ইতিহাসপাতাল

ওডিন এর ছবি
লিখেছেন ওডিন (তারিখ: রবি, ০১/০৭/২০১২ - ২:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গত দুই বছরের বেশিরভাগ সময়ই কাটিয়েছি হাসপাতালে।

না, প্রিয় পাঠক। এই কথাটা শুনে আপনাদের ভয় পাওয়ার কোন কারণ নাই, আমি পেশেন্ট হিসেবে কখনো হাসপাতালে থাকি নাই, ফরচুনেটলি। বেশ কয়েকবার হাত পা ভাঙ্গলেও হাসপাতালে রোগি হিসেবে থাকার দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই বলেন, এখনো হয়ে ওঠে নাই। আপনাদের উল্টোদিক থেকে ব্যপারটা একটু চিন্তা করতে হবে আরকি।

একটা পোস্টগ্রাড মেডিকেল ইনস্টিটিউটে ছাত্র হিসেবে আছি। পড়ালেখার পাশাপাশি এইখানে ছাত্রদের আবার দুই বছর রেসিডেনশিয়াল ট্রেইনিং করতে হয়, মানে হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে বিনা বেতনে কাজ। যেহেতু আমাদের কারিকুলাম আমেরিকান, তাই নামটাও এই পর্যায়ের আমেরিকান ডাক্তারদের মতই গালভরা- রেসিডেন্ট। আর আক্ষরিক অর্থেই আমরা 'রেসিডেন্ট'। প্রায় রোজই দশ থেকে বারো ঘন্টা, হপ্তায় ছয় দিন, কখনো কখনো সাত দিনই থাকতে হয় হাসপাতালে। আর যখন দেড়দিনের অ্যাডমিশন ডিউটি থাকে, কাজ করতে করতে পাগল হয়ে যাবার দশা হয়। টানা তিরিশ ঘন্টা কাজ করার পরে একটা ঝিমঝিম ভাব চলে আসে, নিজেকে মেশিন মেশিন মনে হয়। হপ্তাতিনেক আগেই দুইজনে মিলে একরাতের বারো ঘন্টার শিফটে আটতিরিশটা ছোটবড় অপারেশন করতে হলো। যারা তৃতীয় বিশ্বের জনবহুল একটা দেশের একমাত্র টারশিয়ারি লেভেলের ট্রমা হাসপাতালে কাজ করেছেন- তারা ছাড়া আর কাউকে এইভাবে কাজ করার কষ্টটা বলে বোঝানো যাবে না। তাই ওই কথাবার্তা এইখানে অপ্রাসঙ্গিক।

তো, এইরকম 'আমাদের-হাড়ভাঙ্গা-অন্যলোকের-হাড়-জোড়া-দেয়া'র কাজের মধ্যেই অনেক মজার মজার ঘটনা ঘটে। বেশিরভাগ ঘটনাই আমি ফেইসবুকে শেয়ার করতাম, যেটা পড়ে আমার বন্ধুরা (যাঁদের অনেকেই এইখানে আছেন) নিয়মিত চাপ সৃষ্টি করতেন যে এইগুলো আমি ব্লগে লিখছি না কেনো। হাসপাতালের থ্রিলিং সব ঘটনা নিয়ে লেখা নাকি মজারই হবার কথা।

অনুরোধে মানুষ ঢেঁকি গেলে, আর আমি তো আমি। অনুরোধে আমি এয়ারক্রাফট ক্যারিয়ার পর্যন্ত গিলে ফেলি। তাই সেইগুলো লিখে রাখার জন্যেই 'এই হইলেও হইতে পারে সিরিজ'টার শুরু। আগেই বলে দিচ্ছি- এইটা কিন্ত খুবই অনিয়মিত একটা সিরিজ হবার সম্ভাবনা।

আর 'ইতিহাসপাতাল' নামটা দিয়েছেন হিমু ভাই। এইসব লেখার জন্য বেশিরভাগ অনুরোধ (পড়ুন - হুমকিধামকি) উনিই করেছেন, তাই লেখা ভালো না লাগলে সরাসরি ওনাকে কষে ব্যক্তিআক্রমণ করে কমেন্ট দাগাবেন। এইবার আসল গল্পে যাই। হাসি

-

এক অ্যাডমিশন ডিউটির দিন সকালবেলা হাসপাতালে গিয়েই দেখি ইমার্জেন্সির সামনে গিয়ানজাম চলছে। পুলিশ এক 'অজ্ঞাত' মহিলাকে অজ্ঞান অবস্থায় রাস্তা থেকে তুলে নিয়ে এসেছে। রোকেয়া সরণির দিকে কথাও ভোরবেলা গাড়ি নাকি ধাক্কা দিয়ে চলে গেছে, টহল পুলিশ গাড়িটাকে ধরতে । এখন হাসপাতাল বা পুলিশের খাতায় 'অজ্ঞাত' মানে হলো যার সাথে কোন লোকজন নেই, নাম- পরিচয়- ঠিকানাও পাওয়া যাচ্ছে না। হেড ইনজুরি তো অবশ্যই আছে, কিন্তু পরীক্ষা করে দেখা গেলো সেইটা আপাতত তেমন মারাত্মক কিছু না, কিন্তু এর সাথে পায়ের ওপর দিয়ে মনে হয় গাড়ি চলে গেছিলো, পা একেবারে থেঁতলে গেছে, এর সাথে অনেক ব্লিডিং হয়ে ভদ্রমহিলা পুরা শকে চলে গেছেন। রক্ত দেয়া দরকার। পায়ে ও বেশ বড়সড় একটা অপারেশন করতে হবে। বাইরের দিক থেকে স্টেইনলেস টিলের রড লাগিয়ে পায়ের হাড়টাকে স্টেবিলাইজ করা, আমরা জিনিসটাকে এক্সটার্নাল ফিক্সেটর বলি।

এমনিতে আমাদের হাসপাতালে সাধারণ ইমারজেন্সি ওষুধপত্র, স্যালাইন এইসব সরকারি সাপ্লাই থেকেই দেয়া হয়, কিন্তু রক্ত , আর সেলাই করার কিছু সুতো, সব না, রোগিদেরই ম্যানেজ করতে হয়। এখন রক্ত জিনিসটাতো আর কারখানা থেকে বানানো সম্ভব না। লোকজন না ডোনেট করলে আমরা রক্ত পাবো কোথায়? কিন্তু আমরা গরীব দেশের ডাক্তার তো, সবকিছু ম্যানেজ করে চলা শিখে গেছি। ইমার্জেন্সিতে একের পর এক পেশেন্ট তো আসছেই, প্রায় সবাই অ্যাক্সিডেন্টের ভিকটিম, রক্ত লাগছে অনেকেরই। এক কোমরের হাড় ভাঙ্গা পেশেন্টের সাথে আমাদের এই 'অজ্ঞাত' ভদ্রমহিলার রক্তের গ্রুপ মিলে গেলো। উনি আবার বেশ ভালোই অবস্থাসম্পন্ন লোক মনে হলো। সাথে অনেক লোকজন এসেছে। আমরা সেই কোমরভাঙ্গা পেশেন্টের অ্যটেনডেন্টদের যা লাগবে তার থেকে দুই ব্যাগ রক্ত বেশি আনতে বললাম। এই এক্সট্রা দুই ব্যাগ আমাদের অজ্ঞাত ভদ্রমহিলার জন্য। স্বাভাবিকভাবেই এই কথাটা আমরা কোমরভাঙ্গা পেশেন্টের লোকজনের কাছ থেকে চেপে গেলাম।

(এখন অনেকে ভাবতে পারেন কি অসৎ দুষ্ট ডাক্তার'রে বাবা! সাধে কি এদের রক্তচোষা বলে সাসপেন্ডার লাগানো প্যান্ট পরা জ্ঞানী লোকজন?)

তো রক্ত-ফ্লুইড এইসব দিয়ে পেশেন্টকে অপারেশনের জন্য 'ফিট' করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলো। ভ্দ্রমহিলার জ্ঞান জ্ঞান অল্প ফিরেছে, কিন্তুই এখনো কোন কথার উত্তর দিতে পারছেন না উনি। যেহেতু শকে ছিলেন, ওনার গা থেকে কাপড়চোপড় কিছুই সরিয়ে ফেলা হয় নাই, নাহলে বডি টেম্পারেচার কমে অবস্থা আরো খারাপ হতে পারে। গায়ে একটা উলের কার্ডিগান পরা। আমি বেশ কয়েকবারই চিন্তা করেছি এই এপ্রিল মাসের গরমে উলের কার্ডিগান পরে আছে ক্যানো মানুষটা? কিন্তু পরে নানান ঝামেলায় ব্যপারটা ভুলে গেছিলাম।

শেষমেষ টেবিলে তোলা হলো পেশেন্টকে। সবকিছু দেখেশুনে শিরায় অষুধ দিয়ে অজ্ঞান করে ফেলা হলো। পরে যখন কার্ডিগান খুলে নেয়া হচ্ছে- পাশের পকেট থেকে বের হলো দুইটা পলিথিনের পোঁটলা। আমার সাথে ওয়ার্ডবয় ছিলো হামজা নামে এক লোক- খুবই মজার একটা মানুষ। - সে বলে- 'ও সার- নানীর পকেটে দেখি পাউডারের প্যাকেট! ' আমি হাতে নিয়ে দেখছিলাম পাউডারের পোঁটলা দুটো।
ট্যালকম পাউডার?

পাশ থেকে উঁকি মেরে দেখে অ্যানেসথেসিস্ট ভাইয়া বলে উঠলেন- "উহুঁ, ট্যালকম পাউডার না হে,
ওইগুলো হেরোইনের পোঁটলা।"


মন্তব্য

তাপস শর্মা এর ছবি

দারুন! দারুন! দারুন!

অবশেষে ০১ তারিখ হৈল বুইল্লা। মুহাহাহাহাহাহাহাহাহ ম্যাঁও

অনিয়মিত হৈব ক্যা? রেগে টং এই কথার লাইগ্যা মাইনাচ! সপ্তাহে একটা কইরা নামাইবেন বদ্দা পিলিজ লাগে......

ওডিন এর ছবি

মাইনষে মাইরই দিবো তাইলে খাইছে

সামনে পরীক্ষা আছে গো বদ্দা। ইট্টু আশির্বাদটাদ কইরেন। পাশ হইলে পুরাদমে ঝাঁপায়া পড়ুম দেঁতো হাসি

তাপস শর্মা এর ছবি

ক্যান, চোথা মারা শিখাইছি না খাইছে ...... আর প্রোজেক্টার আছে কিল্লাইগ্যা? চোখ টিপি

ওডিন এর ছবি

হেহেহেহেহেহে আরে টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি বলে কথা শয়তানী হাসি

অনার্য সঙ্গীত এর ছবি

প্রিয়,
হাড় ভাঙা ডাক্তার।
মনে পড়ে গেল ধুন্ধুমার আড্ডা আর মুড়ি চা ইত্যাদি সহ চিৎকার চেঁচামেচি এবং নানাবিধ ব্যক্তিগত আক্রমণ!
বহুদিন পরে মনে পড়ে গেল দেশ ছাড়ার আগের দিন সন্ধ্যায় বলপ্রয়োগ করে বাসায় ঢুকে গিয়ে চেছেপুছে নিয়ে এসেছিলাম গানের ভাণ্ডার!

আহারে!
ইদানিং বেশি বেশি কাতর হয়ে পড়ছি। বয়স হচ্ছে!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ওডিন এর ছবি

গানের ভান্ডার আরো বাড়িতেছে ভাইডি, গণকযন্ত্রে শতাধিক গিগাবাইট ও চাকতিরূপে দেড় সহস্রাধিক। তুমি অনতিবিলম্বে স্বদেশ প্রত্যাগমণ করো। হাসি

খেকশিয়াল এর ছবি

আরে গুরু জমে গেল তো! শিজ্ঞির পরের পর্ব ছাড়ো দেকি! দেঁতো হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ওডিন এর ছবি

হুর মিয়া, পরীক্ষায় সম্মানজনকভাবে ফেলটা কইরা লই আগে, হেরপরে। চাল্লু

আট তারিখ থেকে সম্মুখসমরে নামুম। ভারতচন্দ্রের বীররসের কবিতার লিঙ্ক থাকলে দিও তো। স্ক্যান্ডিনেভিয়ান মেলোডিক ডেথ মেটালের সাথে ওইটাও লাগবে।

খেকশিয়াল এর ছবি

মোরা বীররসকেই স্ক্যান্ডিনেভিয়ান মেলোডিক ডেথ মেটালে রূপান্তরিত করি না কেন? দেঁতো হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ওডিন এর ছবি

আমাদের দেশীয় প্রোডাক্ট অ্যাঁ? দেঁতো হাসি

অসম্ভব না কিন্তু। 'উইপন' ব্যাটারা পারলে সম্ভব হবে না কেন। সাবকন্টিনেন্টাল ডেথ মেটাল হাসি

সত্যপীর এর ছবি

খাইসে ইকি শুনাইলেন ইয়ে, মানে...

..................................................................
#Banshibir.

ওডিন এর ছবি

অল ইন আ ডেইজ ওয়ার্ক পীরদাদা।

মহিলা মোস্ট প্রবাবলি ড্রাগ ব্যবসায়ী ছিলো। ফেরিওয়ালা আরকি। আমি অবশ্য পুলিশের হাতে সব জিনিস্পত্র তুলে দিছিলাম একজন সচেতন নাগরিকের মতো। হাসি

রিসালাত বারী এর ছবি

চরম চরম!!! চলতেই হবে দেঁতো হাসি

ওডিন এর ছবি

ধন্যবাদ

হাসি

অতিথি লেখক এর ছবি

শেষটা তো- পুরাই... চলুক

বেশি গ্যাপ দিয়েন না- পিলিজ... পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম
নাম ভালু পাইছি...

কড়িকাঠুরে

ওডিন এর ছবি

আচ্ছা হাসি

রিসালাত বারী এর ছবি

আপনার ফেবু প্রফাইলে সাবাস্ক্রাইব করা যায় না ক্যান? রেগে টং

ওডিন এর ছবি

অপশন বন্ধ।

আসলে সবকিছু ফ্রেন্ডদের বাইরে শেয়ার করতে ভাল্লাগে না। আপনে রিকোয়েস্ট পাঠান, আপনি যদি অবসর সময়ে সাইকোপ্যাথিক সিরিয়াল কিলার না হন তাইলে অ্যাড কইরা নিমু নে চোখ টিপি

রিসালাত বারী এর ছবি

রিকু পাঠাইছি, বাকি আপ্নের বিবেচনা খাইছে

ওডিন এর ছবি
মারভিন এর ছবি

আমি সেই ১৯৫৩ সালে অনুরোধ করসিলাম, আমাকে "শুণ্যে" ঝুলায় রেখে দিলেন ইভিলিউশন হইলো না। ক্রিপটিক ফেট সহপাংখা হিসেবে অ্যাক্সেস পাবো ভাবসিলাম মন খারাপ । আপনার লেখা বরাবরই ভালো লাগে, সিরিজটা পারলে নিয়মিত লিখেন। পরীক্ষার জন্য শুভকামনা।

ওডিন এর ছবি

হায়াহায় কয়কি! আমি এক্ষণি দেখতাছি দাঁড়ান! মন খারাপ

বাপ্পীহায়াত এর ছবি

ওডিন'দা - আমিও কিন্তু পাঠাইছি এই চান্সে দেঁতো হাসি

স্পর্শ এর ছবি

আপনি আমাদের "ডক্টর হাউস" । দেঁতো হাসি
কিন্তু একেকটা পর্ব এত ছোটো হলে হবে?


ইচ্ছার আগুনে জ্বলছি...

ওডিন এর ছবি

ওই প্যাঁচামার্কা বুইড়া লোকটার লগে আমার তুলনা করলেন। মন খারাপ

রিসালাত বারী এর ছবি

ডক্টর হাউস্রে ভালা পাই

ক্রেসিডা এর ছবি

খুবই মজা পেলাম পড়ে।

অফটপিক: "প্রনব" কি আপনার বন্ধু?

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ওডিন এর ছবি

না, তবে আমি পুলাটারে খুব ভালোমতই চিনি গত পঁচিশ বছর ধরে। কেন? চিন্তিত

ক্রেসিডা এর ছবি

নাহ! এমনি DMR, প্রনব কে দেখলাম আপনার ব্লগে তাই জিজ্ঞেস করলাম।দারুন ছবি আঁকিয়ে আর ইমেজ প্রসেসিং এর কাজ তার।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ওডিন এর ছবি

আমি একটা সময়ে আমাদেরগানডট কমে লেখালেখি করতাম হাসি

ক্রেসিডা এর ছবি

কোন নিকে? হাসি

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

তারেক অণু এর ছবি

পড়েছিলাম খেমোখাতায়, জমবে, আরো কি কি ঘটেছে জানান, দেখি আপানার উপরে ভরসা রাখা যায় কিনা হিমালয় পেরোনোর সময় চোখ টিপি

ওডিন এর ছবি

একবার যেহেতু হিমালয়ের উল্টোদিকে যেতে পেরেছি, আরেকবার পারবো এনশাল্লাহ। আর এমনিতেও আপনার টিমে একজন ডাক্তার তো লাগবে, নাকি? আর এমনিতেও সঙ্গী হিসেবেও আমি মোটামুটি চলনসই চাল্লু

সচল জাহিদ এর ছবি

বেশ ভাল লাগল বস। চলুক। চলুক


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

ওডিন এর ছবি

ধন্যবাদ জাহিদ ভাই

চলবে অবশ্যই হাসি

হিমু এর ছবি

ক্রমিক নাম্বার দিয়েন, অথবা একটা সাবটাইটেল। আরো দারুণ হয় যদি সাবটাইটেলগুলি ডিপজলের একেকটা গানের কলি হয়। কিংবা কুমার বিশ্বজিতের। কী বলেন?

ওডিন এর ছবি

হাহাহাহাহ এইটা ভালো আইডিয়া শয়তানী হাসি

অমি_বন্যা এর ছবি

একবিংশ শতকের মানুষ রে ভাই । শুরুতে কিচ্ছু বোঝা যায় না। অপেক্ষা একেবারে শেষ পর্যন্ত করতে হয়। আর শেষটা হয় সারপ্রাইজ দিয়ে।

ভালো লিখেছেন ।

ওডিন এর ছবি

আপনারে আর কি কমু, আমি তো নিজেই হতভম্ব হয়ে গেছিলাম। জীবঅনে প্রথমবারের মতো এতো দামি জিনিস হাতে নিয়ে দেখেছিলাম তো! ইয়ে, মানে...

অতিথি লেখক এর ছবি

খুব ভালো লাগছে পড়তে। যুদ্ধ করে যখন জীবন বাঁচান, সেই সময়ের অনুভুতির বর্ননা দিলে খুশি হবো। অনেক শুভ কামনা রইলো।

আসমা খান, অটোয়া

ওডিন এর ছবি

ইয়ে মানে, ওইসব যুদ্ধ করে জীবন বাঁচানোর ঘটনা শেয়ার করার জন্য আরো অনেকেই তো আছেন, অনেক বই সিনেমা হ্যানত্যান বানানোও হইছে। আমার কাছ থেকে নাহয় একটু অন্য ঘটনা গুলোই শুনলেন হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কন কি! যাই হোক বুদ্ধি করে দুই ব্যাগ রক্ত যে আনতে বলছেন এটা জেনে খুবই ভালো লেগেছে। পরে নানীর কী হয়েছিল সেটা নিশ্চয়ই আর জানতে পারেননি?

ওডিন এর ছবি

পরদিন সকালবেলা দেখি ভালই আছে, পাশে অবশ্যই পুলিস পাহারা। দুইদিন আমাদের প্রিজন সেলে ছিলো। পরে পুলিশ ওকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। নানী ড্রাগ ব্যবসায়ী ছিলেন হাসি

মুস্তাফিজ এর ছবি

নানী পরে বলছে পোটলা নাকী তিনটা ছিলো। চাল্লু

...........................
Every Picture Tells a Story

তানিম এহসান এর ছবি

দেঁতো হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

নানীর জীবন চলে যাচ্ছিল কিন্তু পোটলা ছাড়েনি। কী জিনিস তাহলে!

ওডিন এর ছবি

আপনে কেমনে জানলেন মুস্তাফিজ ভাই চিন্তিত

বন্দনা এর ছবি

জটিল হয়ছে, পরের পর্ব নিয়ে হাজির হয়ে যান ওডিনদা।

ওডিন এর ছবি

অবশ্যই। হাসি

স্বপ্নখুঁজি এর ছবি

দারুন। চলুক

ওডিন এর ছবি
তানিম এহসান এর ছবি

পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

ওডিন এর ছবি

আচ্ছা। পপকর্ণ খাইতে থাকেন ,তবে খিয়াল রাইখেন, মিয়ায় না যায় আবার হাসি

ভ্রম এর ছবি

দারুন! দারুন! পরের পর্ব চাই।

আপনি কি গ্রে'স আন্যাটমি দেখেন? দেঁতো হাসি

ভ্যাগাবন্ড এর ছবি

নানীর পরে কি হল?

ওডিন এর ছবি

ওইরকম টিভি দেখিনা, তবে স্ক্রাবস দেখা হয় মাঝেমাঝে। দেঁতো হাসি

অন্যরকম ধ্রুব এর ছবি

নানী নিজেও কি পাউডার খেয়েই রাস্তা পারাচ্ছিল নাকি?! দেঁতো হাসি

ওডিন এর ছবি

আমার ধারনা ড্রাগ ডিলিং এর সময় সমস্যা হইছলো কোন, পয়সা না দিয়ে জোর করে গাড়ি চালিয়ে নিয়ে গেছে। মন খারাপ

সুহান রিজওয়ান এর ছবি

লাব্লি বোলিং, লাব্লি বোলিং কালাতো ভাই !!

...এইটা মিয়াঁ আপনে আগেই জানাইসিলেন- নয়া পর্ব ছাড়েন এখন। হাতে তো আর অপারেশনও নাই আর হাসি

ওডিন এর ছবি

থ্যাঙ্কস কালাতো ভাই! দেঁতো হাসি

সমস্যা হইল যেই গল্পই বলবো, বেশিরভাগই মনে হয় তোমরা শুনেছো আমার কাছ থেকে। তারপরেও দেখি কি করা যায় হাসি

সবজান্তা এর ছবি

গল্প তো সিরাম লাগলো, কিন্তু দুঃখের ব্যাপার হইলো আপনার এইসব গল্পের প্রায় সবই তো মনে হয় আমি (ইনফ্যাক্ট আমরা কয়েকজন) নানা আড্ডায়, ফেসবুকে শুনে ফেলছি- তাই ব্র্যান্ড নিউ গল্পের দাবি জানায়া গেলাম।

ওডিন এর ছবি

ধন্যবাদ কমরেড!
আর ওপরে সুহানকে যা বললাম, অনেক গপ্পোই তোমাদের শোনা মনে হয়। কি করবো, বানানো গল্প তো আর না দেঁতো হাসি

মাহবুব লীলেন এর ছবি

হপ্তাতিনেক আগেই দুইজনে মিলে একরাতের বারো ঘন্টার শিফটে আটতিরিশটা ছোটবড় অপারেশন করতে হলো।

এই কাহিনি নিয়া আমার একটা গপ্প শেষ হতে হতেও হচেছ না। এইকারণেই বুড়ো আঙুলের জায়গায় কানি আঙুল জোড়া লাগে....

০২

গরমের দিনে সোয়েটার পরা হিরোইঞ্চি মহিলার এই এই কাহিনিটা সচলে আগেও একবার পড়েছি বলে মনে হচ্ছে। (সচলের আর কোনো হাড্ডিভাঙ্গা ডাক্তার আছে নাকি?)

ওডিন এর ছবি

০১

শেষ করে ফেলেন

০২

আপনে মনে হয় আমার কাছ থেকেই শুনেছেন এইটা। ঘটনা ঘটার পরেই ফেসবুকে আলাপ করেছিলাম তো হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

তা টান দিছিলেন নাকি শেষ মেষ? খাইছে চলুক সিরিজ।

ওডিন এর ছবি

নাহ! আমি একজন সচেতন নাগরিকের মতো নানীর সাথে যে টহল পুলিশ আসছিলো তাদের কাছে দিয়া দিছি। পোঁটলা দেখার পর ওদের চেহারা যা হইছিলো না দেঁতো হাসি

রু এর ছবি

এতো পুলিশ কেস! পরের ইতিহাসপাতালের অপেক্ষায় থাকলাম।

ওডিন এর ছবি

হুঁ। প্রথমে তো পুলিস কেইসই ছিলো, রানিং ওভার, এরপরে তো পোঁটলা পাওয়ার পরে পুরোপুরিই পুলিশ কেইস হয়ে গেলো। মন খারাপ

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

গুল্লি

---------------------
আমার ফ্লিকার

ওডিন এর ছবি
অরফিয়াস এর ছবি

আপনার যখন ডক্টর হাউস'রে পছন্দ না তাইলে আপনে "স্ক্রাবস" এর "জে.ডি", আপনার নিকের সাথেও মিল আছে| আমার প্রিয় সিরিজ "স্ক্রাবস"।

লেখা অতি চিত্তাকর্ষক| চোখ টিপি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ওডিন এর ছবি

আমিও স্ক্রাবস মাঝে মাঝে দেখি। আমার প্রিয় ক্যারেক্টার অবশ্য জ্যানিটর দেঁতো হাসি

দ্রোহী এর ছবি

আসল জায়গায় এসে বেরেক দিলেন ওস্তাদ?

হেরোইনের কী হইলো তারপরে? চোখ টিপি

ওডিন এর ছবি

পুলিশ নিয়া গেছে ওঁয়া ওঁয়া

দ্রোহী এর ছবি

ধুর মিয়া! এ তো ওথেলোর চাইতেও বড় টিরাজিডি হয়া গেল! মন খারাপ

ওডিন এর ছবি
দিগন্ত বাহার এর ছবি

উত্তম জাঝা!

ওডিন এর ছবি
যুমার এর ছবি

চলুক

ওডিন এর ছবি
সাবেকা এর ছবি

ও আল্লা কি কন ? হাছা নি চিন্তিত

ওডিন এর ছবি

আরে হ'। এক্কেবারে অক্ষরে অক্ষরে সত্য ইয়ে, মানে...

ইমা এর ছবি

আর এ লেখা এত ছোডু কেন? অ্যাঁ পরের পর্ব তাড়াতাড়ি ছাড়িয়েন। অপেক্কায় থাকলাম। দেঁতো হাসি

ওডিন এর ছবি

পরেরগুলো আরো ছোট হতে পারে কিন্তু, আগের থেকেই বলে রাখলাম হাসি

ইমা এর ছবি

তাহলে কয়েকটা পর্ব একসাথে দিয়েন। দেঁতো হাসি

বাউলিয়ানা এর ছবি

দারুন!

সিরিজের সাথে আছি।

ওডিন এর ছবি

ধন্যবাদ বাউলিয়ানা ভাই! হাসি

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেকদিন পরে লেখলে ভায়া। ভাল্লাগ্লো। তবে পরীক্ষা শেষ করে কিন্তু এই সিরিজ চালানো চাই। এই গল্প আগেই শুনেছি, হয়তো আরো কিছু গল্প আসবে যেগুলো শোনা হয়ে গেছে, কিন্তু জানা-না জানা সব চাই, সব ! সচলের সবার জন্য মজার মজার গল্প নিয়ে আবারো নিয়মিত হও।

পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ওডিন এর ছবি

আচ্ছা বস!

আর থ্যাঙ্কস! হাসি

ধুসর জলছবি এর ছবি

শেষে পর্যন্ত পোটলা দুটার কি হল চিন্তিত ? হাসপাতালে অনেক অ্যাডিক্ট পাওয়া যায় কিন্তু পোটলা পাওয়া যাওয়াটা দুর্লভ। দেঁতো হাসি খাইছে

ওডিন এর ছবি

পুলিশ নিয়া গেছে। মন খারাপ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

অসৎ দুষ্ট ডাক্তারের কর্মকান্ড ভালু পাইসি। চলুক

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ওডিন এর ছবি

এইভাবে একটা অনলাইন রাইটার্স কমিউনিটতে আমাকে মুখের ওপর 'অসৎ', 'দুষ্ট' আর 'ডাক্তার'- তিনটা এইরকম গালি দিতে পারলেন আপা ওঁয়া ওঁয়া

সুলতানা পারভীন শিমুল এর ছবি

কম হয়ে গেলো? চিন্তিত

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ওডিন এর ছবি

না না যথেষ্ট হইছে! লইজ্জা লাগে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এরকম মুচমুচা স্বাদের লেখা আরো পড়তে চাই!!!

ওডিন এর ছবি

অবশ্যই শিমুল ভাই। হাসি

আশালতা এর ছবি

জম্পেশ। পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

----------------
স্বপ্ন হোক শক্তি

ওডিন এর ছবি

হাহাহাহা আমি এইমাত্র আপনার লেখায় কমেন্ট করছিলাম হাসি

আশালতা এর ছবি

আমিও সেটা দেখেই হাসছিলাম এতক্ষন। হাসি

----------------
স্বপ্ন হোক শক্তি

ওডিন এর ছবি

আমি কিন্তু খুব একটা হাসি নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যেকোন জাতি বা সমাজ যাই বলেন, তাদের উৎকর্ষের প্রতীক হইলো তাদের টয়লেট। হাসি

ফাহিম হাসান এর ছবি

আপনার কথা শুনে তাবৎ ফরাসী ইন্টেলেকচুয়াল সমাজ হায় হায় করিয়া উঠিল

ওডিন এর ছবি

হায় হায়! এই দুরবস্থা নাকি ফরাসী প্রক্ষালনকক্ষসমূহের? অ্যাঁ

চোখ টিপি

অতিথি লেখক এর ছবি

দেঁতো হাসি

ওডিন এর ছবি
রাতঃস্মরণীয় এর ছবি

উত্তম জাঝা!

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ওডিন এর ছবি
তদানিন্তন পাঁঠা এর ছবি

পরীক্ষা ভাল হোক। তারপর কিন্তু আর আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েন না ভাইজান। হাসি অপেক্ষায় থাকলাম। আপনে কি পঙ্গুতে আছেন? বলাতো যায়না কখন যাইতে হয়। তাই জিগাইলাম।

ওডিন এর ছবি

এদ্দিন ছিলাম অবশ্য, এই মাস থেকে ছেড়ে দিলাম (বলা ভাল- আমাকে ছেড়ে দিলো)

প্রার্থনা করি আপনাকে যাতে কক্ষনো কোন হাসপাতালে যাইতে না হয়। হাসি

দুর্দান্ত এর ছবি

চলুক দৌড়াক।

ওডিন এর ছবি
চরম উদাস এর ছবি

ডাক্তার বড় ভয় পাই ইয়ে, মানে... । তবে সিরিজের জন্য পপ্পন নিয়ে বসলাম পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

ওডিন এর ছবি

আমিও ডাক্তার ভয় পাই। এরা আমার জীবনে একটা অভিশাপ! ওঁয়া ওঁয়া

বাপ্পীহায়াত এর ছবি

আমি অবশ্য পুলিশের হাতে সব জিনিস্পত্র তুলে দিছিলাম একজন সচেতন নাগরিকের মতো

তুলে দেয়ার আগে এটলিস্ট চেক করে দেখতেন ওইটা আসলে টেলকম পাউডার ছিল কিনা
বুঝেনতো ভেজালে ভর্তি সারাদেশ - পরে যদি পুলিশ মামারা ২নম্বর জিনিষ পেয়ে মন খারাপ করে?

বেশিদিন অপেক্ষায় রাইখেন না - তাড়াতাড়ি পরের পর্ব নামান চলুক

ওডিন এর ছবি

হোকে হাসি

নীড় সন্ধানী এর ছবি

আপনাকে দেখলেই মনে পড়ে হিমালয়ের কথা। কারণটা তো পরিষ্কার। ওই ছবিগুলো ভোলার সাধ্য কার?
আগে জানতাম না আপনি হাড় জোড়া লাগান। আপনার সাথে নিশ্চিন্তে হিমালয়ের উদ্দেশ্যে রওনা দেয়া যায় তাইলে। হাসি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

ওডিন এর ছবি

লইজ্জা লাগে কি যে কন না!

তবে এইটা ঠিক, হাড্ডিজোড়নেওয়ালা হইলেও, আমি কিন্তু কম্প্যানি হিসেবে খুব একটা খারাপ না, অক্টোবরে একটা প্ল্যান করছি? যাবেন নাকি? চিন্তিত

নীড় সন্ধানী এর ছবি

আমি দুই পায়ে খাড়া। আপনি অক্টোবরে যাবেন? দয়া করে মেইলে যোগাযোগ রাইখেন। আমি মেসেজে মেইল এড্রেস দিয়ে রাখছি। বিস্তারিত আলাপ হবে তখন। হাসি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

ইঁদুর এর ছবি

দারুন লেখা-=)-তবে একটু হুট করে শেষ হয়ে গেল না? পরে আরো কিছু না পড়ার আক্ষেপ থেকে গেল তো কেমন।

ওডিন এর ছবি

কি করবো বলেন, এইটা বানিয়ে লিখিনাই তো, কাহিনী এইটুকুনই দেঁতো হাসি

ধুসর গোধূলি এর ছবি

ট্যালকম পাউডার চোখে নারে, চেখে দেখতে হয় হে পাপিষ্ঠ মাণ্ডার তেল।

ওডিন এর ছবি

চেখে, না শুঁকে ভাইজান? চোখ টিপি

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনাদের গল্প খালি শুনেই গেলাম সচলে আসার পর থেকে। আপনারা কয়েকজন তো সচলের মিথ হয়ে গেছেন মনে হয়। লেখেন না ক্যান আর? পরের পর্বগুলার অপেক্ষায় থাকলাম।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ওডিন এর ছবি

হায়হায় কি বলেন? সচলের মিথ মানে? আপনি আমাকে কাদের সাথে ভুলে জড়িয়ে ফেলছেন? লইজ্জা লাগে

আর লিখি তো, মাঝে মাঝেই আগডুম বাগডুম লিখি। বাম দিকের প্যানেলেই দেখতে পাবেন হাসি

ত্রিমাত্রিক কবি এর ছবি

নাহ গুলাই নাই। ওই লেখেন মাঝে সাঝে উদয় হন, আবার উধাও। ইতিহাসপাতাল নিয়মিত করেন বস।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

প্রদীপ্তময় সাহা এর ছবি

এ তো ছিল রুমাল হয়ে গেল বিড়াল !!

লেখা খুব ভালো লাগল।

পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

ওডিন এর ছবি

ধন্যবাদ হাসি

অনিকেত এর ছবি

জট্টিল হয়েছে রে ওডিন দাদা----
পরের পর্বের অপেক্ষায় রইলাম

শুভেচ্ছা নিরন্তর

ওডিন এর ছবি

আমিও আপনার লেখার অপেক্ষায় অনিকেত'দা।

আছেন ক্যামন? আপনার নতুন জারমান গার্লফ্রেন্ড (অডি কোয়ার্ট্র )ভাল আছে? দেঁতো হাসি

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আচ্ছা, এইটা তো আগে থেকে জানা গল্প, নতুন আর পুরাতন আরও আরও আসুক। এইটা একটা ইন্টারেস্টিং সিরিজ হবে। দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ওডিন এর ছবি

আশা করছি হাসি

কৌস্তুভ এর ছবি

সিরিজ হোক, সিরিজ হোক!

ওডিন এর ছবি
সুরঞ্জনা এর ছবি

হেহ, শাবনুরের ফ্যানের গল্পটা বইলেন। চাল্লু
সিরিজ শুরু হোল তাহলে শেষমেশ, বহত খুব! হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

ওডিন এর ছবি

ওহ! সেই পিচ্চি! ভালো আইডিয়া তো! চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

ফেসবুকে আগেই পড়সিলাম। আবারও পড়তে মজা লাগল। সিরিজের নামটা দারুণ। আশা করি নিয়মিত একটা সিরিজ হবে এইটা। হাসি

ওডিন এর ছবি

হোপফুলি! হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।