সচলায়তনে যুক্ত হল বাংলা বানান পরীক্ষক [আপডেট ১]

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: শুক্র, ১৬/০৭/২০১০ - ৬:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনে বাংলা বানান পরীক্ষক যুক্ত হল। বাংলা ওয়েবসাইটগুলোর মধ্যে বানান পরীক্ষকের সংযুক্তি এটাই প্রথম। বানান পরীক্ষকের সুবিধা পেতে হলে আপনাকে রিচ টেক্সট এডিটর ব্যবহার করতে হবে। রিচ টেক্সট এবং বানান পরীক্ষক ব্যবহারে আগ্রহী হলে মন্তব্যের ঘরে আমাদের জানান। বর্তমানে শুধু বাংলা বানান পরীক্ষা সম্ভব হলেও অতি শিঘ্রী বাংলা এবং ইরেজী উভয় ভাষার সাপোর্ট দেয়া হবে। এছাড়া ফেইসবুক ইন্টিগ্রেশন সহ আরও অনেক নতুন ফিচার যুক্ত হয়েছে এবং হচ্ছে। এই সমস্ত ফিচার নিয়ে সচলায়তনের নতুন ভার্সন খুব শিগগীরই প্রকাশ হতে যাচ্ছে।

বাংলা বানান পরীক্ষকবাংলা বানান পরীক্ষক

সচল থাকুন, সচল রাখুন।

সংযোজন


১. এখানে অংকুরের করা অ্যাস্পেল ডিকশনারী ব্যবহার করা হয়েছে। এই রকম একটি গুরুত্বপূর্ণ কাজ করে রাখার জন্য অংকুরকে সচলায়তনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।

২. কেউ যদি রিচ টেক্সট এডিটর দিয়ে পুরনো এডিটরে লেখা কোনো পোস্ট এডিট করতে চান, অবশ্যই প্রতি প্যারার পর নিচের ট্যাগটি ইনসার্ট করে নেবেন। নতুন লেখা সরাসরি রিচ টেক্সট এডিটরে লিখলে এর প্রয়োজন নেই।

<br>


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

রিচ এডিটরে গেলে যদি পুরাতনটাও ব্যবহার করা যায় তাহলে আমি হাত তুললাম। হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পুরাতন কী? পুরাতন এডিটর? দুটো একসাথে ব্যবহার করা যাবে না। আইদার, অর...

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

পুরাতন বলতে বর্তমান (যেটা রিচ নয়) এডিটরের কথা বলছিলাম। যদি রিচে গেলে বর্তমানটা ব্যবহার করা না যায়, তাহলে থাক।

স্পর্শ এর ছবি

ওহে, নতুনেরে ডরি কেন?

রিচ এডিটর নিয়ে ফেলেন বিসমিল্লাহ বলে। আমি ব্যবহার করতেসি। দুর্দান্ত জিনিশ। আর আপনিতো দেশের বাইরে। লোড হতেও সমস্যা হবে না। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভাই এই জিনিস সম্পর্কে কিঞ্চিত খারাপ অভিজ্ঞতা আছে বলে আপাতত পুরাতনটাতে থাকছি হাসি

মুর্শেদ কী করেছে জানিনা, (আমার কাছে) রিচ এডিটরে লেখার সবচেয়ে বড় অসুবিধা হলো লেখার পোর্টেবিলিটি। বিবিকোড তাও সহ্য করা যায় এইচটিএমএল আমার একদম পছন্দ না।

অ.ট. আমার একটা সাইট আছে যেখানে একসময় রিচ এডিটরে ল্যাটেক (LaTeX) কোড ব্যবহার করে সেটাকে পরবর্তীতে আরেক জায়গায় নিতে যেয়ে খুবই যাতনায় ভুগেছি। এর পর থেকে আর রিচ এডিটর ব্যবহার করি না। প্লেইন টেক্সট-ই ভালো লাগে হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এটা মনে হয় একেক জনের পছন্দের উপর নির্ভর করে। আমি কোড লিখে অভ্যস্ত দেখে আমার কাছে সোর্স লেখা বা ল্যাটেক লেখা বেশী সাচ্ছন্দ্যপূর্ণ মনে হয়। যেমন, আমাকে যদি অপশন দেয়া হয় তাহলে আমি এইচটিএমএল ও হাতেই লিখব। যদিও রিচ টেকস্টের বেনিফিটগুলো অস্বীকার করা যায় না।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সেটাই। ল্যাটেক তো এক ধরনের কোডই, কিন্তু ল্যাটেকের সাথে যখন এইচটিএমএল যোগ হয় তখন আমার জন্য কঠিন হয়ে যায় (গিয়েছিল)। রিচ টেক্সট এর বেনিফিট অনস্বীকার্য।

অতিথি লেখক এর ছবি

আর দেরী নয়। এখনই বাংলা বানান পরীক্ষক চাই। অনেক মুশকিল আসান হবে।
ধন্যবাদ ।
ওলি

তাসনীম এর ছবি

আগ্রহী।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

টিউলিপ এর ছবি

হাত তুললাম।
___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

ইশতিয়াক রউফ এর ছবি

অতিপ্রয়োজনীয় এই ফিচারটি যুক্ত করার জন্য অনেক অভিনন্দন। হাত তুললাম রিচ টেক্সট এডিটরের জন্য।

আয়নামতি এর ছবি

এরাম একটা কাজের জন্য ব্যাপক অভিনন্দন! হাত তুললাম।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অত্যন্ত দুঃখিত আয়নামতি। এটা ব্যবহারের জন্য একটা অ্যাকাউন্ট লাগবে। আপনি লেখালেখি শুরু করুন একাউন্ট হলে পরে আপনাকে এই সুবিধাটুকু দেয়া যাবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

পুতুল এর ছবি

ভাইয়েরা আমার হাইসেন না কইলাম। যে ভাবে শুদ্ধ করে বাংলা লেখা যায় তার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। কিন্তু রিচ টেকস্ট এডিটর কি? মনে হয় কোন সাপোর্টিং সফটওয়্যার? পাঠানোর অনুরোধ করছি, সেই সাথে কামনা করছি ব্যবহার বিধি, সম্ভব হলে উদাহরণ সহ।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

রিচ টেকস্ট এডিটর হল ওয়েব ভিত্তিক মাইক্রোসফট ওয়ার্ডের মত একটা সফটওয়্যার। আপনাকে আলাদা করে কিছু ইনস্টল করতে হবে না। এখন যে রকম এডিট বক্স দেখেন অনেকটা সেরকমই দেখবেন। খালি উপরে একটা টুলবার থাকবে। সেখান থেকে বিভিন্ন অপশন বাছাই করে এডিট করতে পারবেন, বানান পরীক্ষা সহ। আমি এনাবল করে দিচ্ছি। গিয়াঞ্জাম মনে হলে এখানে জানান। আগের মত করে দেয়া যাবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ফারুক হাসান এর ছবি

মুর্শেদ ভাই, আমার রিচ টেক্সট অপশনটাও এনেবেল করে দেন প্লিজ!

পল্লব এর ছবি

আছি।

==========================
আবার তোরা মানুষ হ!

==========================
আবার তোরা মানুষ হ!

দ্রোহী এর ছবি

রিচ টেক্সট এডিটর তো অলরেডি আছে। নতুন কিছু জুড়তে হলে জুড়ে দেন। পরীক্ষা করে দেখি।


কি মাঝি, ডরাইলা?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনার অটোমেটিক পাবার কথা এটা। Ctl+F5 দিয়ে রিফ্রেশ করে নেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দ্রোহী এর ছবি

হু! দেখলাম আছে। হাসি

বানানের ডেটাবেজের সোর্স কী? ফায়ারফক্স স্পেল চেকারের জন্য প্রায় এক লাখ তিরিশ হাজার শুদ্ধ শব্দ সংগ্রহ করেছি বিভিন্ন জায়গা থেকে। মেহদীকে দিয়েছিলাম শব্দগুলো অভ্র শব্দশুদ্ধিতে জুড়ে দেবার জন্য। যদি একই ডেটাবেজ না হয়ে থাকে তাহলে কি শব্দগুলো পাঠিয়ে দিব?


কি মাঝি, ডরাইলা?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এখানে অংকুরের করা অ্যাস্পেল ডিকশনারী ব্যবহার করেছি। ফায়াফক্সের ডিকশনারীটাই মনে হয় এখানে ব্যবহার করা হয়েছে। অংকুরের জামিল ভাইয়ের সাথে যোগাযোগ করছি।

মেহদীর/অভ্রর সাথে কোঅর্ডিনেট করে পরে ডিকশনারীটা ব্যবহার করব। অভ্রের শব্দশুদ্ধি প্রজেক্টের সাথে আছি কিন্তু আপডেট পাইনি কোন। তাই এইটুকু এফোর্ট দিয়ে যতটুকু সম্ভব আগিয়ে রাখলাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দ্রোহী এর ছবি
স্পর্শ এর ছবি

মুর্শেদ ভাই রক্স। সচলায়তন রক্স! উত্তম জাঝা! আমার যে কী কাজে লাগবে।

Ctrl+F5 দেওয়ার পরে পেয়েছি। দেঁতো হাসি

ইয়ে মুর্শেদ ভাই, একটা স্ক্রিনশট দিলাম।
auto

বিভক্তি ধরতে পারছে না মনে হলো। চিন্তিত


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আমি লক্ষ্য করেছি ব্যাপারটা। বিভক্তিটা আসলে 'গ্রামার' চেকের আওতায় পড়ে। 'গ্রামার' চেক করার জন্য কিছু করা যায় কিনা দেখছি। জামিল ভাইয়ের সাথে যোগাযোগ করেছি। আর শব্দশুদ্ধি প্রজেক্ট যদি ভালো কিছু আনতে পারে তাহলে তো কথাই নেই।

মোদ্দা কথা হল একটু একটু করে হলেও আমরা আগাচ্ছি। এবং আগাচ্ছি ওপেন সোর্সের পথ ধরে। জ্ঞানকে সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে।

(অবশ্য এই ক্ষেত্রে কয়েকটা মডিইল একত্রীকরণ ছাড়া উল্লেখযোগ্য কোন কন্ট্রিবিউশন নাই। হাসি )

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

স্পর্শ এর ছবি

"মোদ্দা কথা হল একটু একটু করে হলেও আমরা আগাচ্ছি।"

একদম খাটি কথা চলুক

আপনিতো মিয়া পুরা 'অন ফায়ার'। সচলায়তন আপডেট। রিচ টেক্স এডিটর। বানান শুদ্ধি। ...
ঠিক করে কন তো কয়টা হাত আপনার?

ফনেটিক বেসড স্পেলিং সাজেশন আর গ্রামার(বিভক্তি উপসর্গ এরকম) চেকিং নিয়ে (আলগরিদমিক/কোডিং টাইপ) কাজে অংশগ্রহন করতে চাই। শব্দশুদ্ধি টিম অবশ্য কতদূর এগিয়েছে জানি না। তবে আমি ঘাটাঘাটি শুরু করে দিলাম। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এগুলো সবগুলোই পার্ট অফ দ্যা বিগার এফোর্ট টু আপগ্রেড। হঠাৎ কাজের নেশা চাপছে। হাসি

ফোনেটিক সাজেশন হলে জোস হয়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মঈনুল ইসলাম [অতিথি] এর ছবি

অভ্র'র বানানশুদ্ধির জন্য নাজমুস সাকিব যখন বলেছিলো, তখন থেকে বেশ ভেবেছিলাম। সাকিবকে আর কোনো আউটকাম দেয়া হয়নি। তবে ব্যাকরণের কিছু ছোট ছোট বিষয়ে আমি সহায়তা করতে রাজি আছি (যদি আসলে কিছু জানি || হয়তো জানিই না কিছুই মন খারাপ)। তবে সহায়তা করতে রাজি আছি একশোবার। লাগলে বলবেন। ধন্যবাদ।

অনিন্দ্য রহমান এর ছবি

আমিও রিছ হইথাম ছাই .. দেঁতো হাসি
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনে রিচ আছেনই চোখ টিপি
"ব্লগ লিখুন" লিংকে গিয়ে ctl+f5 দিয়ে দেখুন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আনন্দী কল্যাণ এর ছবি

এত কাজ একসাথে কী করে করা সম্ভব??!!!

অনেক ধন্যবাদ হাসি

মাহবুব লীলেন এর ছবি

বহুত চেষ্টা করলাম। কিন্তু কিছু পাই না তো
লেখালেখির বক্সে গিয়ে কিছু লিখে কন্ট্রল এফ৫ চাপ দিলে ওই লেখালেখির বক্সটাই রিফ্রেশ হয় শুধু (লেখাগুলো আবার মুছেও যায়)

০২

স্পেল চেকারের একটা বাটন লেখালেখির বক্সের আশেপাশে জুড়ে দেয়া যায় না? (ইটালিক রেস্ট্রিক বদলাও এগুলোর মতো?)

স্পর্শ এর ছবি

১) প্রথমে রিচ টেক্সট এডিটরের সাবস্ক্রাইবার হতে হবে।
২) সেই এডিটরে দেখবেন Size এর পাশে 'abc√' এরকম একটা বোতাম আছে। কিছু লিখে ওটাতে চাপলেই স্পেল চেকিং শুরু হবে। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অনুপম ত্রিবেদি এর ছবি

মনে করেন যে দুই হাত তুইলাই আছি ... দরকার হইলে আরো লোকজনের কাছ থিকা হাত ধার কইরা আনুম ... তবুও এই জিনিশ চাই। আমার বানান লয়া ভয়াবহ ঘাপলিং ... বুনোহাঁসের দাবড়ানি খাইতে খাইতে পেরেশান ... ভাই, বাঁচান ... !!!

মুর্শেদ ভাইরে এইরাম জবর কর্মযজ্ঞের লাইগা কইশ্যা পেলাচ ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নাশতারান এর ছবি

লাইক্কল্লাম খাইছে

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

সুহান রিজওয়ান এর ছবি

দারুণ !!!

রিচ টেকস্ট আর বুনোহাঁস চাই...দেঁতো হাসি

_________________________________________

সেরিওজা

নাশতারান এর ছবি

টেকস্ট > টেক্সট চোখ টিপি

টেকস্ট=tekost
টেক্সট=text

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

সুহান রিজওয়ান এর ছবি

কি রে ভাই, ... ইজ্জতে টান মাইর‌্যা মজা নেন ??

টাইপো ধর্লে খেল্মু না কৈলাম...

_________________________________________

সেরিওজা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হাত তুললাম
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

হিমু এর ছবি

আমার মনে হয়, এটা বাংলা ব্লগিঙের কারিগরি বিকাশে একটা মাইলফলক। হ্যাটস অফ টু মুর্শেদ, অভিনন্দন সচলায়তন!



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আসল ক্রেডিট অংকুরের (কিংবা আরও প্রিসাইজলী তানিম আহমেদ এবং আরেকজন - ডঃ সামথিং)। আমি সিম্পলী আঁঠা দিয়ে জোড়া দিয়েছি সবগুলোকে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

তোমার কথাটা ভাবাচ্ছিল আমাকে। ওপেন সোর্স কমিউনিটিতে একটা কথা আছে:

"Good programmers write good code and great programmers 'steal' great code."

"ভালো প্রোগ্রমাররা ভালো কোড লিখে আর গ্রেইট প্রোগ্রামার ভালো কোড "চুরি" করতে পারে।"

এখানে "চুরি" শব্দটা একটা Pun। এতে করে বোঝানো হচ্ছে যে কোড পুনর্ব্যবহার খুব জরুরী। অর্থাৎ চাকা বারবার আবিষ্কার করে লাভ নেই।

এই অর্থে এখনই যা আছে সেটা ব্যবহার যোগ্য করে কাজে লাগানো বুদ্ধিমানের কাজই হয়েছে। ব্যবহার যোগ্য বানান পরীক্ষক তাই একটা মাইলফকও বলা যেতে পারে মনে হয়।

এটুকু তৈরী করতে যা করতে হয়েছে:

এফসিকেএডিটর + এফসিকেএডিটর বাংলা প্লাগইন[১] + বাংলা কিবোর্ড[২] = রিচ টেকস্ট বাংলা লেখা

এফসিকেএডিটর + স্পেলারপেজেস + অ্যাস্পেল বাংলা[৩] + কিছু সমস্যা সমাধান[১] = বাংলা বানান পরীক্ষক

[১] আমার করা
[২] আমার আর অরূপের করা
[৩] অংকুরের করা

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মাসকাওয়াথ আহসান এর ছবি

যাক,স্বপ্ন হলো সত্যি। অভিনন্দন।

যুদ্ধাপরাধীদের বিচার এখনি,নইলে কোন দিন নয়।

নাশতারান এর ছবি

হাত তুললাম।

অনেক অনেক অনেক ধন্যবাদ এই দারুণ কাজটার জন্য। বানানপ্রমাদ এবার রেকর্ডমাত্রায় কমে আসবে নিশ্চিত। Smiley

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

খেকশিয়াল এর ছবি

দারুণ একটা জিনিস হতে যাচ্ছে!

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

দারুণ একটা কাজ। মুর্শেদ ভাই একসাথে এত কাজ কী করে করেন! হাসি
এই মন্তব্য করতে গিয়ে দুইবার নেট সংযোগ গেছে আর আমার তো অতিথি অ্যাকাউন্ট, আমিও কী অংশ নিতে পারি? তাইলে হাত তুললাম।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

বাউলিয়ানা এর ছবি

রিচ টেকস্ট এবং বানান পরীক্ষক ব্যবহারে আগ্রহী হলে মন্তব্যের ঘরে আমাদের জানান।

অতি অবশ্যই আগ্রহী।

দারুন এই প্রচেষ্টার জন্য সচলায়তন টিমকে চলুক

জি.এম.তানিম এর ছবি

বড়োলোক হইতাম চাই!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সাঈদ আহমেদ এর ছবি

আমিও হাসি
-----------
চর্যাপদ

-----------
চর্যাপদ

গৌতম এর ছবি

হাত তুললাম। আর বাংলা বানান নিয়ে কোনো কাজে আসলে জানাবেন প্লিজ।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অতিথি লেখক এর ছবি

আমিও হাত তুললাম। বাংলা বানান বা ব্যাকরণ নিয়ে কোনো কাজে লাগলে জানাবেন আশা করি। দেঁতো হাসি

বিশেষ করে কিছু 'কমন গ্র্যামাটিক্যাল এরর' আছে যেগুলো আমরা সচরাচর করে থাকি। এ ধরনের ভুলগুলোর একটি তালিকা তৈরি করলে স্পেল চেকারে তা সংযোজন করা যাবে কি না জানতে পারলে ভালো হতো। চিন্তিত

কুটুমবাড়ি

অতিথি লেখক এর ছবি

জানিনা কবে এখানে নিজের একটা একাউন্ট পাব, আর এই সুবিধাটা ব্যবহার করতে পারব। তবে কম্পিউটারে বাংলা ভাষার উন্নয়ন নিয়ে যেকোন উদ্যোগ কে টুপি খোলা অভিবাদন জানাচ্ছি।

এখন অবশ্য অঙ্কুরের স্পেল চেকারটা ওপেন অফিসে ব্যবহার করি। খুব একটা কাজে দেয়না অবশ্য। আরও উন্নয়ন প্রয়োজন আছে।

ধন্যবাদ।

=============
সাদাচোখ

নৈষাদ এর ছবি

দারুণ একটা জিনিস যুক্ত হতে যাচ্ছে! অভিনন্দন।

সুরঞ্জনা এর ছবি

আগ্রহী। হাসি
............................................................................................
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

ধুসর গোধূলি এর ছবি

- রিচ টেক্সটের একটা সমস্যা হলো, লোডিং। দেশে এই জিনিস ব্যবহার করতে হলে সচলেরা স্পিডের কারণে ঝামেলায় পড়তে পারেন।

স্পেল চেকার-এর ব্যাপারটা জোস হয়েছে। বাংলা ব্লগিং-এ এই জিনিসটার অভাব অনুভব করছিলাম আমরা সবাই। অংকুর টিম এবং মুর্শেদকে ধন্যবাদ।

রিচ টেক্সট ব্যবহারের ক্ষেত্রে আমি একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। সবকিছুতেই একটা পপ-আপ প্রম্পট আসে। এটাকে কমানো যায় কি! যেমন টেক্সট পেস্ট করার সময়ে পপ-আপ প্রম্পটের দরকার আছে কি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কনফুসিয়াস এর ছবি

হাত তুললাম, এডিটর আর স্পেলচেকার, দুইটাই চাই। হাসি

-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ফারুক হাসান এর ছবি

হাত তুললাম, এডিটর আর স্পেলচেকার, দুইটাই চাই।

আমিও চাই ঃ)

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

যারা হাত তুলছেন তাদের সবাইকে দেয়া হইছে। "ব্লগ লিখুন" লিংকটায় গিয়ে দেখুন প্লিজ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ফারুক হাসান এর ছবি

ctr+F5 চেপে রিচ টেক্সট এডিটর পেয়েছি হাসি কিন্তু বানান পরীক্ষক তো দেখছি না।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ABC তারউপর টিক চিহ্ন দেয়া একটা বাটন পাবেন। ফন্ট অপশন গুলোর পাশে। ফন্ট ফরম্যাট, ফন্ট, সাইজ, তারপর স্পেল চেক। ওটা ক্লিক করলেই হবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ফারুক হাসান এর ছবি

এইবার পাইলাম, উহাকে পাইলাম। জোশ জিনিস! কি যে উপকার করলেন তা বলার না! চলুক চলুক চলুক

অনুপম ত্রিবেদি এর ছবি

মাল পছন হইছে ... যদিও এট্টু স্লো হয়া যায় ... ইয়াহু ... ... ... এইবার দেখি বুনোহাঁসের চাকরি কেডায় রাখে ... মু ... হা ... হা ... হা ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কী স্লো হয়ে যায়? কোন ইম্প্রুভমেন্ট সাজেশন আছে?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ফারুক হাসান এর ছবি

সম্ভবত রিচ টেক্সট এডিটর লোড হবার ব্যাপারটা। আমার এখানে এটি লোড হতে একটু সময় নিচ্ছে। পেজের অন্যান্য সব লোড হলেও এডিটর লোড হচ্ছে দেরিতে।

অনুপম ত্রিবেদি এর ছবি

'ধনী শব্দ সম্পাদক' সাহেবের লোড হইতে একটু বেশি সময় লাগে ... মাগার যেই দ্যাশে ৪৫ ট্যাকা কেজি চাইল খায়া কুনু হৈ-হল্লা না কইরা বাইচা আছি, সেই দ্যাশে একটা সুবিধা এট্টু স্লো লোড হইলে দুষের কিছু নাই।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এই এডিটরটার পরবর্তী জেনারেশনটা (সিকেএডিটর) আরেকটু দ্রুত গতির। আমি সেটা নিয়ে বসেছিলামও। কিন্তু ওটার টেকনলজি একেবার ভিন্ন। নতুন করে সবকিছু করতে হবে। তাই আপাতত সেই প্রজেক্ট বন্ধ। আপগ্রেডের কাজ করে নেই। তারপর বসা যাবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নাশতারান এর ছবি

এরপরও যদি বানান ভুল করো, মাইর কিন্তু একটাও মাটিতে পড়বে না বলে রাখলাম Smiley

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

সাবিহ ওমর এর ছবি

আমি একটু দিখি?

মাহবুব লীলেন এর ছবি

আমি এখনও আছি বেসিকের গোড়ায়
রিচ টেক্সট জিনিসটা যে কই পাওয়া যায় সেইটা কেউ আমারে একটু বুঝান না ভাই
(সবাইরে টেকিবিদ্যাধর ভাবলে কি আর হয়?)

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ব্লগ লেখুনে যান। প্রথমে একটু সময় নিবে। দেখবেন লেখার জায়গাটার উপর একটা বিশাল টুলবার আসছে। সেখানে কিছু অপশন পাবেন। প্রয়োজনীয় সব কিবোর্ড দেয়া আছে। চোখ টিপি খালি প্রতিবার কিবোর্ড বাছাই করতে হবে। কিবোর্ড সেইভ করার অপশন জুড়ে দিবো।

তারপর ঘ্যাচ ম্যাচ কইরা লিখেন। লেখা সিলেক্ট করে টুলবার টিপে ঝকমারী চেহারা দিতে পারবেন। তবে লোড কমানোর জন্য মন্তব্যের ঘরে এটা দেয়া হয়নি। হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ভাইয়া, এমন কোন অপশন কি দেয়া যায় যে মন্তব্যের স্থানেও রিচ টেক্সট এডিটর থাকবে, যাঁর সুবিধা হবে তিনি লোড করে নেবেন, যাঁর অসুবিধা (নেট স্লো) তিনি লোড করবেন না?

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মন্তব্যের নীচে ইচ্ছে করে বন্ধ করে রাখা। প্রতিবার পোস্ট পড়তে আসার সময় লোড হবে খামাখা। তবে ভবিষ্যতে অপশন দেবার ইচ্ছে আছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

১. রিচ টেক্সট এডিটর থাকায় অন্য সময়ের চেয়ে সামান্য বেশি সময় নিল 'ব্লগ লিখুন' পাতা লোড হতে। কিন্তু যা ধারণা ছিল তার চেয়ে অনেক অনেক কম সেটা! আর একবার লোড হয়ে গেলে বার বার রি-লোডে/রিফ্রেশে আরো কম সময় নিচ্ছে।

২. সুপারস্ক্রিপ্ট/সাবস্ক্রিপ্ট করা, স্পেশাল ক্যারেক্টার, টেবল দেয়া, হাইলাইট করা, ছবি টেনে-হিঁচড়ে ঠিক করতে পারার এই মহান সুযোগ দেবার জন্যে আমি ব্যক্তিগতভাবে অনেক কৃতজ্ঞ। (আসলেই এবার অনেক বেশি 'রঙীলা' লেখা পাওয়া যাবে আশা করা যায়!) দেঁতো হাসি

৩. সর্বশেষ কিন্তু সবচেয়ে জরুরি - বানান চেকার!! চলুক চলুক জটিল হয়েছে! তাও আবার ইংরেজীতে ব্যবহৃত যে শব্দগুলির সহজ প্রতিশব্দ করা মুশকিল সেগুলিও ডেটাবেসে আছে!

সব মিলিয়ে এখন পর্যন্ত মতামত হল - ফাটাফাটি হয়েছে!! অনেক ধন্যবাদ। আরো গুঁতোগুঁতি করে পরে জানাব অন্য কিছু চোখে পড়লে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

শুভাশীষ দাশ এর ছবি

কাজের জিনিস।

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

হাত তুললাম।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নীল রোদ্দুর এর ছবি

দুই হাত তুললাম।.
--------------------------------------------------------
যখন প্রাণের সব ঢেউ
জেগে ওঠে, কথা বলে, রক্তের আশ্চর্য কলরবে
বৃষ্টির দুপুরে মনে পড়ে
বর্ষার মতন গাঢ় চোখ মেলে তুমি আছ দু'দিনের ঘরে।।
[শামসুর রাহমান]

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

মুস্তাফিজ এর ছবি

আমিও আছি

...........................
Every Picture Tells a Story

রায়হান রশিদ এর ছবি

সচলায়তনকে প্রাণঢালা অভিনন্দন।

===================
মুক্তাঙ্গন: নির্মাণ ব্লগ
===================

কৌস্তুভ এর ছবি

আম্মো চাই! ওয়ার্ডে যে কাজটা ট্যাব মেরে করি, সেই একটুখানি সরানোর কাজটা পুরোনো এডিটরে পারছি না, কবিতার ফরম্যাটিং ঘেঁটে যাচ্ছে। ধনী এডিটরে ঠিক করতে পারব আশা করি।

স্বাধীন এর ছবি

দারুন! অনেক ধন্যবাদ মুর্শেদকে। হাত তুললাম।

আমি সাধারনত ms word এ অভ্র দিয়ে লিখে তারপর কপি/পেস্ট করতাম। রিচ এডিটরেও একই কাজ করতে পারবো তো? এবং সে ক্ষেত্রেও বানান পরীক্ষা কাজ করবে কি? মনে তো হয় কাজ করার কথা। তারপরেও একটু নিশ্চিত হতে পারলে ভাল হতো।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ওয়ার্ড থেকে পেস্ট করার সময় "পেস্ট ফ্রম ওয়ার্ড" বাটন (ক্লিপবোর্ডের উপর ডাব্লিউ লেখা) চাপ দিন। তারপর যে উইন্ডো পপ আপ করবে সেটায় লেখাটা পেস্ট করে ওকে প্রেস করুন। লেখা ইনসার্ট হলে পরে স্পেল চেক করুন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুমন চৌধুরী এর ছবি

পাইতে গেলে চাইতে হবে? মন খারাপ .... চাইলাম চোখ টিপি



অজ্ঞাতবাস

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আসলে সবার জন্য বাই ডিফল্ট এটা চালু করলে প্লেইন টেকস্ট এডিটরে যারা সন্তুষ্ট তারা বিরক্ত হতে পারেন। তাই এই চেয়ে চিন্তে চালু করার ব্যাপারটা করা হয়েছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রণদীপম বসু এর ছবি

হায় হায় ! সবাই লইয়া যাইতেছে ! আমি ক্যান ছালার জন্য বইসা থাকুম ?
আমারেও দেন !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মেহবুবা জুবায়ের এর ছবি

আমারই সবার আগে দরকার এটা। অথচ আমিই সবার শেষে এসে হাত তুললাম।

--------------------------------------------------------------------------------

মনমাঝি [অতিথি] এর ছবি

রিচ টেক্স্‌ট এডিটর কি শুধু সচলদের জন্যই, নাকি একাউন্টবিহীন 'অতিথি লেখকরা'ও এই সুবিধা পাবেন ?

আমার লেখার মধ্যে বিভিন্ন পজিশনে (ডানে-বামে-মধ্যে) বিভিন্ন সাইজের একাধিক ছবি ওয়ার্ড-র‍্যাপ সহ ও বাদে কিভাবে ইন্সার্ট করা যায় তাই নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

'অতিথি লেখক' একাউন্টটি একাধিক অতিথি ব্যবহার করে থাকেন বলে অহেতুক জটিলতা এড়াতে এতে রিচ টেকস্ট সুবিধা দেয়া যুক্তিযুক্ত হবে না। ছবি ইনসার্টের জন্য এই জিজ্ঞাস্যটি দেখুন: http://www.sachalayatan.com/faq/show/716#q_772

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

লুৎফুল আরেফীন এর ছবি

মাহবুব আমাকেও দেন রিচ টেক্স্ট এডিটর। দেখি এটা দিয়ে কিছু করতে পারি কি না।

অগ্রীম ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

আমি কি লেখালেখি করার সময় রিচ টেক্সট এডিটর এর সুবিধা পেতে পারি?

কমল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।