ক্যারোলিনার বাড়ি ফেরা-১
-----------------------------------------------------------
পুরোটা বিকেল কাটলো তার ভালো লাগা ঘোরে ।
ঘোর কাটলো সন্ধ্যেবেলা । ঘোর কেটে গেলো, যখন মধ্যবয়স্ক লিথুনিয়ান মহিলা তাকে নতুন পোষাক পড়তে দিলো । এতো খাটো পোষাক ক্যারোলিনা কোনোদিন পড়েনি এর আগে ।
১। ভূমিকা
সরকারী বাঙলা কলেজে আমার সবচেয়ে বেশী পরিবর্তন হয়েছে। স্কুলে আমি ছিলাম নার্ডি পড়ুয়া টাইপের বোকাসোকা একটা ছেলে। কলেজে উঠে সেই খোলশটা ছাড়ানোর সুযোগ পেলাম।