কথা মনে আছে- নাম ফাহিম। বাকি আর কে বা কারা ছিলো, তা ঠিক মনে করতে পারি না। সেই রুমে দেখলাম একটা গীটার। আমরা পেয়ে বসলাম, "গান কে গায়? আমাদের এখন গান গেয়ে শোনাতে হবে।" ছেলেগুলো একটু ইতস্তত বোধ করে মনে হয়, সেটাই তো স্বাভাবিক। সহজ হওয়ার জন্য ওদের একটু সময় দেই আমরা, টুকটাক আরো নানান বিষয়ে কথা চালানোর চেষ্টা করি, কিন্তু অনভ্যাসের কারণে- সেটাকে আর যাই বলা যাক না কেন, "র‌্যাগ" বলা যাবে না মোটেও! আমরা ভাবলাম আরো কড়া হওয়া দরকার! কিন্তু তখনই বেরসিকের মতো দুই স্যার আসলেন হল প্রদর্শনে, কার কাছে বা তাঁরা শুনেছেন নতুন আসা "কোমলমতি" ছেলেগুলোর উপর অন্যায়ভাবে "অত্যাচার" চালানো হচ্ছে! চোখ টিপি

যাই হোক, আমাদের আর গান শোনা হয় না। স্যারকে আমরা যতোই বলি যে আমরা নিছকই নির্দোষভাবে পরিচিত হতে গিয়েছিলাম ওদের রুমে, তিনি কিছুতেই মানতে চান না। আমাদের বলতে গেলে জোর করেই পাঠিয়ে দিলেন নিজেদের রুমে, রাত ১২ টা বেজে যাওয়ার কারণ দেখিয়ে। ওদের ঘুমানোর সুযোগ দেয়ার জন্য বললেন। আমরা চলে এলাম নিজেদের রুমে।

ওহ্-হো, বলাই হলো না, ওই শান্ত চেহারার ছোটখাটো ছেলেটাই মহিব। ওই রাতের পরও বিভিন্ন সময়ে বেশ কয়েকবারই দেখা হয়েছিলো। কিন্তু সেভাবে কথা হয়নি কখনো। কারণ মহিব ছেলেটা যতো না "অসামাজিক (বা চুপচাপ)". আমি মনে হয় তার চেয়েও কয়েক গুণ বেশি। তাই পুরো একটা বছর পাশাপাশি ব্লকে থাকলেও, কখনো তেমন আলাপচারিতা হয়নি। তবে "মহিব" নামটা মনে হলেই আমার চোখে এখনো ভাসে ছোটখাটো গড়নের শান্ত চেহারার ছেলেটা, যার পরণে সাদা পায়জামা-সাদা গেঞ্জি, এক হাতে সিগারেট, আর চোখে রাজ্যের বিষন্নতা, চেহারায় আশ্চর্য এক গভীরতা।

ছেলেটার সাথে কথা বলার ইচ্ছা থাকলেও কথা হয় না, হয় না ওর গান শোনা...

* * * * *

সময়: ফেব্রুয়ারী, ২০০৭
স্থান: সচলায়তন

এক বন্ধুর কাছ থেকে খোঁজ পেয়ে সচলায়তনে ঢুঁ মারা, নাম নিবন্ধন করা, স্কুল-কলেজে রচনা লেখার বাইরে অন্যধারার লেখালেখির শুরু। প্রথম পোস্টেই আশাতীত সাড়া পেলাম, আন্তরিকতায় মুগ্ধ হলাম। দেখা মিললো ২১ বছর বয়সী আইইউটির তিন ছেলের- যার মধ্যে একজন "পরিবর্তনশীল", পরে জানলাম, ও-ই হলো মহিব। আমি ফিরে গেলাম সেই আইইউটির দিনগুলোতে, মনে পড়ে গেলো ৫১৪ তে সেই রাতের কথা। খুব অবাক হলাম, এভাবে আবার মহিবের খোঁজ পাওয়ায়।

মহিবের যে এতো প্রতিভা তা আমার জানা ছিলো না একদমই। ওর লেখায় আছে খুব সহজ-সরল-স্বাভাবিক একটা ভাব যা সহজেই ছুঁয়ে দেয়, আছে আশ্চর্যরকম বিষন্নতা-গভীরতা-আনন্দ। সবরকম লেখাই ও লিখে ফেলে আশ্চর্য অবলীলায়, হিংসা জাগায় মনে। দুর্দান্ত এই ব্লগারের বাড়াবাড়ি রকম প্রতিভায় মুগ্ধ হই, হিংসায় পুড়ি।

* * * * *

মহিবের কথা মনে হলে, কেন যেন ওর ব্লগার পরিচয় আমার মনে আগে আসে না, আসে সেই রাতের জড়োসড়ো ছেলেটার কথা, সেই ছেলেটা- যে হাতে সিগারেট নিয়ে চেহারায় রাজ্যের বিষন্নতা নিয়ে তাকিয়ে থাকতো দূর আকাশের দিকে, অথবা মাঠটার দিকে, জানি না আমি। আমি জানি না, কেন সেই কয়েক মিনিটের সময়টুকু মনে গেঁথে গেছে, কেন এখনো আমি পরিষ্কার মনে করতে পারি সেই ঘটনাটা। সেই মহিবের সাথে হয়তো এই মহিবের অনেক পরিবর্তন (ওর নামই তা প্রমাণ করে), তারপরও আমার মনে পড়ে সেই মহিবের কথা, মনে পড়ে এই মহিবের কথা।

* * * * *

আমি জানি, মহিব এখন সেলিব্রেটি, তখনো সেলিব্রেটিই ছিলো (সূত্র- রায়হান আবীরের এই পোস্ট)। তাই তখনো ও যেমন আমার কথা আলাদা করে মনে রাখেনি, এখনো হয়তো রাখে না। এতে দোষের কিছু নেই। সেলিব্রেটিদের কী সব ভক্তের কথা মনে রাখলে চলে? হাসি

আমি যেসব ব্লগারের লেখার জন্য অপেক্ষা করে থাকি, পড়ার জন্য আলাদারকম আগ্রহ বোধ করি, মহিবের লেখা তার মধ্যে প্রথম সারিতেই থাকে। বরাবরই।

* * * * *

মহিব, কাল তোমার জন্মদিন। অনেকের ভালোবাসায় সিক্ত হয়ে কাটুক এই দিনটা- অনেক অনেক আনন্দে। তোমার জন্য থাকলো মন থেকে অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা। অনেক বড়ো মাপের লেখক হও, কিন্তু তারচেয়েও- আদর্শ মানুষ হও।

তোমার গান শোনার যে অপূর্ণ ইচ্ছাটা আছে, তা থাকুক সেভাবেই। কিছু কিছু ইচ্ছা মনে পুষে রাখাতেও আনন্দ!

রায়হান আবীর এর ছবি

আরও কতোজন যে সেলেব্রেটিরে নিয়া পোস্টাইবো আল্লাই জানে। লাভ নাই। আমি আগে দিয়া লাইছি। দেঁতো হাসি

আর আমার পোস্টটা মোটেও দারুন হয় নাই। একজন কইছে, নরমাল হইছে। দেঁতো হাসি

=============================

অতন্দ্র প্রহরী এর ছবি

একটেলে কয়দিন ইন্টার্ণশীপ কইরাই "একজন কিন্তু এগিয়েই থাকে" নীতিতে বিশ্বাসী হয়ে গ্যাছো দেখি! চোখ টিপি

কে বলসে পোস্টটা দারুন হয় নাই, নরমাল হইসে! আরে মিয়া, আমি তো তোমার পোস্ট দেখেই আলাদা পোস্ট দেয়ার চিন্তা বাদ দিয়া কমেন্টেই মাইরা দিলাম! কারণ এই পোস্টের পর সব পোস্টই বেমানান লাগতো দেঁতো হাসি

তবে আমার সুবিধা হইলো, যাই লিখি না কেন- "দারুন" না "নরমাল" সেইটা বলার মতো আমার কোন মানুষ নাই! হাসি

রায়হান আবীর এর ছবি

তবে আমার সুবিধা হইলো, যাই লিখি না কেন- "দারুন" না "নরমাল" সেইটা বলার মতো আমার কোন মানুষ নাই!

সুবিধার কথাটা কিমুন জানি দুঃখ দুঃখ কইরা কইলেন বলে মনে হচ্ছে চোখ টিপি

=============================

অতন্দ্র প্রহরী এর ছবি

দুঃখ করবো ক্যান! হাসির স্মাইলিটা চোখে পড়ে নাই? দেঁতো হাসি

ধুসর গোধূলি এর ছবি

- আমারো নাই বিডিআর ভাই, তাই আমিও দেই নাই। মন খারাপ

আজকে, গুরুর এই জন্মলগ্নে আমি জাতির কাছে জানতে চাই, "কেনো আমি একেলা? কেনো নই আমি দোকলা?" মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতন্দ্র প্রহরী এর ছবি

"কেনো আমি একেলা? কেনো নই আমি দোকলা?"- আমরাই ভাই অভাগা। আমাদের দুঃখ কেউ বুঝলো না, বুঝবেও না! মন খারাপ

তয় মাঝে মাঝেই মনে হয়, একলা থাকার মতো সুখ আর দ্বিতীয়টা নাই দেঁতো হাসি

রায়হান আবীর এর ছবি

আংগুর ফল টক...

=============================

অতন্দ্র প্রহরী এর ছবি

নিজেরে খুব সুখী মানুষ মনে করো, না? চিন্তিত
ওরে পাষন্ড, এতো সুখ আল্লায়ও সইবে না কয়া দিলাম! হো হো হো

মুশফিকা মুমু এর ছবি

বাহ! আসলেই যারা বেশি চুপচাপ শান্ত থাকে তাদের মাথাতেই বেশি আইডিয়া কিলবিল করে, ওদেরই দেখা যায় বেশি গুন,
মহিবের গান জনগন শুনতে চায় হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অতন্দ্র প্রহরী এর ছবি

ঠিক বলসেন আপামনি, চুপচাপ শান্ত মানুষগুলার মাথায় প্রচুর আইডিয়া কিলবিল করে, অনেক গুণী-ও বটে তারা (ব্যতিক্রম শুধু আমি) দেঁতো হাসি

দেশে আসেন, মহিবের গান শোনানোর ব্যবস্থা করা হবে। আসর চলাকালীন সময়ে খাওয়ার জন্য পর্যাপ্ত চকলেট নিয়া আসবেন কিন্তু চোখ টিপি

মুশফিকা মুমু এর ছবি

আপনি ব্যতিক্রম কৈ? এত গুন নিয়ে ব্যতিক্রম হইলে কি আর বলব....
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা। আমি আসলেই ব্যতিক্রম- আমি হইলাম বে-গুণী মানব দেঁতো হাসি

তবে একটা গুণ মনে হয় আছে। আমি জোর করে চেয়ে চেয়ে খাইতে পারি অনেক... আপনি দেশে আসেন, টের পাবেন! চোখ টিপি

অতন্দ্র প্রহরী এর ছবি

একদম শুরুতে সময়ে একটু গন্ডগোল করে ফেলসি। ডিসেম্বর হলে ২০০৫ হবে, আর জানুয়ারি হলে হবে ২০০৬। হাসি

পরিবর্তনশীল এর ছবি

আপনি এত কথা বলে দিলেন। কী বলব বুঝতে পারতেছি না। তবে মহিব মনেহয় আগের মতই আছে। আপনার সাথে অচিরেই দেখা করতে চাই।
ধন্যবাদ দিতেও লজ্জা লাগতেছে। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতন্দ্র প্রহরী এর ছবি

দেখা হবে এক শর্তে- অটোগ্রাফ দিতে হবে কিন্তু! দেঁতো হাসি
তুমি অনেক ফেমাস হয়ে গেলে, সেই অটোগ্রাফ নিলামে তুলব চোখ টিপি

বেশি লজ্জা পাইলে লুঙ্গিতে মুখ ঢাকো হো হো হো

শিক্ষানবিস এর ছবি

প্রথম প্যারার ইফা আপুর গল্প সম্বন্ধে মহিব বলছে:

চাপা মারলাম একটা, আর বিশ্বাস কইরা ফেললি!

[বিদ্র: মহিব ক্রিকেট খেলতে গ্যাছে বিধায় লগিন করার টাইম পায় নাই।] দেঁতো হাসি

রায়হান আবীর এর ছবি

বিদ্র: মহিব ক্রিকেট খেলতে গ্যাছে বিধায় লগিন করার টাইম পায় নাই।

কস কি মবিন... অ্যাঁ

=============================

স্বপ্নাহত এর ছবি

মহিব ক্রিকেট খেলা শুরু করলো কবে থিকা? চিন্তিত

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

শিক্ষানবিস এর ছবি

ঘোড়াশাইল্লা ক্রিকেটের জোয়াড় এখনও চলতেছে। আমি ছাড়া ব্লকের সব পোলাপান নিচে ক্রিকেট খেলায় মত্ত।

পরিবর্তনশীল এর ছবি

ক্যান তুই যাস নাই ক্যান। প্রেমের জন্য সব ছাড়লি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

রায়হান আবীর এর ছবি

ঘোড়াশাল যাওনের পর থিক্কা তোগো কি হইলো ভাইডি??

তুই প্রেম করস, এমডি প্রেম করে। আমি তো কিছুই বুঝবার পারতেছিনা। মন খারাপ

=============================

মুশফিকা মুমু এর ছবি

পরিবর্তনশীলকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। হাসি
রায়হান সাহেব লেখা পড়ে খুবি মজা লাগল হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রায়হান আবীর এর ছবি

খুবি মজা লাগছে?? তাইলে ট্যাকা দেন। দেঁতো হাসি

=============================

মুশফিকা মুমু এর ছবি

না দিলে কি করবা, পইড়া তো ফেলসি খাইছে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রায়হান আবীর এর ছবি

কি করুম মানে?? মাদ্রাসার পোলাপাইন দিয়া ঢাকা এয়াপোর্ট ব্যারিকেড দিমু, আপনারে দেশের মাটিতে পা ফেলতে দেওয়া হইবে না... খিয়াল কইরা, খুব খিয়াল কইরা।

=============================

মুশফিকা মুমু এর ছবি

আমিও বোরকা পইরা তোমাদের দলে মিশে আমাকে দেশের মাটিতে পা না ফেলতে দেয়ার আন্দলনে যোগ দিমু, কেউ টেরও পাইবো না দেঁতো হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রায়হান আবীর এর ছবি

বোরকা পরে ঢাকা শহরে ঢুকবার চেষ্টা করা মাত্র সকল বোরকাওয়ালীকে ততক্ষনাৎ সৌদিআরবে পুশ ব্যাক করা হইবেক। দেঁতো হাসি

=============================

অতন্দ্র প্রহরী এর ছবি

মুমু'পুর চকলেট আর গিফট ভর্তি সুটকেসগুলা সরায়া রাইখা পুশ ব্যাক কইরো দেঁতো হাসি

মুশফিকা মুমু এর ছবি

আমি তাইলে গিফট আর চকলেটের সুটকেসের ভিতর ঢুইকা বইসা থাকব দেঁতো হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

তারেক এর ছবি

চকলেটের স্যুটকেসে আপনি এঁটে যাবেন- এইটা আমাদেরকে বিশ্বাস করতে বলেন? চোখ টিপি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

পরিবর্তনশীল এর ছবি

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অছ্যুৎ বলাই এর ছবি

জন্মদিনসহ প্রতিটি দিন সুন্দর ও সাফল্যময় হোক।
পোস্টও চমৎকার। বার্থ ডে উইশের অন্যতম সেরা পোস্ট।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

পরিবর্তনশীল এর ছবি

ধন্যবাদ বলাইদা। একটা কথা মনে আছে- সচলায়তনে আমার প্রথম লেখার প্রথম কমেণ্টটা আপনে করেছিলেন।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অছ্যুৎ বলাই এর ছবি

অন/অফটপিক: জ্বিনের বাদশার সাম্প্রতিক একটা পোস্টে কি সব পরিসংখ্যানের কথা ছিলো। সচলেও নাকি ৭/৮ জন! এখানে যেভাবে চুমাচুমি চলছে .... চোখ টিপি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

রায়হান আবীর এর ছবি

যার মনে যা, ফাল দিয়া উঠে তা।

বস আপনেরে নিয়া তিন জন হইলো। দেঁতো হাসি

=============================

অছ্যুৎ বলাই এর ছবি

হা হা হা! আমি চুমা দেই নাই। চোখ টিপি
তবে পরিবর্তনশীলের গান শুনতে চাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ধুসর গোধূলি এর ছবি

- আমি উল্লেখিত আফারে চুমা দেবার বাসনা প্রকাশ করছি। এইখানে বড় ভাইরা আছে বলে একটু রাইখা ঢাইকা কথা বলি আরকি! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

পরিবর্তনশীল এর ছবি

চুমা দিয়া কেমুন লাগল?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

স্বপ্নাহত এর ছবি

হেপি বাড্ডে মহিব।

কালকে আমার পিচ্চি ভাগনীরও জন্মদিন। তোর মত এক আধটু গুন যদি ও পাইতো!

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

পরিবর্তনশীল এর ছবি

ইস! যদি পিচ্চি না হইত। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আগামী দিনের সম্ভবনাময় গল্পকার প্রিয় পরিবর্তনশীলকে শুভ জন্মদিন!!!

পরিবর্তনশীল এর ছবি

অনেক ধন্যবাদ বস।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

আকতার আহমেদ এর ছবি

শুভ জন্মদিন পরিবর্তনশীল..

পরিবর্তনশীল এর ছবি

ধন্যবাদ ছড়া ভাই।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

দময়ন্তী এর ছবি

শুভ জন্মদিন! খুব ভালো থাকুন, আনন্দে থাকুন সারাদিন, সারাবছর৷

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

পরিবর্তনশীল এর ছবি

ধন্যবাদ দময়ন্তী।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শুভ জন্মদিন পরিবর্তনশীল। জন্মদিনে লুঙ্গীময় কাটুক।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

পরিবর্তনশীল এর ছবি

হে হে। আর লুংগী। ধন্যবাদ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

শিক্ষানবিস এর ছবি

শুভ জন্মদিন মহিব।
আমরা তো আশেপাশেই আছি। নগদ খাওন-দাওন চাই কিন্তু...

পরিবর্তনশীল এর ছবি

বিড়ি খাইতে চাইলে আছি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

হিমু এর ছবি

জন্মদিনে শুক্না লুঙ্গির শুভেচ্ছা।


হাঁটুপানির জলদস্যু

পরিবর্তনশীল এর ছবি

কেন? কাঁথা কী দোষ করল? চোখ টিপি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ধুসর গোধূলি এর ছবি

- বাতাসে লুঙ্গি বানছেন, জন্মদিনে কীসের ভয়!

সরল কথামালায় গরল কথা বলে দেয়ার অসামান্য গুণের মালিক পরিবর্তনশীল ওরফে মহিবের মাথায় আইডিয়া'র যেন কোনোকালেই আকাল না হয়, এই কামনা থাকলো এই শুভলগ্নে।

দেশে এখন বারোটা বাজছে! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রায়হান আবীর এর ছবি

সরি ১১ টা চুয়াল্লিশ।

=============================

ধুসর গোধূলি এর ছবি

- ঐ ব্যাটা তোরে ভুল ধর্তে কে কইছে? দুইটা মন্ত্র শিখায়া দেই, আগামি তিনদিন সকালসন্ধ্যা খাওয়ার আগে ও পরে তিন বার কইরা জপবি, তোরা তিনটায়ই।

মন্ত্র একঃ "বস ইজ অলওয়েজ রাইট",
মন্ত্র দুইঃ "হোয়েন বস ইজ রং- দেন ফলো দ্য ফার্স্ট মন্ত্র"।

মন থাকপো? খালি ঝামেলা করে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

পরিবর্তনশীল এর ছবি

প্রিয় মানুষকে অনেক ধন্যবাদ। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ইশতিয়াক রউফ এর ছবি

সেলিব্রিটির জন্মদিনে শুভেচ্ছা! হাসি

পরিবর্তনশীল এর ছবি

একটা সেলিব্রিটি বউ দরকার।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নিঝুম এর ছবি

bangla likhte partesi na . sorry . valo thaiken vai . onek ....onek.... apnar mongol hok...
--------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

পরিবর্তনশীল এর ছবি

ধন্যবাদ নিঝুম ভাই।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নিরিবিলি এর ছবি

শুভ জন্মদিন মুহিব হাসি

পরিবর্তনশীল এর ছবি

ঐ মাইয়া। কই থাক? দেখা যায় না।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শুভ জন্মদিন।



তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

পরিবর্তনশীল এর ছবি

থ্যাংকু।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অনিন্দিতা চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন পরিবর্তনশীল।
যে কজন ব্লগারের লেখা দেখলেই পড়তে বসে যাই পরিবর্তনশীল তাদের মধ্যে অন্যতম।
মন খারাপ থাকলে তার লেখা আর কমেন্ট পড়েই মন ভাল হয়ে যায়।এমন ঈর্ষনীয় ক্ষমতা যার তার বিষন্ন হওয়ার কোন কারণ নেই।
ভাল থেকো।
রায়হান , চমৎকার পোস্ট হয়েছে।
তোমরা ত্রিরত্ন এত ভালো লিখো কিভাবে?

পরিবর্তনশীল এর ছবি

থ্যাংকু আপু।
ত্রিরত্ন না। চতুরত্ন হবে। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

রেনেট এর ছবি

সচলায়তনের জনপ্রিয়তম এবং আমার খুবই পছন্দের লেখক পরিবর্তনশীলকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
(তবে আমি চুম্মা দিব না হাসি )
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

পরিবর্তনশীল এর ছবি

ধন্যবাদ রেন্টুদা।
রায়হানের আফামণিরে একটা চুম্মা দিতে পারেন। যদি সমস্যা না থাকে। হো হো হো
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুভ জন্মদিন পরিবর্তনশীল...

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পরিবর্তনশীল এর ছবি

ধন্যবাদ নজুদা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শুভেচ্ছা।

পরিবর্তনশীল এর ছবি

ধন্যবাদ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন, পরিবর্তনশীল।
আমিও তোমার গান শুনতে চাই।

চমৎকার লেখার জন্য রায়হান কে দশ লক্ষ তারা...!!

পরিবর্তনশীল এর ছবি

গান শুনলে পরে পালাবেন।
ধন্যবাদ হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

বিপ্রতীপ এর ছবি

পোলাটা একদিন সেলিব্রেটি হবেই...তার সাথে দেখা করার জন্য মানুষজনের লাইনও দেয়া লাগবো। এ ব্যাপারে আর কারো সন্দেহ থাকতে পারে, আমার বিন্দুমাত্র নাই... পোলাডা আসলেই দুর্দান্ত লেখে...আরোও পরিপক্কতা আসলে সচলায়তনের মতো একদিন সারা বাংলাদেশ নাড়িয়ে দেবে...এই প্রত্যাশায়...

শুভ জন্মদিন মহিব... !!! হাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
http://biprodhar.com

পরিবর্তনশীল এর ছবি

খাইছে।

ধন্যবাদ বিপ্রদা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

কল্পনা আক্তার এর ছবি

যার জন্য এতো শুভেচ্ছা বর্ষন হইতাছে তিনি আছেন কোথায় ইয়ে, মানে... ...!!!

...........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

পরিবর্তনশীল এর ছবি

এইত এইখানে। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

আলমগীর এর ছবি

জন্মদিন শুভ হোক।

পরিবর্তনশীল এর ছবি

ধন্যবাদ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

শুভ জন্মদিন ছোটভাই ...

ভালো থাইকো ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

পরিবর্তনশীল এর ছবি

ধন্যবাদ বড় ভাইয়া। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

হাসান মোরশেদ এর ছবি

অভিনন্দন হে!
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

পরিবর্তনশীল এর ছবি

ধন্যবাদ হে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

খেকশিয়াল এর ছবি

শুভ জন্মদিন পরিবর্তনশীল

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

পরিবর্তনশীল এর ছবি

থ্যাংকু শিয়াল দাদু। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

প্রিয় ব্লগার পরিবর্তনশীলের জন্মদিনে শুভেচ্ছা।
কিন্তু লেখালেখি কমায়া দিলে ক্যাম্নে কী!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

পরিবর্তনশীল এর ছবি

ধন্যবাদ প্রিয় সন্ন্যাসীদা।
লেখালেখি কমাইছি কই? আপনাদের জ্বালাইয়া মারতেছি। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

কনফুসিয়াস এর ছবি

রায়হানের প্রবলেমটা কি বলো তো? সবখানে আগের দিন পোস্ট দিয়ে ফেলতেছে! ওরে ধইরা মাইর দেয়া দরকার।
এনিওয়ে, পোস্টটা খুব ভাল হইছে, তাই মাইর একটু কম দিলেও চলবে।
*

পরিবর্তনশীল ওরফে মহিবকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। মাথা ভর্তি এত এত গল্পের আইডিয়া দেখে মাঝে মাঝে হিংসাই হয়। তবু থাক, একদিনের জন্যে হিংসা বাদে শুধুই শুভকামনা!
ভালো থাইকো, মহিব।
-----------------------------------
তুমি যা জিনিস গুরু আমি জানি, আর কেউ জানে না

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

পরিবর্তনশীল এর ছবি

একটেলে গিয়ে রায়হান একদিন আগাইয়া গেছে।

অনেক ধন্যবাদ তারেক ভাই। প্রিয় লেখক এবং প্রিয় মানুষ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতিথি লেখক এর ছবি

হুম........ শুভ জন্মদিন পরিবর্তনশীল ।
নিবিড়

মৃদুল আহমেদ এর ছবি

আমিও ছেলেবেটি হতে চাই... আমি গান গাইব, আপনি আমার সাথে গিটার বাজাবেন?
শুভ জন্মদিন!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

ধুসর গোধূলি এর ছবি
আমিই অমিত আহমেদ এর ছবি

ছেলেটার দুর্দান্ত লেখার হাত। একদিন অনেক নাম করবে। শুভ জন্মদিন ব্রাদার।

পরিবর্তনশীল এর ছবি

ধন্যবাদ প্রিয় গল্পকার।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

পুতুল এর ছবি

শুভ জন্মদিন পরিবর্তনশীল।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

পরিবর্তনশীল এর ছবি

থ্যাংকু।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নিঘাত তিথি এর ছবি

পিচকা ছেলেগুলা দিনে দিনে বড় হয়ে যাচ্ছে। অভিনন্দন। শুভ জন্মদিন ভ্রাত।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

পরিবর্তনশীল এর ছবি

থ্যাংকু আপু।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

রাফি এর ছবি

আমি সচলের নেশায় পড়ি পরিবর্তনশীল এর লেখা পড়ে; সচলের পুরাতন (আমার চোখে) যে সব ব্লগার আছে তার মধ্যে শুধু এই ছেলেটারই সব লেখা আমার পড়া।

তবে লুঙ্গি উঁচাইয়া জন্মদিন করা কিন্তু 'পরিবর্তনশীল' সুলভ কাজ হলো না একেবারেই।
তারপরো
শুভ জন্মদিন।
তয় রায়হান মিয়া ইফা আপুর গপ্পোটা আরেকটু বিস্তারিত কইলে মজাক পাইতাম। চোখ টিপি

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

পরিবর্তনশীল এর ছবি

লুংগী নামানোর ব্যবস্থা করা হবে।

ধন্যবাদ ভাইয়া। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

মাহবুব লীলেন এর ছবি

এই পোলার তো বছরে ১৩টা জন্মদিন থাকা উচিত
আটটা মেয়েদের জন্য। চারটা বন্ধুবান্ধবের জন্য আর বাড়তিটা আমাদের জন্য

পরিবর্তনশীল এর ছবি

হে হে।
আপনাকে তেরবার ধন্যবাদ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।