ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ১০

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বিষ্যুদ, ২৫/০৪/২০১৩ - ১:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ব্যানারশিল্পীদের কাছ থেকে অপূর্ব সব ব্যানারে প্রতিদিন সজ্জিত থাকতে চায় সচলায়তন। সচলায়তনে যে কেউ ব্যানার পাঠাতে পারেন। টেক্সটে সচলায়তনের নাম আর শ্লোগান [চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির] রাখতে হবে ব্যানারে, তবে শ্লোগানটা ঐচ্ছিক, আবশ্যিক নয়। আকার ৯৬৫x১৫০ পিক্সেল। ফাইল সাইজ ৫০ থেকে ১০০ কিলোবাইটের মধ্যে। ইমেইল করে দিন banner এট সচলায়তন ডট com বা contact এট সচলায়তন ডট com।

ব্যানার নিয়ে যে কোনো প্রতিক্রিয়া জানাতে পারেন এখন থেকে এই পোস্টে। যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীর কাজ ব্যানারে শোভা পাবে, তাই এই ধারাবাহিক পোস্টে যুক্ত হবে সব শিল্পীর নামই।

সকলকে ধন্যবাদ। সচল থাকুন, সচল রাখুন।

ব্যানার নিয়ে প্রতিক্রিয়া
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ২
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৩
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৪
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৫
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৬
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৭
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৮
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৯


মন্তব্য

স্যাম এর ছবি


(জিএম তানিম এর ব্যানার সাভার ট্র্যাজেডির পর)

।।।। শোক প্রকাশের ভাষা নেই ।।।।

স্যাম এর ছবি


জি এম তানিম কে ধন্যবাদ

তারেক অণু এর ছবি

কি তামশা! দিলাম একটা ঘষা পড়া ছবি! আর কী ঝকঝকে ব্যানার! স্যাম দা রক্স!

মৃষৎ (অফলাইন) এর ছবি

অনন্যা!

অতিথি লেখক এর ছবি

স্যামের আরেকটা মাস্টারপীস।
রু

অতন্দ্র প্রহরী এর ছবি

অসাধারণ ব্যানার। দুর্দান্ত একটা ছবি।

স্যাম এর ছবি

ছবি, লেখা সব ই অণু দার - আমি অপারেটর হিসেবে কাজ করেছি । ধন্যবাদ সবাইকে।

জোহরা ফেরদৌসী এর ছবি

পাখিদের ব্যানারটা অদ্ভুত!

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

স্যাম এর ছবি


বিদায়, সজল খালেদ
উজানগাঁ কে ধন্যবাদ

তারেক অণু এর ছবি

মন খারাপ এভাবে উনাকে ব্যানারে দেখব ভাবি নি কোনদিন মন খারাপ

Ratul এর ছবি

আমাদের জাতীয় বীর বিদায় নিলো। সালাম তোমায়।

জোহরা ফেরদৌসী এর ছবি

স্যাম, নজরুল ব্যানারটা দেখে আবারো মুগ্ধ হ’লাম আপনার কাজের। অবশ্য এ আর নতুন কি, বলুন? দীর্ঘজীবী হোন, সৃষ্টিশীল থাকুন।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

তারেক অণু এর ছবি

হিট

ফাহিম হাসান এর ছবি

স্যাম্ভাইকে একটা সাব্বাসী দিয়ে গেলাম - ব্যানার বরাবরের মতই দুর্দান্ত কিন্তু কবিতার লাইনটা এক্কেবারে মোক্ষম হয়েছে

স্যাম এর ছবি


অনেক ধন্যবাদ জোহরা'পা, অণুদা, ফাহিম ভাই হাসি কবিতার লাইনটা নজরুলের লেখা কিন্তু মনে পড়েছে ইনফেমাস অণুদার কল্যাণে খাইছে

তারেক অণু এর ছবি

আমার সন্দেহ হইছিল ! এখন টেকা দেন, দুবাই যামু খাইছে

স্যাম এর ছবি

দুবাই?! আপনি না বিদেশী ফয়'স লেক (LAKE BLED) যাবেন? দেঁতো হাসি

তারেক অণু এর ছবি

হ, সাথে ক্রোয়েশিয়া। দুবাই যামু তারপরে, ইয়ে টাকা দেবেন না ইউরো?

তাপস শর্মা এর ছবি

অনেকদিন পর ব্যানারজির ব্যানারের জন্যে কমেন্ট করলাম। বরাবরের মতো অসাধারণ কাজ চলছে হে স্যাম ম্যান...

স্যাম এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

স্যাম এর ছবি


সিমন আহত হওয়ার পর 'তুষার' এর ব্যানার।

সুজন চৌধুরী এর ছবি

স‌্যাম'দা, দারুণ হয়েছে ঋতুপর্ণ কে নিয়ে করা ব্যানারটা!! দারুণ!

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

স্যাম ভাই, সুন্দর ব্যানার। রু

sabeka এর ছবি

এই ব্যানারটা আজ সচলায়তনে দেখে খুব ভাল লাগছে ।
চলুক

স্যাম এর ছবি


ধন্যবাদ সবাইকে। ব্যানারের মূল কৃতিত্ব অতন্দ্র প্রহরীর

অতন্দ্র প্রহরী এর ছবি

শুধু শুধু আমাকে কৃতিত্ব দিয়ে আর লজ্জা দিয়েন না স্যাম ভাই।
আজকে অফিসে কাজের ফাঁকে একবার ল্যাপটপ খুলে সচলায়তন চালু করলাম। তখন এই ব্যানার দেখে, বিশ্বাস করবেন না, স্রেফ মুগ্ধ হয়ে গেলাম! প্রথম দর্শনেই খুব, খুব, খুবই ভালো লাগল। আপনি সত্যিই একজন ভীষণ গুণী শিল্পী। আপনার কাজের প্রতি আমার ভালোলাগা বরাবরের, আজকে সেটা আরও বাড়ল। এত পরিচ্ছন্ন আর ছিমছাম আপনার কাজ! সত্যিই দারুণ। বিশেষ ধন্যবাদ আপনাকে, প্রিয় একজন মানুষকে নিয়ে ব্যানারটা করার জন্য।

স্যাম এর ছবি

লইজ্জা লাগে
ঋতুপর্ণ এর লেখাগুলো সব আপনার পোস্ট থেকে নেয়া - আপনার লেখা নিয়ে নজরুল ভাই এর মন্তব্যটা কিন্তু দারুন সত্যি। তবে এরকম ব্যানার চাইনা করতে হোক। ব্যানার গুলোর দিকে তাকিয়ে দেখুন - মন খারাপ করা, কস্টের, প্রিয়জন হারানো, বেদনায় নীল একেক টা ব্যানার, কালো যেন হয়ে উঠছে আমাদের প্রতিদিনের রঙ। এরকম না হোক, সচলায়তনে একটা খুশির ব্যানার হোক, কয়েকটা হোক, গার্মেন্টস এর মানুষেরা সহ সবাই নিরাপদে থাকুক, সিমন ফিরে আসুক, শুভ কিছু হোক সবার জীবনে। ...অন্তত কিছু সময়ের জন্য একটা বিরতি আসুক এই নিষ্ঠুর দিনরাত্রির...
ধন্যবাদ অতন্দ্র প্রহরী।

অতন্দ্র প্রহরী এর ছবি

শেষের কথাগুলোর সাথে একাত্মতা জানালাম। আমাদের দিনগুলো হোক সুন্দর, চিন্তামুক্ত, নির্ঝঞ্ঝাট।

আমার পোস্ট থেকে লেখাগুলো নিয়েছেন জন্য খুব সম্মানিত বোধ করলাম, স্যাম ভাই। আরেকবার আপনাকে খাটো করে দেই নাহয়... ধন্যবাদ। হাসি

তারেক অণু এর ছবি

আমার দেখা সেরা ব্যানারগুলোর মধ্যে একটা। যদিও এভাবে উনাকে এত তাড়াতাড়ি ব্যানারে দেখব চিন্তাও করি নাই।

কিন্তু স্যামদার কাজের এই দিকটা সম্পূর্ণ নতুন একটা আঙ্গিক, যেমন উনার ব্যানারে একঘেয়েমি থাকে না, কেবল একটা ছবি আর দুইটা সংলাপ দিয়েই শেষ হয়ে যায় না, সেখানে কিছু রঙ উড়ে বেড়ায়, কোণে কোণে নানা পরতের চিন্তা থাকে, নতুন দৃষ্টিকোণ থাকে, অনেক ব্যানার দেখেই মুখ দিয়ে বাহির হয় - আইস শালা, মন্তব্য। সূক্ষ, অসম্ভব সূক্ষ কিছু ডিটেইল থাকে, মাঝে মাঝে গুজে দেওয়া কিছু ধাধার মত কোড থাকে, যা প্রস্ফুট না কিন্তু চোখের সামনে দৃশ্যায়মান। ওস্তাদশিল্পীর মতই স্যাম দা সেই খেলা করতে পচ্ছন্দ করেন নিজের সৃষ্টি নিয়ে, নব নব ভাবে গড়েন, ভাঙ্গেন চিন্তা চেতনা রঙ।

হ্যাটস অফ স্যাম দা , আমার সামর্থ্য থাকলে বিশ্বের সব শহরে আপনার কাজ করা ক্যানভাস রাখতাম

স্যাম এর ছবি

!!!
অন ক্লাউড নাইন
!!!

সত্যপীর এর ছবি

স্যাম আপনার সাথে আমার একদিন দেখা হবে। সেদিন শুধু এই ব্যানারের জন্যই আপনার খাবারের বিল আমি দিব, যা খাইতে চান যেখানে খাইতে চান। এই ব্যানারটা একটা শিল্প।

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি

আমি সকালেই ভাবছিলাম স্যামদারে ফোন দিমু আজম খানের ব্যানার চাই বলে। দেঁতো হাসি কিন্তু আবার এই ভাবছি , নাহ সে ঠিকই করবে!

সত্যপীর এর ছবি

হ স্যাম পুরুষ নয় মহাপুরুষ।

আসেন গান শুনি। টাকা বলো ধন বলো বাড়ি বলো গাড়ি বলো সবই যাবে হাওয়ায় উড়ে ইস্রাফিলের শিঙ্গার সুরে হে আল্লা হে আল্লা রে। হে আল্লা হে আল্লা রে। এতো সুন্দর দুনিয়ায়...

..................................................................
#Banshibir.

স্যাম এর ছবি

মিসড ইট! এই গান টা ব্যানারে দেয়া হয় নাই - খুব পছন্দের!! এতো সুন্দর দুনিয়ায়... আহ!!!

স্যাম এর ছবি

ধুর! মাঝখান থেকে ফোন টা মিস করলাম!!! আগে জানলে... দেঁতো হাসি
আমি তারে পেয়েও হারাইরে, আমি তারে পেয়েও হারাইরে...। এজন্যই গুরু!!!!

স্যাম এর ছবি

হাহাহাহহা - চাঁনখার পুলে প্যাডেল মেরে নীরবে/মিতালীতে নাকি 'চাপ সামলাও' তে যাব আপনার সাথে, কিন্তু আমার একজন গেস্ট এলাউ করতে হবে। সিমনের খুব পছন্দ চাপ সামলাও। তবে নীরবে গেলেও ও থাকবে। ঠিক আছে পীরবাবা??

(অনেক ধন্যবাদ)

সত্যপীর এর ছবি

অপকুর্স!

..................................................................
#Banshibir.

অতন্দ্র প্রহরী এর ছবি

স্যাম ভাই, ব্যানারটা মারাত্মক ভালো হয়েছে। আপনি নিজেই নিজেকে আরও একবার ছাড়ায়ে গেলেন। আপনার কাজের ক্ষেত্রে প্রশংসাসূচক শব্দে টান পড়ে যায় আজকাল। কী আর বলব, শুধুই মুগ্ধতা। হাসি

স্যাম এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

স্যামদা দিন্দিন অমানুষ হয়ে যাচ্ছেন

______________________________________
পথই আমার পথের আড়াল

উজানগাঁ এর ছবি

চলুক

স্যাম এর ছবি

ভাল যখন লেগেছে রেফারেন্স দিয়ে রাখি

ধন্যবাদ নজরুল ভাই, উজানগাঁ

জোহরা ফেরদৌসী এর ছবি

কল্পনা চাকমার পোস্টারটা অসাধারণ। কিন্তু মন খারাপ করে দেয়। কতদিন হয়ে গেল...

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

স্যাম এর ছবি

হুম কতদিন হয়ে গেল... ... অবাক লাগে সাধারণ একজন মানুষ কে রাষ্ট্রের কাছে যখন এতটা ভয়ঙ্কর মনে হয়, হিসেব মেলেনা যখন গোলাম আযমকে ভয়ঙ্কর মনে হয়নি।

অমি_বন্যা  এর ছবি

আশরাফ স্যার আমার খুব প্রিয় একজন শিক্ষক। তার ছবি দেখে ভালো লাগছে।

স্যাম এর ছবি


প্রয়াত কবি খোন্দকার আশরাফ হোসেন কে নিয়ে সচল অর্ফিয়াস এর ব্যানার ।

লুব্ধক এর ছবি

শ্রদ্ধা: জাহানারা ইমাম....

মে ১৯২৯ - জুন ১৯৯৪

স্যাম এর ছবি

তারেক অণু এর ছবি
সাক্ষী সত্যানন্দ এর ছবি

গুরু গুরু

জি.এম.তানিম এর ছবি

দুইদিন ধরে এই ব্যানারের অপেক্ষায় ছিলাম...

বরাবরের মতোই অপূর্ব স্যাম ভাই!

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

তারেক অণু এর ছবি

উত্তম জাঝা! হাততালি হাততালি ওয়াও !

মৃষৎ এর ছবি

হ্যাটস অফ স্যাম দা , আমার সামর্থ্য থাকলে বিশ্বের সব শহরে আপনার কাজ করা ক্যানভাস রাখতাম

প্রিয় সচল বড় প্রিয়। সে আরো প্রসারিত হোক, চলে যাক গ্রাম-বন্দর ছাড়িয়ে আরো শিকড়ের মানুষের কাছাকাছি।

তাপস শর্মা এর ছবি

স্যাম ম্যান। টুপি খুলে স্যালুট

অতন্দ্র প্রহরী এর ছবি

স্যাম ভাই, দুর্দান্তিস! হাসি

তিথীডোর এর ছবি

দুর্দান্ত!!

গুরু গুরু

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

জোহরা ফেরদৌসী এর ছবি

শুভ জন্মদিন, সচলায়তন। সৃজনশীল লেখায়, ছবি, গান, সুরে ভরা থাক সচলায়তন। সৃষ্টিশীল মানুষের প্রেরনা হয়ে থাকো, সচলায়তন।

স্যাম, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি চমৎকার ব্যানারটির জন্য।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

লুব্ধক এর ছবি

"চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির"- এই প্রত্যয়ে সচলায়তন সচল থাকুক সবসময়।

সচলায়তনের আগামী দিনগুলির জন্য শুভ কামনা রইল।

স্যাম এর ছবি

সচলায়তনের জন্মদিনের ব্যানার করতে পারা দারুন এক সৌভাগ্যের ব্যাপার, আনন্দের ও - যখন জানি আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে হাসি

স্যাম এর ছবি

চলে গেলেন মুক্তির গান এর মুক্তিযুদ্ধের বিপুল ভট্টাচার্য্য। তাকে নিয়ে ব্যানার করার জন্য উজানগাঁ কে ধন্যবাদ

তানিম এহসান এর ছবি

বহুদিন পর উজানগাঁ’র করা ব্যানার পেলাম। চলুক

লুব্ধক এর ছবি

শ্রদ্ধা: বিপুল ভট্টাচার্য্য....

১৯৫৫-২০১৩

"মুক্তির গান" এর অগ্রদূতদেরকে আমরা খুব দ্রুত হারিয়ে ফেলছি।

আয়নামতি এর ছবি

পত্রিকা পড়া ছেড়ে দিয়েছি। দেশের ঘটনা সেভাবে জানতে পারিনা(লজ্জা লজ্জা) সচলে এলে ব্যানার দেখে কতবারই যে জেনেছি হারানো কিংবা প্রাপ্তির খবর! বিপুল ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা। আর ব্যানার শিল্পীকে অনেক ধন্যবাদ।

প্রতিদিনই প্রায় শংকায় কাটে এই বুঝি শুনতে হবে অমোঘ সেই খবর! সময়ের ব্যাপার মাত্র,,,, কেউ ব্যনাবেন তাঁকে নিয়ে একটা ব্যানার? আমি নেলসন ম্যান্ডেলার কথা বলছি। একজন আলোয় ভরা কালো মানুষ!!!

স্যাম এর ছবি


গুরু গুরু
গোলাম আজমের ফাঁসি চাই

তারেক অণু এর ছবি
সাক্ষী সত্যানন্দ এর ছবি

গুল্লি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

কড়িকাঠুরে  এর ছবি

গোআ'র ফাঁসি চাই...

স্যাম এর ছবি

স্কেচঃ সুজন চৌধুরী, ব্যানারঃ উজানগাঁ, লেখাঃ ?

উজানগাঁ এর ছবি

লেখা: লুৎফর রহমান রিটন ভাই

স্যাম এর ছবি

মায়েস্ত্রো কম্বিনেশন গুরু গুরু

আয়নামতি এর ছবি

গুরু গুরু

লেজকাটা শেয়াল এর ছবি

যত দেখি মুগ্ধ হয়!
-লেজকাটা শেয়াল

মৃত্যুময় ঈষৎ এর ছবি

সাংঘাতিক সুন্দর ব্যানার চলুক


_____________________
Give Her Freedom!

স্যাম এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- কবি

লুব্ধক এর ছবি

শ্রদ্ধা: বেলাল মোহাম্মদ....

১৯৩৬-২০১৩

স্যাম এর ছবি


জীবনের বেশির ভাগ সময় তিনি ছিলেন নিভৃতে। শ্রদ্ধা।

রাত-প্রহরী এর ছবি

ম্যাক, তুমি অদ্বিতীয়।
গুরু গুরু

---------------------------------
কামরুজ্জামান পলাশ

সাক্ষী সত্যানন্দ এর ছবি

যাক, ভাবতে ভাবতেই করে ফেললেন...

রবিবুড়ো'র জন্য শ্রদ্ধা
প্রিয় ব্যানার্জী'র জন্য আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

স্যাম এর ছবি


ধন্যবাদ, ব্যানারের টেক্সট আর্ট টি করেছেন Juan Osborne, তাকে লিখেছিলাম সচলায়তনের জন্য ব্যানার করতে চাই, সাথে সাথেই অনুমতি দিয়েছিলেন। মূল ছবি-

তারেক অণু এর ছবি
মেঘা এর ছবি

অসাধারণ স্যাম'দা। এই বুড়োর চোখের মত আর কারও চোখ দেখি নি। কিছুক্ষণ বিহ্বল হয়ে তাকিয়ে ছিলাম!

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

আয়নামতি এর ছবি

আরে ধুর! কোথায় হেনরি ক্যাভিলের চোখ আর কোথায় এই বুড়োর চোখ খাইছে
তবে ব্যানারটা খাসা চলুক

জোহরা ফেরদৌসী এর ছবি

স্যাম, বুড়োকে নিয়ে করা এই ব্যানারটা “অমানবিক” হয়েছে। আরো একবার তাঁর প্রেমে পড়লাম যথারীতি। আপনার গুণের কথা আর নাই বলি।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

অতিথি লেখক এর ছবি

পুরাই একমত
- একলহমা

অতিথি লেখক এর ছবি

ডুপ্লি, ঘ্যাচাং
- একলহমা

অতিথি লেখক এর ছবি

Juan Osborne-এর করা টেক্সট আর্ট এবং তা থেকে বানান আপনার ব্যানার - দুই-ই অসাধারণ!
- একলহমা

অতিথি লেখক এর ছবি

ব্যানারগুলো নিয়ে একটা আর্কাইভ করা যায় না?
রবিঠাকুরের ব্যানারটা অসাধারন হয়েছে।
--------------
মিলন

সাক্ষী সত্যানন্দ এর ছবি

শ্রদ্ধা শ্রদ্ধা

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

লুব্ধক এর ছবি

শ্রদ্ধা....

তারেক মাসুদ: ৬ ডিসেম্বর ১৯৫৬ - ১৩ আগস্ট ২০১১

এবং

মিশুক মুনীর: ২৪ সেপ্টেম্বর ১৯৫৯ - ১৩ আগস্ট ২০১১

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

স্যাম, তারেক মাসুদ ও মিশুক মুনীরকে নিয়ে করা ব্যানারটির জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। দুই বছরে এই নৃশংস ঘটনাটি মোটামুটি ধামাচাপা পড়ে গেছে। আপনি মনে রেখেছেন সেজন্য ধন্যবাদ।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

স্যাম এর ছবি

ধন্যবাদ সবাইকে

সাক্ষী সত্যানন্দ এর ছবি

বঙ্গবন্ধুর জন্য মোম জ্বেলে কুলিয়ে ওঠা যাবে না

ধন্যবাদ স্যাম।
আচ্ছা কবিতাটা কার?

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

স্যাম এর ছবি

আকতার আহমেদ এর লেখা http://www.sachalayatan.com/akter/26420

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
- একলহমা

অতিথি লেখক এর ছবি

জানি, সত্যানন্দ ঠিক-ই বলেছেন, "বঙ্গবন্ধুর জন্য মোম জ্বেলে কুলিয়ে ওঠা যাবে না" তবু,
শ্রদ্ধা
যেমন হয় স্যাম, আপনার সমস্ত ব্যানার - অসাধারণ!
- একলহমা

সত্যপীর এর ছবি

একশোতে একশো।

..................................................................
#Banshibir.

সুরঞ্জনা এর ছবি

অসাধারণ একটা ব্যানার হয়েছে স্যাম ভাই।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

স্যাম এর ছবি

অনেক ধন্যবাদ সত্যপীর, সুরঞ্জনা হাসি

অতিথি লেখক এর ছবি

হিমুর ব্লগ পড়তে পড়তে কিছুদিন আগে কবিতাটি 'আবিষ্কার' করি এবং মুগ্ধ হই। এবার সেই কবিতার আমার সবচেয়ে ভাললাগা অংশ সমন্বয়ে তৈরী এই অনুপম সুন্দর ব্যানার দেখেও মুগ্ধ হলাম।
- একলহমা

স্বপ্নীল সমন্যামবিউলিসট এর ছবি

এই ব্যানারটার ভেতরে তাকালে মনে হয় অনেক দূর দেখা যাবে। রঙের অসাধারণ ব্যবহারের জন্য অভিনন্দন।

-------------------------------------------------
ভালবাসা কেবল নিজেকে দেয় এবং নিজ থেকে নেয়-
ভালবাসার যেমন নিজেরও কিছু নেই, তেমনি সেও কারো নয়;
কেননা, ভালবাসার জন্য শুধু ভালবাসাই যথেষ্ট।

মৃষৎ এর ছবি

মুকুটহীন নবাবের চোখের আগুনে কারার ঐ লৌহকপাট গলে গিয়েছিল একদিন..... মন খারাপ

তিথীডোর এর ছবি

অসাধারণ স্যাম ভাই!
আপনার প্রশংসাযোগ্য শব্দ খুঁজে পাই না।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

এক লহমা এর ছবি

খুব সুন্দর, খুব।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

ইয়াসির আরাফাত এর ছবি

মনে রাখবার মত ব্যানার। অনেক ধন্যবাদ স্যাম।

বিদায় আনু ভাই

স্যাম এর ছবি

ধন্যবাদ সবাইকে - মৃষৎ, তিথীডোর, এক লহমা, ইয়াসির আরাফাত ---- এবারো তার ছবি পাচ্ছিলাম না যেমন পাচ্ছিলামনা বেলাল মোহাম্মদ চলে যাওয়ার পর, সচল সুমন চৌধুরী যখন জানালেন একটা ব্যানার করতে হবে। নেট জুড়ে সব তার অসুস্থ হওয়ার পরের ছবি, ১/২ টা সিরাজুদ্দৌলা - কিন্তু মনে পড়ছিল জীবন থেকে নেয়া, অরুণোদয়ের অগ্নিস্বাক্ষী, গোলাপী এখন ট্রেনে - ইউটিউব আশীর্বাদ হয়ে দেখা দিল - আমার সোনার বাংলা, কারার ঐ লৌহ কপাট, আছেনা আমার মুক্তার এ লিপ্সিং করা আনোয়ার হোসেন এর স্ক্রীণশট নিয়ে হয়ে গেল এবারের ব্যানার। সচলায়তন আবারো বাংলাদেশের গুণী আরেক সন্তানকে বিদায় জানাল - শ্রদ্ধায়।

এক লহমা এর ছবি

কোনদিন কি আপনার সাথে সামনা সামনি বসা হবে, কে জানে! আমার তো প্রার্থনা নেই, তাই আকাঙ্খা রাখি, এই ভাবেই আরো অজস্র শিল্প সৃষ্টি করে চলুন অনেকদিন ধরে।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

চরম উদাস এর ছবি

দারুণ ব্যানার

দুর্দান্ত এর ছবি

(‌Y)

সাক্ষী সত্যানন্দ এর ছবি

শ্রদ্ধা

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

মান্না দের বিদায়ে ব্যানারটা অসাধারণ হয়েছে।

____________________________

তাপস শর্মা এর ছবি

জলসাঘর থেকে দূরে কোথাও আড্ডায় কিংবা অভিমানে আপনার কথা মনে পড়বে বারবার। বিদায় মান্না দে...

ব্যানারটির জন্যে ধন্যবাদ স্যাম-ম্যান

সাক্ষী সত্যানন্দ এর ছবি

শ্রদ্ধা
মানুষগুলো একে একে ব্যানার হয়ে যাচ্ছে মন খারাপ
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- স্যাম ভাই

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

মাত্র কলরবে লিখতে যাচ্ছিলাম যে সুকুমার রায়ের জন্মদিনের ব্যানার কই, ঠিক তক্ষনই উজানগাঁর ব্যানার!

ধন্যবাদ চমৎকার ব্যানারটির জন্য।

____________________________

তারেক অণু এর ছবি

সুকুদার ব্যানার দেখে ভাল লাগল

মৃষৎ এর ছবি

স্যামদা, ভীষণ সুন্দর হয়েছে যতটা সুন্দর টাইগার সিদ্দিকুরের জন্য হোয়া প্রয়োজন হাসি

স্যাম এর ছবি

আরে নাহ! এই টাইগারদের ধারণ করার মত শব্দই খুঁজে পাইনি, ছবিও না - প্রেরণা হয়ে থাকুক সিদ্দিকুর এর সংগ্রাম আর তার প্যাশন আমাদের যার যার কাজের ক্ষেত্রে।
মৃষৎ আপনার ভাল লাগা জানানোর জন্য ধন্যবাদ। উনার ভাল কোন ছবি পেলে প্লিজ শেয়ার যাতে ভবিষ্যতে আসলেই সুন্দর কিছু করা যায় - আমি নিশ্চিত এমন উপলক্ষ্য সিদ্দিকুর আমাদের আরো এনে দেবে।

অতিথি লেখক এর ছবি

শচীন টেন্ডুলকার কে নিয়ে কি একটা ব্যানার পেতে পারি?

মাসুদ সজীব

স্যাম এর ছবি

ওহ হো!

স্যাম এর ছবি


বাংলা ব্লগের মধ্যে সচলায়তনই প্রথম শোক ও শ্রদ্ধা জানায় এই মুক্তিযোদ্ধার চির বিদায়ে...
ব্যানার করেছেন মুস্তাফিজ ভাই

অতিথি লেখক এর ছবি

আপনার ব্যানার একটা সব সময় আরেকটাকে ছাড়িয়ে যায় সবসময়। নতুনত্ব আর অভিনব বিষয় সেটাকে এত আকর্ষনীয় করে তোলে যে চোখে আর মনে থেকে যায় তার রেশ দীর্ঘ দিন। সিদ্দিকুর রহমানকে নিয়ে করা ব্যানারটি সেই অভিনব বিষয়াবলীর প্রকাশ । চলুক

মাসুদ সজীব

স্যাম এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সত্যপীর এর ছবি

ঘুম ভাঙ্গা পথ
শেষ হতে বল কত বাকি
ভোর হবে বলে চোখ মেলে রাখি।

..................................................................
#Banshibir.

কড়িকাঠুরে এর ছবি

কিন্তু, 'যাই পেরিয়ে সকার দুপুর রাত/যাই পেরিয়ে নিজের ছায়া- বাড়িয়ে দেয়া হাত...
ভাল থাকবেন প্রিয় সঞ্জীব দা

স্যাম এর ছবি

চলুক

সাক্ষী সত্যানন্দ এর ছবি

জগদীশ বসুর জন্য শ্রদ্ধা... উজানগাঁ'র জন্য উত্তম জাঝা!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সত্যপীর এর ছবি

দারুণ।

..................................................................
#Banshibir.

স্যাম এর ছবি

ধন্যবাদ পীরসাব হাসি

অতিথি লেখক এর ছবি

এই ব্যানারটাও ভালো হয়েছে, কিন্তু বিজয় কিংবা স্বাধীনতা বললেই লাল সবুজ ভেসে ওঠে চোখে, তাই বিজয়ের মাসে ব্যানারে লাল সবুজ দেখতে বেশি ভালোলাগে আমার। ব্যানারে লাল সবুজকে পেতে চাই।

মাসুদ সজীব

স্যাম এর ছবি

শেষ ব্যানারটার চাইতে কম লাল সবুজ এটাতে, আবার হয়ত বেশি চলে আসবে কোনটাতে, ধন্যবাদ মাসুদ সজীব।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মন খারাপ
বিদায় মাদিবা শ্রদ্ধা
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- স্যাম্ভাই

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মৃত্যুময় ঈষৎ এর ছবি


No one is born hating another person because of the colour of his skin, or his background, or his religion. People must learn to hate, and if they can learn to hate, they can be taught to love, for love comes more naturally to the human heart than its opposite."- Mandela THE GREAT


_____________________
Give Her Freedom!

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আরে, দারুন হাততালি
কমেন্টে ব্যানারের ছবি যোগ করতে হয় কেম্নে? ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ফাহিম হাসান এর ছবি

স্যাম ভাই, এই ব্যানারটা ফেইসবুকের টাইমলাইনে ব্যবহার করতে চাই-ই-ই

স্যাম এর ছবি

কোনটা? দুঃখিত - মিস করে গেছি মনে হয়

অতিথি লেখক এর ছবি

শুভ নববর্ষ স্যাম ভাই হাসি , সবসময়ের মতো নববর্ষের ব্যানারটাও দারুন হয়েছে হাততালি

মাসুদ সজীব

স্যাম এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

এক লহমা এর ছবি

শুভ নববর্ষ স্যাম ভাই।
খুব ভাল লেগেছে নববর্ষের ব্যানার।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

স্যাম এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অতিথি লেখক এর ছবি

সুন্দর এবং অর্থবহ একটা ব্যানার। ভালো লাগা থাকল।

ইউক্লিড

রোমেল চৌধুরী এর ছবি

বর্ণমালার অপূর্ব এক বর্ণমেলা যেন !

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

এক লহমা এর ছবি

খুব মনভরানো ব্যানার হয়েছে। হাততালি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাফিনাজ আরজু এর ছবি

স্যাম ভাই দ্যা বস ! হাসি
দারুন স্যাম ভাই।

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

সাফিনাজ আরজু এর ছবি

আবার ফেব্রুয়ারী ...... আরেকটি মাস্টার পিস।
ধন্যবাদ স্যামদা। হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

আয়নামতি এর ছবি

দারুণ ব্যানার কিন্তু আংকেল স্যাম দেঁতো হাসি হাততালি

সাফিনাজ আরজু এর ছবি

আহ পলাশ! আহা বসন্ত !
দারুন ব্যানার হয়েছে নজরুল ভাই।
অসাধারণ।
আপনার ব্যানার ফেব্রুয়ারী মাসে দেশের বাইরে থাকার আক্ষেপটা আরও বাড়িয়ে দিল। মন খারাপ

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ধন্যবাদ অশেষ

______________________________________
পথই আমার পথের আড়াল

সত্যপীর এর ছবি

ধন্যবাদ নজরুল ভাই।

..................................................................
#Banshibir.

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

______________________________________
পথই আমার পথের আড়াল

সাফিনাজ আরজু এর ছবি

নজরুল ভাই, একুশে ফেব্রুয়ারির এই অসাধারণ ব্যানারটির জন্য গুরু গুরু
কৃতজ্ঞতা রইল।
দারুন ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি,একুশে ফেব্রুয়ারি...........................

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

______________________________________
পথই আমার পথের আড়াল

ফাহিম হাসান এর ছবি

দারুণ ব্যানার হয়েছে নজরুল ভাই চলুক

স্যাম এর ছবি

নজরুল ভাই এর করা বেশ কিছু ব্যানার মন্তব্যের ঘরে না থাকায় আর দেখতে পাচ্ছিনা। চমতকার কিছু ব্যানার ভবিষ্যতের পাঠক রা যাতে মিস না করে নজরুল ভাই কি কষ্ট করে এখানে মন্তব্যে পোস্ট করতে পারেন?

মৃত্যুময় ঈষৎ এর ছবি

অপূর্ব হৈছে স্যামদা!


_____________________
Give Her Freedom!

স্যাম এর ছবি

অনেক ধন্যবাদ এই পাতায় এসে কষ্ট করে ভাললাগা জানানোর জন্য হাসি

স্পর্শ এর ছবি

ব্যানারটার জন্য ধন্যবাদ উজানগাঁ!

খুশবন্ত শিং কে নিয়ে সচলায়তনে তেমন আলোচনা চোখে পড়েনি। অসাধারণ এক গল্পকার ছিলেন। তার বড়গল্পের মধ্যে দিল্লি পড়েছিলাম। একটা ছোটোগল্পের সংকলন পড়েছিলাম একটা। এরকম তার রসবোধের জুড়ি মেলা ভার।


ইচ্ছার আগুনে জ্বলছি...

উজানগাঁ এর ছবি

দিল্লিটা আমিও পড়েছিলাম। সেই বাংলাবাজারের সাহিত্য সাময়ীকিতে যখন ধারাবাহিক বেরোতো তখন। তার রসবোধ এককথায় ভয়াবহ !

উজানগাঁ এর ছবি

স্বাধীনতা দিবসের ব্যানারটা ভালো হইছে নজরুল ভাই।

সত্যপীর এর ছবি

আসলেও।

..................................................................
#Banshibir.

দুর্দান্ত এর ছবি

ওয়াটার কালার ভালূ পাই।

সত্যপীর এর ছবি

হ জব্বরৈছে।

..................................................................
#Banshibir.

স্যাম এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- দুর্দান্ত, সত্যপীর।

জি.এম.তানিম এর ছবি

চমৎকার ব্যানার স্যাম ভাই... শুভ নববর্ষ...

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

স্যাম এর ছবি

ধন্যবাদ জি এম টি - নববর্ষ উপলক্ষ্যে Purdue University এর বাঙ্গালীদের বানানো মুখোশ। সচলায়তনের জন্য ছবিটি দিয়েছেন মীমা... ব্যানারের মূল কৃতিত্ব এদের ।

অতিথি লেখক এর ছবি

কী সুন্দর ব্যানার! আমি তো প্রথমে দেখে হা করে তাকিয়ে ছিলাম।

স্যাম'দা- চার্লি চ্যাপলিন কে নিয়ে কি ব্যানার হবে?

কড়িকাঠুরে

স্যাম এর ছবি

ধন্যবাদ।
চার্লি চ্যাপলিন কে নিয়ে কি ব্যানার হতে পারে -

অতিথি লেখক এর ছবি

নজরুল ভাই এর করা বেশ কিছু ব্যানার মন্তব্যের ঘরে না থাকায় আর দেখতে পাচ্ছিনা। চমতকার কিছু ব্যানার ভবিষ্যতের পাঠক রা যাতে মিস না করে নজরুল ভাই কি কষ্ট করে এখানে মন্তব্যে পোস্ট করতে পারেন?

- উপরে ফাহিম ভাই'র মন্তব্যের প্রতিমন্তব্যে স্যাম ভাই।

ব্যানার পরিবর্তন করার পর সাধারণ পাঠকদের পূর্ববর্তী ব্যানার দেখার একটি চমৎকার উপায় এই "ব্যানার নিয়ে প্রতিক্রিয়া"। তবুও, এখানে মন্তব্যের ঘরে যদি কোনো ব্যানার পোস্ট হিসেবে না আসে তবে সে ব্যানার দেখার আর কোন উপায় থাকে না সাধারণ পাঠকদের। এরকম অনেক ব্যানারই পাঠকদের অদেখা থেকে যাবে এখানে না থাকার জন্য। তাই 'ব্যানার নিয়ে প্রতিক্রিয়া' যেহেতু একটি আর্কাইভের মতই, ব্যানারুগণ কি নতুন একটি ব্যানার টাঙানোর পরে নিজ উদ্যোগেই এখানের মন্তব্যের ঘরে ব্যানারটি জুড়ে দিতে পারেন? একটি নির্দিষ্ট ব্যানার সংক্রান্ত সকল ভাবনা-চিন্তা একসাথে আর একটু গোঁছানো অবস্থায় পাওয়া যাবে তাহলে(ধরে নিচ্ছি নির্দিষ্ট ব্যানার সংক্রান্ত মন্তব্য-প্রতিমন্তব্য ব্যানারুর করা প্রথম মন্তব্যের সূত্র ধরেই আসবে) আর প্রতিটি দৃষ্টিনন্দন ব্যানার তো থাকবেই।

কড়িকাঠুরে

স্যাম এর ছবি

কড়িকাঠুরে - নজরুল ভাই দেখি কি বলেন, অপেক্ষায়...

তারেক অণু এর ছবি

ধন্যবাদ স্যাম দা, যদিও এটি আপনার সেরা কাজগুলোর মধ্যে থাকবে বলে মনে হচ্ছে না। কিন্তু তারপরও আজকের দিনে গ্যাবো ছাড়া সবকিছুই ফাঁকা ফাঁকা লাগত

স্যাম এর ছবি


ধন্যবাদ অণু দা, গ্যাবো এর জন্য সুজনদার শ্রদ্ধাঞ্জলী টা ব্যানারে ব্যবহার করতে পারলে দারুণ হত!

আয়নামতি এর ছবি

চমৎকার সব ব্যানার দেখি আর মনে মনেই বলি, কী চমৎকার দেখা গেলো!
ধন্যবাদটা এসে দেয়া হয়না সময় মত। আজকেরটা দেখে এত্ত ভালো লাগলো স্যামদা!
দাস'দের নিয়ে একটা কচকচানি লিখেছি, দেবো কি দেবো না ভাবছি।
আপনার এই অতি চমৎকার ব্যানারটার জন্য কুটি কুটি ধন্যবাদ হাসি

তারেক অণু এর ছবি

দারুণ হয়েছে স্যাম দা ! আহমাদ মোস্তফা কামাল ভাইয়ের লেখা বাক্যটিও যথার্থ !

মৃত্যুময় ঈষৎ এর ছবি

দারুণ!


_____________________
Give Her Freedom!

সত্যপীর এর ছবি

দারুণ হৈছে বস। দশে দশ।

..................................................................
#Banshibir.

মেঘলা মানুষ এর ছবি

ব্যানারটার দিকে অনেক্ষণ তাকিয়ে ছিলাম, এটা আসলেই একটা "প্রভুখন্ড"

এক লহমা এর ছবি

অসাধারণ!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সুরঞ্জনা এর ছবি

উফ, আজকের ব্যানারটা সেরার সেরা! হাততালি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

স্যামদা, এই ব্যানারটা আমারে দিয়েন, বান্ধায়ে রাখবো

______________________________________
পথই আমার পথের আড়াল

তিথীডোর এর ছবি

স্যাম মহাশয়ের ডিএনএ ফৈক্ষা করা হোক। এই লোক অমানুষ! দেঁতো হাসি
গুরু গুরু

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

স্যাম এর ছবি

সবাইকে ধন্যবাদ।

স্যাম এর ছবি


এইভাবে মিছে বলে আর কত, থাক মা—
জানি ফিরে আসবে না কল্পনা চাকমা।
ফিরে আসে বারবার শকুনের শাসনই
বোকা মেয়ে তুমি বুঝি তাই ফিরে আস নি?
- আকতার আহমেদ

সত্যপীর এর ছবি

দুর্দান্ত।

..................................................................
#Banshibir.

স্যাম এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- যথেষ্ঠ না - দুর্গম পেজ এ প্রিয় লেখকের রেফারেন্সসহ মন্তব্য দেখলে মন কেমন করে তার কোন ইমো নাই। ভাষাও নাই।
ধন্যবাদ পীরসাব ...

রণদীপম বসু এর ছবি

এই ব্যানারে সচলায়তনের শ্লোগানটা কি আছে ? দেখা যাচ্ছে না মনে হয় ! না কি শ্লোগানটা বাদ দিয়ে দেয়া হয়েছে ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এক লহমা এর ছবি


সচলায়তন বর্ষপূর্তি-র ব্যানার অ সা ধা র ণ হয়েছে, ব্যানার্জী! অভিবাদন।
শুভ জন্মদিন সচলায়তন!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সত্যপীর এর ছবি

জটিল হৈছে হাততালি

..................................................................
#Banshibir.

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হ, মাগার জটিলেরে জটিল কৈয়া কোনও ফায়দা নাই চোখ টিপি
এককথা কইতে কইতে টায়ার্ড হয়া গেছি গা ওঁয়া ওঁয়া

স্যাম বানার্জী একখান স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের জটিল মাল দেঁতো হাসি
দেখা যাইব যে পরের ব্যানারডিরে আরও জটিল মনে হইতেছে রেগে টং

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

স্যাম এর ছবি

অশেষ ধন্যবাদ পীরসায়েব এবং মুরীদ সত্যানন্দ।
আইডিয়া চাই।

মাসুদ সজীব এর ছবি

হুমায়ুন আজাদের মৃত্যুবার্ষিকীতে কি উনাকে নিয়ে একটা ব্যানার দেখতে পারি স্যাম দা?

-------------------------------------------
আমার কোন অতীত নেই, আমার কোন ভবিষ্যত নেই, আমি জন্ম হতেই বর্তমান।
আমি অতীত হবো মৃত্যুতে, আমি ভবিষ্যত হবো আমার রক্তকোষের দ্বি-বিভাজনে।

সত্যপীর এর ছবি

চমৎকার! দশে দশ।

..................................................................
#Banshibir.

মন মাঝি এর ছবি

আসলেই। আমি দশে এগারো দিলাম। হাসি

****************************************

রিক্তা এর ছবি

ব্যানারটা খুবই সুন্দর আর অন্যরকম লাগ্লো। দারুন!

--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।

স্যাম এর ছবি

ধন্যবাদ হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কোনো অনুষ্ঠানে অনেক অতিথি থাকলে সবার আগে জনাব না লিখে সর্বজনাব লিখে একে একে নামগুলো বসিয়ে দেওয়ার নিয়ম আছে। তো কথা হইলো স্যামদার করা সব ব্যানারই অসাধারণ কিংবা তারচে বেশি। প্রত্যেকবার আলাদা আলাদা করে বলার চেয়ে তাই একবারে একবছরের সব ব্যানাররে 'অসাধারণ' বলে রাখা ভালো।
আজকের ব্যানারটা একটু বেশিই ভালো হইছে। এইটা উপলক্ষ করে আগামী এক বছরের সব ব্যানারকে 'অসাধারণ' বলে গেলাম হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

স্যাম এর ছবি

হাসি ফাঁকিবাজি আবারো?! নতুন ব্যানার দেন সিনিয়র ব্যানার্জী। অনেক ধন্যবাদ নজরুল ভাই।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

প্রিয় স্যাম ভাই,
অনেক আগে একবার বাৎসরিক ব্যানারগুলোর সঙ্কলন-ব্লগ দিয়েছিলেন
এমন উদ্যোগ সচল থাকুক, নইলে অনেক ব্যানার হারিয়ে যায় মন খারাপ

প্রিয় মডারেটরবৃন্দ,
ব্যানার গুলোও তো সচলায়তনেরই অবিচ্ছেদ্য অংশ।
এর একটা স্থায়ী সংরক্ষণায়তন থাকা উচিৎ, সব পোস্ট যেমন থাকে
তাছাড়া, সচলের ব্যানারগুলো অনেকক্ষেত্রেই সমসাময়িক ইতিহাসের প্রতিফলন
কখনও কখনও বিশাল একটা পোস্টের চেয়ে একটা ছবি/ব্যানার অনেক বেশি বক্তব্য ধারণ করে।

এমন চমৎকার ব্যানারগুলো হারিয়ে যাক সেটা নিশ্চয় কেউই চাই না।
এই প্রস্তাবনাটি নিয়ে আগেও কথা হয়েছিল, আবার ভেবে দেখা যায় কি? হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আয়নামতি এর ছবি

নজরুল ভাইয়ের বুদ্ধিটা পছন্দ হলো! আমিও এ বছরের বাকি মাস সহ সামনের বছরের যাবতীয়
ব্যানারের উদ্দেশ্যে 'অসাধারণ' বলে গেলাম হাসি

সত্যপীর এর ছবি

খুবই চমৎকার!

..................................................................
#Banshibir.

স্যাম এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সত্যপীর এর ছবি

মিজান, পিষে ফ্যালো

..................................................................
#Banshibir.

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মিজান, পিষে ফ্যালো

জয় বাংলা !

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

মিজান, পিষে ফ্যালো

জয় বাংলা !

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

স্যাম এর ছবি

মরনিজামী হাসি

ইয়াসির আরাফাত এর ছবি

মিজান, পিষে ফ্যালো

তারেক অণু এর ছবি

জিল্লুর রহমান স্যার নেই ! কেবল দেখলাম এই ব্যানার!

সুহান রিজওয়ান এর ছবি

আজকের ব্যানারটা এতো সুন্দর ! এতো সুন্দর !!

অতিথি লেখক এর ছবি

আজকের ব্যানারটিও কি উনার "ত্যালগ্রাফি?" ইয়ে, মানে...

রাসিক রেজা নাহিয়েন

এক লহমা এর ছবি


জলবিন্দুর মুকুট দিয়ে বিজয় দিবসের ছবি। সুন্দর পরিকল্পনা, অসাধারণ রূপায়ণ। গুরু গুরু

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সত্যপীর এর ছবি

হ। মারাত্মক হইছে!

..................................................................
#Banshibir.

অতিথি লেখক এর ছবি

আজকের ব্যানারটি সচলায়তনের সেরা ব্যানারগুলোর অন্যতম বলে মনে করি। যাঁর মাথা থেকে এর আইডিয়া এসেছে তাঁকে হিংসা করি।

অতিথি লেখক এর ছবি

সুন্দর । এর বেশী আর কি বলা যায়..........

ট্রোল

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ। এই পানি-পানি নিয়ে লেখা আসিতেছে শিঘ্রই ... চোখ রাখুন সচলের পাতায় ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সুরঞ্জনা এর ছবি

ব্যানারের কবিতাটা খুব সুন্দর। ধন্যবাদ স্যাম ভাই।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

সত্যপীর এর ছবি

চমৎকার!

..................................................................
#Banshibir.

আয়নামতি এর ছবি

গোবিন্দ হালদারের প্রতি শ্রদ্ধা।
বিষন্ন সুন্দর ব্যানারের জন্য স্যামভাই কে ধন্যবাদ।

আয়নামতি এর ছবি

প্রতিবাদ হোক অক্ষরে অক্ষরে

চমৎকার শিরোনামে মায়াবী একটা ব্যানার!!! চলুক

সুলতানা সাদিয়া এর ছবি

প্রতিবাদ হোক অক্ষরে অক্ষরে।

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

এক লহমা এর ছবি

অসাধারণ দিনের অসাধারণ ব্যানার!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

মন্তব্যে ব্যানার জুড়তে হয় কিভাবে?

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আয়নামতি এর ছবি

চমৎকার ব্যানারের জন্য উত্তম জাঝা!

মন্তব্যে ব্যানার জুড়তে হয় কিভাবে?

এই বিদ্যা আমিও শিখতে চাই হাসি

এক লহমা এর ছবি


জয় বাংলা!
ব্যানার চমৎকার!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

জয় বাংলা!

ছবিটা ক্যাম্নে জুড়তে হয়? ওঁয়া ওঁয়া

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

ব্যানার-ওয়ালা যে কোন পাতার html-কাঠামোটা গুঁতোগুঁতি করে পাতার ব্যানার-এর যে url-টা আছে, (যেমন এই ব্যানারের http://www.sachalayatan.com/files/banners/banner_0303_3.jpg) সেটা বার করে মন্তব্যে ছবির জন্য জুড়ে দিলেই হয়ে গেল। গুঁতোগুঁতি-র কাজটা ব্রাউজার অনুসারে ভিন্ন ভিন্ন ভাবে করা যেতে পারে।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

এভাবে? দারুন তো! আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।