আজ ঘোষণা দিয়ে আমি দালাল হলাম ...

রাগিব এর ছবি
লিখেছেন রাগিব (তারিখ: বুধ, ০৮/০৭/২০০৯ - ৬:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছেলে বেলা থেকেই মিছিলে শ্লোগানে "দালাল" শব্দটির প্রতি বাঙালির আকর্ষণ দেখে এসেছি। আশির দশকে শুনতাম, কিংবা দেয়ালের চিকায় দেখতাম,

রুশ-ভারতের দালালেরা, হুঁশিয়ার-সাবধান।

কিংবা, বামপন্থীদের মিছিলে,

সাম্রাজ্যবাদের দালালেরা, হুঁশিয়ার-সাবধান।

আশি-নব্বইয়ের দশক পেরিয়ে গেছে, হাজারী-শূন্যের দশকও শেষ প্রায়, কিন্তু দালাল-শব্দটির প্রতি বাঙালির আকর্ষণ আর কমেনি। পাক-বাহিনীর দালাল থেকে শুরু করে অধুনা টিপাইমুখী দালালও কম না। অনেক অভিযোগ বাস্তবেই সত্যি, দালালী করতেও বাঙালির জুড়ি নেই। ম্যাক্রো স্কেল থেকে সরে এসে মাইক্রো স্কেলেও প্রচুর দালালী চলে, এলাকার নেতা গোছের ব্যক্তিদের দালাল হতে মানুষের আগ্রহ দেশেই নয়, বিদেশের ক্ষুদ্র বাঙালি সমাজেও প্রকট।

এসব দেখতে দেখতে আজ দুমকরে সিদ্ধান্ত নিলাম, আজ থেকে আমিও দালাল হবো। দেশে ভারতীয় দালাল, পাকিস্তানী দালাল, আওয়ামী দালাল, বিএনপি দালাল, কিংবা আমেরিকার দালালের সংখ্যা কম নয়, ওসব করে সুবিধা করা মুশকিল, এতো বিপুল সংখ্যক লোক আগেই ওসব দালালীর রাস্তা দখল করে রেখেছে। তাই আমি বেছে নিচ্ছি সবচেয়ে সহজ যে দালালী করা, সেটারই পথ।



আজ থেকে, অফিশিয়ালি, আমি হবো, "বাংলাদেশের দালাল"।


auto






--

ইতি,
রাগিব হাসান
বাংলাদেশের দালাল


মন্তব্য

রেজওয়ান এর ছবি

আপনি দেশের দালালী করেন বলেই বাংলা উইকিপিডিয়াকে সম্মান জনক অবস্থায় নিয়ে যেতে পেরেছেন। অন্য সব দালালীর হাক ডাক বড্ড বেশী কিন্তু ফলাফল শুণ্য।

আমার কাছে কাজটিই মূখ্য। কাজ সমাধার জন্যে নিজের সম্মান রেখে দালালী করতেও বাধা নেই।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সঙ্গে আছি!
____________
অল্পকথা গল্পকথা

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হুমম।

সিরাত এর ছবি

তীব্র ঘৃ... ধুরু, সম্মান! হাসি

ভুতুম এর ছবি

চলুক

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

যুধিষ্ঠির এর ছবি

খুবই ভালো সিদ্ধান্ত। অভিনন্দন!

ষষ্ঠ পাণ্ডব কদিন আগেই তার নতজানু মনন, অপচিত মেরুদণ্ড-২ লেখায় বাংলাদেশের দালালদের খোঁজ করে বলেছিলেন:

... পনের/ষোল কোটি লোকের দেশে বাংলাদেশের দালাল কয়জন আছেন? কতজন বুকে হাত দিয়ে ঘোষনা করেন যে, “আমি বাংলাদেশের দালাল”!

উনি নিশ্চয়ই বেজায় খুশি হবেন আপনার এই ঘোষনায়।

লীন এর ছবি

উপরের সব মন্তব্যের সাথে আমিও একমত।
বাংলাদেশের অনেক তথাকথিত দালাল আছে, কিন্তু সত্যি বলছি আপনার মত দালাল এখন দরকার।
(এর মানে এই না যে রাগিব ভাইকে আমি রাজনীতিতে দেখতাম চাই, হাহাহাহা)

______________________________________
বৃষ্টি ভেজা আকাশ

______________________________________
লীন

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

রাজনীতি বলতে বাংলাদেশে এখন যে খেয়োখেয়ি চলছে যদি তা বুঝিয়ে থাকেন তাহলে সেখানে রাগিব কখনো যাবে না বলেই বিশ্বাস করি।

কিন্তু এর মানে এই না যে রাগিবের বা রাগিবের মত মানুষদের রাজনীতিতে নামা উচিত না। বরং রাজনীতিতে রাগিবের মত মানুষদেরই বেশি দরকার। নয়তো আমাদেরকে প্লেটোর ভাষ্য অনুযায়ী সব সময় অধম লোকদের দিয়েই শাসিত হতে হবে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

লীন এর ছবি

হায় হায় আমারে আপনি কইরা বলেন ক্যান?
আর হ্যাঁ আপনার কথা ঠিক, তবে এমন এক দুইজন ভালো মানুষ রাজনীতিতে ভাত পায় না, বরং হারায়ে যায়...

______________________________________
বৃষ্টি ভেজা আকাশ

______________________________________
লীন

মামুন হক এর ছবি

আমিও ঘোষনা দিয়ে বাংলাদেশের দালাল।

সাইফ তাহসিন এর ছবি

রাগিব ভাই, আমিও লাইনে দাড়াইলাম, কোন উপদেশ থাকলে দিয়েন, খালি লাইনে দাড়ায় চাপা মারলে তো লাভ নাই, সফল ভাবে দালালিও করতে হবে। কিভাবে সফল দালালি করব, এর উপর কিছু সচেতনতা মূলক উপদেশ আর গাইড লাইন দিলে সেভাবে আগাতে পারি। পোস্টে উত্তম জাঝা!

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অনিকেত এর ছবি

রাগিব ভাই, স্যালুট!
দলে খাড়াইসি আমিও----

জনৈক পাঠক এর ছবি

আপনাকে অনুরোধ করছি, এই ভুল কথা ("ও মা" এর জায়গায় "ও গো") ও ভুল সুরে (আরো দুএকটা শুনলেই টের পাবেন) গাওয়া জাতীয় সঙ্গীতের ভিডিওটি বদলানোর জন্য। দালালী করবার আগে আসুন, জাতীয় সঙ্গীতের অবমাননা থেকে দূরে থাকি..

ধন্যবাদ..
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি.."

সাইফ তাহসিন এর ছবি

ভাইজানের কাছে সদিচ্ছার চেয়ে ভুলটাই বড় হইল?

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

রাগিব এর ছবি

ধন্যবাদ। গানটি প্রথমে শুনেই সন্দেহ হচ্ছিলো, সুরে গড়বড় আছে। পালটে দিয়েছি।

তবে এটা করতে গিয়ে দুঃখের সাথে খেয়াল করলাম, আমার সোনার বাংলার ভালো কোনো ভিডিও ইউটিউবে নেই। মন খারাপ

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

এনকিদু এর ছবি

চলুক


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলেন বাংলাদেশের দালাল দল নামে একটা দল খুলি... হো হো হো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ফাহিম এর ছবি

চলুক
=======================
ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যাথা!

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

রাগিব এর ছবি

যাঁরা সঙ্গে আছেন, প্রতিজ্ঞা করেন, প্রতিদিন কিছু দালালীমূলক কাজ করবেন। হাসি

আজ প্রচুর চীনা দালালের সাথে দেখা হলো, তবে তারাও অবশ্য চীনা। চীনে যাই হোক না কেনো, আন্তর্জাতিক মাধ্যমে যতোই নিন্দা হোক না কেনো, এদের দেশপ্রেম কড়া। ইন্টারনেট/উইকি সর্বত্র চীনারা ঝাঁপিয়ে পড়েছে ইদানিং ... চীনের বিরুদ্ধে কিছু দেখলেই এককাট্টা হয়ে ঠেকাচ্ছে তা।

এদের বা অন্য দালালদের থেকে নিজ দেশের জন্য দালালী করার কৌশলটা শিখে নিতে হবে ...

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

হায়রে দুর্ভাগা জাতি! এত্ত দালাল চারপাশে, তাও দালালী শিখতে হবে, কারন দেশের জন্য উন্মুখ দালালের সংখ্যা নগণ্য!

নীড় সন্ধানী এর ছবি

আপনার সাথে দালালীতে যোগ দেবার উদ্যোগ নিয়েও সফল হতে পারিনি সময়ের অভাবে। বাংলা উইকিতে মাল মসল্লা সাপ্লাইয়ের কাজে যোগান দিতে চাই। আপনার মেইল ঠিকানা দেন যোগাযোগ করবো।

বাংলাদেশের দালালী সফল হোক!! ১৪ কোটি দালালে ভরে উঠুক বাংলাদেশ।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

রাগিব এর ছবি

আমার ইমেইল খুব সোজা, ragibhasan অ্যাট জিমেইল ডট কম।

আর ছবি পাঠাতে হলে এখানে বিস্তারিত তথ্য পাবেন।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

সুবিনয় মুস্তফী এর ছবি

চীনাদের কথা উঠলো - অন্যায়ের দালালী যেন না করি। এক বছর আগে তিব্বতীদের নিষ্ঠুরভাবে দমন করলো, আজকে উইঘুরদের একই কেস। যারা ইরান-ইরান করে ব্লগ ফেসবুক কাঁপালো (কারন আহমেদিনেজাদ মেরিকা-বিরোধী) তারা চীনের এই ডবল দমনে কোন রা-শব্দ করে না। বিচিত্র নীতিবোধ।

এনিওয়ে, দূরে সরে এলাম। রাগিবের মূল বক্তব্যের সাথে একমত।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

স্বাধীন এর ছবি

সুবিনয় ভাইয়ের কোন লেখা দেখি না কেন? ভাইজান কি বেশী ব্যস্ত ?

অতিথি লেখক এর ছবি

সঙ্গে আছি।
ফেচবুকে শেয়ারে দিলাম।
-----------------
উদ্ভ্রান্ত পথিক

নিবিড় এর ছবি

চলুক


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

ফারুক হাসান এর ছবি

হিমু ভাই অলরেডি আমাকে দেশ উন্নয়নের শত্রু খেতাব দিয়েছেন, দালাল-টা নিজেই নিলাম দেঁতো হাসি

অমিত এর ছবি

পোস্টের মূল বক্তব্যের সাথে একমত। তবুও সবাইকে বলি, লেননের ইমাজিন গানটা যেন কেউ ভুলে না যান।

রাগিব এর ছবি

ইমাজিন গানটা আসলে একটা ইউটোপিয়া। দুনিয়ার ইতিহাসে কখনো সেটা হয়নি। এমনকি পাসপোর্ট ভিসার আগের যুগেও একই অবস্থা ছিলো। মন খারাপ

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

অমিত এর ছবি

সেটাই
"...you may say i'm a dreamer, but i'm not the only one.."

autonu এর ছবি

fascism এর মূল বক্তব্যও তাই। "যেহেতু দেশে দেশে, জাভিভে জাভিভে কখনো মিল হয়নি -- ভবিয্যভেও হবে না। আমরা বাদে সবাই খারাপ। তাই আসুন ঐক্যবদ্ধ হই।"

"দেশের দালালী" slogan is nothing but the first step into

রাগিব এর ছবি

ফ্যাসিস্ট বলুন, সমস্যা নেই। তবে ফ্যাসিজমের সংজ্ঞাটা ভালো করে পড়ে নেবেন, দেশের দালালী = ফ্যাসিবাদ এই কথা বলার আগে।

ফ্যাসিজমের সংজ্ঞা উইকি থেকে তুলে ধরি ...

Fascists believe that nations and/or races are in perpetual conflict whereby only the strong can survive by being healthy, vital, and by asserting themselves in conflict against the weak. Fascists advocate the creation of a single-party state. Fascist governments forbid and suppress criticism and opposition to the government and the fascist movement. Fascism opposes class conflict, blames capitalist liberal democracies for its creation and communists for exploiting the concept. Fascism is much defined by what it opposes, what scholars call the fascist negations - its opposition to individualism, rationalism, liberalism, conservatism and communism.

দেশের দালাল হতে হলে এর কোনোটাই করা লাগে না। তাই আপনার ফ্যাসিবাদের আখ্যা সত্ত্বেও বাংলাদেশের দালালী অব্যাহত রাখতে চাই। দোয়া রাখবেন হাসি

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

autonu এর ছবি

আপনার বক্তব্য আর "nations and/or races are in perpetual conflict" বিশ্বাসের মধ্যে পার্থক্য দেখিনা। fascism আর nationalismএর মূল একই জায়গাতে।

দুখ্খিতঃ, কুমন্ত্রনাপ্রণোদিত ভালোকাজের জন্য দোয়া রাখতে পারলাম না।

রাগিব এর ছবি

নিজের দেশের প্রতি আকর্ষণ অনুভব করা ও দেশের জন্য যতটা সম্ভব দালালী করার জন্য দোয়া রাখতে পারবেন না, তাতে আমার সমস্যা নাই। ভালো থাকুন হাসি । আমি আমার বাংলাদেশের দালালী অব্যাহত রাখবো, তা যতোই আপনার ভাষায় "কুমন্ত্রণাপ্রণোদিত" হোক না কেনো। দেঁতো হাসি

"সুচিন্তিত" মন্তব্যের জন্য ধন্যবাদ।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

শাহেনশাহ সিমন এর ছবি

autonu কি ত্রিভুজ নামের কারো বন্ধু?

_________________
ঝাউবনে লুকোনো যায় না

autonu এর ছবি

নারে ভাই, আমি ইসলাম নামের ধর্মীয় fascism এরও বিরোধী।
মৌলবাদীদের সাথে বন্ধুতার কোনো সম্ভাবনা নাই।

ইশতিয়াক রউফ এর ছবি

সাথে যে আছি, তা কি আলাদা করে বলতে হবে? হাসি

রাগিব ভাই তাঁর অসংখ্য ভালো উদ্যোগের সাথে আরও একটা যোগ করলেন। অভিনন্দন।

আমি কিন্তু রাজনীতিতে রাগিব ভাইকে দেখতে চাই। আরও পরিষ্কার করে বললে, আমি তথ্যপ্রযুক্তির মত কোন একটি মন্ত্রণালয়ের দায়িত্বে তাঁকে দেখতে চাই।

ধুসর গোধূলি এর ছবি

- আমার তাইলে কোন মন্ত্রণালয় পড়ে ভাগে? নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়? চোখ টিপি

ঘুষটুষ কেমন আছে এই মন্ত্রণালয়ে? দেইখেন আবার একটা ই-কার যোগ করে আপ্যায়িত হবার সুযোগ করে দিয়েন না জানি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মৃদুল আহমেদ এর ছবি

হো হো হো
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

ইশতিয়াক রউফ এর ছবি

আমি ধুগো দাদার কথা ভেবে "নারী" আর "শিশু" আলাদা করতে চাইছিলাম। তাঁকে শুধুই নারী মন্ত্রণালয় দিতাম। ভাইজান দেখি... খাইছে

autonu এর ছবি

বেশি দেশপ্রেম ভালো না। দেশ যখন দানব হবে তখন সামলাতে পারবেন না।

হিমু এর ছবি
রণদীপম বসু এর ছবি

সবাই যখন রাগিব ভাই'র দালাল পার্টিতে যোগ দিয়ে ফেলছে, আমি আর বাদ থাকি কেমনে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অর্জুন মান্না [অতিথি] এর ছবি

বাংলাদেশী দালাল জিন্দাবাদ

অছ্যুৎ বলাই এর ছবি

পোস্টের মূলভাবের সাথে একমত।
তবে এরকম ঘোষণা জিনিসটা আসলে হাস্যকর লাগে। বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে, সেই দায়িত্বটা সততার সাথে পালন করলেই এনাফ।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

গৌতম এর ছবি

পোস্টের মূলভাবের সাথে একমত।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অতিথি লেখক এর ছবি

আজ থেকে আমিও বাংলাদেশের দালাল ।

লেখক : প্রীতম সাহা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।