ভাংগনের বেদনা বোধ করি সৃষ্টিশীল মানুষেরই থাকে । ভাংগনের ব্যথা তার একাকী অলংকার বলেই সৃষ্টির উল্লাস ও তার নিজস্ব অহংকার হয়ে উঠে । বিনাশ ও বিন্যাস তীব্র নান্দনিকতা এই সব মানুষের জন্যি । 'ভেংগে আবার গড়তে জানে সে চির সুন্দর '
(কল্পিত)
।১।
জমিলা সারাটাদিন মানুষের বাসায় কাজ করে বাচ্চা দুটোর মুখে ভাত জোগাতে পারে না। চেয়ে চিন্তে কোন রকমে চলে। বড়টা চার বছর বয়স। ছোটটা এক। চার বছরের বাচ্চাটার কাঁধে ছোটটার দায়িত্ব চাপিয়ে সকালে, দুপুরে আর সন্ধ্যায় তিন জায়গায় কাজ করে।