মেইল পাবার পরে

আনন্দী কল্যাণ এর ছবি
লিখেছেন আনন্দী কল্যাণ (তারিখ: শনি, ১০/০৭/২০১০ - ১:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

একেবারেই অপ্রত্যাশিত সচলায়তন থেকে সচল হবার মেইল পাওয়া। মিথষ্ক্রিয়া জাতীয় ব্যাপারে আমি বরাবরই টেনেটুনে ফেল। আর এখানে আবার অদেখা-অচেনা মানুষের সাথে মিথষ্ক্রিয়ার শর্ত। মাঝে মাঝে লিখি, কারো ভাল লাগে, কারো খারাপ।কখনো কোন লেখা পড়ে মনে হয় অসাধারণ, আর ছবিব্লগ, ব্যানার ইত্যাদি দেখে তো বহুদিনের সাধের ছবিতোলা ছেড়েই দিয়েছি, আবার কখনো কোনও লেখা পড়ে মনে হয়েছে ঠিক সচলায়তনের লেখার মানের সাথে যাচ্ছেনা। প্রকাশায়তন, বেতারায়তন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ধারণ এসব বহুমুখী এবং প্রয়োজনীয় কাজে সচলায়তনের সক্রিয় অংশগ্রহণ মুগ্ধ করেছে অনেকবার। সব মিলিয়ে ভালোই চলছিল। সচল না হওয়ায় সাংঘাতিক কোন অসুবিধা হচ্ছে বলে মনে হয়নি। তবে মন্তব্য করলে মন্তব্যটা দেরি করে আসায় ফলোআপ ঠিকমত করা হয়ে উঠতোনা। আর রেস্ট্রিক্টেড্ মন্তব্যগুলো দেখতে না পাওয়ায় উসখুশ করতাম। কিন্তু সচলায়তনের মেইল দেখার পর মনে হল, বাহ্ সচল হয়ে গেলাম, দারুণ ব্যাপার। মহা আনন্দ হলো। হাসি

সচলায়তনকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ দিতে চাই আমাকে তার পূর্ণ সদস্য হিসেবে গ্রহণ করবার জন্য। সচলায়তনের অ্যাকাউন্টে দেয়া ইমেইল ঠিকানাটি বেশ কম ব্যবহার করি, তাই ছাব্বিশ জুনের মেইল দেখলাম গতকাল, এখন আফসোস হচ্ছে কেন আগে দেখলাম না।

পাঠকদের অনেক অনেক কৃতজ্ঞতা, তুচ্ছ আমার লেখা পড়ার জন্য।

কাউকে বা কোনকিছুকে ভালবাসি বলতে খুব ভয় হয়, সহজে বলিনা। তারপরও খুব খুব চাইছি সচলায়তনের এই নীড়পাতার সাথে, মানুষগুলোর সাথে মিলে যাওয়া, মিশে যাওয়া জারি থাকুক। বলতে ইচ্ছা করছে ভালবাসি, সচলায়তন। ভাল থাকুক, সচলায়তন। হাসি


মন্তব্য

হিমু এর ছবি
আনন্দী কল্যাণ এর ছবি

খুব খুশি লাগছে সচল পরিবারের একজন হতে পেরে হাসি

নাশতারান এর ছবি

অভিনন্দন!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

আনন্দী কল্যাণ এর ছবি

হাসি

হাসিব এর ছবি
আনন্দী কল্যাণ এর ছবি

অনেক ধন্যবাদ হাসি

নৈষাদ এর ছবি

অভিনন্দন রইল।

আনন্দী কল্যাণ এর ছবি

অনেক ধন্যবাদ। মন্তব্য করার সাথে সাথে মন্তব্য চলে আসছে দেখে খুবই মজা লাগছে হাসি

অছ্যুৎ বলাই এর ছবি

আপনাকে অভিনন্দন। আরো বেশি লেখা পাবো আশা করছি, অন্তত পোস্ট মডারেশন ঘুরে আসার যন্ত্রণা যেহেতু আর নেই। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আনন্দী কল্যাণ এর ছবি

ঠিক আছে, চেষ্টা করব আরও লিখতে।

অনেক ধন্যবাদ হাসি

তাসনীম এর ছবি

অভিনন্দন, সচল থাকুন।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

আনন্দী কল্যাণ এর ছবি

অনেক ধন্যবাদ হাসি

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

অভিনন্দন!
এবার লেখার পরিমাণ বাড়িয়ে দাও। খুব ভাল লাগে তোমারে গল্পগুলি পড়তে। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

আনন্দী কল্যাণ এর ছবি

সচল হলে তো মানুষ লেখা কমায়!!!

অনেক ধন্যবাদ হাসি

সুহান রিজওয়ান এর ছবি

সচলাভিনন্দন !!!

_________________________________________

সেরিওজা

আনন্দী কল্যাণ এর ছবি

অনেক ধন্যবাদ হাসি

অনিন্দ্য রহমান এর ছবি

তোমার আনন্দে আনন্দিত হে
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

আনন্দী কল্যাণ এর ছবি

ধন্যবাদ হে অনিন্দ্য হাসি

স্নিগ্ধা এর ছবি

অভিনন্দন হাসি

আনন্দী কল্যাণ এর ছবি

থ্যাংকু দিদিভাই দেঁতো হাসি

গৌতম এর ছবি

সচলাভিনন্দন। হাসি

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

আনন্দী কল্যাণ এর ছবি

ধন্যবাদ গৌতমদা হাসি

কেমন সুর [অতিথি] এর ছবি

হাসি

আনন্দী কল্যাণ এর ছবি

হাসি হাসি

দ্রোহী এর ছবি

অভিনন্দন। হাত-পা খুলে লিখে যান।


কি মাঝি, ডরাইলা?

আনন্দী কল্যাণ এর ছবি

দেঁতো হাসি

ধুসর গোধূলি এর ছবি

- আপনার কলেজের বাস্কেট বলের মাঠের সেই চার খোপের মতো, চার রঙা লেখা লিখতে থাকুন, ভরিয়ে তুলুন সচল আঙিনা তীব্র উচ্ছ্বাসে।

পরিবারে স্বাগতম। (তালিয়া)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আনন্দী কল্যাণ এর ছবি

দেঁতো হাসি

মাহবুব লীলেন এর ছবি

শুভ সচল
এইবার দাবড়ায়ে চলুক লেখা

আনন্দী কল্যাণ এর ছবি

অনেক ধন্যবাদ লীলেন্দা হাসি

তিথীডোর এর ছবি

সচলাভিনন্দন !

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আনন্দী কল্যাণ এর ছবি

হাসি !

ভোলামন [অতিথি] এর ছবি

কতদিন পর সদস্য হতে পারলেন, আমার অপেক্ষার পালা শেষ হচ্ছে না। কবে শেষ হবে বুঝতেও পারছি না।

তবে এই ব্লগের সুস্থ পরিবেশ আমাকে টানে খুব। তাই অপেক্ষা করে যাবো।

আনন্দী কল্যাণ এর ছবি

গতবছর ডিসেম্বর থেকে লেখা দিচ্ছি।

সচল না হলে অসুবিধা নেই তো তেমন কিছু, সচল না হয়েও তো লেখা যায়, মন্তব্য করা যায়। লিখতে থাকুন, একদিন ঠিক মেইল পেয়ে যাবেন হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এই বিষয়টা সত্যিই আনন্দের। অন্যরকম এক অনুভূতি! স্বাগতম। বিশ্রামে চলে যাইয়েননা আবার।

আনন্দী কল্যাণ এর ছবি

সত্যিই আনন্দের হাসি

অনেক ধন্যবাদ, পিপিদা।

অতিথি লেখক এর ছবি

সচল থাকুন।

সুমিমা ইয়াসমিন

আনন্দী কল্যাণ এর ছবি

হাসি :)

অতিথি লেখক এর ছবি

অভিনন্দন। আমি আজকে নিবন্ধন করলাম। মনে হচ্ছে কিছুদিন অপেক্ষা করতে হবে। এই ফাঁকে একটি গল্পও পোস্ট করলাম, "জলুস্তি" নামে। কিন্তু গল্পটি খুঁজে পাচ্ছি না আর। আপনি বা কেউ কি সাহায্য করতে পারেন?

ভালো থাকুন।

আনন্দী কল্যাণ এর ছবি

ধন্যবাদ হাসি

নতুন লেখকদের জন্য এই লিঙ্কে গিয়ে দেখতে পারেন,
http://www.sachalayatan.com/sachalayatan/16572

আর তারপরও প্রশ্ন থাকলে contact অ্যাট sachalayatan.com এ যোগাযোগ করুন।

নীড়পাতার একদম নিচে http://www.sachalayatan.com/faq, এই FAQ লিংকেও বেশ কিছু প্রশ্নের উত্তর পাবেন।

সুরঞ্জনা এর ছবি

অভিনন্দন অভিনন্দন! হাসি
............................................................................................
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

আনন্দী কল্যাণ এর ছবি

ধন্যবাদ, ধন্যবাদ হাসি

নিবিড় এর ছবি
আনন্দী কল্যাণ এর ছবি

অনেক ধন্যবাদ হাসি

শুভাশীষ দাশ এর ছবি

সচল হয়ে গেলেন। এবার ঘুম দ্যান। দেঁতো হাসি

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

আনন্দী কল্যাণ এর ছবি

খাইছে

স্বাধীন এর ছবি

অভিনন্দন।

আনন্দী কল্যাণ এর ছবি

অনেক ধন্যবাদ হাসি

কৌস্তুভ এর ছবি

এ পোস্ট মানি না। নতুনালুর ব্যানার হাতে আপনার সচল হবার ছবি কই?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আনন্দী কল্যাণ এর ছবি

হেহে, তাইতো ছবি কই?!

ব্যাটারির চার্জ শেষ হয়ে গেসিল ভাই হাসি

কৌস্তুভ এর ছবি

হে হে... যাহোক, অভিনন্দন!

অনিন্দিতা চৌধুরী এর ছবি

অভিনন্দন।
বেশি বেশি লিখুন।

আনন্দী কল্যাণ এর ছবি

ধন্যবাদ হাসি

সবজান্তা এর ছবি

শুভাশীষ দাশ বলেছেন:

সচল হয়ে গেলেন। এবার ঘুম দ্যান। দেঁতো হাসি

দেঁতো হাসি

স্বাগতম... ঘুমানোর জন্য বালিশ লাগলে জানাবেন দেঁতো হাসি


অলমিতি বিস্তারেণ

আনন্দী কল্যাণ এর ছবি

হুম, শুভাশীষ দাশ ঘুম পাড়ানোর জন্য খুব আগ্রহী মনে হচ্ছে হাসি

ঠিক আছে, বালিশ লাগলে আপনাকে বলবনে দেঁতো হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অভিনন্দন!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আনন্দী কল্যাণ এর ছবি

ধন্যবাদ হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ব্যাপক দৌড়ে আছি। শুধু অভিনন্দাইতে লগাইলাম।
এবার যান, লম্বা একখান শীতঘুম দেন চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আনন্দী কল্যাণ এর ছবি

শুধু অভিনন্দাইতে লগানোর জন্য ব্যাপক ধন্যবাদ হাসি

আলমগীর এর ছবি

অভিনন্দন। কেউই যেটা বলে নাই: এ কিস্তিতে যারা সচল হইছেন খাওয়া দাওয়া দ্যান।

আনন্দী কল্যাণ এর ছবি

হাঁসকে ধরেন আলমগীর ভাই। ধন্যবাদ হাসি

পলাশ রঞ্জন সান্যাল [অতিথি] এর ছবি

সচলত্বের অভিনন্দন।
পলাশ রঞ্জন সান্যাল

আনন্দী কল্যাণ এর ছবি

অনেক ধন্যবাদ হাসি

অতিথি লেখক এর ছবি

অভিনন্দন। হাসি

অনন্ত

আনন্দী কল্যাণ এর ছবি

ধন্যবাদ হাসি

বোহেমিয়ান এর ছবি

বিশাআআল অভিনন্দন আপু হাসি
_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

আনন্দী কল্যাণ এর ছবি

বিশাআআল ধন্যবাদ হাসি

স্পর্শ এর ছবি

অভিনন্দন!


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

আনন্দী কল্যাণ এর ছবি

ধন্যবাদ হাসি

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

নাজিম হিকমাতের কবিতার নামের মত পোস্টের শিরোনাম দেখেই বুঝেছিলাম ঘটনা কী। ঘটনা প্রত্যাশিত, যথাসময়ে এমনটা হবারই কথা।

সচলাভিনন্দন!!!

এবার সিলিভিয়া প্লাথের কবিতার বাংলা রূপান্তর কি পাওয়া যাবে?



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

আনন্দী কল্যাণ এর ছবি

ধন্যবাদ পাণ্ডবদা হাসি

কবিতা অনুবাদ করতে চাই প্লাথের কিন্তু ভয় লাগে মন খারাপ

বাউলিয়ানা এর ছবি

সচল হবার জন্য অভিনন্দন গ্রহন করুন।

হাসি

আনন্দী কল্যাণ এর ছবি

করলাম হাসি

অনুপম ত্রিবেদি এর ছবি

বড়ই আনন্দের সংবাদ ... অভিনন্দন ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

আনন্দী কল্যাণ এর ছবি

দেঁতো হাসি

ওডিন এর ছবি

অভিনন্দন! হাসি
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

আনন্দী কল্যাণ এর ছবি

অনেক ধন্যবাদ হাসি

মুস্তাফিজ এর ছবি

শুভেচ্ছা এবং অভিনন্দন।

...........................
Every Picture Tells a Story

আনন্দী কল্যাণ এর ছবি

অনেক ধন্যবাদ হাসি

মর্ম এর ছবি

মন ছুঁয়ে যাওয়া দারুণ সব গল্প লেখা আনন্দীদি'র কী-বোর্ড থেকে আরো চমৎকার সব লেখা পাবার আশায় রইলাম।

আন্তরিক অভিনন্দন!!!
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।