ক্লিনিক-এ-আরিফগ্রাফিঃ এসো শিখি HDR (মাঠে নামার আগে, দে লুঙ্গি কাছা)

অনুপম ত্রিবেদি এর ছবি
লিখেছেন অনুপম ত্রিবেদি (তারিখ: সোম, ২৫/০৬/২০১২ - ১১:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আপনের কি ক্যাম্রা আছে, কছম কইরা ঈমানে কন, আপ্নের কি সত্যি সত্যিই ক্যাম্রা আছে? আপনে কি হেইটা দিয়া চিপা চিপি টিপা টিপি কইরা ছবি তুলেন?? তারপর কি আপনের ছবি গুলান হাইলাইটের ঠেলায় এক্কেলে চেগায়া থাকে আবার শ্যাডোর যন্ত্রনায় এক্কেলে ভাঁজ মাইরা থাকে??? আপ্নের ছবি গুলা দেখতে কি নিচের যেকুনু একটা বা দুইটার মতোই লাগে -

Start_01

আপ্নে কি ঠিক এমন ছবি তুলতে চান যেমন নিচে দেখা যাইতাছে -

Start_02

আপনে কি ফটোগ্রাফি লয়া ভাবেন? পড়াশুনা করেন? ইডারে ভালুবাসেন বা ভালুবাসার চেষ্টা করেন? কিন্তু 'এইসব বাল-ছাল কি যে তুলি' বইলা ক্যাম্রা আলমারির উড়পে রাইখা দিছেন? আপনে কি ফটো এডিটিং লয়া সমস্ত সংস্কার-কুসংস্কার মুক্ত? আপনে কি ছবিরে ধইরা একটু বেশি টাইম লয়া এইটারে মানুষ বানাইতে চান? আপনে কি রাইতে ঘুমের মইধ্যে HDR লয়া দুঃস্বপ্ন, সুঃস্বপ্ন দুইটারেই দেখেন?
তাইলে আর দিরং ক্যা? আমি আছি না? কাঁচি-খুন্তি-চাক্কু দিয়া ছবিরে অপারেশন কইরা এক্কেলে সুস্থ কইরা দেওনের মতলব লয়া আমি অতি শিঘ্রই এক ওয়াজ মাহফিলের আয়োজনে আইতাছি। যার যা কিছু আছে সব ফালায়া রাইখ্যা আমি যেইডা কইতাছি সেইগুলা লয়া ঝাপায়া পড়েন, দুনিয়া ও আখেরাতের বহুৎ ফায়দা হপে।

কি লাগবোঃ সবার আগে লাগবো আপনের ক্যাম্রা ম্যানুয়াল, হাতে না থাকলে ডাউন মারেন। সেইখান থিকা দেখেন আপনের ক্যাম্রা AUTO BRACKETING কর্তে পারে কি না (না পারলেও সমিস্যা নাইক্কা)। AUTO BRACKETING করার সময় একটা ছবি থিকা আরেকটা ছবির EXPOSURE-এর পার্থক্য ক্যাম্নে নির্ধারন করা লাগে সেইটা শিখ্যা লন। এইবার গুগল থিকা EXPOSURE মিয়ারে সার্চ মাইরা এট্টু পড়া-লেখা করেন। EXPOSURE COMPANSATION কি আর ইডা ক্যাম্নে কারবার করে সেইটা দেখেন। ক্যাম্রার APERTURE PRIORITY জিনিশটা কুতায় থাকে আর এইটা ক্যাম্নেকি সেইটা শিখেন। এই APERTURE PRIORITY তে ছবি তুলার সময় শুধু EXPOSURE COMPANSATION কইরা ক্যাম্নে বিভিন্ন EXPOSURE-এ ছবি তুলতে হয় সেইটা নিয়া মাথা ঘামান। বভিন্ন APERTURE-এ ক্যাম্নে ছবির DEPTH OF FIELD পরিবর্তন হয় তা জানার চেষ্টা চালান। JPEG, RAW, TIFF -এগুলা খায় নাকি মাতায় দেয় আর এগুলির মাজেজা কি তা লয়া ঘুটা মারেন।

সিনামা এইখানেই শ্যাষ না। TORRENT নিয়া সবারই জানা শুনা আছে। এইবার কয়টা দরকারি সফটওয়্যার ডাউন মারেন, ভাইলোগ-
1) Photoshop CS4/5 (যাগো আছে তাগো আর নয়া ডাউন দেতে হপে না হাসি )
2) Photomatix Pro 4 (ইডা লাগবই লাগবো)
3) Nik Color Efex Pro (ইডাউ লাগবোই)
4) Imagenomic Noiseware Pro (ইডা ছাড়া ছইলত ন)।

এইবার হুমওয়ার্ক করেন। Photoshop-এর DODGE TOOL, BURN TOOL, SPONGE TOOL দিয়া ক্যাম্নে কি। Photomatix Pro 4-এ কি কইরা কায়-কারবার করে। Nik Color Efex Pro-এর কতগুলা অপশন আর তার ব্যাবহার ক্যাম্নে করে, বিশেষ কইরা BLEACH BYPASS, GRADUATED NATUREAL DANCITY ইত্যাদির কাজ। আর Imagenomic Noiseware Pro-এর কাম-কাজ নিয়া এট্টু গবেষনা না করলেই না। এগুলার রিভিউ আর ওয়ার্ক ফ্লো নেটে ভুরি ভুরি আছে। কোনটা দিয়া ক্যাম্নেকি করা লাগবো সেইটা আমি শিখায়া দিমুনি মাগার আপনে আগে থিকা না পইড়া আসলে এই ক্লাসে আপনে পুরাই ডিস্কু মানে ডিস্কোয়ালিফাইড ... মু হা হা হা ...

তো আর আঙ্গুল চুইশা লাভ কি? ঝাপায়া পইড়া রাস্তায় নামেন। একদিন আপনেও তুলতে পারবেন এরাম কিছু ছবি -

Start_07

Start_03

Start_08

Start_04

Start_06

Start_05


[ এইখানে শুধু চিপায় বইশা 'আমি সব শিক্ষা হালাইছি' কয়া পালানোর কুনু কারবার নাই। এই টিউটোরিয়াল শ্যাষে যারা যা কিছু শিখবেন, সেইটা লয়া পরীক্ষা দেওন লাগবো। আরে ডরান ক্যা? জাস্ট পুস্টাইবেন আর কি। তাতে সুবিধা হইবো যে, এক্কেলে হাতে ধইরা সমিস্যা গুলার সমাধান হইবো।]


মন্তব্য

প্রদীপ্তময় সাহা এর ছবি

ইটা রাইখ্যা গেলাম...

আপনি বোধহয় আগের পোষ্টে আমার করা আবদারে সদয় হইয়া একখান গোটা পোষ্ট দিয়া দিলেন। দেঁতো হাসি

অনেক অনেক ধন্যবাদ। হাসি গুরু গুরু
পরীক্ষা দিমু। ফর্ম ফিলাপ কইরা গেলাম।
আইতাছি।

ততক্ষন এই লন (গুড়)

অনুপম ত্রিবেদি এর ছবি

হুম, সবাই ইদানিং খালি 'হাউ-টু' জানতে চায়।

তবে এই HDR নিয়ে লেখার কথা আরো প্রায় দুই বছর আগে। আলসেমি করে আসলে এতো দেরি ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তানিম এহসান এর ছবি

হাসি

অনুপম ত্রিবেদি এর ছবি

দেঁতো হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

ইটা রাইখ্যা গেলাম...

ইটা রাখলাম। এটা আমার জন্য খুবই কাজের সিরিজ হতে যাচ্ছে হাসি

অনুপম ত্রিবেদি এর ছবি

হুম, আমার নিজের জন্যও অনেক কাজের হবে। আসলে আমার ওয়ার্কফ্লো'র ডকুম্যান্টেশন একদম নেই বললেই চলে। এবার একটা ভালো ডকুম্যান্টেশন হবে আর কি চোখ টিপি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

কলেজ জীবনে আজমল স্যার হাইড্রা পড়াতে গিয়ে মিথক্রিয়ার কথা বলতেন। আপনি শুরু করুন, আপনার ডকুম্যান্টেশনের ফাঁকে ফাঁকে মিথক্রিয়ার মাধ্যমে আমাদের ফটোগ্রাফিক জ্ঞানটাও ডকুমেন্টেড হয়ে যাবে হাসি

অনুপম ত্রিবেদি এর ছবি

ইয়াপ্পি ... চলুক

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

যুধিষ্ঠির এর ছবি

ঘটি বাটি বাইন্ধা হাজির!

অনুপম ত্রিবেদি এর ছবি

হুম, আপনে শুধু উপস্থিত থাকলেই হবেনা, পরীক্ষাও দিতে হবে রেগে টং

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

যুধিষ্ঠির এর ছবি

পরীক্ষা দিতে কোন সমস্যা নাই। খাতা ঠিকমত দেইখা নাম্বার দিতে হইবো, সেইটা কর্বেন কি না কন!

অনুপম ত্রিবেদি এর ছবি

আবাজিগস ... HDR পেমি সকলের জন্য এই বান্দা বরবরই হাজির দেঁতো হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তারানা_শব্দ এর ছবি

ইটা রাইখ্যা গেলাম...

ফৈক্ষা দিমু নে! অকন বিজি আচি। টাইমলি দেবো !

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

অনুপম ত্রিবেদি এর ছবি

হুম হাতে কলমে কাজটা করতে গেলে বেশ কিছু সমস্যা দেখা দেয়। সেগুলা নিয়া আলাপ করাটাই আমার উদ্দেশ্য। তাই এগে একটু শিখায়া নিমু আর কি ... দেঁতো হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

প্রকৃতিপ্রেমিক এর ছবি

প্রো সফওয়্যার কিনন লাগবো? মেলা খরচ তো। কোর্সটা অডিট করতে দিবেন?

অনুপম ত্রিবেদি এর ছবি

টরেন্টে নামান। আর পাইরেসি যদি অপছন্দ হয়, তইলে কিছু বলার নাই।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

প্রকৃতিপ্রেমিক এর ছবি

তার চেয়েও বড় সমস্যা হলো আমার লিনাক্স মেশিন। যাই হোক, টিউটোরিয়াল ফলো করব। আপনি চালিয়ে যান।

অরফিয়াস এর ছবি

ভালো জিনিস দিছেন তো !! দেখি নিজে কি করতে পারি এইটা নিয়া !! দেঁতো হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অনুপম ত্রিবেদি এর ছবি

এইটা একটা 'টিউটোরিয়াল সিরিজ' শুরু করার গ্রাউন্ড ওয়ার্ক মাত্র। সিরিজটা এই এলো বলে ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সত্যপীর এর ছবি

ক্যাম্রা নাই পইক্ষা দিমুনা, খালি পিছের বেঞ্চে বইসা থাকলাম।

..................................................................
#Banshibir.

অনুপম ত্রিবেদি এর ছবি

সমিস্যা নাই, বইস্যা থাকেন দেঁতো হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

পরীক্ষা দিমু। তয় আগে একটা প্রি পরীক্ষা দিবার চাই- প্রি পরীক্ষায় পাশ হইলে পরে বাকি কথা--

দেহেন- কয়ডা ছবি কেমুন চেগায়া আছে আবার শ্যাডোর যন্ত্রনায় এক্কেলে ভাঁজ মাইরা আছে!!!

পথিক পরাণ

অনুপম ত্রিবেদি এর ছবি

প্রি পরীক্ষায় পাশ। এইবার লাইনে আসুন দেঁতো হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

মুস্তাফিজ এর ছবি

বরকলের ছবিটা ভালো পাইলাম। অনেক পুরানা কথা মনে পড়লো। একদিন (সেই ৮৮/৮৯তে) আধাবেলা আর সারারাত সাইনবোর্ডটার ডান দিকে গাছগুলার নীচে আধা ঝুলা হিসাবে কাটাইতে হইছিলো (সাথে কিন্তু বিপ্লব ছিলো না)।
টিউটোরিয়ালের অপেক্ষায় থাকলাম।

...........................
Every Picture Tells a Story

অনুপম ত্রিবেদি এর ছবি

বুড়াভাই, আপনের জীবনের যে কতো ঘটনা !!! এক কাজ করেন, টুকটুক কইরা ঐগুলান লেখা শুরু করেন, আমি শিউর আপনে জমায়া দিবেন। প্লিজ ভাইবা দেখেন ইয়ে, মানে...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

______________________________________
পথই আমার পথের আড়াল

অনুপম ত্রিবেদি এর ছবি

ম্যাঁও

সুনামনি, আপনে কিন্তু বহুৎ জ্বালাইছেন - এই HDR শিখবেন কইরা। এখন কুনু মাফ নাইক্কা। টিউটোরিয়াল পুরাডা ফলো কইরা সবচেয়ে কড়া পরীক্ষা আপনারেই দিতে হইবো ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

কৌস্তুভ এর ছবি

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: আমার সেইধরনের এইচডিআর ভালো লাগে যেগুলো দেখে কৃত্তিম মানে কারিকুরি করা বলে মনেই হয় না, স্রেফ মনে হয় জায়গাটা ঠিক চোখে দেখতে যেমন লাগছিল তেমনই লাগছে। সেই স্কেলে আপনার প্রথম এইচডিআর ছবিটা আমার পছন্দের না। ৪ আর ৫ পছন্দের। দেঁতো হাসি

অনুপম ত্রিবেদি এর ছবি

চোখ টিপি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অনুপম ত্রিবেদি এর ছবি

যেই বেঞ্চেই বসেন - জাস্ট ফলো দ্যা টিউটোরিয়াল শয়তানী হাসি শয়তানী হাসি শয়তানী হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

পল্লব এর ছবি

হুমম, আমারো একই মতামত। প্রথমটার মত এইচডিআরগুলা অত ভাল লাগে না। কিন্তু পরেরগুলার মত কিছু করতে চাই।

==========================
আবার তোরা মানুষ হ!

তাপস শর্মা এর ছবি

ইয়া হাবিবি। পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

স্যার আমি ফাস্ট বেঞ্চে না বইলেও মধ্যের বেঞ্চে বমু, আফটার আল, আমি বড় হৈয়া আফনার মত ফডুরে হমু। দেঁতো হাসি

ক্রেসিডা এর ছবি

পরে পড়বো সময় নিয়ে। বন্ধুদের হাতে যখন ক্যামেরা দেখি.. কিনতে সাধ হয়। কিন্তু লেন্স কেনার মতো ও সাধ্য নাই। মন খারাপ

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অনুপম ত্রিবেদি এর ছবি

ওঁয়া ওঁয়া

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

অনুপম ত্রিবেদি এর ছবি

শয়তানী হাসি আপনেরেউ কিন্তুক কড়া পরীক্ষা দেতে হপে ... শয়তানী হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এক্সপোজার: http://www.sachalayatan.com/mahbub/book/24112
এক্সপোজার কমপেনসেশন: http://www.sachalayatan.com/mahbub/24635
এপারচার: http://www.sachalayatan.com/mahbub/book/22412
ডেপথ অফ ফিল্ড: http://www.sachalayatan.com/mahbub/book/24644

এইচডিআর নিয়ে সচলায়তনে প্রকাশিত লেখা গুলো:
http://www.sachalayatan.com/mahbub/book/35047
http://www.sachalayatan.com/arup/21557

অনুপম ত্রিবেদি এর ছবি

ইল্লেল্লা, খুব ভালো কাজ করছেন কমেন্টে লিংক গুলা দিয়া।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনার জন্য বারটা একটু উঁচু করে দিলাম। চোখ টিপি

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

চলুক

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ত্রিমাত্রিক কবি এর ছবি

বস Nik Color Efex Pro টরেন্ট থিকা ডাউনলোড মারছিলাম, ইন্সটলও করছিলাম, বেশ কিছুদিন আগে। এইডা কি ফটুশপের ভিতর থিকা চালাইতে হয়? পরে শুনলাম অইডা নাকি ফটুশপ ৬৪ বিটের সাথে কম্পাটিবল না। এডির সামাধান কী?

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অনুপম ত্রিবেদি এর ছবি

হ্যাঁ জনাব, এই Nik Color Efex Pro কে আপনি FILTER ম্যানুতে গিয়ে পাবেন। হুম, ৬৪ বিটে এই মিয়া কাজ করেনা আর ঠিক একারনেই আমি ফটোশপের ৬৪বিট ভার্শনটা ব্যাবহার করিনা। আপনি ৩২ বিট ইউজ করেন, ৬৪ বিট হুদাই পেরেশানি রেগে টং রেগে টং !!!

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ত্রিমাত্রিক কবি এর ছবি

এর আগেরবার এইটা ইন্সটল করার পর থিকা আমার ফটুশপ ৩২ বিট ওপেন হয় না। এখন কি জানি একটা নামাইলাম ৬৪ বিটের জন্যে। এখন দেখি আমার ফটুশপ ৬৪ বিট ওপেন হয় না, কাহিনী বুঝলাম না কিছুই।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

পল্লব এর ছবি

মনে হয় সবকিছু ঠিকমত ইন্সটল করা হইসে, রেডি। পরের পর্বের অপেক্ষায়।

==========================
আবার তোরা মানুষ হ!

অনুপম ত্রিবেদি এর ছবি

ইল্লেল্লা, আপনে তো এক্কেলে ফাস্টু কেলাশ ফাস্টু ইস্টুডেন্ট ... দেঁতো হাসি দেঁতো হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

পল্লব এর ছবি

হ, টার্মের শুরুতে প্রত্যেক সাব্জেক্টের জন্য নতুন ফ্রেশ খাতা কিনলেও টার্মের শেষে সবগুলাই খালি থাকে দেঁতো হাসি

==========================
আবার তোরা মানুষ হ!

অনুপম ত্রিবেদি এর ছবি

হো হো হো গড়াগড়ি দিয়া হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অনুপম প্রতীপ এর ছবি

পরবর্তী লেখা দেখোনের অপেক্ষায় আছি..... আর, ক্লাশে সামনের সিটখান দখলের লাইগা ইটা রাইখ্যা গেলাম...

অনুপম ত্রিবেদি এর ছবি

উক্কে ... দেঁতো হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

উজানগাঁ এর ছবি

গুল্লি

আমার আর রোয়েনার গোপন ছবি তুমি এইভাবে জনসমক্ষে দিতে পারলা!

অনুপম ত্রিবেদি এর ছবি

আগে কও তুমি কি তোমাগো দুইজনের ছবি দেইখা খুশির চোডে গুল্লি দিলা ??? চিন্তিত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

শান্ত এর ছবি

এই সিরিজ আগাইবো তো না বাকী গুলার মতো ঝুইল্ল্যা থাকবো?

যে কোন বেঞ্চেই বসা আছি।

__________
সুপ্রিয় দেব শান্ত

অনুপম ত্রিবেদি এর ছবি

আমার কোনো সিরিজ কি ঝুইলা রইছে? কোনটা?? অ্যাঁ অ্যাঁ অ্যাঁ

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

মরুদ্যান এর ছবি

দেঁতো হাসি আইলাম বইলাম।

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

অনুপম ত্রিবেদি এর ছবি

আসছেন, বসছেন, এইবার আপনার জন্য এক কাপ পানি ছাড়া চা দিতে বলি ... শয়তানী হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

রাতঃস্মরণীয় এর ছবি

ইটা রাইখ্যা গেলাম... কাঠ, পাত্থর, লোহা, সব রাইখা গ্যালাম আরিফদা।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অনুপম ত্রিবেদি এর ছবি

উক্কে, এইবার আমি এগুলারে সের দরে বেচুম শয়তানী হাসি শয়তানী হাসি শয়তানী হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

Anindita এর ছবি

I am in দেঁতো হাসি

অনুপম ত্রিবেদি এর ছবি

উক্কে ... চোখ টিপি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

বন্দনা এর ছবি

ইয়ে মানে আমার তো টরেন্টই নাই, কি দিয়া কি নামামু ইয়ে, মানে...

অনুপম ত্রিবেদি এর ছবি

গুগল করে তাইলে আগে টরেন্ট ডাউন আর ইনস্টল মারেন। তারপর টরেন্ট দিয়া বাকিগুলা ... দেঁতো হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

উনি যে দেশে থাকেন, সেখানে অবশ্য যদি টরেন্ট নামানো নিষিদ্ধ হয়, সেক্ষেত্রে ফেঁসে যাবেন। আগে খোঁজখবর করে নিতে হবে। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

চমৎকার ব্যাপার যে তুমি একটা টিউটোরিয়াল লিখতে শুরু করলে অনুপম'দা। CS5 নামিয়েছিলাম ব্যানার করবো ভেবে, বাংলা লেখতে সুবিধা। ফোন আর IM দিয়ে প্রায় হাতে ধরে টুকিটাকি একদম বেসিক কিছু ব্যাপার নির্জন স্বাক্ষর শিখিয়েছে, কিন্তু আমি ফটোশপ একদমই হ্যান্ডেল করতে পারি না। প্রচুর হিমিশিম খাই, আর কোথায় যে কোন্‌ চিপায় কী জিনিস ঢুকে থাকে কিছুতেই বের করে ঠিকমতো ব্যবহার করতে পারি না।

সাররিয়াল HDR ভালো লাগে না। তোমার রেন্ডারিংগুলো দেখার আগে আমার HDR সম্পর্কে খুব বাজে ধারণা ছিলো আমি বলেছিলাম তোমার কোন পুরানো পোস্টের কমেন্টে। কিন্তু আলো-ছায়ার খেলা যে অত চমৎকার করে বের করে আনা যায় তা তোমার কিছু ফটোব্লগ না দেখলে জানতাম না। আমার শিখতে খুব ইচ্ছা করছে। বিশেষ করে প্রথম দুইটা ছবির মতো ওভার আর আন্ডার এক্সপোজড ছবি আমার প্রায়ই হয়ে যায়। আমার তো DSLR নাই, মেজচাচার ফেলে যাওয়া একটা SLR আছে, প্রচণ্ড ভারী সেটা, বহু আগে খানিক গুঁতিয়ে ফেলে রেখে দিয়েছি, লেন্সটায় কে জানে ছাতামাতা পড়ে গেছে কিনা! আমার ধৈর্য্য খুব কম আর ছবি এডিটিং-এ প্রচুর সময় যায়... এই ভয়েই ইদানীং পোস্টও কম দেই, বেড়াবার পোস্ট কি আর ছবি ছাড়া ভালো লাগে বলো?

আমি আগ্রহ নিয়েই পড়বো এই সিরিজি সম্ভবত। কিন্তু ব্যাকবেঞ্চার ইশটুডেন হিসেবে। আর পরীক্ষা আমি বরাবরই খুব বাজে পাই। খাইছে

তোমাকে থাম্বস আপ - চলুক

রান্নাবান্না, সমাজ, এই ট্যাগগুলো খামাখা পোস্টটার মূল্য হ্রাস করছে মনে হলো, আর ঐ ট্যাগে কেউ কিছু খুঁজতে গেলে হুদাই এইটা গিয়ে হাজির হবে লিস্টে। ব্যাক্তিগত মতামত, ট্যাগগুলো ব্যবহারে আমরা সবাই আরেকটু যত্নবান হলে মন্দ হয় না।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অনুপম ত্রিবেদি এর ছবি

হুম, আসলে সেদিন হঠাৎ করে ভাবলাম, কিভাবে আমি HDR করি সেটার একটা ওয়ার্কফ্লো দিয়ে পোস্টাই। কিন্তু মনে হলো এটাতে ঝামেলা আরো বেশি, সেই বিশদ ব্যাখ্যা দিতেই হবে কিন্তু মন্তব্যে বা আবার একটি পোস্ট দাড় করিয়ে - এতে জিনিশটা এলোমেলো হবার সম্ভাবিলিটি অনেক বেশি। তাই একটানা লিখতে বসে দেখলাম যে ফিনিশিং বাদে প্রায় ৪টা পর্বের মতো তথ্য উপাত্ত দেয়া শেষ। তাই আর দেরি না করে সিদ্ধান্ত নিয়েই ফেললাম, এই সিরিজ আসছে সচলে।

আমি বলবো, CS 4 ইনস্টল করো, ঐ বেটা CS 5 আসলেই একটা প্যাচ!!! কিচ্ছুনা। যেই টুলগুলার কথা বললাম সেইগুলা নিয়ে গুগল কর্লেই সব ফকফকা। আর এখন তো অনেক প্রকার এন্ট্রি লেভেলের DSLR বাজারে আছে কি আছে কপালে বলে একটা কিনে ফেলো। ছবি এডিটিং-এ একয়াব্র মজা পেয়ে গেলে সময়টা আসএ তখন আর কোনো বিষয় মনে হবে না।

হা হা হা হা ... ট্যাগিংগুলা জাস্ট ফান ... শয়তানী হাসি শয়তানী হাসি শয়তানী হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

টেকা নাই, ফয়সা নাই... <কোলন মেঝে চাপড়িয়ে কান্না>

ল্যাপটপটাকে ভালো মতো ধোলাই করে নিতে হবে নতুন কিছু ইন্সটলের আগে, তাই চুপ করে বসে আছি... অনেক সময় খেয়ে ফেলে যে! মন খারাপ
CS4-এ কি বাংলা লেখা যাবে? ঐটাও থাকলে সুবিধা হতো।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নজমুল আলবাব এর ছবি

এরপর কি দ্যাশে আর কোন বালোগ্রাফার থাকপে না!!! চিন্তিত

অনুপম ত্রিবেদি এর ছবি

অবশ্যই থাকবে, ১০০বার থাকবে।

HDR নিয়ে আমি যা লিখছি, তারচেয়ে অনেক তথ্যবহুল আর বিস্তারিত টিউটোরিয়াল গুগল করলেই পাবেন। ওগুলো দেখে তো তাহলে লোকজন সেই কবেই HDRগফুর হয়ে যেতো। শুধু জানলেই আর শিখলেই হয়না, আগ্রহ আর ক্রিয়েটিভিটি থাকতে হয় !!!

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তদানিন্তন পাঁঠা এর ছবি

আমারে কিন্তু পরীক্ষা ছাড়াই পাশ করান লাগব কয়া রাখলাম। শয়তানী হাসি

অনুপম ত্রিবেদি এর ছবি

ইডাতো পুরাই দুই লম্বরি ভাইজান !!! অ্যাঁ অ্যাঁ অ্যাঁ

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তদানিন্তন পাঁঠা এর ছবি

এই বয়সে আইসা ফেল মারলে ক্যাম্নে কী? না হয় আপ্নারে আমি হানিফের বিরিয়ানি খাওয়ামুনি একদিন। কিন্তু আমার পাশ চাইই চাই।

আকামের আবদুল এর ছবি

একাত্তরের শহিদ ছোট ভাইয়ের একটা মাত্র (গ্রুপ) ছবি আছে। কেউ কি আছেন ছবিটা মেরামত করে দিতে পারেন ?

তারেক অণু এর ছবি

ওরে বাবা, এত কিছু লাগবে, আমি নাইক্যা, অলস মানুষ ভাই এই ব্যাপারে, আগেই ফেল ।

যখন প্রথম ক্যানন কিনছিলাম দেখি অন্য ৩ ভাষায় ম্যানু দিছে, ইংরেজিতে দেয় নি! তখন নেটেও ছিল না, পোস্টে যখন আসল, পড়ে শেখার উৎসাহ হারিয়ে ফেলছি, এখন প্রতি ট্যুরের আগে মনে করি এইবার মযানু দেখে কিছু ছবি তোলা আসলেই শিখে ফেলব, কিন্তু হয় না !

অনুপম ত্রিবেদি এর ছবি

কস্কি মমিন!

ভাই, আপনে অনেক জায়গায় যাওয়া আসা করেন। বেশী না, একদম একটু ফটোগ্রাফির দিকে নজর দ্যান। আপনার এই ঘুরাঘুরির ডকুম্যান্টেশনের জন্য খুবই ভালো হইবো। যেসব ছবি আপনার মনে হইবো যে ভালো হইছে কিন্তু আর একটু এডিট করা দরকার ,সেগুলা আমারে মেইলে দিয়েন, মাগনা খাইটা দিমু।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সচল জাহিদ এর ছবি

লগে আছি। তয় কইছিলাম, কোমল সম্ভারগুলান, আই মিন সফটওয়ারগুলান কি সহজে পাবার কোন উপায় আছে ? দেঁতো হাসি


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ জাহিদ ভাই। তয় এগুলান সহজে পাওয়া যায় কিনা জনিনা। আমারে মেইল কইরেন একটা উপায় অবশ্য আছে, চেষ্টা কইরা দেখুম দেঁতো হাসি চোখ টিপি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

কানা বাবা এর ছবি

এই অভাজনের একটি কথা জানার খুবই ইচ্ছা, আর তা হল বিশ্বের নামকরা ফটোগ্রাফাররা এই রকম সফটওয়্যার ম্যানিপুলেট করা ছবি সম্পর্কে কি ধারনা পোষন করেন? তারা নিজেরা কি এটা প্র্যাক্টিস করেন? নামিদামি ছবি প্রদর্শনীগুলোর কতৃপক্ষ কি এধরেনর ছবি প্রদর্শনী জন্য গ্রহণ করে?

/----------------------------------------------------
ওইখানে আমিও আছি, যেইখানে সূর্য উদয়
প্রিয়দেশ, পাল্টে দেবো, তুমি আর আমি বোধহয়
কমরেড, তৈরি থেকো,গায়ে মাখো আলতা বরণ
আমি তুমি, আমি তুমি, এভাবেই লক্ষ চরণ।।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এটা একটা রিলিজিয়াস ওয়ারের মতো। অনেকে পজিটিভলি নেন, অনেকে নেননা।

আমি "বিশ্বের নামকরা ফটোগ্রাফাররা" কে কোন রিলিজিয়াস অবস্থান নিলেন সেটা নিয়ে চিন্তিতঃ নই। এযুগের ডিজিটাল ছবি সফটওয়্যারেই মডিফাই হচ্ছে। ক‌্যামেরাতে যখন ছবি উঠছে তখন সেখানে নয়েজ রিডাকশন, ইমেজ স্ট্যাবিলাইজেশন, শার্পনেস, স্টাইলাইজ করা হচ্ছে এক দফা। কম্পিউটারে করা হচ্ছে একদফা। এই প্রসেসটাকে বিকৃতি অর্থে "ম্যানিপুলেট" বলার কি কারণ থাকতে পারে জানি না।

তবে বিকৃত করা হয় কোনো কোনো ক্ষেত্রে। ফটোশপের লিকুফাই ব্যবহার করে মোটা মানুষকে চিকন। চোখের রং বদলে ফেলা। এইসব আমার কাছে ফ্যাক্ট ডির্স্টশন মনে হয়। এটাকে আমি অনৈতিক বলতে রাজি আছি।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হ, সেটাই। অনেকেই পোস্ট প্রসেসিংকে ভালো চোখে দেখেনা। তারা আবার ক্যামেরায় যে প্রি-প্রসেসিং হচ্ছে সেগুলো খেয়াল করেনা। আমার কাছে আরিফের এইচডিআর ভালো লাগে--প্রায় ন্যাচারাল।

অনুপম ত্রিবেদি এর ছবি

কোলাকুলি বুখে আয় বাবুউউল ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ত্রিমাত্রিক কবি এর ছবি

ইভেন মুর্শের ভাই, মনে করেন লিকুইফাই ব্যবহার করেও যদি কেউ ধরেন 'ফ্যক্ট ডিস্টরশান' করল, কিন্তু যদি বলাই থাকে যে, এটা এডিটেড ছবি, আমি কোন সমস্যা দেখি না। মনে করেন ছবি তোলার সময় কেউ হয়ত সুন্দর করে সাজল, বা অনেক সময় মানুষ বলে, দেখ আমাকে যেন ছবিতে মোটা না দেখায়, সেটা যদি ফটোগ্রাফার করতে পারে, সেটাকে কি ফ্যাক্ট ডিস্টরশান বলা হবে না? আসলে ফ্যাক্ট কথাটাই চরম আপেক্ষিক। তাহলে একটা মানুষের ছবি তোলার সময় ছবিটা যেন ভাল আসে, এরকম কথার অর্থ থাকত না। ছবিতে যেন আমাকে বাস্তবের চেয়ে ভাল দেখায়, এরকম ব্যপার অনেকের ভেতরেই আছে। সেই কনসেপ্ট যদি 'ফ্যাক্ট ডিস্টরশান'-এর আওতায় না আনা হয় তাহলে শুধু ডিজিটালি করলে এত আপত্তি কেন মানুষের? কেউ যদি বলেই দেয় যে, এই ছবি ডিজিটালি চেঞ্জড আমার মনে হয় না সেক্ষত্রে অনৈতিক বলাটা যথাযথ।

এখন কথা হল সেই ছবিটা কিসের জন্যে ব্যবহার হবে, যদি সেটা মুসা ইব্রাহিম পাহাড়ে উঠেছে কি ওঠেনি, বা ক্রাইম সিন বা হাফমজুরের পাগলামো এসব কিছু তথ্য প্রমাণের জন্য এরকম কোন কিছুতে ব্যবহার হয় তাহলে সেক্ষত্রে 'হার্ড রুলস' থাকতেই হবে। আর সেক্ষেত্রে কেউ কিন্তু ছবির অ্যাস্থেটিক বিষয় নিয়ে মাথাও ঘামাবে না। কিন্তু যেখানে ফটোগ্রাফি শুধুই 'আর্ট' সেখানে কোন নিয়ম বেঁধে দেয়াটাকে আমার কাছে বোকামী মনে হয়। কেউ যদি ভারজিন ফটোগ্রাফিতে আগ্রহী তাতে যেমন দোষের কিছু নেই, আবার কেউ যদি নিজের তোলা ছবির ইজ্জত মেরে দেয়, তাতেও ছবির জাত গেল জাত গেল চেচানোর কিছু নেই। যারা করে আমি অ্যাটলিস্ট তাদের মৌলবাদী বলব।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

যেকোন বিষয়কে আপেক্ষিক দাবী করে সেটাকে গ্রহণযোগ্যতাকে বাড়িয়ে তোলার চেষ্টাটা অযৌক্তিক। অ্যস্থেটিক হোক আর নন অ্যস্থেটিক হোক ফ্যাক্ট ডির্স্টশন হচ্ছে ফ্যাক্ট ডির্স্টশন। কোনো কোনো ফ্যাক্ট ডিস্টর্শন নিয়ে লোকে মাথা ঘামায় না কিংবা কারো কোনো ক্ষতি করে না বলে সেটাকে আকোয়েশ্চনেবলি গ্রহণ করতে হবে এমনটা আমি মনে করি না।

ত্রিমাত্রিক কবি এর ছবি

'ফ্যাক্ট ডিস্টরশান হচ্ছে ফ্যাক্ট ডিস্টরশান'-এটুকুতে আপত্তি নেই। কিন্তু সেই ফ্যাক্ট ডিস্টরশানটা অনেক কারণে হতে পারে। মনে করেন একটা ছবিকে লিকুইফাই করে সেটাকে একটা ক্যারিকেচার ভিউ দেয়া যেতে পারে। সেটাকে ভাল কি খারাপ সেই মাপামাপিতে যাচ্ছি না। যেটা বলতে চাইছি, কেউ যদি করতে চায় ওরকমটা তাতে 'জাত গেল', বা 'শিল্পের বারোটা বাজাচ্ছে' এমনটা মনে করি না। একজন মডেলকে ছবিতে যতটা সুন্দর লাগে, সামনাসামনি অনেক ক্ষেত্রেই তা লাগে না। সেটার কারন অনেক সময়, ডিজিটাল বা অ্যানালগ এডিটিং যাই বলেন না কেন, এর ওপর আবার ছবির সাব্জেটও তো এডিটেড। তাই আসলে ঠিক কোথায় কতটুকু ফ্যাক্ট ডিস্টরশান হচ্ছে, বা ঠিক কতটুকু ডিস্টরশান হলে সেটাকে ডিস্টরটেড বলা যাবে, সেই মাপকাঠি দেয়াটা দুষ্কর, এবং হয়ত অপ্রয়জনীয়ও বটে। কেউ যদি বলেই দেয় এটা এডিটেড/ডিজিটালি ম্যানুপুলেটেড, বা 'দিস ইজ হিস ওয়ে অফ ডুয়িং ইট', শুধু ক্যামেরার কাজ বলে পাকনামি করার চেষ্টা না করে, সেক্ষেত্রে আমি তার জন্যে কোন মাপকাঠি বেঁধে দিতে নারাজ। অবশ্য কার কোনটা ভাল লাগবে, কোনটা ভাল লাগবে না সেটা তো ব্যক্তিগত ব্যপার থাকছেই। কেউ যদি মমতাজের গান শুনে বিনোদিত হয়, তাতে চাইলে আপনি বড়জোড় তার রুচি নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু মমতাজকে তো গান গাওয়া থামাতে বলতে পারেন না।

কুতর্ক হচ্ছে কিনা শিওর না। আমার কেন যেন মনে হচ্ছে, এই ব্যাপারে আমার আর আপনার অবস্থান মোটামুটি একই। ফ্যাক্ট ডিস্টর্ট করে সেটাকে অরিজিনাল দাবি করলে, আমিও সেটাকে অনৈতিক বলব।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অনুপম ত্রিবেদি এর ছবি

হুম, অনেক নাম করা ফটোগ্রাফার আছেন যারা শুধু HDR করেই নাম কামিয়েছেন। গুগল করলেই পাবেন। আর একটু ঘাঁটাঘঁটি করেন, তাহলেই বুঝতে পারবেন যে HDR কোনো ম্যানিপুলেশন নয়, এডিটেড ছবি। আমার ব্যাক্তিগত দৃষ্টিতে আমি Montageকেই ম্যানুপুলেশন মনে করি। নামিদামি জিনিশে আমার আগ্রহ কম, তাই এইসব নামিদামি প্রদর্শনির ব্যাপারে কিছু বলতে পারছি না। আর আমি ফটোগ্রাফার না, ফটোআর্টিস্ট মনে করি নিজেকে।

একবার সময় করে এখানে ঢুঁ মেরে দেখতে পারেন। কিছু কথা হয়তো মনে ধরতেও পারে চোখ টিপি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ধুসর গোধূলি এর ছবি

শর্টকাট মারেন বস। আমি শর্টকাটের পাবলিক। আইফোনে এইচডিআর'এর একটা বিল্টইন অপশন আছে। ঐ শ্যালকপুত্র পুরাই ফাউল। এইচডিআরের যে আউটপুট দেয় সেইটা অরিজিনাল ছবির চেয়ে কোনদিক যে আলাদা, সেইটা বুঝতে হলে আসলেই ফটুক সাইন্টিস্ট হতে হবে। আপনের কোনো একটা পোস্টে মনেহয় দেখছিলাম, একটা ছবিরে ম্যানুয়ালি এক্সপোজার কমায়া ৫ ভার্সন বানায়া তারপর আল্লার নামে দে ঘুটা! ঐ সিস্টেমটা ধরায়া দেন খালি, তারপর দেখেন... শয়তানী হাসি

ত্রিমাত্রিক কবি এর ছবি

নিক কালার ইফেক্স এর আগেরবার এইটা ইন্সটল করার পর থিকা আমার ফটুশপ ৩২ বিট ওপেন টাইম ক্র্যাশ হইত। এখন কি জানি একটা নামাইলাম ৬৪ বিটের জন্যে। এখন দেখি আমার ফটুশপ ৬৪ বিট ওপেন হয় না, ওপেন টাইম ক্র্যাশ হয়। আনিন্সটল করার পরে আবার আগের মত, ঠিকঠাক ওপেন হচ্ছে। কাহিনী বুঝলাম না কিছুই। কেউ হেল্পাইতে পারেন?

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অনুপম ত্রিবেদি এর ছবি

জানিনা ক্যান এমন হইতাছে আপনার। কিন্তুক আমার লগে আইজ পর্যন্ত নিক আপায় বেঈমানি করে নাইক্কা।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ত্রিমাত্রিক কবি এর ছবি

আমার শুরু থিকাই এই কাহিনী। এইডা কি সিএস ফাইভের প্রব্লেম হইতে পারে? আপ্নে সিএস ফাইভের সাথে চালাইছেন নিক?

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অতিথি লেখক এর ছবি

নিক কালার এফেক্স প্রো মাঝে মইধ্যে আমার লগে ঘাউড়ামি করে। বলা কওয়া ছাড়া হঠাৎ কইরা ফটোশপ বন্ধ কইরা দেয়......

ফাহিম হাসান এর ছবি

বস, নকলের বন্দোবস্ত কেমন?

yeasirarafat এর ছবি

কাজ ক রার পদ্ধতি তো সেয়ার করলেন না । আর আঞ্চলিক শব্দ দিয়ে রসিকতা (হার লুঙ্গিতে কাদা ভইরা গেছিল তোর লেখা পইড়া , ভালো কইরা কহা এখন সফট গুলা দিয়া কাজ করবহ কিভাবে বে ।।।।। ) করলে ভালো হত । আঞ্চলিক ভাষা সব ক্ষেত্রে মানায় না । তবে রসে ভরপুর লেখা আপনার । ধন্যবাদ ।

শাব্দিক এর ছবি

মাথা নষ্ট করার জন্য এইরাম একটা পোষ্টই যথেষ্ট।
কেন যে পরীক্কার আগে এইটা খুইলা বসলাম। রেগে টং

হাওাই মিঠাই   এর ছবি

আমরা যারা কেম্রা চিনিনা তাদের জন্য কিছু টিপস দেন।আক্তা নয়া ক্যামেরা কিনার বেপারে ক্লাস নিলে বালা হইত।।।।।।।।
১ /কি কেমেরা কিনব?
২/ কত বাযেট থাকলে ভাল, এবং কুন বাজেট এ কোনটা কেনা ভাল?
৩/কিনার সময় কি কি বিষয় মাথায় রাখব??

একটু হেল্পান না ভাইজান।।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।