লাইভ ব্লগিং - আরেকটি সচলাড্ডা

অতন্দ্র প্রহরী এর ছবি
লিখেছেন অতন্দ্র প্রহরী (তারিখ: মঙ্গল, ১৬/১২/২০০৮ - ৪:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাঙালী জাতির জন্য আজ একটি বিশাল তাৎপর্যপূর্ণ দিন। আজ মহান বিজয় দিবস। আজকের দিনটি সচলায়তনের জন্যও একটি আনন্দময় দিন। কারণ দেশী-বিদেশী সচলদের নিয়ে (আরো) একটি সচলাড্ডার আয়োজন করা হয়েছে। যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

আগামী কয়েক ঘন্টায় ব্লগটি নিয়মিত আপডেট করা হবে। বিভিন্ন মানুষ লিখবেন। তাই আপনারা আমাদের সাথেই থাকুন দেঁতো হাসি


ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন- শিক্ষানবিস, তারেক, আহমেদুর রশীদ, মাহবুব লীলেন, রণদীপম বসু, পান্থ রহমান রেজা, রায়হান আবীর, কল্পনা আক্তার, তানবীরা তালুকদার, নজরুল ইসলাম, নূপুর ভাবী, পিচ্চি নিধি....


এরই মাঝে এক প্রস্থ চা হয়ে গেল। আনিস মাহমুদ এসে গেছেন। নিধির দখল লীলেন নিয়েছে। - আহমেদুর রশীদ


তানবীরা তালুকদার এসেই "রাজনীতি" শুরু করে দিয়েছেন। তার কথা ছিল তিনি আমাকে (প্রহরী) একটা হ্যান্ডিক্যাম দিবেন। সাথে থাকবে অনেক অনেক চকলেট আর আমেরিকা যাওয়ার "টিকেট" চোখ টিপি [এখানে বলে রাখা ভাল, তার ননদ আমেরিকা থাকেন, যিনি এক ডাক্তার কন্যার মা]

আশঙ্কা করা হচ্ছিল তিনি তার কথা রাখবেন না। লীলেন'দা আমাকে আগে থেকেই সাবধান করেছিলেন এবং চোখ-কান খোলা রাখতে বলেছিলেন। শেষে এসে সেই আশঙ্কাই সত্য প্রমাণিত হল! ভাঙাচোরা একটা হ্যান্ডিক্যাম এনেছেন বটে তিনি, কিন্তু প্রতিশ্রুতি রক্ষায় তিনি দেশের টিপিক্যাল রাজনীতিবিদদের মতো আচরণ করছেন! মন খারাপ


এইমাত্র পান্থ রহমান রেজা "চাঁদাবাজ" হিসাবে আখ্যায়িত হলেন কল্পনা আক্তারের কাছ থেকে! কারণ তার উপর দায়িত্ব পড়েছে ঘুরে ঘুরে সবার কাছ থেকে চাঁদার টাকা তোলা। বেচারা কাঁচুমাচু মুখে ঘোরাফেরা করছে।


আমাদের মধ্যে জলিল ভাই এসে পৌঁছুলেন এইমাত্র।
দেখা যায়, আনিস মাহমুদ ভাইয়েরও ফটোগ্রাফির নেশা কম না! আর তাঁর ক্যামেরাটা আমার পছন্দ হল খুব। আগে জানলে এটাও বুকিং দিয়ে রাখতাম! চোখ টিপি


যোগী রণদীপম'দা এইমাত্র একটি মহান বাণী দিলেন- "পৃথিবীর সমস্ত মেয়ে তার স্বামীকে সবচেয়ে গাধা, অপদার্থ এবং নির্বোধ মনে করে..."

ঋষি আনিস মাহমুদ ভাই এর মোক্ষম জবাব দিয়েছেন- "এইটা যদি মনেই না করে, তাহলে বিয়েটা করবে কেন?" দেঁতো হাসি

তাঁদের দুইজনের জন্যই সমবেত করতালি!‍

তবে নূপুর ভাবী উক্তিটি শোনামাত্রই তার স্বামী সম্পর্কে দ্বিমত জানিয়েছেন! হাসি


জলিল ভাইয়ের যে ক্যাসেটটা বেরোবে, সেটার গান এখন শোনা হচ্ছে, আহমেদুর রশীদ ভাইয়ের কল্যানে।


আরো চলে এসেছেন স্পর্শ, এনকিদু, সাইফুল আকবর খান, জি. এম. তানিম...

তারেকের মুখে দন্তবিকশিত হাসি। সে আমার আর এনকিদু ভাইয়ের পরিচয়পর্বে বিশাল মজা পেয়েছে।

- আমি এনকিদু। আপনি?
- আপনি এনকিদু! আমি প্রহরী খাইছে


এইমাত্র তানবীরা'পু ঘোষণা দিলেন তিনি নাচবেন! তার প্রস্তুতি চলছে এখন। দেঁতো হাসি

লীলেন'দা বললেন তানবীরা'পু থেকে সাবধানে থাকতে! কারণ তিনি যে কোনো সময় ব্লগ থেকে সব ডিলিট করে দিতে পারেন! হুঁশিয়ার!


রণদীপম'দা আরেকটি বাণী দিলেন- "আড্ডাতে কেউ একবার পঁচলে দ্বিতীয়বার পঁচার আর কোনো সম্ভাবনা নাই"! দেঁতো হাসি


আমরা সবাই নিচে আড্ডা মারছি... কিন্তু একজনকে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। খোঁজ খোঁজ খোঁজ... পরে দেখা গেলো সে ছাদে একা একা উদাস ভাব নিয়ে ঘোরাঘুরি করছে... ভাবলাম বুঝি তার গার্লফ্রেন্ডকে মিস করছে... ওমা... তা তো না... পাশের বাড়ির এক বালিকাকেও দেখা গেলো একই অবস্থায়... রায়হান আবীরটা জীবনে মানুষ হইলো না... টাঙ্কিবাজই রয়ে গেলো... - নজরুল ইসলাম


মুমু আসলেন এই মাত্র। এক ঝুড়ি লজেন্স-মিমি বিলি করলেন, এদিকে লীলেন দশ টাকা দরে চকোলেট বিক্রি শুরু করে দিয়েছেন। এই মাত্র ভাস্কর আসলেন গলায় ক্যামেরা ঝুলিয়ে (আমার ছবি না তুললে খবর আছে)

বিডিআর আমাকে মোটামুটি ঘোল খাইয়ে "শিশির"-এ হাজির করেছেন। ভবিষ্যতে একে রাস্তা-ঘাট চেনানোর দ্বায়িত্ব দেয়া যাবে না। একে বর্ডারে রাখাই ভালো। - ষষ্ঠ পাণ্ডব

এ সম্পর্কে বিডিআর-এর বক্তব্য: পান্ডব'দা, আপনার দেরী দেখে আমি নজরুল ভাইকে জিজ্ঞেস করেছিলাম পথ ভুল করলেন নাকি। আর তিন তিনটা রিকশাওয়ালা আপনাকে একই দিনে একই জায়গায় ভুল দিকনির্দেশনা দিলে আমি কী করতে পারি বলেন। নজরুল ভাই যেভাবে লোকেশন বুঝিয়েছেন, আমিও সেভাবেই আপনাকে বুঝিয়েছি। আপনার দাদা কপালটাই মন্দ। ঠিক করে বলেন তো, রিকশাওয়ালাদের বাংলাতেই জিজ্ঞেস করেছিলেন নাকি চাইনিজে? চোখ টিপি


"কবি" মাহবুব লীলেন যে এতবড় ব্যবসায়ী, জানা ছিল না। মুশফিকা মুমুর দেয়া চারটে চকোলেটের তিনটি সে বিক্রি করেছে পাঁচ টাকা করে, দশ টাকা করে বিক্রি না হওয়ায়। একটি সে দান করেছে উপস্থিত এক শিশুকে, করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির নিদর্শন হিসেবে। এখানেই শেষ নয়, এইমাত্র কানে এল, স্বর্গে অ্যাপার্টমেন্ট বিক্রির জন্য নগদ বুকিং-এ বিশেষ ছাড়ের অফার দিয়েছে। - আনিস মাহমুদ


মুমু আসার সাথে সাথে একটা পরীক্ষা নেয়া হয়ে সে সত্যি সত্যি মুমু কি না

হাতের চারটা আঙুল দেখিয়ে যখন তাকে বলা হলো- এখানে কয়টা পা?
সে অনেক্ষণ চিন্তা করে গুণে গুণে শেষে বলল- চারটা পা

বাংলাদেশে এসে মুমু তাতায়িত (তাতা=তানবীরা তালুকদার) হয়ে গেলেও আড্ডায় দেখা গেলো আবার মুমুয়িত (সবাই স্বীকার করে নিয়েছে) - মাহবুব লীলেন


মুমু লীলেন ভাই কে দারুন ভাবে ঘোল খাইয়েছেন। মেয়ে কাজিন আনার কথা বলে অনেক আশা দিয়ে, ছেলে কাজিন নিয়ে সে উপস্থিত! দেঁতো হাসি


মুজিব মেহেদী লালনের গান ধরেছেন। আশেপাশে সবাই তাল মিলাচ্ছেন।

এই মূহুর্তে রণদীপম বসু নাচছেন সেই গানের সাথে সাথে।


গান শেষ, মুশফিকা মুমুকে মাহবুব লীলেন গানের জন্য আবার জোরাজুরি শুরু করেছেন। স্পর্শ কোথাও বেল না পেয়ে মুমুর পাশে বসে আছেন।

এখন আবার গান শুরু হয়েছে, এখন স্পর্শকে দেখা যাচ্ছে ষষ্ঠ পান্ডবের কাছে সামান্য বেল পেয়েছেন।

মুজিব ভাইয়ের গান শেষ, পানি পানের বিরতি।


গানবাজনা শেষে এখন আবার আড্ডা চলছে। লীলেন ভাই ঘোষণা দিয়েছেন তিনি আখিরাতে ফ্ল্যাট বেচার কাজ করবেন। আগ্রহীরা তার সাথে যোগাযোগ করতে পারেন চোখ টিপি


রায়হান আবার উধাও। ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মনে হয় ও আবার ছাদে গিয়ে পাশের বাড়ির ললনাদের সাথে টান্কিবাজি করছে। শিক্ষানবিস চুপচাপ বসে সবকিছু পর্যবেক্ষণ করছে। অনেকটা নির্বাচনের সময় যেমনটা দেখা যায়- আমেরিকা বা অন্যান্য দেশ থেকে পর্যবেক্ষক দল এসে করে থাকেন চোখ টিপি

তারেক একটা কবিতা লিখবে বলে ঘোষণা দিয়েছে। তবে এবারের কবিতাটা মোটেও মর্ষকামী হবে না, বরং উচ্ছ্বাসে ভরপুর হবে দেঁতো হাসি


আরেক দফা গান হয়ে গেল।

এইমাত্র কীর্তিনাশা ভাই এবং সস্ত্রীক আখতারুজ্জামান ভাই এলেন। কবি ভাইয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে তিনি কতজনকে চিনতে পারেন। দেখা গেল তিনি পরীক্ষায় বিপুল বিক্রমে ফেল করলেন!

শেষ পর্যন্ত পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব নিলেন লীলেন ভাই। সেটা নিয়েও এক বিশাল কারবার। অনেকটা এরকম-

রায়হান আবীরকে তিনি পরিচয় করালেন স্বপ্নাহত হিসাবে। তার পাশে বসেছিল "তারেক" যাকে বলা হল "হিমু", এভাবে "এনকিদু" হয়ে গেল "মাহবুব মুর্শেদ", "কল্পনা আক্তার" হয়ে গেল "নিঘাত তিথি", "তানবীরা" হল "স্নিগ্ধা", এভাবে ধীরে ধীরে "কনফুসিয়াস" এল, এল আরো অনেকে। ষষ্ঠ পান্ডব'দা হয়ে গেল "সংসারে এক সন্ন্যাসী"! চোখ টিপি

পরিচয়পর্ব শেষে এখন আবার আড্ডা চলবে...


জানা গেল, গানবাজনার আসর আরো জমতে যাচ্ছে। আনিস ভাই লীনা ফেরদৌসকে আনতে গেছেন। সাথে আসবে হারমোনিয়াম। একটু আগে আনিস ভাই, রণ'দা, মুজিব ভাই গান গাইলেন।


হঠাৎ করেই সবকিছু ছাপিয়ে নুরুজ্জামান ভাইয়ের নারীপ্রীতি লক্ষ্য করা গেল! তিনি কোথাও বসেন না, অথচ যেখানে দুইজন নারী আছেন, দেখা যায় ঠিক তার মাঝে গিয়ে তিনি বসে পড়েছেন! চোখ টিপি

এমনকি পূর্ণমুঠি প্রকাশনা অনুষ্ঠানেও নাকি এমনটা লক্ষ্য করা গিয়েছিল।


লীলেন ভাইয়ের সাইবার ক্যাফে: লীলেন ভাই আর রণদা শেয়ারে সাইবার ক্যাফে ব্যবসা শুরুর চেষ্টা করেছিলেন। রায়হানের ল্যাপিতে বসে দর হাঁকছেন লীলেন ভাই: পোস্ট পড়ার জন্য ২ টাকা আর মন্তব্য করার জন্য ৫ টাকা


মুমু গান শুরু করে দিয়েছে। পাশে বসে তবলা বাজাচ্ছেন আনিস ভাই। "ঐ ঝিনুক ফোটা" গানের শেষে তীব্র করতালি, দুটি গান শেষ। আরও হবে। ওয়ান মোর-ওয়ান মোর শুরু হয়ে গেছে। একটু আগেই হারমোনিয়াম মিলল। নয়তো আরও আগেই গান শোনা যেত।

লীলেন ভাই এখনও তানবিরা'পুর নাচ দেখার ব্যাপারে আশাবাদী। এই মুহূর্তে তিনি বললেন, "হ্যাঁ মুমু, শুরু করো আবার। এর পরই আমরা নাচ দেখব।"


তখন সবে আড্ডা জমতে শুরু করেছে। সবেমাত্র এসেছেন ক্যামেলিয়া আলম। কোন কিছু নিয়ে তীব্র হাসিতে ফেটে পড়েছেন আনিস ভাই, আহমেদুর রশীদ ভাই আর রণদা। জলিল ভাই অতোটা না হলেও আছেন।


মুমুর পর এবার আনিস ভাই গান গাইলেন। একটি গান শেষ। শিক্ষিত শ্রোতাদের জন্য তার পরবর্তী গান চলছে।


তানবীরা'পু কাউকে না পেয়ে অবশেষে নিজের মেয়েকে পঁচাচ্ছেন। প্রসঙ্গ পাল্টিয়ে লাভ হয়নি। লীলেন ভাই এখনও তানবীরা'পুকে ছাড়েননি। আজ বোধহয় নাচ না দেখিয়ে গতি নেই।


নজরুল ভাই মাঝে অধম প্রহরীকে হোস্ট হিসেবে পরিচয় করিয়ে দেয়ার অপচেষ্টা করেছিলেন। লাভ হয়নি। উপস্থিত সচলের সংখ্যা ৪০ ছাড়িয়ে গেছে। অতিথির চাপে ভীত-সন্ত্রস্ত হোস্ট নজরুল ভাই।


আনিস ভাই একের পর এক গেয়েই চলেছেন। গান শোনার পর এখন নজরুল ভাই শান্ত। অতিথির ভয়ে আর ভীত নন। আনিস ভাইয়ের গান শুনিয়েই সবাইকে বিদায় দেয়ার মতলব আঁটছেন নাকি?


খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। অতি পেটুকেরা এরই মধ্যে টেবিলে চলে গেছেন। আর আমার মতো মিতভোজীরা এখনও আনিস ভাইয়ের গানে মত্ত। নজরুল ভাই কি করলেন সেটা দেখার সৌভাগ্য এখনও হলো না।
উল্লেখ্য, রায়হান আবীরকে মাঝখানে পাওয়া যাচ্ছিল না। সবাই ধরেই নিয়েছিল ছাদে টাঙ্কিবাজি করছে। কিন্তু আসার পর সে দাবী করছে, সে নাকি নজরুল ভাইয়ের সাথে মেহমানদারীর কাজে ব্যস্ত ছিল। আমার বিশ্বাস হয় না... - শিক্ষানবিস


অনেককেই দেখা যাচ্ছে। রণ'দা একটু আগেই বলেছিলেন, প্রমাণিত হয়েছে, সচলের সবাই ফুটপাথে হাটা পাবলিক। প্রমাণ হিসেবে তিনি নাটক বাসার বিভিন্ন ধরণের চেয়ারের দিকে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। দেখা গেল, সবাই সোফা বাদ দিয়ে কাঠের চেয়ারে বসেছে। তার সেই ধারণা ভুল প্রমাণিত করে এবার সবাই সোফায়।


মানিক ভাই চলে যাবেন বলছেন। কারণ তার বাবা অন্ত:প্রাণ ছেলে তাকে ছাড়া একদন্ডও ঠিকমত থাকতে চায় না।


এইমাত্র কবিদের একটা ছোট্ট আড্ডা হয়ে গেল। ক্যাকটাস-খ্যাত "ঝরাপাতা", ব্লগর-ব্লগরীয় কবি তারেক ও কর্পোরেট কবি আখতারুজ্জামান ভাই। সেই আড্ডায় অংশ নিয়ে আমিও ব্যাপক মজা পেলাম। বেশ কিছু সময়ের জন্য সাথে এনকিদু ও রায়হান আবীরও ছিল।


ফোনে কথা হল মৃদুল ভাইয়ের সাথে। সচলের প্রিয় ছড়াকার আকতার ভাই এবং তিনি এখন সপরিবারে কক্সবাজারে অবস্থান করছেন। মৃদুল ভাইয়ের মন প্রচন্ড খারাপ এবং তিনি সব্বাইকে অনেক মিস করছেন। তাঁকে মিস করছি আমরা সবাই, ছড়াকার ভাইকেও। আড্ডায় এই দুইজন মানুষ থাকলে, তাতে আরো অনেক ভিন্ন মাত্রা যোগ হত, সুনিশ্চিত।


অতন্দ্র প্রহরীকে প্রায় দুই ঘন্টা যাবত বাথরুমের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখা গেলো। কিন্তু আফসুস!!!

ভেতরে যদিও কেউ ছিল না- তবুও বেয়াদপ দরজাটা যে নিজে নিজেই শক্ত হয়ে আটকে ছিল- এইটা উনার জানা ছিলনা। এই যন্ত্রণায় খেতে যেতে দেরী হলো বেচারার!!

খাওয়া দাওয়া হচ্ছে সমানে।

মেন্যু:

* সরিষা ইলিশ
* মুরগীর সালুন হাসি
* গুড়া মাছ (নাম না জানায় তানবীরা আপু মাছটিকে গুঁড়া মাছ বলে চালিয়ে দিয়েছেন।)
* গলদা চিংড়ি
* ভেজা ডাল ও শুকনা ডাল (নামকরণ: রশীদ ভাই)
* সবজি।

কেক কাটা হয়নি এখনও। খেখের অপেক্ষায় বসে আছি আর তানবীরা আপুর সিলেটি ভাষায় ররীন্দ্র সংগীত শোনা হচ্ছে। দুনিয়াজুরা পচুর গিয়ানজাম। হাসি


খাওয়া-পর্ব শেষ হল। দারুন খাবার, সবাই হাত চেটেপুটে খেয়েছে। সর্ষে-ইলিশটা যা ছিল না! দেঁতো হাসি

এখন কেক কাটা হচ্ছে! গাধার মতো বসে বসে লিখছি কেন! যাই, কেক খেয়ে আসি...


সবাই এখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই বেশ অনেকে চলেও গেছেন। খুব মজার হয়েছে আড্ডাটা। যাওয়ার সময় আরেকবার মিস করব মৃদুল ভাইকে। কারণ গত আড্ডা শেষে তাঁর গাড়িতেই বাড়ি ফিরেছিলাম। তবে এবার মিরপুরবাসীর সংখ্যা বেশি। যেতে যেতেও মাস্তি করা যাবে, কোনো সন্দেহ নাই।


ফেরার পথে ট্যাক্সিক্যাবে রণ'দার ইয়োগা চর্চার সুফল পাওয়া গেল। পেছনে আমি, রায়হান, তিনি আর মুহাম্মদ বসেছিলাম। রণ'দা তাঁর ইয়োগী-শরীরটা বাঁকিয়ে-চুরিয়ে প্রমাণ করে দিলেন কেন আমাদের সবার ইয়োগা-চর্চা করা উচিত! অবশ্য কিছুদূর পর শিক্ষানবিস নেমে যাওয়ার পর, আরামে বসা গেল এবং বলাই বাহুল্য, ইয়োগা-চর্চার চিন্তাও মাথা থেকে দূর হয়ে গেল! চোখ টিপি


এবার আমি ছবি তুলিনি বেশি। ব্লগ আপডেট নিয়ে কিছুটা ব্যস্ত ছিলাম। রায়হানকে বললাম তুলতে, কয়েকটা তুলেই সে প্রত্যাশিতভাবে পিছলায়া গেল। তাই এইবার আমার ক্যামেরায় ছবি কম, আসলে তোলার সময় ছিল না। তারপরও কয়েকটা ছবি দিলাম। পরে আরো কিছু গ্রুপ ফটো যোগ করে দেব।

আনিস দাদা এবং নজরুল ভাই

তাতায়িত লেকচার (বসা- শিক্ষানবিস, দাঁড়ানো- পান্থ'দা)

লীলেন'দা শঙ্কিত, নজু ভাই মহাখুশি, রণ'দা মাঝে, পেছনে ছোট্ট খোকা পান্থ

রেনেট ভাই আর তানবীরা'পু

মেয়েধরা লীলেনদা'র কোলে নজু ভাই-য়ের মেয়ে "নিধি"

"এনকিদু" এবং প্রিয় কবি তারেক

রণ'দা, সবুজ বাঘ (কেউ কেউ বলতে পারেন- নীল বাঘ!), নজু ভাই আর ষষ্ঠ পান্ডব'দা

দুষ্টু ছেলে, মিষ্টি মেয়ে- প্রেম পর্ব

বাম থেকে- তানবীরা'পু, ক্যামেলিয়া'পু, জি. এম. তানিম, ষষ্ঠ পান্ডব'দা, স্পর্শ, মুশফিকা মুমু, কল্পনা আক্তার, আনিস ভাই

আরিফ জেবতিক ভাই এবং তাঁর পরিবার

কল্পনা আপু ও নিধি, শেখ জলিল ভাই, মানিক ভাই, রশীদ ভাই এবং "কাজিন"

তানবীরা'পু'র বোন সুমি আপুর ছেলে, এনকিদু, পান্ডব'দা, স্পর্শ

রেনেট ভাই, পান্থ'দা, রায়হান, তারেক

ষড়যন্ত্রের ছক কষছেন "কল্পনা আক্তার" চোখ টিপি

গান শুরু করছেন মুশফিকা মুমু। পাশে সুমি আপু, তানবীরা'পু

গান শুরুর আগে ওস্তাদ আনিস মাহমুদ চোখ টিপি

গান গাইছেন আনিস ভাই


আনিস ভাইয়ের গান:

১. মুরালী মধুর কাহে বাজে

Get this widget | Track details | eSnips Social DNA

২. কথোপকথন

Get this widget | Track details | eSnips Social DNA

৩. শতেক বরষ পরে বধূয়া মিলন তরে

Get this widget | Track details | eSnips Social DNA

৪. স্বপন দেখিছে রাধারাণী

Get this widget | Track details | eSnips Social DNA

৫. সেই বৃন্দাবনের লীলা অভিরাম সবই

Get this widget | Track details | eSnips Social DNA

৬. জনম মরণ কে সাথী

Get this widget | Track details | eSnips Social DNA

৭. বাণী মোর নাহি

Get this widget | Track details | eSnips Social DNA

৮. কুঞ্জন বন

Get this widget | Track details | eSnips Social DNA

৯. কে যাস রে

Get this widget | Track details | eSnips Social DNA

রণদীপম'দা'র গান:

১. তুমিও কি একটুও হারোনি?

Get this widget | Track details | eSnips Social DNA

মুমুর গান:

গলাব্যথা নিয়েও মেয়েটা কী মিষ্টি করেই না গাইল! আমি আজ সারাদিন মাথা থেকে "ওই ঝিনুক ফোটা" গানটা নামাতে পারিনি, যেমনটা পারিনি আনিস ভাইয়ের "কে যাস রে"। আমার কাছে আনিলার গলা সবচেয়ে মিষ্টি মনে হয়। কিন্তু সুইট সিক্সটিন মুমুর গলাও যে খুবই সুইট, সেটা বুঝলাম ওর গান শুনে।

গলাব্যথা ও বাজে রেকর্ডিং-এর কারণে কেউ বিভ্রান্ত হবেন না প্লিজ।

১. ওই ঝিনুক ফোটা

Get this widget | Track details | eSnips Social DNA

২. এত বড় আকাশ

Get this widget | Track details | eSnips Social DNA

মুজিব ভাইয়ের গান:

১. ধন্য ধন্য, প্রেম রসিয়া

Get this widget | Track details | eSnips Social DNA

২. জাত গেল + আড্ডা

Get this widget | Track details | eSnips Social DNA

আড্ডা:

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

লোকেশন: সুবিশাল এক "নাটক বাড়ি", উত্তরা।
পুরা সেনাবাহিনীর জায়গা হয়ে যাবে এখানে দেঁতো হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

স্বপ্নাহত এর ছবি

ওয়ে রনি ভাই, খেলুম না কিন্তু কৈলাম। আপনারে কৈলাম জামালপুরে একটা হেলিকপ্টার পাঠায় দিতে। বাসে উঠসি সাড়ে বারোটায়। আর টাংগাইলে এসে পৌছাইসি চারটায়। শালার ঈদের জন্য বাসগুলা সব লোকাল বানায় ফেলসে। ওঁয়া ওঁয়া

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

তোমার জন্য তো মিয়া পাঠাইসিলাম হেলিকপ্টার! তুমি লেট করসো জন্য ফিরে আসসে সেইটা। এখন বাসে আসো মিয়া। অনেকক্ষণ চলবে। এসে ধরো... দেঁতো হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

স্বপ্নাহত এর ছবি

নারে ভাই, সে আর হৈবোনা। ঢাকার বাইরের অবস্থা তো জানেন না। জামালপুর থেকে দেড় ঘন্টার পথ আসছি প্রায় সাড়ে তিনঘন্টায়। আর ঘাটাইল থেকে নর্মালিই সোয়া তিন ঘন্টার মত লাগে ঢাকা যাইতে। এখন গেলে চার ঘন্টার কমে হবেনা। ঈদের মৌসুমে বাসগুলা সব লাটসাহেব হয়ে যায়। ভাড়া নেয় ডাবল, টাইমও খায় ডাবল। খালি নর্মাল পাবলিক গুলা বাটে পৈরা অর্ধেক হয়া যায়।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

এইসব বইলা লাভ নাই মিয়া। না আইসা খুব খারাপ করলা... তোমারে কয়দিন আগে থেকে গুঁতাইলাম... মন খারাপ


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

স্নিগ্ধা এর ছবি

এই যে, প্রহরী - ভালো করে ছবি তুলো কিন্তু! বকবক করতে গিয়ে আবার বেদিশা হয়ে যায়ো না !!

তাড়াতাড়ি সবার ছবি পোস্ট করো .........

অতন্দ্র প্রহরী এর ছবি

ঠিকাছে দেঁতো হাসি
ছবি আসিতেছে...


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সুবিনয় মুস্তফী এর ছবি

একটাই প্রশ্ন এই দিনে।

কিসের থেকে স্বাধীনতা?

কিসের থেকে মুক্তি?

আর কার বিজয়?

-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

স্বপ্নাহত এর ছবি

আর সহ্য হচ্ছেনা। এইসব শোনার চেয়ে মরে যাওয়া ভাল ওঁয়া ওঁয়া
---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

পাপের শাস্তি শয়তানী হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

স্বপ্নাহত এর ছবি

আচ্ছা মুহাম্মদ কি করতেসে? দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

শিক্ষানবিস এর ছবি

সবসময় যা করি তাই করতেসি। তয় প্রহরী ভাই পুরা ঠিক কয় নাই। পর্যবেক্ষ্ণ করতেসি না। কাম নাই তাই বইসা আসি। দেঁতো হাসি

রণদীপম বসু এর ছবি

শিক্ষানবিসরে প্রথম দেইখা তো আমি তাব্দা ! তার পোস্ট পইড়া ধারণা ছিল, নিশ্চই আব্দুল্লাহ আবু সাঈদ গোছের কেউকেটা কেউ হবে। এমন পিচ্চি টাইপের লোক (নিজে অবশ্য তা অস্বীকার করার খোঁড়া যুক্তি দেখিয়েছে যদিও) দেখে মাহবুব লীলেনকে তো বিশ্বাস করানোই গেল না যে সে শিক্ষানবিস। সেজন্যই হয়তো বেচারা সারাটা সময় মুখের মধ্যে একটা বিজ্ঞের ভাব এনে নিশ্চুপ থেকেছে। সবাই যখন একে একে চলে যাচ্ছে বাইরে গেটে এসেও সে শেষবারের মতো লীলেনকে বিশ্বাস করানোর চেষ্টা চালিয়েছে যে সে শিক্ষানবিস। সে পর্যন্ত পেরেছে কিনা তা লীলেনই বলতে পারবে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সুলতানা পারভীন শিমুল এর ছবি

"... রায়হান আবীরটা জীবনে মানুষ হইলো না... টাঙ্কিবাজই রয়ে গেলো..."
আমি আগেই জানতাম, এইরকমটাই ঘটিবে ...চোখ টিপি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

রায়হান আবীর এর ছবি

জ্বী আফা, আপনারই ভালো জানার কথা। চোখ টিপি চোখ টিপি
=============================

রণদীপম বসু এর ছবি

@ সুলতানা পারভীন শিমুল

ছেলে ভালো রায়হান। তবে ওই মেয়ে টেয়ে দেখলে মাথার সার্কিটে সম্ভবত স্পার্কিংটা একটু বেশি হয়ে যায় আর কি! ওটাকে তো আর রায়হানের দোষ বলা যাবে না ! ইয়ে মানে বয়েসের একটু উল্টাপাল্টা চক্কর আছে না !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

রায়হানকে ইয়োগা ধরান! চোখ টিপি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

রায়হান আবীর এর ছবি

ইয়োগা পরিবর্তে ইয়াবা ধরানো যায় না? চিন্তিত
=============================

এনকিদু এর ছবি

উহুঁ ... ওগুলা বড়লোক আর ভদ্রলোকেরা খায় ।

আমরা রাস্তার লোক, মনে নাই ? আমাদের জন্য তাম্বাকু আছে চোখ টিপি

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতন্দ্র প্রহরী এর ছবি

@ রায়হান

তার আগে উত্তর দাও, ইয়াবা তরল না কঠিন? চোখ টিপি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

ধুসর গোধূলি এর ছবি
অতন্দ্র প্রহরী এর ছবি

বস, জিঙ্গালালার কাহিনী পুরা না শোনা পর্যন্ত আপনার সাথে কথা নাই মন খারাপ চোখ টিপি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপডেট কই?

স্নিগ্ধা এর ছবি

নূপুর ভাবী তার স্বামী সম্পর্কে দ্বিমত জানিয়েছেন!

কেন ????!!!!

রণদীপম'দা আরেকটি বাণী দিলেন- " আড্ডাতে কেউ একবার পঁচলে দ্বিতীয়বার পঁচার আর কোনো সম্ভাবনা নাই"

আহারে, এতো যোগ, বিয়োগ, ব্যায়াম, আসন করলেন - কিন্তু ভদ্রলোক মনে হয় এখনও শিশুই রয়ে গেলেন! এরকম অলীক স্বপ্ন শিশুরাই দ্যাখে শুনেছি মন খারাপ

অতন্দ্র প্রহরী এর ছবি

দ্বিমত জানানোর কারণ- নূপুর ভাবী তার স্বামীকে মোটেও অপদার্থ, গাধা বা অকর্মণ্যের ঢেঁকি মনে করেন না! দেঁতো হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

উহু... তার দ্বিমতের কারন হইলো সে আমাকে অপদার্থ, গাধা বা অকর্মণ্যের ঢেঁকির চেয়েও নিম্নস্তরের কিছু একটা ভাবে... এইসব ভালো ভালো বিশেষণও নাকি আমার জন্য বাহুল্য... মন খারাপ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

নজু ভাই, এই চিন্তাটা তো আগে মাথায় আসে নাই! এনে দেওয়ার জন্য ধন্যবাদ চোখ টিপি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

রণদীপম বসু এর ছবি

@ স্নিগ্ধা
জ্বী খালামনি ? কিছু কইলেন ?
ফুফু খালাদের কাছে আমি চাইলেও হাশরের আগের দিন পর্যন্তও কি শিশু থেকে বড় হতে পারবো ? তা খালামনি আইজ শইলডা ভালা আছে তো ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

স্নিগ্ধা এর ছবি

না বাবা, বাতের ব্যাথায় চোখে রীতিমত সর্ষেফুল দেখছি মন খারাপ

তা আপনি তো বোঝাই যাচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে কোন দ্বিধা রাখেননি ! এই বয়সে হজমের তো এমনিতেই এক্টুস অসুবিধা হয় বলে শুনেছি - তা আপনি জ্ঞানীলেনের কাছ থেকে ফ্ল্যাজিল+জোলাপ+ওর স্যালাইন এসব নিয়ে রেখেছেন তো? উনি আবার জনকল্যাণার্থে নাকি ওসব পকেটে নিয়ে ঘোরেন অ্যাঁ

রণদীপম বসু এর ছবি

খালামনি, আপনি কি আমাদের গোসাই লীলেনের কথা বলছেন ? তিনি হলেন বিশাল কামেল এবং নারীবাদী হেকিম। কেবল আগে বুকি করা মহিলা রোগী ছাড়া আর কারো চিকিৎসা করেন না। তার চিকিৎসা শাস্ত্রের মৌল বিষয় নাকি, জগতের সমস্ত রোগের উৎস হচ্ছে একমাত্র মহিলারাই। তাই মহিলাদের সুচিকিৎসা করাতে পারলেই এমনিতে সমস্ত পুরুষ সুস্থ থাকবে। আপনার জন্য কি একটা বুকিং দেবো তার কাছে ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অনিন্দিতা এর ছবি

এসব সচলাড্ডার তীব্র প্রতিবাদ করছি।

কল্পনা আক্তার এর ছবি

এইবার প্রতিবাদ করে বেশী লাভ হবে না কারণ আড্ডায় আমরাও আছি দেঁতো হাসি

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

নিবিড় এর ছবি

এই সমাবেশের তীব্র প্রতিবাদ জানাই । ঢাকায় থেকেও যেতে পারলাম না তাই সমাবেশের আগে সচলে এইসব সমাবেশের প্রচার প্রচারনা চাই । নাইলে আমাদের জানার উপায় তো নাই ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া

ভূঁতের বাচ্চা এর ছবি

আধা সচলদের দাওয়াত দেয়া হয়নাই বোধকরি !
এটাই হয়তো রীতি। কাইন্দা লাভ নাই।

--------------------------------------------------------

নিবিড় এর ছবি

হুম...... এইবার বুঝছি ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

স্যরি নিবিড়... আসলে আপনি যে ঢাকায় থাকেন তা জানা ছিলো না... বা আপনার সাথে যোগাযোগের কোনো মাধ্যম জানা ছিলো না। সচলায়তনে অগ্রবর্তী পোস্ট দিতে চাই নাই... তবে পাব্লিক ডিমান্ড যা তাতে মাঝে মধ্যেই এরকম আয়োজন করতে হবে মনে হচ্ছে...
দেখা হবে পরের আড্ডায়...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নিবিড় এর ছবি

হুম... নজরুল ভাই আমি আসলে লজ্জিত কারন প্রহরী ভাইয়ের উত্তর দিতে লেট করায় মনে হয় একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে । তবে আশা করি দেখা হবে পরের আড্ডায় দেঁতো হাসি দেঁতো হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

না-রে ভাই, এখানে পূর্ণ সচল বা আধা সচল বলে কোনো ব্যাপার ছিল না। আমাদের ইচ্ছা ছিল ঢাকার সব সচলকেই বলা। যাদের ফোন নাম্বার ছিল না, তাদেরকে সচলে ব্যক্তিগত মেসেজ পাঠানো হয়েছিল। তাই, কেউ বাদ পড়ে থাকলে, সেটা একান্তই অনিচ্ছাকৃত।

ভাই নিবিড়, আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী আড্ডায় আপনাকে অবশ্যই দেখতে চাই আমরা। হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

নিবিড় এর ছবি

হুম...... বিডিআর ভাই আমি আসলে লজ্জিত । আমি প্রথমে ভাবছিলাম এইটা বুঝি খালি সচলদের জন্য পরে ছবিতে কল্পনা আপুর ছবি দেখে ভুল ভাঙ্গছে । আর আমার সাথে আসলেই যোগাযোগ করার কোন উপায় নাই । তবে আপনাকে তো আমার অবশ্যি দেখতে হবে কারন আপনার আর আমার জন্য মটো তো এক - সাইজ ডোন্ট ম্যাটার চোখ টিপি চোখ টিপি

অতন্দ্র প্রহরী এর ছবি

লজ্জিত হওয়ার কোনো কারণ নাই রে ভাই। আপনার প্রোফাইলে কোনো ইমেইল অ্যাড্রেসও নাই। আপনি আমাকে ইমেইলে (shahriar.mamun অ্যাট জিমেইল ডট কম) আপনার সাথে যোগাযোগের কোনো রাস্তা বলে দিতে পারেন, যাতে পরবর্তী আড্ডায় আপনাকে জানানো যায়।

আমাদের মটো তো আসলেই এক। তাই দেখা তো করতেই হবে আপনার সাথে! চোখ টিপি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অফিসে মিটিংয়ে বসে আছি। মিটিং শেষ করেই ফোন দেব।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ভূঁতের বাচ্চা এর ছবি

মুমু কিন্তু খুবই ভাল গান করে।
এখনই চাইপা ধরেন সবাই।
ওর গান না শুনলে বিশাল লস করবেন আপনারা কিন্তু কয়া দিলাম !!
আমাদের সিডনীর বাংলা কমিউনিটিতে বেশ নামডাক আছে মুমুর গানের জন্য।

আর ব্লগিং ভালা লাগছে। বিডিআর ভাইকে অসংখ্য ধন্যবাদ।
ভাল কথা পার্ট-টাইম ধারাবিবরকের চাকরি খুঁইজা দেখেন। পাইলেও পাইতে পারেন।
রেনেট ভাইতো বাংলাদেশে তাইনা ? আসেনাই নাকি ?

--------------------------------------------------------

অতন্দ্র প্রহরী এর ছবি

রেনেট ভাই এসেছেন। এই মুহূর্তে বোধহয় আনিস ভাইয়ের গান শুনছেন।
মুমুর গান শোনাও হয়েছে। সিডনি শেষে এবার নজরুল ভাইয়ের নাটক বাড়িতে উপস্থিত সব সচলের সব মনও জয় করে নিয়েছে মুমু।


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

ভূঁতের বাচ্চা এর ছবি

বেশ বেশ, তবে সিডনী ফেরার পর এত্তোসব তথ্য দেবার জন্য মুমু কাছে মাইর খাওয়ার চান্স আছে মনেহয় আমার !!! কিঞ্চিৎ ভয় পাচ্ছি ।

--------------------------------------------------------

রণদীপম বসু এর ছবি

মুমুর দুঃখটা কেউ বুঝলো না ! কেউ একবারও তাকে এবার নতুন শিখে আসা সালসা নাচের রিকোয়েস্ট করলো না ! রেনেট তো অন্তত বলতে পারতো ! এটা না করে রেনেট ভীষণ অন্যায় করে ফেলেছে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মুশফিকা মুমু এর ছবি

ভাইয়া আপনার নাচ দেখার পর আমার নাচ দেখলে সবাই টমেটো ছুরত
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

এনকিদু এর ছবি

রেনেট ভাই তো ভদ্রলোক ।

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মুশফিকা মুমু এর ছবি

আই টুত এইসব কি? আন্তাজি, গান শুনেনাই কখনো কিছুনা আবার উপদেশ দিতে আসছে :@
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

মুস্তাফিজ এর ছবি

সিলেট থেকে সবাই বলে ৪ ঘন্টায় ঢাকা পৌঁছাবেন, আর আমি মাত্র পৌঁছালাম আট ঘন্টায়, এখন তো সবার যাবার সময়।

...........................
Every Picture Tells a Story

অতন্দ্র প্রহরী এর ছবি

মুস্তাফিজ ভাই, এসে পড়েন। আমরা আরও দেড়-দুই ঘণ্টা আছি। বলা যায় না, অনেকে সারা রাতও কাটিয়ে দিতে পারেন।

এনকিদু এর ছবি

পরের আড্ডাটা সারা রাত করা লাগবে । যদি সারা রাত আড্ডা না হয় তাইলে আমি কিন্তু দশটার পর চলে যাব ।

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতন্দ্র প্রহরী এর ছবি

পরের আড্ডা সারা রাত ব্যাপী করলে মন্দ হয় না কিন্তু। আর আপনি কি একাই যাবেন, নাকি সাথে স্পর্শও যাবে? চোখ টিপি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

কল্পনা আক্তার এর ছবি

ছোট মাছের নাম না জানায় "রায়হান আবীর" অবশ্য ওটাকে "টেংরা মাছ" বলে চালিয়ে দিতে চেয়েছিল হো হো হো

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

সুমন চৌধুরী এর ছবি
ইশতিয়াক রউফ এর ছবি

হাশরের ময়দানে দেখা হবে! :@

অতন্দ্র প্রহরী এর ছবি

তখন লীলেন ভাইয়ের কাছ থেকে নিজের অ্যাপার্টমেন্টটা বুঝে নিতে ভুইলো না যেন! চোখ টিপি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

তুলিরেখা [অতিথি] এর ছবি

উপরে গিয়ে দেখা তো হবেই। হাসি

জি.এম.তানিম এর ছবি

বাসায় এসে খেয়াল হইসে কেক খাই নাই... খেক ও খাইলাম না খোক ও খাইলাম না! মন খারাপ

আড্ডা অসাধারণ লাগলো...বিশেষ করে শেষের গান মজলিস। দেঁতো হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

রণদীপম বসু এর ছবি

হের লাইগা তো কই, কেক এতো থাইকা গেলো কেমনে !
যারা বাদ পইড়া গেছে তাদেরগুলা নজরুল ভাই নিয়া গেছে সবার কাছে মেইলে পাঠাবে বলে। সময় থাকতে থাকতে সেখানে যোগাযোগ করেন। নইলে বুঝতেই পারবেন না, কী জিনিস হারাইলেন !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রায়হান আবীর এর ছবি

বিশাল মজা হইলো। আমি প্রায় বিশ কেজি চকলেট একাই সাবাড় করছি দেঁতো হাসি

একটু রেস্ট নিয়া নেই।

=============================

অতন্দ্র প্রহরী এর ছবি

তোমারে নিয়ে যায়া বিশাল লস হইসে। একলাই সব চকলেট সাবাড় করসো, আমার ভাগে কম পড়সে। তারপর আবার ছাদে যায়া একলা একলাই টাংকি মারসো মিয়া.. তুমি খুব "খ্রাপ" চোখ টিপি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

আনিস মাহমুদ এর ছবি

লীনা ফেরদৌসের সাথে কী সব গুজুর গুজুর করার পর সবুজ বাঘ আমাকে বলল, আমার বন্ধুভাগ্য নাকি খুব ভাল। আমি বললাম, আজ সন্ধ্যাতেই সেটা টের পেয়েছি। এতজন অদেখা চেনা মানুষের সাথে একবারে দেখা! আমার তো প্রথম ডেটের মত উত্তেজনা হচ্ছিল।

যারা আসতে পারেননি, তাদের সবাইকে মিস করেছি। এমন আড্ডা সচলায়তনকে আরো সংহত করবে। হতে থাক দেশে-বিদেশে এমন আড্ডা।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ আনিস ভাই। গোটা আসরটাকে আপনি যেভাবে মাতিয়ে রেখেছিলেন !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

"অদেখা চেনা মানুষ"- দারুন বলেছেন আনিস ভাই। এমন আড্ডা আসলেই নিয়মিত হওয়া উচিত।


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

শিক্ষানবিস এর ছবি

খুব মজা পাইছি। আমাকে দেখে অবশ্য সেটা বোঝা যায়নি। আসলে, চুপচাপ থাকার কারণে আমাকে দেখে কখনই তেমন কিছু বোঝা যায় না। সবাই বুঝলেন তো, না বোঝারও অনেক কিছু আছে!

অতন্দ্র প্রহরী এর ছবি

তুমি আসলেই খুব চুপচাপ ছিলা। তবে মজা যে পাইসো, সেটা বুঝতে পারসি। এইটুকু বুঝলাম বাইরেরটাই সব না। তোমার সাথে আবার আরেকদিন আড্ডানোর ইচ্ছা আছে হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

আরিফ জেবতিক এর ছবি

সর্বকনিষ্ঠ সচল হিসেবে আমার মেয়েও উপস্থিত ছিল । হাসি

রণদীপম বসু এর ছবি

হাঁ, এই সর্বকনিষ্ঠ সচলের আড্ডায় আগমনটাও তো ছিল রাজকীয়। এই রাজসিক আগমনকে আবার আমাদের আনিস ভাই ঠিকই তার ক্যামেরায় ধারণ করে নিতে একটুও ভুল করেন নি।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমার ধারণা এরচেয়ে সুন্দর আর প্রাণবন্ত আড্ডা আর হওয়া সম্ভব না। বাচ্চা কাচ্চা মিলিয়ে গোটা পঞ্চাশেক লোক... প্রত্যেকে যার যার মতো মজা করেছে। সবাই এত প্রাণবন্ত ছিলো... সেটা বুঝি সত্যিই বর্ণনা করার সাধ্যি নাই। কে বলবে এদের কেউ কাউকে কদিন আগেও চিনতো না? কে বলবে এদের সাথে জীবনে এই প্রথম দেখা?
শুটিং বাড়ির কেয়ারটেকার পর্যন্ত মুগ্ধ... জানি না সবাই ঠিকমতো খেয়েছেন কি না... তবে পেট ভরে আড্ডা বোধহয় সবাই মারতে পেরেছেন।
কবি মুজিব মেহেদী যে এত জমিয়ে গাইতে পারেন... পুরো আসর একাই জমিয়ে রাখতে পারেন জানাই ছিলো না। শেষ পর্যন্ত দেখি রণদাও হারমোনিয়াম বাজিয়ে গাইতে শুরু করলেন...
মুমু গলা ব্যাথা নিয়েই যা গাইলো...
আর আনিস ভাই... আমি আপনার গান শুনতে আপনার বাড়িতে হানা দিবো একদিন... হুমকি দিয়ে রাখলাম।
স্পর্শ গাইলো না ফাঁকি দিলো... আর তানবিরা তো মহা ফাঁকিবাজ। নাচলোই না...
তবে সব মিলায়ে রায়হান আবীর গোপনে একটা (ছাদে টাঙ্কি মারাটা ছাড়াই) বিরাট দাও মারছে... সেইটার কাফ্ফারা না দিলে পরবর্তী পোস্টে ফাঁস করে দেওয়ার হুমকি দিলাম।

সব মিলিয়ে সত্যিই একটা দারুণ উপভোগ্য সন্ধ্যা কাটলো... অসাধারণ... যারা বিদেশে আছেন তাদের আর কি বলবো? আর যারা দেশে থেকেও আসতে পারলেন না... তারা যে কি মিসটা করলেন... নিজেরাই জানেন না।

এর পেছনের কৃতিত্বের জন্য অতন্দ্র প্রহরী আর পান্থ রহমান রেজার প্রতি কৃতজ্ঞতা। পোলা দুইটা খাটছে অনেক... তাদের জন্য জোরে একটা হাততালি।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রায়হান আবীর এর ছবি

নজু ভাই ফাঁস কইরা দেন? আমার কি। দেঁতো হাসি

=============================

এনকিদু এর ছবি

আপনার এই মন্তব্যে আমার একটা তীব্র আপত্তি আছে ।

কে বলবে এদের কেউ কাউকে কদিন আগেও চিনতো না?

এই লাইনটা ঘোরতর ভুল ।

যাউকগা, পান্থ আর অতন্দ্র পহরীর উদ্দেশ্যে হাততালি আর আপনার জন্য কোলাকুলি হাসি

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতন্দ্র প্রহরী এর ছবি

এনকিদু লিখেছেন:
...আর আপনার জন্য কোলাকুলি
আমি তো জানতাম নজু ভাই ছেলেদের সাথে কোলাকুলি করে না চোখ টিপি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

রণদীপম বসু এর ছবি

আরেকটা বিষয় নজরুল আপনি জানাতে ভুলে গেছেন। আমাদের পান্থ রহমান রেজা যে সাবালক হয়ে গেছে। মেয়েদের বুকিং পাওয়ার যোগ্যতা যে সে অর্জন করে ফেলেছে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

রণ'দা, এমনিতেই কমপিটিশন বেশি, এর ভেতর আবার আপনি আরেক কমপিটিটরকে উস্কায়া দিচ্ছেন! বলি, আমাদের (যারা অলরেডি কমপিটিশনে নেমে পড়েছে) জন্য আপনার মনে কি একটুও দয়া-মায়া নাই? চিন্তিত


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

রণদীপম বসু এর ছবি

পান্থকে যে আমি কথা দিয়েছি, তার সাবালকত্বের ক্যাম্পেইন করবো ! আপনাকে তো আমি আগে সাবালক ভাবতাম। কিন্তু তাতাপু এসে যদিও উল্টো কাজটা করলো আপনার ক্ষেত্রে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আরিফ জেবতিক এর ছবি

আমার ধারণা এরচেয়ে সুন্দর আর প্রাণবন্ত আড্ডা আর হওয়া সম্ভব না।

একমত । পুরাটাই । আর এজন্য প্রশংসা আপনার প্রাপ্য ।

অতন্দ্র প্রহরী এর ছবি

দুই ঘন্টা বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকার কথাটা সম্পূর্ণই নূপুর ভাবী আর কল্পনা আপুর ষড়যন্ত্রমূলক ব্লগিং! হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

রণদীপম বসু এর ছবি

আহা ! আমাদের নিরীহ বিডিআর-কে তানবীরা আপু মূলা তো দেখিয়েছেই, এখন ব্লগিং-এ এসে রীতিমতো যড়যন্ত্র ! এখন বুঝতে পারছি, এই তিনজন গানের আসর ছেড়ে দূরে গিয়ে কিসের ঘুশুরঘুশুর করেছে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রায়হান আবীর এর ছবি

বোকাসোকা বিডিয়ার ভাইকে নিয়ে সবাই যে ক্যান এতো মস্করা করে বুঝি না। দেঁতো হাসি

=============================

অতন্দ্র প্রহরী এর ছবি

চামে-চিকনে তো নিজেও মশকরা কইরা নিলা! রেগে টং


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আরেকটা কথা বলতে চাই... এই আড্ডার উছিলায় যতো টাকা চাঁদা উঠছে... এবং সব খরচের পরে যতো টাকা বাঁচছে (পান্থ... কয়টাকা মারলি রে? ভাগ দিস) তা... অর্থাত্ ৫,১০০ টাকা সিমি ফাউন্ডেশনে জমা রাখা হয়েছে। যদিও মূল বিচারে এটা কিছুই না... তবে এটা শুরু বলা যায়...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রণদীপম বসু এর ছবি

অবশ্যই। এই চমৎকার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রায়হান আবীর এর ছবি

নজু ভাই, ধন্যবাদ।

=============================

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমারে ক্যান ধন্যবাদ দিলেন বুঝি নাই... এই টাকা আমার না... আজকে উপস্থিত সবার চাঁদাংশ...
অবশ্য পান্থ যদি না মারতো তাইলে আরো বেশি টাকা ফান্ডে জমা দেওয়া যাইতো... চোখ টিপি হো হো হো গড়াগড়ি দিয়া হাসি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তারেক এর ছবি

অনেকের সাথেই পরিচিত হয়ে খুব ভালো লাগলো। চমৎকার একটা সন্ধ্যে কাটলো আজ। অসম্ভব মুগ্ধ হয়েছি মুজিব মেহেদী,মুমু এবং আনিস মাহমুদ -এঁদের গান শুনে... ভয়াবহ রকমের ভালো ।

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অতন্দ্র প্রহরী এর ছবি

নজরুল ভাই অতিশয় বিনয়ী এবং ইদানীং কেন যেন সেটা আরো অনেক বেড়ে গেছে! সমস্ত আয়োজনের পেছনে এই মানুষটা যে কী পরিমাণ খেটেছেন, সেটা আমি জানি। বলতে গেলে পুরো আড্ডার পেছনে মূলত তাঁরই শ্রম রয়েছে। একাধারে অসংখ্য দিক তিনি সামলেছেন। তার জন্য অবশ্যই অনেক ধন্যবাদ তার পাওনা।

নজরুল ভাই, আপনি না থাকলে এতকিছু সম্ভব হতো না। এইটাই সত্যি কথা।


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

যদি এই কথা বলেন তাইলে অবশ্যই মহামতী লীলেন্দার নাম নিতে হবে... তিনি এই তত্ত্বাবধায়ক সরকারের সম্মানিত উপদেষ্টা...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

হ, লীলেন ভাইও অবশ্যই। তবে শেষমেষ তাতায়িত রাজনীতির কাছে তিনি পরাস্ত হলেন, আর ঘোলও খাইলেন দেখে যারপরনাই দুঃখ পাইলাম চোখ টিপি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

তানবীরা এর ছবি

সবার ভালোবাসায় সিক্ত, আপলুত। চোখ ভিজে আসে এতো আন্তরিকতা। সব সময় মনে থাকবে। ধন্যবাদ সববাইকে আন্তরিকভাবে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

বিপ্লব রহমান এর ছবি

অফিস কাট মারতে পারিনি...কী ভীষণ মিসটাই না করলাম! মন খারাপ

তবু আনন্দময় সচলাড্ডার সবাইকে (বিপ্লব)
---
আপা @তানবীরা,
আপনার পুঁচকেটাকে কোলে নেয়া হলো না! পারলে একটা কল করবেন প্লিজ।।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অতন্দ্র প্রহরী এর ছবি

পুরা তাতায়িত মন্তব্য! সব্বাইকে জানানো উচিত, আড্ডায় তানবীরা'পু নিজেকে খালেদা জিয়ার সাথে তুলনা করসিল! রাজনীতির নতুন ধারা আসতে যাচ্ছে- "তাতায়িত রাজনীতি" হো হো হো


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ফোন কনভারশেসনটা WMA ফরমেটে। অফিস থেকে আপলোড করতে পারছি না। বাসায় গিয়ে করে দিবো।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আনিস মাহমুদ এর ছবি

উদ্ধৃতি:
দেখা গেল, সবাই সোফা বাদ দিয়ে কাঠের চেয়ারে বসেছে।

কাঠের প্রতি আমাদের প্রীতির আরো একটা কারণ বোধ হয় ডারউইনের তত্ত্ব। সেই কোন সুদূর অতীতে আমাদের পূর্বপুরুষদের পশ্চাদ্দেশ থাকত গাছের ওপরে। গাছের অস্তিত্ব তাই পশ্চাদ্দেশে অনুভব করতে না পারলে আজও আমাদের অতৃপ্তি রয়ে যায়।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

রণদীপম বসু এর ছবি

গাছের অস্তিত্ব তাই পশ্চাদ্দেশে অনুভব করতে না পারলে আজও আমাদের অতৃপ্তি রয়ে যায়।

হা হা হা ! চলুক

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

@ আনিস ভাই

গড়াগড়ি দিয়া হাসি

একটা রিয়েল লাইফ জোক মনে পড়ল। কিছুদিন আগে এক চাইনিজ আরেক বাংলাদেশী কোলিগকে বলছিল, "তোমার গায়ে এত লোম কেন?" ওর জবাব ছিল, "এইটা তো পুরুষত্বের লক্ষণ। তোমার তো নাই!" বেশ খানিকক্ষণ চিন্তার পর, ওই চাইনিজের বিচক্ষণ উত্তর, "আসলে তোমার বিবর্তন এখনো শেষ হয় নাই" হো হো হো


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

রায়হান আবীর এর ছবি

কনফু ভাই ফোন্দিসিল। পরিচয়ে উনি জানাইছেন- উনি অতিথি লেখক। বেশ কয়েকটা ছদ্মনামে শুধু মন্তব্য করেন। দেঁতো হাসি

kekhz!!

=============================

অতন্দ্র প্রহরী এর ছবি

কনফু ভাই ফোন করে বলে, "আপনি কি প্রহরী?" "হ্যাঁ" বলে কথা শুরু করলাম। কিন্তু কিছুতেই আর পরিচয় পাই না লোকটার। এ কথা, সে কথা বলতে বলতে তিনি বললেন, তিনি অনেক ছদ্মনামধারী এক মন্তব্যকারী, লেখেন না সচলে। আমি তো কনফিউজড! আবার যে কান্ট্রি কোড দেখলাম, সেটাও চিনি না। রায়হান, শিক্ষানবিস- সবার সাথেই কথা বললেন উনি। আমি বুঝলাম কেউ একজন মজা করছে, কিন্তু সেই "কেউ একজন"-টা যে কে, তা আর টের পাই না। একবার ভাবি সন্ন্যাসীদা নাকি! আনিস ভাই কনফার্ম করেন যে ইউক্রেনের কান্ট্রি কোড আলাদা। একদম শেষে এসএমএসে কনফু ভাই নিজের পরিচয় দিলেন।

বিশাল মজা পাইসি। কনফু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলে খুব মজা লাগসে দেঁতো হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

অতন্দ্র প্রহরী এর ছবি

স্পেশাল থ্যাংকস মুজিব মেহেদী ভাই, মুমু'পু, আনিস ভাই এবং রণদীপম'দা-কে। মুজিব ভাই গান শুরু করে দিয়েছিলেন। কী চমৎকার গান তিনি! এরপর মুমু'পু। গলা ব্যথা সত্ত্বেও ও যে এত সুন্দর গাইল, তা বলার মতো না। খুব মিষ্টি একটা গানের গলা। আর আনিস ভাইয়ের ভাষ্যমতে, এফোর্টলেস সিঙ্গিং। শুনলেই মন ভাল হয়ে যায়। বসু'দা তো নেচেছেন বটেই, সাথে গানও গেয়েছেন হারমোনিয়াম বাজিয়ে। কিন্তু সবার চেয়ে আলাদা করে বলতে হয় আনিস ভাইয়ের কথা। সেদিন আমি একটু ইয়ার্কি করেই তাঁকে বলেছিলাম যে গান গাইতে হবে আড্ডায়। আমার বিন্দুমাত্র ধারণা ছিল না তিনি কী ভয়াবহ সুন্দর গান করেন। তাঁর যে গলা, আর যে স্কেলে তিনি একের পর এক গান গেয়ে গেলেন, আমি এবং আড্ডায় উপস্থিত আরো অনেকে একেবারে হতভম্ব! একটুও বাড়িয়ে বলছি না, তিনি আসলেই অসাধারণ গান করেন।

আমার কাছে গানগুলোর কিছু ভিডিও আছে। এখনো ক্যামেরা থেকে পিসিতে ট্রান্সফার করা হয়নি। সাইজ দেখে নেই, ইচ্ছে আছে ইউটিউবে পরে আপলোড করে দেয়ার। সেক্ষেত্রে হয়ত কোনো সুহৃদ প্রবাসী সচলের উপর হামলা চালাব হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

আনিস মাহমুদ এর ছবি

আপনি কি একটু থামবেন দয়া করে? :">

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

অতন্দ্র প্রহরী এর ছবি

ঠিকাছে আমি কিছু বলব না। ভিডিওগুলো (যদি আপলোডাতে পারি) দেখে সচলরাই মতামত জানাবে হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

রণদীপম বসু এর ছবি

প্রহরী একটু থামেন। আনিস ভাই সম্ভবত আবার গান ধরবেন। আর আমারে তবলা মানে বিস্কুটের টিনটা দেন। শুরু করেন আনিস ভাই। আমি সঙ্গতে আছি !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রায়হান আবীর এর ছবি

আজকে আমার বিশাল প্রিয় একজন মানুষের সাথে দেখা হয়েছে। শুধু এই কারণেই আমি বিশাল হ্যাপি। দেঁতো হাসি

=============================

অতন্দ্র প্রহরী এর ছবি

মানুষটা জানে তো? চোখ টিপি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

আনিস মাহমুদ এর ছবি

সেটা কে রে ভাই?

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

অতন্দ্র প্রহরী এর ছবি

আমি জানি, কিন্তু বলব না। রায়হান বলুক চোখ টিপি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

রায়হান আবীর এর ছবি

আমিও জানি। দেঁতো হাসি কিন্তু বলবো না। দেঁতো হাসি

=============================

কিংকং এইসব ফালতু পোস্টে লগিন করে না x( এর ছবি

হিংসায় মারা যাইতেছি মন খারাপ(

রায়হান আবীর এর ছবি

কিংকং এইসব ফালতু পোস্টে লগিন করে না

হাসি দেঁতো হাসি হো হো হো গড়াগড়ি দিয়া হাসি

=============================

অতন্দ্র প্রহরী এর ছবি

কিংকং এইসব ফালতু পোস্টে লগিন করে না রেগে টং
গড়াগড়ি দিয়া হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

ভূঁতের বাচ্চা এর ছবি

হ্‌, আঙ্গুর ফল টক !!!

--------------------------------------------------------

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

নজরুল ভাই আগেই বলে রেখেছিলো কোনভাবেই যাতে মিস না করি, খাবার-দাবার অনেক মজার হবে। কিন্তু এত যে মজার হবে তা আশা করি নাই। এই সুযোগে জানিয়ে রাখি, বাবুর্চির নাম হান্নান। রান্নার হাত জব্বর। বিশেষ করে মুরগীর ভুনাটা যাতে হয়েছে না! ইলিশ মাছ ভাজির স্বাদ এখোনো মুখে লেগে আছে। আরেক জায়গায় জরুরী দাওয়াত থাকায় বেশিক্ষণ থাকতে পারলাম না। সস্ত্রীক এবং সপুত্রক দারুণ উপভোগ করলাম অনুষ্ঠান। নজরুল ভাই, বিডিআর ভাই, পান্থসহ আরো যারা আয়োজনের সাথে জড়িত ছিলেন সবাইকে কৃতজ্ঞতা জানাই।
আমার প্রস্তাব - এই ১৬ই ডিসেম্বরই হবে সচলের বাংলাদেশ ভিত্তিক বার্ষিক আড্ডা আর সম্মমিলনের দিন। প্রতি বছর আমরা করবো।
এই আড্ডায় যাদের সাথে প্রথম পরিচয় হলো তাদের চেহারাগুলো চোখে ভাসছে, রায়হান আবীর, রেনেট, মুমু, তানবীরা, শেখ জলিল ভাই, মুজিব মেহেদী ভাই, সবুজ বাঘ, স্পর্শ, তারেক, আনিস ভাই, রণদীপম বসুসহ আরো অনেকে, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। ভালো করে সবার সাথে কথা বলা হয়নি। যাদের সাথে আগেই পরিচয় হয়েছে তাদের সাথেও আরো ভালো করে পরিচয় হলো। সুইট ক্যামেলিয়া আপা, বদ লীলেন ভাই, উদ্যোমী নজরুল ভাই, গোবেচারা পান্থ, নিরলস বিডিআর, আমৃত্যু দোস্ত কীর্তিনাশা, মনযোগী শ্রোতা আহমেদুর রশীদ এক ঝলক কাকে যেন দেখলাম আরিফ জেবতিক ভাই, ঝরা পাতা (আসলে অপূর্ব সবুজপাতা সে)সহ সবাইকে শুভেচ্ছ জানাই। আর যাদেরকে মিস করেছি দারুণভাবে তাদের মধ্যে প্রথমেই মৃদুল ভাইর নাম উচ্চারণ করতে হয়। তার উপস্থিতি আড্ডাকে আরো প্রাণবন্ত করতে (মানে ফাটাইয়া ফেলতে) পারতেন। ছড়াকার আকতার ভাই, সবজান্তা, ফারুক ওয়াসিফ, বিপ্লব ভাই আপনারা কেউ আসলেন না। কাজটা ঠিক করেন নাই। আমরা অনেকেই আপনাদের মিস করেছি। এর পরের বার মিস করা চলবে না।

আনিস মাহমুদ এর ছবি

উদ্ধৃতি: আমার প্রস্তাব - এই ১৬ই ডিসেম্বরই হবে সচলের বাংলাদেশ ভিত্তিক বার্ষিক আড্ডা আর সম্মমিলনের দিন। প্রতি বছর আমরা করবো।

সহমত।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

রণদীপম বসু এর ছবি

ছি ছিঃ ! সৈয়দ আখতারুজ্জামান এভাবে তথ্য বিকৃতি করলো ! আজকের আড্ডায় মাহবুব লীলেন তাঁকে পরিচয় করিয়ে দিলো হাসান মোরশেদ, হিমু, সন্ন্যাসী, কনফুসিয়াস এদের সাথে, অথচ তিনি তাদের নামটা একবারও নিলেন না ! তীব্র প্রতিবাদ জানাচ্ছি ! কই, গোসাই মাহবুব লীলেন গেলো কই ? বাসায় ফিরেছে তো ! নাকি ড্রেনগুলো আবার রাস্তার মাঝখানে উঠে এসে তাঁকে বিপদে ফেলে দিয়েছে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

হিমু এর ছবি

দেরি করে ফেললাম, নাহলে ফোন দেয়া যেতো। সারাদিন নানা ভ্যাজালে বন্দী ছিলাম। আড্ডা যদি এখনো চলমান থাকে, মেসেজ করে একটা নাম্বার জানান কেউ, ফোন্দেই।


হাঁটুপানির জলদস্যু

অতন্দ্র প্রহরী এর ছবি

না হিমু ভাই, আড্ডা শেষ অনেক আগেই।


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

রণদীপম বসু এর ছবি

আরে কী বলেন ভাই ! আজকের আড্ডায় আপনার সাথে না সৈয়দ আখতারুজ্জামানের পরিচয় করিয়ে দিলো মাহবুব লীলেন !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

স্নিগ্ধা এর ছবি

অতন্দ্র প্রহরী, শিগগীর ছবিতে সব্বাইকে ট্যাগ করোওওওও ......

আচ্ছা, দ্বিতীয় না তৃতীয় ছবিতে তানবীরা, ক্যামেলিয়া আর সাদা সালওয়ার কামিয পরা আরেকজন যে তিনি কে?

মুমু, আনিস মাহমুদ, মুজিব মেহদী - প্রত্যেকের গানের অডিও কি ভিডিও আপলোড করা হউকককক ......

অতন্দ্র প্রহরী এর ছবি

ভিডিওগুলো মাত্র দেখলাম। কোয়ালিটি ভাল না, বেশ অন্ধকার আসসে। আর সাইজ তো একেকটা ফাইলের মাশাল্লাহ ৮০ মেগাবাইটের উপর! মন খারাপ এমপিজি ফরম্যাট।

কেউ কী বলবেন কিভাবে কোয়ালিটির আরো ক্ষতি না করে সাইজ একেবারে কমিয়ে ফেলা যায়? তারপর ইচ্ছা আছে আপলোড করার। আর একেবারেই না পারলে, অডিও বানিয়ে আপলোড করে দেব। সকালে অফিস। আজ রাতে হয়ত হবে না। কাল পর্যন্ত সময় নিলাম।


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

মাহবুব লীলেন এর ছবি

বাঙালিকে কেন যে বিদেশিরা মিসকিন বলে তার প্রমাণ আজকে দিলো তাতা (তাতা)
নেদারল্যান্ডসরে চকলেট বলে প্রথমে সবাইকে গিলাতে চেষ্টা করল ফার্মগেটের চকলেট
বিডিআরকে হ্যান্ডিক্যাম আর আম্রিকার টিকিটের লোভ দেখিয়ে নিজের মার্কেটিং করিয়ে নিলো পুরো একমাস (আজকের ট্যাক্সিভাড়াটাও বিডিআরের)

তারপর দেখি খালি এদিক ওদিক তাকায়
তাকাতে তাকাতে আড্ডা বাদি দিয়ে গিয়ে রান্না ঘরে ঢুকে একবার খেয়ে আসলো লুকিয়ে
তারপর যখন বাচ্চাদের জন্য খাবার রেডি করা হচ্ছে তখন নিজের বাচ্চাকে খাওয়ানোর নাম করে গিয়ে আবার খেলো

তারপর সবার সাথে বসে খেলো আবার
(দুবাইওয়ালারাও এমন আখাস্তা হয় না)

০২

খেতে বসে লীনা ফেরদৌসের বরিশালের ভাষায়- প্রেম একবার এসেছিল জাপানে গানটা ছিল দুর্দান্ত

০৩

এসএম মাহবুব মোর্শেদ ফোন করে খালি বলে জিগায় কে কে আছে
সবার নাম বলি কিন্তু সে সন্তুষ্ট হয় না
পরে জিজ্ঞেস করলাম- কী মেয়েদের নাম শুনতে চান?
টেলিফোনের ওপাশে তখন শুনি একটা বিনম্র হাসি
কিন্তু তখন তানবীরা খাওয়ায় ব্যস্ত ছিল বলে ওই বাড়ির এক বুয়াকে ফোনে ধরিয়ে দিয়ে মাহবুব মোর্শেদকে ঠাণ্ডা করা হলো....

০৪

রায়হান আবীরের দুই নম্বরীটা টের পেয়েও মাপ করে দিযেছি কারণ সে আমার কাছ থেকে দুই দু্ইটা চকলেট নগদ টাকায় কিনেছে

০৫

আমার ইনকাম খুব একটা ভালো হয়নি। মোট ২৫ টাকা
মুমুর দেয়া ৫টা চকলেট থেকে তিনটা বিক্রি ১৫ টাকায়। একটা নিজে খেলাম আর একটা সিএসআর হিসেবে একটা শিশুকে দিলাম (শিশুর মা তানবীরার বোন হলেও বাঙালি বলে দাম নিলাম না)

আর এনকিদু একবার আবিষ্কার করলো যে টাকারে উপর যারা ফোন নম্বর লিখে সেই দলে নাকি আমি আছি
প্রমাণ হিসেবে সে একটা দশ টাকার নোট পকেট থেকে বের করে বলল- ওটা নাকি আমার হাতের লেখা

সেই টাকাটার লেখাটা আমার হাতের কি না তা পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমি নিজের পকেটেই রেখে দিলাম

তবে পান্থ কমসে কম আড়াই হাজার টাকা কামাই করে ফেলছে এক আড্ডা থেকে
তানবীরা দুইটা ছালা নিয়ে গেছে। বড়োজোর বিশ-ত্রিশ টাকা বিক্রি করতে পারবে ওগুলো (কী আর করা। জামাই হাত খরচ দেয় না। এভাবেই তাকে চলতে হয়)

০৬

মুমু পুরো দুই নম্বরী করল আমার সাথে। পুরো তাতাগিরি
মেয়ে কাজিন নিয়ে আসার কথা বলে সে আমাকে দেখিয়ে দেয় এলেটা ছেলে কাজিন
পরে সেটা আমি আবার মুজিব ভাইয়ের গানে মুগ্ধ হয়ে তাকে দান করে দিলাম

০৭

ক্যামেলিয়া আড্ডাবাজি করে বাড়ি গেলে জামাইর ঝাড়ি খাবে বলে প্লান করে নিজের বাবাকে পাঠিয়ে জামাইর বাড়ি থেকে ছেলেদের আনিয়ে নিয়েছে নানার বাড়ি
তারপর ফোন করে জামাইকে ঝাড়ি- কেন ছেলেদের শীতের কাপড় দেয়া হয়নি সাথে?
(আহারে শাহাদাত ভাই। জীবনেও প্রথমে ঝাড়ি দেবার সুযোগ পেলো না)

রায়হান আবীর এর ছবি

রায়হান আবীরের দুই নম্বরীটা টের পেয়েও মাপ করে দিযেছি কারণ সে আমার কাছ থেকে দুই দু্ইটা চকলেট নগদ টাকায় কিনেছে

আখেরে লাভ হইছে আমার দেঁতো হাসি দশটাকা দিলেও আমি আপনার কাছ থেকে তিনখান বেনসন+ দুইটা চকলেট নিসি।

=============================

কল্পনা আক্তার এর ছবি

কিন্তু তখন তানবীরা খাওয়ায় ব্যস্ত ছিল বলে ওই বাড়ির এক বুয়াকে ফোনে ধরিয়ে দিয়ে মাহবুব মোর্শেদকে ঠাণ্ডা করা হলো....

কন্কি! আমি তো দেখলাম তানবীরা আপু নিজে কথা কইলো!!!

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

রণদীপম বসু এর ছবি

কল্পনা আপু, তাড়াতাড়ি চোখের ডাক্তার দেখান !
আমি সবাইকে বারবার বলেছি সেখানে, দাড়িঅলা লোককে অবিশ্বাস করতে নেই। তাতে ঈশ্বর নারাজ হন !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

(দুবাইওয়ালারাও এমন আখাস্তা হয় না)
টেলিফোনের ওপাশে তখন শুনি একটা বিনম্র হাসি
(কী আর করা। জামাই হাত খরচ দেয় না। এভাবেই তাকে চলতে হয়)
(আহারে শাহাদাত ভাই। জীবনেও প্রথমে ঝাড়ি দেবার সুযোগ পেলো না)
হাসি থামানো কষ্ট হয়ে যাচ্ছে! গড়াগড়ি দিয়া হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

ধ্রুব হাসান এর ছবি

বাহ্‌ দারুন জমজমাট আড্ডা হয়েছে তো! সবার ফুরফুরে ছবি দেখে বেশ ভালো লাগছে......বিজয়ের দিনটা বেশ আনন্দেই কাটলো সবার! সবাইকে হাজার মাইল দূর থেকে অনেক অনেক শুভেচ্ছা! চিয়ারস্‌ চলুক

অতন্দ্র প্রহরী এর ছবি

দেরিতে হলেও আপনাকেও অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

অতন্দ্র প্রহরী, পারলে আরো কিছু ছবি আপলোড করেন না!

অতন্দ্র প্রহরী এর ছবি

পোস্টের ছবিগুলো আপলোড করার জন্য ধন্যবাদ শিক্ষানবিসকে। ছেলেটা বসে বসে কষ্টকর কাজটা করেছে।

আরো ছবি আছে, সেগুলো রিসাইজ করে আপলোড করব। একটু সময় নিচ্ছি, কালকেই আপলোড করব আশা করি (ট্যাগ করে দিব সবাইকে)।


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

ইশতিয়াক রউফ এর ছবি

মনটা ভালও লাগলো, আবার খারাপো লাগলো। আমি এমনিতেই আড্ডাবাজ মানুষ, তার উপর সচলায়তন এখন দিনের একটা অপরিহার্য অংশ। সেই আমিই মিস করেই যাচ্ছি একটা পর একটা। ধুর!

যাক, পরীক্ষার চাপে চ্যাপ্টা আপাতত। ইচ্ছা আছে পরীক্ষা শেষে সবাইকে কয়েক মিনিটের জন্য হলেও টোকা দেওয়ার। বিডিআর, নাম্বার গুলান রাইখো।

অতন্দ্র প্রহরী এর ছবি

নেক্সট আড্ডায় তোমাকে সশরীর না হলেও অন্ততপক্ষে ফোনে আশা করব হাসি

নাম্বার আছে সবারই। কারটা লাগবে জানায়ো। পরীক্ষা ভাল হোক।


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

অতন্দ্র প্রহরী এর ছবি

রেনেট ভাইয়ের কাহিনী বলি একটা:

মুমু'পু-র তো কথা ছিল কাজিন নিয়ে আসার, এমনকি লীলেনদা'র সাথে ওর চুক্তিও হয়ে গিয়েছিল যে কাজিনের চান্দা লীলেন'দা দিবেন! কিন্তু মুমু'পু তো আজকাল আর মুমুয়িত কাজ করে না, সে এখন যাই করে তা সবই হয় তাতায়িত (তাতা- তানবীরা তালুকদার)। তার ফলস্বরূপ সে সত্যি সত্যি "কাজিন" নিয়ে এলো, "কাজিনা" না!

যাই হোক-
আড্ডার এক পর্যায়ে রেনেট ভাই বেশ উত্তেজিত ও উৎফুল্ল হয়ে দাবি করে বসলেন যে, আড্ডায় তিনি সবচেয়ে চুপচাপ বসে থাকলেও, লাভ করে নিয়েছেন সবচেয়ে বেশি! কারণ? মুমু'পু নাকি ওর কাজিনটা রেনেট ভাইকে দিয়ে দিয়েছে! (আমেরিকা গিয়ে রেনেট ভাইয়ের এই দশা! এই ছিল রেনেট ভাইয়ের মনে! এককালে তার পোস্টেও এই ধরণের আলামত পাওয়া গিয়েছিল) চোখ টিপি

এরপর যদিও কথা ঘুরিয়ে রেনেট ভাই "মেয়ে কাজিন" বলার চেষ্টা করেছিলেন, কিন্তু আদপে সেটা আর কারো কাছেই গ্রহণযোগ্য মনে হলো না। কারণ মানুষ অসাবধানেই সত্যি কথা বলে ফেলে দেঁতো হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

মাহবুব লীলেন এর ছবি

রেনেট সম্পর্কে আমার ধারণা ছিল ও একটা ভালো মানুষ
কিন্তু আজকে যে পাবলিক নিজেকে রেনেট নামে পরিচয় দিলো- সে আস্ত একটা ভদ্রলোক
(যেসব ভদ্রলোক পারফিউম মেরে মোজা পরে)
কোনোভাবেই রেনেটের সাথে মিলে না

যদিও রেনেট ইস্কুল ড্রেস পরে প্রোফাইল ফটো দেবার পর থেকে তার ফর্ম পড়া শুরু হয়
কিন্তু ফর্ম পড়তে পড়তে একেবারে ভদ্রলোকের কাতারে নেমে যাবে সেটা বিশ্বাস করতে আমার কষ্ট হয়

০২
রেনেট সম্পর্কে হাতশ হতে হতে আমি এমন পর্যায়ে চলে গিয়েছিলাম যে বাংলা মোটরে তাকে নামিয়ে দিয়ে মগবাজার যাওয়ার পুরো রাস্তা তাকে বর্ণনা করা শুরু করলাম (ভদ্রলোকরা রাতে বড়ো রাস্তা চেনে না তো?)
এবং সেও ভদ্রলোকের মতো- আমি চিনি। তারপর লিফট দেবার জন্য ধন্যবাদ বলে নেমে চলে গেলো

০৩
এই অবনতিটা খুবই দুঃখজনক

রণদীপম বসু এর ছবি

আইচ্ছা, আজকে যারা যে পরিচয় দিয়ে আড্ডায় ঢুকে পড়েছিলো, সবাই অরিজিনাল তো ? কেন জানি হঠাৎ সন্দেহ লাগতেছে, আমি কি সত্যি আড্ডায় গেছিলাম ? না কি নিক ছিনতাই হইছে ! গেইটে কি পাসওয়ার্ড দিয়ে ঢুকেছিল সবাই ?
মাহবুব লীলেনের নাম নিয়া যে লোকটা আড্ডা মেরেছে আর মেয়েদের পেছনে ঘুরঘুর করেছে, প্রথম থেকেই তাকে আমার সন্দেহ হয়েছে ! অতিশয় ভদ্র সচল লীলেন তো এরকম মেয়েঘেষা ছিলো বলে জানতাম না !
লীলেন ভাই, আপনি কি জানেন কিছু ? আজ নাকি কোথায় কোন সচলাড্ডা জমেছিল ? এটা কি সত্যি !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রেনেট এর ছবি

আমি তো গতকাল আডডায় যায়ইনি
কে আমার এতবড় সর্বনাশ করে আসল??
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

স্বপ্নাহত এর ছবি

রেনেট ভাই, ছি:!
আপনাকে তো আমি আমাদের মতই জানতাম।
কিন্তু আপনি এত ভদ্রলোক!

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আড্ডায় সচলরা তো ছিলোই... তবে সচলদের সাথীরাও কম যায় নাই। আমার বউ বাচ্চা খুবই মজা পাইছে। ছিলো তানবীরার বোন সুমি (সে নাকি আমার সাথেই পরিচিত হইতে আইছিলো লইজ্জা লাগে ), এবং তাদের দুই বোনের দুই ছেলে মেয়ে। ছেলেটা যে টাঙ্কিবাজ!!! আমারেও হার মানাইছে... আমার মেয়ে থেকে তানবীরার মেয়ে... কাউরে বাদ দেয় নাই... আমার মেয়েরে আমি কোলে নিছি সে আইসা ঝাড়ি দেয়- কোল থেকে নামাও, আমি খেলবো।
আরিফ জেবতিক ভাবী আসলেন... কিন্তু বাচ্চা সামলানোর দরুণ আড্ডাইতে পারলেন না... তবে বাচ্চাখান মাশাল্লা... ড্যাব ড্যাব কইরা তাকায়া দেখতেছিলো... বড় হয়া বিরাট আড্ডাবাজ হবে।

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

আরভিন আর নিধির তো কঠিন প্রেম হয়ে গেল নজু ভাই। ভালই হল, মেয়ের বিয়ে নিয়ে আপনাকে আর টেনশিত হইতে হবে না চোখ টিপি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ও আচ্ছা... আরেক্টা ঘোষণা বাদ গেছে... পান্থ রহমান রেজা ঘোষণা দিছে যে সে আজকের আড্ডা থেকে যতো টাকা মারছে (হাত সাফাই)... সেই টাকা দিয়া প্রত্যেকেরে ৪টা কইরা বই কিনে দিবে। দেঁতো হাসি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ইশতিয়াক রউফ এর ছবি

পান্থদা সচরাচর পড়ে থাকেন, এমন কোন কিছুর রিস্কে না গিয়ে নিজ নিজ পছন্দের বইয়ের তালিকা দেওয়া নিরাপদ না? দেঁতো হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

সচলাড্ডায় একজনের কাছে চারটা বই পাওয়া গেল একটা প্যাকেটে। আমরা নেড়ে-চেড়ে দেখলাম, ভাবলাম সে নিজেই কিনে এনেছে। তার সাময়িক অনুপস্থিতিতে কদু ভাই, স্পর্শ ভাই, তানিম ভাই, আমি, সবাই মিলে ঠিক করলাম সবাই বইগুলো ভাগ করে নেব, কারণ বই চুরিতে পাপ নাই, পাপ হয় তখন- যখন সেই বইতে ধূলা জমে চোখ টিপি

একটা বইতে অনেকগুলা গল্প ছিল। এমনটাও আমরা ভাবলাম যে, একেকটা গল্প ছিঁড়ে একেকজন নিয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল, বইগুলো তার নিজের কেনা না, আড্ডারই আরেকজন তাকে চুপিচুপি গিফট করেছে রেগে টং

পান্থ ভাই, আপনি মানুষটা ভালা না মন খারাপ


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

মুজিব মেহদী এর ছবি

অনেকদিন সচলায়তনে চুটিয়ে আড্ডা দিতে পারছিলাম না, গোপনে কেবল অল্পস্বল্প পড়ে যাচ্ছিলাম। আজ একসঙ্গে এতজন সক্রিয় সচলের সঙ্গে দীর্ঘসময় কাটাতে পেরে মনে হলো ঘাটতির অনেকটাই পুষিয়ে গেছে। যেন হারিয়ে যাওয়া প্রাণটাই আবার খুঁজে পাওয়া গেল বিচিত্র সব মুখ-প্রতিভা আর রূপের সমারোহে। বৈচিত্র্যের যে অনুপম স্বাদ আস্বাদন করা গেল আজ, তার তুলনা হয় না।

আড্ডার সবই খুব জুতের ছিল, কেবল একাধটু পানির (!) অনুপস্থিতি ছাড়া। তবে আমি সবচে বেশি এনজয় করেছি প্রাণোচ্ছল সচলদের মিলনাকাঙ্ক্ষা, সংগঠকদলের কাণ্ডজ্ঞান, মাত্রই মায়ের কোল ছেড়েছে এমন তিন শিশুর উদ্দামতা, আনিস ভাইয়ের ওস্তাদি গান, আর জুবায়ের (!) ভাইয়ের সঙ্গ। শেষটা কীভাবে? বলছি। গন্তব্য একইদিকে হওয়ায় সবুজ বাঘ আর আমার সুযোগ ঘটে আনিস ভাইয়ের গাড়িতে চেপে যাওয়ার। তিনি তাঁর বন্ধু লীনা ফেরদৌসকে উত্তরার চার নম্বর সেক্টরে ড্রপ দিয়ে আমাদের নিয়ে পৌঁছান বনানীতে। যেতে যেতে লীনা আপা হয়ে কথা পৌঁছে সন্ন্যাসীদা, জুবায়ের ভাই ও অভিধানতুল্য স্মৃতিশক্তির অধিকারিণী তাঁদের মা পর্যন্ত। কথা ছিল আমরা গাড়িতে বসে থাকব আর জুবায়ের-আনিস-সন্ন্যাসী ভ্রাতাত্রয়ের একমাত্র বোনের বাসা থেকে ভাবী (আনিস ভাইয়ের সহধর্মিণী) গাড়িতে উঠবেন। কিন্তু বাসার সামনে গাড়ি পার্ক করে আনিস ভাই আমাদের গাড়িতে বসে থাকা সমর্থন করলেন না। নেমে, তাঁকে অনুসরণ করে দোতলায় ওঠে, আমরা, অভাবিতপূর্ব এক সম্মিলনীতে যুক্ত হয়ে গেলাম। স্বয়ং জুবায়ের ভাইদের মা এসে উপস্থিত হলেন ড্রয়িংরুমে, এলেন একমাত্র বোন, একমাত্র মামা ও ভাবী। রাত অনেক হয়ে গেছে বলে খুবই অল্পসময় কথা হলো। এর মধ্যেও অনিবার্যভাবে হাজির থাকলেন জুবায়ের ভাই। (তাঁর সাথে কিছু কথাও হলো, শুনে নি যদিও অন্য কেউ।)

ধারণা করি, তীর্থদর্শনের এরকম অনুভূতি আজকের সচলাড্ডার বাঘমামা আর আমারই কেবল হলো!

..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

একাধটু পানির অভাব আমিও বোধ করছি... কিন্তু উপায় ছিলো না বস... এই আড্ডায় পান রাখতে গেলে কেলেঙ্কারি হইতো। তবে অচিরেই একটা বড়দের আড্ডায়োজন করা যেতে পারে... শুদ্ধটুটুলভাই স্পন্সর করবে বলছে চোখ টিপি

তবে একটা দুক্ষের কথা কই... আমার বাড়ির স্টকে একটুখানি ছিলো... সে নিতান্তই গলা ভেজানো পরিমান। আমারে আড্ডায় বসায়ে রেখে আমার অজান্তে আমার বউয়ের সাথে ষড়যন্ত্রযোগে কোনো এক সচল চামে আমার বাড়িতে ঢুকে সেখান থেকে চামে...
থাক আর বল্লাম না... পোলাপান বড়ই বেয়াদপ হইছে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি
ইশতিয়াক রউফ এর ছবি

মন খারাপ কইরেন না। খাতায় লিখে রাখলাম এই অনাচারের কথা। চোখ টিপি

মাহবুব লীলেন এর ছবি

আমি কিন্তু গন্ধ ঠিকই টের পেয়ে গেছি
হঠাৎ দেখি একজনের/দুজনের কাছ থেকে অন্য খাবারের গন্ধ আসে
খপাস করে তার কলারে ধরতে যাবো অমন সময় দেখি নূপুর আন্টি একটা অমায়িক হাসি দেয় আমার দিকে তাকিয়ে

তাই আন্টির সম্মানে আর কলার ধরলাম না বালকের

কীর্তিনাশা এর ছবি

@নজু ভাই,

পানাপানির আড্ডায় আমিও থাকতাম চাই কইলাম। দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ধুসর গোধূলি এর ছবি

- ছিঃ নাশু ভাই ছিঃ। এই রোযা রমযানের বছরে আপনি এইসব কইতে পারলেন? তওবা কইরা এখনই কন যে আপনে বিনাপানি'র (স্বরসতী না জনাব) আড্ডায় থাকতে চান।

ভাইসব, দলে দলে আসেন, আমাদের পতাকা তলে। আসেন আমরা ভালো হইয়া যাই!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কীর্তিনাশা এর ছবি

আসুমনে আপনের পতাকা তলে। আগে পাগলা পানির আড্ডায় হাজিরা দিয়া আসি দেঁতো হাসি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতন্দ্র প্রহরী এর ছবি

@ মুজিব ভাই

খুব ভাল লাগল আপনাদের দারুন অভিজ্ঞতার কথা শুনে। আড্ডাটা সবচেয়ে পূর্ণাঙ্গভাবে আপনি আর বাঘমামাই শেষ করলেন দেখি। আসলেই দারুন...


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

ধুসর গোধূলি এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আজকের আড্ডায় অনেক ছবি তোলা হইছে। খুবই মজার মজার ছবি তোলা আছে... (খালি আমিই কামলা খাটতে খাটতে ছবি তোলার টাইম পাইলাম না... মন খারাপ )
নির্বাচিত ছবিগুলো কিভাবে একটা সঙ্কলনে আনা যায় সেই বিষয়ে কেউ পরামর্শ দিতে পারেন।
আর ভিডিওগুলো এত বড় ফাইল হবেই... এগুলাকে ভিডিও এডিটর দিয়ে অথবা এডোবি প্রিমিয়ার দিয়ে কেটে ছোট ছোট ফাইল বানান... তাইলে সহজ হবে আপ্লোড করা... বিশেষ করে নাচ গানের ভিডিওগুলো নিয়েই একটা আলাদা পোস্ট হইতে পারে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রণদীপম বসু এর ছবি

আরে সব্বোনাশ ! আমাদের নজরুল ভাইয়ের কথা শুইনা তো পুরা টেকি মানুষ মনে হইতেছে। সামনে থাইকা তো টের পাইলাম না কিছুই ! আহা, আগে জানলে আমি কম্পুকানা মানুষ তার কাছ থাইকা কিছু টেকি-জ্ঞান নিয়া আসতাম !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি কম্পু টেকি না... ভিডিও এডিট টেকি... ভিডিও এডিটিং নিয়া যা জানতে চান সব বলে দিতে পারবো... কিন্তু ইন্টারনেট বিষয়ে কিছু জানতে চাইলে আমি বকলম... যে দুইচাইরটা কথা কইছি সেগুলি ভিডিও এডিটিংয়ের শিশুতোষোক বাক্য...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মুজিব মেহদী এর ছবি

তানবীরা আপা, মুশফিকা মুমু নাচ-গান করা নিয়ে রীতিমতো পিছলাপিছলি করছিলেন বলে ফাঁকটা পূর্ণ করতে নাহয় দু'চারটা গান গাবার চেষ্টা করেছিই, তার প্রশংসা করে আমাকে আবার লজ্জায় না ফেললেও তো হয়! প্রশংসাটা বরং আমার দিক থেকে হওয়া উচিত যে উপস্থিত সচলগণ ঠেকায় পড়ে হলেও ওসব শুনেছেন। রণদীপমদার সপ্রাণ-সঙ্গতটারও অবশ্য বিশেষ প্রশংসা করা দরকার।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

রণদীপম বসু এর ছবি

খুব অন্যায় মুজিব ভাই ! আপনি নিজে পিছলাইয়া যাইয়া আমারে আবার কোন্ গ্যাঞ্জামের মধ্যে ফালাইয়া যাইতেছেন ! গলা ভেজানো ছাড়াই যা দেখাইলেন, আসরটারে তো আপনিই প্রথম তুঙ্গে উঠিয়ে দিয়েছেন ! আমরা তো আপনারে ধইরা ঝুইল্যা পড়ছি কেবল।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মাহবুব লীলেন এর ছবি

২০০৮ সালে সর্বশ্রেষ্ঠ ঘটনা হলো
এই আড্ডায় রণদাকে নজরুলের আইটি বিষয়ক বিভিন্ন জ্ঞানদান......

অতন্দ্র প্রহরী এর ছবি

ঠিক! এইটা ব্লগে আপডেট দিতে মনে ছিল না। নজু ভাই যেভাবে বোঝাচ্ছিল জিপিআরএস/এজ/মডেম... মনে হচ্ছিল কোনো বিশিষ্ট টেকি ক্লাস নিচ্ছে! চোখ টিপি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

যাক পোলাপাইন ঠান্ডা হইছে একটু।

ফোন কইরাতো আমি টাসকি খায়া গেছি। কি জোসিলা হৈচৈ তাদের। আনন্দ ধরে না। খানা-পিনা-গান-বাজনা। কি নাই। এদিকে আমি মনের দুঃখে চউক্ষে ঘুম নিয়া অফিসের ক্যান্টিনে বইসা কয়কজনরে ডির্স্টাব করলাম।

'যার মনে যা ফাল দিয়া উঠে তা' - প্রমান কইরা লীলেন ভাইয়ের কেন জানি মনে হইল আমি খালি মেয়েদের সাথেই কথা বলতে চাই। নিজের কিউবিকলে ফিরতে হবে বলে আমি আর কথা না বাড়িয়ে ফোন রেখে দিলাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ব্যফক গিয়াঞ্জাম দেখি...

তুলিরেখা [অতিথি] এর ছবি

সবচেয়ে ভালো ছবি ওই যেখানে এনকিদু দন্তময় আর কবি তারেক ভয়ার্ত। হো হো হো
অসাধারণ লাগলো পুরো সচলায়তনিক গিয়ান্জাম।

এনকিদু এর ছবি

হে হে হে আমি বিগলিত । আমার দাঁত বের করা ছবি আপনার এত পছন্দ ! সিরিয়াসলি কইতেছি, আমারে একটা মেইল করেন শুধু, বত্রিশটা দাঁত (আক্কেল দাঁত এখনো গজায়নি ) বের করা এক গাদা ছবি দিমু আপনারে ।

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

তুলিরেখা [অতিথি] এর ছবি

নজরুলের কাঁধে গামছা কেন?

ধুসর গোধূলি এর ছবি

- আমি আরো প্রশ্ন যোগ করি-

* মুমুর এতো লম্বা হিল পরলো কেনো? চিন্তিত
* ষষ্ঠপাণ্ডব'দার মাথায় লর্ডস কেনো?
* লীলেন্দা একা কেনো?
* আমার জলিল মামুর ফটুক এতো কম কেনো?
* রশীদ ভাইকে দেখা যায় না কেনো?
* মুজিব ভাই আড্ডায় বসে (লুকিয়ে) 'ইয়ে ম্যাগাজিন' দেখে কেনো?
* আনিস ভাই তাঁর ফতুয়াটা আমাকে গিফট করছেন না কেনো?
* বেচারা শিক্ষানবিসের ওপর তাতা'পুর এই বাক্যাত্যাচার কেনো?
* রণ'দা বৃদ্ধ কেনো?
* রানটু মিয়ার তাতা'পুর সাথে এতো প্যাচাল কেনো? (কুনু লাভ নাই রান্টু মিয়া। তাতা'পু তাঁর বইনরে আমার কাছে দলিলে সাক্ষর কইরা দিয়া দিছে! দেঁতো হাসি )
* এন্ডকদু ভাইয়ের ছ্যাঁকামাইসিন ছুরৎ কেনো?
* সবুজ বাঘ সবুজ নন কেনো? (তিনি দেহি পুরাই গুলাবী) চোখ টিপি
* বেগতিক ভাইয়ের উপর ভাবীর এতো অত্যাচার কেনো? (এর বিচার চাই)
* মানিক ভাইরে মাইনকা চিপায় ফেলা হয় নাই কেনো?
* স্পর্শ এতো ভদ্র লুকিং কেনো? (আমার ভিক্ষা কল্যান সমিতির ইজ্জত মারবো ব্যাটায়!)
* বেচারা রায়হান বাকি তিন 'দুষ্টু' বালকের সঙ্গে কেনো?
* কল্পনা আক্তারকে একাই ষড়যন্ত্র করতে দেয়া হলো কেনো? (বাকীদেরকেও দেওয়া হোক পত্রপাঠ)
* মুমু মৌন সঙ্গীত গায় কেনো? (সুমি'পুরে নিয়া কিছু কমু না, মাইর দিবো!) দেঁতো হাসি
* আনিস ভাইয়ের গান আমাদেরকে শোনানো হচ্ছে না কেনো?

কে আছো জওয়ান, হও আগুয়ান, দিয়ে দাও এই প্রশ্নগুলির উত্তর সব!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মুশফিকা মুমু এর ছবি

আমার এই হিল কে যদি লম্বা কন তাইলে আমার লম্বা হিল কে কি বলবেন আর আমি মৌন সংগীত গাই কারন আমার গলা ব্যাথা ছিল
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

তখন আমরা তাল মিলিয়ে পাঠ করবো... (বৃন্দ আবৃত্তি)

তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

বিপ্লব রহমান এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

এনকিদু এর ছবি

কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারি, বাকি গুলো আমারো প্রশ্ন ।

* এন্ডকদু ভাইয়ের ছ্যাঁকামাইসিন ছুরৎ কেনো?
= এন্ডকদু নামে জানামতে সচলায়তনে সচল তো দূরের কথা অতিথিও নাই । এডিট ডিস্ট্যান্স হিসাব করলে দেখা যায় এনকিদুর সাথেই মিলে, তাই ধরে নিচ্ছি আমার কথাই বলেছেন । ঐটা ছ্যাকামাইসিন না, শীতের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় । দেখেন না শীতের দেশের ভাল্লুকদের সারা গায়ে লোম থাকে তাই সোয়েটার লাগে না । এটা ঐ রকম প্রাকৃতিক সোয়েটার, আমার মুখমন্ডলকে শীতের হাত থেকে রক্কার জন্য ।

* স্পর্শ এতো ভদ্র লুকিং কেনো?
= স্পর্শ যে কত ভদ্র তা আর আপনাদেরকে কি বলব । কালকে সবার আগে আড্ডা থেকে বিদায় নিল, দেরী করে বাড়ি ফেরা ভদ্রলোকের কাজ না ।

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্পর্শ এর ছবি

আরে আরে!! আমার মত 'টল ডার্ক হ্যান্ডসাম' ছেলে রে ভদ্র লুকিং বলে গালি দিলেন!! রেগে টং
ভিক্ষা ক্যল্যান সমিতির মুখোপাত্র হিসেবে আমার চেয়ে যোগ্য কাউরে পাইবেন না।
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

কল্পনা আক্তার এর ছবি

ষড়যন্ত্র জানি কাকে বলে চিন্তিত ( খাইছে )

............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

রণদীপম বসু এর ছবি

রণ'দা বৃদ্ধ, কারণ আগে জোয়ান আছিলো...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

@ ধূগো'দা

* আনিস ভাইয়ের ফতুয়ার দিকে নজর দিয়েন না! চান্সে আছি কবে আবদার করা যায়... চোখ টিপি

* রান্টু মিয়াও তাতায়িত হয়ে গেছে... দেঁতো হাসি

* রায়হানকে "বেচারা" বলায় আপনার জ্ঞানবুদ্ধির উপর আস্থা কমে গেল খাইছে

* আনিস ভাইয়ের গান তো শুনায়া দিলাম। কেমন লাগল, জানায়েন।


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আল্লাহর দান বা বিসমিল্লাহ হোটেলে গেছেন কখনো? বয় বেয়াড়াদের কান্ধে গামছা মাস্ট... আমি তো গুড বয়... দেঁতো হাসি

আর আপনে চোখের ডাক্তার দেখান... নাইলে ইরাকের সমূদ্রের পানি দিয়া চোখ ধুয়া আসেন... এইটা গামছা না... পবিত্র হজ্ব উপলক্ষ্যে এইটা ধারণ করছি...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এনকিদু এর ছবি

সচল আড্ডা = পবিত্র হজ্ব ?

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

পোস্টপাঠ প্রতিক্রিয়া:

ক্ষিপ্ত আমি, রুষ্ট আমি
বলার কিছুই নাই
মনটা ভরা হিংসা আমার
দিলাম সবায় তা-ই... রেগে টং

"সবায়" মানে আড্ডায় উপস্থিত সচলদের।

ফোন্দেয়ার খুবিচ্ছে ছিলো এবারেও! সময়ও ঠিক্করে রেখেছিলাম। কিন্তু একেবারেই অপ্রত্যাশিত উটকো এক ব্যস্ততা এসে পড়লো ঘাড়ে

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- ব্যাপার্না সন্ন্যাসী জি। বেবাকেই ফোন্দেয়, আমরা দিলাম না! আমরাই তো ইস্পেশাল হইয়া গেলাম! চোখ টিপি

কতো কইরা বলি আইসা পড়েন। তাগোরে তাব্দা লাগায়া দেই। আড্ডা কারে কয়, বুঝাইয়া দেই! (দেখবেন স্বদেশী সচলরা ফুন নিয়া কেমনে আমাগো পিছে পিছে ঘুরে!) চোখ টিপি

বদমাইশ হিমুটা কই?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রানা মেহের এর ছবি

.....
দীর্ঘশ্বাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অতন্দ্র প্রহরী এর ছবি

দেশে আসবেন কবে?


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ফুনালাপ

Sachal Adda 16 Dec...

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

পান্থ রহমান রেজা এর ছবি

চাঁদা থেকে যে টাকা মারা হয়েছে, আড্ডা শেষে তা নজরুল ভাইকে দিয়ে এসেছি। নজু ভাই অচিরেই আরেকটা পানীয় আড্ডার আয়োজন করতে যাচ্ছেন। পানবাজ ও আড্ডায় উপস্থিত সব সচলদের জ্ঞাতার্থে জানাই, নজু ভাই এই মারিং টাকা পানীয় বাবদ ব্যয় করবেন।

এনকিদু এর ছবি

ছোটদের জন্য কোক-ফান্টার ব্যবস্থা থাকবে ?

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

পান্থ রহমান রেজা এর ছবি

থাকবে মনে হয়। নজু ভাই রে জিগান। ছোট্ট বইলা আমারে আয়োজনের ব্যাপারে কিছু বলতে দিচ্ছে না।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ধুন ফুন বাদ্দে ব্যাটা... ট্যাকার ভাগ দে... নাইলে বই দে...
বই ক্যালেঙ্কারী কিন্তু ফাঁস কইরা দিমু নাইলে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এনকিদু এর ছবি

আমি বই ফান্টা দুইটাই চাই ।

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সাইফুল আকবর খান এর ছবি

হায় রে! বই-কেলেঙ্কারি ফাঁস হওয়ার এখনও বাকি আছে না কি?
তয়, সাথে যদি ট্যাকার কেলেঙ্কারিটাও না হইতো, আমি খুশি হইতাম। আমি তো পান্থ পোলাডারে বেশ ভালোই জানতাম! "কী পোলারে বাঘে খাইলো" রে! চোখ টিপি

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

কীর্তিনাশা এর ছবি

মন্তব্য করতে বহুত দেরী করে ফেললাম। আড্ডাতেও অনেক দেরী করে যোগ দেয়াতে অনেক কিছু মিস্ করে ফেলেছি। তারপরও যেটুকু পেয়েছি তাই বা কম কিসে ?

আনিস ভাই আর মুমুর গান শুনে পুরা তাব্দা খেয়ে বসে ছিলাম। এত সুন্দর গান করে দু'জনে। লীলেন ভাই তো বরাবরই মহা বদ। আড্ডায় বোধহয় এমন কেউ ছিল না যাকে তিনি জব্দ করার চেষ্টা করেননি।

তানবীরা আপুও কম যান না। আমার কাছে নিজের পরিচয় দিচ্ছিলেন সুলতানা পারভীন শিমুল বলে। ধরা খাইছিলাম আরেকটু হলেই খাইছে

এমন আড্ডা আয়োজনের নেপথ্য জনদের কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই। বিষেশ করে নজুরুল ভাই, বিডিআর আর চাঁদাবাজ পান্হ কে। আর হ্যা, রায়হানকেও দেখেছি তাদের পেছনে ফাও ছোটাছুটি করতে তাই তাকেও সাধুবাদ জানাই। দেঁতো হাসি

এমন আড্ডা বছরে অন্তত একবার হোক এই দাবী আমিও জানিয়ে রাখলাম।

সব শেষে আনিস ভাইকে আবারো সালাম জানাই তার অসম্ভব সুন্দর সব গানের জন্য। যুগ যুগ জিয়ে আনিস ভাই।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুশফিকা মুমু এর ছবি

অসাধারন এই সচল আড্ডাটার জন্য কালকের এই দিনটা খুব স্মরনিয় হয়ে থাকবে। সচল সবার সাথে এভাবে সামনা সামনি পরিচিত হতে পেরে খুবি ভাল লাগল। হাসি কখনো না দেখেও মানুষ যে এতটা আপন লাগতে পারে জানতাম না। হাসি
* লীলেন ভাইকে ঘোল খাওয়াতে পেরে আমি খুবি আনন্দিত দেঁতো হাসি বেচারা অনেক আশা নিয়ে বসে ছিলেন মেয়ে কাজিনের জন্য হাহাহাহা।
*রনদীপম ভাই অনেক মজার মানুষ।
* আনিস ভাইয়ের গানের আমি ফ্যান হয়ে গেছি, খুব আফসোস ওনার কাছে যদি গান শিখতে পারতাম, দারুন গান করেন ভাইয়া।
* আমাকে গানের কথা বলে আর লজ্জা দিয়েন না। গান না গাওয়ার জন্য প্রথমে হারমনিয়াম নেই বলে ভেবে ছিলাম বেচে গেলাম। কিন্তু আনিস ভাই যে এভাবে হারমনিয়াম নিয়ে আসবেন ভাবিনি। তারপরও হাল না ছেরে আমি তবলা না থাকার এক্সকিউস দিলাম কিন্তু লাভ হলনা। গলা ব্যথা নিয়েই, গলা ওপরে না ওঠা যেমন বাজে গান গাইলাম তা ভাল বলে কেউ লজ্জা দিয়েন না প্লিজ।
* মুজিব ভাই দারুন গান করেন সেইসাথে রনদীপম ভাইয়ের নাচ দেখের সৌভাগ্যও আমার হয়েছে। সময়ের অভাবে রনদীপম ভাইয়ের মান্না দের আরো গান শোনা হলনা, আফসোস।
* রেনেট এসেই ফাকিবাজি শুরু করেদিল। চাদা না দিয়ে পান্থ ভাইকে বলল আমি নাকি ওর চাদা দিব। আমাকে পান্থ ভাই এসে ধরায় আমিও বলেদিলাম ঠিক আছে আমি ওরটা দিচ্ছি তবে আমারটা দিবে ও খাইছে
* আরো না দেখা পরিচিত অনেকের মুখ না দেখায় খুব মন খারাপ হয়েছে। জিহাদ, ফারুক ওয়াসিফ ভাই, শিমুল আপু, নিরিবিলি, পরিবর্তনশীল দের সাথে দেখা হওয়ার খুব ইচ্ছা ছিল মন খারাপ

অনেক অনেক ধন্যবাদ পান্থভাই আর বিডিআর ভাইকে, অনেক খেটেছেন, আর সেই সাথে নজু ভাইকে দারুন এ সচল আড্ডা ওরগানাইজ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

তবে মুমু আমাদেরে হতাশ করছে... আসলে এই পুরা আয়োজন তো এইজন্যই করা হইছিলো যে সে তার সুন্দরী কাজিনাদের নিয়া আসবে...
নাহ্... পুরা আয়োজনটাই মাঠে মারা গেলো... মন খারাপ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রণদীপম বসু এর ছবি

আরে ! মুমু সামনে থাকলে তো পাথর পর্যন্ত গলতে শুরু করবে ! আমার কইলজা ফাইট্টা হাহাকার বাইর হইছে মাহবুব লীলেনের মুমুয়িত ঘোল খাওয়া দেইখা, তা মুমুর কাছে তো মজা লাগবেই !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ভূঁতের বাচ্চা এর ছবি

আহা ! কি বিনয় !!

--------------------------------------------------------

কর্ণজয় এর ছবি

ঈশ!
ক্য্ান যে গেলাম না ...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমরা শেষ মূহুর্ত পর্যন্ত আপনার অপেক্ষায় ছিলাম।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

জয়'দা, ভেবেছিলাম আপনি আর আনিস ভাই একসাথেই আসবেন। তাই বিকালে আপনার মেসেজটা পেয়ে বেশ খারাপ লেগেছে যে, আসবেন না আপনি, দেখাও হবে না। যা হোক, পরেরবার যেন মিস করবেন না!


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

দ্রোহী এর ছবি

এইসব দেখলে রাগে, দুঃখে "ধুর বাল" বলে গালি দিতে ইচ্ছা করে।
মন খারাপ


কী ব্লগার? ডরাইলা?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হো হো হো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

বিপ্লব রহমান এর ছবি

বস @ দ্রোহি, আমিও আপনার সঙ্গে আছি! গড়াগড়ি দিয়া হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অতন্দ্র প্রহরী এর ছবি

@দ্রোহী'দা

সামনের বছর একই দিনে তো আড্ডা হবেই আবার। সেইটা মিস কইরেন না বস। এখুনি টিকেট বুকিং দিয়ে রাখেন।

অফটপিক: আপনার ফটুকটা এক্কেবারে সেইরকম হইসে! খাইছে


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

পলাশ দত্ত এর ছবি

এইখানে আমারও থাকিবার কথা ছিলো মন খারাপ

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

এনকিদু এর ছবি

থাকিলেন না কেন ? আপনার সাথে দেখা হওয়ার শখ ছিল । পরের আড্ডায় দেখা হয়ে যাবে আশা করি ।

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হ... আইলেন্না...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অছ্যুৎ বলাই এর ছবি

দারুণ আড্ডা, অসাধারণ ধারা বিবরণী। গতবার ছিলাম, এবার মিস করলাম। মন খারাপ
প্রহরীর কাঁধের ওড়না/পাগড়ী আর কালো ব্যাজ ধারণের শানে নুযূল কি?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

কল্পনা আক্তার এর ছবি

প্রহরীর কাঁধের ওড়না/পাগড়ী আর কালো ব্যাজ ধারণের শানে নুযূল কি?

কন কি, আমি তো উনারে নজু ভাই বইলাই জানি এবং চিনি, তিনি আবার প্রহরী হইলেঅ কেমনে!!

............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

অছ্যুৎ বলাই এর ছবি

খাইছে। আমি তো তাইলে একটা আখতারুজ্জামান করে ফেললাম। মন খারাপ
নজু ভাইয়ের কাছেই শানে নুযূল চাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শানে নুযূলকে আমি সবসসয় ভুল করে শানে নজরুল বলে ফেলি... দেঁতো হাসি

যা হোক... কাঁধের চাদরটা আমার লেটেস্ট ফ্যাশন... অনেকটা হাজী আর হুজুরদের চাদরের মতো... তবে হুবহু সেরকম না। এটা এখন শুনেছি ইউরোপে বেশ চলছে। আমার ভাগ্নি আমেরিকা থেকে কিনে এনেছে আমার জন্য। এই দেশে এই বস্তু এখনো পর্যন্ত দুইজনে পরছে... আমি আর গায়িকা মিলা। তবে একেবারে অরিজিনাল হাজীদের বস্তুও আমার সংগ্রহে আছে... সেটাও মাঝে মধ্যে গায়ে চড়াই...

আর কালো ব্যাজ আমার একটা চলমান প্রতিবাদ হিসেবে ধারণ করি... মৌলবাদের বিরুদ্ধে আমি কিছুই আপাতত করতে পারতেছি না... শক্তি সামর্থ নাই... তাই মেজাজ খারাপ করে গ্লাস ভাঙ্গার মতো এই অক্ষম প্রতিবাদ।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

নজু ভাই, আজ আমার এক বন্ধু আপনার ছবিটা দেখে বলতেছিল যে, "ছেলেটা তো দেখতে সুন্দর আছে"। শুনে, আমি আপনার পরিচয় দিলাম। সে ব্যাপক ভয় পায়া ছবি দেখা বন্ধ করে দিল! হো হো হো


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

মেয়ে বন্ধু? অ্যাঁ তাইলে আপনে আমার নামে কুত্সা কেন রটাইলেন? আপনের কপালে খারাবিই আছে....
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

নাহ্, এই মানুষটাকে নিয়ে আর পারা গেল না... এত্তগুলা বান্ধবী আপনার, তাও আবার অন্যের বান্ধবীর দিকে নজর দেন! চিন্তিত

আমারে কয়টা দেন না রে ভাই... তাতাপু ঠকাইল, আবীর আমার চকলেটে ভাগ বসাইল... আমার বিশাল লস প্রজেক্ট গেল ওইদিন... দেঁতো হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

নির্বাক এর ছবি

সচলায়তনে যারা লেখেন তাদের নিয়ে একটা গেট’টুগেদার করা যায় না?

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনিও ঢাকার নাকি?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নির্বাক এর ছবি

আবার জিগায় হাসি

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ami.nazrul@gmail.com
এই ঠিকানায় আপনার সাথে যোগাযোগের পথ বাত্লান...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তানিয়া এর ছবি

নজরুল ইসলাম লিখেছেন:

যা হোক... কাঁধের চাদরটা আমার লেটেস্ট ফ্যাশন... অনেকটা হাজী আর হুজুরদের চাদরের মতো... তবে হুবহু সেরকম না। এটা এখন শুনেছি ইউরোপে বেশ চলছে। আমার ভাগ্নি আমেরিকা থেকে কিনে এনেছে আমার জন্য। এই দেশে এই বস্তু এখনো পর্যন্ত দুইজনে পরছে... আমি আর গায়িকা মিলা।

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এই মহিলা এমন গড়াগড়ি কইরা হাসে ক্যান? এই যে আপামনি... উঠেন... হাসির পরে কান্না... বলে গেছেন রামশন্না... যান থিসিস লেখেন গা... নাইলে জামাইও বকবো... মাষ্টাররাও পিটাইবো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তানিয়া এর ছবি

হ আমি জানি জামাইরে কত্ত ডরাই খাইছে আর থিসিসের খ্যাতাপুড়ি রেগে টং খালি ডাটিয়াল মাষ্টারনীই সমস্যা অবশ্য তারেও সাইজ করবো ইনশাল্লাহ দেঁতো হাসি

আররে রাখেন আপনার প্রগৈতিহাসিক রামশন্নার কথা এই যুগে আরবী স্কার্ফ কাঁধে নজমিলারে দেখলে সব হিসাবই তার উল্টাইয়া যাইত গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

নজমিলা... হা হা হা হা... জোশ...
তবে এইভাবে বইলেন না... এইখানে মিলার লাখো ভক্ত অনুরাগী আছে... তারা খুবই রাগী মানুষ... আমারে মাইর দিবো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

মিলা ভাবীরে নিয়া আলাপ! ধূগো'দা-রে আইতে দ্যান খালি! চোখ টিপি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

তানিয়া এর ছবি

মিলা লন্ডন আসতেসে ক্রিসমাসে ট্রক্সিহলে ..... তার অনুষ্ঠানের নাম হইলো ক্রিসমাস ধুমমমম দেঁতো হাসি
জামাই জিগায় যাইবা নাকি মিলারে দেখতে? আমি তখ্খন চিক্কুর দিয়া কইসি অই বদ কি কস? সে চুপ করলেও আমার ধারনা কিছুদিন পার আবার লাস্টচান্স নিবে শয়তানী হাসি

অংক

মিলার ভক্ত = লাখ লাখ
নজরুলের ভক্ত= কুটিকুটি
নজমিলার ভক্ত = ২ কুটি ২ লাখ গড়াগড়ি দিয়া হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

নির্বাচনে খাড়ামু নাকি?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তানিয়া এর ছবি

নজমিলা নামটা তো চালু হয়া গেলো নজরুল ভাই দেঁতো হাসি ভাবতেসি কপিরাইট করে ফেলবো কিনা চিন্তিত

সাইফুল আকবর খান এর ছবি

আমি তো পিছায়াই থাকি, আইজক্যাও পিছায়াই আছি। মন খারাপ
পুরাডা পড়তে পড়তেই সকাল থেইক্যা অফিসের ম্যালাডা টাইম কামাই করসি। তারপর আবার লেখনের টাইম তো মিলতাসে না। জানেনই তো, আমার কতো কাম করতে অয় আর কতো খাটনি যায়! চোখ টিপি মন খারাপ
তবু, ঠিক করসি এখন- আইজক্যা আমি কমু। -
আমার নাম সাইফুল,
আছিলাম, নাই ভুল

চোখ টিপি

আমি যে কতোটুকু সক্রিয় ছিলাম গতকালিক সচলিক আড্ডায়, তা তো এই ব্লগ যারাই পড়ছেন, তারাই বুঝতেছেন দেঁতো হাসি
শুরুর দিকে একবার 'এসেছেন' ছাড়া দ্যাখেন আর একটাও আপডেট নাই 'সাইফুল আকবর খান' বিষয়ক। না আছি একটাও ছবিতে, না কারও কথায়। এইটা আমারই কৃতকর্ম কিংবা অকৃতকর্মের ফল। [অবশ্য লীলেন ভাই কালকের সন্ধ্যায় অন্য অনেক আপুদের পিছে ব্যস্ত ছিলেন ব'লে (বস, ছোট মানুষের অবুঝ গোস্তাখি মাফ ক'রে নিয়েন একটু দেঁতো হাসি) নিধির-মা-নূপুর আপুকে বেশ হেল্প করতে হইসে আমার। চোখ টিপি । হ্যাঁ নজরুল ভাইজান, আপনের নিধিরে কাইলক্যা আমি কোলে আর খেয়ালে রাখসি ম্যালাক্ষণ :D]

আজকে পান্থ (আয়োজক পক্ষের একজন হিসেবেই বোধ হয় চোখ টিপি ) সকাল সকাল আমারে জিগাইতেসিল- "কালকে তাইলে মজাই লাগসে, না সাইফুল ভাই?" আমি একটু পরে অরে যেইডা কইসি, সেইটা হইলো-
আমার জন্য সবচে' আরামের বিষয় ছিল- সচরাচর আড্ডায় গেলে আড্ডা জমানের লাইগ্যা আমারই সক্রিয় সরব হইতে হয়, শাহরুখ খানের মতো কোয়ালিটি জোকারি ক'রে ধকল নিতে হয় ম্যালা, বাট্, কাইলক্যা সচলের আড্ডায় আমার কিছুই করতে হয় নাই, অন্যেরাই জমায়া ফালাইসে একদম পুরা। ড্রেসিং রুমে আমি তাই এক-আধবার প্যাড (ব্যাটিং প্যাড) পরতে চাইছিলাম সত্ত্বেও ফাইনালি মাঠে নামাই লাগে নাই আমার। হাসি
তাই, এই নিষ্পরিশ্রম সচলাড্ডায় আমি বারবারই যাবার চাই। দেঁতো হাসি

× নজরুল ভাইয়ের ভার্সেটাইল গামছাটা আমার খুবই মনে ধরসে। এইটা শাহেদারি করার সময় যেমন কোমরের গামছা হইয়া যায়, তেমনি বয়ানের সময় আবার কাঁধের হুজুরালিও হইতে পারে। হাত, জামা এবং এমনকি ইমেজও পরিষ্কার রাখতে আমার তো মনে হইসে এই পলি(ক্রি)টিক্যাল গামছাটার কোনো তুলনাই হয় না।
আর, আমার একটা পোলাপাইন্যা বদভ্যাস আছে কইলাম। ভালো ভাইদের পাশে ভালো ভাবীদের দেখলে আমার ম্যালা বিগলিত গদগদ ভালো লাগে। নূপুর আপুর (ভাবী বললাম না) সাক্ষাত পাওয়ার বেশ ইচ্ছা ছিল আমার। উত্তরা শহর আইস্যা আমার আশা পুরাইলো। বাতচিত যদিও হয় নাই তেমন উনার সাথে, উনারে কিন্তু আমার ম্যালা ভালো লাগসে।

× আমি এই প্রথম এমন একজন বিডিআর দেখলাম কালকে, যার মুখে এমন একটা ভ্যালু-ফর-মানি অমায়িক হাসি আছে। হাসি । এইটা কিন্তু খাস কমপ্লিমেন্ট, অতন্দ্র প্রহরী। বাঁশ না একেবারেই।

× কাজের ছেলে পান্থ সত্যিই সেইরকম কাজের। চোখ টিপি । অফিসের বাইরেও এক মওকা প্রমাণ পাইলাম কালকে। কী সুন্দর কইরা সে সকলের ডাক-এ সাড়া দিল আর দৌড় দিল সারাটা সন্ধ্যারাত! এতকিছু কইরাও আবার শুনতাসি ট্যাকাও নাকি সাফাই করতে পারসে কিছু। চোখ টিপি । অয় সত্যিই এক প্রকারের সূক্ষ্ন নক্ষত্র হয়। হাসি

× রায়হান আবীর-কে আমি ওইভাবে দেখলামই বিদায়ের অল্পক্ষণ আগে মাত্র। আইজ সকালে এইদিকে উঁকি দিয়া অবশ্য তার কালকের ইনভল্ভমেন্ট আর ব্যস্ততার সরস আপডেট পাইলাম সব। তখন বুঝলাম, নাদান নতুন আমি ক্যান্ দেখতে পাইছিলাম না উনারে তেমন একটা।

× একটা পয়েন্ট অব ইনফর্মেশন আছে আমার, মাননীয় স্পিকার নজরুল ভাই। আমার ক্ষেত্রে এইটা একদমই সত্য না, যে ওইখানকার কাউরেই আমি চিনতাম না এই ব্লগিংয়ের আগে।
আনিস ভাই আমার কর্মক্ষেত্রের টপ বস হিসেবে সুপরিচিতই ছিলেন আমার, বহুদিন (সাম্প্রতিক বদল-এ এখন তিনি ভিন্নমাত্রার কাজ করেন যদিও হাসি )। ফাঁকতালে এইটাও কইয়া রাখি, যে- লীনা আপুর ব্যাপারে আমি শিওর না যদিও, কাইল্ক্যা ওইখানে অন্য যারা আছিলেন, তাদের মধ্যে আনিস ভাইয়ের সুগায়কী শুননের প্রথম সৌভাগ্য কিন্তু আমার হইসে, ম্যালা আগে। সো কাইন্ড এন্ড নাইস অব হিম,- ক্লায়েন্ট মিটিংয়ে যাওয়া-আসার কালে আমারে পাশের সিটে বসায়া নিজের গাড়ি চালাইতে চালাইতে উনি একদিন আমারে চাইর-চাইরট্যা গান শুনাইছিলেন, স্টিয়ারিং-এ নিজস্ব তাল তুলতে তুলতে।
[বস আনিস ভাই, গান সম্পর্কিত আপনার আসর-দোসরের গল্প তো ম্যালাই শোনা হইসিল, এইভাবে এক আসরে এতগুলা গান শুনতে পাইলাম কালকে, এইটা অনেক ভালো একটা ব্যাপার হইসে। আপনি নিশ্চয়ই বুঝছেন, যে- অন্য অনেকের মতো আমিও অনেক আপ্লুত হইসি আপনার এই বৈচিত্র্যময় গানের ঝাঁপির আছরে।]
পান্থ আমার সাথে কাজ করে একই অফিসে। না মুমু, আমি পান্থ'র বস না কিন্তু। দেঁতো হাসি । সিনিয়র কলিগ বলা যায়। হাসি
ভাস্কর দা-ও মোটামুটি সম্প্রতি হইলেও আমার চেনা ছিলেন প্রফেশনাল লিংক-এই।
আর, লীলেন ভাই-এর পরিচয় তো জন্মে-জন্মান্তরে বহুবার পাইসি, এইখানে ওইখানে, এইভাবে ওইভাবে বহুভাবে। বিভিন্ন বিচিত্র স্থান আর মাধ্যম-এ আমাদের পরষ্পরের সাথে পরিচয়ই হইসে অন্তত ৪ বার। দেঁতো হাসি । যদিও আমার মতো ছোট লোকের ( হাসি ) এমন বড় এমন ভারী নাম হয় কী ক'রে- এইটা না মানতে পাইরা আমারে একটু অবিশ্বাসও করছিলেন উনি এক সময়। [কী করবো রণ'দা?! আমি তো আর দাড়িওয়ালা মানুষ না, যে আমার কথা মানুষ বিশ্বাস করবে বিনাবাক্যব্যয়ে! :)]

হ্যাঁ, তবে মুখ-অপরিচিত অনেকের সাথেই কালকে সম্মুখ-পরিচয় যে হইসে ওই উপলক্ষে, সেইটা অনেক বড় ব্যাপার।

× মুজিব ভাই-এর গানের খাতার প্রথম পাতাটা উল্টে দেয়াটা অনেক ভালো ছিল। অনেক দরদী আর ভালো গান করেন তিনি। আর, উনার এই লুব্রিকেটিংয়ের জন্যই নিশ্চয়ই সম্ভব হইছিল অন্য শিল্পীদেরও গলা-খোলার একটা অনুকূল পরিবেশ। হাসি

× মুমু গলা-ব্যথা (অবিশ্বাস করতে মন চায় চোখ টিপি ) নিয়েই যা শুনাইলেন, তাতে বোঝা যায়- যথার্থই তিনি সিডনি-বাসী যুবাদের কিডনি-হার্ট এক আধটু নাড়ায়া ঝাঁকায়া দেয়ারই কথা। হাসি

× টিন বাজানোর জনকল্যাণমূলক কাজের পরেও, আনিস ভাইয়ের পরোক্ষ কার্য-প্রণোদনায় রণ'দা যেইভাবে হারমোনিয়াম-সঙ্গতে সেই সুদূর মান্নাদা'কেও নামিয়ে আনলেন আধো আধো স্মরণ-লিরিকস-এ, তাতে তার মজাদার ইমেজটা আরো গুণান্বিতই হইলো শেষবেলাটায়।

× ক্যামেলিয়া আপু, তানবীরা আপু-দেরকে যথাযোগ্য আপু দেখে ভালো লেগেছে অনেক। তাদের সিনিয়রিটির ওজনেরও নেহাত অভাব নেই, যদিও আমাদের মতো জনসাধারণের জন্যও সুহৃদ-সুজনও তারা কম নন। হাসি । আগ বেড়ে গিয়ে কথা বলার জল্পনা-কল্পনা অনেক ক'রেও যদিও আপু-প্রজাতির অন্যজনের (কল্পনা আক্তার) সঙ্গে যদিও কথা হয়ইনি শেষমেশ, তবু উনার প্রেজেন্স-ও প্লিজেন্ট-ই ছিল বটে।

× পিচ্চি-পাচ্চির কথা আর তেমন কিছু যোগ করার নেই, অনেকেই বলেছেন। আমারও পিচ্চিপাচ্চা ভালোই লাগে। চির-উন্নত-শির (বিদ্রোহী!) ব্লগার নজরুল ভাইয়ের রক্ত নিধি'র সঙ্গে যেইটুকু ভাব আমার হয়েছে গতকাল, সেইটাও আমার একটা বড় অর্জন ব'লেই হিসেব করছি আমি। হাসি

× বয়স ধ'রে আর একটু উপরে উঠলে আবার, যদিও নিজে আমি খুব বুড়ো নই, সত্যি বলতেই- এখনও যে উজ্জ্বল মুখগুলো তরুণ-ছাত্রসমাজের আলো-ঝলমল স্বাক্ষর, সেই তরুণদেরকে (যারা নিজেদের দখল-করা চরটুকুকে মিষ্টি তারুণ্যে "কিড্স' কর্নার" ব'লে স্বাধীনতা বা স্বায়ত্ত্বশাসন ঘোষণা করছিল বারবার) আমার অনেক বেশিই ভালো লেগেছে। একটু হয়তো কলামিস্ট-এর ভাব-ভাষায়ই নজরুল ভাইয়ের কাছে বলছিলামও সত্যি ক'রেই, বিদায়ের একটু আগে, যে- এই প্রজন্মের টেক-স্মার্ট ছেলেমেয়েদের মধ্যেও যে নিজ, দেশ আর সমাজ নিয়ে এমন শুভ অহং এবং তার পাশাপাশি (বরং তদুপরি) বাংলা ব্লগিং-এ এমন সোত্সাহ সক্রিয় অংশগ্রহণ আছে, সেটা দেখলে সত্যিই অনেক ভালো তো লাগেই, এই পোড়া দেশ নিয়েও আবার নতুন ক'রে আশা করার বদভ্যেসেও পেয়ে বসে হঠাত্। নাম উল্লেখ না ক'রেই এই সত্যিকারের তরুণ-বৃত্তটিকে অভিবাদন আর শুভকামনা জানাচ্ছি।

আরো হয়তো অনেক কিছুই বলার ছিল। প্যান্প্যান্ অবশ্য কমও করিনাই অলরেডি। তবে, লিখতে লিখতেও পিছায়া গেলাম আরো। দ্যাখেন, শুরু করসিলাম চালু ভাষায়, আর শেষের দিকে একটু আগে ঠিকই আবার বইয়ের চলিত ভাষা মারলাম কতোক্ষণ। ধুর, এইভাবে খেই রাখা যায় না কি?! মন খারাপ । লিখতে শুরু করসিলাম দুপুর ১২টায়। আর এখন যখন একটু পরেই 'মন্তব্য করুন'এ চাপ দিতে পারবো আশা করতেসি, তখন বাজে (রাত) ৮টা। বোঝেন প্রিয় ব্লগারেরা, কী বাজে অবস্থা আমার! দুপুর থেকে সারাটা দিনই ক্লায়েন্টদের সঙ্গে উপর্যুপরি মিটিং ক'রতে ক'রতে গ'লে গ্যালো, নেশে গ্যালো, ,,, স্যরি। ভুল-ত্রুটি মাফ কইরেন সকলে।

গেস্ট-হোস্ট হিসেবে আলাদা কইরা দেখিনাই বিষয়টাকে একদমই। তবুও, লিখসিই যখন এত্ত কিছু, শেষকালে নজরুল ভাইকে সালাম জানাইতে চাই এই আয়োজনের জন্য। আর তার জানানো-মতে (না, অবিশ্বাস করি নাই হাসি ) লীলেন ভাই যেহেতু এই তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, অনেক স্যাল্যুট তার জন্যও। অতন্দ্র প্রহরী, পান্থ-সহ আরো যারাই এই ভাবনা-কষ্ট-ক্লেশের মহান ভাগিদার; অভিনন্দন আর সকৃতজ্ঞ ধন্যবাদ থাকলো তাদের সবার প্রতিই।
[NB: আমার কিন্তু আগে-পরে চার-পাঁচটা সুন্দর এসএমএস পেয়ে অতন্দ্র প্রহরীকেও অনেক ভদ্রলোক ব'লে সন্দেহ হইসে! বিষয়টা যথেষ্ট হতাশার আর আতঙ্কের চোখ টিপি । প্রধান উপদেষ্টা লীলেন ভাইয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করি এই দুর্যোগের বিষয়েও। ;)]

বাঁশের চেয়েও লম্বা-চওড়া এই বিষ যারা এতক্ষণ হজম করলেন কষ্ট স্বীকার ক'রে, সবাইকে বিনীত ধন্যবাদ। ভালো থাকেন সবাই। হাসি

------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আলাদা পোস্টে দিতে পারতেন কিন্তু...

আপনি আসলেই একটা কামেল লোক... নিধি ভালো লোকদের কোলে একদম থাকতে চায় না... তার প্রিয় কোল মাহবুব লীলেন আর আপনি... চোখ টিপি

আমারো ধারনা ছিলো আপনে মাস্তিবাজ লোক... কিন্তু কালকে ফর্মে পাইনাই আপনেরে... খোঁচানোর ফুরসত ছিলো না... নাইলে রেহাই পাইতেন্না... অসুবিধা নাই... নেক্সট আড্ডায় দেখা হইবোই তো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সাইফুল আকবর খান এর ছবি

জ্বি বস। এখন আমারও মনে হচ্ছে- আলাদা পোস্টও দিতেই পারতাম। মাথা কাজ করে নাই ঠিকঠাক। সত্যিই বস, আজকে একটা যা তা দিন গ্যালো আমার! বেশি বাজে। মন খারাপ

যাক, ব্যাপার না।
থ্যাংকস, প'ড়ে এই দ্রুত উত্তরের জন্য।
হ্যাঁ, দেখা না হয়ে যায় কই?! হাসি
আর, কালকে তো আমরাও কেউ আপনেরে খোঁচাই নাই। ওইটাও তো বকেয়াই থাকলো।
ভালো মানুষ হই, কি কামেল হই- সেইটাও ব্যাপার না। নিধি যে আমারে এইটুকু সহ্য করলো, সত্যি আমিই এতে অবাক হয়েছি বেশি। কারণ, বিশ্বাস করেন- আমার কোল বাচ্চারা তেমন একটা পছন্দ করে না কিন্ত সচরাচর, যদিও আমি ওই ফেরেশতাগুলার লগে ঘঁষাঘঁষির চান্স খুঁজি বরাবরই।

ভালো থাইকেন বস।

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

প্রথমেই ধন্যবাদ, সাইফুল ভাই, আপনি আপনার প্রতিশ্রুত "সর্বাত্মক চেষ্টা" করে আড্ডাতে আসছিলেন, সেইজন্য। আর তারপর- এই সুচিন্তিত ও দারুন মন্তব্যটার জন্য। ভাল লাগল খুব। আলাদা পোস্ট দিতেই পারতেন, তবে আড্ডা সম্পর্কিত সবকিছু এক পোস্টে থাকাটাও কিন্তু মন্দ না। একটার মধ্যেই সব পাওয়া যাবে তাহলে।

কালকের আড্ডাটা কী যে অসাধারণ ছিল! নতুন যাদের সাথে দেখা হল, মনেই হল না যে "প্রথম দেখা"! সচলায়তনের দারুন পরিবেশ আর সমমনা সচলদের কারণেই মনে হয় সম্ভব হল এটা।

আপনার খাস কমপ্লিমেন্ট গ্রহণ করলাম কৃতজ্ঞতা ও সলজ্জ হাসির সাথে। আর আমাকে যেমন এসএমএস পড়ে আপনার "ভদ্রলোক" মনে হইসিল, আপনার লেখা ও সচলের নিক দেখে আমারও মনে হইসিল আপনি কোনো বিশিষ্ট ভদ্রলোক, "খান সাহেব"! তবে বাস্তবে আপনি তা না, আপনি আমাদের সবার মতই ("ভদ্রলোক" না) দেঁতো হাসি

অবাক ব্যাপার হল, নিধি কিন্তু কারো কোলেই যায় না। আর বাচ্চারা তো ফেরেশতা চেনে। তাইলে কি লীলেনদার পর শহরে নতুন ফেরেশতার আগমন হইল? চিন্তিত

ভাল থাইকেন। দেখা হবে আবারও, আশা রাখি। হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সাইফুল আকবর খান এর ছবি

'সর্বাত্নক চেষ্টা' উদ্ধৃত ক'রে লজ্জা দিলেন কি না বুঝলাম না। হাসি
চেষ্টা না করলে যাওয়া হইতো ক্যাম্নে বলেন?!
হ্যাঁ, আমারও অনেকই ভালো লেগেছে যেতে এবং থাকতে পেরে। অনেককেই অনেক ভালো লেগেছে। একসাথে/ওভারঅল সবাইকেই ভালো লেগেছে। হাসি
যাক, এক জায়গায় একটু ফেরেশতা ফেরেশতা গন্ধ লাগলো আমার গায়ে, তা সে যে কারণেই হোক।
আপনি তো এই পোস্ট-কে সমৃদ্ধ করার জন্য ওখনও অতন্দ্র হয়ে কাজ ক'রেই যাচ্ছেন দেখছি। সাব্বাশ।
স্বাগতম আর ধন্যবাদ দু'টোই দিলাম আমিও আবার। না, আমি আড্ডা-সংক্রান্ত লেখাটা এখানেই কমেন্ট হিসেবেই যে লিখলাম, সেটাও তো বেশ ভালো হয়েছে নিঃসন্দেহে। এই বিষয়ক যেহেতু, এইখানে থাকাটা ক্ষতির তো কিছুই হয় নাই, বরং লাভই হইছে। দেঁতো হাসি

ভালো থাকেন। হাসি

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

না না, একদমই না রে ভাই, লজ্জা দেয়ার জন্য না, আসলেই আপনি যে চেষ্টা করে আসছিলেন, সেইটা অনেক ভাল্লাগসে। হাসি

টুকিটাকি তো অনেক কিছুই লেখা যায় আরো, মজার ঘটনার তো আর অভাব ছিল না। দেখা যাক, সবার কমেন্টের মাধ্যমেই না হয় উঠে আসবে সেইসব বিষয়গুলা।

আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন। হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সাইফুল আকবর খান এর ছবি

হাসি

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

পোস্টটা এডিট করা এখনো পুরাপুরি শেষ হয় নাই। এই কাজের জন্য অফিস থেকে হাফ ডে ছুটি নিয়ে বাসায় এলাম আজ দুপুরেই। তারপর সব ভিডিও-টু-অডিও কনভার্সন, ই-স্নিপ্সে আপলোড, হাবিজাবি নিয়ে ব্যস্ততায় কাটল। ঠিকমত গানগুলো এল কি না নিজেও সেভাবে চেক করে দেখিনি। কোথাও কেউ কোনো ভুল পেলে জানাবেন।

ছবি আরো কিছু দিতে চাচ্ছিলাম। কিন্তু এক দিনে ছবি আপলোডের কোটা শেষ হওয়ায় দিতে পারছি না।


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

ধুসর গোধূলি এর ছবি

- কদু ভাইরে সাপ্লাই করে দেন। বেচারা সেন্টু খাইছে। মিয়া, বেবাক ফটুক আপনে 'ঊর্ধ্বে ভরে' ফেলছেন বলে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা। সেন্টু খাওয়ার কিসুই নাই তো বস। চাচ্ছিলাম পূর্ণাঙ্গ একটা পোস্ট হোক। ছবি থাকবে, গান থাকবে। সম্ভব হলে ভিডিও আপলোড করে ইউটিউবের লিংক দিতাম। কিন্তু দীর্ঘ সময় নিয়ে একটা ফাইল এমপিজি থেকে এভিআই/ডব্লিউএমভি ফরম্যাটে কনভার্ট করে দেখি সাইজ দুইক্ষেত্রেই ৩০ মেগাবাইটের উপর। তাই ভিডিও প্রজেক্ট বাদ।


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

ধুসর গোধূলি এর ছবি

- য়্যুটুবে তো ১০০ পর্যন্ত তুলে পারবেন! আপনার স্পীডে সমস্যা থাকলে এদিকে চালান করে দিতে পারেন। ঊর্ধে ভরার কাজটা করতে অসুবিধা হওয়ার কথা না!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতন্দ্র প্রহরী এর ছবি

১০০ পর্যন্ত তোলা যায় বুঝলাম। কিন্তু আমার কাছিম মার্কা নেট নিয়ে তো আর সেটা আমি পারব না। আপনার ওইদিকে চালান দিলে ক্যাম্নে দেয়া যায়, বলেন তো! এতগুলা ফাইল ছোট ছোট পার্ট করে সেগুলা নেটে পাঠান তো বিশাল বিরক্তিকর কাজ হবে। ভাবতেসি সিডি বার্ণ করে পাঠাব কি না।


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সৌরভ এর ছবি

এইসব পোস্টদাতাকে সচলায়তন থেকে বহিষ্কার করার দাবি জানাই।
বঞ্চিতেরা সবাই আমার দাবিতে সামিল হউন। মন খারাপ


আবার লিখবো হয়তো কোন দিন

অতন্দ্র প্রহরী এর ছবি

তারচেয়ে বরং একটা প্রস্তাব রাখি: আগামী আড্ডায় টেলি-কনফারেন্সের মাধ্যমে প্রবাসী সচলরাও অংশ নিক দেঁতো হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

হিমু এর ছবি

একমাত্র ভাস্কর ছাড়া দেখলাম সকলেই সচলায়তনের সদস্য, অতিথি নয়তো তাদের আত্মীয় হাসি


হাঁটুপানির জলদস্যু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

জামাল ভাস্কর? অবিশ্বাস্য!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এই জামাল ভাস্কর? কস কি মমিন!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

তারেক এর ছবি

বিডিআর ভাই আসলেই ভদ্রলোক চোখ টিপি
আড্ডার আগে খুবই ফর্মাল এসএমএস যেইটার নিচে স্বাক্ষরও আছে -অতন্দ্র প্রহরী। রাতে বাসায় ফিরতে না ফিরতেই আবার ধন্যবাদমূলক এসএমএস - এক্কেবারে ভদ্রতার চূড়ান্ত দেঁতো হাসি

ছাদের কাহিনী আসলে রায়হানের না। ওইটা স্পর্শের চোখ টিপি

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অতন্দ্র প্রহরী এর ছবি

হৈ মিয়া, গালি দিলেন কেন! চিন্তিত

আরে ভাই, রাতের এসএমএসটা ঠিক ভদ্রতা না, মন থেকেই দিসি সবাইকে। সবাই আসছিল জন্যই না এত ভাল আড্ডা হল। তবে ভাষাটা একটু ফর্মাল শোনাইসে হয়ত খাইছে

ওইটা রায়হান ছিল না?! তবে রায়হান না হয়া স্পর্শ হইসে, এতে অবাক হওয়ার কিসু নাই দেঁতো হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

এনকিদু এর ছবি

বস্‌ , ছাদের উপর যে কী ঘটেছিল তার বিন্দু বিসর্গ আপনারা কিছু জানেন না, আন্দাজও করতে পারবেন না । স্পর্শ ও ছিল, রায়হানও ছিল, আমি অধমও ছিলাম । কিন্তু আমি কিছু করি নাই । যা করার ওরাই করেছে । এই বিষয়ে মারাত্মক একটা ব্লগ লেখা যাইতে পারে । যদি রায়হান আর স্পর্শ আমারে ট্যাক্স না দেয় তাইলে কিছুদিনের মধ্যেই "ছাদের উপর কী ছিল" অথবা "ছাদে কী ঘটল" টাইপের একটা পোস্ট পড়বেন সচলে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রায়হান আবীর এর ছবি

দুনিয়াতে ইন্সাফ বইলা কিচ্ছু রইলো না। এনকিদু ভাই আপনার মিথ্যা বানোয়াট ব্লগ পড়তে চাই। পড়ে বুঝি আমি আসলে কি করেছিলাম। :‌D

=============================

অতন্দ্র প্রহরী এর ছবি

আরে কিদু ভাই, তাড়াতাড়ি লিখে ফেলেন তো! কোনো ভয় নাই, রায়হানকে পাহারা দিয়ে রাখার দায়িত্ব আমার চোখ টিপি

তবে মজার বিষয় লক্ষ্য করলাম- আড্ডায় যাওয়ামাত্রই রায়হান আমাকে বেমালুম ভুলে গেল, যেন চেনেই না। খুঁজেই পাই না ওকে। একবার ছাদে, একবার কৈ কৈ যেন কি কি খেতে গেল! বুঝলাম, দুনিয়াজুড়া পচুর গিয়াঞ্জাম! মন খারাপ দেঁতো হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

বাহ , আমি দেখি কোথাও নাই। যাও এক্জন বললো আমার কথা তাও আনিস ভাইর বান্ধবী হিসাবে। আমি কিন্ত আনিস ভাইর বান্ধবী হিসাবে যাই নি , ব্লগের এক্জন সদস্যও, হয়তও আতিথি। বুঝ্লামনা এরকম বিমাতা সুলভ আচরণ কেন? আমি মাইন্ড খাইসি।

Lina Fardows

হিমু এর ছবি

সেন্টু খাইয়েন না। সমানে ল্যাখেন সচলে। সচলের পোস্ট চট করে আর কোথাও পোস্ট কইরেন না (নীতিমালা)। ফুল থ্রটলে আমাদের ভালো ভালো সব লেখা পড়তে দিয়ে ফুল সচল হয়ে নেক্সট সচল সমাবেশে ফুল ক্যাপাসিটিতে গিয়ে যে অলম্বুষ আপনাকে আনিস ভাইয়ের বন্ধু হিসেবে চালিয়ে দিতে চেয়েছে তাকে একটা ফুল মেটাল ঠুয়া দিয়ে আসবেন।


হাঁটুপানির জলদস্যু

সাইফুল আকবর খান এর ছবি

ইস, লীনা'পু, স্যরি। ভুল হইসে।
আমার পরে আপনার 'প্রেম একবারই আইসেলে জুইত কইরা'-সহ নিয়ে আপনার কথা লেখার প্ল্যান ছিল। কসম। কিন্তু সারাদিনে ছোটা ছোটা লেখা তো, তাই শেষে একটু স্লিপ খাইসি জাস্ট। প্লিজ মাইন্ড কইরেন না। ভালো থাকেন। ভালো লাগলো, যে- আপনি কালকে গিয়ে সেই আনন্দে আজকে আবার যে এই এলাকায় এসে পড়ে লিখেও গেলেন।
আফা, মাফ কইরা দেন না! ভুল অইয়া গ্যালে।

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

ধুসর গোধূলি এর ছবি
সাইফুল আকবর খান এর ছবি

মোর রইলেডা কী?! চোখ টিপি
হাসি

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

লীনা আপু, প্লিজ মাইন্ড করবেন না। আপনার প্রতি আমাদের প্রত্যেকেরই রয়েছে এক আলাদা রকম কৃতজ্ঞতা। আপনার হারমোনিয়ামের বদৌলতেই না চমৎকার গানের আসর জমলো। আর আপনি তো খাওয়ার টেবিল জমালেন দারুন গান দিয়ে, সেই সঙ্গে আনিস ভাইয়ের সাথে আপনার বন্ধুত্বের গল্পও কিন্তু কম উপভোগ্য ছিল না। ধন্যবাদ আপনি এসেছিলেন জন্য। ভাল থাকুন। দেখা হবে আবারও।


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

রায়হান আবীর এর ছবি

বিডিয়ার ভাই অনেক খানা খাটনি করছে দেখা যায়। তারে ধন্যবাদ। হাসি

=============================

অতন্দ্র প্রহরী এর ছবি

তোমার কাছ থেকে এমন কমেন্ট আশা করিনি দেঁতো হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

লীনা ফেরদৌস এর ছবি

Lina FardoWস

মাফ করতে পারি, আমাকে তাড়তাড় সচল করেন, আমি য্ত দিন অচল(অতিথি) থাক্বব, এই বিমাতা সুলভ আচরণ থাক্ববে।

Lina Fardows

ধুসর গোধূলি এর ছবি
অতন্দ্র প্রহরী এর ছবি

লীনা আপু, আপনি নিজেই নিজেকে আগে সচল করেন, তারপর দেখেন আমরা কী জোরসেই না ক্যাম্পেইন চালাই আপনার জন্য! হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

ক্যামেলিয়া আলম এর ছবি

অসাধারণ রকমের আনন্দের কিছু সময় কাটালাম এই প্রহরী, নজরুল, লীলেন সহ আরও কার কার উদ্যোগে-------- সব দন্তযুক্ত হাসিই ধন্যবাদ---কৃতজ্ঞতা আরও কি কি ভদ্রতার আয়োজন দেখাবার জন্য যথেষ্ঠ।

তবে শুরুতেই ঘাবড়ানোর মত হাসি-------- প্রবেশ করতে না করতেই ভদ্রতা নেই কিছু নেই পরিচয় দেবার সাথে সাথেই বলা হল'ও এ রাইট বাটন ডানে না বামে'--------আর বাকিটা তো বোঝাই যায়।

নজমিলা সহ নুপুর'কে সাথে নিধিকে'ও ধন্যবাদ------- আমার মতন এক বুড়োভামকে বাড়ি পৌছাবার দায়িত্ব নেবার জন্য (ছি ছি ক্যামেলিয়া!)

আর আড্ডা এত কম সময়ের হয় কেন--------এর পরের বার সকাল থেকে সন্ধ্যা আড্ডার ব্যবস্থা হোক!

নামটাম এত লিখতে পারব না ------- সবকয়টাকেই ভাল লেগেছে। এতগুলো ভাল লোকও যে এক জায়গায় এত চমৎকার জড়ো হয়ে ভাল কিছু কাজ করতে পারে তা রাজনৈতিক দলগুলোর দেখা উচিৎ। প্রহরী, তুমি বরং ভিডিও গুলো করে মনোনয়নপ্রাপ্ত দলগুলোর হেড অফিসে একটা করে পাঠিয়ে দিও--------একটু শিখুক ওরা।

বেঁচে থাকুক এই একতায় সচলায়তন।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা। আনিস ভাই যেভাবে আপনাকে "রাইট বাটনটা কোন দিকে?"-এর মাধ্যমে চিনে ফেলল, সেটাতে খুবই মজা পেয়েছিলাম সবাই। এরপরের আড্ডাটা সকাল থেকে রাত পর্যন্ত চললে খুব ভাল হবে।

আর আসলেই, এত সুন্দরভাবে যে এত বিরাট একটা আয়োজন শেষ হল, তা সত্যিই অবাক ব্যাপার। সবার সহযোগীতার কারণেই এটা সম্ভব হয়েছিল।

বিদায়ের আগ মুহুর্তে আপনাকে নিয়েও তো জোস মজা হল। আশা করি এবারও বাসায় "আগ বাড়িয়ে ঝাড়ি" মেথডে কাজ হয়েছিল! হো হো হো


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

রণদীপম বসু এর ছবি

ছিঃ ছিঃ ! আমি করলাম মশকারি, আর পোলাপাইন বুঝলো গান !
হায় হায় ! এরা তো মশকারিও বুঝে না !
সাংঘাতিক খারাপ অবস্থা ! কই, লীলেন গোসাই কই ?
আরে এগোরে আগে মশকারি শিখান ! শেষ পর্যন্ত সচলের ইজ্জত পাঙ্কচার করবার লাগছে !

বিডিআর না প্রহরী যেনো, দেখতে তো সাদাসিধা মনে হইছিলো ! তাঁর যে পেটে পেটে এত্তো দুরভিসন্ধী ছিলো, সেটা কে জানতো ! এখন বুঝছি, তাতাপু কেন বিডিআর-এর লাইগ্যা লজেন্স আনে নাই ! আর দুই নম্বরী ভিক্যামটাও দেয় নাই !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনিও তাতায়িত হয়ে গেলেন! মন খারাপ


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

মাহবুব লীলেন এর ছবি

এই পোস্টে অত মন্তব্য পড়ার তেব্র পেরতিবাদ জানাচ্ছি

অতন্দ্র প্রহরী এর ছবি

আমিও জানালাম! খাইছে


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

খেকশিয়াল এর ছবি

খুবই জটিল, ফাটাফাটি, কাটাকাটি, দাবানল টাইপ আড্ডা হইছে বুঝা যাইতাছে, মিস করছি, কিন্তু করার কিছু আছিল না ।

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতন্দ্র প্রহরী এর ছবি

খেকু'দা, ভাবসিলাম আসবেন। কিন্তু নজরুল ভাই জানাইসিলেন আপনি আসতে পারবেন না। যাই হোক, দেখা হইলে ভাল লাগত। "ডেফিনিটলি, মে বি" নেক্সট টাইম হো হো হো


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

অনিন্দিতা চৌধুরী এর ছবি

আড্ডার ব্যাপারে নতুন করে কিছু বলার নাই । অধিক শোকে পাথর অবস্থা।
একটু গান শুনতে চাইলাম। সেটাও পারছিনা।
আমার মতো কম্পুকানাকে একটু বলা যাবে ভাই প্রহরী কিভাবে esnips থেকে শুনব?
রেজিস্ট্রেশন করা লাগে?

অতন্দ্র প্রহরী এর ছবি

না না, ই-স্নিপ্স থেকে গান শুনতে বা ডাউনলোড করতে রেজিস্ট্রেশনের কোনো দরকার নেই। প্রতিটা গানের সাথে যে মিউজিক প্লেয়ারটা আছে, সেটার "প্লে" আইকনে ক্লিক করুন, অটোম্যাটিক গান শুরু হয়ে যাবে। সমস্যা হওয়ার কথা নয়। চেষ্টা করে দেখুন।


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

রায়হান আবীর এর ছবি

এই প্রথম দেখলাম, একটা পোস্ট দুই পাতা হলো। তাইতো বলি- আমার একটা মন্তব্য কই হারায় গেলো।

=============================

অতন্দ্র প্রহরী এর ছবি

প্রথমে আমিও কয়েকটা মন্তব্য পাচ্ছিলাম না। অনেক পরে বুঝলাম এগুলা পরের পৃষ্ঠায় আছে। হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

রণদীপম বসু এর ছবি

পোস্টেই বুঝা যাইতেছে, আমরা দুইদিনের আড্ডা একদিনে কইরা ফালাইছি ! প্রবাসী সচলরা এবং যারা দেশে থাইকাও আসেন নাই তারা এই মন্তব্য পইড়েন না। তাইলে কইলজাও দুই টুকরা হইয়া যাইবো !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

রণ'দা, এমনিতেও কেউ মনে হয় না এই পোস্টে ঢোকার আর সাহস করবে এখন! সব লেখা/কমেন্ট পড়ে, সব গান শুনে শেষ করতে পুরা দিন যাবে চোখ টিপি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

এনকিদু এর ছবি

ভাই এই পোস্ট টা ডিলিট করেন আর নাইলে সচলায়তনে শুধু মাত্র যেই কমেন্টা টা পড়লে বেশি মজা পামু ঐটা ডাউনলোড হওয়ার ব্যাবস্থা করেন । এই পোস্ট + কমেন্ট মিলে ডাইনোসরের সাইজ হইছে । আমি এই জিনিসটার নেশায় পড়ে গেছি, একটু পর পর না পড়লে আমার চলতেছে না । কিন্তু এই পেজ রিফ্রেশ করতে আমার কম্পিউটার কান্নাকাটি লাগায় দেয় ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতন্দ্র প্রহরী এর ছবি

হ কদু ভাই, পুরাই ডাইনোসর সাইজ! এখন আমার নিজেরই এইটাতে ঢুকতে ভয় লাগতেছে! তারপরও নেশা কাটতেছে না, নিরলসভাবে ট্রিপল সেঞ্চুরীর দিকে আগায়া যাচ্ছি! চোখ টিপি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

খাইসে! মন্তব্য দেখি ডাবল সেঞ্চুরি হাঁকায়াও দমে নাই!
ট্রিপল হইবো নাকি? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমি আছি। একটা রেকর্ড হয়া যাক। তিনশো কমেন্ট, বোধ হয়, সচলে পড়ে নাই এর আগে।

টানতে হইলে একটা টপিক লাগবো। চলেন, কাউরে পচাই চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- কারে ধরোন যায়?

এক কাম করি চলেন। যাগো যাগো ফটুক আছে তাগো সবার নামে বিচিং শুরু কইরা দেই! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আইডিয়া বালা। সবার উপ্রে দ্যাখেন, "অশোক লীলেন" গাড়ি উত্পাদনের ব্যবসা ছাইড়া সাইবার ক্যাফের দখলদার-মালিক হয়া বসসে!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- তাইলে অশোক লীলেনই সই। পয়লা বকরি দেঁতো হাসি

নিয়ম হইলো, একজন বকরীর লাইগা একটা থ্রেড। যে যতো পারো কমেন্টাও নিয়ম ফলো করা হবে। কিন্তু এক বকরীর থ্রেডে আরেক বকরীর নামে বিচিং করা যাবে না। এইটা যে করবে তারেই পরবর্তী থ্রেডে বকরী বানানো হবে! দেঁতো হাসি

বিদ্রঃ এইটা পোয়েটিক বকরা বকরী। কোনমতেই সেন্টু খাওয়া চলবে না!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

অশোক লীলেনের সোইন্দয্যজ্ঞান প্রবল: টেবিলের পায়ার রঙের লগে ম্যাচ কইরা শার্ট পরসেন চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

বকরী ১ : অশোক লীলেন

অবস্থাটা দেখছেন নি? মনেহয় কোনো ডাইং ফ্যাক্টরীর লাল রঙের ড্রামে ডুব দিয়া উইঠা আইছে। আরে ভাই, আপনে লালরঙা জামা পরবেন পরেন, কেউ কি মানা করছে? তাই বইলা চেহারার এই ভাও ক্যান? বেচারা ইয়াং সচলরা তাদের প্রিয় / অপ্রিয় / আধাপ্রিয় সচল /অচল / আধাচল বান্ধবগো লাইগা ঘটনা আপলোডাইবো আর আপনে কিনা এই বার্ধক্য বয়সে সেই ইচ্ছার আল্পসসম অন্তরায় হইয়া ব্যাঁকা হইয়া গিয়া চেয়ার দখল কইরা রাখলেন! এইটা কোনো ইনসাফ হইলো? মানুষের মানুষের জন্য, সচল সচলের জন্য- হাজারিকা বাবু কি গানটা হুদাহুদিই গাইছিলো নাকি? আর শুনেন, জগতে লেডি কিলিং ছাড়াও আরো অনেক কিলিং আছে যার একটা হইলো পেইন কিলিং। সরেন মিয়া, ল্যাপটপ ছাড়েন!

ওভার টু সন্ন্যাসী...। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমি তো উপ্রে কমেন্ট দিয়ালাইসি। তাও আবার কি না শার্টের রং লয়া হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- আইচ্ছা ব্যাপার না। দেঁতো হাসি

অশোক লীলেন হইলো। এইবার ক্যাঠা? থ্রেড আপনে শুরু করেন। খোদাবক্স থুক্কু সন্ন্যাসী ভাই।

ওভার...
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতন্দ্র প্রহরী এর ছবি

আর শুনেন, জগতে লেডি কিলিং ছাড়াও আরো অনেক কিলিং আছে যার একটা হইলো পেইন কিলিং।
গড়াগড়ি দিয়া হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

পরের ছবিতে আহমেদুর রশীদ শুদ্ধস্বরে ও হাস্যমুখে কী জানি কইতেসেন। শুইনা বেবাকে হাসতেসে। তাঁর দুই হাতের অবস্থান দেইখা মনে হইতেসে, তিনি কোনও কিছুর দৈর্ঘ্য দেখাইতেসেন। কিন্তু কিসের? চিন্তিত

জনতা জানতে চায়।

ওভার টু হামিদ ভাই হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- এইটা একটা জটিল কোয়েচ্চন করছেন খোদাবক্স ভাই। এর জন্য আগে আমাদের এখটু পেছনে ফিরে যেতে হবে। না, টাইম মেশিনে না। এই সচলায়তনেরই কোনো প্রিভিয়াস পোস্টে।

সেইখানে উল্লেখ করা আছে। ভাবী মাঝে মাঝেই রশীদ ভাইকে তাঁর স্বরশুদ্ধতার তোয়াক্কা না করে বারান্দায় পাঠিয়ে দেন। ভাবী নেহায়েৎ ভালো মানুষ। নাইলে রশীদ ভাইয়ের যে পরিমান ললনা দেখলেই কমেন্ট করার পিরোবলেম আছে, তাতে করে সদর রাস্তায় আগামী ইলেকশনের কোনো ক্যাণ্ডিডেটের পক্ষ নিয়ে বিশাল ভাষণদানরত অবস্থায় আবিষ্কার, কারণ ভাবী তাকে তো বারান্দায় ও জায়গা দেয়ার কথা না। খাওয়া খাদ্য পাওয়া দূরের কথা।

তো রশীদ ভাই সেই রকমই কোনো এক রাতের ঘটনার কথা বর্ণনা করতেছেন মনেহয়। ভাবী সেদিন সব খাবার ফ্রীজে তুলে তালা লাগিয়ে দিলেন। আর একটা চিটা পড়া বালিশ আর ছেঁড়া কাঁথা সহ পাঠিয়ে দিলেন রশীদ ভাইকে বারান্দায়। এদিকে ক্ষিধেয় পেট চোঁ চোঁ। কী করেন রশীদ ভাই? স্বরশুদ্ধ হবার কারণে চিৎকার করে কিছু বলতেও পারেন না। (মন্দ লোকে বলে তাইলে নাকি ভাবীর হাতে উত্তম-মধ্যমও খেতে হতে পারে!) চোখ টিপি

প্রতিবেশী সবে শশা ক্ষেত করেছে। শশাও ধরেছে বেশ কয়েকটা। তিনি বারান্দার পাঁচিল টপকে চলে গেলেন সেই শশা ক্ষেতে। প্রাণভরে খেলেন প্রতিবেশীর ক্ষেতের শশা। সেই শশারই আকার দেখাচ্ছিলেন আরকি। যাতে করে উপস্থিত বাকীরা একই সিচুয়েশনে রশীদ ভাইয়ের শুদ্ধস্বর নিঃসৃত আইডিয়া কাজে লাগাতে পারেন।

এইবার ক্যাঠা খোদাবক্স ভাই?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ধন্যবাদ, হামিদ ভাই।

একটা ছবি বাদ দিয়া (বাদ কাউরেই দেওয়া হইবো না) নিচে নামেন।
প্যালেস্টাইনি গামছা কাঁন্ধে নিধি-পিতা নজরুল ইসলামের চোখ আতঙ্কিত কেন? বিডিআর-এর ভাষ্য - অতিথিদের চাপে। আপনার কী ধারণা?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- ঐটা বক্তব্যে বিডিআর আসলে পাবলিকের দৃষ্টি অন্যদিকে ঘুরানোর ক্ষীণ একটা দুব্বল প্রয়াস ঘটাইছে। এর পিছনে অন্য কারণ আছে। বিডিআর রে আমি ভালা মানুষ মনে করছিলাম। কিন্তু তিনি নজু ভাইয়ের মতোই পিছলা নিকলা। রেগে টং

এই ব্যাপারে আমি জনাব রায়হান আবীর নাদান (সালাম) এর দৃষ্টি আকর্ষণ করিতেছি।

নিধিপিতা নজু ভাই আসলে একটা ভেক ধরার চেষ্টায় আছেন। তার অতীত ইতিহাস ঘাটলে এই ঘটনার সত্যতা পাওন যায়। কাঠগড়ায় সাক্ষী হিসাবে নিধিমাতা নুপূর ভাবীকে ডাকা হোক!

ওভার...
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতন্দ্র প্রহরী এর ছবি

নিরীহ প্রহরীকে নিয়ে এইরকম উদ্দেশ্যপ্রণোদিত ও হানিকর মন্তব্যের তেবরো নিন্দা জানাই!

বস, আপনারে এই "গরীবের বন্ধু" ক্লাব থেইকা খারিজ করব নাকি ভাবতেছি মন খারাপ


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমারে পরবর্তীতে পঁচানো হবে এই আশঙ্কায় আমি আতঙ্কিত
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

কান্ধে ওই হাজি ওড়না (নাকি নজমিলা!) ঝুলায়া, বসে বসে দোয়া-দুরূদ পড়েন! আমিও অধীর আগ্রহে অপেক্ষা করতেসি আপনারে ক্যাম্নে পঁচানো হয়, সেইটা দেখার জন্য চোখ টিপি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

পরের ছবিতে আসি।

পুরা একখান রহস্য-ফটুক। প্রায় জনাদশেক সচল-সচলা তাকায়া রইসে কার বা কিসের দিকে। কিন্তু সেইটা কে বা কী - ছবিতে সেইটা নাই। এমন দুর্বোধ্য ছবি দেওনের পেরতিবাদ জানাইলাম!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

কীর্তিনাশা এর ছবি

ধারাভাষ্য থাইমা গেল নি? তাইলে তো মন্তব্য তিনশ পারাইবো না।
বক্স আর হামদু ভাই জলদি চালু করেন আবার।

প্রহরী গেল কই??

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

খোদাবক্স তো হামিদ ভাইয়ের অপেক্ষায় বইসা অছে! তিনি তো হাওয়া!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

কীর্তিনাশা এর ছবি

গোপন সূত্রে খবর পাওয়া গেছে হামদু ভাইরে প্রকৃতি কল করেছে। সেই ডাকে সাড়া দিতে উনি দুই ঘন্টা যাবত হাম্মাম খানায় দাম্মাম মানে দামামা বাজাচ্ছেন। দাম্মাম বাজানো শেষ হইলেই উনি আবার ধারাভাষ্য শুরু কইরা দিবেন। চোখ টিপি

ততক্ষন বক্স ভাই আপনে একাই চালায়া যান। ঐ যে - কর্দমাক্ত আকাশ, মেঘমুক্ত মাঠ এসব বইলা বিসমিল্লা করেন। দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বক্স ব্যাটাই একবার কইসিল: "এইমাত্র মাননীয় রাষ্ট্রপতি স্টেডিয়ামে অনুপ্রবেশ করলেন" হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

কীর্তিনাশা এর ছবি

হো হো হো

তবে বক্সের চেয়েও এক কাঠি সরেশ জাফরুল্লাহ সরাফত। ঐ যে কোন ব্যাটসম্যান একটা বাউন্ডারি হাকাইলেই বলতো - নান্দনিক মার, চোখ চেয়ে দেখার মত মার, দুর্ধর্ষ মার, রোমহর্ষক ব্যাটিং ইত্যাদি ইত্যাদি।

ধারাভাষ্যের স্টাইলে রাগে যন্ত্রনায় গায়ে যেন আগুন ধরে যেত।

কিন্তু আমাদের হামদু ভাইয়ের আসলেই তো কোন খোঁজ নাই। দামামা কি সে বাজাইতাছে নাকি তারে কেউ দামামা বানায়া বাজাইতাছে। চিন্তিত

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমার ঘুমের টাইম পার হয়া গেসে। যাই গিয়া।
পাবলিকে এইটারে তিনশোতে লয়া যাইবো, এই বিশ্বাস আমার আছে হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

কীর্তিনাশা এর ছবি

এনশাল্লাহ্ দেঁতো হাসি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতন্দ্র প্রহরী এর ছবি

বক্স ব্যাটাই একবার কইসিল: "এইমাত্র মাননীয় রাষ্ট্রপতি স্টেডিয়ামে অনুপ্রবেশ করলেন"
গড়াগড়ি দিয়া হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

অতন্দ্র প্রহরী এর ছবি

নাশু ভাই, প্রহরী নিরলসভাবে একা একাই ইনিংস টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে এখন। কবি তো বলেই গেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে.... চোখ টিপি

ট্রিপল সেঞ্চুরীর কাছাকাছি এখন, তবে মনে হয় না সম্ভব হবে। দেখা যাক, হাম্মাম-দাম্মাম থেকে ধূগো'দা এসে কিছু করতে পারে কিনা খাইছে


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

কল্পনা আক্তার এর ছবি

লিখে যান, পড়ার জন্য আমি বসে আছি দেঁতো হাসি

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

অতন্দ্র প্রহরী এর ছবি

কল্পনা আপু, সেদিন তো খুব ষড়যন্ত্রমূলক ব্লগিং করলেন, আর এখন নিজে লেখা বাদ দিয়ে পড়ার জন্য বসে আছেন! তা হবে না, আপনিও লেখেন কিছু দেঁতো হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

কীর্তিনাশা এর ছবি

চালিয়ে যান প্রহরী আমি আপনার সাথে আছি। হেইয়ো! কইয়া এক ঠেলা দেন তিনশ পার হয়ে যাবে। আর তো মোটে কয়েকটা বাকি। চলুক

ধুগো ভাইরে মনেহয় কানাউলায় ধরসে, নাইলে এত লম্বা সময় উনি অনুপস্থিত ক্যান চিন্তিত

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতন্দ্র প্রহরী এর ছবি

নাহ্, নাশু ভাই-ই এই গরীবের আসল বন্ধু দেঁতো হাসি

তবে আমাদের মাননীয় ধূগো'দার যে কী হইল! চিন্তিত


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।